Search

Wednesday, February 28, 2018

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার বন্ধে ইসিকে চিঠি বিএনপির



তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে ইসিতে পাঠানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণাসংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দেওয়া হয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন চিঠিটি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। এ ছাড়া আলাদা একটি চিঠিতে কমিশনের চাওয়া দলীয় কিছু তথ্যও দেওয়া হয়েছে।

মুনির হোসেন প্রথম আলোকে বলেন, বিকেলে তিনি বিএনপির মহাসচিবের সই করা চিঠি ইসিতে পৌঁছে দিয়েছেন। একটি চিঠিতে ইসিকে বিএনপির দলীয় কিছু তথ্য দেওয়া হয়েছে। অপরটিতে তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধে উদ্যোগ নিতে এবং বিষয়টি ইসিতে অবহিত করে লেখা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় টাকা খরচ করে প্রচার-প্রচারণা করছেন। তফসিল ঘোষণার আগে এ ধরনের নির্বাচনী প্রচার চালান আচরণবিধি ও আইনের লঙ্ঘন। প্রধানমন্ত্রীর এই প্রচারণা বন্ধে ইসিকে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার প্রধানের এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া সবার জন্য সমান সুযোগ সৃষ্টির পরিপন্থী পাশাপাশি তা আইনেরও লঙ্ঘন।

নির্বাচন কমিশনের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, এখনো তাঁরা চিঠিটি পাননি। চিঠি পড়ে তাঁরা যা করার তাই– করবেন।

চলতি বছরের শেষে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। বিএনপি চিঠিতে গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফর, ৮ ফেব্রুয়ারি বরিশাল সফর এবং রাজশাহী সফরে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া, সমাবেশ করা ও ভোট চাওয়ার বিষয়টি উল্লেখ করেছে।

  • Courtesy: Prothom Alo Feb 28, 2018

Tuesday, February 27, 2018

এ কথা বন্ধুত্বের নমুনা নয়

 ড. মাহবুব উল্লাহ্


আজ যখন দৈনিক যুগান্তরের জন্য নিয়মিত সাপ্তাহিক কলামটি লিখছি, তখন যে দিনটি অতিবাহিত হচ্ছে সেটি ২৫ ফেব্রুয়ারি। আজকের এদিনে ২০০৯ সালে বিডিআর বাহিনীতে এক কলঙ্কময় বিদ্রোহের নামে হত্যা করা হয় আমাদের সামরিক বাহিনীর ৫৭ জন চৌকস ও দেশপ্রেমিক অফিসারকে। তাদের সঙ্গে নিহত হয়েছিলেন আরও অনেকে।

আমাদের জাতীয় ইতিহাসে কিছু বেদনাঘন দিন আছে। তার সঙ্গে সেদিন যুক্ত হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। চ্যানেল আই তৃতীয়মাত্রা অনুষ্ঠানে ২৫ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নিজেদের অনুভূতি সম্পর্কে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ছয়জন শহীদ সেনা অফিসারের স্ত্রী-পুত্র কন্যাদের। তাদের অনুভূতির কথা শুনে অশ্রু সংবরণ করা সম্ভব হয়নি। অনুষ্ঠানের উপস্থাপক জিল্লুর রহমানও একপর্যায়ে অশ্রুসজল হয়ে পড়েছিলেন। দিবসটিকে ঘিরে আমাদের স্মৃতির বীণায় যে করুণ সুর জাগিয়ে তোলা হয়েছিল তার জন্য চ্যানেল আই এবং উপস্থাপক জিল্লুর রহমানের প্রতি রইল অন্তরসিক্ত কৃতজ্ঞতা। একজন শহীদ অফিসারের সন্তান বলতে চাইল, ‘ওটা বিদ্রোহ ছিল না, ছিল হত্যাকাণ্ড।’ যুক্তিস্বরূপ এ যুবক বলল, বিদ্রোহের একটা আইডিওলজি থাকে। সে জন্য মানবসমাজে বিদ্রোহ নন্দিত হয়। ১৮৫৭ সালে ইংরেজ শাসনের বিরুদ্ধে ইংরেজদের ভাষায় যে ‘সিপাহী বিদ্রোহ’ হয়েছিল, কার্ল মার্কসের দৃষ্টিতে তা ছিল ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’।

যারা ইতিহাসে উপস্থাপিত ঘটনাবলি সম্পর্কে কোনো বিকৃতি বা বিচ্যুতি মানতে চান না, তাদের অনেকে মার্কসের দোহাই দিয়ে যে শব্দগুচ্ছ উপস্থাপন করা হয়েছিল, সেগুলো মার্কসের নিজের কথা ছিল না বলে দাবি করেছেন। মার্কস ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন সম্পর্কে বেশকিছু লেখা লিখেছিলেন। সেগুলো সংকলিত করে প্রকাশ করতে গিয়ে একসময় সোভিয়েত ইউনিয়নের মার্কস-লেনিন ইন্সটিটিউট এই মহাবিদ্রোহ সম্পর্কিত লেখাগুলোর শিরোনাম করেছিলেন, ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’। ইতিহাসের ইতিহাস নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, আমাদের কাছে ১৮৫৭-র মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার সঙ্গে চির অম্লান হয়ে থাকবে মহাবিদ্রোহের মহানায়কদের নাম। যেমন, তাতিয়া তপী, নানা ফড়নবীশ, সিপাহি মঙ্গল পান্ডে এবং মওলানা আহমদ উল্লাহ। তাদের সঙ্গে যে নামটি চিরস্মরণীয় হয়ে থাকবে সেই নামটি হল বাহাদুর শাহ জাফর।

২০০৯-এর ২৫ ফেব্রুয়ারির বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের জন্য এ দেশের কোনো মানুষেরই সামান্যতম সহানুভূতি থাকবে না। ইতিহাসের ধারায় তারা তৈরি করেছিল এক কলঙ্কজনক অধ্যায়। যে বীর সেনা অফিসাররা সেদিন প্রাণ হারিয়েছিল, তারা জানতে পারেনি তাদের কী অপরাধ। তারা জানতে পারেনি কোন ষড়যন্ত্রীরা দেশের কোন সর্বনাশ করার জন্য তাদের প্রাণ কেড়ে নিয়েছিল। একজন সৈনিকের জন্য সবচেয়ে গর্বের বিষয় হল তার ইউনিফর্ম।

ইউনিফর্ম পরিহিত অবস্থায় তাদের হত্যা করা হয়েছিল। এ ছিল তাদের ইউনিফর্মের প্রতি চরম অবমাননা। একজন সৈনিক দেশের জন্য প্রাণ দিতে কুণ্ঠাবোধ করে না। বরং দেশের জন্য শাহাদতবরণ করাটা তারা অতি গর্ব ও বীরত্বের কাজ হিসেবে গ্রহণ করে। মহান মুক্তিযুদ্ধে এত বিশালসংখ্যক অফিসার শহীদ হননি। তাহলে কি এদের হত্যা করে কুচক্রীরা চেয়েছিল আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বর্মটিকে চূর্ণ-বিচূর্ণ করে দিতে। এসব সেনা অফিসারের স্বজনরা আজও অপেক্ষায় আছেন দিবসটিকে যেন শহীদ সেনাদিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্র। তারা দিবসটিকে সরকারি ছুটির দিন হিসেবেও চান না। তাদের একটি মাত্র চাওয়া হল, দিবসটির প্রতি জাতির অকুণ্ঠ মর্যাদা জ্ঞাপন।

কী শোকাবহ ছিল এ সেনা অফিসারদের মৃত্যু! তাদের কফিন যেসব সেনা অফিসার ইউনিফর্ম পরে কাঁধে বহন করে ধীর পদক্ষেপে শেষ যাত্রায় এগিয়ে যাচ্ছিলেন, তারাও অশ্রু সংবরণ করতে পারেননি। কী গভীর বেদনাভূতি এ ঘটনাটির সঙ্গে জড়িয়ে ছিল তা ভাষায় বর্ণনা করা সহজ নয়। এমন শোকে মানুষ ভাষা হারিয়ে ফেলে, হয়ে যায় বাকশক্তিহীন। তাই তো গায়ক হায়দার হোসেন গেয়েছিলেন, ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।’

শুধু সেনা অফিসার হত্যার জন্যই স্মরণীয় নয়, ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস, শহীদদের মাস, মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য প্রতিরোধের মাস। মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য বরকত, সালাম, রফিক ও জব্বাররা আমাদের যেভাবে আত্মসচেতন করে গেছেন, সেটাই আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে কার্যকর হাতিয়ার হয়ে উঠেছে।

আমরা একটি দেশের উপনিবেশবাদের শৃঙ্খল ভেঙেছি অন্য একটি দেশের উপনিবেশে পরিণত হওয়ার জন্য নয়। গত দু-তিন দিনের সংবাদপত্র পড়ে মনে হচ্ছে আমাদের আত্মমর্যাদাবোধকে নতুন করে চ্যালেঞ্জ করা হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোর ২য় পাতায় একটি সংবাদের শিরোনাম ছিল, ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য/‘বাংলাদেশিদের’ ব্যবহার করছে চীন ও পাকিস্তান। এ সংবাদে বলা হয়েছে, চীনের সহায়তায় পাকিস্তান ‘বাংলাদেশি’ মুসলমানদের ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ঠেলে পাঠাচ্ছে- প্রকারান্তরে এ কথাই বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল দিপিন রাওয়াত। গত বুধবার রাজধানী নয়াদিল্লিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান, ভারতের পশ্চিম প্রান্তের প্রতিবেশীর কাছে এটা আরেক ধরনের ছায়াযুদ্ধ।

ছায়াযুদ্ধের চরিত্র কেমন তা বোঝাতে গিয়ে রাওয়াত আসামের রাজনৈতিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (AIUDF) উদাহরণ দেন। তিনি বলেন, রাজ্যে এ দলটির বাড়-বাড়ন্ত বিজেপির চেয়ে অনেক বেশি। বেশি হওয়ার কারণ হিসেবে তিনি মুসলমান জনসংখ্যা বেড়ে যাওয়ার কথা বলেন। এই যে বেড়ে যাওয়া, তার একটা বড় কারণ হিসেবে তিনি বন্যার কথা বলেছেন, যার ফলে নিম্ন প্রবাহিকার দেশ বাংলাদেশে বাসস্থানের জায়গা সংকুচিত হয়ে পড়ছে। তার ব্যাখ্যায়, চীনের সাহায্যে পাকিস্তান ওই মানুষজনকে উত্তর পূর্বাঞ্চলে পাঠিয়ে জনবিন্যাস বদলে দিচ্ছে। এটা ওদের এক ধরনের ছায়াযুদ্ধ। ওদের উদ্দেশ্য এই বিস্তীর্ণ অঞ্চলে অশান্তি জিইয়ে রাখা।

জেনারেল রাওয়াতের এ মন্তব্যে হতভম্ব হওয়া ছাড়া কী-ই বা করার থাকে! ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বঞ্চনাজনিত কারণে একধরনের সশস্ত্র বিদ্রোহাত্মক তৎপরতা দীর্ঘদিন ধরে চলে আসছে। কখনও এই তৎপরতা বেড়ে যায়, আবার কখনও স্তিমিত হয়ে পড়ে। ওখানে যা ঘটছে সেটি ঘটছে মূলত অভ্যন্তরীণ কারণে। এসব বিদ্রোহাত্মক তৎপরতার সূচনা ১৯৪৮ সাল থেকে। অর্থাৎ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পরের বছর থেকে। এ কথা অনস্বীকার্য, বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে পূর্ববঙ্গের গরিব কৃষকরা আসামে অভিবাসন শুরু করে। অর্থনীতির ভাষায় একে বলা যায়, পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর। এ গরিব কৃষক প্রজারাই আসামের বন-জঙ্গল সাফ করে এবং হিংস্র পশুদের দমন করে আসামকে কৃষির জন্য উপযোগী করে তোলে। অথচ দেখা গেল একপর্যায়ে আসামের মূল বাসিন্দারা এটা পছন্দ করছে না। তারা ‘বাঙাল খেদা’ আন্দোলন গড়ে তুলল। এই ঘৃণাশ্রয়ী আন্দোলন প্রতিরোধ করতে গিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লাইন প্রথাবিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। সেই সময় থেকেই আসামে বারবার বাঙালি বিদ্বেষের বিষবাষ্প ছড়িয়েছে। এ থেকে পশ্চিম বাংলার বাঙালিরাও রেহাই পায়নি।

জেনারেল রাওয়াতের দাবি, বন্যা ও জনসংখ্যার চাপের ফলেই আসামে ‘বাংলাদেশি’দের অনুপ্রবেশ ঘটছে। ফলে আসামের জনবিন্যাসে পরিবর্তন হচ্ছে এবং দিনে দিনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভারতের সামরিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এটা হল এক ধরনের জনমিতিক আগ্রাসন বা Demographic Invasion; কিন্তু গত ২-৩ দশকে বাংলাদেশে যতটুকু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তার ফলে বাংলাদেশিদের আসামে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কর্মসংস্থানের জন্য বাংলাদেশিরা ভারতের তুলনায় পৃথিবীর অন্য অনেক দেশকে আকর্ষণীয় মনে করে। এ ছাড়া আসামে ১৯৪৭-এর পর এমন কোনো অর্থনৈতিক উন্নয়ন হয়নি যার ফলে বাংলাদেশিরা কর্মসংস্থানের গন্তব্য হিসেবে আসামকে বেছে নিতে পারে। সর্বোপরি চীনের সহায়তায় পাকিস্তান ‘বাংলাদেশি’ মুসলমানদের ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ঠেলে পাঠাচ্ছে- জেনারেল রাওয়াতের এমন অভিযোগ উদ্ভটও বটে। কারণ বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতাকে দমিয়ে দেয়ার জন্য বাংলাদেশের সরকার প্রচণ্ডভাবে তৎপর রয়েছে। এ কথা নিশ্চয়ই জেনারেল রাওয়াত আমাদের মতো বেসামরিক নাগরিকদের তুলনায় অনেক বেশি অবগত আছেন। বাংলাদেশ সরকার অনুপ চেটিয়াসহ উত্তর-পূর্ব ভারতের বিদ্রোহী নেতাদের ভারত সরকারের হাতে তুলে দিয়েছে। এর ফলে ভারতের নিরাপত্তা শঙ্কা দূরীভূত হওয়ার কথা। কিন্তু তা না হয়ে এখন ভিন্নতর অভিযোগ তোলা হচ্ছে। এর সঙ্গে চীনকেও যুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কথিত উদ্বেগ প্রশমনের জন্য অতি সম্প্রতি বলে দিয়েছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ততটুকুই, যতটুকু প্রয়োজন অর্থনৈতিক উন্নয়নের জন্য। বাংলাদেশ ভারতকে অনেক কিছু দিয়েছে- দিয়েছে করিডোর সুবিধা এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহ দমনে সহায়তা।

এতকিছু করেও ভারতের মন জয় করা সম্ভব হয়নি। আরও কত কী করলে ভারতের মন জয় করা সম্ভব হবে বলা দুষ্কর। বাংলাদেশ থেকে প্রতিবছর ৩-৫ বিলিয়ন ডলারের রেমিটেন্স যায় ভারতে। এখন মনে হচ্ছে জনমিতিক বিন্যাসে ভারসাম্য আনার নামে ভারতও মিয়ানমারের মতো ২০-৪০ লাখ মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিতে পারে। এটা কি বন্ধুত্বের নমুনা? ভারত ভালো বন্ধু হলে অন্তত তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে দিত। আমরা ভারতকে বন্ধু হিসেবে পেতে চাই, অভিযোগ উত্থাপনকারী প্রভু হিসেবে নয়।

ড. মাহবুব উল্লাহ : অধ্যাপক ও অর্থনীতিবিদ
  • দৈনিক যুগান্তর/২৬ ফেব্রুয়ারী ২০১৮

Wake Up And Stop Rohingya Abuses

Staff Correspondent

“This is clearly, clearly, clearly genocide that is going on by the Burmese government and military against the Rohingya people." - Mairead Maguire.
Nobel Peace laureates -- Yemen's Tawakkol Karman and Northern Ireland's Mairead Maguire -- in tears hearing the harrowing tales of Rohingya refugees at Thyangkhali camp in Ukhia yesterday. Photo: Video grab

No one would realise better than a woman how it feels when a child is snatched away from the arms of a mother and slaughtered, a man is murdered before the eyes of his wife, or a girl is raped.

That is what happened to countless Rohingya women back in Rakhine State of Myanmar.

As three Nobel laureates listened to such harrowing tales of tortured women and children one by one in the refugee camps of Cox's Bazar, they could not hold tears back.

The trio, all of them mother themselves, then urged Myanmar's de facto leader and their fellow Nobel laureate Aung San Suu Kyi to speak out about violence against the Rohingyas, often dubbed one of the most persecuted minorities in the world.

They implored her to "wake up" to the brutalities, warning she otherwise risks prosecution for "genocide".

The three Nobel Peace Prize winners -- Tawakkol Karman, Shirin Ebadi and Mairead Maguire -- demanded those responsible for the atrocities in Rakhine should be hauled to the International Criminal Court. 

“We appeal to Aung San Suu Kyi, our sister laureate. Think of your children being pulled off your arms, because you are a mother, and massacred and villages burnt,” said Maguire, who is from Northern Ireland.

“Don't deny the Rohingya people their right to life,” she said in an emotion-choked voice after listening to the Rohingya women at Thyangkhali refugee camp in Ukhia of Cox's Bazar yesterday.

A violent military crackdown launched last August sent 700,000 Rohingyas fleeing to Bangladesh, sparking an unprecedented humanitarian emergency in the border district where the refugees are now sheltered in teeming, squalid camps.

Accounts of mass killing, rape, looting, burning of villages and shooting of civilians kept coming with the refugees over the months, while global condemnation poured in for the army campaign which the UN termed a “textbook case of ethnic cleansing”.

Nobel Peace Laureate from Northern Ireland Mairead Maguire talking to a Rohingya refugee during her visit to Kutupalong refugee camp in Ukhia on Sunday. Photo: AFP/collected

Yemen's Tawakkol Karman said it is time Aung San Suu Kyi woke up, or she will be one of the perpetrators of the crime.

“If she could not stop all this crime, she has to resign now. It is very important,” she said, adding Suu Kyi otherwise could be prosecuted at the International Criminal Court.

“We, women Nobel laureates, call for those criminals prosecuted at the ICC … so we don't expect our sister Aung San Suu Kyi to be one of them in the future. If she will continue her silence, she will be one of them.”

The Nobel laureates came to Bangladesh on Saturday and began a visit to the Rohingya camps to assess the allegations of violence against Rohingya women and the overall refugee situation.

The Nobel Women's Initiative, a platform of six female peace laureates established in 2006, is organising the visit in partnership with Naripokkho. On Sunday, they visited the refugee camps in Kutupalang and Balukhali.

They held a meeting with Refugee, Relief and Repatriation Commissioner Abul Kalam in Cox's Bazar yesterday morning and visited the refugee camps in Thyangkhali.

The three laureates, who all through their lives have fought for human rights and democracy, expressed their anger at the inaction of world leaders over the Myanmar crisis.

The UN Security Council discussed the Rohingya issue several times but failed to take any concrete action against Myanmar that had denied the minority people citizenship and rights to education, movement, healthcare etc.

The Rohingyas have been fleeing since 1980s and the latest influx that began on August 25 last year is the largest, raising the number of refugees in Bangladesh to over a million.

In the first 10 days of this month, about 1,500 Rohingya crossed over from Myanmar.

'CLEARLY GENOCIDE'

“Every single woman we met said they were raped, they lost families. One woman's baby was taken off and butchered by the Myanmar soldiers. This is clearly clearly clearly genocide that is going on by the Burmese government and military against the Rohingya people,” added Maguire.

Terming it an orchestrated attempt to remove the Rohingyas out of Myanmar and out of history, she said the Nobel laureates reject the genocide policy of Myanmar.

"We reject this genocide policy of the Burmese government. They will be taken to the ICC and those who are committing genocide will be held responsible.

“As a human family, we cannot allow genocide of a whole people. The world must act,” said Maguire, who spent her life in bearing witness to oppression and standing in solidarity with people living in conflicts. 

“We have, as a human family, to remove impunity because a people and military think they can kill and slaughter little children because this is a slaughtering way of allegiance in a massive massive scale. Where is our world going?”

She further said, “The international community has to say enough is enough and we all have to raise our voices and not remain any more silent.”

Yemen's Tawakkol Karman said the Rohingyas are really facing genocide, a massacre, but the international community has “disappeared”.

“It is shame for all of us, for the international community that they are silent in front of the genocide,” she said, calling for the perpetrators of the crimes to be held accountable and tried at the international court.

The first Arab woman to win Nobel Peace Prize, Karman said the sufferings of the Rohingyas have been going on for decades under the eyes of the world.

“Now we are seeing an ethnic cleansing. That's shameful with the world, shameful that these women have been raped and their children slaughtered. The worst crime is that they have been displaced from their homes, their country.

“Now this is a real real appeal to the international community, the UN and the Security Council to wake up. It is the time now to wake up.”

Later, Karman told the Thomson Reuters Foundation she had spoken to 15 women who said their husbands and some of their children had been killed, and they had been raped repeatedly by soldiers.

"You can't imagine what we heard today," said Karman, who won Nobel Peace in 2011 for her nonviolent struggle for the safety of women rights and peace-building in Yemen.

Iran's Shirin Ebadi said that as members of international community it is their upmost demand Myanmar military be taken to the International Court of Justice.

“We are all paving the way for that,” said Ebadi, who was awarded the Nobel Peace Prize in 2003 for promoting human rights, in particular the rights of the women, children and political prisoners.
Meanwhile, she said, Rohingya refugees are still coming into Bangladesh that must stop because it is not good for the minority group and it also creates intense pressure on the people of Bangladesh.

The Nobel laureates expressed gratitude to Bangladesh government and people for their generosity in hosting the refugees, and urged the UN and international community to ensure the Rohingyas have basic needs and services.

“We are with you, with Bangladeshi people,” said Karman.

- Source : The Daily Star/Feb 27, 2018 

Journo missing for 11 days


Manikganj Correspondent 

Obaidur Rahman, Manikganj correspondent of private satellite channel Desh TV, has remained missing for eleven days.

Obaidur, 48, son of Tamez Uddin of Kahetara village of the district's Ghior upazila, is also a member of Ghior upazila unit of Bangladesh Krishak Samity, an associate organisation of the Communist Party of Bangladesh.

He along with other leaders and members had gone to Khulna by bus on February 14 to attend the national conference of Bangladesh Krishak Samity in Khulna, from Manikganj Bijoy Mela ground in the district town, Nazrul Islam, general secretary of Manikganj district unit of the organisation, said at Manikganj Press Club on Sunday.

After the conference, he started for Manikganj on a bus on February 15 and on the way, the bus stopped at a petrol pump near Jessore's Manihar Cinema Hall around 11:00pm.

Sometime after the bus re-started, it was noticed that Obaidur was not there and he remained missing since then, Krishak Samity leaders said.


Obaidur Rahman's wife Sakhina Sultana Ranu said, “I talked with Obaidur at 11:00am on February 16 but could not know his location. After that, his mobile was found off.”

“My husband was sick and sometimes became unconscious,” she said.

On behalf of the family, Bangladesh Krishak Samity informed Manikganj Superintendent of Police (SP) Mahfuzur Rahman and the latter sent a letter to the SP of Jessore, requesting him to take steps for finding the missing person, said the official.
Source - The Daily Star/ February 27, 2018 

Cash incentive rules flouted

8 exporters, in league with 2 banks, misappropriate Tk 43cr by abusing central bank provision, finds BB probe

AKM Zamir Uddin

Kuliarchar Sea Foods, a Cox's Bazar-based fish exporter, withdrew about Tk 19 crore in cash incentives from Mercantile Bank last year, violating government rules.
Exporters cannot collect the incentive, meant to encourage exports, until the entire export earnings are credited by the importer to the exporter's bank, according to a Bangladesh Bank circular issued in December 2001.

But some exporters with help of their local banks continue to breach the rules, a BB investigation has found.

In the last two years, five companies, including Kuliarchar, misappropriated Tk 40 crore in such incentives from Mercantile. Three other companies took away Tk 3.35 crore from Jamuna Bank, the BB report said. The central bank carried out the probe between May and November last year.

The Daily Star has been able to contact five of the eight companies in question. All of them denied any wrongdoing.

But top officials of both the banks involved admitted violating rules. They said they would try to adjust the amount from future export earnings of these firms and make sure this did not happen again.

Twenty-seven export sectors receive cash incentive between 2 percent and 20 percent under a government policy to boost export and encourage exporters to explore new markets.

The sectors enjoying cash subsidy include garment industry, frozen food and fish industry, leather products, finished leather, agro-based products and agro-processing industry.

In fiscal year 2016-17, the government gave Tk 4,395 crore in such incentives. It was Tk 3,500 crore and Tk 4,000 crore in the two previous fiscal years.

There is no data on how much of the cash incentive is withdrawn breaching rules every year, but BB officials said it could be between 10 and 15 percent of the total sum.

Under the rules, the exporters' banks pay the cash incentive to their clients. Later, the BB reimburses the banks on behalf of the government.

In case of the eight companies, the BB has already reimbursed Mercantile and Jamuna, a BB source told The Daily Star last night.  

The BB investigation found that a number of export bills of Kuliarchar Sea Foods were unpaid when it collected the incentive, which is against the rules. As the proceeds did not come even nine months after the export, Mercantile wrote to the BB in November, seeking two years' extension for the export earnings to come.

The application was subsequently rejected, but Mercantile paid the incentive to Kuliarchar anyway, the BB report said. Teamex Jute Mills, a jute spinner, pocketed nearly Tk 10 crore in a similar way from Mercantile.

The bank also disbursed nearly Tk 41 lakh to Utah Knitting and Dyeing Company and Tk 24.60 lakh to Creative Woolwear, although each of them had overdue export bills.

In another instance, Mercantile disbursed Tk 10.44 crore to Ratul Fabrics and Ratul Knitwear, two companies of Ratul Group, violating central bank rules.

The two companies produced textile items by procuring chemicals from another local factory not owned by Ratul Group, the BB report said.

The bank should have deducted the cost of the procured items while calculating the incentive, it added.

Jamuna Bank disbursed Tk 2.68 crore to Tajbed Trading and Tk 64.74 lakh to Raj-Kamal Everest Corporation although the two companies brought their export earnings through exchange houses.

“Only inward remittance can be sent through exchange houses. Exporters must bring their money through the banking channel,” said the BB report, describing the transactions as suspicious and money laundering.

IFS (Pvt) Ltd, another client of Jamuna Bank, illegally received Tk 2.59 lakh by exporting textile products to Poland. Exporters cannot collect incentives against exports to a number of countries, including Poland.

Musa Meah, chairman of Kuliarchar, termed the central bank's allegation as “bogus”.

“I have been enjoying cash incentives for long. I collected the money in line with the rules,” he told The Daily Star over the phone last week.

Contacted, Mozammel Hoque, managing director of Teamex Jute Mills, first cited network problem and hung up the phone. Later, he did not pick up the call despite repeated attempts.

Ratul Group Managing Director Nazrul Islam could not be reached for comment. A man who identified himself as Mamun and an employee of the Group received the call instead.

He insisted they broke no rules.

Mosharraf Hossain, general manager of the Utah Knitting, and Mostafa Kamal, managing director of Raj-Kamal Everest, made similar claims.

“I have applied to Jamuna Bank and the central bank to review the allegation,” Mostafa said.

On January 7, the BB asked the Mercantile Bank authorities to take punitive action against the officials involved in the irregularities by the first week of February.

The bank sought time till February 28 (tomorrow).

Mati Ul Hasan, additional managing director of the bank, said they already realised some export proceeds against which cash incentive was given.

“We will respond to the central bank letter by February 28. Also, we have taken steps so that such wrongdoings do not recur,” he said, adding that they committed an “unintentional mistake”.

Jamuna Bank managing Director Shafiqul Alam said his bank had already frozen export earnings of one of the three companies to recover the incentive.

The BB has asked Mercantile and Jamuna to deposit the fund in the government account.

  • Courtesy: The Daily Star Feb 27, 2018

Coping with the cops

Muhammad Nurul Huda


Recent events relating to the serious wrongdoings of law enforcers may prompt the wary public to conclude that the misdeeds and gross dereliction of duties by our policemen have become a pathetic, recurrent reality and that nothing much can be done to change the situation.

In fact, there is a mood of hopelessness and helplessness setting in to the detriment of public confidence. Such despondency surfaces on account of the very nature of the alleged delinquent acts that involve taking hefty bribes from ordinary people to facilitate recruitment in subordinate police ranks and unlawful income by assisting drug peddling. 

Can the above state of affairs be allowed to continue without effective intervention, both institutional and informal? A vital state organ maintained by public money cannot be permitted to rot on account of a lackadaisical approach. This is so because misconduct of police personnel has a lasting tarnishing effect on the public image of the police. At the same time, police inaction is unmistakably an image-shattering factor.

It is essential to focus on the suspected decay of our police system which originates from the colonial past. Has our police leadership remained a prisoner of the political party in power at all levels and has not desirably succeeded in contributing to organisational renewal and revitalisation and the nurturing of professional skills? Has our political leadership failed to introduce administrative changes in tune with the provisions of the Republican Constitution of Bangladesh?

Organisationally speaking, the blanket power of superintendence vested in the government by the Police Act, 1861, is not appropriate in a democracy. Additionally, the role of intelligence agencies has not been redefined to protect the fundamental right to freedoms of association, expression and movement. The police in Bangladesh still keep a watch on all political activities without discrimination and exclude only the ruling party of the day which gives them authoritarian powers antithetical to the democratic spirit.

If political interference has impacted police as alleged, it is mainly due to the fact that police officers themselves including some of those at the helm of affairs have evinced an undiluted proclivity to please the political bosses for their personal and professional aggrandisement. These officers set a bad example for the entire force and that is where the police-politician nexus, much to the detriment of the norms of law and justice, comes into operation.

There is no denying that the standards of recruitment in police have declined over the years and many undeserving candidates have managed to get entry through unfair means. Such appointees let the lure of the lucre take its toll as has been alleged, and never hesitate to deviate from expected norms of behaviour.

In view of the above, recruitment standards must improve by strictly curbing corrupt practices at the time of recruitment. Officers with a record of honesty and integrity should be entrusted with the responsibility of conducting police recruitment. To ensure entry of the right people, candidates should be made to undergo suitably devised psychological tests. Thereafter, during training, top priority should be accorded to instilling a service orientation and bringing about the required attitudinal changes.

One hopes that delinquent police personnel would be dealt with in an exemplary manner in the departmental proceedings in addition to being subjected to the law of the land. Criminal conduct of a section of policemen for the last couple of years has worried many. What, however, is unfortunate is that we have not adequately ventured to find out the causes of such behavioural aberrations and try to understand the dynamics of a police sub-culture. Most often we have treated the symptoms only by punishing the individual delinquent. At times, that has also failed on account of procedural shortfalls or evidential insufficiencies.

Unfortunately, the informed public entertains grave doubts about the credibility of the recruitment process of lower functionaries in the police department. The amount of political interference in such exercise is allegedly shocking and disgusting during all political regimes. Politicians remain under the erroneous impression that their chosen candidates being recruited in police department will be an asset. Such appointees mostly become a liability for the individual politician and the public at large.

In effect, we have to appreciate that the responsibility for failure to improve the standards of police recruitment and training must fall squarely on both the politicians and the police professionals. They have not risen to the occasion but that does not mean that the unhealthy practice should continue to the detriment of a vital profession.

We have to appreciate that the deviation of policemen in the form of criminal acts and other illegal activities are always deplorable as they shake the foundation of the society by eroding faith and trust in the rule of law. There should be a concentrated drive to make it difficult for a dishonest person to remain in focal position. Superior officers have to set examples by maintaining their private lives above board.

  • The Daily Star/27-02-18

সাত ব্যাংকে মূলধন ঘাটতি প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা!


দেশের সাতটি ব্যাংকে মূলধন ঘাটতি রয়েছে। এর মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত আর তিনটি বেসরকারি ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই সাতটি ব্যাংকে মোট মূলধন ঘাটতির পরিমাণ ৯ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ টাকা। সোনালী, রূপালী, বেসিকসহ রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের ঘাটতির পরিমাণ সাত হাজার ৬২৬ কোটি ২৩ লাখ টাকা। ফারমার্সসহ তিনটি বেসরকারি ব্যাংকের মোট মূলধন ঘাটতি এক হাজার ৭৯১ কোটি ২০ লাখ টাকা।

সোমবার জাতীয় সংসদে আবদুল মতিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি তিন হাজার ১৪০ কোটি ৪১ লাখ টাকা, রূপালী ব্যাংকের ঘাটতি ৬৮৯ কোটি ৯০ লাখ টাকা, বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি দুই হাজার ৫২২ কোটি ৯৯ লাখ টাকা। অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ২০০৫-০৬ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত সরকার ১০ হাজার ২৭২ কোটি টাকার পুনঃমূলধনীকরণ সুবিধা দিয়েছে। যা ইতিমধ্যে ব্যাংকগুলোয় মূলধন হিসাবে যুক্ত হয়েছে।’ তিনি জানান, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি মালিকানাধীন ব্যাংকে ঘাটতি ছিল সাত হাজার ৫৬৭ কোটি ৪৬ লাখ টাকা। এ সময়ে বেসরকারি ব্যাংকে  রিজার্ভ রয়েছে এক হাজার ৭৬ কোটি ৯৪ লাখ টাকা। মোট ঘাটতি প্রভিশনের পরিমাণ ছিল ছয় হাজার ৩৪৪ কোটি ৩৩ লাখ টাকা।

অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী সোনালী ব্যাংকের রিজার্ভ ঘাটতি দুই হাজার ৯০০ কোটি ৯১ লাখ টাকা, রূপালী ব্যাংকের এক হাজার ২৪৫ কোটি ৩৪ লাখ টাকা, বেসিক ব্যাংকের তিন হাজার ৪২১ কোটি ৫৪ লাখ টাকা। ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ৮৬১ কোটি ৬১ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১৫৯ কোটি ৪০ লাখ টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রভিশন ঘাটতি ৮৯ কোটি ৯ লাখ টাকা।

  • তথ্যসূত্রঃ যুগান্তর/ফেব্রুয়ারি ২৭, ২০১৮ 


Monday, February 26, 2018

সরকারের কথা ও কাজে মিল থাকুক

কালো পতাকায় বাধা


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত কালো পতাকা কর্মসূচিকে পুলিশ যে কায়দায় বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয়। বরং এতে সংশ্লিষ্টদের বেপরোয়া মনোভাবটাই স্পষ্ট হয়ে ওঠে। খালেদা জিয়ার কারাদণ্ডকে কেন্দ্র করে বিএনপি হরতাল-অবরোধের মতো রাজপথ গরম করা কর্মসূচি দিয়ে একটা অরাজক অবস্থা তৈরি করতে পারে—এমন আশঙ্কা অনেকের মনে ছিল। কিন্তু বাস্তবে তারা সে ধরনের কোনো কর্মসূচি নেয়নি। এমন অবস্থায় কালো পতাকা প্রদর্শনের মতো নিরীহ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনেও বাধা দেওয়ার ঘটনা দুঃখজনক। 

অতীতের নানা পর্বে বিভিন্ন ধরনের হিংসাত্মক কর্মসূচির দুঃসহ স্মৃতি আমাদের তাড়া করে। তবে এ কথা অনস্বীকার্য যে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও রীতিনীতির অনুশীলন ছাড়া আমরা কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা কল্পনা করতে পারি না। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল ও ভিন্নমতের জন্য অবশ্যই স্থান করে দিতে হবে। আদালতের রায় বা কোনো সিদ্ধান্ত পক্ষে গেলে একধরনের আর বিপক্ষে গেলে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখানো আমাদের রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। 

কোনো রাজনৈতিক দলের এমনকি মাঝারি পর্যায়ের কোনো নেতার নিতান্ত আটক বা দণ্ডের ঘটনায় সারা দেশে হরতালের মতো কর্মসূচির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা দেশবাসীর রয়েছে। সেদিক থেকে বিএনপি নেত্রীর কারাদণ্ডের পর কোনো ধরনের হিংসাশ্রয়ী কর্মসূচি না দেওয়াকে একটি অগ্রগতি হিসেবে বিবেচনা করতে পারি। কিন্তু অবস্থা যদি এমন দাঁড়ায় যে বিএনপির নেতা-কর্মীরা রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে কালো পতাকাও প্রদর্শন করতে পারবেন না, তবে তাকে গণতান্ত্রিক আচরণ বলা যায় না। 

গত শুক্রবার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘সরকার কারও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করছে না। সরকার কোনো দলের গণতান্ত্রিক অধিকারে বাধা দেয় না। জ্বালাও-পোড়াও থেকে সরে এসে সুষ্ঠু রাজনৈতিক আন্দোলন করলে প্রয়োজনে বিএনপিকে সহযোগিতা করা হবে।’ এই আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বিএনপির কালো পতাকা মিছিলে বাধা, তাদের কর্মসূচি ভন্ডুল করে দেওয়া, এমনকি নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ঘটল। কিন্তু দেশবাসী বিস্ময়ের সঙ্গে দেখল যে সরকারের কথা ও কাজে মিল নেই।

এর আগেও আমরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের তরফে বিএনপির আন্দোলনের বিষয়ে অসংযত ও অসহনশীল বক্তৃতা-বিবৃতি দিতে দেখেছি। আওয়ামী লীগের খোদ সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়ে এখন নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা বলছে।’ তার মানে আওয়ামী লীগ কি চায় বিএনপি রাজপথ গরম করা কর্মসূচি নিক! 

মহান একুশের চেতনা জাতিকে একটি প্রতিবাদী সমাজ বিনির্মাণে প্রেরণা জুগিয়েছিল, সুতরাং জাতি যখন ভাষার মাস পালন করছে, তখন শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল কেবল অনুমতির দোহাই দিয়ে ভন্ডুল করে দেওয়া দুর্ভাগ্যজনক। আর পুলিশ যে কায়দায় কাজটি করেছে তা নিন্দনীয়। প্রচলিত আইনের কোথাও কালো পতাকা মিছিলের বিষয়ে আগাম অনুমতির কথা বলা নেই। সবচেয়ে বড় কথা, নিয়মতান্ত্রিক প্রতিবাদ ও সমাবেশের সব দরজা যদি সরকারই বন্ধ করে দেয়, তাহলে যে সম্ভাব্য চিত্রটি সামনে আসে, সেটি মোটেই কাঙ্ক্ষিত নয়। 

অতএব, আগে অনুমতি নেয়নি এই অজুহাত দেখিয়ে কোনো দলের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব জনজীবনে শান্তি বজায় রাখা। কিন্তু তারা নিজেরাই যদি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে অশান্তি সৃষ্টি করে, সেটি কারও জন্য সুসংবাদ বয়ে আনবে না।

 Courtesy: Prothom Alo/সম্পাদকীয়/ Feb 26, 2018 

Form 'Banking Enquiry Commission' forthwith

Banking expert pleads as he sees financial sector riddled with problems, irregularities



The government should move to form a 'Banking Enquiry Commission' immediately to address the problems and irregularities that are 'eating away' at Bangladesh's financial sector, says an expert.

"The core problem in our banking sector today is a lack of good governance," former Deputy Governor of Bangladesh Bank Khondkar Ibrahim Khaled told a function arranged Sunday in Dhaka on a BIBM Research Almanac focused on the state of banking in the country.

"This is obvious that the banking sector is not running well. The problems have already been pinpointed and it is high time to act," said Mr Khaled, who had led one of recent probe bodies on financial-sector scam, namely stock-market manipulation and debacle.

In this context, he mentioned that the Finance Minister had already said that he would not form a Banking Commission right now. "But even if that is not possible, a Banking Enquiry Commission, at the very least, should be formed," the former Deputy Governor of the central bank said.

"Having such a commission would help us to get out of the problems that are eating away at our banking sector," he told the technical session of the daylong programme organized by Bangladesh Institute of Bank Management or BIBM.

Earlier, during the inaugural session of the event, Finance Secretary Mohammad Muslim Chowdhury asked the banking sector to get ready for increased technological changes that would happen within the financial sector in the years ahead.

"Human interface is already getting minimized, and within five to ten years time, most of banking operations will shift from human interface to technological interface," the Finance Secretary told the meet.

He said the time has come to ponder whether the term banker will exist in the near future or not.

"In this context, there are needs for increased research in our banking arena on the fintech issue and its possible impact."

Afterwards, a series of keynote papers on various research topics conducted by BIBM were presented at the event, in the institution's bid to focus on variegated issues facing banks and on possible remedies.

In a keynote paper called "Sustainability Reporting Practices in Banks of Bangladesh", the researcher pointed out that out of total of 30 listed banks in Bangladesh, only 15 had made separate sustainability disclosure in their corporate annual reports in between 2011 and 2015.

In this context, researchers said that the central bank should give pragmatic policy and motivational support apart from confirming publication of report by all banks.

Another research paper on the status of Fund Transfer Pricing in the commercial banks of Bangladesh showed that around 58 per cent of the country's banks have no FTP policy.

A faulty FTP methodology or a biased framework will send wrong signals by creating an unintended balance-sheet structure in the form of disproportionate mix of asset portfolios on the asset side and liquidity holes on the liability side, researchers said.

Therefore, banks in Bangladesh should implement matched maturity well-responsive FTP Framework by eliminating overreliance on offline systems requiring manual intervention and by revising the simplistic assumptions in the implementation of the FTP framework, they added.

In another keynote paper entitled 'Addressing Disaster Risk by Banks: Bangladesh Perspective', researchers showed that although Bangladesh is among the top five vulnerable countries on earth, the proportion of insured risks appeared to be even much lower than the Asian average.

In this context, they observed that a developed insurance market and attractive targeted insurance products might be the solution.

In addition, researchers at the event also identified a lack of board-level awareness about the magnitude of the impact of implementing Basel III as a challenge facing banks in Bangladesh.

"Basel-III requires the involvement of the senior management in the process of identification, evaluation and mitigation of risks," said a keynote paper titled 'Impact of Basel Accords in the Banking Sector of Bangladesh'.

"The senior management and the board members may use some sort of supervisory and monitoring techniques to ensure the technical and other executives are engaged in risk-mitigation activities and the board is satisfied with the action taken by them," it added.

  • Courtesy: The Financial Express Feb 26, 2018

ACC admits failure in curbing massive corruption in country


Anti-Corruption Commission chairman Iqbal Mahmood on Sunday said that corruption was taking place in the country on a massive scale but they and other stakeholders failed to prevent it.

‘This is true that corruption is taking place in the country on a massive scale and we [ACC] and other stakeholders are responsible for it,’ he said at his office in reaction to the latest Corruption Perception Index (CPI) of Transparency International.

He also said that it was not possible for them to fight corruption at the pace it was taking place across the country. The CPI report, released on February 22, showed that Bangladesh moved two steps up in 2017.

Replying to a question on BASIC Bank scam, Iqbal said that the commission would not submit charge sheets in the cases filed in this link before detecting the destination of the embezzled money.

He admitted that the commission failed to complete the investigations of the cases in time and claimed that it was impossible to end immediately as the money was embezzled in different layers.  He said that the commission so far filed 61 cases and some other cases were in pipeline over the state-run commercial bank’s scam.

He also said that the commission was not working to implement any political agenda as he thought that the political parties had enough willingness to prevent corruption.

He denied the allegation that the ACC was dealing more cases against opposition leaders and said that a good number of ruling party people were also under ACC scanner.

  • Courtesy: New Age Feb 26, 2018