Search

Tuesday, March 31, 2020

মানুষ মরছে বেশুমার

মতিউর রহমান চৌধুরী

মতিউর রহমান চৌধুরী
হিংসা নেই। বিদ্বেষ নেই। হানাহানিও নেই। বারুদের গন্ধও নেই। কামানের গোলার শব্দও নেই। নেই বোমারু বিমানের অ্যাকশন। তবুও মানুষ মরছে বেশুমার। ঘুম নেই কারও চোখে।

সবাই এখন ক্ষমতাহীন। যাদের ইশারা-ইঙ্গিতে দুনিয়া কাঁপতো তারাও এখন ইয়া নাফসি, ইয়া নাফসি করছেন। সবাই বাঁচার তাগিদে। এক অদৃশ্য ভাইরাস দুনিয়াকে বদলে দিয়েছে। কারফিউ’র জায়গা দখল করেছে লকডাউন। নাড়িয়ে দিয়েছে ক্ষমতার মসনদকে। ধনী গরীবকে নিয়ে গেছে এক কাতারে। মানুষকে ভালবাসতে শিখিয়েছে। শত্রুর সঙ্গে হাত মেলাতে বাধ্য করেছে। মানুষ মারার যন্ত্রগুলোকেও স্তব্ধ করে দিয়েছে। চারদিকে শুধু এক আওয়াজ, বাঁচতে চাই, বাঁচাতে হবে। এক সময় মানবতা বিপন্ন হতো শক্তির লড়াইয়ে। আর এখন মানবতা বিপন্ন ভাইরাসে। পৃথিবী এখন জ্বলছে অদৃশ্য শক্তিতে। রিমোর্টটা আসলে কার হাতে? কেউ জানে না। বন্দুকের যেমন কোন দিক নেই, তেমনি এই ভাইরাসেরও নেই কোন দিক। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সব দিকই তার নিশানা। বিজ্ঞানীরা ব্যর্থ। গবেষকরা কুল-কিনারা পাচ্ছেন না। প্রতিদিনই খবর আসে এই বুঝি ভ্যাকসিন এসে গেলো। কয়েক ঘণ্টার মধ্যেই এই খবর বাসি। দাবি করছেন অন্যকেউ। আখেরে কিছুই হয়নি। বাঁচার তাগিদে মানুষ স্বেচ্ছাবন্দি। ঘরে খাবার নেই। তবুও কেউ বের হচ্ছে না খাবারের সন্ধানে। বোমার মধ্যেও মানবতার ডাকে মানুষ হাজির হয় খাবার নিয়ে। এই ভাইরাস মানবতাকে বিপন্ন করে দিয়েছে। এই যখন অবস্থা তখন আমরা কোথায় দাঁড়িয়ে। কাউকে দোষারোপ করে বলছি না। কোথায় যেন ভুল হচ্ছে। এই ভাইরাস কারও সৃষ্টি নয়। তাই মনে হয় সত্যটা বলতে হবে। মানুষ যদি বাস্তব অবস্থা না জানতে পারে তখন বিপদ হবে আরও বেশি। সত্য গোপনের পরিণতি ভাল হয় না। বগুড়ায় একজন মানুষের দাফন নিয়ে আমাদের যে অভিজ্ঞতা হল তা বোধ করি খোলাসা করে বলার দরকার নেই। মানুষ এখানে অসহায়। সরকার কি সবকিছু করতে পারবে? সরকার সময়ে সঠিক দিক নির্দেশনা দেবে এটিই মানুষের চাওয়া। এই মুহুর্তে খালি চোখে বড় সঙ্কট না দেখলেও বড় সঙ্কট কিন্তু সামনে। দেশে দেশে অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে। আমরা এর বাইরে নই। ঝড়ো হাওয়া আসেনি। দমকা হাওয়ায় অর্থনীতি ভেঙ্গে পড়ছে। এই সময়ে ভুল কৌশল পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে।

মানবিকতা দেখাতে গিয়ে  বিদেশ ফেরৎ বাংলাদেশীদের আমরা পর্যবেক্ষণেই রাখিনি। কেউ বলবে না ওদের আসতে দেবো না। নিজ মাতৃভূমিতে তারা আসবে। কিন্তু ‘স্বেচ্ছাবন্দি’ থাকতে আমরা শুরুর দিকে পরামর্শও দেইনি। বরং ভাইরাসমুক্ত সার্টিফিকেট দিয়েছি। এটা ছিল ভুল। এই ভুলের মাসুল যেন আমাদের আর দিতে না হয়।

বলা হচ্ছে সত্য বললে নাকি মানুষ আতঙ্কিত হবে। অঘোষিত লকডাউনে মানুষ আতঙ্কিত হয়ে ঢাকা ছেড়েছেন। ফেরি ঘাটে লাখো মানুষের ভিড় আর আকুতির ছবি আমরা দেখেছি। লকডাউন মানে লকডাউন করতে হবে। হোটেল রেস্তোঁরা খোলা রেখে লকডাউন পৃথিবীর কোথায় আছে? পশ্চিমা দুনিয়ায় মদের দোকানও বন্ধ। যারা খাদ্যের চেয়ে মদকে ভালবাসে বেশি। তাছাড়া হোটেল রেস্তোঁরাগুলো কি করোনা মুক্ত?

অতি মানবিকতা আমাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। জাতিসংঘের ফাঁস হওয়া রিপোর্টে ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশকে এখান থেকে বার্তা নিতে হবে। জাতিসংঘের অনুমান কতোটা সত্য জানি না। মনে-প্রাণে চাই এটা যেন মিথ্যে হয়। বিদেশি কূটনীতিকদের দলে দলে ঢাকা ছাড়ার খবরে চিন্তার ভাঁজ কপালে। ৪৮ জন আক্রান্তের দেশ ছেড়ে তারা কেন হাজার হাজার মানুষের মৃত্যুর দেশে ফিরছেন তা বুঝতে পারি না।

শেষ কথা  — নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিখ্যাত উক্তি ‘দুর্ভিক্ষ থামাতে পারে মুক্ত  সংবাদ মাধ্যম’। দেশে দেশে তা সত্য প্রমাণিত হয়েছে।

  • লেখক পরিচিত — প্রধান সম্পাদক, দৈনিক মানবজমিন।   



অশ্রুতে লেখা নুরুর অক্ষয় স্মৃতি

কাদের গণি চৌধুরী 

কাদের গণি চৌধুরী 
আবারো ফিরে এলো সেই ভয়াল ৩০ মার্চ। 

ছাত্রদল নেতা ও কমিউনিটি সংগঠক নুরুল আলম নুরু হত্যা দিবস। 

মার্চের রৌদ্রোজ্জ্বল দিনের শেষে মধ্যরাত ফেরিয়ে বন্দরনগরী চট্টগ্রামে বঙ্গোপসাগর হয়ে ভেসে আসা, পাহাড় ডিঙ্গিয়ে ঠাণ্ডা বাতাসের ছোঁয়ায় গভীর ঘুমে নাগরিকেরা তখন। এই বিশ্বে শুরু হলো আরেকটি দিনের ক্ষণ  গণনা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০১৭। শহরের চন্দনপুরার বাসায় সদ্যজাত শিশু সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়ে ছিলেন নুরুল আলম নুরুও। এই সময়ে দরজায় কড়া নাড়ে আগুন্তক দলেবলে খুনিচক্র। ঘরে ঢুকেই নুরুর বুক থেকে হেঁচকা টানে কেড়ে নেয় শিশু সন্তানকে।  পুলিশ পরিচয়ে তুলে নেয় নুরুকে।


সেদিন শহর থেকে প্রায় ৭০ কিমি পূর্বে কর্ণফুলী নদীর তীরে তাঁর মৃতদেহ যখন পাওয়া যায় তখন হাত ছিল দড়ি দিয়ে শক্তভাবে বাঁধা। চোখ ও মুখ বাঁধা ছিল শার্ট দিয়ে। পুরো শরীরে ছিল রক্তাক্ত জখমের কালো চিহ্ন। মুখের ভিতর ঢুকানো ছিল কালো রংয়ের জর্জেটের ওড়না। শরীরের বিভিন্নস্থানে চামড়া তুলে নেয়া হয়েছিল। লোহার রডের আঘাতে ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে ছিল জখমের চিহ্ন। অত্যন্ত কাছ থেকে মাথায় করা হয়েছিল তিন তিনটি গুলি।

লাশের সুরুতহাল দেখে চিকিৎসকদের ধারণা একটানা তিন ঘন্টা তিলে তিলে অমানবিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় তিন তিনটি গুলি করা হয়েছিল। নির্যাতনের ভয়াবহতা দেখে মনে হয় খুনিদের প্রচণ্ড আক্রোশ ছিল নুরুর ওপর।

এমন নৃশংস হত্যাকাণ্ড দুনিয়ার ইতিহাসে খুব কমই দেখা যায়। কি অমানবিক! কি বর্বরতা!! কি পৈশাচিকতা!!!

নুরুর ক্ষতবিক্ষত লাশ দেখে সে দিন কঠিন পাথর হৃদয়ও কেঁপে ওঠেছিল। চোখের পানি চেষ্টা করেও ধরে রাখতে পারেনি কেউ। 

এখনও বছর শেষে এদিনটি যখন ফিরে আসে হৃদয়টা যেন কেমন মোচড় দিয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে সে নৃশংসতার ছবি। অগোচরে মুখমণ্ডল বেয়ে গড়িয়ে পড়ে বেদনার নোনা অশ্রুধারা।

নুরুল আলম নুরু'র মৃতদেহের ওপড়ে আচড়ে পড়েছেন তাঁর শোকার্ত স্ত্রী। 

নুরু ছিল আমার সুপরিচিত। মার্চ ২৫, ২০১৭, জাতীয়তাবাদী হেল্পসেলের আয়োজনে মওলানা ভাসানী মিলনায়তনে ছিল গুম হওয়া পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন প্রধান অতিথি আর আমি ছিলাম বিশেষ অতিথি। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারি ও মতবিনিয় সভার সঞ্চালক ছিলেন নুরুল আলম নুরু। অনুষ্ঠান শেষ করে নুরু আমার সাথে আমার বাসায় আসে। দুপুরে আমার বাসায় এক সাথে খাবার গ্রহণ করি। এরপর আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিই। বিকেলের ফ্লাইটে চট্টগ্রাম আসি এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেই। সারা রাত একসাথেই ছিলাম। পরদিন দুপুরে ফটিকছড়ির গুম হওয়া শহিদুল আলম সিরাজের পরিবারের খোঁজ নিতে ওনাদের বাসায় যাই নুরুসহ আরো কয়েকজন। কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগদান শেষে রাতে যখন হোটেলে আসি এরই মধ্যে খবর আসে ফটিকছড়ি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব আল মামুন ও সাইমুনুল করিম মোটর সাইকেল এক্সিডেন্টে গুরুতর আহত হয়েছেন। নুরু ও আমি ছুটে যাই চট্টগ্রাম মেডিকেলে। তখন রাত দুইটা। আমি ঘন্টা খানেক থেকে হোটেলে ফিরে আসি। নুরু সারা রাত হসপিটালে কাটিয়ে দেয় আহত ছাত্রনেতাদের শয্যা পাশে। পর দিন ২৭ তারিখ সকালে একসাথে নাস্তা করি নগর বিএনপির সভাপতি ডাঃ শাহদাত হোসের বাসায়। সেখান থেকে হযরত আমানত শাহ'র (রঃ) মাজারে গিয়ে নামাজ পড়ি এবং কবর জিয়ারত করি এক সাথে। আমাদে সাথে ছিল ছাত্রদল নেতা মোরশদ হাজারী, হাটহাজারীর গিয়াস চেয়ারম্যান, নগর বিএনপি নেতা আলমগীর নুর, ফটিকছড়ি ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, তারেক, জিয়াউর রহমান জিয়া, মহসিন কলেজের সিফাত ও শফি, ওসমান তাহের সম্রাট ইঞ্জিনিয়ার মুন্না, একরামুল হক চৌধুরীসহ অনেকেই। সারা দিন একসাথেই ছিলাম। সন্ধ্যায় আমাকে চট্টগ্রাম এয়ারপোর্টে পৌঁছে দিয়ে নুরু ফিরে যায় চট্টগ্রামের বাসায়।

সদ্যজাত শিশু সন্তান কোলে নিয়ে নুরুল আলম নুরু
আমার সাথেই ঢাকায় ফিরে আসার কথা ছিল নুরুর। সেভাবে টিকেটও করা ছিল। আসার দিন হঠাৎ নুরু আমাকে জানায়, ভাই আপনার একটা ভাতিজা হয়েছে। আপনি যদি বলেন দুই দিন ওদের সাথে থেকে যাই। প্রিয় সন্তানের কাছে থাকতে চায়, বাধা দেই কিভাবে? আমি বললাম ঠিক আছে থাক। তবে সাবধানে থেকো। নুরু জানাল ভাই, সব মামলায় জামিন হয়ে গেছে আশা করি আর সমস্যা হবে না।

আমি ফিরে আসি ঢাকায়। বাসায় ফেরার পর প্রথম ফোনটিই নুরুর। ভাই বাসায় কি পৌঁচেছেন। আমি বল্লাম বাসায় এসে মাত্র ফ্রেশ হলাম। আমি জানতে চাইলাম তুমি কোথায়, বাসায় গিয়েছ? বললো না ভাই এখনো বাইরে আছি, কামরুল (নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক) ভাইদের সাথে। বরাবরের মতো আবারো বললাম সাবধানে থেকো। ফোনটা যখন রাখতে গেলাম তখন হঠাৎ বলে উঠলো ভাই আরেকটা কথা ছিল। আপনিতো পেশাজীবি সমাবেশ যোগদিতে শুক্রবারে আবার চট্টগ্রামে আসবেন, আমি আপনার সাথে ঢাকায় ফিরে যাব। আমার জন্য একসাথে ফেরার টিকেট করবেন। আর মাহমুদ ভাইয়ের (আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান) সাথে আমাকে ভালভাবে পরিচয় করিয়ে দেবেন। আমি বললাম ঠিক আছে। আমি টিকেট করে রাখবো। আর সমাবেশটা যাতে ভালভাবে হয় সেদিকে খেয়াল রেখো। বললো কাল বিকেলে শাহদাত ভাই পেশাজীবী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা ডেকেছেন। চিন্তা করবেন না, ভালো প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। এটিই ছিল শেষ কথা। পরের দিন আমার সাথে আর কথা হয়নি।

২৯ মার্চ গভীর রাত। আমি ঘুমোচ্ছিলাম। বার বার ফোন বাজছিল। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোন ধরি। কে? জানতে চাইলে ওপাশ থেকে জবাব আসে মামা আমি নুরুর ভাগিনা রাশেদ। রাশেদ কেমন আছ? এতো রাতে ফোন। সে বললো, নুরু মামাকে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে। পুলিশের আচরণ খুব রুঢ় ছিল। ভাল ঠেকছে না। মামা কিছু করেন। সারা রাত আর ঘুমাতে পারি নি। টিভি চ্যানেল গুলোকে খবর দিলাম। কয়েকটি টিভি স্ক্রলে নিউজও করেছে। আমাদের ধারণা ছিল যেহেতু পুলিশ তুলে নিয়েছে এবং টিভিতে নিউজ এসে গেছে হয়তো গুম, খুন করবে না। এরেস্ট দেখাবে। কিন্তু না, ফ্যাসিবাদী রাষ্ট্রের পুলিশ তা করেনি।

সারা রাত ধরে কথা হয় ভাগিনা রাশেদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও গিয়াস কাদের চৌধুরীর সাথে। সকাল ৯টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আমাকে ফোন দেন। কন্ঠ প্রচণ্ডভারি।

গনি তুমি কই?
আমি বললাম ভাইজান মাত্র প্রেসক্লাবে আসলাম।
তিনি বললেন, নুরু মনে হয় নেই। ওকে মেরে ফেলেছে।
আমি বললাম কিভাবে বুঝলেন?
তিনি বলেন, কর্ণফুলী নদীর তীরে তাঁর লাশ পড়ে আছে।
আপনি কিভাবে নিশ্চিত হলেন এটি নুরুর লাশ?
আমি লোক পাঠিয়েছিলাম, তাদের দেয়া বর্ণনা অনুযায়ী আমি নব্বই ভাগ নিশ্চিত এটা নুরুর লাশ। কিছুক্ষণের মধ্যে পুরোপুরি নিশ্চিত হতে পারবো। আমি বললাম আপনি কি বাসায়, আমি আসতেছি।

তখন আমার দু'চোখ পানিতে ভেসে যাচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাওনকে নিয়ে ছুটে গেলাম গিয়াস ভাইয়ের বাসায়। আমাকে পেয়ে গিয়াস ভাই হাউমাউ করে কেঁদে উঠলেন। পুরোদিন গিয়াস ভাইয়ের বাসায় ছিলাম। সেখান থেকে বার বার কথা হয় ডাঃ শাহদাত ভাই ও ইঞ্জিনিয়ার বেলায়েত ভাইয়ের সাথে। লাশ উদ্ধারের আয়োজন করা হয়। পুলিশকে জানানোর পরও লাশ উদ্ধারে কোনো আগ্রহ তাদের ছিল না। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। রাউজান থানার ওসি নুরুর পরিচয় দিল সন্ত্রাসী নুরুইয়্যা বলে।

গিয়াস ভাই পরের দিন ফাস্ট ফ্লাইটে চলে যান চট্টগ্রামে। আমি, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ, ইঞ্জিনিয়ার সবুজ, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার চুন্নুসহ পেশাজীবী নেতারাও ভোরে রওনা দেই চট্টগ্রামের উদ্দেশ্যে। দুপুরে জামিয়াতুল ফালাহ মসজিদে জানাজায় অংশ নিই এবং মাহমুদুর রহমানের নেতৃত্বে নুরুর পরিবারের সাথে দেখা করি। মাহমুদুর রহমান নুরুর সন্তানদের লেখা পড়ার ভার নিজ কাঁধে তুলে নেন। নুরুর ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে অঝোর ধারায় কেঁসেছিলেন মাহমুদুর রহমান।

নুরুর স্ত্রী জানালো, ২৯ মার্চ বুধবার দিবাগত রাত ১২টার দিকে নুরু তার ছোট শিশুকে বুকে নিয়ে শুয়েছিল৷ এমন সময় পুলিশ এসে দরজার কড়া নাড়ে। নুরুর ভাগিনা দরজা খুলতেই ১০ জন হৈ-হুল্লোড় করে বাসায় ঢুকে যায়। এদের মধ্যে-আট জন সিভিল পোশাকে ছিল আর দু-তিনজন ছিল পুলিশের পোশাকে৷ তাদের হাতে ছিল শট গান এবং চাইনিজ বন্দুক৷ তারা ঘরের ভিতরে ঢুকে কিছু বলার সুযোগ না দিয়েই ছোট ছেলেটিকে নুরুর বুক থেকে টেনে আমার কাছে দিয়ে দেয়। এরপর নুরুকে জামার কলার ধরে টেনে খাট থেকে নামায়৷ ধাক্কাতে ধাক্কাতে মাইক্রোবাসে তোলে। স্যান্ডল পর্যন্ত পড়তে দেয় নি। গাড়িতে তুলেই হ্যান্ডকাপ পড়ানো হয়। জামা দিয়ে চোখ বেঁধে ফেলে। আমার বুক তখন ধড়ফড় ধড়ফড় করে কাঁপছিল। আমি ছুটে গিয়ে বলি, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে সরিয়ে দিয়ে গাড়ি দ্রুত চলে যায়।

তিনি বলেন, ‘‘এরপরই আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি, থানার ওসিকে জানাই৷ কিন্তু পুলিশ বিষয়টি অস্বীকার করে৷ তারা জানায়, পুলিশের কেউ তাঁকে তুলে নিয়ে যায়নি৷ সারারাত পুলিশের সাথে যোগাযোগ করি। ওরা আমাদের কোনো সহযোগিতাই করলোনা। পরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁর লাশ পরে থাকার খবর পাই আমরা৷''

তিনি আরো জানান, ‘‘নুরুর মাথায় তিনটি গুলির চিহ্ন আছে আর কাধে আছে জখমের চিহ্ন ৷ তাঁর হাত-পা দড়ি দিয়ে বাধা ছিল, মুখ ও চোখ বাধা ছিল ওড়না এবং জামা দিয়ে৷''

৩০ মার্চ বাংলাদেশের সংবাদপত্রে গুরুত্বসহ ছাপা হয় এ নিউজ। পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, নিজ বাড়ি থেকে আনুমানিক ৫ কিলোমিটার দূরে কর্ণফুলী নদীর তীর থেকে বিকেল ৪টার দিকে ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ওই দিন ছিল বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২০। দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা শলাপরামর্শ করে বিকেল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় উপুড় হয়ে ছিল তার মরদেহ।

নুরুর বাড়ি রাউজান উপজেলার গুজরা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কমলার দিঘীর পাড় এলাকায়।

রাউজান থানার ওসি মো.কেফায়েত উল্লাহ গনমাধ্যমকে বলেন," আমরা একটা লাশ উদ্ধার করেছি।মাথায় গুলির চিহ্ন আছে। সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। হাত-পা রশি দিয়ে বাঁধা।তার পরণে আছে লুঙ্গি।শার্ট দিয়ে চোখ বাঁধা। মুখের ভেতর ওড়না ঢোকানো পাওয়া গেছে।"

ওসি বলেন, "পরিচয়ও আমরা নিশ্চিত হয়েছি। সে বিএনপির ক্যাডার নুরুল আলম নুরু প্রকাশ নুরাইয়া। তার বিরুদ্ধে রাউজান থানায় দুইটি হত্যা, একটি বিস্ফোরকসহ চারটি মামলা আছে। এছাড়া ‌আরও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি।"

নুরুকে হত্যার পর তাঁর পরিবারের উপর আসতে থাকে নানান হুমকি। আত্নগোপন চলে যেতে হয় প্রত্যক্ষদর্শী নুরুর ভাগিনা রাশেদকে। যার কারণে ঘটনায় ১৩ দিন পর এক পুলিশ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সুমি আক্তার। চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে এই অভিযোগ দাখিল করেন তিনি। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় করা এই অভিযোগে এক পুলিশসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অভিযুক্তরা হলেন রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শেখ মোহাম্মদ জাবেদ, বাবুল মেম্বার, খালেক মেম্বার, জসিম, সেকান্দর, নাসের ওরঢে টাইগার নাসের, এমরান, মো. হাসান, নুরুল ইসলাম, লিটন, মেহেদি, ভূপেষ বড়ুয়া ও রব্বান।

নুরুর ওপর ফ্যাসিবাদী সরকারের আক্রোশের মূলকারণ ছিল সে ছিল জাতীয়তাবাদী হেল্প সেলের সমন্বয়কারী। যেখানেই গুম খুনের ঘটনা ঘটতো, নুরু সেখানেই গিয়ে হাজির হতো। হেল্প সেলের ব্যানারে নিয়মিত সভা,সমাবেশ ও সেমিনারের মাধ্যমে সংবিধান ও মানবতা বিরোধী এ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন জোরালো ভাবেই। মে মাসে সারা দেশের গুম পরিবারকে নিয়ে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি সমাবেশ হওয়ার কথা ছিল। ওই সমাবেশের সমন্বয়ক ছিলেন নুরু।

নুরু হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ওইদিনই বিবৃতি দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ক্ষমতাসীনদের নির্দেশেই আইনশৃংখলা বাহিনী নুরুকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে, সেদিন আর বেশি দূরে নয়।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন,এ পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বর্তমান সরকার রেহাই দিলেও সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। ত্রাস সৃষ্টি করে ক্ষমতার দাপটে জনগণকে ভয় পাইয়ে দেয়ার অপকৌশল করে কোনো লাভ হবে না।

তিনি বলেন, আমি আইনশৃংখলা বাহিনীর দ্বারা নির্মমভাবে নিহত নুরুল আলম নুরুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকে কাতর পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নুরুল আলম নুরুকে পুলিশ আটক করেও অস্বীকার করে। পরে তাকে হত্যা করে লাশ চট্টগামের রাউজান উপজেলার দাগুয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীরে খেলাঘাট কৈয়াপাড়া এলাকায় ফেলে রাখা হয় এ মর্মন্তুদ ও পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে খালেদা বলেন, বাংলাদেশকে গোরস্থানে পরিণত করাই যেন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক লক্ষ্য। দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মৃত্যু বিভীষিকা ওঁৎ পেতে আছে। দেশের মানুষ আজ রক্তহিম করা ভীতি এবং উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছে। চারিদিকে সংশয়-ভয়জনিত আর্তনাদ শোনা যাচ্ছে।

তিনি বলেন, রক্তাক্ত সহিংসতা আওয়ামী দুঃশাসনের প্রধান বৈশিষ্ট্য। এ সরকারের ক্রোধের প্রধান টার্গেট হচ্ছে যুবক ও তরুণরা। ফ্যাসিস্টদের ভয়াবহ ভ্রুকুটি উপেক্ষা করে প্রতিবাদী তরুণরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়। আর সেজন্যই দেশবিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত সরকারের বিরুদ্ধে তারুণ্যের দ্রোহকে নির্মূল করার জন্যই আওয়ামী সরকার জাতীয়তাবাদী শক্তির ছাত্র ও যুবকদের হত্যা করছে। সরকারের এ ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতার করুণ শিকার হয়েছে নুরুল আলম নুরু।

খালেদা জিয়া বলেন, ছাত্রনেতা নুরুল আলম নুরু হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এজন্যই তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে।

তিনি আরও বলেন, যে সরকার বাক, চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতাসহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে পারে, সেই সরকার নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে হত্যা করতে দ্বিধা করে না। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে। সরকার নিজেই দুর্বিনীত অনাচার সৃষ্টি করে দেশকে এক মহাদুর্যোগের মধ্যে ঠেলে দিয়েছে। তবে রক্তাক্ত পন্থা অবলম্বনের মাধ্যমে লাশের স্তূপ বানিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না বর্তমান শাসকগোষ্ঠী। ক্ষমতাসীনরা টের পাচ্ছে না যে, তাদের অপকীর্তি ও অনাচারের জন্য তাদের দিকে মহাদুর্দিন এগিয়ে আসছে। বর্তমান আওয়ামী সরকারের অপশাসনে দেশের সামগ্রিক আইনশৃংখলা পরিস্থিতি এখন কুৎসিত রূপ ধারণ করেছে।

মনে বাজছে সেই বিখ্যাত দেশাত্নবোধক গানের কয়েকট লাইন — 


কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙাতাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতেযত তরুণ অরুণ গেছে অস্তাচলে৷


  • লেখক পরিচিত — সভাপতি, ডিইউজে। 

Sunday, March 29, 2020

সময় ফুরিয়ে যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত নিন


মুঈদ রহমান



সারা বিশ্বে চলছে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে; চীন, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান, স্পেনসহ অবকাঠামো ও স্বাস্থ্য খাতে উন্নত অনেক দেশকেই মৃত্যুপুরীতে পরিণত করেছে।

বাদবাকি দেশগুলোর মানুষের মননে বুনে দিয়েছে ‘অবধারিত’ মৃত্যুভয়। এর আগে যত ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট সংকট এসেছে তাতে পৃথিবীর একটি বা কয়েকটি অংশ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে; কিন্তু করোনাভাইরাসের মতো বিশ্বের সব মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলেনি।

আক্রান্ত দেশের সংখ্যা প্রায় ২০০। বাংলাদেশে সরকারি ভাষ্যমতে, মৃত্যুহার কিংবা আক্রান্তের পরিসংখ্যান হয়তো ওই অর্থে বিভীষিকাময় নয়, তবে ১৭ কোটি মানুষ আতঙ্কিত।

সরকারের তরফ থেকে বারবারই ‘আতঙ্কিত না হওয়ার’ আহ্বান জানানো হলেও বিশ্ব পরিস্থিতি মানুষকে মরমে মেরে ফেলছে।

স্বাস্থ্যঝুঁকি নিয়ে যখন আমাদের প্রাণ ওষ্ঠাগত তখন আর্থিক ঝুঁকি অনবরত দরজায় কড়া নাড়ছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ধারণা করছে, আজকের অবস্থা বিবেচনা করেই বাংলাদেশ ৩০২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের (এক ডলার সমান ৮৫ টাকা ধরলে দেশি মুদ্রায় তা হবে প্রায় ২৬ হাজার কোটি টাকা) ক্ষতির সম্মুখীন হবে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, অঙ্কটা ৫০০ কোটি ডলারের (প্রায় ৪৩ হাজার কোটি টাকা) কম নয়। ইতিমধ্যে পোশাক খাতে ১২ হাজার কোটি টাকা ক্ষতির কথা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি অধিকতর ভয়াবহ হলে ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়ে যেতে পারে।

আগামী এক বছরে এ দেশের প্রায় ৯০ লাখ মানুষ চাকরি হারাতে পারে। সরকারি হিসাবমতে, বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ। কিন্তু গবেষকরা মনে করেন, বাংলাদেশের প্রতি দুটি পরিবার বা খানার (Household) তরুণ-তরুণীদের মধ্যে একজন বেকার।

আমাদের দেশে প্রায় ৩ কোটি ৫০ লাখ পরিবার আছে। সে হিসাবে বেকারের সংখ্যা প্রায় ১ কোটি ৭৫ লাখ। এর সঙ্গে যুক্ত হতে পারে এই ৯০ লাখ। সব মিলিয়ে আগামী দিনগুলোতে আমাদের আর্থ-সামাজিক অবস্থা যে একটি অসহনীয় বিপর্যয়ের মধ্যে পড়বে তা নিশ্চিতভাবে বলা না গেলেও এর আশঙ্কা থেকে মুক্ত থাকার কোনো সুযোগ নেই।

রোগের গতিপ্রকৃতি নিয়ে সরকারের পক্ষ থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রতিদিন একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে সর্বশেষ অবস্থাটি অবগত করার চেষ্টা করছে।

প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিয়তই আপডেট প্রকাশ করছে। সেক্ষেত্রে অন্তত এ বিষয়ে বাড়তি কিছু বলাটা বাতুলতার বেশি কিছু হবে না; আমি সচেতনভাবেই সেদিকে এগোব না।

এ মহাবিপর্যয়ে আমাদের বেশকিছু দুর্বল দিক উন্মোচিত হয়েছে, যা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করছি। প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, বাংলাদেশে এ করোনাভাইরাসের অনুপ্রবেশ ঘটেছে আক্রান্ত দেশের প্রবাসীদের দ্বারা। কিন্তু এর জন্য প্রবাসীদের দায়ী করা যাবে না।

কারও অজান্তেই এর বিস্তার ঘটতে পারে। আমাদের উচিত ছিল প্রবাসীদের বিষয়ে একটি সুচিন্তিত পদক্ষেপ নেয়া। এর বিপরীতে আমরা তাদের সঙ্গে এমন আচরণ করেছি যেন তারা অনেকটাই অচ্ছুৎ, মহা অপরাধী।

কোয়ারেন্টিনে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি; কিন্তু যেখানে তারা বাস করবেন তা ছিল অস্বাস্থ্যকর আর অব্যস্থাপনায় ভরপুর। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গাদাগাদি করে রাখার ব্যবস্থা করেছি। ফলে ৪০০ জনের মধ্যে যদি একজনও ভাইরাস বহন করে থাকত তাহলে মুহূর্তেই তার দ্বারা সবাই আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল।

আমরা বিদেশফেরতদের কতটা তাচ্ছিল্যের চোখে দেখেছি তার প্রমাণ মেলে সরকারের এক মন্ত্রীর তিরস্কারের ভেতর ‘প্রবাসীরা বাংলাদেশে এলে নবাবজাদা হয়ে যায়।’ এটি অত্যন্ত আপত্তিকর। একটি সত্য ভুলে গেলে চলবে না ২০১৯ সালে প্রবাসীদের কাছ থেকে আমরা রেমিটেন্স হিসেবে পেয়েছি প্রায় ১৮ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা।

এ পরিমাণ টাকা আমাদের মোট জিডিপির ৬ শতাংশ এবং চলতি বাজেটের প্রায় ৩০ শতাংশের সমান এবং আরও বলা যায়, এ রেমিটেন্স দিন দিন বাড়ছে। ২০১৮ সালে তা ছিল ১৫ দশমিক ৫৪ বিলিয়ন। এ এক বছরে রেমিটেন্স বেড়েছে প্রায় ১৭ দশমিক ৮৯ শতাংশ।

সুতরাং আমাদের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে তাদের প্রতি যথাযথ সম্মান দেখানো বাঞ্ছনীয়। আমরা তাদের আপন ভেবে বোঝাতে অক্ষম ছিলাম যে, ‘আপনারা পরিবারের জন্য, দেশের জন্য বিদেশবিভুঁইয়ে রাতদিন পরিশ্রম করছেন, তা আপনারই কারণে চিরতরে মিলিয়ে যেতে পারে।’ আমরা অনুনয় না করে জবরদস্তি করেছি, বিমাতাসুলভ আচরণ করেছি। করোনাভাইরাসের ভয়াবহতা, গতিপ্রকৃতি তাদের বোঝাতে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি।

উল্টোদিকে একথাও ঠিক যে, প্রবাসীদের কেউ কেউ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। তারা করোনাভাইরাসের মতো একটি বিপর্যয়কে আমলে নিচ্ছেন না। যার যার বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করছেন।

সমগ্র এলাকাবাসীকে আতঙ্কিত করে ফেলছেন। এক ভদ্রলোকের কথা শুনলাম। তিনি কোয়ারেন্টিনের রীতিনীতি ভঙ্গ করে পুকুরে গোসল করেছেন, যার ফলে সমগ্র এলাকার কোনো মানুষই আর সে পুকুরে নামছেন না। এটি খুবই বিব্রতকর।

এর দ্বারা আমাদের অজ্ঞতা, অবহেলা ও দায়িত্বহীনতা প্রকাশ পায়। চিকিৎসক সম্প্রদায়ও ক্ষুব্ধ ও আতঙ্কিত। এরই মধ্যে যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দেখতে পেয়েছি।

এমনিতেই আমাদের দেশে চিকিৎসকের অভাব। প্রতি ১৮৫০ জনে মাত্র একজন ডাক্তার। নার্স আছে প্রতি ১০ হাজারে দুইজনেরও কম। সব মিলিয়ে প্রায় ৯০ হাজার ডাক্তার আর ৩৫ হাজার নার্সের এ সীমিত আয়োজন।

ডাক্তাররা যথার্থই তাদের জীবনের নিরাপত্তা চেয়েছেন। আমরা অনেকেই তা উসকানির চোখে দেখেছি। কিন্তু ডাক্তারদের নিরাপত্তার কথাটাও আমাদের বিবেচনায় নিতে হবে। করোনাভাইরাস ডাক্তার আর সাধারণ মানুষে তফাৎ করবে না।

ডাক্তাররা অবশ্যই পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দাবি করতে পারেন। করোনাভাইরাসের বয়স ৩ মাস অতিক্রম করে গেছে। অথচ আমরা ডাক্তারদের নিরাপত্তার কথাটা মাথায়ই নেইনি। এটি একটি বড় ধরনের দুর্বলতা।

তবে আশার কথা, ‘পে ইট ফরওয়ার্ড’ এবং ‘মানুষ মানুষের জন্য’ নামের দুটি সংগঠন এরই মধ্যে ৪ লাখ পিপিই হাসপাতালগুলোতে বিনামূল্যে সরবরাহের উদ্যোগ নিয়েছে। অর্থের জোগান দেবে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশান অ্যাসোসিয়েশন এবং ঢাকা রোটারি ক্লাব নর্থ-ওয়েস্ট।

আশা করা যাচ্ছে, এ সপ্তাহেই সরবরাহের কাজ শুরু হবে। কিন্তু কথা হল, সরকারি তরফ থেকে দু’মাস আগেই তো কাজটি সারা যেত। এটি এক ধরনের অদূরদর্শিতা। চিকিৎসকদের জীবন বিপন্ন করে সেবা প্রত্যাশা করাটা অবিবেচনাপ্রসূত।

সময় ফুরিয়ে যাচ্ছে, করোনাভাইরাস মোকাবেলায় আমাদের দ্রুত সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। এ ক্ষেত্রে আমাদের সামনে দুটি উদাহরণ হল চীন ও দক্ষিণ কোরিয়া।

জানুয়ারিতে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে যখন মাত্র দুই হাজারের মতো ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ে, তখনই চীন সরকার রোগটি প্রতিরোধে কঠোর পদক্ষেপে চলে গিয়েছিল। এক মাসের মধ্যে চীন সরকার হুবেই প্রদেশ সফলভাবে লকডাউন করেছিল।

আর চীনের অন্যত্র মানুষ স্বেচ্ছা কোয়ারেন্টিনে চলে গিয়েছিল। নতুন চন্দ্র বছর উপলক্ষে যারা গ্রামে পরিবারের কাছে গিয়েছিল, তারা আর এর মধ্যে বেইজিং ও সাংহাইয়ে ফিরে যায়নি। এছাড়া বাববার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ ছিল। বহু মানুষ এক মাসের মধ্যে তাদের ফ্ল্যাট থেকে বের হয়নি।

চীনের পরই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়ায়। করোনা মোকাবেলায় এ দেশটির সাফল্যও অনুকরণীয়। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার নাটকীয়ভাবে কমে গেছে। জানা যায়, সেখানে প্রতিদিন ১০ হাজার লোকের করোনা পরীক্ষা করা হয় এবং তা বিনামূল্যে। আর আমাদের? এখানে করোনা পরীক্ষার ব্যবস্থাটাই অত্যন্ত সীমিত, চিকিৎসা তো পরের বিষয়। করোনা প্রতিরোধে আমাদেরও চীন ও দক্ষিণ কোরিয়ার পথে হাঁটতে হবে। আমরা সঠিক পদক্ষেপ নিতে ইতিমধ্যেই অনেক দেরি করে ফেলেছি। আর বিলম্ব হলে এর মাশুল দিতে হবে আমাদের।
অন্যদিকে মাস্ক ব্যবসায়ীরা যে কাজটি করেছেন তা অতিশয় নির্মম। পুঁজিবাদে মুনাফা হল বিনিয়োগের প্রাণ। তাই বলে ২০ টাকার মাস্ক ১০০ টাকা? আমরা জানি যে, চাহিদা অতিরিক্ত হলে পণ্যের দাম বাড়ে। কারণ অতিরিক্ত সরবরাহের ক্ষেত্রে উৎপাদনের প্রান্তিক খরচ বেড়ে যায়। উৎপাদনের উপকরণের দাম বেড়ে যাওয়া এর অন্যতম কারণ।

কিন্তু কাপড়ের দাম তো বাড়েনি, যদি বাড়ার সম্ভাবনা থাকে তাহলে তা ‘ওভার টাইমের’ জন্য মজুরি বাড়তে পারে। সব বাস্তবতা আমলে নিলেও উৎপাদন খরচ বৃদ্ধি ৫ থেকে ৭ শতাংশের বেশি হতে পারে না।

সেক্ষেত্রে একটি ২০ টাকার মাস্ক সর্বোচ্চ ২১ টাকায় বিক্রি হতে পারে, ১০০-১৫০ টাকা হয় কী করে? আমরা কি আতশবাজি কিনছি? মানুষের জীবন নিয়ে, সুযোগ বুঝে আকাশচুম্বী মুনাফা করে প্রমাণ করলাম যে আমাদের মনন জগতে ‘বুর্জোয়া মানবতার’ সামান্যটুকুও আর অবশিষ্ট নেই।

এ ব্যাপারে অনেকেই সরকারের ‘ক্লোজ মনিটরিংয়ের’ অভাবকে দায়ী করছেন। কিন্তু আমি মনে করি তা সর্বাংশে সঠিক নয়। অতীতে প্রাকৃতিক দুর্যোগে, বিশেষ করে বন্যা মোকাবেলায় আমরা সাধারণ মানুষ সরকারের পাশাপাশি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়েছি। কতিপয় অসৎ ব্যবসায়ী আমাদের অতীত গৌরবকে ম্লান করে দিয়েছে।

ওপর মহলের অনেকের আচরণ ও বক্তব্য করোনার ভয়াবহতার প্রতি হেয়ালি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এক সিটি কর্পোরেশনের সাবেক মেয়র লন্ডন থেকে ফিরে সরাসরি আওয়ামী লীগের একটি কর্মসূচিতে যোগ দেন।

অথচ তার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বলেছেন, ‘করোনাভাইরাসের চেয়ে আওয়ামী লীগ অধিকতর শক্তিশালী।’ কথাবার্তা, আচার-আচরণে আমাদের আরও সতর্ক থাকা জরুরি। তা না হলে করোনাভাইরাসের যথাযথ ভয়াবহতা সাধারণ মানুষ অনুধাবন করতে পারবেন না।

এ তো গেল আমাদের দুর্বল দিকগুলো। আগামীতে আমাদের ভাবনাগুলো কী হওয়া উচিত? সরকার এক ঘোষণায় প্রয়োজনের তাগিদেই সব প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। করোনা রোধে এর কোনো বিকল্প ছিল না। কিন্তু প্রশ্ন হল, কাজ হারানো মানুষের পেটের জোগান দেবে কে? ইকো-বিজনেস ২০১৮ সালে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যায়, অনানুষ্ঠানিক খাতে গ্লোবাল কর্মজীবী মানুষের গড়হার ৬১ শতাংশ। তবে বাংলাদেশের মোট কর্মজীবী মানুষের ৭৩ শতাংশই অনানুষ্ঠানিক খাতে। তাদের ন্যূনতম চাহিদা মেটাতে সরকারকে এগিয়ে আসতে হবে।

যে কোনো দুর্যোগেই আমাদের নজর থাকে পুঁজিপতিদের দিকে। অথচ আমরা ভুলে যাই যে, এ দেশের একজন ভিক্ষুকও সরকারকে বছরে প্রায় আড়াই হাজার টাকা পরোক্ষ কর দেয়। ভিক্ষুকের ভোগকৃত পণ্যের ওপর ভ্যাট আরোপ করে সরকার তা আদায় করে। সুতরাং বিপদের দিনে সব শ্রেণি-পেশার মানুষের মঙ্গলের দিকটি মাথায় রাখতে হবে।

সবশেষে বলতে চাই, করোনাভাইরাস বিশ্ববাসীকে একটি মেসেজ দিয়েছে। সেটা হল, মানববিধ্বংসী অস্ত্র তৈরির পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় না করে তা মানবের কল্যাণে, মানবের অস্তিত্বের জন্য স্বাস্থ্য খাতে ব্যয় করাটা জরুরি।


  • লেখক — অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
  • কার্টসি — যুগান্তর/ মার্চ ২৮, ২০২০ 



কোভিড-১৯ বৃত্তান্ত — জানুন, বাঁচুন

ড. জাহিদ দেওয়ান শামীম

ড. জাহিদ দেওয়ান শামীম

বিশ্বব্যাপী নতুন ভয়ঙ্কর নোবল করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৩০ হাজার এবং রোগ থেকে সেরে উঠেছে প্রায় ১ লাখের বেশি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্ত মানুষের হিসাবে চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। চীনে আক্রান্ত মানুষের মোট সংখ্যা ৮১৭২৮ এবং ইতালিতে ৮৬৪৯৮ জন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১০১৭২৫ মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। সংখ্যা বেশি হলেও এই দুই দেশের চেয়ে এই ভাইরাসে মৃত্যুর হার যুক্তরাষ্ট্রে কম । চীনে করোনাভাইরাসে মারা গেছে ৩২২১, ইতালিতে মৃতের সংখ্যা ৯১৩৪ এবং যুক্তরাষ্ট্রে ১৫৮৯ জন। ইতালির পরিস্থিতি এখনো ভয়াবহ, প্রতিদিনই সেখানে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। ইতালির পর প্রাণহানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ইউরোপের আরেক দেশ স্পেন। সব মিলিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫১৩৮ জনে। 

ডিসেম্বর, ২০১৯’র মাঝামাঝি সময়ে মধ্য চীনের হুপেই প্রদেশের প্রাদেশিক রাজধানী উহান নগরীর কর্তৃপক্ষ এই নতুন ধরনের করোনাভাইরাসটি শনাক্ত করেন। সেসময় এই ভাইরাসে আক্রান্ত প্রায় ৪১ জন চীনা ব্যক্তির গুরুতর ফুসফুস প্রদাহ রোগ নিউমোনিয়া হয়েছিল এবং প্রথমদিকে তাদের রোগের কোনও পরিষ্কার কারণ বের করা যায়নি কিংবা প্রচলিত ভাইরাস নিরোধক চিকিৎসাদিয়ে তাদের সারিয়ে তোলা যায়নি। উহান নগরীর হুয়ানান সামুদ্রিক খাদ্যের পাইকারি বাজারে বিক্রিত কোনও প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে বাজারের দোকানদার ও ক্রেতাদের মধ্যে প্রথম ভাইরাসটির সংক্রমণ ঘটে বলে ধারণা করা হয়। পরবর্তীতে চীনা বিজ্ঞানীরা এই নতুন প্রকারের করোনাভাইরাসটি পরীক্ষাগারে ল্যাব টেষ্টের মাধ্যমে আলাদা করে শনাক্ত করতে সক্ষম হন। করোনাভাইরাস প্রথমে প্রাণীথেকে মানুষে সংক্রমিত হলেও বর্তমানে এটি বিবর্তিত হয়ে মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম। ইতিমধ্যে চীন ছাড়াও সাউথ কোরিয়া, ইরান, জাপান, সিঙ্গাপুর, স্পেন, বৃটেন, কুয়েত, কানাডা, ইতালী, জার্মানি, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং ফ্রান্সসহ ১৮৮ দেশে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণের ফলে আতঙ্ক তৈরি হয়েছে এবং মহামারী আকার ধারন করেছে।

বিশ্বের বিভিন্ন দেশে মানুষ থেকে মানুষে ভাইরাসটির সংক্রমণের ঘটনা ঘটেছে। ভাইরাসটি দেহে সংক্রমিত হবার পরে ২ থেকে ১৪ দিন সুপ্তাবস্থায় থাকতে পারে এবং এ সময় বাহকের অগোচরে এটি অপর কোনও ব্যক্তির দেহে সংক্রমিত হতে পারে। ভাইরাসটির সংক্রমণের ফলে যে ব্যাধিটি হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার নাম দিয়েছে ২০১৯ সালের করোনাভাইরাস ঘটিত ব্যাধি- কোভিড-১৯ (coronavirus disease 2019- COVID-19)। এই ব্যাধির উপসর্গ গুলির মধ্যে আছে জ্বর, শুকনো কাশি, ডায়রিয়া, পেশীতে ব্যথা, শ্বাসকষ্ট ও অবসাদগ্রস্ততা। সঠিক সময়ে সেবা-শুশ্রুষা না পেলে ব্যাধিটি জটিল আকার ধারণ করে, যার ফলে ফুসফুস প্রদাহ রোগ নিউমোনিয়া, তীব্র শ্বাসকষ্ট জনিত উপসর্গসমষ্টি, রক্তে জীবাণুদূষণরোধী তীব্র অনাক্রম্য প্রতিক্রিয়া (সেপসিস) ও জীবাণুদূষণ জনিত অভ্যাঘাত (সেপটিক শক) হতে পারে এবং পরিশেষে মৃত্যুও হতে পারে। ২০২০ সালের মার্চ পর্যন্ত কোভিড-১৯ ব্যাধির কোনও ডেফিনেটিভ প্রতিরোধক টিকা কিংবা কার্যকরী প্রতিষেধক চিকিৎসা আবিষ্কার হয় নাই। হাসপাতালে মূলত রোগীদের উপসর্গ উপশম করার চেষ্টা করা হয়। তাই করোনাভাইরাস দ্বারা সংক্রমণ প্রতিরোধ করতে ঘনঘন সাবান-পানি, ৭০% অ্যালকোহল মিশ্রিত মিশ্রণ বা হ্যান্ডসেনিটাইজার দিয়ে হাত ধুতে বা পরিষ্কার করতে হবে, যাতে হাতে লেগে থাকা ভাইরাস বিনষ্ট হয়। কাশি বা হাঁচি দেওয়ার সময় অস্থায়ী কাগজের রুমাল বা টিস্যুপেপার দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে এবং সাথে সাথে সেই রুমাল বর্জ্যে ফেলে দিতে হবে ও হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, যাতে ভাইরাস একব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে না ছড়ায়। যেসব ব্যক্তির জ্বর, সর্দি, কাশি ও হাঁচি হচ্ছে, তাদের থেকে ন্যূনতম ৩ থেকে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে, যাতে বাতাসে ভাসমান ভাইরাস কণা শ্বাসগ্রহণের মাধ্যমে দেহে প্রবেশ না করে। চোখ, নাক ও মুখে হাত দিয়ে স্পর্শ করা পরিহার করতে হবে, কেননা হাতে পরিবেশে উপস্থিত ভাইরাস স্পর্শের মাধ্যমে লেগে থাকতে পারে এবং নাক, মুখ, চোখের উন্মুক্ত স্থান দিয়ে দেহে প্রবেশ করতে পারে। রাস্তায় ও যত্রতত্র থুতু ফেলা যাবে না, কেননা থুতু থেকে ভাইরাস ছড়াতে পারে। রাস্তায় বা অন্যত্র অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকৃত খাবার খাওয়া পরিহার করতে হবে, কারণে অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত খাবারের মাধ্যমেও ভাইরাস ছড়াতে পারে। রান্না না করা মাছ-মাংস-ডিম খাবেন না।

চীনা বিজ্ঞানীরা পিসিআর (PCR) টেস্টের মাধ্যমে প্রথম উহান নগরীর বাজারের সাথে সরাসরি জড়িত অনেক ব্যক্তির দেহে এবং বাজারের সাথে জড়িত নয়, এমন ব্যক্তিদের দেহেও ভাইরাসটির সংক্রমণ হয়েছে বলে নিশ্চিত করেন। ভাইরাসটি মানুষ থেকে মানুষেসংক্রমণ হতে পারে, এমন প্রমাণও পাওয়া গেছে এবং বিশ্বের প্রায় ২০০টি  দেশে ছড়িয়ে পড়েছে। তবে এই নতুন করোনাভাইরাসটি ফ্লু বা অন্য সার্স ভাইরাসের তুলনায় কতটা মারাত্মক এখনও তার কোন পরিষ্কার ধারনা নাই। এই ভাইরাসের সংক্রমণে জ্বর, অবসাদ, পেশীতেব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট ও শ্বাসনালীর রোগ - তথা ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া হয়। কদাচিৎ মাথাব্যথা বা কফসহ কাশি হতে পারে। রোগীদের রক্ত পরীক্ষা করে দেখা গেছে এই ভাইরাসের কারণে তাদের শ্বেত রক্তকণিকার সংখ্যা হ্রাস পায়। এছাড়া যকৃৎ ও বৃক্কের (কিডনি) ক্ষতি হয়। সাধারণত এক সপ্তাহের আগ পর্যন্ত উপসর্গগুলি ডাক্তার দেখানোর মত জটিল রূপ ধারণ করে না। কিন্তু ২য় সপ্তাহে এসে ব্যক্তি ভেদে অবস্থার দ্রুত ও গুরুতর অবনতি ঘটতে পারে। যেমন ফুসফুসের ক্ষতি বৃদ্ধির সাথে সাথে ধমনীর রক্তে অক্সিজেনের স্বল্পতা (হাইপক্সেমিয়া) দেখা দেয় এবং রোগীকে অক্সিজেন চিকিৎসা দিতে হয়। এছাড়া তীব্র শ্বাসকষ্ট জনিত উপসর্গসমষ্টি (ARDS বা acute respiratory distress syndrome) পরিলক্ষিত হয়।

করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ রোগী চিকিৎসা ছাড়ায় ভাল হয়ে যায় শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে। ১৫ থেকে ২০ শতাংশ আক্রান্ত রোগীর সিম্টোমেটিক চিকিৎসা দরকার হয় এবং প্রায় ১০ শতাংশ রোগী র নিবিড় পরিচর্যাকেন্দ্রে (intensive care unit বা ICU) রেখে যান্ত্রিক ভাবে শ্বাস গ্রহণ করাতে হয় এবং কখনও কখনও কৃত্রিম ফুসফুসের ভেতরে রক্ত পরিচালনার মাধ্যমে রক্তে অক্সিজেন যোগ করতে হয়। এছাড়া ফুসফুসের ব্যাপক ক্ষতি হবার কারণে ব্যাকটেরিয়া ঘটিত ২য় একটি নিউমোনিয়া হবার বড় সম্ভাবনা থাকে এবং নিবিড় পরিচর্যাধীন রোগীদের ১০% ক্ষেত্রে এটি হয়। করোনা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণের মত উপসর্গ হলেও ফ্লুয়ের ঔষধে কোনও কাজ হয় না। এ পর্যন্ত রোগটির জন্য কোনও ঔষধ বা টিকা উদ্ভাবিত না হওয়ায় হাসপাতালে নিবিড় চিকিৎসা ছাড়া রোগ থেকে সেরে ওঠার উপায় নেই। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই কম, তাদের নিউমোনিয়া হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসটির সংক্রামণ প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের মধ্যে বেশি করে, বাচ্চাদের করে শুধুমাত্র ২%। সাধারণত সংক্রামণ গ্রুপের মধ্যে বৃদ্ধরা সবথেকে বেশি ঝুঁকির মধ্যে আছে, বৃদ্ধদের মধ্যে ভাইরাসটির ক্ষতিকর প্রভাব বেশি দেখা গেছে এবং এই গ্রুপের লোকদের মৃত্যুর হার সবথেকে বেশি। তাই আমেরিকা, ইটালী, চায়নাসহ বিভিন্ন দেশের বিজ্ঞানী ও চিকিৎসারা এই মরনঘাতী ভাইরাসের প্রতিরোধ ও চিকিৎসার দ্রুত নতুন থেরাপি আবিষ্কারের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে। আমেরিকার ওয়াশিংটন স্টেটে করোনা ভ্যাকসিন ফেজ-১ (phase-1) ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।করোনা প্রতিরোধ ট্রাস্টফোর্স কমিটির সদস্য ডা. ফাউসি মতে ভ্যাকসিন আবিষ্কার করে বাজারে আনতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। এই অবস্থায়, আমেরিকার এনআইএইচ করোনার সংস্পর্শে আসা ব্যাক্তিদের চিকিৎসায় ‘হাইড্রক্সিক্লোরোকুইন’ ড্রাগেরক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। আসলে ম্যালেরিয়া চিকিৎসায় ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইন এই দুই ওষুধ ব্যবহার করা হয়। পাশাপাশি এই দুইটি ওষুধ ভাইরাস সংক্রামণ প্রতিরোধে কাজ করে। ইতিমধ্যে ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইন ইন-ভিট্র টেষ্ট টিউবে করোনাভাইরাসকে কিল করতে পারে এটা প্রমানিত। তাই, ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইন চায়না, ইটালী ও কোরিয়াসহ কিছু দেশে ব্যবহার করা হচ্ছে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে, চিকিৎসায় ও পরবর্তী পরিণতি প্রতিরোধে। জাপানিজ এন্টি-ভাইরাল ওষুধ ফেভিপিরাভির এবং একসাথে ক্লোরোকুইন বা হাইড্রক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন করোনা চিকিৎসায় ব্যবহার হচ্ছে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ইয়ান লিপকিন করোনাভাইরাসের চিকিৎসায় ‘ব্লাড-প্লাজমা থেরাপি’ পদ্ধতির কথা জানিয়েছেন। এ পদ্ধতিতে করোনাভাইরাস সংক্রামণ থেকে সেরে ওঠা স্বেচ্ছাসেবীদের প্লাজমা কোভিড-১৯ রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়। এটা একেবারে অবশ্য নতুন পদ্ধতি নয়। অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে এ পদ্ধতি ব্যবহার করা হয়। এটা এ ক্ষেত্রেও কাজ করেছে। এসব উদ্যোগ করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে ও চিকিৎসায় মানুষের মধ্যে আশার আলো জাগাচ্ছে।

করোনাভাইরাস আক্রান্ত রোগীর কোন নির্দিষ্ট চিকিৎসা না থাকায় গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, আগামী চার মাসে করোনাভাইরাস শুধু যুক্তরাষ্ট্রেই কেড়ে নিতে পারে ৮১ হাজারের বেশি মানুষের প্রাণ। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল আগামী জুন মাস পর্যন্ত বাড়তেই থাকবে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিন-এর এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে বলে এনডিটিভিঅনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মত দক্ষিণ–পূর্ব এশিয়ায় করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দক্ষিণ–পূর্ব এশিয়ার বাংলাদেশে করোনায় কি হতে পারে- ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের মডেল অনুযায়ী প্রজেকশন রিপোর্ট বলা হয়েছে, বাংলাদেশে করোনা মহামারীতে মোট আট কোটি একানব্বই লক্ষ (৮৯, ১২০,১৬১) ব্যক্তি আক্রান্ত হতে পারে, যার মাঝে তেত্রিশ লক্ষ (৩,৩০৭,৩৯৩) জন রোগীর হসপিটাল ট্রিটমেন্ট লাগতে পারে, প্রায় সাত লক্ষ (৬৯৬,৫৯৫) জন রোগীর আইসিইউ সাপোর্ট লাগতে পারে এবং পাচ লক্ষ (৫০৭,৪৪২) জন রোগীর মৃত্যু হতে পারে। ব্র‍্যাকের গবেষণার মডেল অনুসারে করোনা ভাইরাসে বাংলাদেশে পাচ লাখ মানুষ মারা যেতে পারে। এটা কতটা ভয়ঙ্কর ও ভয়াবহ এবং বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ বলার অপেক্ষা রাখে না। বিষযটাকে গুরত্ব না দিয়ে শাসকদলের নেতা ও মন্ত্রীরা লাগামহীন ও কান্ডজ্ঞানহীন কথাবার্তা ও বক্তব্য দিচ্ছেন যেমন- করোনার চেয়েও আওয়ামী লীগের শক্তি বেশি - ওবায়দুল কাদের; করোনা মারাত্মক নয়, ছোঁয়াচে - জাহিদ মালেক স্বপন; শেখ হাসিনারমত নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পারছি - মোহাম্মদ নাসিম; আমরা করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি - হাছান মাহমুদ; করোনা প্রতিরোধে ঢাকা বিমানাবন্দরের মত ব্যবস্থা উন্নত দেশগুলোতেও নেই - শাহরিয়ার আলম; করোনা নিয়ন্ত্রণেআমেরিকা-ইতালির চেয়েও বেশি সফল বাংলাদেশ - জাহিদ মালেক স্বপন; করোনা মোকাবেলায় চীনের মত হাসপাতাল বানানো হবে - মুস্তফা কামাল; করোনা মারাত্মক রোগ নয়, এটা সর্দি-জ্বরের মত - আব্দুল মোমেন; করোনা নিয়ে বিএনপি জনগনকে আতঙ্কিত করছে - হাছান মাহমুদ। এসব লাগামহীন ও কান্ডজ্ঞানহীন কথাবার্তা ও বক্তব্য জনমনে আরও আতঙ্কে সৃষ্টি করছে। তাই বাংলাদেশের মত অনুন্নত বা গরীব দেশে করোনাভাইরাস প্রতিরোধে এখনই জুরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।

শুরুতে মনে করা হত করোনার মৃত্যুর হার ফ্লু’র চেয়ে কম, বর্তমান তথ্য মতে করোনার মৃত্যুর হার ফ্লু’র চেয়ে ১০-১৫ গুন বেশি। করোনাভাইরাসে মহামারির প্রকোপ কমিয়ে আনতে সন্দেহভাজন রোগীদের পরীক্ষা পরীক্ষা পরীক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্যকরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে সংকট কাটাতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। বিশ্বব্যাপী ভয়ঙ্কর করোনা ভাইরাস সংক্রমণে আতঙ্কিত। সিম্টোমেটিক চিকিৎসা ছাড়া করোনা ভাইরাসআক্রান্ত রোগীর কোন চিকিৎসা নাই। তাই করোনা ভাইরাস সংক্রমণ কিভাবে প্রতিরোধ করা যাবে এবং কিভাবে আক্রান্ত রোগীর চিকিৎসা করা হবে? আর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসায় কারা ফাস্ট লাইন ডিফেন্স হিসেবে কাজ করবে? এসব নিয়ে সবাই চিন্তিত। বলার অপেক্ষা রাখে না, এই ভয়াঙ্কর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসায় ফাস্ট লাইন ডিফেন্স হিসেবে পেশাগত স্বাস্থ্যকর্মীরা (চিকিৎসক, নার্স, এ্যাসিস্টেন্ট) মৃত্যুর ঝুঁকি নিয়ে দিন-রাত ২৪/৭ কাজ করছে। অফিস-আদালত, স্কুল-কলেজ, দোকান-পাট, রেস্টুরেন্ট, বারসহ বন্ধ কিন্তু হাসপাতাল খোলা রোগীর চিকিৎসার জন্য।হাসপাতাল খোলা থাকবে আর পেশাগত স্বাস্থ্যকর্মীদের রোগীদের চিকিৎসা দিতে হবে এটাই চিরাচরিত নিয়ম।

ভাইরাসটি নতুন হওয়াতে এখনো এর কোনও টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, এমনকি তেমন কোনও চিকিৎসাও নেই। বিশ্ব স্বাস্থ্যসংস্থা ইতোমধ্যে মানুষকে নিয়মিত ভালোভাবে হাত ধোয়া, হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা, ঠান্ডা ও ফ্লু আক্রান্ত মানুষ থেকে দূরেথাকা, ইমার্জেন্সী ছাড়া ট্রাভেল না করা, কোন গ্যাদারিং-এ না যাওয়া, পানি বা জুস বেশি করে খান, লক্ষণ দেখা দিলে সাথে সাথেডাক্তারের দেখানোর, লক্ষণ অনুযায়ী ঔষুধ খান, আক্রান্ত হলে মুখোশ পরা এবং স্ত্রী-সন্তান-আত্মীয়স্বজনসহ কোন লোকের সাথে হাগনা করা বা চুমু না খাওয়ার পরামর্শ দিয়েছে। আতঙ্কিত না হওয়ার ও আতঙ্ক না ছড়ানোর পাশাপাশি প্রতিরোধের নিয়ম মানুন এবং সুস্থ থাকুন।

  •  লেখক পরিচিত — সিনিয়র সায়েন্টিস্ট, নিউইয়র্ক ইউনিভার্সিটি, ইউএসএ। 



Thursday, March 19, 2020

করোনা, কোয়ারেন্টাইন ও প্রবাসীর কষ্ট

সায়ন্থ সাখাওয়াৎ

এই মুহূর্তে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত দুটি আতঙ্কজনক শব্দ করোনা, কোয়ারেন্টাইন। ধারণা করা যায়, ২০২০ সালে এর চেয়ে আতঙ্কজনক আর কোনো শব্দ হয়তো বিশ্বকে এতটা নাড়া দেবে না। চায়নার উহানে শুরু হয়ে করোনা আতঙ্ক গ্রাস করেছে সারা পৃথিবীকে।

চায়নার পর ইতালি হয়ে ওঠে করোনার সবচেয়ে বড় টার্গেট। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় এ দুটি দেশই এখনো শীর্ষে। মহাপরাক্রমশালী আমেরিকাও করোনার থাবায় কাবু হওয়ার পথে। পুরো ইউরোপই করোনার আঘাতে লন্ডভন্ড অবস্থা। এই ভাইরাসটি মানুষ থেকে মানুষে আশ্রয় করে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশে। বাদ যায়নি বাংলাদেশও। এ দেশেও আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে দুই অঙ্ক ছুঁয়েছে। অনেকেই আশঙ্কা করেন, বিশেষ কারণে এত দিন শনাক্ত না করা হলেও অল্প সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছেন অনেকে।

সায়ন্থ সাখাওয়াৎ
ইউরোপ-আমেরিকার করোনা ক্রাইসিস শুধু সেখানকার অধিবাসীদেরই আতঙ্কিত করেনি। সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে উৎকণ্ঠা, তা বাংলাদেশে বসবাসরত তাদের স্বজনদেরও উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। অনেকে দেশে ফিরতে চেয়েও পড়ছেন বিড়ম্বনায়। ইতিমধ্যে যেসব দেশের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। লন্ডন ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ। এই সিদ্ধান্ত অতিমাত্রায় ঘনবসতিপূর্ণ বাংলাদেশে করোনা ঠেকাতে খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে।

কিন্তু যাদের স্বজনরা প্রতিটি মুহূর্ত আতঙ্ক নিয়ে ইতালি, সুইডেন, স্পেনের মতো দেশে আছেন, তাদের তো চিন্তায় ঘুম হারাম। প্রবাসীদের সেই আতঙ্ক, উৎকণ্ঠা ও ঝুঁকির ক্ষততে নতুন করে লবণের ছিটা দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি প্রবাসীদের তাচ্ছিল্য করে বলেন, ‘যেসব দেশে করোনাভাইরাস অস্বাভাবিক মাত্রায় ছড়িয়েছে, সেসব দেশ থেকে যিনি আসবেন তাকে অবশ্যই কোয়ারেন্টাইনে যেতে হবে, এটাই সরকারি সিদ্ধান্ত। কিন্তু আমাদের প্রবাসীরা যখন আসেন, তারা এ ব্যবস্থায় খুবই অসন্তুষ্ট হন। দেশে এলেই সবাই নবাবজাদা হয়ে যান। ফাইভস্টার হোটেল না হলে তারা অপছন্দ করেন। কিন্তু বুঝতে হবে এটা তো একটা বিশেষ অবস্থা।’


এ কথা বলার সময় মন্ত্রী মনে রাখেননি, ওই প্রবাসীরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অনেক বড় ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অনেক উচ্চশিক্ষিতও প্রবাসে বড় পদে অধিষ্ঠিত বা বড় ব্যবসায়ীও আছেন। আর তা না হয়ে খুব সাধারণ শ্রমিক হলেও তার পাঠানো টাকা দিয়ে দেশ চলে। তাদের সঙ্গে এই ব্যবহার কি করতে পারেন একজন মন্ত্রী?

ইতালি থেকে দেশে আসা ব্যক্তিরা কোয়ারেন্টাইনে যেতে অনীহা দেখানোতে এই তুচ্ছতাচ্ছিল্য করেন মন্ত্রী। কিন্তু তারা কেন সেখানে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি সে কথাও বলেছেন মন্ত্রী নিজেই, ‘যারা দেশে এসেছেন, তারা কোয়ারেন্টাইনে যেতে চাননি। দেশে আসছেন, সুতরাং সঙ্গে সঙ্গে বাড়িতে যাবেন, এই আগ্রহ তাদের ছিল। তারপরও জনস্বাস্থ্যের বৃহত্তর স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়, যেখানে আগেও ৩১২ জনকে রাখা হয়েছিল। কিন্তু তারা এসে সে জায়গা পছন্দ করেননি। যেমন বাংলাদেশে ফ্ল্যাট বাথরুম ব্যবহার করা হয়, তারা কমোড বাথরুম ব্যবহার করেন। সুতরাং তাদের অসুবিধা হয়েছে। আমরা পর্যটন করপোরেশন থেকে খাবার দিয়েছি, তারা মনে করেন, ফাইভস্টার থেকে খাবার দেওয়া উচিত। আমরা সেটা দিতে পারিনি। সেজন্য তারা অসন্তুষ্ট হয়েছেন। তাদের বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। পাঁচ ফুট দূরে দূরে বেড রাখা হয়েছে, তারা এগুলো পছন্দ করেননি। তারা চাচ্ছিলেন ভালো বেড-টেড।’

কিন্তু ফেরত আসা প্রবাসীদের এই চাওয়া কি খুবই অযৌক্তিক ও বাড়াবাড়ি? তাদের পাঠানো টাকায় দেশ চালাবেন, আর তারা এটুকুও চাইতে পারবে না? তাদের সব চাওয়া এই বিশেষ সময়ে হয়তো পূরণ করা সম্ভব নয়। যতটুকু সম্ভব সেটা করলে আর একটু সহানুভূতির সঙ্গে বুঝিয়ে বললে কি খুব ক্ষতি হয়ে যেত মন্ত্রী মহোদয়ের? আসলে বিনাভোটে ও রাতের ভোটের সরকার হলে যা হয়। কারও প্রতিই কোনো দায়বদ্ধতা থাকে না তাদের। যাকে-তাকে যা খুশি বলা যায়।

আমাদের রাষ্ট্র পরিচালকদের কথা তো শুনছেন। এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কথা শুনুন। তিনি তার দেশের নাগরিকদের উদ্দেশে বলেছেন, চলমান কভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের কারণে তার সরকার কানাডিয়ানদের অর্থনৈতিক দৈন্যদশায় পড়তে দেবে না। নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, চাকরি, বাড়িভাড়া নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। সব সরকার দেখবে। করোনার কারণে বাড়িভাড়া, মুদি কেনাকাটা বা শিশুদের অতিরিক্ত সেবায় অর্থ খরচ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। আমরা কানাডিয়ানদের আর্থিকভাবে সহযোগিতা করব। আপনারা নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, চাকরি, সঞ্চয়, বাড়িভাড়া, ছেলেমেয়েদের স্কুলে পাঠানো নিয়ে চিন্তিত আছেন। আমি জানি, (করোনার কারণে) বৈশ্বিক অর্থনীতির কারণে আপনারা অনিশ্চয়তায় আছেন। আপনাদের নিরাপদ রাখতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাতে দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে। তবে এটা সত্য, আমরা অর্থনৈতিকভাবে এখন যে অবস্থানে আছি, তা আপনাদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে যথেষ্ট।

এই হলো একজন স্টেটসম্যানের স্টেমেন্ট! আর আমরা কোথায় আছি! বাংলাদেশ সরকার তার দেশের নাগরিকদের, এমনকি যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মুখ্য ভূমিকা রাখছেন, তাদের পর্যন্ত কোয়ারেন্টাইন ক্যাম্পে মানবেতর অবস্থায় রাখছেন। তা পছন্দ না হওয়ায় প্রতিবাদ করেছেন কিছু প্রবাসী। ব্যাস। অমনি খেপে গেলেন আবদুল মোমেন। শুরু করে দিলেন প্রবাসীদের নিয়ে মর্যাদাহানিকর কটাক্ষ!

১৯৯৮ সাল। ভোরের কাগজ থেকে বিশাল কর্মীবাহিনী যখন সম্পাদক মতিউর রহমানের ডাকে প্রথম আলোর দিকে পা বাড়ায়, তখন লেখক আবু সুফিয়ানের সঙ্গী হয়ে আমরা কয়েকজন যোগ দিই যায়যায়দিনে। ‘যায়যায়দিন প্রতিদিন’ নামে দৈনিক বের করার আগে শফিক রেহমান কয়েক মাস ধরে বেশ কিছু সাংবাদিক নিয়োগ দিয়ে ট্রেনিং করাচ্ছিলেন। প্রশিক্ষক হিসেবে তিনি নিজে ও তার স্ত্রী ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান ছাড়াও দেশি-বিদেশি অনেকেই ছিলেন। ছিলেন প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদও।

তখনই সাংবাদিক শফিক রেহমানের একটা কথা মনে ধরেছিল। তিনি বলেছিলেন, সব সময় সতর্ক থাকবে, যাতে তোমাদের লেখায় কেউ বিনা দোষে আঘাত না পায়। আর অন্তত তিনটা শ্রেণির ব্যাপারে মমতা নিয়ে লিখবে। সীমান্তবর্তী বাংলাদেশি, সমুদ্রের জেলে ও প্রবাসী বাংলাদেশি। এরা সবাই বাঁচার জন্য, পরিবারের জন্য, দেশের জন্য ঝুঁকি ও কষ্টের জীবনযাপন বেছে নিতে বাধ্য হয়। অনেকে পরিবার থেকে দূরে থাকে।

সেই থেকে মাথায় ঢুকে আছে এই তিন শ্রেণির মানুষের প্রতি অগাধ মমতা।

ভাবুন তো, নিজের দেশ, পরিবার-পরিজন রেখে, জমিজমা বিক্রি করে, কত ঝুঁকি নিয়ে আমাদের ছেলেরা পাড়ি দেয় বিদেশবিভুঁইয়ে। বিশেষ করে শ্রমিক শ্রেণি। কেন যায়? যায় এজন্য যে, তারা এই দেশে মোটামুটি সম্মানজনকভাবে খেয়ে-পরে থাকার মতো কোনো কাজের নিশ্চয়তা পান না। পাশাপাশি দেখে, পরিচিত কেউ কেউ বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে দেশে পাঠিয়ে তার পরিবারের অসচ্ছল অবস্থা কাটিয়েছেন।

যদি তারা নিজের বাড়িতে বা দেশে থেকেই আয়-রোজগার করে পরিবার পরিজন নিয়ে চলতে পারতেন, তবে কি আর এত কষ্ট ও ঝুঁকিপূর্ণভাবে বিদেশে যেতেন?

বিদেশে আয়-রোজগার করে সেই টাকা দেশে পাঠাচ্ছেন বলেই আমাদের সরকারের লোকজন এত ফুটানি দেখাতে পারছে। রিজার্ভের যে তৃপ্তিটা দেখাতে পারছে সরকার, তার পেছনেও এই প্রবাসীরাই মুখ্য ভূমিকা রাখছেন। প্রায় এক কোটি প্রবাসী বছরে দেড় হাজার কোটি ডলারের বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। দেশের জিডিপিতে তাদের পাঠানো অর্থের অবদান প্রায় ১২ শতাংশ। অথচ সেই প্রবাসীদেরই এত তাচ্ছিল্য! প্রবাসীদের এভাবে ছোট করার, কটাক্ষ করার ঔদ্ধত্য ও রুচি দেখে পররাষ্ট্রমন্ত্রীর বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিশ্চয়ই মনে মনে বলছেন, রাবিশ।

  • সায়ন্থ সাখাওয়াৎ-লেখক, চিকিৎসক ও কলামিস্ট
  • কার্টসি - দেশ রুপান্তর  

Monday, March 16, 2020

উৎপাদনমুখী শিল্পে আরেকটি করোনার ধাক্কা

তাবিথ আউয়াল

গত এক দশকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৯ বার বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি পাইকারি, খুচরা ও সঞ্চালন- তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম আরেক দফা বাড়ল। সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) প্রতি ইউনিটের দাম গড়ে ৩৬ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে। এতে প্রতি ইউনিটের গড় দাম ৬ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭ টাকা ১৩ পয়সা।

ফলে চলতি বছর বিদ্যুৎ বিল বাবদ জনগণের ব্যয় বাড়বে দু’হাজার ৬২৫ কোটি টাকা। ২০১০ সালের ফেব্র“য়ারি পর্যন্ত গ্রাহক পর্যায়ে সরবরাহকৃত বিদ্যুতের গড় মূল্য ছিল তিন টাকা ৭৩ পয়সা। অর্থাৎ ১০ বছরে দাম বেড়েছে ৯১ দশমিক ১৫ শতাংশ।

গ্রামপ্রধান বাংলাদেশে চলতি বছর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিক্রির সম্ভাব্য পরিমাণ ধরা হয়েছে তিন হাজার ৫৮১ কোটি ৯০ লাখ ইউনিট। আগের হারে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলে সংস্থাটির গ্রাহকদের ব্যয় হতো ২২ হাজার ৪২২ কোটি ৬৯ লাখ টাকা। নতুন হার কার্যকরে ব্যয় বেড়ে দাঁড়াবে ২৩ হাজার ৫৬৮ কোটি ৯০ লাখ টাকা।

সুতরাং দেখা যাচ্ছে, শুধু গ্রামের স্বল্প আয়ের সাধারণ মানুষের ঘরে আলো জ্বালাতেই ব্যয় বেড়ে যাবে এক হাজার ১৪৬ কোটি ২১ লাখ টাকা। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী এ সংস্থার প্রতি ইউনিটে গড় বিল ছিল ৬ টাকা ২৬ পয়সা। তা বেড়ে হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা। গড়ে বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ। সেচ-কৃষিকাজে ব্যবহৃত পাম্পের ক্ষেত্রে সব কোম্পানির জন্য ইউনিটপ্রতি দাম ৪ দশমিক ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগের চেয়ে যা ১৬ পয়সা বেশি। এছাড়া মাসিক ডিমান্ড চার্জ ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলসহ সারা দেশেই ইরি-বোরো রোপণের কাজ চলছে, যেখানে সেচের বিকল্প নেই। আবাদ নিশ্চিত করতে কৃষক সেচের জন্য সর্বোচ্চ অর্থ ও শক্তি ব্যয় করে। গ্রামীণ জনপদে এখন রাতভর সেচ পাম্পের শব্দ শোনা যাচ্ছে, যার অধিকাংশই বিদ্যুৎনির্ভর।

গত কয়েক বছর ধরে ধানের বাম্পার ফলন হলেও মৌসুমের শুরুতে দাম না থাকায় কৃষকদের মাথায় হাত পড়ছে। এর ওপর এবার বিদ্যুতের দাম বাড়ায় সেচ মৌসুমে ক্ষেতের পানি জোগানোর কথা ভাবতে গিয়ে কৃষকদের গলা শুকিয়ে এসেছে।

এমন এক সময় বিদ্যুতের দাম বাড়ল যখন বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কায় কমে যাচ্ছে চাহিদা। জোগান দেয়ার সক্ষমতাও প্রশ্নের মুখোমুখি। দেশের সামগ্রিক অর্থনীতি চাপের মধ্যে। অর্থনীতির সব সূচককে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। চীনের কাঁচামাল সংকটে শিল্পোদ্যোক্তাদের কপালের ভাঁজ বেড়ে যাচ্ছে।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বলার মতো না হলেও আমাদের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোতে তীব্র আকার ধারণ করেছে। রফতানি কমেছে অনেকগুণ। কমছে পণ্য আমদানিও। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি শিল্পের উৎপাদন খরচ সহনীয় মাত্রা ছাড়াবে। আর দৈনন্দিন বাড়তি ব্যয় মেটাতে নাভিশ্বাস উঠবে মধ্যবিত্তের জীবনে।

এ রকম সময়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কতটা সময়োপযোগী- এ নিয়েও প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা। গণমাধ্যমে বলা হচ্ছে, দুর্নীতিতে নিমজ্জিত এ খাতের দুর্নীতি বন্ধ না করে মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপানো যৌক্তিক নয়। বিশ্লেষকরা বলছেন, মূলত স্বস্তির খোঁজেই বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। কেননা, দেশের দুর্বল অর্থনীতি নিয়ে বাজেট বাস্তবায়নের চিত্রে তৃপ্তির ঢেঁকুর তোলা সম্ভব হচ্ছে না। ঘাটতি রয়েছে রাজস্ব আয়েও। ব্যাংকনির্ভর হয়ে পড়ছে সরকার।

কিন্তু বাস্তবতা হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানোয় সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব পড়ার পাশাপাশি শিল্পের উৎপাদন খরচ বাড়বে। সাধারণ মানুষের জীবনে এর প্রভাব আসবে কাটা ঘায়ে নুনের ছিঁটার মতো যন্ত্রণা হয়ে। তাই মানুষের ওপর বোঝা চাপানোর আগে দুর্নীতি বন্ধ করা উচিত বলে বিজ্ঞজনরা মনে করেন।

সরকার কিছু রেন্টাল ও কুইক রেন্টাল প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার স্বার্থে এবং এ খাতে দুর্নীতি ও অদৃশ্য ব্যয় ঢেকে রাখতে বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে বলে মতান্তরে শোনা যায়। যদিও দাম বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলছে, আমদানি করা কয়লার ওপর ৫ শতাংশ ভ্যাট, প্রতি ঘনমিটার গ্যাসের ওপর ১০ পয়সা ডিমান্ড চার্জ আরোপ করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া বেড়েছে, পল্লী বিদ্যুতে তুলনামূলক কম দামে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ঋণের অর্থায়নে বিদ্যুৎ খাতে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হওয়ায় সেখানে সুদ দিতে হচ্ছে। এসবই হচ্ছে এবারের বিদ্যুতের দাম বাড়ার কারণ। বিইআরসি’র দাবি, দাম বাড়ানোর পরও সরকারকে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এসব যুক্তির সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন অনেকেই।

গত ডিসেম্বরে গণশুনানিকালে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছিল, পাইকারি বিদ্যুতে পিডিবি মুনাফা করছে ৫০০ কোটি টাকা, সরকারি প্রতিষ্ঠান হিসেবে তাদের এর সুযোগ নেই। সুনির্দিষ্ট খাত উল্লেখ করে সাড়ে ৯ হাজার কোটি টাকার ব্যয় দেখিয়েছিল বিইআরসি। সুনির্দিষ্ট এসব ব্যয়কে অযৌক্তিক মনে করে ক্যাব। তারা বলছে, এসব ব্যয় কমান গেলে বিদ্যুতের দাম বাড়ানোর দরকার হতো না।

অযৌক্তিক ব্যয় আমলে না নেয়ার কারণ হিসেবে ক্যাব মনে করে, মূলত এ খাতে দুর্নীতি অব্যাহত রাখতে অযৌক্তিক ব্যয় থেকে সরে আসার চেষ্টা করেনি বিইআরসি।

এদিকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় কিছুটা উন্নতি হলেও সাধারণ মানুষ এখনও বেশ নাখোশ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতের চাহিদা ও বিতরণব্যবস্থা নিয়ে দেশে সমীক্ষা হচ্ছে না। যে কারণে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সঞ্চালন ও বিতরণব্যবস্থা দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। দীর্ঘমেয়াদি চাহিদা ও বিতরণব্যবস্থার উপায় সম্পর্কে বাস্তবিক ধারণা না থাকায় বিদ্যুতের উৎপাদন ও বিতরণ গ্রাহক-চাহিদার সঙ্গে সাযুজ্যপূর্ণ হচ্ছে না।

ফলে বেশি দামে বিদ্যুৎ কিনলেও মানুষ পাচ্ছে না লোডশেডিংয়ের অভিশাপ থেকে মুক্তি। দুর্বল সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার কারণে পিক সিজনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছাচ্ছে না। নানা প্রশ্ন থাকলেও গত কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারি-বেসরকারি প্রচুর বিনিয়োগ হয়েছে। উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে বিতরণ বা সরবরাহ লাইনের উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন ছিল। সরকার সেদিকে নজর দেয়নি। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন ঘটেনি।

সঞ্চালন-বিতরণ ব্যবস্থার ত্রুটি ও দুর্বলতার কারণে পুরো মাত্রায় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। সারা দেশে বিদ্যুতের প্রকৃত চাহিদাও সঠিকভাবে নিরূপণ করা হচ্ছে না। কোথাও বিদ্যুতের ওভারলোডিং হচ্ছে, কোথাও ঘাটতি। নগরাঞ্চলে ভোগান্তি কমলেও গ্রামাঞ্চলের বাস্তবতা ভিন্ন। সরবরাহ লাইনের দুর্বলতাই এর প্রধান কারণ। দেশে সব মিলিয়ে ২০ হাজার মেগাওয়াটের ওপরে উৎপাদন ক্ষমতা রয়েছে। এরপরও কেন লোডশেডিং- তা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর কিছু নয়।

গ্রামে অস্বাভাবিক লোডশেডিং হচ্ছে নিয়মিত। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্যর্থতার জন্য আধুনিক সঞ্চালন ব্যবস্থা না থাকার কথা বলা হচ্ছে। এ অবস্থায় বহু শিল্পমালিক ও উদ্যোক্তা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অথচ ২০২৫ সালের মধ্যে ৩০ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

২০০৯ সালে সারা দেশে বিদ্যুৎ গ্রাহক ছিল এক কোটি ৮ লাখ। ২০১৯ সালে গ্রাহকসংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়েছে। অথচ বিদ্যুৎ বিতরণ লাইন সম্প্রসারণে গুণগতমান রক্ষা করা হয়নি। জরাজীর্ণ সঞ্চালন-বিতরণ ব্যবস্থার কারণে বাড়ছে দুর্ঘটনা-বিদ্যুৎ বিভ্রাট। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, ২০১৮ সালে বৈদ্যুতিক গোলযোগে দেশে সাত হাজার ৮২৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মোট অগ্নিকাণ্ডের ৩৯ শতাংশ।

২০১৭ সালে বিদ্যুৎস্পৃষ্টে ৩৬৪ জন মারা যাওয়ার রেকর্ড পাওয়া যায়। যদিও প্রকৃত মৃত্যুর সংখ্যা কয়েকগুণ বেশি। ২০১৬ সালে আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের ৪২ শতাংশই ছিল বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার। অপরিকল্পিত বিতরণ ব্যবস্থা বেড়ে যাওয়াই এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

সংবাদপত্রের পাতায় প্রায়ই এসব নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে দেখা যায়, সঞ্চালন লাইন থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে হুক দিয়ে গ্রামের বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। কোথাও ঘরের ছাদে কিংবা চালের নিচ দিয়ে নেয়া হয়েছে সংযোগ।

কোথাও গাছের ফাঁকে ফাঁকে তার টেনে ঘরের মাচার খানিকটা ওপর দিয়ে সংযোগ নেয়া হয়েছে। ফলে ঝড়ো হাওয়া বা বৃষ্টিতে গাছের ডাল ভেঙে তার ছিঁড়ে পড়ে থাকে। এমনও দেখা যায়, এখনও সঞ্চালন কাজে বাঁশের খুঁটি ব্যবহার হচ্ছে। ঘরবাড়ি থেকে শুরু করে রাস্তার ধারে, পুকুরপাড়ে, কৃষিজমিতে একেকটি বাঁশের খুঁটির সঙ্গে ঝুলছে অসংখ্য বিদ্যুৎ সঞ্চালন লাইন। কোথাও কোথাও খুঁটি ভেঙে দুর্ঘটনা ঘটছে।

এভাবে সারা দেশের অধিকাংশ গ্রামগঞ্জে অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপন করা হয়েছে। দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেয়ার কথা বলে যেনতেনভাবে লাইন টানা হয়েছে। গ্রামের বাড়িগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকে। এসব এলাকায় খুবই পরিকল্পিতভাবে বিদ্যুতের লাইন টানা প্রয়োজন।

অথচ দেখা যায়, কারও বাড়ির জানালার পাশ দিয়ে বা কারও বাড়ির গাছগাছালির ভেতর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লাইন চলে গেছে। এসব লাইন দেখভালের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোকবল খুবই কম। ফলে গ্রামে বিদ্যুতের লাইন এখন মৃত্যুফাঁদ।

এমনিতেই দেশের মানুষের জীবনযাপনের খরচ দিনদিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যগুলোর দাম বেড়ে গেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি প্রতি মাসেই বাড়ছে। এক পেঁয়াজই এ মৌসুমে ইট-কাঠ-পাথরের এই নগরীতেও আমাদের চোখে শর্ষের ফুল দেখিয়ে ছেড়েছে।

সেই চোট সেরে উঠতে না উঠতেই করোনার আনাগোনায় বাজারে নানা তর্জন-গর্জন শোনা যাচ্ছে। সব মিলিয়ে মধ্যম ও নিুআয়ের মানুষ যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে তখন বিদ্যুতের দাম বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বিদ্যুতের দাম বাড়ায় খেটে খাওয়া মানুষের সঙ্গে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরাও। পোশাকশিল্প মালিকরা বলছেন, চার বছরে গ্যাস-বিদ্যুৎসহ নানা কারণে তাদের খরচ বেড়েছে ২৯ দশমিক ৪০ শতাংশ। বিপরীতে বিদেশি ক্রেতারা পোশাকের দাম কমিয়েই যাচ্ছেন। এমন নাজুক অবস্থায় বিদ্যুতের বাড়তি ব্যয় বহনের সক্ষমতা তাদের নেই।

বস্ত্রকলশিল্প সংশ্লিষ্টরাও বলছেন, বিদ্যুতের দাম বাড়ায় ক্ষুদ্র ও মাঝারি উইভিং মিল এবং বড় স্পিনিং মিল বিপর্যস্ত হবে। বিদ্যুতের দাম বাড়ার কারণে রডের উৎপাদন খরচ বাড়বে। আর এর প্রভাব পড়বে আবাসনসহ নানা খাতের ওপর। আর রাজনৈতিক বিরোধীপক্ষগুলো বলছে, বিদ্যুতের এ মূল্যবৃদ্ধি সরকারের লুটপাটেরই বহিঃপ্রকাশ।

দেশের জনগণ যাই বলুক- ক্ষমতাসীনরা বলছেন উল্টো কথা। তারা মনে করেন, বিইআরসি’র ঘোষণা দাম সমন্বয়ের অংশ। এ মূল্যবৃদ্ধিকে ‘সামান্য’ হিসেবে উল্লেখ করলেও তারা দাবি করছেন, মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না বরং উন্নত সেবা পাওয়া যাবে। বিইআরসি’র যুক্তির সঙ্গে একমত হওয়ার মানে হল, ভবিষ্যতে যতই লুটপাট বাড়বে ততই সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর চাপিয়ে দেয়া হবে। যেমন সরকারি ব্যাংকগুলো থেকে লুটপাট করতে করতে এখন অনেক ব্যাংকের মূলধন পূরণে প্রতিনিয়ত বাজেট থেকে বরাদ্দ দিয়ে ঘাটতি পূরণ করতে হয়।

  • তাবিথ আউয়াল : বিএনপির কেন্দ্রীয় নেতা
  • কার্টসি - যুগান্তর/ ১৩ মার্চ ২০২০

মামলা-পেটানো-জেল-নিখোঁজ, সাংবাদিক নিপীড়নের সকল ধারা সচল

গোলাম মোর্তোজা

কোন ঘটনাটি লিখব? একটির পর একটি সামনে আসছে।
ভাবছিলাম মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা নিয়ে লিখব। ৩২ জনের একজন শফিকুল ইসলাম কাজল মামলার পর থেকে নিখোঁজ। তাকে নিয়েও লেখার তাড়না অনুভব করছিলাম। মধ্যরাত, ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি। এমন সময় খবর পেলাম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধিকে মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। সকালে জানলাম ভ্রাম্যমাণ আদালত এক বছরের জেল দিয়ে সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে। বিকালে সংবাদ এলো পটুয়াখালীর আওয়ামী লীগ নেতা দুজন সাংবাদিককে সুযোগ মতো পেটানোর নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের।

গোলাম মোর্তোজা
ইদানীং সাংবাদিক নিপীড়ন-নির্যাতনের সংবাদে খুব একটা বিচলিত হই না। মনে হয় আমরা সাংবাদিকরা বিষয়টিকে অনিবার্য করে তুলেছি। এমনভাবে দলান্ধ হয়ে গেছি, সত্য দেখি না-বুঝি না বা দেখতে-বুঝতে চাই না। ফলে ক্ষমতাবানরা নিশ্চিত হয়ে গেছেন যে, সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতন করলে তাদের কিছু হবে না। কেন কিছু হবে না, সেই আলোচনায় আসার আগে ঘটনাগুলোর দিকে একটু নজর দেওয়া যাক।

১. মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এদেশের খুবই পরিচিত সাংবাদিক-সম্পাদক। মাঠ পর্যায়ের রিপোর্টার থেকে যোগ্যতা প্রমাণ করে আজকের অবস্থানে এসেছেন। তার লেখা ’কূটনীতির অন্দরমহল’ কূটনৈতিক সাংবাদিকতার অত্যন্ত  গুরুত্বপূর্ণ একটি বই। মতিউর রহমান চৌধুরী ও মানবজমিন নিয়ে আলোচনা সমালোচনা আছে, থাকবে। এরশাদ-বিচারক টেলিফোন কথোপকথন ‘ক্যাসেট’ মামলার আসামি হয়েছেন। খালেদা জিয়ার সময় জেলে গেছেন। সবই সাংবাদিকতার কারণে। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হয়েছিলেন। সক্রিয় মুক্তিযোদ্ধা।

এবার তার নামে মামলা হয়েছে পাপিয়াকাণ্ডের সংবাদ প্রকাশের কারণে। পাপিয়া গ্রেপ্তারের পর বিস্ময়কর সব অপকর্মের সংবাদ সামনে আসে। যুব মহিলা লীগ তাকে বহিষ্কার করে। পাপিয়ার অর্থবিত্ত ও অনৈতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক কারা, কারা যেতেন পাপিয়ার ফ্ল্যাটে, ভাড়া করা পাঁচতারকা হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটে? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের নামসহ সংবাদ ভাইরাল হয়। মানুষের মুখরোচক আলোচনার বিষয়ে পরিণত হয়।

দৈনিক মানবজমিন ‘আমলা এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। আওয়ামী লীগ নেতা ও সরকারের মন্ত্রীরাও বলেন, খতিয়ে দেখা হচ্ছে পাপিয়ার ফ্ল্যাট-স্যুটে কারা যেতেন, কারা তার পৃষ্ঠপোষক ছিলেন। তদন্তে যদি কারো নাম আসে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতা-মন্ত্রীরা যা বলেছেন মানবজমিনের সংবাদে তার চেয়ে বেশি কিছু লেখা হয়নি। সরাসরি বা আকারে ইঙ্গিতে সুনির্দিষ্ট করে কারো নাম প্রকাশ করেনি মানবজমিন। একই রকমের সংবাদ প্রকাশ করে দেশের প্রায় সকল গণমাধ্যম।

মানবজমিনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা করেছেন সাইফুজ্জামান শিখর এমপি। পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে সম্মানহানি হলে তিনি বা যে কেউ প্রতিকার চাইতে মামলা করতেই পারেন। যদিও মামলার আগে প্রেস কাউন্সিলে যাওয়া যুক্তিযুক্ত। বাংলাদেশে যেহেতু যুক্তি ছাড়া বহুকিছু হয়, ফলে ধরে নিলাম সাইফুজ্জান শিখর এমপি মামলা করতে পারেন। কিন্তু, মানবজমিনের রিপোর্টে তার বা অন্য কারো নাম তো লেখা হয়নি।

প্রশ্ন হলো, তিনি কেন মনে করলেন যে তার কথা লেখা হয়েছে, তার মানহানি হয়েছে? কারণ হিসেবে বলেছেন, মানবজমিনের রিপোর্ট অনেকে ফেসবুকে শেয়ার দিয়েছেন। ফেসবুকের সেসব পোস্টে অনেকে সুনির্দিষ্ট করে অনেকের নাম লিখেছেন। ফেসবুকে ভাইরাল হওয়া নামের তালিকা মানবজমিনের রিপোর্টের সঙ্গে জুড়ে দিয়েছেন। এই দায় কার? মানবজমিনের? মতিউর রহমান চৌধুরীর? বাংলাদেশে ফেসবুক কি মানবজমিন বা মতিউর রহমান চৌধুরীর নিয়ন্ত্রণে পরিচালিত হয়? ফেসবুকে কে, কি লিখবেন তার দায় মতিউর রহমান চৌধুরীকে নিতে হবে?

মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে করা এই মামলার তাৎপর্য কী?

অনেক ক্ষেত্রেই বড় বড় অন্যায়-অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ থাকে না। কিন্তু, বোঝা যায় যে অপকর্মটি সংগঠিত হয়েছে। সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় উল্লেখ না করে সংবাদ প্রকাশ করা হয়। এখন নাম প্রকাশ না করলেও দুর্নীতি বা অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ক্ষমতাবান ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারবেন। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যেহেতু গ্রেপ্তার করা যায়, সুতরাং গণমাধ্যমের জন্যে যে কোনো সংবাদ প্রকাশ করা দুরূহ হয়ে পড়বে।

মতিউর রহমান চৌধুরী এখনো গ্রেপ্তার হননি। সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের সংগঠনগুলো তার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু, সাংবাদিক কাজল নিখোঁজ হয়েছেন। এই মামলা দিয়ে আতঙ্ক ছড়ানো বা ভয় দেখানোর চেষ্টা তা প্রায় সম্পূর্ণ সফল হয়েছে। এধরণের মামলার ঐতিহ্য প্রতিষ্ঠিত করা গেলে, সেলফ সেন্সরশিপ তীব্রভাবে চেপে ধরবে গণমাধ্যমকে।

এখন বিপদ শুধু মানবজমিন বা সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নয়, ভয়ঙ্কর সংকটের মুখে বাংলাদেশের গণমাধ্যম।

২. মধ্যরাতের কুড়িগ্রাম প্রসঙ্গ। প্রশাসনিক কর্তাদের রাগ-ক্ষোভের বড় একটি অংশ জুড়ে অবস্থান করেন সংবাদকর্মীরা। কুড়িগ্রামের সংবাদকর্মী আরিফুল ইসলাম সেই দলেরই একজন। গত দুই দিনে খোঁজ-খবর নিয়ে যা জানলাম, সৎ সাংবাদিক হিসেবে আরিফুল ইসলামের সুনাম আছে। তিনি ধূমপান করেন না। তাকে যখন অর্ধেক বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়, অনেকগুলো প্রশ্ন সামনে আসে। যা শুধু প্রশ্নে সীমাবদ্ধ থাকে না বিস্ময়ও জাগে তখন, যখন দৃশ্যমান হয় মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালত মাদক রাখার অপরাধের দায়ে এক বছরের জেল দেয়।

এত তৎপর কুড়িগ্রামের প্রশাসন, ভ্রাম্যমাণ আদালত? মাঝরাতে অভিযান, মাঝরাতে আটক, মাঝরাতে জেল!

নেপথ্যের ঘটনা সামনে আসতে সময় নেয়নি। ডেপুটি কমিশনার সুলতানা পারভীন ক্ষিপ্ত ছিলেন আরিফুল ইসলামের উপর। কারণ জেলা প্রশাসনে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছিল। তা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন আরিফুল ইসলাম। এতে নতুন করে ক্ষিপ্ত হয়েছিলেন ডেপুটি কমিশনার। পুরনো ক্ষিপ্ততা ছিল একটি পুকুরকে কেন্দ্র করে। পুকুরটি খনন করা হয়েছিল কাবিখার টাকায়। পুকুরের সামনে দাঁড়িয়ে ছবি তুলে ডেপুটি কমিশনার তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ‘সুলতানা সরোবর’র সামনে। তখনই হইচই শুরু হয়, তিনি নিজের নামে পুকুরের নামকরণ করেছেন। সংবাদ প্রকাশ করেন আরিফুল ইসলাম। ফলে পুকুরটি আর নিজের নামে করতে পারেননি। নতুন-পুরনো ক্ষিপ্ততা মিলিয়ে প্রতিশোধের জন্যে বেছে নেন মাঝরাত।

মাঝরাতে অভিযান-আটক-আদালত-জেলের ঘটনায় গুরুতর কিছু অভিযোগ সামনে এসেছে। আরিফুলের স্ত্রী অভিযোগ করেছেন, তাকে আটকের সময়ই মারধর করা হয়েছে। পেটাতে পেটাতে জেলা প্রশাসনে নেওয়া হয়েছে। সেখানে বিবস্ত্র করে পেটানো হয়েছে। তারপর মাঝরাতে আদালত বসিয়ে জেল দেওয়া হয়েছে। ডেপুটি কমিশনার বলেছেন, তিনি এসবের কিছুই জানতেন না। তিনি সেদিন শহরে ছিলেন না। আটকের সময় আরিফুলের স্ত্রী যে আরডিসিকে চিনেছিলেন, তিনিও দাবি করছেন সেদিন কর্মক্ষেত্রে ছিলেন না। এ যেন সেই সুইডেন আসলামের কাহিনির মতো। সবকিছু ঠিক করে দিয়ে আসলাম সুইডেন চলে যাওয়ার পর দেশে হত্যাকাণ্ডটি সংগঠিত হতো। প্রমাণ হতো যে সুইডেন আসলাম দেশেই ছিলেন না।

ডেপুটি কমিশনারের অজান্তে জেলায় এমন হুলস্থূল কাণ্ড ঘটানো যে সম্ভব নয়, তা বুঝতে খুব বেশি বুদ্ধি না থাকলেও চলে।

৩. এখন সামনে এসেছে সেই মুখস্থ কথা ‘যদি তদন্তে...।

এসব তদন্ত সাধারণত যাদেরকে দিয়ে করানো হয়, তাদের সাধ্য থাকে না কিছু প্রমাণ করার। ঘাটতি থাকে আন্তরিকতাতেও। সাংবাদিকরা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু বেশি হইচই হলে সর্বোচ্চ শাস্তি হয় ‘বদলি’।

প্রতিমন্ত্রী ইতিমধ্যে কুড়িগ্রামের এই ডিসিকে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। বিভাগীয় শাস্তির কথাও বলেছেন। সাধারণত ‘প্রত্যাহার’ এর পর ‘ওএসডি’সর্বোচ্চ শাস্তি হয়ে থাকে। কিছুদিন পর তাদের আবার পদন্নোতি হয়।

মামলা-পেটানো-জেল-নিখোঁজ, সাংবাদিক নিপীড়নের সকল ধারা সচল রেখে, মলম লাগানোর প্রক্রিয়াও চালু রাখা হয়েছে। যেমন ডিসি প্রত্যাহার। এতেই সাংবাদিকরা খুশি, অভিনন্দনের জোয়ার বইয়ে দেবেন।

সাংবাদিকদের বিশেষ করে নেতাগোছের সাংবাদিকদের প্রতিবাদের বিষয়টি বেশ চিত্তাকর্ষক।

একজন এসআই যখন একজন সাংবাদিককে পেটান বা নির্যাতন করেন, তখন তারা সুনির্দিষ্ট করে ঐ এসআইয়ের বিরুদ্ধে ফেসবুকে লিখতে ও টেলিভিশনে বলতে শুরু করেন। বলেন, এসআই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিক নিপীড়ন করছেন। সরকার যে এসআইকে এমন নিপীড়নের ক্ষমতা দিয়ে ক্ষমতায়ন করেছে, সে বিষয়ে কিছু বলেন না। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগই এমন, এসআই যা করছেন তা ‘অপপ্রয়োগ’ নয়-তা বলেন না। যেমন, এখন ডিসি সুলতানা পারভীনের বিচার-শাস্তি চাইছেন। যে ক্ষমতা দিয়ে সুলতানা পারভীনদের জবাবদিহিতাহীন প্রায় দায়মুক্তি দেওয়া হয়েছে, তা নিয়ে কিছু বলেন না। সাংবাদিকদের সংগঠন একটি-দুটি মানববন্ধন ও বিবৃতি দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করেন। প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা তো বিবৃতি দিয়েছি, প্রতিবাদ করেছি।’

সাংবাদিক নেতা ও বড় একটি অংশ যখন রাজনীতিক-নেতা-মন্ত্রী-আমলা, সরকারে ঘনিষ্ঠজনে পরিণত হন, তখন সাংবাদিকতার খুব বেশি কিছু অবশিষ্ট থাকে না। তখন যারা সাংবাদিকতা করতে চান, তাদের পরিণতি হয় কাজল বা আরিফুলের মতো। নাম না লিখলেও মানহানি হয়েছে ভেবে মামলা করা যায়। নিখোঁজ-পেটানো-জেল সবই দেওয়া যায়। ক্ষমতাবানরা জানেন, একটি বিবৃতি বা মানববন্ধন যারা করবেন, তারা প্রায় সবাই তাদের ঘনিষ্ঠজন।

এই ঘনিষ্ঠজনরা সর্বোচ্চ একটি বিবৃতি দিয়ে চুপ হয়ে যাবেন, একথা ক্ষমতাবানদের অজানা নয়।

  • কার্টসি - ডেইলি স্টার/ মার্চ ১৬, ২০২০ 

মতি আবারো তোমার নামে মামলা

মনিরুল হক চৌধুরী


মতি তোমার কি মনে পড়ে? সময়টা ছিল ১৯৬৭ অথবা ’৬৬ সালের কোনো একদিন। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক হিসেবে মৌলভীবাজার সাংগঠনিক সফরে গিয়েছিলাম আমি। তৎকালীন মহকুমা ছাত্রলীগ সম্পাদক ওয়াদুদ মৌলভীবাজার কলেজ হোস্টেলে তোমার রুমে আমার থাকার ব্যবস্থা করেছিল। ওইদিন রাতে তোমার সঙ্গে তোমার রুমমেটসহ যখন কথা বললাম তখন মনে হয়েছিল তুমি অনেকটাই পরিপক্ব। ওই সময়ে একটা কলেজ লেভেলের ছাত্রের সঙ্গে আলোচনা করে আমি খুব প্রীত হয়েছিলাম এবং তোমাকে ভালোবেসে ফেললাম। তোমার সঙ্গে বাঙালি জাতীয়তাবাদ, পূর্ব-পশ্চিমের বৈষম্যের কথা বলতে গিয়ে দেখলাম তুমি অনেক কিছুই জানো। কিছু ক্ষেত্রে আমাকে সেটা শিখাতেও পারো। সেই থেকে তোমার প্রতি আমার ভালোবাসা আজও অব্যাহত রয়েছে।

মনিরুল হক চৌধুরী

হবিগঞ্জের ছেলে মতি। বাবা ছিলেন লন্ডনপ্রবাসী। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কিছুকাল পড়ার সুবাদে মুক্তিযুদ্ধে মতি ছিল আমাদের অন্যতম রিক্রুট। ২৫শে মার্চ রাতে রাস্তায় ব্যারিকেড দেয়ার সময় স্পট থেকে তোমাকে গ্রেপ্তারের পর তুমি বেঁচে আছো সেটা অনেকেই জানতো না। আল্লাহ কি তোমাকে বাঁচিয়ে রেখেছিলেন দেশের এই অবস্থা দেখার জন্য? দেশের এই চিত্র স্বচক্ষে উপলব্ধি করার জন্য? মতি আমরা কি এমনই একটা দেশ চেয়েছিলাম? যেখানে নিয়ম-নীতির, ঈমান-ইনসাফের কোনো তোয়াক্কা নাই। গণতান্ত্রিক রাজনীতির নামে যে রাজনীতি চলছে, এটা কি একটা দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে পারে? বাদ দাও রাজনীতির কথা। তুমি একজন সব্যসাচী মানুষ। এরশাদের সঙ্গে আপোষ না করার কারণে তুমি নিগ্রহের শিকার হয়েছিলে। ’

৯৬-র আওয়ামী শাসনামলেও তোমার অবস্থা ভালো যায়নি। এমনকি বিএনপি’র সময়ও ভালো যায়নি। তোমার কপাল মন্দ। আমরা জীবন দিয়ে দেশের জন্য যে যুদ্ধ করেছিলাম সেই দেশ হয়নি। আমি খুব মর্মাহত তোমার নামে বিদ্বেষমূলক মামলা হয়েছে শুনে। দেশে কিছু মামলাবাজ সৃষ্টি হয়েছে। যারা দেশের নামে, বঙ্গবন্ধুর পক্ষ হয়ে কারণে- অকারণে মামলা করে দেয়। তোমার বর্তমান মামলার বাদী শিখরকে আমি ছোটকাল থেকেই চিনি। ওর বাবা আসাদুজ্জামান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। তার ছেলে শিখর একজন সংবেদনশীল মানুষ হিসেবেও আমি তাকে শুনেছি এবং জেনেছি। আমার সঙ্গে ওর সরাসরি পরিচয় নাই, তাহলে টেলিফোন করে বলতাম।

মতি একজন সব্যসাচী মানুষ। সব্যসাচী সাংবাদিক। সাংবাদিকতার নামে সে কোনোদিন ধান্ধায় জড়িত হয়নি। মুক্তিযুদ্ধে তার ত্যাগ আমাদের অনেকের চেয়ে বেশি। ২৫শে মার্চ শেষ রাতে তুমি যখন গ্রেপ্তার হয়েছিলে তখন তোমার পরিবার এবং দলের কর্মীরা সবাই ভেবেছিল তুমি শহীদ হয়ে গেছো। একসময় তোমার খবর পাওয়া গেল। মুক্তিযুদ্ধের পরেই এনা’র সঙ্গে কাজ করেছো, ইত্তেফাক, বাংলার বাণী, পূর্বদেশ, আজকের কাগজের মতো স্বনামধন্য গণমাধ্যমে কাজ করেছো। সর্বশেষ বাংলাবাজার পত্রিকা ছিল তোমার অপূর্ব সৃষ্টি। তখন বাংলাবাজার পত্রিকা ছিল হটকেক। এক সময় দেখলাম ‘মানবজমিন’ নামে একটা ট্যাবলয়েড পত্রিকা বের করেছো, যেটার আমি প্রথম থেকেই পাঠক। নিঃসন্দেহে বলতে পারি তোমার লেখার একজন ভক্ত আমি। শুধু তোমার নয়, তোমার স্ত্রীর বইগুলো আমি পড়েছি। তার অপূর্ব সংবাদ উপস্থাপন আমাকে এখনো মোহিত করে। আমি ছাত্রলীগের সভাপতি থাকার সময় সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলে তুমি এবং আন্তর্জাতিক যোগাযোগ সেলের সদস্যও ছিলে তুমি। মোহামেডান ক্লাবের সঙ্গে কাজ করতে গিয়েও তোমাকে পেয়েছি। সর্বশেষ কারাগারে থাকার সময় আমার স্ত্রী-বাচ্চারা টের পেয়েছে আমি কেন কথায় কথায় মতি মতি করি। আমরা তো নষ্ট লোক। আমাদের নামে মামলা হবেই। হয়। তোমার মতো সব্যসাচী লোকের বিরুদ্ধে এমন মামলা আমাকে ব্যথিত করেছে। আমার মনে হয় আমরা ধ্বংসের শেষপ্রান্তে। আল্লাহ এই দেশটাকে হেফাজত করুক। তোমাকে হেফাজত করুক।

  • লেখক: রাজনীতিবিদ, ছাত্রলীগের সাবেক সভাপতি।
  • কার্টসি - মানবজমিন/ মার্চ ১৬, ২০২০