Search

Tuesday, June 29, 2021

গণতন্ত্রকামী জনগণের কাঙ্খিত বিজয় আনবেন তারেক রহমান

------------------------------

— মীর সোলাইমান

------------------------------

মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী দেশনায়ক তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় রাজনৈতিক সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এর আগে সুদীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি দলের বিভিন্নস্তরে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্তমূলকভাবে কার্যত বন্দি করে রাখা হয়েছে। অত্যন্থ অসুস্থ মাদার অব ডেমোক্রেসিকে বিদেশে এডভান্সড চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ এখনো দেয়া হয়নি। 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশনায়ক তারেক রহমান চলমান ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে নানা কৌশলে বিভিন্ন অপপ্রচার। বিএনপি ও জিয়া পরিবারের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনকে নিয়মতান্ত্রিক পন্থায় মোকাবেলা করতে সরকার ব্যর্থ, তাই শুরু করেছে নতুন ষড়যন্ত্র ও চক্রান্তের নানাবিধ অপকৌশল। অথচ জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার তথা মৌলিক মানবাধিকার রক্ষার সংগ্রামে বিএনপিই একমাত্র ভরসা। সে কারণেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানসহ দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও জাতীয়তাবাদী রাজনীতিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার এক ব্যর্থ অপচেষ্টায় লিপ্ত হয়েছে ক্ষমতাসীন সরকার। দেশে বিদ্যমান নৈরাজ্য, রাষ্ট্রীয় সম্পদ লুট ও মানবাধিকার বিরোধী গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায় থেকে নিজেদেরকে রক্ষা করতেই জনগণের দৃষ্টি অন্য দিকে ঘোরাতে এই ষড়যন্ত্র অবিরাম চলছে, একটি বিশেষ মহল সেই কাজে নিয়োজিত আছে। 

দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে দেশের গুম, খুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের নির্লজ্জ ব্যর্থতা, দুর্নীতি, অর্থপাচার, ব্যাংকলুটসহ নানান অনিয়ম, অবিচারের বিরুদ্ধে বলুন ও লিখুন। তারেক রহমানকে নিয়ে অসত্য ভিত্তিহীন কুৎসা রটাতে একটি কুচক্রি মহল বরাবরই তৎপর। তারেক রহমান যে মিডিয়া সন্ত্রাসের শিকার এটা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষ জানে ও বোঝে। গুম, খুন ও ৩৫ লাখ নেতাকর্মীর নামে লক্ষাধিক মামলা মাথায় নিয়ে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতন নিপীড়নের মধ্যেও গত প্রায় ১৪ টি বছর ক্ষমতার বাইরে থেকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে যাচ্ছে তা সেই বিশেষ মহলের চোখে পড়ে না। বর্তমান সরকার যে জনগণের ভোটের অধিকার, স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে এবং বাকস্বাধীনতার অন্তরায়, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা ৪ দলীয় জোটের নিরঙ্কুশ বিজয় ও তৎপরবর্তী সুসংগঠিত বিজ্ঞানভিত্তিক রাজনীতির দ্বারা দেশনায়ক তারেক রহমান যেভাবে  উঠে আসছিলেন, তা আওয়ামীলীগের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই ২০০১ সালে বিএনপি সরকারে আসার পর থেকেই তাঁকে টার্গেট করে আওয়ামী লীগ ‘দুর্নীতির বরপুত্র’ এবং ‘সরকারের ভেতরে সরকার’ বলে ব্যাপক নেতিবাচক প্রচারণা শুরু করে। দেশনায়ক জনাব তারেক রহমানের ইমেজ প্রশ্নবিদ্ধ করার মিশনে আওয়ামী লীগ ও তাদের তল্পিবাহক মিডিয়া কোমর বেঁধে তাঁর বিরুদ্ধে দেশে বিদেশে  নির্লজ্জ  মিথ্যাচারে লিপ্ত রয়েছে। এ লক্ষ্যে তাঁর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও অর্থ পাচারের বানোয়াট অভিযোগ আনতে থাকে। অথচ আওয়ামী লীগ প্রায় ১৪টি বছর সরকারে থেকেও, বিশ্বময় তন্ন তন্ন করে খুঁজেও অদ্যাবধি বের করতে পারেনি দেশেবিদেশে তারেক রহমানের কোনো অবৈধ টাকার সামান্যতম উৎস। কেবল গালগপ্প দিয়ে তো আর মানুষকে বেশিদিন ভোলানো যায় না। এর মধ্য দিয়েই প্রকাশ হয়ে যায়, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগের অসৎ ও ঘৃণ্য ষড়যন্ত্রের কথা। তারেক রহমান কোনো বিশেষ মহলের গাত্রদাহের কারণ হলেও, দেশের আপামর জনতা জানে এ মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে একটি গণবিপ্লবের মধ্য দিয়েই পূণঃপ্রতিষ্ঠা পেতে পারে গণতান্ত্রিক বাংলাদেশ। এ মুহূর্তে দেশের বৃহত্তর জনগোষ্ঠির পছন্দের রাজনৈতিক দল বিএনপি’র নেতৃত্বে দেশকে সামনে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

বিএনপি সরকারের আমলে অবসর গ্রহণ করা পুলিশ কর্মকর্তা ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রকাশ্যে সভা, সমাবেশ, মিছিল করা আব্দুল কাহার আকন্দকে দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পূণঃতদন্ত করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে এ মামলার আসামী হিসেবে অন্তর্ভূক্ত করা হয়। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দলীয় চেতনার তদন্ত কর্মকর্তা কাহার আকন্দকে নিয়োগ দেয়ার উদ্দেশ্যই ছিল এ মামলায় তারেক রহমানকে জড়ানো। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে পলাতক দেখিয়ে, তাঁর সম্পর্কে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হয়। এরই প্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল ২০১৫ সালের এপ্রিল মাসে রেড নোটিশ জারি করে। ইন্টারপোল রেড নোটিশ জারি করার পর তার যৌক্তিকতা নিয়ে তারেক রহমানের পক্ষে লন্ডনিয়াম সলিসিটর্স ইন্টারপোল হেড কোয়ার্টার্সে আপিল করে। সেই আপিল গ্রহণ করে ইন্টারপোল তাদের নিজস্ব পদ্ধতিতে তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের সরবরাহকৃত তথ্য যাচাই করে কোনো সত্যতা না পেয়ে এবং বিষয়টি তাদের আর্টিকেল ৩ এর ধারায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায়, রেড নোটিশ প্রত্যাহার করে নেয়। একই সাথে ইন্টারপোল হেড কোয়ার্টার্স তারেক রহমান সম্পর্কে বাংলাদেশ সরকারের দেয়া সকল তথ্য বাতিল করে নেয়। লন্ডনিয়াম সলিসিটর্সের প্রিন্সিপ্যাল ডেভিড রিকটারের মতে, ইন্টারপোলের সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলে দেয়া অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে প্রমাণিত হয়েছে তারেক রহমান পলাতক নন এবং রাজনৈতিকভাবে হেয় করতেই তারেক রহমানের নাম ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়েছে। ইন্টারপোল বুঝতে পেরেছে তারেক রহমানের সম্মান বিনষ্ট করতে ইন্টারপোলকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে নিজেরাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে, সেইসাথে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতা। বিজ্ঞানে একটি কথা আছে, Every action has its equal and opposite reaction. অর্থাৎ প্রতিটি কাজেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটিই দুনিয়ার নিয়ম।

আওয়ামীলীগ সরকার দুর্নীতি কমিশনের মাধ্যমে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মানি লন্ডারিং এর মামলা দায়ের করেছিল। ৪ বছর ধরে সেই মামলা চলার পর ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোঃ মোতাহার হোসেন মামলার রায়ে তারেক রহমানকে বেকসুর খালাস দেন। দুদক এবং রাষ্ট্রপক্ষ সেই মামলাতেও  তারেক রহমানকে দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছিল। রায়ে বলা হয়েছিল, তারেক রহমান ২০০৭ সালের ৭ জুন দাখিল করা সম্পদ বিবরণীতে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা অর্থের কথা উল্লেখ করেছেন। তারেক রহমান টাকা উত্তোলন ও ব্যয় করার বিষয়টি গোপন বা আড়াল করেননি। ফলে ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী কোনো অপরাধ তিনি করেননি। তাঁর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণপত্র সম্পর্কে আদালত সংশয় প্রকাশ করে বলেছিল, তারেক রহমানের বিরদ্ধে আনা অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলী সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হননি। কিন্তু সরকার পক্ষ সেই রায়কে মেনে না নিয়ে, বরং ঐ বিচারককে দেশ ছাড়তে বাধ্য করে, এটাও নিশ্চয়ই সবার অজানা নয়। এভাবে এই সরকার একের পর এক বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালালেও বারবার আদালতে এবং আন্তর্জাতিক সংস্থার তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এ পর্যন্ত কোনো মামলায় দেশের আদালত কি প্রমাণ করতে পেড়েছে জনাব তারেক রহমানের অপরাধ?

বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, সকল জুলুম-নিপীড়নের অবসান ঘটিয়ে তিনি বীরের বেশে দেশে ফিরবেন এবং কোটি কোটি জিয়ার সৈনিক তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি মনে করি দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে নিয়মতান্ত্রিক রাজনৈতিক ক্ষমতায় বিএনপির ফিরে আসার পেছনে সবচেয়ে বড় বাধা সরকারের লেজুড়বৃত্তিক মিডিয়া। এর ফলে জাতি আদর্শিক ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তারেক রহমানের মতো এমন হাই প্রোফাইল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডসম্পন্ন ফ্যামিলির সন্তান দেশে তো নেই বটেই, পৃথিবীতেও বিরল। দেশনায়ক তারেক রহমান একাধারে একজন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর পুত্র। এটা জাতীয়তাবাদে বিশ্বাসী সকল রাজনৈতিক নেতাকর্মীদের গর্বের বিষয়।   জিয়া পরিবারকে নিয়ে এহেন মিথ্যাচারের অপপ্রয়াসে দেশের আপামর জনগণ দারুণভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। আমি মনে প্রাণে বিশ্বাস করি একমাত্র তারেক রহমানের ডায়নামিক নেতৃত্বেই দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি’র ও দেশের গণতন্ত্রকামী জনগণের বিজয় হবে।


  • লেখক গবেষক।  


Monday, June 28, 2021

নাগরিকের জান-মাল রক্ষার জন্য প্রয়োজন সুশাসন ও সুশাসক — মোস্তফা কামাল পাশা

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকার গতকালের বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের একাংশ। মগবাজার, ঢাকা, জুন ২৮, ২০২১। ছবি — সাজিদ হোসেন 


মরা ইঁদুর খাওয়ার গল্প শুনিয়ে দেশের জিডিপি বৃদ্ধি করা যায় তবে দেশের মানুষের জান ও মালের নিরাপত্তা দেওয়া যায় না। একটি দেশের নাগরিকের জান ও মালের রক্ষার জন্য সর্বাপেক্ষা প্রয়োজন সুশাসন ও সুশাসক। এই দুই জিনিসের মূল্য বা প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষ যত  দ্রুত বুঝতে পারবে নিজের জান ও মালের রক্ষা তত দ্রুত করতে পারে বলে।

ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় মোবাইল হাতে নিতেই দুইটা সংবাদ চোখে পড়লো। একটা হলো ঢাকার মগবাজারের একটি হোটেলে গ্যাস লাইন বিস্ফোরণ ও অন্যটি হলো কুয়াকাটা শহরে নির্মাণকাজ শেষ হওয়ার পূর্বেই একটি সেতু ধসে পড়ার ঘটনা। 

যে দুইটি দুর্ঘটনার কথা উপরে উল্লেখ করেছি তার কোনটাই বাংলাদেশে প্রথম না, কিংবা এই দুই দুর্ঘটনাই শেষ না। পূর্বের প্রতিটি গ্যাস কিংবা ক্যামিকেল দুর্ঘটনার তদন্ত শেষে দেখা গেছে সরকারি সংস্থাগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা ঘুষ-দুর্নীতি করে যথাযথ ব্যবস্থা গ্রহণে বিরত থাকা কিংবা স্থানীয় সরকার দলীয় নেতা কর্তৃক আইন অমান্য করে গ্যাসের লাইন বিতরণ করা কিংবা ক্যামিকেলের গুদাম চালু রাখা। নির্মাণাধীন ব্রিজ কিংবা স্থাপনাগুলোর প্রায় ১০০% স্থাপনা ভেঙ্গে পড়ার জন্য প্রায় শতভাগ দায়ী ঠিকাদার  কর্তৃক মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার করা। ঠিকাদারকে শুধু দোষ দেওয়া যা না। নির্মাণ কাজ থেকে সরকার দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রাম থেকে মন্ত্রী পর্যায় পর্যন্ত ঘুষের পার্সেন্টেজ বিতরণ করার পরে নির্মাণ ঠিকাদার লোহার পরিবর্তে নির্মাণ কাজে বাঁশ ব্যবহার করবে সেটাই তো স্বাভাবিক। দশ বস্তা সিমেন্টের পরিবর্তে ৫ বস্তা সিমেন্ট ব্যবহার করবে সেটাই তো স্বাভাবিক। আমি দাবি করছি না যে বাংলাদেশের ঠিকাদাররা আজ থেকে ১০-২০ বছর পূর্বে নির্মাণ কাজে ১০০ ভাগ মান  বজায় রেখে নির্মাণ কাজ করেছে। তবে একটা বিষয় আমি হলফ করেই বলতে পারি আজ থেকে ১০-২০ বছর পূর্বে কোন নির্মাণ কাজে লোহার পরিবর্তে বাঁশ ব্যবহার করে নাই। আজ থেকে ১০-২০ বছর পূর্বে ঠিকাদারদের ঐ পরিমাণ দুর্নীতি করার  সাহস ছিলও না কিংবা ঐ পরিমাণ দুর্নীতি করার জন্য প্রয়োজনীয় পরিমাণ রাজনৈতিক ক্ষমতা অর্জন করেনি। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি করে তা দুঃসহ মানুষদের হাতে তুলে দেওয়ার পূর্বেই তা ভেঙ্গে পড়ে নি, মডেল মসজিদ উদ্বোধনের পরের দিন পলেস্টার খসে পড়ার সংবাদ পাওয়া যায় নি। সুশাসন দিয়ে নাগরিকের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার পরিবর্তে দলীয় নেতাকর্মীদের যেভাবে পারো টাকা বানাও কিংবা পুরো আমলাতন্ত্রকে কানাডার বেগম পাড়া কিংবা আমেরিকার জ্যাকসনহাইটে বাড়ি কেনার প্রয়োজনীয় অর্থ জোগাড় করার ব্ল্যাংক চেক দেওয়া যত দিন না বন্ধ হবে ততদিন একের পর এক বিস্ফোরণে মানুষের পোড়া শরীরের গন্ধ দেশের নাগরিকের নাকে আসা বন্ধ হবে না। উদ্বোধনের পূর্বেই সেতু, মডেল মসজিদ কিংবা আশ্রয়ণ প্রকল্পের বাড়ির ওয়াল ধসে পড়া ছবি পত্রিকায় আসা বন্ধ হবে না।


  • লেখক কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক।  

Sunday, June 27, 2021

‘মেড ইন বাংলাদেশ’ গাড়ির স্বপ্ন এবং বুলডোজারচাপা অটোরিকশা — ফয়েজ আহমদ তৈয়্যব


বুলডোজারের নিচে অটোরিকশা পিষে ফেলা হচ্ছে। এভাবে রুটি রুজির উৎসকে ধ্বংস হতে দেখে কান্নায় ভেঙে পড়েছেন এক অটোরিকশা চালক। 

টেকসই যান ও গণযোগাযোগ প্রবর্তনে প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বুদ্ধিবৃত্তিক অবদান প্রায় শূন্য। দেশের শহর-নগর-বন্দরের আন্তসংযোগের পাশাপাশি শহর-নগর-বন্দরের সঙ্গে প্রত্যন্ত জনপদগুলোর সংযোগ তৈরি এবং পণ্য ও যাত্রী পরিবহনসেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ছিল সওজ, রেলওয়ে, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বিটিআরসি, বিআরটিএর মতো প্রতিষ্ঠানের কাজ।

বিটিআরসি প্রতিষ্ঠিত রুটে এসি বাস সার্ভিস চালু করতে নিম্ন মানের বাস কেনায় ব্যস্ত আছে, যেগুলো কেনার মাত্র দু-তিন বছরের পরেই অচল হবে, এতে নতুন বাস কেনার প্রকল্প নামানো যাবে। তাবৎ বিশ্বে বৈদ্যুতিক রেল প্রচলিত হয়ে গেলেও বাংলাদেশ রেলওয়ে ব্যস্ত আছে নিম্ন মানের ‘তেলচালিত’ ইঞ্জিন খোঁজায়, ক্রয় দুর্নীতি ধামাচাপায় অথবা ইঞ্জিন না কিনে কোচ কেনায়। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ব্যস্ত অবৈধ নৌযানের লাইসেন্স দেওয়ায়, বড়জোর ড্রেজিংয়ের বরাদ্দ বাড়ানোয়। প্রযুক্তিকে, প্রকৌশল বিদ্যাকে ‘গরিবের’ চাহিদার সঙ্গে সংযোগ করার ‘টাইম নেই’ কারও।

শহর, নগর, মহানগর, মফস্বল ও গ্রামীণ অর্থনৈতিক চাহিদা, পণ্য পরিবহন ও নাগরিক যাতায়াত, শিক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত বিশেষ যাতায়াতসহ স্থানীয় অর্থনীতির ‘চাহিদামাফিক’ যান ও যোগাযোগব্যবস্থা স্থাপনে, গণপরিবহন প্রবর্তনে সরকারের বিভিন্ন বিভাগ ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বুদ্ধিবৃত্তিক অবদান প্রায় শূন্যের কাছাকাছি। দেশের যা কিছু বড় রাস্তা ও সেতু, তার প্রায় সবই বিদেশিদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অবদানে গড়া। বাকিগুলো যা আছে চ্যালেঞ্জ দিয়ে বলা যায়, তার জন্য বিশ্ববিদ্যালয়ের সনদ লাগে না। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল কিংবা সিভিল অবকাঠামোর নকশা ও বাস্তবায়নের কাজে ‘চুরি’ ভিন্ন অপর কোনো ‘কাজ’ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক করতে পারছে না। মোড়হীন লেন, সংযোগ লেন, সার্ভিস লেন, সিগন্যালবিহীন নিরবচ্ছিন্ন গতিতে যানবাহন চলার উপযোগিতার হিসেবে বলা চলে বাংলাদেশে এখন পর্যন্ত আন্তর্জাতিক মানের কোনো মহাসড়ক নেই। গতিময় প্রবেশ-বাইরের সুবিধাহীন স্থানীয় চাহিদার জন্য অপরিহার্য ধীর গতির যান চলাচলের বন্দোবস্তহীন কিছু সাধারণ রাস্তা আছে মাত্র।

রাষ্ট্র যখন দায়িত্বহীন তখন এই ‘বিশেষ’ যানগুলো স্থানীয় অর্থনৈতিক চাহিদার অনিবার্য আবিষ্কার। এসব রি-ইঞ্জিনিয়ারিং পণ্য দেশের ক্ষুদ্র ব্যাষ্টিক এবং বৃহৎ অর্থনীতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে।

চরম বাস্তবতা হচ্ছে, রিকশা, অটোরিকশা, নছিমন-করিমন-টেম্পো, ইঞ্জিনচালিত নৌযান, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশাভ্যানই সাধারণ গ্রামীণ ও শহুরে মানুষের মূল গণপরিবহন। এর উদ্বোধন ও রক্ষণাবেক্ষণে বুয়েট কিংবা প্রাচ্যের অক্সফোর্ড সনদধারীদের কোনো অবদান নেই, বরং আমাদের স্বশিক্ষিত জনতাই এসবের মূল উদ্ভাবক প্রবর্তক ও রক্ষণাবেক্ষণকারী। রিকশা ও ভ্যান গতর খাটানো কায়িক শ্রমনির্ভর বলে ব্যবহারকারীরাই এতে বৈদ্যুতিক ব্যাটারিচালিত মোটর সংযুক্ত করে শ্রমদাসত্ব থেকে মুক্তির পথ খুঁজেছেন। প্রকৌশলী, পরিকল্পনাবিদ, মেয়র কিংবা মন্ত্রীর এসব ভাবার সময় হয়নি। 

অর্থাৎ গ্রাম ও শহরের জন্য সাশ্রয়ী দেশীয় কিংবা আমদানি করা সাশ্রয়ী প্রযুক্তির যানবাহনের উদ্ভাবনে কিংবা বিকাশে আমাদের প্রকৌশলী ও পরিকল্পনাবিদদের চরম ব্যর্থতাই মুড়ির টিন/ভটভটি/নছিমন/ (কিংবা শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি পণ্য পরিবাহী গাড়ি, নৌকা ও ট্রলার) ইত্যাদি সৃষ্টি করেছে। রাষ্ট্র যখন দায়িত্বহীন তখন এই ‘বিশেষ’ যানগুলো স্থানীয় অর্থনৈতিক চাহিদার অনিবার্য আবিষ্কার। এসব রি-ইঞ্জিনিয়ারিং পণ্য দেশের ক্ষুদ্র ব্যাষ্টিক এবং বৃহৎ অর্থনীতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে।

যান ও যোগাযোগে স্থানীয় অর্থনৈতিক চাহিদার বিবেচনা নেই

নিরাপদ সড়কের দাবি আসলেই সড়কে রিকশা, ভ্যান, নছিমন, করিমন, মুড়ির টিন কিংবা পাম্প ইঞ্জিনচালিত গাড়িগুলো নিষিদ্ধের কথা ওঠে, কিন্তু সড়কের মান, প্রশস্ততা, নিম্ন-উচ্চগতির যানের অনুকূলে তৈরি লেন, সংযোগ সড়ক, ট্র্যাফিক সিগন্যাল, সড়ক বাঁক ও সেতুর ডিজাইন বাস্তবায়ন ত্রুটি নিয়ে আলোচনা ওঠে না, ওঠে না ড্রাইভিং লাইসেন্স প্রদানের নিম্ন মানের পদ্ধতি এবং মোটরযানের ফিটনেস যাচাইয়ের পদ্ধতি সংস্কারের কথা। ফলে রাস্তা দেশের বাজেটের শীর্ষ বরাদ্দ খাত হলেও আমাদের সড়ক না টেকসই, না নিরাপদ। 

বাংলাদেশে হাটবাজার, স্কুল-কলেজ, হাসপাতাল-অফিস-আদালতসহ যেকোনো অবকাঠামোই যেহেতু একেবারে রাস্তার ওপরে হয়, তাই আন্তজেলা বা আন্ত-উপজেলা সড়কে তিন চাকা কিংবা স্থানীয় উদ্ভাবনের চার চাকার যান স্বল্পগতির চলাচল বন্ধ হলে গ্রামীণ মানুষের যাতায়াত বিকল্প কী হবে, জনপরিবহন-পণ্য পরিবহন, কিংবা রোগী পরিবহনের খরচ কী হবে, সেটা কখনো বিবেচনায় আনা হয়নি।

অর্থাৎ এককালের মাটি হাঁটা বা রিকশার পথ অটেকসই উন্নয়নের খপ্পরে পড়ে আধা-এক-দুই লেনের সড়কে উন্নীত হয়েছে, সেখানে বাণিজ্যিক বাস-ট্রাক চলাচল শুরু হয়েছে, কিন্তু হাঁটা-রিকশা-সাইকেল-ভ্যান, এসব গ্রামীণ অর্থনীতির চাহিদার প্রভিশন নেই, নেই সড়ক নিরাপত্তার টেকসই সমাধান। যে লোকটি শূন্য পরিবহন ব্যয়ে হেঁটে বা মাথায় করে বা কাঁধের ভারে বাজারে পণ্য নিতেন, তাঁর কথা (গ্রামীণ জনপদের অর্থনীতি) পরিকল্পনাবিদ, প্রকৌশলী, মেয়র কিংবা মন্ত্রীর বিবেচনায় আসেনি। 

মানুষের হাঁটার জায়গাও চুরির কবলে পড়েছে। ফলে সড়ক হয়েছে মরণফাঁদ। একই আধা বা এক লেনের রাস্তায় হাঁটা, গরু চরানো, ধানের খড় বা গোবর বা কাঠের জ্বালানি শুকানো, ঠেলা-ভ্যান-রিকশা চালানো, নছিমন, করিমন, টেম্পো, স্কুটার চালানো, হাটবাজার বসা, মাল ওঠানামা করানোর কাজ সবই হচ্ছে। এ ধরনের সড়ক ব্যবস্থাপনা যত দিন আছে, তত দিন মালের বস্তার সঙ্গে প্রাণও হাতে নিয়েই পরিবহনে ওঠা লাগছে।

সাত কিলোমিটার গড় গতির শহরে অটোরিকশার সমস্যা কোথায়?

ঢাকার উন্নয়নবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে বিশ্বব্যাংক জানায়, ঢাকায় যানবাহনের গড় গতিবেগ হাঁটার গতির সামান্য বেশি। মানুষের হাঁটার গতি পাঁচ কিলোমিটার হলেও যান চলাচলের গতি এর চেয়ে মাত্র দুই কিলোমিটার বেশি। প্রতিদিন যানজটের কারণে রাজধানীতে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গত ১০ বছরে রাজধানীতে যান চলাচলের গড় গতিবেগ ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে সাত কিলোমিটারে নেমেছে (১১/১১/১৮, প্রথম আলো, ১৯/০৭ /১৭ ঢাকা টাইমস)। তাহলে এই শহরে ধীরগতির বাহনের মিথ্যা বলে ২৫ কিলোমিটার গতির ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের যুক্তি কি খোঁড়া নয়? 

এক দশকে ৬০ হাজার কোটি টাকার ভর্তুকির ওপর দাঁড়ানো ১৫ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ রিকশাওয়ালা ব্যবহার করতে পারবে না, সে অভিজাত শ্রেণি নয় বলে? নগরে সড়ক দুর্ঘটনার মূল কারণ অদক্ষ চালক, দুর্বৃত্ত বাসমালিকের ঘাতক বাস, পাওয়ার বাইক, কিশোর-যুবক গ্যাংগুলোর বেপরোয়া রাতের গতি এবং গর্তে ভরা উচু-নিচু সড়ক। ব্যাটারিচালিত রিকশা রাজধানীর সড়ক নিরাপত্তার কারণ হিসেবে উঠে আসেনি গবেষণায়।

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানীতে ট্রাম, ট্রামবাস কিংবা বিআরটিএ চালু করার কথা কর্তারা ভাবেননি। বাসমালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধে একক কোম্পানির কনফ্লিক্টহীন বাস রুটও ৫০ বছরে দেশের রাজধানীতে চালু করা হয়নি।

যদি যুক্তি শুধু সড়ক নিরাপত্তা হয়, তাহলে অটোরিকশায় সিটবেল্ট লাগানোর বিষয়ে ভাবুন। কাঠ-বাঁশের বডি করে রিকশাকে হালকা রাখার সনদহীন ব্যক্তি উদ্ভাবিত বৈশিষ্ট্যগুলো আমলে নিন। যাত্রীবাহী বাস চলাচলের প্রধান রুট ছাড়া বাদবাকি রাস্তায় ব্যাটারিচালিত যান চলাচল নির্বিঘ্ন করে কর্মরক্ষা এবং শ্রমদাসত্ব মুক্তির পথ খোলা রাখুন, ভুলে যাবেন না যে দেশের উন্নয়ন এবং প্রবৃদ্ধি কর্মহীন, বিবিএসের কর্মসংস্থান তথ্যও মিথ্যা। অটোরিকশা নিষিদ্ধ করার সভায় বুয়েটের অধ্যাপকসহ মেয়র-মন্ত্রীরা ছিলেন, তাঁরা বিদেশি প্রযুক্তি ভালো জানতে পারেন, কিন্তু বাংলার মানুষের চাহিদার আলোকে সড়ক ও যানবাহনের উপযোগিতা তৈরি বিষয়, বেকারত্ব ও দারিদ্র্য মুক্তির বিষয়ে কতটা খবর রাখেন! হঠকারী সিদ্ধান্তে প্রান্তিক সামজের অর্থনৈতিক বিপর্যয়ের প্রভাব, দারিদ্র্যসীমা বিস্তৃতির অনুষঙ্গগুলো কে ভাবে! প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যাকে বাংলার মানুষের কল্যাণে আনার পথপরিক্রমা তৈরিতে আমরা নিদারুণ ব্যর্থ।

আন্তসংযুক্তিহীন প্রবেশ-বাহির পথ এবং মিশ্র ট্র্যাফিক যানজটের প্রধানতম উৎস বিমানবন্দরসহ ঢাকার প্রধান প্রবেশমুখের সংখ্যা অন্তত ১১। ঢাকাকে ভায়া করে অন্য জেলায় যাওয়া কিংবা বিদেশফেরত যাত্রী ও পণ্যবাহী যানের জন্য ঢাকা বাইপাসের বিকল্প রাস্তা নেই। নগরের ভেতরের ট্র্যাফিক থেকে বিমানবন্দর, নদীবন্দর এবং ঢাকার বাইরে যাওয়ার যাত্রী ও মালবাহী ট্র্যাফিক আলাদা করা হয়নি। বিমানবন্দর, ঢাকা বাইপাস, প্রবেশ-বাইরের ট্রাফিক ঢাকার অধিবাসীদের নিয়মিত ট্র্যাফিকের সঙ্গে মিশ্রিত। সরকার মহাশয় এবং প্রতিষ্ঠানগুলো এখনো বিষয়টা বুঝে উঠতে পারেননি ৫০ বছরে!

২০২৫ সালের পরে ইউরোপ-আমেরিকায় বিক্রীত গাড়ির ৭০ শতাংশই বৈদ্যুতিক হবে, ২০৩০ সালের পরে বৈদ্যুতিক হবে শতভাগ গাড়ি। এ অবস্থায় বিদ্যুৎ খরচ বাড়ার যুক্তিতে বাংলার ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন-করিমন-টেম্পো বন্ধের সিদ্ধান্ত বেশ হাস্যকর।

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানীতে ট্রাম, ট্রামবাস কিংবা বিআরটিএ চালু করার কথা কর্তারা ভাবেননি। বাসমালিকদের স্বেচ্ছাচারিতা বন্ধে একক কোম্পানির কনফ্লিক্টহীন বাস রুটও ৫০ বছরে দেশের রাজধানীতে চালু করা হয়নি। আয়তনের মাত্র ৫ শতাংশ রাস্তার শহরে, সক্ষমতার অতিরিক্ত কমিউটেশন ট্রেন/ট্রাম/ট্রামবাস/বিআরটিএ/মেট্রো ইত্যাদি আধুনিক গণপরিবহনে উঠিয়ে নিয়ে পরে ফ্লাইওভার কিংবা ওভারপাস করার কথা সক্ষমতা কর্তাদের হয়নি। মাত্র দু-তিনটি মেট্রোরুট সব ট্র্যাফিক পয়েন্ট ও গ্রোথ সেন্টার কভার করছে না বলে ভবিষ্যতের যানজট নিরসনের নিশ্চয়তা কম। সক্ষমতা শুধু গরিবের উপার্জনের ওপর বুলডোজার চালানোয়।

‘মেড ইন বাংলাদেশ’ গাড়ির স্বপ্ন

নির্মাতারা বলছেন, বৈদ্যুতিক গাড়ি বিক্রি খুব দ্রুতগতিতে পেট্রল আর ডিজেলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে যাচ্ছে। ২০২৫ সালের পরে ইউরোপ-আমেরিকায় বিক্রীত গাড়ির ৭০ শতাংশই বৈদ্যুতিক হবে, ২০৩০ সালের পরে বৈদ্যুতিক হবে শতভাগ গাড়ি। এ অবস্থায় বিদ্যুৎ খরচ বাড়ার যুক্তিতে বাংলার ব্যাটারিচালিত অটোরিকশা, নছিমন-করিমন-টেম্পো বন্ধের সিদ্ধান্ত বেশ হাস্যকর। সংজ্ঞামতে এগুলোও বৈদ্যুতিক যান, যদিও দেখতে খারাপ এসব গরিবের বাহন। দরকার এসবে যাত্রী ও চালকের জন্য নিরাপত্তাবৈশিষ্ট্য সংযুক্ত করার দুর্দান্ত সব চেষ্টা। ইউরোপে ব্যাটারিচালিত সাইকেলের ব্যাপক প্রসারের সঙ্গে সঙ্গে ব্যাটারিচালিত রিকশাও জনপ্রিয় হচ্ছে। 

এসব দ্বি-ত্রিচক্রযানের গিয়ার-প্যাডেলের সঙ্গে স্বয়ংক্রিয় করা হয়েছে। পা দিয়ে প্যাডেল জোরে ঘোরালে মোটরও বেশি শক্তি সরবরাহ করে। সরকার গাড়ি নির্মাণে ২০ বছরে কর ও শুল্কসুবিধা ঘোষণা করেছে, এটা তেলচালিত গাড়ি তৈরির পেছনে ব্যয় অর্থহীন। বরং এশিয়ার সর্বনিকৃষ্ট রাস্তার দেশে অটোমোবাইল যন্ত্রাংশ উৎপাদনে গিয়ে আমদানি ব্যয় কমিয়ে আনতে পারে বাংলাদেশ। ‘মেড ইন বাংলাদেশ’ গাড়ির স্বপ্ন বৈদ্যুতিক গাড়িকেন্দ্রিক হওয়া চাই। তা যেন দোয়েল ল্যাপটপের মতো লুটেরা কিংবা টাটা-ন্যানোর মতো অদূরদর্শী প্রকল্প না হয়। গরিবের স্থানীয় বিকল্প বৈদ্যুতিক যানবাহনের উৎকর্ষ আনয়নেও মেধা ও শুল্কসুবিধা প্রয়োগের চেষ্টাটা থাকুক।

লেখক চতুর্থ শিল্পবিপ্লব ও বাংলাদেশ, বাংলাদেশ অর্থনীতির ৫০ বছর গ্রন্থের রচয়িতা। 

faiz.taiyeb@gmail.com 


সূত্র — https://bit.ly/3gZriW8


Saturday, June 26, 2021

আগামীর দেশনায়ক তারেক রহমান — শওকত মাহমুদ



‘তারেক রহমান অথবা না — তারেক রহমান’,  বাংলাদেশের রাজনীতি নিয়ে এলিট সমাজে এই বিতর্কের রঁদেভু তো কম হলো না। আজ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৮তম জন্মদিনে আসুন না এই সত্য কবুল করি, অজস্র অপপ্রচার টপকে তিনি আজ এই অবারিত স্ব্বীকৃতিতে উজ্জ্বল যে, আগামীর অবশ্যম্ভাবী দেশনায়ক তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনাধীন রাষ্ট্রের পরহিংসাময় এবং অসংখ্য ছিদ্রান্বেষী তদন্তেও তার রাজনৈতিক বা অর্থনৈতিক স্খলন শনাক্ত হয়নি। এই না হওয়ার ঘটনা অথবা রাষ্ট্রের এক নম্বর খলনায়ক হিসেবে তাকে সাব্যস্ত করার অপপ্রয়াস সর্বোপরি এত ঝঞ্ঝায় বিরল এক আত্মশক্তিতে নিজেকে সুস্থির রাখার গুণে তিনি আরও লোকনন্দিত হয়েছেন। বাংলাদেশের অগণন মানুষের সরল উপলব্ধিতে জনপ্রিয়তার তুল্যদণ্ডে আজ বাংলাভাষী রাজনীতিকদের মধ্যে বেগম জিয়ার শীর্ষস্থানের পর তারেক রহমানেরই অবস্থান।

পত্রিকায় কলাম লেখার সুযোগ আছে, গায়ের জোরে কতকগুলো কথা লিখে দিলাম অথবা জন্মদিনের মওকা পাওয়া গেছে বলে প্রশস্তি ঝেড়ে দিলাম, বিষয়টি কিন্তু তা নয়। ধ্রুবকের মতো এই সত্য বাংলাদেশের প্রতিটি ধূলি-কণায় বিরাজমান হয়ে উঠেছে যে, এই দেশের পরিচালনা ভার তারেক রহমানের ওপর অর্পিত হবে এবং তিনি দীর্ঘ সময় রাজনীতিকে প্রভাবিত ও প্রবাহিত করবেন। সিনা টানটান করে এই কথাটা বললে এ মুহূর্তে টিকা-টিপ্পনি জুড়ে দেয়ার লোক খুবই কম। রাজনীতিবিদদের আমলনামা আঁচ করতে চাওয়ার আস্পর্ধা নাগরিকের দিক থেকে অপরাধ নয়। সেই সন্ধিৎসায় কতকগুলো প্রশ্ন উত্থাপন জরুরি এবং সে সবের উত্তর অনায়াসে পেয়ে যাওয়াটাও সম্ভব।

বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ভবিষ্যত নেতৃত্ব নির্ধারিত হয়ে আছে দলের নেতা-কর্মীদের আনন্দময় সম্মতিতে? তারেক রহমানের অনুপস্থিতিতে ২০০৯-এ বিএনপির কাউন্সিল অধিবেশন ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ — এই স্লোগানের প্রবল উচ্চারণে তারেক রহমানকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। শহীদ জিয়া ও বেগম জিয়ার সন্তান রূপে নয় বরং এই দলের পরীক্ষিত, অপরিহার্য এবং অনিবার্য সেনাপতি হিসেবে দল তাকে চেয়েছে। 

‘তারেক রহমান : অপেক্ষায় বাংলাদেশ’ গ্রন্থের পর্যালোচনা মতে, তিনি ১৯৮৮ সালে বগুড়া জেলা বিএনপির প্রাথমিক সদস্য হন। ’৯১-র সংসদ নির্বাচনের সময় ক্যাম্পেইনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ১৯৯৭ থেকে বনানীতে চেয়ারপার্সনের কার্যালয়ে নিয়মিত সক্রিয় হন। ২০০১ সালে বিএনপির ঐতিহাসিক বিজয়ের পেছনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গবেষণা, মনিটরিং ও নির্বাচন পরিচালনা সেলটির অগ্রণী ভূমিকা সবারই জানা। চাইলে সরকারেও যোগ দিতে পারতেন, কিন্তু দলকে সুসংগঠিত করতেই তার প্রচণ্ড আগ্রহ। ২০০২ সালের ২২ জুন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নিযুক্ত করেন। তৃণমূল-সঞ্চারী এই তরুণ বিভাগীয় প্রতিনিধি সভাগুলো করে রাজনীতিতে নতুন গতি যোগ করেন। তারেক রহমানের আগমন বা উত্থানকে উপমহাদেশের পারিবারিক উত্তরাধিকার থেকে আসা রাজনীতিকদের সঙ্গে তুলনা করা চলে না এ জন্য যে, সোনিয়া-রাজীব, বেনজীর-আসিফ-বিলওয়াল, বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা যেমনি করে সৃষ্ট শূন্যতায় দলের অনুরোধে দায়িত্ব নিয়েছেন, তারেক রহমান নিজেকে দেশ-দল-মাটি মানুষের পারস্পরিক অন্বয়ের আত্মদহনে ধাপে ধাপে এগিয়েছেন। ভোগের চেয়ে ত্যাগের মানসিকতা এই তরুণের মধ্যে প্রবল। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন বটে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে এখনও নিশ্চল। সম্ভবত আগ্রহীও নন। তারেক রহমানের মতো মাটি-মানুষের অভিজ্ঞতা তার নেই। তবে শূন্যতা হলে সজীব ওয়াজেদ এক সময়ে দায়িত্ব নিলেও নিতে পারেন। 

তারেক রহমানের কম বয়সে বড় দায়িত্ব নিয়ে মহলবিশেষের ছড়ানো বিভ্রান্তি সম্পর্কে আলোচ্য গ্রন্থটির বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৭ সালের ২১ এপ্রিল শহীদ জিয়া যখন প্রেসিডেন্ট হন তার বয়স ছিল ৪১ বছর ৩ মাস। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার মধ্য-মঞ্চে তিনি যখন আবির্ভূত হন তখন তিনি ৩৯ বছর ১০ মাসের টগবগে তরুণ। ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণের সময় বেগম খালেদা জিয়ার বয়স ৩৯ বছর। অন্যদিকে শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগের সভানেত্রী করা হয় তখন তার বয়স ৩৪। রাজীব গান্ধী ৪০ বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সবশেষে বলব, জাতীয় ঘটনাপ্রবাহ এবং রাজনীতিকে কাছে থেকে দেখার সৌভাগ্য তারেক রহমানের হয়েছে। পিতার মুখ থেকে স্বাধীনতার ঘোষণা শোনা, মুক্তিযুদ্ধ ও তার বিজয় দেখা, ৭ নভেম্বরে জাতীয় বিপ্লবকে ভেতর থেকে অনুভব করা, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক অভিযাত্রা এবং উন্নয়নে উন্নয়নে বাংলাদেশকে সবল করার মহোৎসব, কদর্য সামরিক শাসন ও আওয়ামী দুঃশাসনকে প্রত্যক্ষ করা — সব অভিজ্ঞতাই তার রয়েছে।

দ্বিতীয় প্রশ্নটি উঠতে পারে এভাবে, বাংলাদেশের কোন রাজনীতিবিদ মিথ্যা মামলায়, দৈহিক নির্যাতনে সবচেয়ে বেশি পীড়িত হয়েছেন? এক নিঃশ্বাসে যে নাম নেয়া যায় তাহলো তারেক রহমান। ১/১১’র মূল টার্গেট তারেক রহমান। ওই সময় শিশুরা এই রটনায় বড় হয়ে উঠেছিল যে, তারেক রহমান গণতন্ত্র ও সুশাসনের খলনায়ক। হাওয়া ভবন ছিল যত্তোসব অনিয়মের উৎস। তাকে ঘিরে হিন্দি সিনেমার মতো গল্প বানিয়ে, গল্প ছড়িয়ে কী বিষাক্ত ধিক্কারই না দেগে দেয়া হয়েছিল। গণতন্ত্র বিনাশের সেই কালোক্ষণে তারেক-গিবতই হয়ে উঠেছিল লিভিং স্পেন্সের নিয়মিত ঘটনা। ২০০৭ সালের ৭ মার্চ বিনা অভিযোগে শহীদ মঈনুল রোড়ের বাড়ি থেকে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। ফখরুদ্দীন-মইনউদ্দিন গং গুনে গুনে ১৩টি মামলা দিয়েছিল। কোনোটিতেই তারেক রহমান সরাসরি আসামি নন। কারণ তিনি প্রজাতন্ত্রের কোনো পদেই ছিলেন না, কোনো সরকারি নথিতে নেই তার স্বাক্ষর। মামলাগুলোর কথিত আসামিদের ধরে পিটিয়ে সাজানো স্বীকারোক্তি ছিল তারেক রহমানকে ফাঁসানোর অস্ত্র। ১৩টির মধ্যে ১১টি উচ্চ আদালতের রায়ে স্থগিত হয়ে যায়। কাফরুল থানায় দ্রুত বিচার আইনে ২০০৭-এর ১৭ এপ্রিল যে মামলাটি হয়, তাতে তারেককে ফাঁসাতে মরিয়া ১/১১’র অবৈধ সরকার দু’দিনের ব্যবধানে দু’বার আইন সংশোধন করেছিল। কিন্তু হাইকোর্ট তা আমলে নেয়নি। বাকি দুই মামলার মধ্যে ‘দিনকাল’ মামলাটি খারিজ হয়ে যায়। জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা বিচারাধীন। মানি লন্ডারিংয়ের একটি মামলায় পরে তারেক রহমানকে জড়ানো হয়েছে। একুশে আগস্টের মামলায় ফাঁসানোর পাঁয়তারা আছে। অথচ সে সবেও তিনি মূল আসামি নন। সে সময়ে তার ৫৫৪ দিনের কারাবাস ছিল মানবাধিকার বিপর্যয়ের এক লোমহর্ষক ইতিহাস। আমরা কি কোনো রাজনীতিককে এর আগে দেখেছি যে র‍্যাব'র বর্ম পরিয়ে মাথায় হেলমেট সেঁটে কোর্টে হাজির করানো হয়েছে? বহু রাজনীতিক বহুবার জেল খেটেছেন। কিন্তু তাদের এমন অমানুষিক শারীরিক নির্যাতন সইতে হয়নি। কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের পরিবারের কেউ তো নয়ই, কারাগারের অন্ধকার সেলে থাকতে থাকতে কারও চোখ অন্ধ হয়ে গেছে। অসুখে মৃত্যুর পথে এগিয়েছেন, গোয়েন্দা সেলে বর্বরতার শিকারও হয়েছেন। কিন্তু রিমান্ডের নামে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ার সমকালীন স্মৃতি আর নেই। লন্ডনে আমাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সেই রক্তাক্ত অতীতকে এভাবে বর্ণনা করেছিলেন ‘২০০৭-এর ৩১ ডিসেম্বর রিমান্ডে থাকাকালে আমার ওপর ইলেকট্রিক শকসহ নানাভাবে দৈহিক নির্যাতন করা হয়। এর মধ্যে একটি ছিল অনেক ওপর থেকে বারবার নিচে ফেলে দেয়া। অসহ্য যন্ত্রণায় আমি কুঁকড়ে উঠেছি। কিন্তু ওইসব অফিসারের বিন্দুমাত্র দয়া হয়নি। ওদের অ্যাসাইনমেন্ট ছিল আমাকে কষ্টে কষ্টে মেরে ফেলা। তারপর আবার কারাগারে। কোনো ডাক্তার আসে না, চিকিৎসা হয় না। প্রতিটি দিন কেটেছে নারকীয় যন্ত্রণায়। কোমরের ভাঙা হাড়ের যন্ত্রণা যে কী অসহ্য তা বলে বোঝাতে পারব না।’ ২০০৮ সালের জানুয়ারিতে আদালতে তিনি জীবনের নিরাপত্তা চাইলেন। বললেন, ‘জিজ্ঞাসাবাদের নামে চোখ বেঁধে রিমান্ডে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা আমাকে নিগৃহীত করা হয়েছে। আমি একজন রাজনীতিবিদ। কোনো সন্ত্রাসী নই।’ 

২৯ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। ২০০৮’র ৯ জুন অ্যাম্বুলেন্সে করে আদালতে নেয়া হলে কাঠগড়ায় হুইল চেয়ারেও বসে থাকতে পারেননি। ১২টি মামলায় জামিন পাওয়ার পর ২০০৮-এর ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। পিজি হাসপাতালে কান্নায় ভেঙে পড়া মা বেগম খালেদা জিয়ার বুকে বেদনার্ত তারেকের রোদন ও বাষ্পরুদ্ধ কথোপকথন পিজি হাসপাতালের বাতাসকে ভারি করে তুলেছিল। ১১ সেপ্টেম্বর চিকিতসার জন্য লন্ডন যাত্রা। চার বছর পেরিয়ে গেছে। আগের চেয়ে অনেক সুস্থ, তবে এখনও খুঁড়িয়ে হাঁটেন। কিন্তু কখনও পুরোপুরি সুস্থ হবেন না। তবে অসম্ভব উঁচু তার মনোবল। কত ঋজু তার আত্মিক ভঙ্গিমা — ‘তিক্ত অতীত ভুলে এখন সামনের দিকে এগোতে চাই। একদিন আমি ফিরব। বাংলাদেশ নিয়ে আমার স্বপ্নের রূপায়ন ঘটাবো।’




তারেক রহমানের জন্য মিথ্যা মামলা আর শারীরিক নির্যাতনই কি একমাত্র শাস্তি? নজিরবিহীন এক মিডিয়া-বিদ্বেষের শিকার হয়েছিলেন তিনি। এক শ্রেণীর সাংবাদিক ও সুশীল সমাজ, আওয়ামীদের কথা না হয় বাদই দিলাম, ডিজিএফআইয়ের বানানো প্রতিবেদন ও প্রদত্ত তথ্য গ্রোগ্রাসে গিলেছে আর উগড়েছে। দুর্নীতির কত না গল্প আর ভুয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির খবর ছেপেছে। সেসব লাল শিরোনাম গণতন্ত্রকেই ক্ষত-বিক্ষত করেছে। সম্পূর্ণ পরিকল্পিত ছিল ওই অপপ্রচার। এখনও কি বন্ধ হয়েছে? বর্তমান সরকার ক্ষমতায় বসেই সেই বিদ্বিষ্ট প্রচারণা, আন্তর্জাতিক মহলে তাকে বিষিয়ে তোলা, যুক্তরাজ্য থেকে তাকে ফেরত আনার জন্য মন্ত্রী পাঠানো, লবিয়িং করা, বিদেশি গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো, বহু রকমের বই প্রকাশ—কম করেনি। কিন্তু কাজ হয়নি। 

নীরবে-নিভৃতে যন্ত্রণা বুকে চেপে তিনি প্রবাসে থেকেছেন। সময়ের বিচারের আকাঙ্ক্ষায় সতর্কতার সঙ্গে নিজেকে নির্বাসিত রেখেছেন, রাজনৈতিকভাবে একা থাকার বিবাগী সৃজন সুখকে পাখা মেলতে দিয়েছেন পশ্চিমা গণতন্ত্রের এনলাইটেনমেন্টে। দুঃসহ অতীত ও বর্তমানকে সয়ে ভবিষ্যতের জন্য নিজকে ভেতর থেকে গড়ে তুলেছেন। আমার মনে হয়, তারেক রহমান তার জীবদ্দশায় কারও মানবাধিকার খর্ব করেননি, বিরুদ্ধে লেখার জন্য কোনো সাংবাদিককে গ্রেফতার করাননি, সংবাদপত্রের অফিসে তালা মারেননি, রাজনৈতিক শিষ্টাচারের বাইরে কাজ করেননি। গণতন্ত্র ও সংবাদপত্র-বান্ধব জিয়া পরিবারের ঐতিহ্য তিনি সমুন্নত রেখেছেন। উল্টো অনেক মিডিয়া হাউসের জন্ম তার শুভেচ্ছায় হয়েছে, ‘সমকাল’ পত্রিকাটির ডিক্লারেশন তিনিই দিয়েছিলেন। অথচ আজকে যখন তারেক রহমানকে ‘এনিমি অব দ্য স্টেট’ বানানোর অশুভ প্রক্রিয়া চলে, আমরা নিরুচ্চার। এমনকি জাতীয়তাবাদে বিশ্বাসী অভিজন সমাজের কেউ কেউ আছেন যারা মুখ খুলতে কুণ্ঠাবোধ করেন। আমরা সবাই বলি, আইনের শাসনে আমরা বিশ্বাস করি। আইনের শাসনের অর্থ হলো, শত অপরাধী আইনের ফাঁক- ফোকড় দিয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু একজন নিরপরাধ যেন কোনো শাস্তি বা দুর্ভোগ না পোহায়। তারেক রহমানের মতো নিরপরাধ ব্যক্তিকে নিয়ে যা করা হয়েছে, তা আজ পরিষ্কার। এ মুহূর্তে আইনের শাসন মানে প্রথমে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন ও মামলামুক্ত পরিবেশে রাজনীতি করা।

তারেক-গিবত যত হয়েছে, জীবদ্দশায় আর কোনো রাজনীতিকের বেলায় এমনটি হয়নি। পবিত্র কোরআন শরীফে সূরা আসরের ব্যাখ্যায় আলেম সমাজ বলে থাকেন, কারও নামে গিবত অর্থাৎ মিথ্যা প্রচার করা হলে এই পাপের জন্য আল্লাহ গিবতকারীকে ক্ষমা করতে পারেন না। ক্ষমা করার অধিকার একমাত্র তারই আছে, যিনি গিবতের শিকার। গিবত এমনই মহাপাপ, যে ব্যক্তি অপরের নামে গিবত গায়, সে ব্যক্তির আমলনামায় তখন যে পুণ্য ছিল তা গিবতের শিকার ব্যক্তির আমলনামায় স্থানান্তরিত হয়ে যায়। তারেক রহমান নিশ্চয়ই এদিক দিয়ে ভাগ্যবান।

সবশেষে যে প্রশ্নটি ওঠা জরুরি, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন এমন কোনো রাজনীতিকের কোনো ঘোষিত স্বপ্নের জানান পেয়েছি কি আমরা? নির্দ্বিধায় বলতে পারি তারেক রহমানের কাছ থেকে আমরা জানতে পেরেছি। মাটি ও মানুষকে জাগিয়ে বাংলাদেশকে আপন সম্পদে স্বয়ম্ভর করা, আধুনিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দাঁড় করানো, প্রান্তিক মানুষকে অগ্রে রেখে রাজনীতিকে বিকাশ করা, গণতন্ত্রের আত্মাকে সজীব-সচল করা—সবই তার ঘোষিত স্বপ্ন। শহীদ জিয়ার স্বপ্নেরই এক সময়োচিত সমপ্রসারণ। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অথবা এর সুঠাম-স্বনির্ভর অভিযাত্রার সঙ্গে জিয়া পরিবারের যে আত্মিক বন্ধন, তার ধারাবাহিকতায় তারেক রহমান আজ অজেয় উত্তরাধিকারে স্থিত হয়েছেন। ২০০৫ সালে একটি জাতীয় দৈনিক আয়োজিত গোলটেবিল সংলাপে তিনি বলেছিলেন, ‘আমার বিশ্বাস ২০২৫ সালের বাংলাদেশ হবে আত্মমর্যাদাসম্পন্ন, অর্থনৈতিকভাবে সফল, উন্নত একটি গণতান্ত্রিক দেশ—যাকে অন্যরা শ্রদ্ধা করবে, বিশ্ববাসী সম্মানের সঙ্গে তাকাবে। এই হচ্ছে আমার এবং আমার প্রজন্মের সব বাংলাদেশী তরুণ-তরুণীর স্বপ্ন।’ কৃষির উন্নয়ন এবং তাকে ভিত্তি করে শিল্পের বিকাশ সঙ্গে শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তির উন্নয়ন, কৃষকের জন্য ভালো বীজ দেয়া, গরিবের সঙ্গে হাঁস-মুরগির প্রতিপালনসহ অসংখ্য কাজে তিনি হাত বাড়িয়েছেন আগ্রহ ভরে। গ্রামে গ্রামে জরিপ চালিয়েছেন কত মাছ, ফল, ধান হয় প্রতি গ্রামে। সাগরে ও নদীতে জেগে ওঠা পলিকে সোনা বানানোর রূপকল্পও তার নাগালের বাইরে নয়। ‘একটু উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সফলতা’—এই কর্তব্যতন্ত্রকে ছড়িয়ে তিনি বোঝাতে চেয়েছেন প্রতিটি জনপদে মানবিকতার বিকাশ হোক, সবাই সবার জন্য হয়ে উঠুক। রাজনীতি এবং উন্নয়নে এ উচ্চারণের নেতা তারেক রহমানই। বাংলাদেশের বাঁচা এর ওপরই নির্ভর করছে।

একথা খোদ তারেক রহমানও বলতে পারবেন না, অতীতে তিনি কোনো ভুল করেননি। কাজ করলেই ভুল হয়। কিন্তু অপপ্রচারের আয়তন আর ভুলের পরিসর কখনও এক রকম ছিল না তার জন্য। তিলকে তাল করা হয়েছে স্রেফ এই উদীয়মান নেতাকে রুখে দেয়ার জন্য। ‘আমাকে দিয়ে কখন কে কোন স্বার্থে কী কাজ করাতে চেয়েছে, সব সময় তা পাহারা দেয়া সম্ভব ছিল না। হতে পারে কেউ কেউ বাড়াবাড়ি করেছে। কিন্তু যখনই আমার নজরে এসেছে আমি ব্যবস্থা নিয়েছি।’ জর্জ ফ্রিডম্যান নামে আমেরিকার নামকরা রাজনৈতিক গণক ‘নেক্সট হানড্রেড ইয়ারস’ বইয়ের ভূমিকায় রাজনীতিবিদদের ভুল সম্পর্কে বলেছেন — It is the delight of all societies to belittle their political leaders and leaders surely do make mistakes. But the mistakes they make, when carefully examined, are rarely stupid. More likely mistakes are forced on them by circumstances... politicians are rarely free actors. (রাজনৈতিক নেতাদের খাটো করতে সব সমাজই এক ধরনের মজা পায় এবং নেতারা অবশ্যই ভুল করে থাকেন। তবে সতর্ক বিচারে সেসবকে আহাম্মকি বলা যাবে খুবই কম। অধিকাংশ ক্ষেত্রে প্রতীয়মান, পারিপার্শ্বিকতাই বাধ্য করে ভুল ঘটাতে। রাজনীতিবিদরা প্রায়ই প্রভাবমুক্ত থাকতে পারেন না।)

৪৮তম জন্মদিনে আগামীর দেশনায়ককে শুভেচ্ছা। বাংলাদেশের ভবিষ্যত তিনি। তারেক রহমানকে ধরে এনে কাঠগড়ায় দাঁড় করানোর দিন শেষ। এ ক্ষেত্রে সরকারের তাবত ক্ষমতা নিঃশেষ আর আন্তর্জাতিক মহলেও তার সম্পর্কে বিভ্রান্তির অবসান হয়ে গেছে। তিনি কবে ফিরবেন — আজকের বাংলাদেশে একটি এক মিলিয়ন ডলার প্রশ্ন। কতিপয়ের ভ্রূকুটি বাদ দিলে, দেশবাসী তার বাংলাদেশ-কাঁপানো প্রত্যাবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ৪৯তম জন্মদিন অবশ্যই বাংলাদেশে তাকে নিয়ে আমরা পালন করব ।


লেখক  —  


সম্পাদক, উইকলি ইকোনমিক টাইমস

ভাইস চেয়ারম্যান, বিএনপি 

সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব

সাবেক সভাপতি, বিএফইউজে 

[কালোত্তীর্ণ লেখাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র ৪৮তম জন্মদিনে উপলক্ষে রচিত।] 

 


Friday, June 25, 2021

প্রথম আলো — প্রোপাগান্ডা নয়, সাংবাদিকতার সাথে থাকো

-----------------------------

মুহম্মদ ইসমাইল 

-----------------------------

তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি
বাংলাদেশ আজ দুই ভয়াবহ কঠিন সমস্যায় জর্জরিত-মুমূর্ষু-স্তব্দ, শ্বাসরূদ্ধকর পরিস্থিতিতে নাগরিকেরা — প্রথম সমস্যা, স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও মানুষের ভোটাধিকার না থাকায় জনগণের ম্যান্ডেটবিহীন শাসকগোষ্ঠী স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি আর গণতন্ত্রপন্থী মানুষদেরকে নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে অবলীলায় টার্মের পর টার্ম ক্ষমতায় বসে আছে। জনগণের অধিকার নিয়ে তাদের মাথা ঘামানোর প্রয়োজন পড়ছে না এবং দ্বিতীয়টি হচ্ছে করোনাভাইরাস বিশ্বমহামারির ফলে সারাদেশে মানুষ অকাতরে কোভিড নাইনটিনে আক্রান্ত হচ্ছেন, বেঘোরে মারা যাচ্ছেন, মানসিক ও শারীরিকভাবে অসুস্থ আছেন, অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়েছেন। জীবন-জীবিকা বাঁচাতে শূন্যহাতে লড়াই করছেন তারা । দিশেহারা উদ্বিগ্ন সমগ্র জাতি। ভিন্ন এক সময় পার হচ্ছে জাতি।     

অথচ দেশের প্রধান একটি দৈনিক পত্রিকা হিসেবে ‘প্রথম আলো’ দেশের এই দুই চ্যালেঞ্জ নিয়ে রুটিন মাফিক কিছু ডেস্ক রিপোর্টিং ছাড়া কিছুই করছে না। মানুষের যে ভোটাধিকার নেই,  গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই, বিচার পাচ্ছে না, দুর্নীতি ও সন্ত্রাসে অন্ধকারাচ্ছন্ন যে গোটা দেশ — এসবের কোন প্রতিফলন এই পত্রিকায় দেখা যায় না।  সংবাদপত্র জনগণের দর্পণ। মিডিয়াকে বলা হয় রাষ্ট্রের ‘ফোর্থ স্টেট’। রাষ্ট্রকে সঠিক পথে রাখতে মিডিয়ার রয়েছে পবিত্র দায়িত্ব। মানুষের অধিকার আর মানুষের সামগ্রিক বিষয়কে কেন্দ্র করেই একটি গণমাধ্যম বেড়ে গড়ে ওঠে। এটিই একটি জাতীয় মিডিয়া আউটলেটের কাজ এবং এই পবিত্র দায়িত্ব পালনের প্রধান শর্ত পূরণের শপথ নিয়েই এই অর্গানাইজেশন অনুমতি লাভ করে। সংবাদপত্র, রেডিয়ো, টিভি, ইন্টারনেট নিউজপেপার যে মাধ্যমেই হউক না কেনো একটি গণমাধ্যমের কাজ হচ্ছে সত্য উৎঘাটন করা, মানুষের অধিকারের পক্ষে থাকা, এর ব্যত্যয় হওয়া মানে পবিত্র দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা।   দেশে দেশে যুগে যুগে গণতন্ত্র আর মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে গণমাধ্যম সাহসী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধ ও নব্বই দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সংবাদমাধ্যম সক্রিয় ভূমিকা পালন করেছিল। অথচ দেশে আজ এক যুগ ধরে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকারও নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কিন্তু প্রথম আলো যেনো উট পাখির মতো বালির ভিতর মুখ লুকিয়ে পালিয়ে থেকে টিকে থাকার নীতির সাথেই চলছে!  


করোনাভাইরাস বিশ্বমহামারিতে সরকারের ব্যর্থতা, মানুষের ভোগান্তী, সার্বিক পরিস্থিতি তুলে ধরার কাজটি করতেও প্রথম আলো যেনো নিত্য ভয় পাচ্ছে। ভয়াবহ করোনাভাইরাস বিষয়ে সরকার ও জনগনকে আগাম সতর্ক করতে  আট কলাম ব্যানার হেডলাইন পাঠক হিসেবে আমাদের চোখে পড়েনি! এটি একটি বড়ো কাজ ছিল। সরকার ও দেশবাসীকে একটা ম্যাসেজ দেয়া জরুরি ছিল যে এক ভয়াবহ বিপর্যয় আসছে দেশে। কিন্তু রুটিন, কপিপেস্ট ডেস্ক রিপোর্টিং এর বাইরে কিছু করেনি প্রথম আলো! কর্তৃপক্ষ যা বলছে তা-ই   প্রথম আলো ছাপছে, প্রকাশ করছে। এবং সম্পাদকীয়, উপসম্পাদকীয় এবং নানা উপায়ে প্রকাশ করছে করোনাভাইরাস তেমন কিছু না, একে জয় করবে সরকার। অথচ নিজের জগতটাকে বিস্তৃত করে চোখ মেলে একটু বিশ্ব মিডিয়াগুলোর দিকে তাকালে প্রথম আলো দেখতে পারত কোভিড নাইনটিকে তারা কিভাবে কাভার করছে। দেশে দেশে সরকারসমূহ তাদের জনগণের জীবন ও জীবিকার দায়িত্ব নিয়েছে। নাগরিকেরা পাচ্ছেন অর্থনৈতিক সহযোগিতা, নিখরচায় চিকিৎসা। অনেক দেশে  ব্যর্থ সরকারদেরকে সরে যেতে হয়েছে।  অথচ জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের প্রাপ্য অধিকারের বিষয়ে কোন প্রশ্ন তুলতে দেখা যায় না প্রথম আলোকে।  অথচ এটি গণমাধ্যমের নিত্য কাজ। এই জন্য একটি সম্পাদকীয় বিভাগই থাকে, যেখানে প্রতিদিন জনগণের কণ্ঠ শুনতে পাওয়া যাওয়ার কথা ছিল। 

পাঠক হিসেবে দেখি প্রথম আলো খেলাধুলা ও ইন্ডিয়ান সিনেমার নায়ক নায়িকাদের খবরাখবর প্রকাশ করতেই ব্যস্ত থাকছে সারাক্ষণ যখন করোনাভাইরাস সারা বিশ্বকে থমকে রেখেছে! পাতা জুড়ে বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। খেলার খবরই বড়ো বড়ো করে থাকে প্রথম পাতায়। আপনি আজকেই তাদের বিনোদন সেকশন একটি চেক করে আসেন। যেন এটি ইন্ডিয়ান পত্রিকা। প্রথম আলোকে প্রশ্ন, ভারতের কোন পত্রিকায় কি বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের কোন সংবাদ এতো বড়ো করে প্রতিদিন প্রকাশ করে? আপনাদের কি আত্নসম্মানবোধে লাগে না। আপনারা ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির নিত্য প্রচার ও প্রশার করে যাচ্ছেন! কিন্তু বাংলাদেশী সাংস্কৃতিকে অন্য দেশতো প্রমোট করছে না। 

সারা বিশ্বে এবং আমাদের দেশে করোনাভাইরাস প্যান্ডেমিকজনিত এমন ভয়াবহ শ্বাসরূদ্ধকর পরিস্থিতিতেও জনগণের ম্যান্ডেটবিহীন সরকার প্রযোজিত ঘূর্ণমান ‘তারেক রহমান’ গিবতের সাথে তাল মেলাতে যেন প্রথম আলো পণ ধরেছে। নির্লজ্জভাবে প্রোপাগান্ডা মেশিন হিসেবে নিজেকে ব্যবহার করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিপক্ষেই অবস্থান সুস্পষ্ট করছে। আস্থা হারাচ্ছে প্রথম আলো। পাঠক মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হচ্ছে পত্রিকাটি। গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সুপরিকল্পিতভাবে অপ্রাসঙ্গিক ও অদরকারি বিষয়ে অসত্য রিপোর্ট তৈরি করে 'কৃত্রিমইস্যু' সৃষ্টির মাধ্যমে মানুষকে বিভ্রান্তকরে জাতির চলমান চ্যালেঞ্জসমূহ থেকে তাদের চিন্তাজগতকে ভিন্ন দিকে প্রবাহিত করছে।  

প্রতিটি সংবাদপত্রের রিপোর্ট প্রস্তুতকরণ, বাছাই ও সম্পাদনার নির্দিষ্ট নীতিমালা থাকে। রিপোর্টারকে আস্যাইনমেন্ট দেয়া হয় অথবা উদ্ভূত পরিস্থিতিতে রিপোর্টার সংবাদ লেখেন।  অথচ  সংবাদ তৈরি ও প্রকাশের ন্যূনতম মানদণ্ডও বজায় না রেখে বৃহসস্পতিবার, জুন ২৪, ২০২১, সকালে একটা অসত্য রিপোর্ট প্রকাশ করেছে। প্রথম আলো এখন যেনো মিথ্যাচার, গল্পগুজব, ইন্ডিয়ান নাচ, গানের কারখানা! রিপোর্টারকে প্রশ্ন দেশের চলমান রাজনৈতিক মঞ্চে এমন কী হয়েছে যে এমন একটি মনগড়া ফরমায়েশি রিপোর্ট লিখতে হলো! এ যেন মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার দীর্ঘ সংগ্রামের পিঠে ছুরিকাঘাত! 

নগর পুড়লে দেবালয় কি এড়ায়

রিপোর্টের হেডলাইন ‘তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না’। বাস্তবতা হচ্ছে চক্রান্তমূলক একএগারো থেকেই বাংলাদেশ দাঁড়াতে পারছে না। সে কালো দিনে আশির দশকের আন্দোলন সংগ্রাম আর ত্যাগ, রক্ত, জীবন এর বিনিমিয়ে অর্জিত দেড় দশকের গৌরবময় গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে পদদলিত করে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে।  এই চক্রান্তের অন্যতম ক্রীড়নক হিসেবে বর্তমান শাসকগোষ্ঠী প্রথম আলোকে বার বার চিহ্নিত করেছে। জেলায় জেলায় মামলা করেছে। এরপর একএগারোর বিশেষ প্রকিয়াজাত সরকার  জানুয়ারি ৫, ২০১৪ এর  বিনাভোটের নির্বাচনের এবং ডিসেম্বর ৩০, ২০১৮ এর মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে কার্যত জনগনের ম্যান্ডেটবিহীনভাবে ক্ষমতা দখলে রেখেছে। মানুষ হারিয়েছে ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সাম্য। বাংলাদেশ বিপদে, জনগনের শ্বাসরূদ্ধ। ‘গুম-খুন-গ্রেপ্তার-মামলা-হামলা’ এর মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত রয়েছে। দুঃখজনক ঘটনা হচ্ছে এর কুফল প্রথম আলোকেও ভোগ করতে হচ্ছে। মামলা, নির্যাতন ভোগ করতে হচ্ছে প্রতিষ্ঠানটির সাংবাদিকদের। বড় কর্পোরেটদের বিজ্ঞাপনও পাচ্ছে না। এই নিয়ে প্রথম আলোর প্রতিবাদ বা এক্টিভিজম জাতি লক্ষ করছে না। কিন্তু মুখে কুলুপ এটে বসে আছেন তারা।  

তৃণমূল থেকেই উঠে এসেছেন তারেক রহমান। 


কিন্তু প্রথম আলো নিশ্চয়ই জানে যে তারেক রহমান আজকে নেতা হননি। আশির দশকেই তিনি একজন সাধারণ প্রাথমিক সদস্য হিসেবে বিএনপিতে যোগ দিয়ে নেতাকর্মী-সমর্থকদের মাঝে থেকে অবিরাম সংগঠনকে গণতান্ত্রিক উপায়ে শক্তিশালী করার কাজ করে যাচ্ছেন। দেশের পুরো রাজনৈতিক সংস্কৃতিকেই তিনি গণতান্ত্রীক ও শান্তপূর্ণ কর্মসূচির মাধ্যমে পাল্টে দিতে দিনরাত একাকার করে কাজ করে যাচ্ছেন। ধীরে ধীরে ধাপে ধাপে সুদীর্ঘ  কাল ধরে তিনি বিএনপির বিভিন্ন স্তরের নেতৃত্বে দায়িত্বপালন করেই আজকের এই অবস্থানে এসেছেন। জাতীয় ও স্থানীয় নির্বাচনে কৌশল প্রণয়ন ও প্রচারণায় নিউক্লিয়াসের মতো কাজ করেছেন। তারেক রহমান কিন্তু দলে একজন প্রাথমিক সদস্য থেকে শুরু করে চার দশক ধরে মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করেই সময়ের প্রয়োজনে দলের শীর্ষে এসে পৌঁছেছেন। তিনি পেশায় রাজনীতিবিদ। এর মাঝে বিএনপি তিনবার জনগনের ভোটে সরকার গঠন করেছিল। তারেক রহমান কিন্তু এমপি, মন্ত্রী হননি। তিনি দলের একজন হয়েই জনগণ ও কর্মীর মাঝে থাকতেই পছন্দ করেছিলেন। একজন রাজনৈতিক নেতা হিসেবে দেশ ও দলের জন্য নিরলস কাজ করে গিয়েছেন এবং যাচ্ছেন। তারেক রহমান আর বিএনপি এক ও অভিন্ন। বিএনপির সবস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসা ও প্রেরণার অসীম উৎস। দলে তারেক রহমানের বিস্তার বিএনপির মূলকাঠামোর সাথে একাকার। এটাই বাস্তব। এইখানে অন্য কোন সমীকরণ সম্ভব নয়, ফল মিলবে না।   


তাঁর ক্রিয়েটিভ  নেতৃত্বে সারাদেশে তৃণমূল বিএনপির যে সাংগঠনিক সভাগুলো তিনি সেই দেড় যুগ আগেই করেছেন, সেই রকম কর্মসূচি অন্যকোন দল এখনো করতে পারেনি। একই সময়ে তারেক রহমানের পরিকল্পনায় দেশে বগুড়াসহ কয়েকটি জেলায় ভোটের মাধ্যমে দলীয় কমিটি গঠন করা হয়েছিল। বিএনপি বিএনপির সাথে লড়েছিল। সেই সময়ে তাঁর এসব গণতান্ত্রিক কর্মকাণ্ড সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছিল। প্রথম আলো চক্র কিন্তু সেগুলো দেখেও দেখিনি।  উন্নত গণতান্ত্রিক দেশে এইভাবেই দলের কমিটি গঠন ও প্রার্থী নির্বাচন করা হয়। নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে দলে গনতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে অন্যকোন দল কিন্তু এমনটি করতে পারেনি। তারেক রহমান সফল্ভাবেই করে দেখিয়েছেন। দলে গণতন্ত্র চর্চা প্রতিষ্ঠিত করতে তারেক রহমান অবিচল। সর্বশেষ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তিনি সুদূর লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থেকে গাইডলাইন দিয়ে ভোটের মাধ্যমে গঠন করেছিলেন। প্রথম আলোকে অনুরোধ করব তারেক রহমান যেভাবে তৃণমূল প্রতিনিধি সভা করেছিলেন, স্বাধীন বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল সেটি করতে পেরেছে কীনা তা একটু খতিয়ে দেখে একটা রিপোর্ট প্রকাশ করতে। 

বিএনপি চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিকভাবেই কর্মসূচি পালন করছে। দলের জাতীয় স্থায়ীকমিটি, চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিল, জাতীয় নির্বাহী কমিটি, অঙ্গ ও সহযোগী কমিটির নেতৃবৃন্দ ও সমর্থকরা এবং সমমনা পেশাজীবী সংগঠনগুলো দলের পরিকল্পনা মতো কর্মসূচি পালন করে যাচ্ছেন। 

বিএনপি একটি গণতান্ত্রিক শান্তিময় দল। এই পথেই অবিরাম ছুটছে বিএনপি।  আর তারেক রহমান আজীবন দলের সেই ম্যারাথন দৌড়ের সাথেই আছেন বিএনপির রাজনীতির মেরুদণ্ড হিসেবে। হঠাৎ করে এখনি তিনি নেতা হননি। হঠাৎ করেই বিএনপি দাঁড়াতে পারছে না, ব্যাপারটি মোটেও তেমন নয়। কাজেই ‘তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না’ গিবত তথা অসত্য ছাড়া কিছুই নয়। তারেক রহমানের চার দশকের রাজনৈতিক কর্মকাণ্ডকে পুরো ভুলে গিয়েই এমন অসত্য ভাবনা সম্ভব। 

রিপোর্টের সাবহেড —  দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ মহলে তারেক রহমানের ব্যাপারে অগ্রহণযোগ্যতা কাটেনি। ফলে ক্ষমতার রাজনীতিতে বিএনপি আগের জায়গাতেই রয়ে গেছে।

কিন্তু রিপোর্টে কোন কোন বিদেশীমহলের কাছে তারেক রহমান এর অগ্রহণযোগ্যতা কাটেনি, সেসব মহলের কারো নাম ও বক্তব্য নেই। রিপোর্টার যেন আষাঢ়ে গল্প বলছেন। পত্রিকা আছে, লেখা প্রকাশের ক্ষমতা আছে বলেই কি একটি সংবাদপত্র এইভাবে অসত্য ও সূত্রবিহীন রিপোর্ট প্রকাশ করতে পারে? এমন গল্পকাহিনী যে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়, সেটি কি আদৌ কোন সংবাদপত্র? প্রশ্ন রইল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এর কাছে। প্রথম আলো কি উন্মুক্ত সোশ্যাল মিডিয়া যে যেকেউ তাঁর ইচ্ছামতো তথ্য প্রমাণ ছাড়াই কিছু পাব্লিশ করে দিতে পারে। 

এবং প্রথম আলো কী স্বৈরতন্ত্র ও বিদেশী প্রভুর দাসত্বে বিশ্বাস করে। চক্রান্তে বিশ্বাস করে?  সরকার গঠন তো হবে জনগণের ভোটের মাধ্যমে। জনগণই সকল ক্ষমতার উৎস। এখন প্রশ্নজাগে প্রথম আলো কী মনে করে জনগণ নয় বরং দেশিবিদেশি গুরুত্বপূর্ণ মহল লাখো মানুষের আত্নত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের সরকার গঠনকে নিয়ন্ত্রণ করছে? গণতন্ত্র আর আইনের শাসনের পক্ষে থাকলে সেইসব চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন কিন্তু করছে না প্রথম আলো! প্রথম আলোর সুশীল মুখোশ কিন্তু উন্মোচিত হয়ে গেলো। এমন এক অগণতান্ত্রিক ও চক্রান্তমূলক বিষয়ের অবতারণার মাধ্যমে। প্রথম আলোকে দেশের মানুষে পক্ষেই থাকতে হবে। প্রথম আলোকে সম্পাদকীয় লিখতে হবে যে বিদেশী শক্তি নয়, দেশের জনগণই হতে হবে ক্ষমতার উৎস।   

রিপোর্টের ইন্ট্রোতে লেখা আছে বিএনপির বড় একটি অংশের কাছে নাকি তারেক রহমান এর কর্তৃত্ব ও অনেক সিদ্ধান্ত নিয়ে আপত্তি আছে। এই ‘বড় অংশটির’ কারো নাম বা সূত্রও এখানে উল্লেখ করা হয়নি।  উচ্ছিষ্টভোগী এইসব প্রোপাগান্ডা মেশিনারিজের সবচেয় সহজ রাস্তা ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ এই কথাটিও ব্যবহার করা হয়নি। হায়রে হলুদ সাংবাদিকতা!  

বাস্তবতা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিএনপি ঐক্যবদ্ধ। জনগণ কিন্তু এই বিষয়ের প্রশংসা করছে। জনগণ বলছে এমন দুর্দিনেও বিএনপি ইস্পাত কঠিন গণঐক্য বন্ধন তৈরি করে দাঁড়িয়ে আছ। আমরা দেখছি যে তারেক রহমান কর্তৃত্ববাদী নন, গণতন্ত্রবাদী। বিএনপির জাতীয় স্থায়ীকমিটির প্রতি সপ্তাহে নিয়মিত বৈঠক হয়। সেখানে পলিসি নিয়ে  বিস্তারিত আলোচনা শেষে গণতান্ত্রিকভাবেই সিদ্ধান্ত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে অনেকবার কথা বলেছেন। কর্তৃত্ববাদী হলে তো এসব মিটিং না করলেও চলতো। প্রথম আলোকে প্রশ্ন, বিনাভোটের যে দলটি ক্ষমতা নির্লজ্জভাবে দখল করে আছে সেই দলের নীতিনির্ধারণী বৈঠক কয় মাস পরপর হয়?   

ইন্ট্রোতে আরো লেখা আছে তারেক রহমান এর নেতৃত্ব দৃঢ় হয়নি। আবার নিচেই লেখা আছে তারেক রহমান দলে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন! একই রিপোর্টে বিপরীতমুখী অবস্থান। এখন প্রশ্ন জাগে প্রথম আলোর সাংবাদিকরা কি সুস্থা আছেন নাকি বেঘোরে কাজ করছেন?   

রিপোর্টার লিখেছেন দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। নেতাকর্মীদের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। গুম-খুন-গ্রেপ্তার-মামলা-হামলার শিকার হচ্ছেন। দেশে কর্মসংস্থান নেই। এসব কারণে সারাদেশের মানুষই এখন হতাশার অতলে ডুবে আছে। বিএনপির নেতাকর্মী-সমর্থকেরা এই দেশেরই অংশ। দেশের সমগ্র সাংবাদিক সমাজও হতাশায় আছেন। 

দলের সদ্য প্রয়াত জাতীয় নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের এলাকায় কমিটি গঠনের বিষয় উল্লেখ করা হয়েছে রিপোর্টে। প্রোপাগান্ডা মেশিনারিজ বাস্তবে প্রয়াত মানুষদের উদাহরণ ব্যবহার করতে ভালোবাসে। কারণ সেগুলো ভেরিফাই করা কঠিন।  কমিটি গঠন বিষয়ে দুই তিনটি এলাকার কথা উল্লেখ করা হয়েছে। বাস্তবে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দলে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।   

২০১৮ সালে জাতীয় নির্বাচনে ৩০০ প্রার্থীদের মধ্যে চার জনের নাম উল্লেখ করা হয়েছে, সেখানে নাকি ক্ষোভ তৈরি হয়েছে! বাস্তবে যারা নমিনেশন পাবেন না তারা কম বেশি ক্ষুব্ধ হতে পারেন। সব দলেই হয়। আর যে চার জনের নাম উল্লেখ করা আছে তারা কিন্তু বিএনপির পরীক্ষিত নেতা। নির্বাচনী এলাকায় তাদের জনপ্রিয়তা সুস্পষ্টভাবে দেখা গেছে। তাদের কারো মাথা ফাটিয়ে দেয়া হয়েছে, কারো বাড়ীতে ভাংচুর করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে দেশের অন্যদল যেটি ভোট ছাড়াই ক্ষমতায়, তাদের এক পরিবারের অনেক প্রার্থী এখন অবৈধ এমপি!  প্রথম আলো সেই ব্যাপারে উদাসীন। কারণ তারা ব্যস্ত ভারতীয় সিনেমার খবর প্রকাশে আর বিএনপি গিবতে, সাংবাদিকতা ছেড়ে প্রোপাগান্ডা মেশিনে পরিণত হয়েছে। 

রিপোর্টে জাতীয় স্থায়ীকমিটি গঠন বিষয়ে বলা হয়েছে। জাতীয় স্থায়ীকমিটিতে দলের এবং দেশের শ্রদ্ধেয়া সিনিয়র নেত্রী সেলিমা রহমান ও সিনিয়র নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এর অন্তর্ভুক্তি বিএনপির সর্বমহলে প্রশংসিত হয়েছে। এই সিদ্ধান্তটি ছিল চমৎকার এবং এর মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের সুস্পষ্ট প্রাজ্ঞতা প্রমাণিত হয়েছে।  

প্রথম কথাটিই দ্বিতীয়বার বলছি, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার ফ্যাসিজমের মাধ্যমে ক্ষমতা দখল করে বসে আছে। বিপদে বিপথে আজ বাংলাদেশ। এই থেকে কেউই রক্ষা পাচ্ছে না। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম এর সর্বশেষ উদাহরণ মাত্র। রোজিনা ইসলামসহ গণমাধ্যমের সকল ন্যায্য দাবির প্রতি বিএনপি সর্বদা সোচ্চার রয়েছে। ভারতীয় সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে প্রতিদিন বড় বড় রিপোর্ট প্রকাশ করা হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনীর হত্যাকাণ্ডের রহস্যভেদ করতে কোন ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে প্রথম আলোকে দেখা যাচ্ছে না। অথচ বিশ্বজুড়ে সাংবাদিকদেরকেই এমন হতাকাণ্ডের রহস্য উন্মোচন করতে দেখা যায়। প্রথম আলো এই বিষয়ে একটু কাজ করুন।  

আমরা দেখেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সর্বদা 'মুক্ত গণমাধ্যম' এ বিশ্বাস করে। বিএনপি গণমাধ্যমবান্ধব দল। এটাই দলটির অবিচল নীতি। বাংলাদেশের মহান স্বাধীনতার অমর ঘোষক, মহাবীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের এক ও এগারো নাম্বার সেক্টর এবং জেডফোর্সের কমান্ডার, সাতই নভেম্বরের সিপাহীজনতার বিপ্লবের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন সংবাদ মাধ্যমের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া গণমাধ্যমে শত ফুল ফোটার পরিবেশ নিশ্চিত করেছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণমাধ্যমে বান্ধব। সাংবাদিকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। দেশের সিনিয়র অনেক সাংবাদিক বিভিন্ন সময় সেটি উল্লেখ করেছেন।  

এবার আসা যাক শেষ কথায়। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলেকে ক্রমাগত শক্তিশালী করছেন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। জাতীয় স্থায়ীকমিটির সভা নিয়মিত করছেন। প্রধান কর্মসূচিগুলোতে ভার্চুয়ালি উপস্থিত থাকছেন। বিভিন্ন ইউনিট এর কমিটি হচ্ছে। অথচ তারেক রহমানের গিবত প্রকাশে প্রথম আলো এগিয়ে থাকলেও তাঁর বক্তব্য প্রচারে কিন্তু হাতঘুটিয়েই থাকে! দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার বক্তব্য তারা প্রচার করেনা। এ কেমন সাংবাদিকতা যে গিবত প্রকাশ করা যাবে, প্রশংসা করা যাবেনা। আর তারেক রহমানের আধুনিক নেতৃত্বের সম্ভাব্য প্রভাব ও ফল সম্পর্কে প্রোপাগান্ডা মেশিনারিজ বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা উঠে পড়ে লেগেছে। তাদের ব্যাপক গাত্রদাহ চলছে। সোশ্যাল মিডিয়ায় পেইজ খুলে টাকা খরচ করে অপপ্রচার করে চলছে।  প্রথম আলোর এমন ভিত্তিহীন অসত্য রিপোর্টিং তারই অংশ। প্রথম আলো তুমি মানুষের ভোটাধিকারের পক্ষে দাঁড়াও। গণতন্ত্রের পক্ষে থাকো। প্রোপাগান্ডা ছেড়ে সাংবাদিকতা করো। আমরা দেখেছি বিএনপি তোমাদের সাথেই আছে। বিএনপি তোমাদের জেলেও নেয়নি এবং বিজ্ঞাপনও বন্ধ করেনি। করবেও না।  

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আছেন তারেক রহমান, এই সত্যকে অসত্যের সাথে গুলিয়ে প্রোপাগান্ডা প্রচার থামাও। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের বিরুদ্ধে চলমান চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। অন্যথায় ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।   


  • লেখক একজন প্রথম আলোর পাঠক ও সাধারণ নাগরিক।  

Tuesday, June 22, 2021

প্রসঙ্গ : বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ

--------------------------------------

সৈয়দ আবদাল আহমদ

--------------------------------------




নব্বইয়ের গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বিচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ নেত্রী বিশেষণে দেশে পরিচিত হয়ে ওঠেন তিনি। সেই তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসের এটি অবিচ্ছেদ্দ অংশ, যা মুছে ফেলা যাবে না।

১৯৯১ থেকে ১৯৯৬ সালের কথা। ওই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি নিয়ম চালু ছিল, মাসে একটি বা দু’টি ‘মন্ত্রণালয়সংক্রান্ত বিশেষ সভা’ হতো। মন্ত্রণালয়ের নানা প্রকল্পের ও কাজের অগ্রগতি পর্যালোচনা করে পদক্ষেপ নেয়াই ছিল সভার লক্ষ্য। এতে সিনিয়র মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকতেন। প্রধানমন্ত্রীর প্রেস শাখায় দায়িত্ব থাকায় ওই সভায় প্রায়ই উপস্থিত থাকতাম। কোনো সভায় প্রেস সচিবও থাকতেন।

একদিন এমনই একটি সভা চলছিল ত্রাণ মন্ত্রণালয়সংক্রান্ত। মন্ত্রী-সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে তৎকালীন একান্ত সচিব সাবিহ উদ্দিন আহমেদ এবং আমারও উপস্থিত থাকার সুযোগ হয়। সভা শুরু হলো। বন্যা-পরবর্তী পুনর্বাসন, কাবিখা, খাল খনন ইত্যাদি বিষয়ে আলোচনা হচ্ছে। মানুষের কল্যাণের সাথে জড়িত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতেই অনুমোদন করে দেয়া হলো। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকেও দেখলাম প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একমত হয়ে দ্রুত টাকা ছাড় করার কথা বলছেন। আলোচনার একপর্যায়ে তৎকালীন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ একটি বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বললেন, “ম্যাডাম এ সময় তো ‘কামলা’ পাওয়া যায় না”। প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৎক্ষণাৎ মাইক্রোফোন অন করে বললেন, “আজাদ আপনি এটা কী শব্দ বললেন? তারা ঘাম ঝরিয়ে কাজ করেন। তাদের ‘শ্রমজীবী মানুষ’ বলতে অসুবিধাটা কোথায়? ‘কামলা’ তো গালাগাল অর্থে ব্যবহার করা হয়। প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করে প্রতিশ্রুতি দিলেন এর পর থেকে শব্দটি আর তিনি ব্যবহার করবেন না। এই হলেন খালেদা জিয়া।


প্রধানমন্ত্রী কার্যালয়ে যোগ দেয়ার পর প্রেস সচিব হিসেবে তৎকালীন পিআইও আবদুস সোবহান ভাইকে পাই। তার আগে প্রেস সচিবের কক্ষে বসতেন সাংবাদিক সম্পাদক তোয়াব খান। তিনি প্রেসিডেন্ট এরশাদের প্রেস সচিব ছিলেন। সোবহান ভাই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবে এ কক্ষে বসার পর আমরা তার টেবিলের ড্রয়ারে আগের আমলের কিছু আছে কি না দেখছিলাম। একটি ড্রয়ারে পেলাম অনেকগুলো লেখা প্যাডের কাগজ। রাষ্ট্রপতির অফিসের প্যাডের কাগজ। এতে প্রাপ্তি স্বীকার স্বাক্ষর করা। এরশাদের কাছ যারা অর্থ নিয়েছিলেন তার প্রাপ্তি স্বীকার। আমরা বেশ মজা পেলাম।

 

এদের মধ্যে কয়েকজন রাজনৈতিক নেতা, শিল্পী, কবি-সাহিত্যিক এবং অন্যান্য পেশার ব্যক্তি রয়েছেন। টাকার পরিমাণ খুব একটা বেশি না। পঁচিশ, পঞ্চাশ হাজার, এক লাখের মতো। অবশ্য ১৯৯১ সালের আগে এ পরিমাণ টাকা একেবারে কমও না। যাই হোক, আমরা কাগজগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাই। বেগম খালেদা জিয়ার কক্ষে তাকে প্রাপ্তি স্বীকারপত্রগুলো দেয়ার পর তিনি এক এক করে সেগুলো দেখলেন। আমরা তার সামনে চেয়ারে বসা। দেখা শেষ হয়ে গেলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বললেন, ‘সোবহান সাহেব, এগুলো পুড়িয়ে ফেলুন। এখনি পুড়িয়ে ফেলুন।’ আমি বললাম, ম্যাডাম প্রেসে দিলে তো মানুষ জানতে পারতেন। তিনি আমাকে অনেকটা ধমকের সুরেই বললেন, ‘এরশাদ সাহেব যে টাকা বিলাতেন সেটি তো সবাই জানেন। তা ছাড়া তার তো পতন হয়েছে, জনগণ তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে শাস্তি দিয়েছেন। আর প্রাপ্তি স্বীকারপত্রে যাদের নাম দেখছি তারা তো আমাদের দেশের সৃজনশীল ও গুণী মানুষ। হয়তো একান্ত প্রয়োজনেই টাকা নিয়েছেন। প্রেসে গেলে তাদের সুনাম ও মর্যাদা নষ্ট হবে না? কেন আমরা তা করব? এই হলেন খালেদা জিয়া।

১৯৯৬ সালের ৩১ মার্চের ঘটনা। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার শেষ কার্য দিবস। কিছুক্ষণ পরই তিনি বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দিতে। প্রধানমন্ত্রীর কক্ষ থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে তার মনে হলো ‘রাজারবাগ-শহিদবাগ মোড়ে’ নিহত একজন পুলিশ কর্মকর্তার পরিবারকে প্রতিশ্রুত অর্থ সহযোগিতা করা হয়নি। তিনি তৎকালীন সচিব ড. কামাল সিদ্দিকীকে ডাকলেন। ফাইল আনিয়ে সেই অর্থ সহযোগিতার নোটে স্বাক্ষর করে বললেন, ‘আমি বঙ্গভবনে যাওয়ার আগেই যেন নিহতের পরিবার টাকার চেক পায়।’ এই হলেন খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া আজ ভীষণ অসুস্থ। তিনি ৭৫ বছর পার করে এখন বার্ধক্যে উপনীত। দেশের তিনবারের প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু’বার। নির্বাচনে দাঁড়িয়ে কখনো হারেননি। সব সময়ই রেকর্ডসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দেশের মানুষ এখনো তাকে অসম্ভব ভালোবাসেন। প্রতিটি দুর্যোগে তিনি ছুটে গেছেন দুর্গত মানুষের পাশে। দুই হাতে সহযোগিতা করেছেন। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট তৈরিতে, শিক্ষার বিস্তারে, মানুষকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করেত হাঁস-মুরগির খামার, গরু-ছাগলের খামার, বৃক্ষরোপণ প্রভৃতিতে নিয়োজিত করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নিয়ে তা অনুমোদন করে দিয়েছেন।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় অসামান্য ত্যাগ স্বীকার করেছেন তিনি। স্বামী জিয়াউর রহমান যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, তখন দুই শিশুপুত্রকে নিয়ে একাত্তরে বন্দিশিবিরে তিনি। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়েই গৃহবধূ থেকে রাজনীতি আসেন। অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেন। নব্বইয়ের স্বৈরশাসনের পতনের পর দেশে আবার গণতন্ত্র ফিরে আসে। তিনিই সংসদে বিল এনে দেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। তিনি প্রধানমন্ত্রীর দফতর চট্টগ্রামে সরিয়ে নিয়ে ত্রাণ ও পুনর্বাসন কাজ একটানা তদারকি করে মানুষকে আবার উঠে দাঁড়াতে সহযোগিতা করেন। সফলভাবে এ ঘূর্ণিঝড় মোকাবেলায় তার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন- তৎকালীন বাংলাদেশে আসা মার্কিন টাস্কফোর্সের প্রধান জেনারেল স্ট্যাকপল। ভয়েস অব আমেরিকাকে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আবেদনে সাড়া দিয়ে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের (সিনিয়র) নির্দেশে আমরা ত্রাণ কাজ চালাতে গিয়েছিলাম। আমাদের এক মাসের অভিজ্ঞতা চমৎকার। ত্রাণসামগ্রী যাদের জন্য এসেছে, তারাই পেয়েছেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়া দৃঢ় মনোভাব ও কঠোরতার প্রশংসা করি। তিনি কোনো ত্রাণসামগ্রী অপচয় হতে দেননি। দুর্নীতি হয়নি, লুটপাটের প্রশ্নই ওঠে না। তার সাথে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে।’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দলের দাবি মেনে নিয়ে সংসদে তিনিই বিল পাস করে দিয়েছিলেন। এর আগে স্যার নিনিয়ান যে ফর্মুলা দিয়েছিলেন, সেটিও মেনে নিয়েছিলেন। যদিও যারা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে এনেছিলেন, তারাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন ছুড়ে ফেলে দিয়েছেন।

রাজনীতিতে বিনয় আর উদারতার এক উজ্জ্বল উদাহরণ তিনি। এরশাদবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় গুলি হয়েছিল। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুই নেত্রীর নেতৃত্বে শোক মিছিল বের হওয়ার কথা ছিল। মিছিলে সেই দিন শেখ হাসিনা আসতে পারেননি। খালেদা জিয়া এসেছিলেন। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। তেমনি ১৯৮৬ সালে বায়তুল মোকাররম থেকে দুই নেত্রীর নেতৃত্বে গণমিছিলের কর্মসূচি ছিল। সেই মিছিলেও শেখ হাসিনা আসতে আসেননি, খালেদা জিয়াই নেতৃত্ব দিয়েছিলেন।

১৯৮৬ সালের পাতানো নির্বাচনের পর ৭ দল ও ১৫ দলের ঐক্য ভেঙে যায়। ১৯৮৮ সালে খালেদা জিয়ার কারণেই সেই ঐক্য আবার হয়। আন্দোলন ঐক্যবদ্ধভাবে চলে।

 

মেয়েদের শিক্ষায় বেগম খালেদা জিয়া্র সরকার যুগান্তরী পদক্ষেপ নিয়েছিলেন
খালেদা জিয়াই শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিয়েতে যোগ দিতে বেগম জিয়া এমপি হোস্টেলে গিয়েছিলেন। শেখ হাসিনা ব্যস্ততার কারণেই হয়তো তাকে রিসিভ করতে পারেননি। কিন্তু তারেক রহমান ও আরাফাত রহমানের বিয়েতে শেখ হাসিনা এলে বেগম জিয়া তাকে রিসিভ করেন। একসাথে খাবার খান। ছেলের বউ দেখাতে নিয়ে যান। জরুরি সরকারের সময় সাব-জেলে শেখ হাসিনার চোখের অসুখ বেড়ে গেলে খালেদা জিয়া কোর্টে এসে তাকে চিকিৎসা করানোর আহ্বান জানান। শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর খালেদা জিয়া শেখ হাসিনাকে সমবেদনা জানাতে সুধা সদনে ছুটে গিয়েছিলেন। একটিমাত্র ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশান অফিসে গেলে তাকে ঢুকতে দেয়া হয়নি। অবশ্য খালেদা জিয়া তখন অচেতন ছিলেন। এ ভুলের জন্য তার কর্মকর্তারা দায়ী। এই একটিমাত্র ঘটনা ছাড়া খালেদা জিয়ার বিনয়ের ক্ষেত্রে কোনো ঘাটতি লক্ষ করা যায়নি। নারী জাগরণের নেত্রী মহীয়সী বেগম রোকেয়ার স্বপ্নের রূপকার ছিলেন বেগম জিয়া। নারী উন্নয়নে এবং মেয়েদের শিক্ষা বিস্তারে তিনি অনন্য অবদান রেখেছেন। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন।

এমন একজন অসাধারণ গুণের মানুষ আজ জটিল রোগে জর্জরিত হয়ে প্রবীণ বয়সে নিদারুণ কষ্টের জীবনযাপন করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ১৭ জুন সংবাদ সম্মেলন করে বলেছেন, করোনা-পরবর্তী জটিলতা ও পুরনো রোগে খালেদা জিয়া খুবই অসুস্থ। দীর্ঘ চার বছর তার কোনো চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশে তিনি অনেক রোগে আক্রান্ত হয়েছেন। হার্টের সমস্যা, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, পুরনো আর্থ্রাইটিস- সব মিলে তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়নি।

৫৩ দিন পর রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে গুলশানে নিজ বাসভবনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 

১৯ জুন রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ৫৩ দিন তিনি হাসপাতালে ছিলেন। এ সময় কতটা জটিলতার মধ্যে তিনি ছিলেন সবার ধারণা ছিল না, কনফিউশন ছিল অনেক। তিনি জানান, তাকে হাসপাতালে নেয়ার পর সিটি স্ক্যানসহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রথম দেখা যায় তার বুকে পানি এসেছে, হার্ট ফেইলিওর-সংক্রান্ত। করোনায় হার্ট ফেইলিওর হতে পারে। প্রথন তিন দিন চিকিৎসার পর কিছুটা উন্নতি হলেও জ্বরে আক্রান্ত হন আবার। বুকে আবার পানি আসে। এক দিনের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। এ অবস্থায় সিসিইউতে নিয়ে গিয়ে দেখা যায় অর্ধেক বুক পানিতে ভরে গেছে। চেস্ট টিউব দিয়ে পনি বের করি। দেখা যায় পানি নয়, রক্ত। প্রায় ১৮দিন চেস্ট টিউবে পানি নিঃসরণ করা হয়। ভেন্টিলেটরে দিতে পরিবারের মতও ছিল। তার বুক থেকে ৭ লিটারের মতো পানি ও রক্ত বের করা হয়েছে। পরীক্ষার সময় দেখেছি হার্ট ফেইলিওর, কিডনি ও লিভার সমস্যা প্রকট।

ব্লাড কালচার করে দেখেছি, হাসপাতালে যেসব জীবাণু থাকে সেগুলো আক্রমণ করছে। দুই তিন ধরে ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টায় কিছু নার্স, মেডিক্যাল স্টাফ, ডাক্তার আক্রান্ত হয়েছেন। মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এ অবস্থায় খালেদা জিয়াকে হাসপাতালে রাখাটা খুবই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে তাকে পাঁচ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। অথচ খালেদা জিয়ার সারা জীবনে তাকে রক্ত দেয়ার কোনো নজির নেই।

খালেদা জিয়া এমন অসুস্থতায় বর্তমানে এক দুঃসহ, মর্মান্তিক ও অসহায় জীবন অতিবাহিত করছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী, তিন যুগেরও বেশি সময়ের দেশের শীর্ষ রাজনৈতিক নেত্রী ও বিএনপি চেয়ারপারসন, মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালনকারী এবং যার স্বামী একজন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান ছিলেন, সর্বোপরি একজন নারী এবং বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার তার রয়েছে। এটি তার মানবাধিকার। আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতিশীল হয়ে বিদেশে উন্নত চিকিৎসায় তাকে সুযোগ করে দেবেন।

 

  • লেখক সাংবাদিক, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব 


Saturday, June 19, 2021

আবু আদনানের অলৌকিক ফিরে আসা এবং গুগল ম্যাপের রহস্য!

------------------------

ডা: আলী জাহান

------------------------


১০ জুন অপহরণের শিকার ইসলামী বক্তা আবু আদনান শুক্রবার (১৮.০৬.২১) ফিরে এসেছেন। অথবা শুক্রবার তাকে ফিরিয়ে দেয়া হয়েছে। উনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, কেন ছিলেন? এ প্রশ্নগুলোর উত্তর আপাতত অন্ধকারে। এর আগে যারা ফিরে এসেছেন তারা আর কখনো মুখ খোলেননি। আবু আদনানও হয়তো এ বিষয়ে আর কথা বলবেন না। আবার কথা বলতেও পারেন। তবে নিকট অতীতে গুম থেকে ফিরে আসা মানুষদের ইতিহাস পর্যালোচনা করলে অপহরণ বিষয়ে তার কথা না বলার সম্ভাবনাই বেশি। আমরা তা দেখার অপেক্ষায় থাকলাম।

যারা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেন তাদের কাছে আবু আদনানের ফিরে আসাটা কোন আশ্চর্যজনক ব্যাপার বলে মনে হবে না। গতকাল ফেসবুকে গুগল লোকেশনে ( Google location) আবু আদনানের মোবাইলের সর্বশেষ যে অবস্থান দেখানো হয় তা অপহরণকারীদের জন্য স্বস্তিদায়ক ছিল না। গুগল ম্যাপের লোকেশন ফেসবুকের কল্যাণে বিদ্যুতের বেগে শেয়ার হতে থাকে। সে কারণেই অনেকেই ভাবছিলেন আবু আদনানের ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র। ঠিক তাই ঘটেছে। আবু আদনানকে ফিরিয়ে দেয়া হয়েছে। 

কিন্তু বাংলাদেশে গুম হয়ে যাওয়া সবার ভাগ্য কি আবু আদনানের মতো? অবশ্যই না। হারিয়ে যাওয়া সিংহভাগ মানুষের ভাগ্য আবু আদনানের মতো নয়। সাবিকুন্নাহারের মতো সবাই সৌভাগ্যবতী নন। সবার স্বামীরা ঘরে ফিরে আসে না। সব মা-বাবারা তাদের সন্তানকে ফিরে পান না। সব সন্তানেরা তাদের বাবাকে ফিরে পায় না। কেউ কেউ লাশ ফিরে পায়। কারো কারো কপালে লাশ দেখারও সুযোগ হয় না। দিন যায়, মাস যায়, বছর যায়। কাঁদতে কাঁদতে চোখের পানিও এক সময় শুকিয়ে যায়। তারপর মানুষ ভুলে যেতে থাকে। কারো কারো মনে থাকেনা যে বাসা থেকে, রাস্তা থেকে, গাড়ি থেকে, বাজার থেকে, অফিস থেকে কাউকে কাউকে ধরে নেয়া হয়েছিল যারা আর কখনো ফিরে আসেনি। ওরা কিন্তু মানুষ ছিল। একই দেশের নাগরিক ছিল!

মনে আছে গত ১৩ বছরে গুমের শিকার হওয়া ৬০৪ জন মনুষ্য সন্তানের কথা? এ সংখ্যার ভেতরে ২০২১ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ জন মানব সন্তানও আছেন। এ মানুষগুলো ব-দ্বীপের বিভিন্ন এলাকায় জন্মগ্রহণ করলেও বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিত ছিলেন। কেউ কেউ সরকারকে বড় অঙ্কের ট্যাক্স দিচ্ছিলেন, মানুষের কর্মসংস্থান করছিলেন। বিভিন্ন নামে উনাদের আলাদা পরিচিতি থাকলেও একটি পরিচয় অনেকটা প্রকট। এবং সে পরিচয়টি হচ্ছে বর্তমান সরকারের সাথে তাদের আদর্শিক বা রাজনৈতিক একটা মতপার্থক্য ছিল। ৬০৪ জন গুমের শিকার হওয়া এ মানব সন্তানদের ৭৮ জন পরিবারকে নিজেদের লাশ উপহার দিয়ে জাতিকে বলে গেছেন যে আমরাও মানুষ ছিলাম, আমাদের বেঁচে থাকার অধিকার ছিল। কিন্তু আপনাদের নীরবতা আমাদের বাঁচতে দেয়নি। গুমের শিকার হওয়া ৫৭ জন অলৌকিকভাবে বা বিশেষ ব্যবস্থায় ফিরে এসেছেন। ফিরে আসার পর কেউই আর মুখ খোলেননি। সৌভাগ্যবান কেউ কেউ দেশান্তরিত হয়েছেন। এরপরেও তারা স্তব্ধ হয়ে আছেন। কেউ কথা বলছেন না। অথবা তাদেরকে বলা হয়েছে যে, তারা যেন কথা না বলেন। ৮৯ জনকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার দেখিয়েছে। বাকি লোকগুলো কোথায়? উনারা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? নিজেকে নিজে প্রশ্ন করি। কারণ অন্যকে এ প্রশ্ন করলে উত্তর পাবো না। অতীতে পাওয়া যায়নি। এখনো পাওয়া যাবে না। 

 যেমনটা উত্তর পাওয়া যায়নি গুম হয়ে যাওয়া ব্যারিস্টার আহমেদ বিন কাসেমের (আরমান) উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমানকে মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে সাদা পোশাকধারী কিছু লোক ( যারা নিজেদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিচ্ছিল) ০৯ আগস্ট ২০১৬ সালের রাতের বেলা টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাকে প্রস্তুত হবার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেয়া হয়েছিল। কোন ওয়ারেন্ট ছিল না। কোন অভিযোগ ছিল না। তরুণ এ ব্যারিস্টারকে রাতের আঁধারে বাসা থেকে যখন ধরে নেয়া হয় তখন চিৎকার করে তার দুই মেয়ে আয়েশা তাকওয়া (চার বছর) এবং মারিয়াম বুশরা (আড়াই বছর) আব্বু আব্বু বলে পেছন থেকে ডাকছিল। ব্যারিস্টার আরমানের স্ত্রী তাহমিনা আক্তার অসহায়ের মতো তার স্বামীর চলে যাওয়া দেখছিলেন। উনিও কাঁদছিলেন। তবে আশা ছিল যে, যেহেতু আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই তাকে ছেড়ে দেবে। তাহমিনা আক্তার এবং তার দুই সন্তানের চোখের পানি মুছিয়ে দেয়ার জন্য রাষ্ট্র কি এগিয়ে এসেছিল?

ব্যারিস্টার আরমানের স্ত্রী তানিয়া আক্তারের সে আশা পূরণ হয়নি। তিনি তার স্বামীকে ফিরে পাননি। আয়েশা এবং মারিয়াম তাদের বাবাকে ফিরে পায়নি। বরাবরের মত আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিস্টার আরমানকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেছে। 

তবে তাদেরকে ধরে নিয়ে গেল কারা? 

ইসলামী বক্তা আবু আদনান ফিরে আসলেন নাকি কেউ ফিরিয়ে দিয়ে গেল তা হয়তো কখনোই জানা যাবে না। তবে তিনি জীবিত ফিরে এসেছেন, পরিবারের জন্য এটি সবচেয়ে বড় পাওয়া। শুধু তিনি ফিরে আসেননি, তার তিন সঙ্গীও ফিরে এসেছেন। রংপুরের পুলিশ বলছে, ব্যক্তিগত কারণে তারা সকলেই একসঙ্গে গত ৮ দিন থেকে আদনানের এক বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন। অবিশ্বাস্য এ কাহিনীর রহস্য ভেদ করার জন্য স্বয়ং শার্লক হোমসকে আবার কবর থেকে ফিরিয়ে আনতে হবে। 

আবু আদনান এবং তার সফরসঙ্গীদের ফিরে আসাকে অথবা ফিরিয়ে দেয়াকে অভিনন্দন জানাই। 

হারিয়ে যাওয়া এ চারজনের পরিবারের সদস্যদের কান্না এবং অসহায়ত্ব হয়তো কিছুটা এখন কমেছে। কিন্তু বাকিদের কী হবে? 

গুগল ম্যাপ দিয়ে ঢাকার সূত্রাপুরের সেলিম রেজা পিন্টু, ধানমন্ডি থেকে হারিয়ে যাওয়া কানাডার ম্যাগগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, সাবেক সাংসদ ইলিয়াস আলী, সাবেক ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমদের অবস্থানটি নির্ণয় করা যায় না?

পৃথিবীর কিছু ভাষা সার্বজনীন। স্থান, কাল, পাত্র ভেদে এর কোন পরিবর্তন হয়না। চোখের পানির একই ভাষা। বাবা ফিরে আসবে সেই আশায় সন্তানদের পথ চেয়ে বসে থাকা, প্রিয় সন্তান ফিরে আসবে সে জন্য মা-বাবার অন্তরের হাহাকার, প্রিয় স্বামী ফিরে এসে দরজায় কড়া নাড়বে সেই আশায় প্রিয়তমার চোখ মোছা, একই রক্তের বন্ধনে আবদ্ধ প্রিয় ভাই ফিরে আসবে সেই আশায় আশাহত বোনের অসীমের পানে চেয়ে থাকা- সবই একই ভাষা, একই অভিব্যক্তি। 

সেই সার্বজনীন ভাষাকে বুঝার ক্ষমতাও আমরা হারিয়ে ফেলেছি? আমরা মানুষ তো? 

ব্যারিস্টার আরমানের ছোট দুই মেয়ের বয়স এখন নয় (আয়েশা) এবং সাড়ে সাত বছর (মারিয়াম)। ওরা একসময় বড় হবে এবং রাষ্ট্রকে কঠিন একটি প্রশ্ন ছুঁড়ে দেবে। আমার বাবাকে গুম করলো কারা? কেন তাকে গুম করা হলো? দেশের নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব যাদের হাতে তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন তো?


---

লেখক সাবেক পুলিশ সার্জন, যুক্তরাজ্য পুলিশ। 

ইমেইল একাউন্ট alijahanbd@gmail.com

তথ্যসূত্র —   আইন ও সালিশ কেন্দ্র, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন

Tuesday, June 15, 2021

প্রাচ্যের অক্সফোর্ড: একটি অপ্রাসঙ্গিক অভিধা

---------------------------------------------------------

পার্থ প্রতীম ভট্টাচার্য্য ও আসিফুর রহমান

---------------------------------------------------------



দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি আসলেই ‘প্রাচ্যের অক্সফোর্ড’?

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একবার বলেছিলেন, ‘এটা শুধুই কথার কথা।’ আরও কয়েকজন উনার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছিলেন।

শিক্ষাবিদদের মতে, ‘প্রাচ্যের অক্সফোর্ড’ কথাটি এই বিশ্ববিদ্যালয়টির প্রথম দিকের সাফল্যকে মহিমান্বিত করার জন্যে ব্যবহার করা হতো।

গত সপ্তাহে প্রকাশিত দ্য কোয়াককোয়ারেল সাইমন্ডস (কিউএস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২২-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবস্থান ৮০১-১০০০ এর মধ্যে এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১ হাজার ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয়।

দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পর্বত-সমান ফারাক এবং ঢাবির অভিধাটির কথা মাথায় রেখে প্রাচ্যের অক্সফোর্ড ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করলে অনেক তথ্য উন্মোচিত হয়।

করোনা মহামারি চলাকালীন বিশ্ববিদ্যালয় দুটি কী করছে, প্রথমে সেটা নিয়েই আলোচনা শুরু করা যাক।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরিস্থিতির অবনতি হতে থাকলে ঢাবি কর্তৃপক্ষ গত বছরের ৯ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করে দেয়। তখন থেকে হলগুলো বন্ধ আছে।

এখনো বিশ্ববিদ্যালয়টি বন্ধই আছে। মাঝে কিছু পরীক্ষা নেওয়া ছাড়া বাকি সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে নির্মিত নীলক্ষেতের প্রবেশমুখে সুবিশাল একটি তোরণ রয়েছে। সেদিকে তাকালে বিশ্ববিদ্যালয়টি যে লকডাউনে আছে, তা খুব সহজেই দর্শনার্থীরা বুঝতে পারেন।

যখন দেশে লকডাউন শুরু হলো, তখন ঢাবি কর্তৃপক্ষ যানবাহনের প্রবেশ আটকানোর জন্য এই তোরণে বাঁশের বেড়া দিয়ে দিলো।

কিছুদিন পর সরকার লকডাউন প্রত্যাহার করে নিলেও বিশ্ববিদ্যালয় আর বেড়া সরায়নি। কয়েক মাস আগে যখন হল না খুলে পরীক্ষা নেওয়া হলো, তখন একবারের জন্য বেড়াগুলো সরেছিল। পরে আবারও যখন করোনাভাইরাসের দৈনিক শনাক্তের হার অনেক বেড়ে যায়, তখন বাঁশের বেড়াগুলোকে ফিরিয়ে আনা হয়।

স্বভাবতই, কিছুদিনের মধ্যেই সেখানে অস্থায়ী কাঁচাবাজার গজিয়ে উঠে এবং এতে বিস্মিত হওয়ারও কিছু নেই।

ফুলার রোডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বাসভবনের চারপাশেও ঢাবি কর্তৃপক্ষ বেড়া দেয়। অনেকে এটা দেখে ঠাট্টা করে বলছিলেন যে, বাঁশের বেড়া দিয়ে ঢাবি কর্তৃপক্ষ করোনাভাইরাস ঠেকানোর চেষ্টা করছে।

বেড়া দেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষ আরেকটি ‘গুরুত্বপূর্ণ’ উদ্যোগ নিয়েছে। তারা ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাধারণ মানুষের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সমগ্র টিএসসি এলাকাজুড়ে টহল দিয়ে বেড়াত আর বারবার ‘বহিরাগতদের’ লাউড স্পিকারের মাধ্যমে সেখান থেকে বের হয়ে যেতে বলত। চায়ের স্টল ও অন্যান্য অস্থায়ী দোকানগুলোও অপসারণ করা হয়েছে।

এর এক পর্যায়ে ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী করোনায় আক্রান্ত হন।

এ যাবৎ প্রাচ্যের অক্সফোর্ডের করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, বাঁশের বেড়া দেওয়া এবং চায়ের দোকান উচ্ছেদ কার্যক্রম।

ঢাবি কর্তৃপক্ষ তাদের গবেষণাগারে গত বছরের ৫ মে থেকে কোভিড-১৯ পরীক্ষা শুরু করেছিল। কিন্তু, অল্প কিছুদিন পরেই পরীক্ষা থেমে যায়। কর্তৃপক্ষ জানায়, প্রাতিষ্ঠানিক ও গবেষণার কাজেই কেবল গবেষণাগার ব্যবহার হওয়া উচিত।

ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান গত বছরের ১ জুন দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘এটি একটি বিশ্ববিদ্যালয়; হাসপাতাল নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের তিনটি বিভাগ থেকে যেসব গবেষণাগারে ব্যবহারযোগ্য সরঞ্জাম নিয়ে এসেছিলাম, সেগুলোকে গবেষণার প্রয়োজনে ফিরিয়ে দিতে হবে। সরঞ্জাম জীবাণুমুক্ত করে তাদের আগের জায়গায় স্থাপন করতে হবে। এ কারণে করোনাভাইরাসের আর কোনো নমুনা পরীক্ষা করা হবে না।’

টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলো (পিপিই) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়ার কথা ছিল আর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল পরীক্ষার অন্যান্য খরচ বহন করা। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মাসে তাদের অন্তত ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন হবে পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য। এই বাড়তি অর্থ জোগানো বেশ কঠিন এবং তা বিশ্ববিদ্যালয়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

প্রাচ্যের অক্সফোর্ড কর্তৃপক্ষ তহবিলের অভাবকে অজুহাত হিসেবে দেখিয়ে জনসাধারণের জন্য করোনাভাইরাস পরীক্ষা বন্ধ করে দেওয়ার পর ঘোষণা দিলো যে, তারা শুধুমাত্র প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের নমুনা পরীক্ষা করবে এবং এর জন্য জনপ্রতি খরচ দিতে হবে দেড় হাজার টাকা।

শিক্ষকেরা এই সুবিধাটি নিলেও শিক্ষার্থীদের জন্য তা কঠিন হয়ে যায়।

এবার আমরা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসি।

বাংলাদেশের প্রথম রোগী শনাক্ত হওয়ার প্রায় তিন মাস আগে গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়।

যেদিন বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, সেই ১৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইনস্ট্যান্ট কন্টাক্ট ট্রেসিংয়ের জন্য একটি মোবাইল অ্যাপ বের করে।

একদিন পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেন, তারা দ্রুত গতিতে কোভিড-১৯ পরীক্ষা করার প্রযুক্তি আবিষ্কার করেছেন। দুই দিন পর তারা সহজে স্থাপনযোগ্য ভেন্টিলেটর তৈরি করার পরিকল্পনা ও সময়সীমা প্রকাশ করেন।

পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ নিয়ে একাধিক গবেষণা চালায়। এর মধ্যে রয়েছে কোন ধরনের মানুষের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তা চিহ্নিত করা, আইসোলেশনে থাকা শিশুদের মা-বাবারা কী ধরনের উদ্যোগ নিতে পারেন, কীভাবে লকডাউন চালু করা উচিত, কীভাবে ভাইরাসটি অন্তঃসত্ত্বা নারীদেরকে আক্রান্ত করতে পারে এবং আক্রান্তদের মানসিক স্বাস্থ্য, ইত্যাদি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটি ভ্যাকসিন তৈরিতে চুক্তিবদ্ধ হয়, যেটি গত বছরের ৩০ ডিসেম্বর অনুমোদন পেয়েছে।

যখন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই গবেষণাগুলো চলছিল, তখন প্রাচ্যের অক্সফোর্ড ব্যস্ত ছিল তার রাস্তাগুলোতে বহিরাগতদের চলাফেরা সীমিত করার জন্যে চতুর্দিকে বেড়া দেওয়ার কাজে।

এই সময়ের মধ্যে (২০২০ সালের এপ্রিলে) ঢাবি নয়টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

একটি ছিল উপাচার্যের কাছ থেকে আসা একটি শোকবার্তা, দুটি ছিল ছুটি বাড়ানো সংক্রান্ত এবং একটি ছিল জুম অ্যাপের মাধ্যমে ক্লাস পরিচালনা করার সিদ্ধান্ত জানানোর জন্য।

আরও দুটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর করোনাভাইরাস তহবিলে অনুদান (এক কোটি ৩৭ লাখ টাকা) দেওয়ার বিষয়ে। ফেস মাস্কের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য, টেলিমেডিসিন প্রকল্প ও ফোনের মাধ্যমে স্বাস্থ্য সহায়তা সেবা দেওয়া নিয়ে ছিল আরও তিনটি বিজ্ঞপ্তি।

এখন আসুন আমরা এই দুটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও নিজস্ব পরিমণ্ডলের ওপর তাদের প্রভাব নিয়ে আলোচনা করি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১৪ হাজার গবেষক রয়েছে। পরিসংখ্যান বলছে, এ প্রতিষ্ঠানটির প্রায় ৯১ শতাংশ শিক্ষার্থী স্নাতক শেষ করার ছয় মাসের মধ্যে চাকরি পেয়ে যান।

প্রাচ্যের অক্সফোর্ড প্রসঙ্গে আমরা উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের একটি মন্তব্যকে স্মরণ করতে পারি।

২০১৯ সালের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকটি গর্বের বিষয় রয়েছে। পৃথিবীর কোথাও ১০ টাকায় এক কাপ চা, সঙ্গে একটি সিঙ্গারা, একটি চপ ও একটি সমুচা পাওয়া যাবে না৷ কিন্তু, বাংলাদেশে এটি পাওয়া যায়৷ এটি যদি কোনো আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারে, তাহলে এটা গিনেস বুক অব রেকর্ডসে স্থান পাবে।’

প্রাচ্যের অক্সফোর্ড প্রায় ১০০ বছর আগে চালু হওয়ার পর থেকে দুটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে এবং বর্তমানে তাদের মাঝের পর্বতপ্রমাণ দূরত্বটি আট হাজার কিলোমিটারের ভৌগলিক দূরত্বের চেয়েও অনেক বেশি।

একটি বিখ্যাত গানের সুরে বলা যায় ‘আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।’


— দি ডেইলি স্টার