Search

Tuesday, September 18, 2018

A loan defaulting epidemic: Over two lakh privileged institutions!

Syed Mansur Hashim

The information disclosed by the finance minister in parliament this month, as a response to a question by a member of parliament, is quite an eye opener. As per Bangladesh Bank data the country now has 230,658 defaulters: companies and institutions that have defaulted on bank loans totalling Tk 1.31 trillion until June 2018. We are further informed by the honourable finance minister that many of these defaulters are heavily involved in the management of 88 banks and financial institutions. The bulk of the default loans belong to the State-owned Commercial Banks (SCBs) where Sonali Bank leads with Tk 186.62 billion, followed by Janata Bank (Tk 148.4 billion), Agrani Bank (Tk 92.84 billion), Rupali Bank (Tk 49.01 billion), Basic Bank (Tk 85.76 billion), Bangladesh Krishi Bank (Tk 21.78 billion), and Bangladesh Development Bank Tk 23.32 billion. In the private sector, things aren't particularly rosy either with the National Bank defaulted loan amount at Tk 50.76 billion, Islami Bank Tk 35.20 billion, and Prime Bank Tk 35.85 billion.

The finance minister deserves a round of applause for making public a list of 100 top defaulters which included some of the top business houses and a horde of lesser known names. What comes as a surprise of course is what happened between last June and September of this year, i.e. back in June, the finance minister had hinted that special measures were being taken to address the banking crisis that would come into effect within a month. He is quoted to have said in this paper that “I admit that the conditions of state banks are not up to our expectations and we are continuing to recapitalise these banks. But we need to understand that these banks often cannot operate on commercial basis.”

True. Needless to say, the finance minister must be finding himself between a rock and a hard place because of reasons beyond our comprehension, nothing substantial has been done to bring back financial discipline in the banking sector; neither in SCBs, nor in private sector banks. The situation in the privately-owned banks is getting to be as bad as the situation in SCBs. By his own admission, and I quote here, “The problem of the private banks is that they help each other and one bank's director gets loans from another bank”. One must ask the question then why was the Banking Company Act amended to allow for four members of the same family to sit on the board of a bank?  Again allowing for a person to hold the position of a director of a bank for nine years is counterproductive for good governance.

As pointed out by the International Chamber of Commerce's (ICCB) News Bulletin (Jan-Mar, 2018): “According to a Bangladesh Bank study five years (during CY2012 to CY2016) average ratio of gross NPLs to total loans were about 27.1 percent, whereas, it was 4.9 percent for PCBs, 6.5 percent for FCBs & 22.56 percent for SCBs. The percentage of classified loan to total outstanding stood at 10.1 percent in June 2016. The percentage was highest for the SBs 26.1 percent, for the PCBs 5.4 percent, for the SCBs 25.7 percent and for the FCBs 8.3 percent.”

The recurring scams remain unsolved which has only encouraged the culture of default and that is reflected in the rise of NPLs. When we look at CPD's “State of the Bangladesh Economy in FY2017-18 (Third Reading)” released to the media on June 3, 2018, we find observations that tell us that this seemingly unstoppable rise in NPLs is primarily due to a number of reasons: “The general trend of NPL has been consistently high for the last few years. Financial frauds, lack of proper due diligence during loan sanctions, political influence on loan disbursement, and the failure to undertake strong measures against loan defaulters and wrong-doers have contributed to high NPLs in the banks. Additionally, the legal framework for dealing with non-performing loans, which consists of the Money Loan Court Act 2003 and Bankruptcy Act 1997, has become more or less dysfunctional. The number of judges dealing with non-performing loan cases is inadequate, and as a consequence, the backlog of cases is a long one.”

Interestingly enough, the general conversation in media has been focused on NPLs. We seldom talk about irrecoverable loans (which is part of NPLs) or loans that banks treat as “written off” and that amount, as of December 2017 (according to CPD) stands at Tk 64,618 crore, which is “87 percent of total classified loans and 8 percent of total loans”. That means Tk 8.70 out of Tk 10 non-performing loans will not be returned!

And still we have statements being issued by policymakers that what is printed in news media is rubbish. Unfortunately, the facts speak otherwise. Our central bank cannot move against top bank management despite having ample proof of irregularities in loan sanctioning. Hence, media reports may be awash with irregularities being committed in SCBs but Bangladesh Bank can only advise and not act.

When we look at our banking sector, it is clear as day that we have too many banks and yet policymakers (in their infinite wisdom) continue to grant licenses for more of them. One of these was the ill-fated Farmers' Bank that has been repeatedly bailed out by government largesse but we are yet to see any real effort to bring those responsible for the fiasco to justice. The irregularities that have led to repeated scams and the lack of assertive action to check these irregularities have become all too obvious. Our financial sector and its guardians have succumbed to political pressure and the end game is to use the banks to misappropriate public money. That basically is the bottom line.

  • Syed Mansur Hashim is Assistant Editor, The Daily Star.
  • Courtesy: The Daily Star /Sep 18, 2018

Environmental pollution out of control

Editorial

Policymakers can no longer turn a blind eye


The report entitled “Enhancing Opportunities for Clean and Resilient Growth in Urban Bangladesh” unveiled by the World Bank is yet another reminder for policymakers and the people of the country of the monumental environmental costs of unplanned urbanisation and the lack of implementation of existing environmental laws. The statistics are shocking: nearly 2.34 lakh deaths in Bangladesh due to environmental pollution and related health risks in 2015, of which 18,000 lives were lost in Dhaka city. Today, Bangladesh is one of the worst affected countries in the world.

Both the economic costs and health implications of unbridled pollution are so severe that letting environmental pollution go unaddressed could lead to the stunting of our economic growth and even a public health crisis. The issues of encroachment upon wetlands, water pollution and air pollution, to name a few, must be seriously addressed.

Furthermore, the general lack of awareness among the populace is a major issue. For instance, how many of us know just how critically high the level of indoor pollution is? According to the WB report, air pollution is the highest in South Asian countries with fine particulate matter measuring at 2.5 microgram both indoor and outdoor.

We understand that bringing environmental pollution under control is a formidable task. But with the necessary political will, it can be overcome. The WB has made several good recommendations which the government should take into consideration. These include institutional reforms for urban governance, making the environment clearance process more transparent and holding officials accountable. There is no alternative to ensuring accountability and transparency and strict implementation of existing environmental laws. The media is prepared to assist the government in its endeavours and we hope the issue is declared as priority number one by policymakers.

  • Courtesy: The Daily Star /Sep 18, 2018

The mystery of picked-up people returning as corpses

Editorial

Government must allay the fear


On Saturday, September 15, JCD President Mashiur Rahman Rony went missing. His family says plainclothes police picked him up from Badda but the police have denied the allegation. On Wednesday, three young men, Shafiul Alam, Monirul Alam and Monirul's friend Abul Hayat, were picked up by allegedly plainclothes police from the airport where they had gone to pick up Shafiul and Monirul's parents who were returning from Hajj. Later they also picked up two more people, one of them a 15-year-old. And again, the police denied having picked them up. 

These are just a few examples of young men being picked up allegedly by members of law enforcement, their detention denied by police and then all of a sudden acknowledged with various cases against them. There are also mysterious cases of individuals being abducted and gone missing for days only to be found dead with bullet or other injuries. On Friday, the bullet-ridden bodies of three young traders of garment factory leftovers were found in a culvert in Purbachal. On Sunday, September 16, the bullet-hit bodies of two brothers from Jessore were found in two different upazilas.

These are incidents reported in a span of not even a week. There are reports of such missing people almost every day. It is frightening enough when people are picked up by apparently members of security forces. It is even more so when no security agency will admit they have been arrested or detained.

The fear of loved ones gone missing, ending up as dead bodies, is becoming a common phenomenon and it is these fears that the government is obliged to allay.

The police or any other security force is required to inform the families of anyone they arrest or detain and produce them in front of a magistrate. Denying that they have arrested someone and then admitting it a few days later violates the law of the land. The state must put an end to such arbitrary practice.

  • Courtesy: The Daily Star / Sep 18, 2018

Scrap quota in govt jobs

Review panel suggests abolishing the system for 1st, 2nd class jobs, places report to PM for approval


A high-powered government committee has recommended abolishing the quota system for class-I and class-II jobs in civil service.

The development comes in the wake of months-long quota reform demonstrations that saw arrests of the movement's leaders and attacks on students.

"Our findings are that there should be no quota for appointments to the posts in 9th to 13th grade, previously dubbed as first class and second class jobs,” Cabinet Secretary M Shafiul Alam, who heads the committee, told reporters at the secretariat after the weekly cabinet meeting yesterday.

The committee also opined that quota is no longer indispensable to small ethnic groups and physically challenged people, he added.

Earlier in the day, the seven-member body submitted its report to Prime Minister Sheikh Hasina, suggesting that officials of grade 9 to 13 should be recruited "completely on merit".

Under the 8th National Pay Scale, class-I officials -- cadre and non-cadre -- join 9th grade positions while class-II officials are appointed to posts from 10th to 13th grade.

Quota movement leaders welcomed the recommendation, but said they would continue demonstrations until their three-point demand is met.

Apart from a gazette on quota reforms, they want withdrawal of all cases against the students who took part in demonstrations over quota or road safety and punishment to those who attacked the protesters.

The committee, formed to “review, reform or cancel” the quota system, unveiled the recommendation six days after quota reformists announced their decision to launch fresh agitations for the gazette.

Bangladesh Sadharan Chhatra Odhikar Sangrakkhan Parishad, the platform spearheading the quota movement since February, will stage demonstrations today at all universities demanding immediate publication of the gazette.

"We will continue our movement as we are still doubtful about the implementation of quota reform recommendation which has been sent to the prime minister," Nurul Haque Nur, a joint convener of the platform, told The Daily Star.

"Our prime minister in parliament declared that there would be no quota in public service, but we did not see its implementation. We will stop our movement once the gazette is published," he said.

At present, about 56 percent of government jobs are reserved for candidates from various quotas. Of the 56 percent, 30 percent are for freedom fighters' children and grandchildren, 10 percent for women, 10 percent for people of underdeveloped districts, five percent for members of indigenous communities and one percent for physically challenged people.

The cabinet secretary said it's a big report but with brief findings.

The appointment system for the positions from 14th to grade 20th will remain unchanged. It was, in fact, not in the committee's terms of reference, he added.

Class-III and class-IV employees are appointed to the 14th to 20th grade positions. However, the government documents now mention “grade” instead of “class” while referring to the tiers in the public service.

About the next step, Shafiul said the prime minister will formally approve the committee's recommendation through the public administration ministry. Later, it will be placed before the next cabinet meeting.

Once the cabinet gives its approval, the government will issue a gazette, he added.

Asked whether the recommendation will have any influence on the 40th BCS exams advertised by the Public Service Commission recently, he said the circular of the BCS exam mentioned that the quota will be fixed accordingly if the government takes a “different” decision.

Replying to a query on the court's observation about quota for freedom fighters' children and grandchildren, he said the committee took opinions from legal experts.

"They [the legal experts] said the judgment would have no effect on the proposal as this is a policy decision of the government," Shafiul said.

In a verdict in 2015, the Appellate Division of the Supreme Court said, "The High Court Division observed that the reservation of 30 percent quota for the children of freedom fighters shall be followed strictly."

The cabinet secretary further said the committee has examined the needs of small ethnic groups and the physically challenged people and found that they can do without the quota system.

In February this year, a large number of students of public universities and jobseekers, launched the movement demanding reforms in the quota system.

The movement intensified in April when students across the country took to the streets. They blocked key points in the capital and roads and highways elsewhere.

In the wake of mass protests, Prime Minister Sheikh Hasina on April 11 announced in parliament that the quota system would be scrapped.

But as no gazette notification was issued in this regard, the protesters began boycotting classes and examinations in all universities and colleges later on.

On June 30 and July 1, alleged BCL activists attacked protesters at Dhaka University and Rajshahi University, leaving a number of students injured. Law enforcers in the following days arrested and remanded a number of leaders of the movement.

The quota reform movement lost momentum following attacks on demonstrators and arrests of some of its leaders.

The government formed the review committee on July 2 with secretaries to the public administration ministry, finance ministry, Liberation War affairs ministry, law ministry (legislative division), PSC, and the acting secretary to the Prime Minister's Office.

The committee was asked to submit a report within 15 workings days. On July 19, it was given 90 working days as it could not finish gathering information about the system.

  • Courtesy: The Daily Star /Sep 18, 2018

শিক্ষকদের দ্বন্দ্বে ক্লাস বন্ধ

সম্পাদকীয়

শিক্ষার্থীদের কেন খেসারত দিতে হবে?


একটা সময় ছিল যখন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায়ই হানাহানি-সংঘর্ষ হতো। ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ার জের ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যেত। সেশনজট লেগে যেত। ক্ষতির মুখে পড়তেন শিক্ষার্থীরা। তাঁদের শিক্ষাজীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যেত। সে তুলনায় এখন শিক্ষাঙ্গন অনেক শান্ত। শিক্ষার্থীদের দ্বন্দ্ব-সংঘাতজনিত কারণে কোথাও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘটনার কথা আমরা বেশ কিছুদিন শুনতে পাই না।

কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ নতুন ধরনের সমস্যায় পড়েছে। এই বিভাগের শিক্ষকদের অন্তঃকোন্দলের জের ধরে তাঁরা ক্লাস ও পরীক্ষা নেওয়া বন্ধ করে দিয়েছেন। তাঁদের ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বিবাদের বলি হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা নানাভাবে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা নেওয়ার অনুরোধ করা সত্ত্বেও শিক্ষকেরা তা নিচ্ছেন না। এতে সেশনজট লেগে যাওয়ার ঝুঁকির মধ্যে পড়ে গেছেন তাঁরা।

বাধ্য হয়ে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা চালু করার দাবিতে আন্দোলনে নেমেছেন। রোববার শিক্ষকদের ভেতরে আটকে রেখে বিভাগের দুটি ফটকে তালা ঝুলিয়ে তাঁরা বিক্ষোভ করেছেন। যে সময়টাতে একজন শিক্ষার্থীর পড়ার টেবিলে নিবিড় পাঠে ডুবে থাকার কথা, সেই সময় তাঁকে ক্লাস ও পরীক্ষার দাবিতে স্লোগান দিতে হবে—এটা সভ্য সমাজের কথা হতে পারে না।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্যমতে, বিভাগের নতুন সভাপতির সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্বের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। শিক্ষকেরা বিভাগের অন্য সব কার্যক্রম সঠিকভাবে চালালেও ক্লাস-পরীক্ষা নিচ্ছেন না। এই অবস্থায় বিভাগের সভাপতি অধ্যাপক মনজুরুল হাসান এ বিষয়ে বলেছেন, ‘শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা নিতে চাচ্ছেন না। যদি কোনো শিক্ষক ক্লাস-পরীক্ষা না নেন, তাহলে আমার কিছু করার থাকে না।’ একটি বিভাগের সভাপতি যখন এমন কথা বলেন, তখন হতাশ হতে হয়।

ব্যক্তিগত কিংবা রাজনৈতিক স্বার্থ নিয়ে শিক্ষকদের মধ্যে মতভিন্নতা থাকতেই পারে। কিন্তু তাই বলে তাঁরা এর জের ধরে ক্লাস-পরীক্ষা নেওয়া বন্ধ করে দিতে পারেন না। এটি স্পষ্ট অন্যায় ও অনৈতিক কাজ। এর জন্য শিক্ষার্থীরা যদি সেশনজটে পড়েন, তাহলে সেই ক্ষতি এই শিক্ষকেরা কীভাবে পুষিয়ে দেবেন? ক্ষতির শিকার হওয়া শিক্ষার্থীরা কি এই শিক্ষকদের প্রতি তাঁদের শ্রদ্ধা ধরে রাখতে পারবেন? নিশ্চয়ই পারবেন না।

সর্বোপরি কথা হলো, এভাবে চলতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে চলে। সেখানে কোনো শিক্ষকের স্বেচ্ছাচারী আচরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যেখানে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের ক্লাসে নেওয়ার জন্য তাগিদ দেওয়া, সেখানে উল্টো শিক্ষার্থীদেরই যদি ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করতে হয়, তাহলে সেটি গোটা শিক্ষকসমাজের জন্যই লজ্জাকর। দ্রুতই শিক্ষকদের ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আসতে হবে। তা না হলে এ ঘটনা ও খারাপ নজির দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ওপরও প্রভাব বিস্তার করতে পারে। যা কারও কাম্য নয়।  
কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ১৮,২০১৮

রূপগঞ্জে তিন খুন - পুলিশের এজাহারের বিবরণ প্রশ্নবিদ্ধ!

সম্পাদকীয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার এবং এ ঘটনায় কারও গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক ঘটনা। এই যুবকদের সামাজিক পরিচয় উদ্‌ঘাটিত হওয়ার পর সন্দেহ আরও গভীর হয়েছে। তাঁদের পরিবার দাবি করেছে, তাঁরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। প্রাথমিকভাবে জানা গেছে, তঁাদের জীবনে ব্যবসায়িক বা ব্যক্তিগত দ্বন্দ্ব এতটা প্রকট ছিল না, যাতে এ রকম লোমহর্ষ তিন খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনে রাখা দরকার, যে নাটকীয়তায় তিন ব্যক্তিকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নেওয়ার পর হত্যা করা হয়েছে, তা জনগণকে এর আগের চাঞ্চল্যকর সাত খুনের কথা  স্মরণ করিয়ে দেবে।

কিছু বিষয় অগ্রাধিকারের ভিত্তিতে তদন্তের দাবি রাখে। প্রথমত, পরিবারগুলোর দাবি, এ ঘটনায় এজাহার দায়ের করতে পুলিশ উৎসাহ দেখিয়েছে। এ ধরনের অনেক ঘটনায় পুলিশ মামলা নিতে উদাসীন কিংবা শীতল মনোভাব দেখিয়ে থাকে। কিন্তু এ ঘটনায় তারা পরিবারগুলোর ‘বিলম্ব’ দেখে নিজেরাই একটি এজাহার দাখিল করেছে।

পুলিশের অতি উৎসাহ দেখানোর অভিযোগ রুটিনমাফিক হতে পারে। কিন্তু এটা খতিয়ে দেখতে হবে। তারা বলেছে, মৃত ব্যক্তিদের পক্ষে কেউ এজাহার দায়ের করতে এগিয়ে না আসায় পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এজাহার লেখা হয়েছে। কিন্তু ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের’ নাম প্রকাশ করা হয়নি।  

দ্বিতীয়ত, এজাহারের বিবরণে পুলিশ যে এতটা উদারতার সঙ্গে খুনিদের শুধুই ‘অজ্ঞাতনামা আসামি’ হিসেবে উল্লেখ করেছে, তা–ও স্বাভাবিক নয়। আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি, পুলিশ এ ধরনের ঘটনায় অজ্ঞাতনামা সন্ত্রাসী বা দুষ্কৃতকারীর মতো পরিভাষা ব্যবহার করে থাকে। কিন্তু এত বড় একটি ঘটনার বয়ানে তারা নিস্পৃহ।

তৃতীয়ত, পরিবারগুলোর উদ্ধৃতি দিয়ে পুলিশ এজাহারে বলেছে, ইমো, ফেসবুক ও বিভিন্ন ইলেকট্রনিক সংবাদমাধ্যমে নিহত ব্যক্তিদের ছবি প্রকাশের পর তাঁদের আত্মীয়স্বজন এসে লাশ শনাক্ত করেছেন। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য স্বজনেরা দিয়েছিলেন, সেসব পুলিশ এজাহারে উল্লেখ করেনি। স্বজনেরা পুলিশকে বলেছেন, ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা-যশোর রুটের পূর্বাশা পরিবহনের বাসে ওই তিনজনকেই তুলে দেওয়া হয়েছিল। ওই বাস দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট পার হয়ে পাটুরিয়া প্রান্তে এলে দুটি মাইক্রোবাস গাড়িটি ব্যারিকেড দেয়। সাদাপোশাকের ১৫-২০ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাস থেকে তাঁদের তুলে নিয়ে যান। এই তিন হত্যার ঘটনার সবচেয়ে প্রাসঙ্গিক ও স্পর্শকাতর তথ্য ছিল এটি।

কিন্তু আমরা বিস্মিত যে এজাহারে কথিত ডিবি পুলিশ–সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ নেই। যদিও নিহত একজনের পকেট থেকে ‘৬০টি ইয়াবা’ উদ্ধারের তথ্য উল্লেখে তাদের ভুল হয়নি । এটাও লক্ষণীয় যে প্রাপ্ত তথ্য নির্দেশ করছে, নিহত ব্যক্তিদের কারও বিরুদ্ধে কোনো মামলা দায়েরের রেকর্ড নেই।

এই ভয়ানক অপরাধের তদন্ত অনতিবিলম্বে ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। নিহত সোহাগ, নূর ও শিমুলের শরীরকে একাধিক বুলেট যেভাবে বিদীর্ণ করেছে, তাতেও এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিহত ব্যক্তিদের স্বজনদের কেউ কেউ এই হত্যাকাণ্ডে অন্যান্য কারণের মধ্যে ‘সাত খুনের’ মতো কোনো বিষয় (নিশানা ভুল হতে পারে) থাকতে পারে বলেও ইঙ্গিত করেছেন।

আমরা আশা করি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রূপগঞ্জের এই তিন হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে প্রকাশ করবেন।

  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ১৮,২০১৮

সবার মত অগ্রাহ্য, এবার আরও কড়া আইন

  • ডিজিটাল নিরাপত্তা আইন
  • বিতর্কিত ৫৭ ধারা ছড়িয়ে-ছিটিয়ে রাখা হলো
  • ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ যুক্ত করে পরিধি আরও বড় করা হলো
  • পরোয়ানা ছাড়া তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা
  • সাংবাদিকদের উদ্বেগ ও প্রস্তাব উপেক্ষিতই থেকেছে
  • আইনটি পাস হলে সাংবাদিকতার স্বাধীনতা হুমকিতে পড়বে
  • সম্পাদক পরিষদ ইতিমধ্যে আইনটি প্রত্যাখ্যান করেছে



সরকারের বিভিন্ন পর্যায় ও সংসদীয় কমিটির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। যে ধারাগুলো নিয়ে বিভিন্ন পক্ষের আপত্তি ছিল, তার কয়েকটিতে কিছু জায়গায় ব্যাখ্যা স্পষ্ট করা, সাজার মেয়াদ কমানো এবং শব্দ ও ভাষাগত কিছু সংশোধন এনেছে সংসদীয় কমিটি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার বিষয়গুলো ছড়িয়ে-ছিটিয়ে চারটি ধারায় ভাগ করে এই আইনে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই আইনের ব্যাপারে সাংবাদিকদের উদ্বেগ ও প্রস্তাব উপেক্ষিতই থেকেছে। আইনটি পাস হলে সংবাদমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা হুমকির মুখে পড়বে। সম্পাদক পরিষদ ইতিমধ্যে আইনটি প্রত্যাখ্যান করেছে।

গতকাল সোমবার জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮-এর প্রতিবেদন উপস্থাপন করেন। নিয়ম অনুযায়ী, এখন সংশ্লিষ্ট মন্ত্রী বিলটি পাসের জন্য সংসদে তুলবেন।

সংসদীয় কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, প্রস্তাবিত আইনের বহুল আলোচিত ‘ডিজিটাল গুপ্তচরবৃত্তি’ শব্দটি বাদ দেওয়া হলেও সেখানে কার্যকর কোনো পরিবর্তন আনা হয়নি। বরং এই ধারাটিতে ঔপনিবেশিক আমলের ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ অন্তর্ভুক্ত করে এর পরিধি আরও বড় করা হয়েছে। অর্থাৎ ডিজিটাল মাধ্যমে কেউ অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে তার সাজা হবে। এর সর্বোচ্চ সাজা ১৪ বছর কারাদণ্ড।

আইনে পরোয়ানা ছাড়া তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা বহাল আছে। এ ক্ষেত্রে শুধু ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালকের অনুমতি নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ; মানহানিকর তথ্য প্রকাশ; ধর্মীয় অনুভূতিতে আঘাত; আইনশৃঙ্খলার অবনতি ঘটানো-সংক্রান্ত ধারায় আমূল কোনো পরিবর্তন আসেনি। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত-সংক্রান্ত অপরাধের সাজা কমানো হয়েছে। মানহানিকর তথ্য প্রকাশ-সংক্রান্ত ধারায় সম্পাদক পরিষদের উদ্বেগকে আমলে নেওয়া হয়নি। এই ধারায় সংশোধনী এনে মানহানিকর তথ্য প্রকাশ শব্দের সঙ্গে প্রচার শব্দটি যুক্ত করা হয়েছে।

আর ইতিবাচক পরিবর্তন বলতে মূলত এই আইনের প্রয়োগের ক্ষেত্রে ‘তথ্য অধিকার-সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে তথ্য অধিকার আইনের বিধানাবলি কার্যকর থাকবে’ এই একটি উপধারা যুক্ত করা হয়েছে।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনাম গতকাল প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত এই আইনটিতে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী যেসব বিষয় ছিল, সেগুলো রয়ে গেছে। কোনো পরিবর্তন আসেনি। স্বাধীন সাংবাদিকতার সুযোগ আর রইল না। নব্বইয়ের প্রেক্ষাপটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে দেশের সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের যে প্রসার ঘটেছে, এই আইনে সেই অর্জন গুরুতরভাবে ব্যাহত হবে। গণতন্ত্রের বিকাশও বাধাগ্রস্ত হবে।

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টকে অন্তর্ভুক্ত করার সমালোচনা করে ডেইলি স্টার সম্পাদক বলেন, ঔপনিবেশিক এই আইন এখন আর ব্যবহৃত হয় না। আস্তাকুঁড় থেকে এই আইনটিকে আবার সামনে আনা হলো। তিনি বলেন, সংবাদপত্র, টেলিভিশনসহ সব ধরনের সংবাদমাধ্যমকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতেই হয়। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগগতভাবে সব ধরনের গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা রাখে।

গত ২৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন করেছিল মন্ত্রিসভা। তখন থেকে এই আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন পক্ষ আপত্তি জানিয়ে আসছে। সম্পাদক পরিষদ এই আইনের ৮টি (৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২ ও ৪৩ ) ধারা নিয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিল। সম্পাদক পরিষদ মনে করে, এসব ধারা বাক্‌স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হতে পারে। এ ছাড়া ১০টি পশ্চিমা দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা এই আইনের ৪টি (২১, ২৮, ৩২ ও ২৫) ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ৯টি ধারা (৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৮) পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল।

আপত্তির মুখে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সংসদীয় কমিটির মাধ্যমে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এই প্রেক্ষাপটে গত ৯ এপ্রিল বিলটি সংসদে তোলা হয়। পরে বিলটি পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সাংবাদিকদের তিনটি সংগঠন সম্পাদক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের প্রতিনিধিদের সঙ্গেও বিলটি নিয়ে দুই দফা বৈঠক করে সংসদীয় কমিটি। প্রয়োজনীয় সংশোধনী আনার আশ্বাসও দেওয়া হয়েছিল।

সংসদীয় কমিটি প্রতিবেদন দিতে তৃতীয় দফায় ১১ সেপ্টেম্বর এক মাসের সময় নিয়েছিল। কিন্তু এর পরদিনই তারা প্রতিবেদন চূড়ান্ত করে এবং গতকাল তা সংসদে পেশ করে।

বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটির সঙ্গে তাঁদের তৃতীয় বৈঠকটি না হওয়ায় প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক রয়েছে। সাংবাদিকদের সঙ্গে তৃতীয় বৈঠকের মাধ্যমে আইনের সংশোধনী চূড়ান্ত করার কথা থাকলেও তা করা হয়নি, এটা হতাশার বিষয়। দুঃখজনক হলো, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট চাপিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের জন্য এই আইন প্রয়োগের ক্ষেত্রে তাঁরা একটি সুরক্ষা চেয়েছিলেন। আইনমন্ত্রী নিজেও এ বিষয়ে আগ্রহী ছিলেন। তাঁরা চেয়েছিলেন, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এলে তা প্রথমে প্রেস কাউন্সিলে যাবে। এটি না হওয়াটাও হতাশার। আরেকটি হতাশা ও উদ্বেগের জায়গা হলো, ৫৭ ধারার মতো এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর জায়গাটা থাকল।

‘গুপ্তচরবৃত্তি’র জায়গায় সিক্রেটস অ্যাক্ট

মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদনের পর থেকে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ৩২ নম্বর ধারা (কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচরবৃত্তির অপরাধ) নিয়ে। সংসদীয় কমিটি এ ধারায় পরিবর্তন এনেছে। ডিজিটাল গুপ্তচরবৃত্তি শব্দটি বাদ দিয়ে এই ধারায় ঊপনিবেশিক আমলে ১৯২৩ সালে করা আইন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে অন্তর্ভুক্ত করেছে। এই আইনটি যুক্ত করার বিষয়ে সম্পাদক পরিষদ ও সাংবাদিক নেতারা সংসদীয় কমিটির বৈঠকেই আপত্তি জানিয়েছিলনে। কারণ, আইনটি তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক।

এখন ৩২ নম্বর ধারায় ‘ডিজিটাল গুপ্তচরবৃত্তি’ শব্দ বাদ দিয়ে সংসদীয় কমিটি বলেছে, ‘সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধ ও দণ্ড’। তাতে বলা হয়েছে, কোনো ব্যক্তি অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-এর আওতাভুক্ত কোনো অপরাধ কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে সংঘটন করেন বা করতে সহায়তা করেন, তাহলে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে।

পরোয়ানা ছাড়া তল্লাশি, গ্রেপ্তার

প্রস্তাবিত আইনের ৪৩ ধারায় পুলিশকে পরোয়ানা ছাড়া তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ধারায় সামান্য পরিবর্তন এনেছে সংসদীয় কমিটি। তারা পুলিশ তল্লাশির জন্য ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালকের অনুমোদন নেওয়ার বিধান যুক্ত করেছে। এখন এই ধারায় বলা হয়েছে, যদি কোনো পুলিশ কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকে যে কোনো স্থানে এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটিত হয়েছে বা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে বা সাক্ষ্যপ্রমাণ হারানো, নষ্ট হওয়া, মুছে ফেলা, পরিবর্তন বা অন্য কোনো উপায়ে দুষ্প্রাপ্য হওয়ার বা করার সম্ভাবনা আছে তাহলে তিনি এরূপ বিশ্বাসের কারণ লিখে মহাপরিচালকের অনুমোদনক্রমে ওই জায়গায় তল্লাশি চালাতে পারবেন। ঢুকতে বাধা পেলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। তল্লাশির সময় অপরাধ সংঘটনে ব্যবহার্য কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য-উপাত্ত এবং অপরাধ প্রমাণে সহায়ক কোনো দলিল জব্দ করতে পারবেন। ওই স্থানে উপস্থিত যেকোনো ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন এবং ওই জায়গায় কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধ করেছেন বা করছেন বলে সন্দেহ হলে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রথম আলোকে বলেন, এজেন্সির মহাপরিচালক হবেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর অনুমতি নেওয়ার বিষয়টি হবে একেবারে দাপ্তরিক প্রক্রিয়া। সব মিলে ভয়াবহ একটি কালো আইন হতে যাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। নানা আশ্বাস আর আলোচনার নামে সরকার ধোঁকাবাজি করেছে। আরেকটি বিতর্কিত নির্বাচন করার জন্য সরকার তাড়াহুড়া করে এই আইন করতে যাচ্ছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত

ধর্মীয় অনুভূতিতে আঘাত-সংক্রান্ত ২৮ নম্বর ধারায় অপরাধের সাজা কমানো হয়েছে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের সঙ্গে উসকানি দেওয়াকেও অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের ওপর আঘাত করে এমন কিছু কেউ প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ হবে। সাজা হবে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আগে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের প্রস্তাব ছিল।

মুক্তিযুদ্ধের চেতনা

এই ধারায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচারের (প্রোপাগান্ডা) সঙ্গে জাতীয় সংগীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে অপপ্রচারকে অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে কেউ এসব বিষয়ে অপপ্রচার চালালে ১০ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই অপরাধে আগে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ কোটি টাকা অর্থদণ্ডের বিধান প্রস্তাব করা হয়েছিল।
  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ১৮,২০১৮ 

সড়ক দুর্ঘটনা আবার বাড়ছে

সম্পাদকীয়

আইনের কঠোর প্রয়োগ জরুরি


দেশে সড়ক দুর্ঘটনা যেমন কমছে না, তেমনি সড়ক-মহাসড়কে এখনো শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। সড়ক দুর্ঘটনা নিয়ে এবার এত বড় একটা আন্দোলন হলো, তারুণ্য নতুন উপমা সৃষ্টি করল; তা ছাড়া দীর্ঘ দিন যাবৎ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলছে; তার পরও সড়কে মৃত্যুর হার কমছে না। বরং দেশজুড়ে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে।

সড়ক দুর্ঘটনার সাথে যে কান্না জড়িয়ে আছে, তার প্রতি কারো যেন কোনো ভ্রক্ষেপও নেই। নগরজীবনে কোনো মানুষ একবার ঘর থেকে বেরুলে আবার নিরাপদে ঘরে ফিরতে পারবেন কি না, সেই নিশ্চয়তা কেউ দিতে পারেন না। এটা ঠিক যে, সড়কে দুর্ঘটনাকে শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ যন্ত্রদানবের কাছে মানুষ অসহায়। অনেক সময় যান্ত্রিক কারণেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। এসব দুর্ঘটনাকে আসলেই ‘দুর্ঘটনা’ বলা যেতে পারে। অথচ বাংলাদেশের সড়ক-মহাসড়কে যেসব দুর্ঘটনা ঘটছে তার কারণ যান্ত্রিক ত্রুটি নয়। আনকোরা ড্রাইভার অথবা তার ড্রাইভিংয়ের যোগ্যতার নিদারুণ অভাব। ফিটনেসহীন গাড়ির কারণেও কিছু দুর্ঘটনা ঘটছে। বহু দুর্ঘটনা ঘটছে অনেকটা ওভারটেকিং বা বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে। যাত্রী ওঠা-নামার সময় ধাক্কা দিয়ে তাকে চাকার নিচে ফেলে দেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ছোট গাড়ি বড় গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ছে। মোদ্দা কথা, গত ক’দিনে দেশজুড়ে যেসব দুর্ঘটনা ঘটেছে, এর সব ক’টি বিশ্লেষণ করলে যা উপসংহার পাওয়া যায়, তাতে বলা চলেÑ এগুলো কোনোটিই নিছক দুর্ঘটনা নয়, অনেকগুলো ঠাণ্ডা মাথায় ঘটানো হয়েছে। অসম প্রতিযোগিতার কারণে, অন্য গাড়িকে ট্রাফিক সিস্টেম না মেনে ইচ্ছাকৃতভাবে অতিক্রম করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং নির্দোষ যাত্রী বা পথচারী হচ্ছে হতাহত।

আমরা যা পর্যবেক্ষণ করেছি, যতটা গবেষণা হয়েছে, তার উপসংহার টানা যায় একটাই : কোনো ড্রাইভার ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে অভ্যস্ত নয়। অনেক সময় বেআইনি জেনেও চালক মোবাইল ফোনে কথা বলছে, আবার গাড়িও চালাচ্ছে। তা ছাড়া অনেক মাদকসেবী ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ড্রাইভ করতে দেখা যায়। এর ফলে যত্রতত্র দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ট্রাফিক আইনের শিথিল প্রয়োগ এবং পুলিশের উদাসীনতাও অনেক ক্ষেত্রে দুর্ঘটনার কারণ। এর সহজ অর্থ, আইনের শিথিল প্রয়োগ কিংবা অকার্যকারিতা অনেক দুর্ঘটনার কারণ হয়ে দেখা দিয়েছে।

সড়ক দুর্ঘটনার কারণে যে মানুষটি মৃত্যুবরণ করলেন, তিনি রেখে যান তার পরিবারের বুকফাটা কান্না। তা ছাড়া অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই সড়ক দুর্ঘটনা বন্ধ করার জন্য সব পরামর্শ ও সুপারিশ কাজে লাগানোর সর্বাত্মক চেষ্টা করতে হবে। এ ব্যাপারে পুলিশ ও আইনের শৈথিল্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

  • কার্টসিঃ নয়াদিগন্ত/ সেপ্টেম্বর ১৮,২০১৮ 

একের পর এক গুপ্তহত্যা

আবু সালেহ আকন


আপন দুই ভাই তারা। একজন ফারুক হোসেন (৫০), অন্যজন আজিজুল হক (৪৫)। বাবার নাম জেহের আলী। বাড়ি যশোরের শার্শা উপজেলার সামটা গ্রামে। একই দিনে দুই ভাই নিখোঁজ হন। গত রোববার তাদের লাশ উদ্ধার হয় যশোরেরই দুই উপজেলা থেকে। পুলিশ বলেছে, কারা এ হত্যা করেছে তা তারা জানে না; যে কারণে সবাই এটিকে বলছেন গুপ্তহত্যা। কেউই জানেন না; কারা ও কেন এ হত্যার ঘটনা ঘটিয়েছে। এভাবেই একের পর এক ঘটছে গুপ্তহত্যার ঘটনা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এই গুপ্তহত্যার ঘটনায় উদ্বিগ্ন মানুষ। এমনকি রাজধানীর পাশের রূপগঞ্জে ট্রিপল খুনের ঘটনাও ঘটেছে।

গত রোববার শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের একটি মেহগনি বাগান থেকে আজিজুলের এবং কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি-চিংড়া সড়কের ধর্মপুর গ্রামের রাস্তার পাশ থেকে ফারুকের লাশ উদ্ধার করা হয়। তাদের আরেক ভাই সাইদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে আজিজুল ও তার বড়ভাই ফারুক একসাথে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত ১০টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তারা খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় বিষয়টি জানান। এরপর রোববার ফোন পেয়ে শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের একটি মেহগনি বাগানে গিয়ে আজিজুলের লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হলে দুপুরে পরিবারের লোকজনও সেখানে গ্রণ। এর কিছু সময় পর কেশবপুর থেকে আনা অজ্ঞাত আরেকটি লাশ দেখে তারা সেটি ফারুকের বলে শনাক্ত করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিহত আজিজুল ওরফে হাতকাটা আজিজুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাত-আটটি মাদক মামলা রয়েছে। শার্শার বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবদুর রহিম হাওলাদার জানান, উপজেলার পশ্চিমকোটা গ্রামের একটি মেহগনি বাগানে আজিজুলের মাথায় গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুই দল মাদক কারবারির বিরোধের জেরে তিনি খুন হতে পারেন। 

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, নিহতের গলায় একটি দাগ রয়েছে। 

নিহতদের ভাই সাইদুল অভিযোগ করেন, তার ভাই আজিজুল মাটি বিক্রির ব্যবসা করতেন। অনেক আগে বোমা বিস্ফোরণে তার দু’টি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ফারুকও মাদক কারবারি ছিলেন না। পুলিশ পরিচয়ে ধরে নিয়ে তাদের হত্যা করা হয়েছে। তবে পুলিশ তাদেরকে গ্রেফতার বা আটকের বিষয়টি অস্বীকার করেছে।

গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো রাজধানীর মহাখালী এলাকার শহীদুল্লাহর ছেলে মো: সোহাগ (৩২), মুগদা এলাকার মো: আবদুল মান্নানের ছেলে শিমুল (৩১) ও ওই এলাকার আবদুল ওয়াহাব মিয়ার ছেলে নুর হোসেন বাবু (৩০)। এরা তিনজন একে অপরের বন্ধু ও ঝুট ব্যবসায়ী। শিমুল ও বাবু পরস্পর ভায়রা। তাদের স্বজনদের দাবি, গত বুধবার বেড়াতে যাওয়ার পথে দৌলতদিয়ায় ডিবি পুলিশ পরিচয় সাদা পোশাকের লোকজন তাদেরকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে নিয়ে যায়। এর পর থেকে তারা নিখোঁজ ছিলেন। ওই বাসের সুপারভাইজার তাদের ফোন করে অপহরণের বিষয়টি জানান। শুক্রবার সকাল ৮টার দিকে পূর্বাচল উপশহরের আলমপুর এলাকার ১১ নম্বর ব্রিজ এলাকায় সড়কের পাশে লাশ তিনটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা এ খুনের ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে গতকাল পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

গতকাল বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার হয়েছে। বুড়িগঙ্গার দক্ষিণ তীরে তেলঘাট এলাকায় গতকাল লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বয়স ৪০ বছর বলে পুলিশ জানায়। গতকাল বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের তরিকুল্লাহর ডকইয়ার্ড-সংলগ্ন বেড়িবাঁধ থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলেছেন, এগুলো গুপ্তহত্যার শিকার। কে বা কারা এ খুনের ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও পুলিশের কাছেও কোনো তথ্য নেই।

মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে দেশে গুমের শিকার হয়েছেন ২৭ জন। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য গতকাল বলেছেন, তাদের আশঙ্কা তাদের স্বজনেরা গুপ্তহত্যার শিকার হতে পারেন।

  • কার্টসিঃ নয়াদিগন্ত/ সেপ্টেম্বর ১৮, ২০১৮ 

Monday, September 17, 2018

বাংলাদেশে ৫ লাখ বিদেশী কর্মজীবী: নেপথ্যের দুর্বলতা

আবু তাহের খান

বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক গবেষণাপত্রের তথ্য ও শিল্প খাতে জড়িত উদ্যোক্তাদের মতামত উদ্ধৃত করে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, পাঁচ লাখের মতো বিদেশী বর্তমানে বাংলাদেশে কাজ করছে। ধারণা করা হচ্ছে, সামনের দিনগুলোয় এ সংখ্যা আরো বাড়বে। অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫-১৬ অর্থবছরের হিসাব অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে শিক্ষিত বেকার। তদুপরি আরো প্রায় সাড়ে তিন লাখ তরুণ প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরোচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে মাদ্রাসা থেকে বেরোনো ডিগ্রিধারীরাও।

এখন স্বভাবতই প্রশ্ন আসে, এত বিপুলসংখ্যক মানুষ বিশেষত শিক্ষিত তরুণ বেকার থাকা সত্ত্বেও পাঁচ লাখ বিদেশী কেন বাংলাদেশে কাজ পাচ্ছে, যারা প্রতি বছর প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা নিজ নিজ দেশে নিয়ে যাচ্ছে? বিষয়টি উত্কণ্ঠার হলেও এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বরং অপ্রিয় হলেও সত্য, উপযুক্ত দক্ষ লোক দেশে পাওয়া যাচ্ছে না বলেই চাকরিদাতারা বাধ্য হয়ে বেশি বেতন দিয়ে বিদেশীদের নিয়োগ করছেন এবং তা করতে না হলে অর্থাৎ স্থানীয়দের দিয়ে এ কাজ চালানো গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বা ব্যবসায়ের খরচ আরো কম পড়ত। 

কিন্তু তা না করে তারা যে বেশি বেতন দেয়ার ঝুঁকি নিয়ে বিদেশীদের নিয়োগ করছেন, সেটি তারা নিরুপায় হয়েই করছেন— এ ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। আর তাই মানতে হবে, শিক্ষার বর্তমান ব্যবস্থা ও ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোয় বিদেশীদের নিয়োগ দেয়ার এ হার আরো বাড়বে বৈ কমবে না। অন্যদিকে উৎপাদন ও ব্যবসায় খাতে উৎপাদনশীলতার উচ্চহার প্রতিষ্ঠা করতে চাইলে এ নিয়োগকে নিয়ন্ত্রণ করাটাও সমীচীন হবে না। কারণ বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদন ও কর্মপ্রক্রিয়ায় উচ্চতর দক্ষতা সংযুক্তির কোনো বিকল্প নেই, যে দক্ষতার সরবরাহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিছুতেই করতে পারছে না। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলাদেশের কর্মবাজার কি তাহলে ক্রমে বিদেশীদের হাতেই চলে যাবে?

শেষোক্ত এ প্রশ্নটিকে রাষ্ট্রের নীতিনির্ধারকরা অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে নিচ্ছেন বলেই মনে হচ্ছে। অন্তত এ বিষয়ে নানা উদ্বেগজনক খবরাখবর পত্রিকায় প্রকাশিত হওয়ার পরও এ ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া না দেখে আপাতত তা-ই মনে হচ্ছে। জাতীয় সংসদে কত গুরুত্বহীন মামুলি বিষয় নিয়ে কথা বলে কত মূল্যবান সময় ব্যয় হয়। অথচ পাঁচ লাখ বিদেশী বাংলাদেশে কাজ করে (যাদের চার-পঞ্চমাংশই আবার বৈধ কর্মানুমতি ছাড়া) বছরে সাড়ে ১৬ হাজার কোটি টাকা বাইরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা হবে, সে বিষয়ে জাতীয় সংসদে একটি টুঁ শব্দও উচ্চারিত হয়নি। বরং প্রাসঙ্গিক নানা তত্পরতা দেখে এটাই মনে হচ্ছে, রাষ্ট্র বরং এক্ষেত্রে উল্টো পথে হাঁটছে। কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি খোলাসা করা যাক।

একটু পুরনো হিসাবে দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৭ (সর্বশেষ হিসাবে আরো বেশি হতে পারে)। এর মধ্যে গোটা দশেকের কথা বাদ দিলে বাদবাকিগুলোয় যে মানের পড়াশোনা করানো হয়, তাকে আর যা-ই বলা যাক, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা বলা যাবে না কিছুতেই। এখানে শিক্ষার আন্তর্জাতিক মান তো দূরের কথা, বাংলাদেশ মানের সাধারণ স্নাতক পর্যায়ের শিক্ষার স্তরও রক্ষিত হয় না। এখানকার অধিকাংশ বেসরকারি শিক্ষার মান নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি প্রশ্ন রয়েছে এখানে ছাত্র ভর্তির যোগ্যতা নিয়েও। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নামমাত্র জিপিএ নিয়ে পাস করতে পারলেই এসব বিশ্ববিদ্যালয়ে অনায়াসে ভর্তি হওয়া যায়, যাদের অধিকাংশেরই বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যক্রমের সঙ্গে নিজেদের আত্মস্থ করার সামর্থ্য নেই। 

অথচ বাণিজ্যিক স্বার্থে এসব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ছাত্র ভর্তি দেদার চলছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই অবস্থা। যাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদানের যোগ্যতাও নেই, তারাই পড়াচ্ছেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে। ফলে এরূপ দ্বিবিধ (মানহীন শিক্ষক ও ছাত্র) মানহীন ব্যবস্থার মধ্য দিয়ে বের হওয়া স্নাতকরা কর্মক্ষেত্রে গিয়ে চাকরি পেয়ে যাবেন বা চাকরিদাতারা অবলীলায় তাদের নিয়োগ দেবেন— এরূপ আশা করাটা একেবারেই অবান্তর। এবং অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই তা ঘটছেও না এবং তা ঘটছে না বলেই তথাকথিত শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে।

একটি বহুল প্রচলিত ধারণা, দেশে কাঙ্ক্ষিত মাত্রায় কারিগরি শিক্ষার প্রসার না ঘটে সাধারণ শিক্ষার বিস্তার ঘটার কারণেই শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। ধারণাটি পুরোপুরি সত্য নয়— আংশিক সত্য মাত্র। কারিগরি শিক্ষার বিস্তারে অবশ্যই ব্যাপক ঘাটতি রয়েছে এবং তা অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব ও দ্রুততার সঙ্গে পূরণ করা প্রয়োজন। কিন্তু অব্যক্ত বাকি সত্যটি হচ্ছে, কর্মবাজারে সাধারণ শিক্ষিত স্নাতকদের যে চাহিদা রয়েছে, মানসম্পন্ন স্নাতকের অভাবে চাকরিদাতারা সে জায়গাগুলোও প্রত্যাশা অনুযায়ী পূরণ করতে না পেরে ওইসব পদে হয় বিদেশী নিয়োগ করছেন অথবা নিরুপায় হয়ে নিম্নমানের স্থানীয়দেরকেই নিয়োগ দিতে বাধ্য হচ্ছেন। 

আর সাধারণ শিক্ষায় শিক্ষিত মানসম্পন্ন স্নাতক না পাওয়ারই একটি ফলাফল হচ্ছে সাম্প্রতিক সময়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ‘নির্বাহী এমবিএ’ কোর্স খোলার ধুম পড়ে যাওয়া। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাস করা মানহীন বা নিম্নমধ্যম পর্যায়ের স্নাতকদের ঘষেমেজে ন্যূনতম পর্যায়ের কার্যোপযোগী করে তোলাই হচ্ছে এসব নির্বাহী এমবিএ কোর্সের মূল উদ্দেশ্য।

অন্যদিকে কারিগরি শিক্ষার মানও যে এখানে যথেষ্ট উন্নত— এমনটি বলা যাবে না। কারিগরি শিক্ষার ব্যাপক চাহিদার কারণে সাম্প্রতিক সময়ে বেসরকারি খাতে রাতারাতি বহুসংখ্যক পলিটেকনিক ও অনুরূপ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও সেগুলোর মান নিয়ে সাধারণ শিক্ষার মানের মতোই গুরুতর প্রশ্ন রয়েছে। ফলে কারিগরি শিক্ষার অভাবেই শুধু দেশে বেকারত্ব বাড়ছে— এমনটি বলা যাবে না। 

বরং কারিগরি ও অকারিগরি উভয় ক্ষেত্রেই শিক্ষার মানের ক্ষেত্রে যে ব্যাপক ঘাটতি রয়েছে, সেটাই শিক্ষিত তরুণদের বেকারত্বের মূল কারণ। তবে হ্যাঁ, সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষাকে আমাদের অবশ্যই অধিকতর গুরুত্বের সঙ্গে নিতে হবে। সেসঙ্গে আরো একটি বিষয়ের প্রতি এখানে দৃষ্টি দেয়া প্রয়োজন, তথাকথিত এসব মানহীন বিশ্ববিদ্যালয় থেকে সনদ অর্জনের পর একজন ডিগ্রিধারী স্বভাবতই ভাবতে শুরু করে, যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরি পাচ্ছে না। অথচ চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা যে তার নেই, অধিকাংশ তরুণই তা বুঝতে না পেরে এক ধরনের হতাশায় ভোগে এবং এ ধারণার ভিত্তিতেই সামাজিকভাবেও তা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, কর্মের অভাবেই মূলত দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমে বাড়ছে। কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে, শিক্ষা ও ব্যবসায় খাতের দ্রুত প্রসারের ফলে দেশে প্রতিনিয়তই নতুন নতুন কর্মের সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতার অভাবে আমাদের তরুণরা এসব পদে নিয়োগ লাভে সক্ষম হচ্ছে না এবং সে পদগুলোতেই পরে এসে নিয়োগ পাচ্ছে বিদেশীরা।

অতএব দেশ থেকে শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে হলে বিশ্ববাজারের সর্বশেষ প্রবণতার সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ ও আধুনিক প্রযুক্তির চাহিদা পূরণে সক্ষম জনবল গড়ে তুলতে হবে, যা গড়ে তোলার সামর্থ্য দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের নেই। 

অথচ সত্য এই যে, অর্থনৈতিক কর্মকাণ্ডের বহুমাত্রিক ও ব্যাপক বিস্তারের ফলে দেশে নতুন নতুন কর্মের সুযোগ দিন দিন বাড়ছে এবং ক্রমে তা বাড়তেই থাকবে। কিন্তু প্রয়োজনীয় যোগ্যতার অভাবে, যদি না সে যোগ্যতা তৈরির আশু উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে সেসব সুযোগ আমাদের তরুণদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। প্রসঙ্গত বলা প্রয়োজন, এ ধরনের কর্মের সুযোগ বিশ্ববাজারেও দিন দিন বাড়ছে, যা বাংলাদেশের শিক্ষিত তরুণদের জন্যও সমানভাবে উন্মুক্ত। ইউরোপ ও আমেরিকার উদ্যোক্তারা এসব পদে লোক নিয়োগের ক্ষেত্রে এশীয় তরুণ-তরুণীকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে তুলনামূলকভাবে কম বেতনে নিয়োগদানের সুবিধা বিবেচনা করে। ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম প্রভৃতি দেশের তরুণরা এ সুযোগ ব্যাপক হারে গ্রহণ করছে বা প্রয়োজনীয় যোগ্যতা থাকার কারণে তারা তা গ্রহণ করতে পারছে।

কিন্তু দুর্ভাগ্য, প্রয়োজনীয় শিক্ষাগত জ্ঞান ও ইংরেজি ভাষা না জানার কারণে বাংলাদেশের তরুণরা এ সুযোগের অতি সামান্য অংশও ভোগ করতে পরছে না। আর তা করতে না পেরে দোষ দিচ্ছে রাষ্ট্র ও সরকারকে। অবশ্য ত্রুটিপূর্ণ নীতিমালার দায় রাষ্ট্রেরও রয়েছে বৈকি! শখানেক মানহীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন, শত শত মানহীন বেসরকারি কলেজের রাতারাতি সরকারীকরণ, ১৯৭০ সালের ২ হাজার ৭২১টি মাদ্রাসাকে ১৪ হাজার ১৫২টিতে উন্নীতকরণ— এসব তো রাষ্ট্রীয় নীতিমালা ও সিদ্ধান্তেরই প্রতিফলন বৈকি! শোনা যাচ্ছে, শিগগিরই প্রতি জেলায় ন্যূনতম একটি করে মডেল মাদ্রাসা স্থাপন করা হবে, যা স্পষ্টতই সরকার কর্তৃক গৃহীত সর্বশেষ শিক্ষানীতির পরিপন্থী ও অন্যদিকে বর্ধিত কর্মসংস্থান নীতিমালার সঙ্গেও অসঙ্গতিপূর্ণ। 

অতএব, দেশে একটি প্রকৃত কর্মোপযোগী শিক্ষিত তরুণ শ্রেণী গড়ে তুলতে হলে অবিলম্বে চলতি ধারার শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে চোখ-কান খুলে বিশ্ববাজারের চাহিদা ও প্রয়োজনের দিকে তাকিয়ে নতুন ধারার জনবল তৈরির প্রতি মনোযোগী হতে হবে। নইলে বাংলাদেশে কর্মরত পাঁচ লাখ বিদেশীর সংখ্যা যদি আগামী ১০ বছরে বেড়ে ১৫ লাখে উন্নীত হয়, তাতে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না। কথাগুলো শুনে মন খারাপ হলেও এটাই বাস্তবতা।

  • লেখক: পরিচালক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার /ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • কার্টসিঃ বনিক বার্তা/ সেপ্টেম্বর ১৭,২০১৮