Search

Saturday, August 12, 2017

সর্বসম্মতভাবে ষোড়শ সংশোধনী বাতিলের রায় খুবই সঠিক হয়েছে - বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী

সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী
সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী বলেছেন, সর্বসম্মতভাবে ষোড়শ সংশোধনী বাতিলের রায় খুবই সঠিক হয়েছে। আরেকটি বিষয় হলো, বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে গেলে মাসদার হোসেন মামলায় আমরা বিচার বিভাগ পৃথক্‌করণের মাধ্যমে যা অর্জন করেছিলাম, তার বিসর্জন ঘটবে।

 ২০০১ সালের ১ মার্চ থেকে ২০০২ সালের ১৭ জুন পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকা মাহমুদূল আমীন চৌধুরী আরো বলেছেন, সব থেকে দুর্ভাগ্য হলো খাদ্যমন্ত্রীর বক্তব্য। তিনি প্রধান বিচারপতির অপসারণ চেয়েছেন। এর আগে এক মামলায় তাঁর তো আদালত অবমাননার দায়ে শাস্তি হয়েছিল। তিনি কীভাবে গলাবাজি করেন, তা বিস্ময়কর। কীভাবে দুজন দণ্ডিত ব্যক্তি মন্ত্রিসভায় থাকতে পারেন?


সাবেক এই প্রধান বিচারপতি আরো বলেন,  সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক’র সংবাদ সম্মেলন করা সমীচীন হয়নি।

 দৈনিক প্রথম আলোর সাথে সাক্ষাতকারে মাহমুদূল আমীন চৌধুরী উপরিউক্ত বক্তব্য দেন।

পুরো সাক্ষাতকারটি পড়ুন - https://goo.gl/rssYDw

No comments:

Post a Comment