Search

Wednesday, August 28, 2019

Plight of the Rohingya and Role of Bangladesh

(1) Everyone has the right to a nationality. 
(2) No one shall be arbitrarily deprived of his nationality nor denied the right to change his nationality.           
      
 — Article -15 of the Universal Declaration of Human Rights, 1948
                          


Introduction  


The prolonged stay of more than a million Rohingya refugees including children, adolescent, young men and women and octogenarians in make-shift camps in Bangladesh is no doubt a major catastrophe of world dimension, posing continuous social, economic, health, education, cultural and other allied problems. It is a reality that Bangladesh economy simply cannot afford to deal with the prospect of a million Rohingya refugees on its soil and the very prolonged presence of these refugees is no doubt a potential threat to our socio-economic stability. And if unresolved for long, the Rohingya catastrophe, as the international media predicts, might as well become a new hotbed for terrorism and threat to regional peace and stability. The other important dimension is to decipher the root cause behind the Myanmarese genocide, which is the genesis of the Rohingya catastrophe. The last but not the least is to look into the role of the government of Bangladesh and finally to share the views of BNP towards a practical solution to the problem. 

Rohingyas facing full-scale genocide 

The Rohingya genocide is now universally recognized as the worst human tragedies in recent history. The UN and the international community are laying special emphasis on the catastrophe with more than a million Rohingyas now being housed in Bangladesh and the tragedy still unfolding unabated. More than a million Rohingya have been forcibly displaced in recurring cycles. The latest exodus since 25th August 2017 encompasses some 7, 50, 000 refugees. This is in the wake of unprecedented killing, gang-rape, arson and looting and a premeditated and sustained persecution of the Rohingya population tantamount to ethnic cleansing and genocide.  The Myanmar government and the army waged a concerted campaign to evict and wipe out the Rohingyas by any and all means available including genocide. The fundamental thrust following passage of the 1982 Citizenship Act was to deprive the Rohingyas illegally of their citizenship and to deny them ethnicity, identity and residency. This deliberately ignored the well-documented historic reality that the Rohingyas have been residing in the Rakhine State since the 8th Century. 

The entire world community termed the mass killing and Myanmar atrocities as ‘genocide.’ The UN and its allied bodies like the UNHCR, the ICC, and many heads of governments, like French President Emmanuel Macron, the Malaysian Prime Minister Dr. Mahathir Mohammad the Turkish First Lady are to name amongst many others. The UN Secretary-General Antonio Guterres agreed to UN High Commissioner for Human Rights Zeid Ra'ad Al Hussein and called the action of the Myanmar military against the Rohingyas as "textbook case of ethnic cleansing." Azim Ibrahim, a professor in the Strategic Affairs Institute at the US Army War College and author of "The Rohingyas: Inside Myanmar's Hidden Genocide" has described the action against the Rohingyas as a "full-scale genocide". The international human rights organizations like Human Rights Watch and Amnesty International have also termed it genocide. The US house of representative in a resolution (H.Res.1091) termed the Myanmar atrocities as genocide. The UN Fact Finding Mission in a recent report called repression on the Rohingyas as crimes against humanity.

Rohingya Refugees and the Role of Bangladesh Govt.

The Rohingya genocide and ethnic cleansing concern the Bangladeshis in a manner that many other countries may not fully understand or appreciate. Bangladesh was born in 1971 as a consequence of successful freedom struggle of its people united as a monolith against Bangladesh Genocide. The plight of the Rohingyas therefore reminds the Bangladeshis of their predicament in 1971. The Rohingya refugees have long been suffering in Rakhine soil and marginalized socially, economically and politically by the Army-led Myanmar Government. They have been subjected to systematic torture in cycles over the decades culminating in 2017 leading to ethnic cleansing.

The crux and root cause of the Rohingya crisis is that the Rohingya community have been denied their civil and political rights in general and their right to citizenship in particular in violation of Universal Declaration of Human Rights (UDHR) 1948. Article 15 of UDHR reads as follows:

 “(1) Everyone has the right to a nationality. (2) No one shall be arbitrarily deprived of his nationality nor denied the right to change his nationality.’’

As per Article 25 of the Constitution of the People’s Republic of Bangladesh, it is Bangladesh’s Fundamental Principle of State policy to ‘uphold the right of every people freely to determine and build up its own social, economic and political system by ways and means of its free choice’ and to ‘support oppressed people’s throughout the world waging a just struggle against imperialism, colonialism and racialism.’  

In view of the aforesaid constitutional obligation, it is the duty of the government Bangladesh to stand by the oppressed and displaced Rohingya refugees and to expedite and ensure their safe repatriation to Rakhine in line with the provisions of the Universal Declaration of Human Rights 1948 in general and to support their right to citizenship guaranteed under article 15 of the UDHR in particular. 

In the given background of constitutional obligations and International Laws, the government of Bangladesh could have addressed Rohingya issue. But to the utter surprise and dismay of the nation, we have witnessed that the current government miserably failed to address the issue in line with the aforesaid legal propositions.  The BNP regime in 1978 and 1992 in similar case of Rohingya refugee influx, in the spirit of its constitutional obligation and on humanitarian ground, had accommodated hundreds of thousands of Rohingya refugees and subsequently also succeeded to ensure their safe and voluntary return. But Awami League government at least during the first few weeks since 25 August, 2017 flatly denied the helpless and hapless refugees access to Bangladesh which can be seen from the newspaper reports published during the initial few weeks since 25 August, 2017. It is revealed from the news report of the relevant time that-  
The government of Bangladesh initially pursued a policy of denial of access to the refugees and prevented their entry into Bangladesh territory and pushed back many across the border.   (Human Rights Watch - August 5, 2018)
Many of them were pushed back into the Bay of Bengal and across the Naaf River. (The Daily Star - September 13, 2017)
Being prevented from landing at Bangladesh shore, many boat-full of refugee families including women, children and new born were found helplessly floating in the Bay of Bengal risking their life, but the obstinate government would not allow them shelter. (Relief web - August 31, 2017)
Bangladesh government incongruously proposed joint military operations with the Myanmar Army against the ARSA in line with the Myanmar Army version. (Dhaka   Tribune - August 28, 2017)
UNHCR expressed its deep concern as the Bangladesh Border Guard (BGB) prevented entry of the refugees including the injured.  (The Daily Star - January 31, 2017). A BGB official has been quoted by BBC Bangla (28 August, 2017) as saying that they had instruction from the superior authority to thwart all illegal entry into Bangladesh (the Rohingya refugees were thus denied entry at the instance of the government). DG of BGB has also been quoted as saying that although the local administration denied entry, the local residents including the local leaders gave shelters to the Rohingya refugees.  (Daily Star - 28 August, 2017)
The former Bangladesh Human Rights Commission Chairman in a recent statement conceded to the fact that Bangladesh government’s initial treatment to the incoming Rohingya refugees was rather ‘weak’. (BD News 24.com, August 18, 2019) 
It is during this period that the government suffered from vacillation, ambivalence, ad-hoc reaction and sudden volte-face, as opposed to BNP government’s constructive, humane, systematic, rational, diplomatic and constitutional approach.  
In a short span of 2/3 weeks stream of Rohingya refugees were pouring into the Bangladesh territory. Some two hundred thousand Rohingya refugees already crossed the border this way or other despite negation by the BGB and local law enforcing agencies. At this stage the wave of the Rohingyas was so huge that it was unstoppable and the government had to back out from its original stand due to rising international outcry, and mounting pressure home and abroad to give shelter to the oppressed Rohingya refugees. 

Prime Minister Sheikh Hasina made a 5 – point proposal in 72nd UNGA in September 2017 where she mentioned, amongst others, for a safe zone at Myanmar which is neither in consonance with Article 25 of our constitution nor does it demonstrates the rights of Rohingya guaranteed under Article 15 of the UDHR. 

While the nation and the international community was way ahead with their concern taking cognizance of the gravity and seriousness of the issue, the Prime Minister has been found making a ceremonial statement in the UN General Assembly without any effective follow-up to achieve any positive outcome. Instead they were busy capitalizing on the Rohingya issue to cover up the global negative impression about the questionable and voter-less fraud election of 2014.  

On 23 November, 2017 Bangladesh and Myanmar signed a Repatriation Deal in an environment of mounting concern over the repatriation climate and safety of returnees. It was not clear as to how the Agreement, which was negotiated behind closed doors, was reached. However it was crystal clear to many that the deal was primarily a public relations exercise in the face of strong possibility that charge of genocide/ethnic cleansing could be brought against the Myanmar leaders.

It was decided that refugee return would be completed within two years of the commencement of repatriation and that verification and repatriation will be based on considering the family as a unit (the proposal was imposed precipitately on Bangladesh). They also finalized the verification form behind the back of the Rohingya refugees. Thus, the entire bilateral deal is found to be deceptive, misleading and frustrating.  

Role of BNP and Immediate Reaction, Home and Abroad 

Though staying overseas for treatment, Begum Khaleda Zia, BNP Chairperson, rose to the occasion in this crucial juncture and on 28 August 2017 made a clarion call upon the government, the local administration and the law enforcement agencies to give shelter to the helpless Rohingya refugees. This was her constitutional obligation as a responsible citizen and former Prime Minister. She pointed out weak diplomatic maneuvers and failure of the government to appreciate the Rohingya crisis in proper perspective. Begum Zia also recalled our historical friendly relationship with Myanmar and expressed that the displaced Rohingya refugees would soon be repatriated to their homestead back in Rakhine with due security and dignity. 

The senior leaders of BNP including Secretary General called upon the government to gear up diplomatic efforts with Myanmar to stop genocide at Myanmar end. They urged upon the government to give shelter to the helpless Rohingya refugees and provide them shelter, proper food and medicare. They called upon the government to forge national unity in this time of national crisis to enable the nation to collectively combat the crisis. But the government paid no heed to the call and readily dismissed the unity proposal. At this stage a Myanmar war plane crossed the Bangladesh air and the government even could not protest against the same.  

BNP on Rohingya issue organized a round table on 24th September 2017 well attended by the diplomats, academia and members of the civil society, politicians and senior journalists and reiterated its call for national unity referring to its past experience of handling Rohingya crisis, asked the government to recognize the refugees as ‘Rohingya refugees’ and to ensure their safe repatriation with dignity and due rights. BNP dismissed Prime Minister Sheikh Hasina’s proposal to establish `Safe Zone’ to accommodate the refugees in Rakhine due to uncertainty about their safety and as it would shift the very focus and center point of their demand for Myanmar nationality. 

In the said round table it was pointed out by the discussants that it was nearly 14 years ago that BNP had last sent Rohingya refugees back through negotiations. The number of refugees awaiting repatriation was then 23,695 only including new born. Later the Myanmar military went to some low-grade ethnic cleansing that forced many Rohingyas to flee to Bangladesh for their lives on a regular basis. And in this period, the Rohingya refugees in Bangladesh quietly jumped to 400,000 when the ruling Awami League government has been sleeping unaware of the human tragedy being staged at Rakhine, till the latest influx started in August 25, 2017. And the figure including the previous ones rose to more than 1100,000. 

The Bangladesh Nationalist Party from the very beginning pursued humanitarian stand, called for opening the border to give shelter to the helpless Rohingya refugees into Bangladesh territory and to cater for sufficient food, shelter and medicare for them. Many NGOs and local philanthropist organization readily responded to the call. In the meantime relief materials started pouring in at the behest of UN and other international bodies.  But the local administration and the ruling party goons messed with the relief operation due to mismanagement. The situation turned chaotic. It is in this background Bangladesh Nationalist Party called upon the government to deploy the Army to handle the relief materials including relief operation. (Daily Star – September 18, 2017). The party also stood by the distressed Rohingya refugees and sent truckloads of relief materials under the guidance of senior leaders. The Doctor’s Association of Bangladesh (DAB), an allied organization of BNP, however, continued medical centre at Rohingya refugee camp for months and extended medicare to thousands of sick refugees that earned humanitarian good name for them. BNP personnel also continued relief operation in the camps individually and in groups as per convenience.

On her return to Bangladesh Begum Khaleda Zia immediately rushed on 30 October, 2017 to see for herself the Rohingya refugees at different camps at Cox’s bazar. But her motorcade was obstructed and some vehicles vandalized in many places including Feni. The ruling government indulged in dirty politics even with her humanitarian relief operation. Begum Zia, ultimately, visited the camps, distributed relief materials and she herself talked to the refugees to learn about their plight directly from the victim.

Major Rohingya Influxes in 1978 and 1992: Role of the-then Government headed by BNP

The Myanmar military first tried to push the Rohingyas en masse into Bangladesh in 1978 by the most brutal means imaginable. In no time, a quarter million Rohingyas fled into Bangladesh for their lives. The nature of the brutalities and international reaction to these made the Myanmar military defensive. The BNP government successfully negotiated an agreement with the Myanmar under which almost all the Rohingyas went back under UN supervision. In 1992, when the BNP was in office, another major Rohingya influx occurred; this time also BNP government was able to negotiate and send back 2,36,000 Rohingyas back homes. In 2005, the BNP government again sent back 33,000 Rohingyas, which was the last official repatriation of Rohingyas. 

In comparison to the present government’s vacillating stance, the BNP government in 1978 and in 1992 successfully negotiated the return of the bulk of the refugee influx into Bangladesh, some 250,000 in each instance. The respective agreements reached with Myanmar included safe and voluntary return. The highlights of the agreement are as follows:

Both Agreements had specific elements indicating that Myanmar recognized the Rohingya minority as lawful residents. They were referred to as Myanmar residents and members of Myanmar society.
The repatriation took place under UN supervision. 
On the other hand the present Awami government has utterly failed to repatriate so far any of the Rohingya refugees back to Rakhine because of its carelessness and miserable diplomatic failure. 

The Genesis of the Rohingya Genocide and Myanmar Policy

Myanmar has based its case against the Rohingyas on a criminal distortion of history that it was able to sell too many in the outside world because Bangladesh made no national effort to expose the preposterous historical distortion of the genesis of Rohingyas. 

Myanmar's narrative is that Rohingyas are Bangladeshis from Chittagong and that Myanmar was merely sending back the "illegal" immigrants. But history is quite the contrary to the Myanmarese narrative. The Rohingyas had lived in the Arakan for many hundreds of years since the 8th century. It was only in 1784 that the Arakan/Rakhine first came under Burma when its Barman Buddhist Kings annexed it, as the Mughal rule in India of which the Arakan was a part, was crumbling. Arakan was an extension of the Mughal India both geographically and culturally. 

Historically, the Bamars that constitute 68% of Myanmar's population are known for their cruelty that was evident during the Second World War, when they along with the Japanese Army, terrorized the population of the region. It was during their 4 decades' rule of the Arakan region that hundreds of thousands of Rohingyas fled to greater Chittagong for their lives and had settled there. When the British captured Arakan in 1826, it decided not to disturb the status quo that meant that the Buddhists were allowed to carry out low-level ethnic cleansing; the flow of Rohingyas to greater Chittagong did not stop even under the British. The fate of Rohingyas worsened when the British decided to sever Burma from British India, although there was a brief period of hope between 1948 when Burma became independent and 1962 when General Ne Win staged the military coup.

While the British ruled Burma as a colony they recognized all the ethnic groups, (a total of over 30 that lived in British Burma), as Burmese citizens and through Burmese Citizenship Law, 1947, Burmese citizenship was legally endowed upon them. The Rohingyas were one of these 30 plus ethnic groups that the Law recognized for grant of Burmese citizenship. This is how, upon its independence, the Government of Burma had recognized the Rohingyas as Burmese citizens and bestowed upon them Burmese citizenship.

The Burmese Citizenship Law of 1947 by implication recognized that the Rohingyas were a legal ethnic minority in Rakhine or Arakan. But the fate of the Rohingyas changed for the worst with General Ne Win's 1962 military coup and with his program styled "Burmese road to socialism." The Generals and the military made full use of the Theravada sect to which Burmese Buddhists belong. Theravada Buddhism does not recognize Dalai Lama as the Head of worldwide Buddhism. It pursued militant Buddhist nationalism that let loose hate campaign against the Rohingyas in Rakhine and systematically made the Rohingyas scapegoat for any government failure or untoward incident in Rakhine, as a pretext to torture the Rohingyas to evict them from their territory.    

The Ne Win Government passed in 1974 the Emergency Immigration Act under which Rohingyas were stripped of their citizenship. In 1982, Myanmar passed citizenship law under which it made the Rohingyas stateless and openly called them illegal immigrants from Bangladesh. Simultaneously it enacted domestic laws that ensured that the Rohingyas would eventually leave Myanmar for their own good and if they were not prepared to do so voluntarily, they would be wiped out through genocide and systematic ethnic cleansing.

It is evident that Myanmar’s three-fold policy has been solidly consistent. First, its unrelenting persecution continues. The rise of Bamar Buddhist nationalism embraced by political leaders and the army in full earnest, contributed to a genocidal hate campaign against the predominantly Rohingya. Second, its outright denial of any wrong doing behind the claim that it was waging a campaign against terrorist attacks on police stations. It squarely blamed the Arakan Rohingya Salvation Army (ARSA) for these attacks. Third, it has placed systematic obstacles against any neutral probe of the atrocities committed. Leaders mocked accusations of arson and mass murder as a huge “iceberg of misinformation” and reports of gang rapes as “fake news”.

Aung San Suu Kyi disappoints the world


After long silence, to the utter disappointment of peace loving world community, the Noble Laureate Aung came out of the veil and set up the Kofi Anan Commission to find out why the exodus has taken place! She promised Myanmar would take back refugees after verification. 

The Kofi Anan Report


The Kofi Anan Commission of late seems to have been drawing world attention. However Chairman of Myanmar National Human Rights Commission U Win Mra, who happens to be a member of the Kofi Anan Commission, recently commented that acknowledging Rohingyas as Myanmar citizen is conflicting with the existing Myanmar law. U Win Mra also claimed that the environment in Rakhine in the meantime has further improved which is in reality untrue. (the situation in Rakhine rather worsened as will be dealt with in subsequent chapters).  (South Asian journal- August 22, 2019)


Unless resolved on priority basis, the Rohingya crisis could poise Bangladesh to become next hot-bed of unrest and instability 

Though the presence of Islamic terrorists among Rohingyas has been the Myanmar narrative to justify its actions without justification, the Rohingya catastrophe unless resolved has the same potentials of breeding unrest. In addition, unless resolved, the Myanmar military would make sure that the remaining Rohingyas still staying in Rakhine in horrible condition, would eventually be forced out to Bangladesh. Which would be no doubt very fatal for Bangladesh and add fuel to the flame. The world would like to see that further genocide in Rakhine be stopped and the Rohingya refugees get back homes at Rakhine with Myanmar citizenship under comprehensive security with their right to life and property and normal peaceful social life. Else, this region is poised to become next hot-bed of unrest and instability. 

Rohingya Crisis and the Global Reaction 


In the meantime the crisis started catching attention of the international community due to proactive social media and international media. The nation witnessed how the First Lady of Turkey, the Turkish Foreign Minister, the Indonesian Foreign Minister and the Malaysian Foreign Minister in quick succession rushed to the makeshift Rohingya camps which were coming up in between Ukhiya and Teknaf in Bangladesh. They witnessed the miserable plight of the refugees and directly learnt from the victims the horrible stories about the genocide and persecution perpetrated by the Myanmar Army. A public hearing on Myanmar Army atrocities at Rakhine was arranged in Malayasia that documented the minute details of the Rohingya genocide, ethnic cleansing, torture and misdeeds of the Myanmar Army. A mock trial was also held in Kualalampur that further ignited the international attention. When all these events were unfolding across the world, it is a shame that the ruling Awami League Government was till then lagging behind doing nothing to take up the matter in international forum. Thereafter the whole world including many Heads of the governments, the UN high ups and international bodies rushed to the camp. 

The fact that Myanmar military regime’s committed genocide and ethnic cleansing including gang-rape, arson, burning village after village, looting and persecution has been well established across the world made it primary responsibility of the UN to take international initiative to resolve it under UN Convention on the Prevention and Punishment of Crime of Genocide adopted by the UNGA in 1948. 

The UN General Assembly discussed the Rohingya crisis at length where most of the countries- signatory to the convention- described the Myanmar atrocities in Rohingya as `genocide’. UN body also condemned all rights violations in Myanmar in the third committee of the UN General Assembly held in November, 2018 and took a resolution calling for an independent investigation into them to ensure that perpetrators are held accountable. The Assembly also advocated international support for the underfunded 2018 joint response plan for the Rohingya humanitarian crisis. 

The UN General Assembly adopted the Human Rights Council’s Recommendations from September 2017 for the establishment of an independent mechanism which is mandated to collect, consolidate, preserve and analyze evidence of the most serious international crimes committed by Myanmar since 2011 and “to prepare file... to facilitate and expedite fair and independent criminal proceedings should criminal tribunal on Myanmar’s international crimes against Rohingya people eventually materialize.” 

The International Criminal Court (ICC) is holding investigation into Myanmar’s 2017 military crackdown and crimes against Rohingya including killings and forced deportation that compelled more than 700,000 people flee into neighboring Bangladesh. Though Myanmar is not a signatory to the ICC, the court still has jurisdiction over crimes against the Rohingyas because Bangladesh, where they have taken shelter, is a member. UN investigators have separately called for prosecution of top Myanmar Generals for genocide. In 2018 the UN independent investigators said top military commanders in Myanmar should be investigated and prosecuted under international law for the gravest crime against civilians including genocide.  On 5th July 2019 the Presidency of the ICC created the pre-trial Chamber 111 after the ICC prosecutor, Fatou Bensouda, notified judges that she will seek an authorization, ‘‘to investigate alleged crimes within the court’s jurisdiction in which at least one element occurred on the territory of the People’s Republic of Bangladesh… as well as any other crimes which are sufficiently linked to these events.” Those alleged crimes include the crime of deportation.  

A UN International Fact Finding Mission on Myanmar  in its recent report stated that many sexual and gender based acts of violence committed by Myanmar military against the Rohingyas amount to war crimes, crimes against humanity and genocide. The report describes how the soldiers routinely and systematically employed rape, gang rape and other violent and forced sexual acts against women, girls, boys, men and trans-gender people in blatant violation of international human rights laws. Marzuki Darusman, Chair of the Mission said ‘the international community must hold the Myanmar military to account for the tremendous pain and suffering it has inflicted on persons of all genders across the country.” The mission calls upon the UN Security Council and the international community to make accountability for these grave crimes an urgent priority. With hundreds of thousands of Rohingya refugees still in Bangladesh, too fearful to return home, the report should serve as an important reminder of the need for accountability of perpetrators and justice for victims, the report said. 

The UN Human Rights Council passed a resolution in September, 2018 that includes establishment of an evidence gathering mechanism called the Independent Investigative Mechanism for Myanmar (IIMM). This channel presents a means of collecting vital information for future trials.

United Nations Investigators have identified scores of companies having business with the Myanmar Army that controls vast swathes of Myanmar economy through holding firms and their subsidiaries and is accused by the UN of executing a campaign with ‘genocidal intent’ against the Rohingya minorities.  The UN urged sanctions on Myanmar Army businesses and companies linked to the Army business for their complicity in international crimes. The revenue generated by such businesses, the investigators stated, strengthens the army’s autonomy from civilian oversight and provides financial support for their ugly operation of crimes against humanity. 

The OIC at its 14th Islamic Summit Conference held in Mecca announced that Gambia, the Chair of the Ministerial Committee of the OIC on Rohingya issue will be filing a legal challenge at the International Court of Justice (ICJ) for Myanmar’s flagrant violation of its obligation to 1948 Convention on the Prevention and Punishment on the Crime of Genocide, which Myanmar signed and ratified in 1956. 

In September 2018 the Canadian parliament unanimously adopted a motion that endorsed the findings of the IFFM that concluded that crimes against humanity have been committed against Rohingyas and other ethnic minorities in Myanmar. Canada is likely to initiate legal proceedings before the ICJ with regards to Myanmar’s breach of the genocide convention. 

US sanctions on Myanmar’s senior military officers 

The United States is the first government to publicly announce sanctions against the Myanmar military commander in chief Min Aung Hlaing and other senior army officials and their families, who, it said, were responsible for extra judicial killing of Rohingya and on reports based on credible information of these commanders involvement in gross violation of human rights. The sanctions include barring them and their family members from entry into the United States and forfeiture of their wealth in the US. 

The European Union and Australia have also imposed sanction on senior military officers including Commander- in Chief of Myanmar army. The EU has also been considering stripping the country of tariff-free access to the world’s largest trading block. The UN has commented that Myanmar’s top Army generals should be prosecuted for genocide and the ICC has begun its probe leading to the trial. All these move have been highly appreciated which created great pressure on Myanmar.

The Bangladesh- Myanmar Closed Door Repatriation Deal of 23 November, 2017 

On 23 November, 2017 Bangladesh and Myanmar, within three months of the unfolding Rohingya crisis, hurriedly signed a Repatriation Deal in an environment of mounting concern over the repatriation climate and safety of returnees.  In the Joint Working Group meeting held on 15-16 January, 2018, the two sides signed the Text of Physical Arrangement deciding (1) The refugee return would be completed within two years of the commencement of repatriation and (2) That verification and repatriation will be based on considering the family as a unit (the proposal was imposed precipitately on Bangladesh); they also finalized the verification form unilaterally. It was not clear as to how the Agreement, which was negotiated behind closed doors, was reached. However it was crystal clear to many that the deal was primarily a public relations exercise in the face of strong possibility that charge of genocide/ethnic cleansing could be brought against the Myanmar leaders. Reactions across the globe strongly criticized the Repatriation deal as having critical flaws. As for example:- 
It rejected outright, Bangladesh-Myanmar announcement of their decision to repatriate all Rohingya refugees within two years as illegal, premature and too risky.
Both Bangladesh and Myanmar were castigated for agreeing to a deal to repatriate Refugees with absolutely no guarantees for their safety and the fact that once repatriated they would be put into holding camps. 
The main issue for strong criticism was that no consultations were held with two critical parties (i) the refugees themselves and (ii) UNHCR
The concerns and fears of the refugees were left out as if they were an inert mass of people. Crucial points highlighted were the following:
  Potential return of 700,000 refugees within 2 years was a matter of grave concern without clear understanding of their legal status, interim and final destination. Plans were made ignoring their involvement, determining their safety, security and access to fundamental rights.  The time-period was not enough not only for readying physical infrastructure but even more so for the creation of a congenial and confidence building environment.
    There was no guarantee of citizenship or move to amend the controversial 1982 Citizenship law which denies free movement and other basic rights.  Without resolving core issues of citizenship and ethnicity and the return to their homes and property going back would be a great risk of a quick return. 
  Refugees were not yet ready to return.  The passage of time was a crucial factor to overcome the trust deficit.  The responsibilities of all concerned had to be carefully worked out (i) Bangladesh to house refugees for some time (ii) Myanmar to create an environment to ensure confidence and fundamental rights and (iii) the international community to ensure sustainable conditions for safe, voluntary and dignified return. 

                                      In sum any deal to repatriate the Rohingya refugees must have:
UNHCR as a pivotal party in the arrangements
Myanmar’s commitment to recognize ethnicity claims, full citizenship, respect for human rights, security, freedom of movement
Voluntary, safe and dignified return
Refugees must return to their original homes and not camps.
In the eight months that have elapsed since the latest mass exodus of refugees (700,000), Myanmar has done nothing tangible to further the implementation of the Repatriation deal of 23 November, 2017 or to demonstrate that this is not another public relations ploy.  On the contrary its actions have progressively hardened the belief that its intent remains ethnic cleansing and genocide.  Latest developments support this conclusion:
Myanmar has deployed troops near the Bangladesh border where Rohingya’s took shelter.  They have dubbed this large-scale mobilization “anti-terror operations”.
Myanmar has moved ethnic Rakhine Buddhists to occupy Rohingya villages bulldozed by their security forces.
It is crystal clear that the likelihood of fulfilling the criteria of verification with control firmly in the Myanmar hand will be severely contained.
More ominous is new evidence surfacing that Myanmar in defiance of the Repatriation deal continues its massacres and atrocities.
Deceptive and Eye-Wash effort by Myanmar and Bangladesh governments for repatriation of Rohingya and their blatant failure:

The Myanmar and Bangladesh governments had been continuously trying to establish that the Rohingya crisis is a bilateral issue and as such they had entered into closed-door repatriation agreement on 23 November, 2017. It is the BNP that has been calling upon to resolve the issue in consultation with all political parties of the country and with the stakeholders home and abroad. On the other hand the government of Bangladesh did not pay any heed to BNP’s call; rather the government has frustrated and disappointed the world community in dealing with the matter and repatriating the Rohingya refugees. Consequently Bangladesh is to take the burden of one of the largest refugee communities risking its national security. While the entire international community has come forward with their bleeding heart and support for the repressed Rohingya, the government has utterly failed to appreciate their feelings and efforts by labeling the Rohingya crisis a bilateral issue. As a result of such ambivalent dealings of the government, the negotiation efforts have been proved futile and the repatriation process has become uncertain. On the other hand, the Myanmar government following signing of the agreement, has been continuously committing the same offence in Myanmar like genocide and crime against humanity. The following examples, amongst others, could be cited:- 

The GU DAR PYIN Massacre of 27 August, 2017.
Associated Press (AP) in a Report on 18 February, 2018 revealed the results of an exclusive investigation that revealed large scale slaughter by the army and Buddhist nationalists of some 400 Rohingyas buried in 5 mass graves after having their faces defaced with acid.
The INN DINN Massacre of 2 September, 2017 
The Myanmar army in a rare instance of self-confession admitted its soldiers had murdered 10 Rohingyas whose bodies were found in a mass grave discovered by two Myanmar journalists who now face charges of treason. Reuters in a recent report on 10 February, 2018 exposed details of the murder and the chain of custody involving the military, police force, local Buddhist villagers in the premeditated murder.
MEDICIN SANS FRONTIER Report of 11 March, 2018 
This was entitled “No one Left” and said that at least 9425 (including 1000 children0 died in the first month of clearance operations in the early hours of 25 August, 2017.  In a wave of unprecedented brutality estimated numbers of dead range from 9425 to 13,759.
Militarization of Rohingya villages
An Amnesty International Report compiled on 10.2.2018 on the continuing campaign against the Rohingyas still remaining in Myanmar showed that they are facing starvation, rape and sexual violence.  It concluded that the same fate awaits returnees.  In a new briefing entitled “REMAKING RAKHINE STATE” Amnesty International said that eye-witnesses and satellite imagery found that flattening Rohingya villages and new construction have intensified since January 2018, in the areas where hundreds of thousands fled the military campaign of ethnic cleansing.  New roads and structures are being built in burnt out Rohingya villages and new bases are being erected to house security forces in a dramatic land grab.

The two repatriation attempts on 15 November 2017 and 22nd August 2019 met utter failure in as much as not a single Rohingya refugee agreed to go back to Rakhine mainly for fear of life and security. In the second repatriation effort, UNHCR was, however, involved in interviewing the listed Rohingya refugees and the repatriation was declared voluntary. But the Rohingya refugees have been repeatedly demanding their Myanmar citizenship and their right to life and security that remained unaddressed by the Myanmar authority. On the eve of the recent repatriation effort, the Rohingya refugees staged demonstration agitating through a mammoth gathering on 25 August, 2019. Recently, they also circulated leaflets reducing their demands in 5–points which are as follows:
(1).The parliament must pass a law acknowledging that the Rohingyas were local people as they were permanent residents in Rakhine; (2). The Rohingyas in Rakhine must be given citizenship and ID cards; (3). The Rohingyas must be returned to their own villages and their grabbed lands must be returned; (4). UN peace keeping forces must be deployed alongside the Rohingya police force to protect the lives and property of the Rohingyas in Arakan; and (5). The criminals must be tried in the international criminal court rather than the local court in Myanmar. (Prothom Alo- 22 August, 2019) 
The reason BNP terms the repatriation agreement deceptive and eye-wash instrument of both the governments is that, in addition to the aforesaid, the Foreign minister of Bangladesh in a recent statement exposed the government’s true color blaming the NGOs and international organizations for their relentless efforts to support the Rohingya refugees. The foreign minister’s negative reaction on the role of NGOs has come at a backdrop when some 61 NGOs home and abroad opined that the environment in Myanmar are not yet conducive to convince the Rohingya refugees to agree to go back home. The government alleged that a number of NGOs were engaged in misleading the refugees not to return to Myanmar. The Parliamentary Standing Committee on the Foreign Ministry in the meantime asked the foreign ministry to identify and oversee the activities of the NGOs working on the Rohingya issue and take action against the organizations working against repatriation (Manab Zamin, 21 and 22 August, 2019). The proposed move against the NGOs is considered by many as a mechanism to silence them from speaking on the issue in future. Thus, it appears to BNP that such move of the government is not in consonance with Article 25 of our constitution. 

Recommendations from BNP

In the above premises, BNP strongly feels that it is high time Bangladesh started to lead than follow, wasting no further time to address the root cause of the Rohingya crisis focusing specially on their right to citizenship and other human rights issues. Bangladesh government has so far miserably failed to take any rigid, transparent and concrete position on Rohingya issue. Being unelected the government could not earn confidence of our friendly countries in the region and across the world. This is high time that the government should come out of ambivalence and take a concrete stand on the issue. Therefore, BNP recommends as follows:
1. The government must treat it as a national crisis and convene a National Dialogue for national unity to arrive at a national consensus. In convening the meeting, the government should disseminate a position-paper bearing in mind the provision of Article 25 of the constitution of Bangladesh and the provisions of the Universal Declaration of Human Rights 1948 in general, and Article 15 in particular. 
2. The government must expedite repatriation of the Rohingya refugees ensuring their human rights, including their right to Myanmar citizenship, proper safety and security, right to property and homestead and freedom of movement. With this object the government should initiate a vigorous global campaign to convince all regional and international friends. 
3. BNP feels that for a just and fair cause all our friendly countries who are yet to be on Bangladesh side, should be brought together on board to create mounting pressure on Myanmar; geo-politics should not be in the way in resolving the issue. For the sake of peace, humanity and regional integrity and for union of thoughts and actions, BNP would like to call upon all our friendly countries to support Bangladesh for permanent solution of the Rohingya crisis.
4. Under no circumstances the repatriation should be made from camp to camp i.e. the repatriated Rohingya should be given back their homes / estates so that they may live there peacefully without any fear.
5. A government delegation including the foreign minister and others should visit the particular land designated for the Rohingya repatriation and make sure that the environment there is conducive and safe for them to return. This delegation can also include representatives from the rohingya community which will assist their confidence building and create pressure on Myanmar.
6. The government must ensure that the UN oversees the repatriation and the post-repatriation situation in Myanmar.   
7. The government should support and assist any proceeding likely to be brought against the perpetrators of Rohingya genocide and crime against humanity. 
8. The government must take all necessary steps to prevent any attempt of militancy or terrorism arising out of the Rohingya crisis.
9. The government of Bangladesh must involve the diplomatic mission and other stakeholders concerned with the Rohingya issue, including the Rohingya refugees and Myanmar government, in close coordination with the UN, and under UN supervision, for the purpose of effective repatriation and permanent solution of the Rohingya crisis.  
10. The government must play smarter and be strategic in pursuing its world diplomacy through intense diplomatic interaction with the world powers. 

BNP Chairperson Begum Khaleda Zia’s Statement 
on Rohingya Crisis issued on 28 August, 2017
(Quotes from the press)


“ Give shelter to Rohingyas, Khaleda to govt.. 
I am urging the government and its authorities concerned to provide shelter and security to the Rohingyas who have intruded into Bangladesh for the sake of their lives…..”                                               
  ------ The Daily Star - August 28, 2017 

“ Provide shelter to fleeing Rohingyas: Khaleda …
BNP Chairperson Khaleda Zia has called upon the government and law enforcement agencies to provide shelter and security to the Rohingya people who are fleeing their homeland Myanmar to save their lives following a fresh violence there….” 

---- Daily Sun- 28th August, 2017 05:57:38

“ Khaleda calls for giving shelter to fleeing Rohingyas in Bangladesh.. 

Bangladesh Nationalist Party chairperson Khaleda Zia on Monday urged the country’s administration and law enforcement agencies concerned to provide shelter to Rohingya people fleeing violence in Myanmar. In a statement, Khaleda, who is now staying in London, also urged the authorities to provide overall security to Rohingya men, women and children, who fled the violence-torn Rakhine state of Myanmar, and crossed into Bangladesh territory….”
         ---- NEW AGE- 29th August, 2017


References/ Acknowledgements 

1.Bangladesh’s initial response to Rohingya crisis was ‘weak, disoriented’: Ex-NHRC chief, 
bdnews24.com, 18 Aug 2019

2. “Bangladesh Is Not My Country”
 Human Rights Watch, August 5, 2018 

3. ISIS, Al-Qaeda drawn to crisis in Rakhine state
THE STRAITS TIMES   , Sep 20, 2017, 

4. Bodies of 19 Rohingya Refugees Wash Ashore in Bangladesh
Reliefweb, 31 Aug 2017 

5. Rohingya terrorists linked to pro-Pak terror groups in Jammu & Kashmir
THE ECONOMIC TIMES, Updated: Jul 12, 2018,

6. Buddhist nationalism challenges Myanmar's government
NIKKIE, ASIAN REVIEW , August 30, 2017 

7.  500,000 Rohingyas waiting to enter Bangladesh
Dhaka Tribune,  September 24th, 2018 

8. Statelessness and identity in the Rohingya refugee crisis
Humanitarian Practice Network, October 2018 

9. Why bilateral initiatives with Myanmar have failed
The Daily Star , December 21, 2018 

10. The National Laws of Myanmar: Making of Statelessness for the Rohingya
Wiley Online Library, First published: 08 November 2018

11. PM places five-point proposal at UNGA on Rohingya crisis
 Financial Express, Saturday, 23 September 2017 

12. Rohingya crisis: BNP opposes PM’s safe zone proposal
The Daily Star , September 24, 2017 

13. Rohingya crisis: BNP wants Prime Minister to visit countries like India, China 
The Daily Sun, 10th September, 2017 

14. Myanmar Wants to Track Rohingya, Not Help Them
FP , August 1, 2019,  

15. The Face of Buddhist Terror 
 TIME, July 1, 2013

16.  It only takes one terrorist’: the Buddhist monk who reviles Myanmar’s Muslims
The Guardian, Fri 12 May 2017 14.46 BST Last modified on Wed 2 May 2018 

17. Rohingya Crisis: Why Aung San Suu Kyi is disappointing the world
Morocco World News Sep 13, 2017

18. From peace icon to pariah: Aung San Suu Kyi's fall from grace 
The Guardian, Fri 23 Nov 2018

19. Burmese daze Aung San Suu Kyi is letting her own revolution down
The Economist, Mar 30th 2017

20.  "Rohingya refugee crisis is a time bomb that must be quickly defused to avoid any future flare-up"
 The Daily Star,   August 05, 2019
21.  Myanmar Rohingya: What you need to know about the crisis
BBC News, 24 April 2018

22.  Reuters journalists jailed in Myanmar over secrets act
BBC  News , 3 September 2018 

23. UN investigator: US sanctions on Myanmar military leaders inadequate 
Dhaka  Tribune , July 19th, 2019

24. Rohingya crisis: Finding out the truth about Arsa militants
BBC News, 11 October 2017

25. Rohingya crisis: Are Suu Kyi's Rohingya claims correct?
BBC News, 19 September 2017

26. Rohingya Muslims: Tales of horror from Myanmar
BBC News, 7 September 2017

27. Myanmar's Rohingya: Truth, lies and Aung San Suu Kyi
BBC News, 27 January 2017

28. WORDS MATTER
A brief history of the word “Rohingya” at the heart of a humanitarian crisis
QUARTZ  , October 3, 2017

29. Myanmar conflict: Fake photos inflame tension
BBC  News , 2 September 2017 

30. Myanmar: Who are the Arakan Rohingya Salvation Army?
BBC News   , 6 September 2017

31. Hounded and ridiculed for complaining of rape
BBC News,   11 March 2017

32. Aung San Suu Kyi: No ethnic cleansing of Myanmar Muslim minority
BBC   News   , 6 April 2017

33.. Rohingya villages 'destroyed' in Myanmar, images show
BBC News   , 21 November 2016 

34. Myanmar army fires on Rohingya villages in Rakhine region
 BBC News   , 13 November 2016 

35. Rohingya Crisis: Violence drives more to Bangladesh 
UN Information Center Washington, Nov 28, 2017,  

36. Aung San Suu Kyi: The democracy icon who fell from grace
BBC News   , 13 September 2018

37. “The Rohingya  Amongst Us”: Bangladeshi Perspectives on the Rohingya Crisis Survey
Xchange Foundation , August 28, 2018  

38. Asia migrants: What do those in the region think should be done?
BBC News   , 24 May 2015

39. Massacre in Myanmar 
REUTERS, Feb. 8, 2018, 

40. The country where Facebook posts whipped up hate
BBC News,   12 September 2018

41. Rohingya Crisis in Myanmar Is ‘Ethnic Cleansing,’ U.N. Rights Chief Says
The New York Times, Sept. 11, 2017

42. House approves resolution calling persecution of Myanmar Muslims a ‘genocide,’ in contrast with Trump’s silence
 The Washington Post, December 13, 2018 

43.  Give shelter to Rohingyas, Khaleda to govt
   The Daily Star   , August 28, 2017

44. Rohingyas must return, onus on Myanmar to convince: government
NEW AGE,   Aug 25 , 2019

45. Myanmar should be pressured for safe Rohingya repatriation: US 
NEW AGE,   Aug 25, 2019

46. Distrust holds them back
The Daily Star,   August 23, 2019 

47. 61 NGOs warn of worsening crisis in Myanmar, call for refugees’ engagement on safe, voluntary returns
International Rescue Committee, August 20, 2019

48. Rohingyas reluctant to return
Prothom Alo, Aug 22, 2019 

49. Repatriation of Rohingyas: Evidence of Myanmar’s lack of preparedness
The Daily star, April 8, 2019

50. UN resolution slams Myanmar over rights violations 
 UCAN, March 25, 2019

51. Myanmar probe team on Rohingya abuse in Dhaka
Dhaka  Tribune , August 18th, 2019 

52. International legal options for addressing the Rohingya genocide in Myanmar and humanitarian crisis in Bangladesh
Reliefweb, 13 Aug 2019

53.  Rohingya Crisis: ICC lawyer seeks probe into atrocities
The Daily star , June 27, 2019

54. ICC says it can prosecute Myanmar for alleged Rohingya crimes 
The Guardian, 6 Sep 2018 

55. Myanmar’s ‘Genocidal Acts’ Demand UN Action
The Diplomat, October 26, 2018

56. Rohingya Abuses: US sanctions on Myanmar army chief, 3 top officers
The Daily Star, July 18, 2019

57. Myanmar/Burma: Council prolongs sanctions 
Council of the EU, 29/04/2019

58. ICC seeks views from victims 
The Daily Star, August 20, 2019

59. China's changed policy on Rohingya refugees
FRONTLINE   , August 16, 2019 

60.  AHA Centre defends leaked report on Rohingya refugees
 CNA, 10 Jun 2019

61. China for quick solution to Rohingya crisis 
 The Daily Sun, 6 July, 2019 

62 . UNHCR talks to Rohingyas cleared for repatriation
The Daily Star . August 21, 2019 

63. U.N. Security Council mulls Myanmar action; Russia, China boycott talks
Reuters, December 18, 2018

64. Exodus of refugees turns fatal
The Daily Star , September 13, 2017

65.   Bangladesh offers Myanmar joint operations against insurgents
Dhaka   Tribune  August 28th, 2017 

66. Rohingyas repatriation ensured how about human rights
South Asian journal- August 22, 2019

Thursday, August 22, 2019

আওয়ামী লীগ আমলে বিএনপির যত দায়

সায়ন্থ সাখাওয়াৎ

‘চামড়ার দাম নেই। মানুষ রাগে ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে ফেলতে আহ্বান জানিয়েছেন। কেউ কেউ পুঁতে প্রতিবাদও জানিয়েছেন। কেউ ফেলে দিয়েছেন রাস্তায়। আশ্চর্যের বিষয়, এখনো সরকারের বিশিষ্টজনেরা বলে দেননি যে, এটা গুজব বা এটা বিএনপির ষড়যন্ত্র! তবে এখনো বলেননি বলেই যে বলবেন না তেমনটা বিশ্বাস করা কঠিন। এখনো সে সময় ফুরিয়ে যায়নি। এই সরকারে ক্রিয়েটিভ ব্রেইনের যে পরিমাণ কালেকশন! তারা যে কোনো সময় এই চামড়া কেলেঙ্কারির দায়ও বিএনপির ঘাড়ে চাপিয়ে দিতেই পারেন।
এই কথাগুলো লিখেছিলাম ১৮ আগস্ট দেশ রূপান্তরে প্রকাশিত কলামে। যদিও লেখাটা পাঠিয়েছিলাম আরও চারদিন আগেই, ১৪ আগস্ট। শোক দিবস ও শুক্রবারের আয়োজনের নিচে চাপা পড়েছিল লেখাটা। লেখা প্রকাশিত হওয়ার দিনই দেখা গেল, মুখ খুলেছেন তারা। যা ভেবেছিলাম তাই বলেছেন। তবে প্রায় একটা সপ্তাহ যে অপেক্ষা করেছেন এই থিওরি দিতে সেটাও কম ধৈর্যের ব্যাপার নয়!


কোরবানির চামড়া নিয়ে একজন মন্ত্রী দেশবাসীকে জানিয়ে দিলেন, কোরবানির চামড়া রাস্তায় ফেলে দেওয়া ও পুঁতে ফেলার পেছনে বিএনপির ষড়যন্ত্র ছিল। তবে তাতেও বরাবরের মতোই বিএনপি ফেল করেছে জানিয়ে তিনি বলেন, চামড়াশিল্প নিয়ে বিএনপির অপরাজনীতি সফল হয়নি। ব্যাপারটা আরও খোলাসা করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, বিএনপির লোকজন চামড়া কিনে রাস্তায় ফেলে দিয়েছে সরকারকে বেকায়দায় ফেলতে। তিনি আরও বলেছেন, এক কোটির মধ্যে মাত্র ১০ হাজার চামড়া অবিক্রীত থেকেছে এবং চামড়া বিষয়ক সংকট নাকি কেটেও গেছে।

এটা কী বললেন তিনি! মাত্র ১০ হাজার চামড়া অবিক্রীত? তাহলে পত্রিকাগুলো কি ভুল লিখল? ভুল তথ্য প্রচার করল টিভি চ্যানেলগুলো? সংবাদমাধ্যমেই তো এসেছে, বিক্রি করতে না পেরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় লাখখানেক কোরবানির পশুর চামড়া মৌসুমি ব্যবসায়ীরা  সড়কে ফেলে দিয়েছেন। সিলেটেও কোরবানির গরুর চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে দিয়েছেন সিলেট নগরীর কোরবানিদাতারা ও মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ ট্রাক চামড়া ময়লার সঙ্গে সংগ্রহ করে ডাম্পিং স্পটে পুঁতে ফেলেছে সিলেট সিটি করপোরেশন। ন্যায্য দাম না পেয়ে প্রতিবাদ জানিয়ে কোরবানির পশুর ৯০০টি চামড়া মাটিতে পুঁতে ফেলেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার কর্তৃপক্ষও।

এমন ঘটনা ঘটেছে দেশের প্রায় সব এলাকায়ই। অথচ মন্ত্রী বলে দিলেন, মাত্র ১০ হাজার চামড়া থেকেছে অবিক্রীত। আর কৃত্রিম সংকট তৈরি করে ১০-২০ টাকা বা ৫০-১০০ টাকায় যে লাখ টাকা দামের গরুর চামড়া বিক্রি হয়েছে তাকে কি বিক্রি হওয়া বলা যায়? গত সোয়া দশক ধরে দেশে যা কিছু অনাচার ঘটছে তার সব কিছুর দায়ই সরকারের ক্রিয়েটিভ ব্রেইনের পলিটিশিয়ানরা বিএনপি বা জামায়াত-বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হলো ঢাকা। মানুষ মরছে। মহামারীর আতঙ্ক বিরাজ করছে। সিটি কর্তাদের অযোগ্যতা, দুর্নীতি ও দায়িত্বহীনতার সমালোচনা শুরু হলো। অমনি সরকারের কর্তারা বলে দিলেন, এটাও নাকি বিএনপির ষড়যন্ত্র। যদিও সরকারের একজন মন্ত্রী ডেঙ্গু আমদানির কৃতিত্বটা বিএনপিকে দিতে রাজি হননি। নিজেদের কৃতিত্ব দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, ‘যে দেশ যত বেশি উন্নত হচ্ছে, সে দেশে তত বেশি রোগ-বালাইয়ের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু এলিট শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ উন্নত দেশ হতে যাচ্ছে। তাই এখন এ দেশে ডেঙ্গু এসেছে।’


কিছুদিন আগে দেশে গুজব ও গণপিটুনিতে নিরীহ মানুষ হত্যা করার হিড়িক পড়ে গেল। সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দায় চাপিয়ে দিল বিএনপির ওপর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর মধ্যে আবিষ্কার করলেন বিএনপির হাত। বলে দিলেন, ‘গুজব ছড়িয়ে মানুষ পিটিয়ে মারায় বিএনপি নেতাদের হাত আছে’।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকও কম যান না। তিনি বললেন, ‘সাম্প্রতিক খুন-ধর্ষণের ঘটনা বিএনপি-জামায়াতের নিখুঁত ষড়যন্ত্র। সম্প্রতি দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে তারপর কিছুদিন ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। যেমন পুরান ঢাকায় অগ্নিকা-ের পরবর্তী কিছুদিনের মধ্যে পর পর কয়েকটি অগ্নিকা-ের ঘটনা ঘটল। আবার পর পর কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটল। এখন আবার গণপিটুনি দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলার ঘটনা ঘটছে। এগুলো নিছক দুর্ঘটনা নয়, এগুলো আসলে বিএনপি-জামায়াত-শিবিরের নিখুঁত ষড়যন্ত্র।’

গাইবান্ধা সুন্দরগঞ্জের আওয়ামী লীগ দলীয় বিনা ভোটের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার দায়ে বর্তমানে জেলে আছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন শরিক জাতীয় পার্টির এক সাবেক এমপি। কিন্তু হত্যাকা-ের পর পরই এখনকার এক মন্ত্রী বলে দিয়েছিলেন, লিটনকে হত্যার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে।

ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করে। সেখানেও বিএনপির ষড়যন্ত্র আছে বলে দাবি করেন আওয়ামী লীগের নেতারা। স্পষ্ট বলে দেন, চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সাধারণ ছাত্র-ছাত্রীর কোনো সম্পর্ক নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলা কোনো ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। এই ঘটনাগুলো প্রমাণ করে কোটা সংস্কার নিয়ে আন্দোলন বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অপকৌশল। এই অভিযোগ থেকে বাদ যায়নি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনও। সেখানেও সরকারের লোকজন বিএনপির হাত আবিষ্কারেই বেশি ব্যস্ত ছিলেন।

দেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে শেয়ারবাজার। শেয়ারবাজার লুটপাটের তদন্ত রিপোর্ট প্রকাশে অপারগতা জানিয়ে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, এর সঙ্গে এমন সব নাম যুক্ত আছে যে তা প্রকাশ করা যাবে না। অর্থমন্ত্রীর এই বক্তব্য জানার পর আর কারও বুঝতে বাকি থাকে না শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকার লুটপাটে কত বড় শক্তি জড়িত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডাকাতি হয়, সে দায়ও নিতে হয় বিএনপিকেই। আওয়ামী লীগের অনেক নেতাই বলেছেন, এটিএম বুথ জালিয়াতি এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে বিএনপি-জামায়াতের হাত আছে। খাদ্যে ভেজাল। সেটার জন্যও নাকি বিএনপি দায়ী। তাও যেনতেন নেতার কথা নয়। আওয়ামী লীগের তুখোড় ও সিনিয়র নেতা সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম দিয়েছিলেন এই বাণী।  ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গড়িমসি করে এক পর্যায়ে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আদালতের নির্দেশে সে নির্বাচন স্থগিত হয়ে যায়। অমনি আওয়ামী লীগের নেতারা বলে দেন, ডিএনসিসি নির্বাচন বন্ধের জন্য বিএনপি দায়ী। রানা প্লাজা ধসেও যে বিএনপি দায়ী সে বহুল আলোচিত পুরনো কথা। বিএনপির কর্মীরা যে ওই ভবনের পিলার ধরে নাড়াচাড়া করে রানা প্লাজা ধসিয়ে দিয়েছিল তার রাজসাক্ষী তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।

এই যে ঈদে-পার্বণে তো বটেই সাধারণ সময়েও রেলের শিডিউল বিপর্যয় হয় তাও বিএনপির হাত ছাড়া হয় না। ‘পুরনো ইঞ্জিনে নতুন বগি’খ্যাত সাবেক রেলমন্ত্রী এমন বক্তব্য দিয়ে একাধিকবার বিখ্যাত হয়েছেন। নতুন রেলমন্ত্রীও কম যান না।   মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে বড়ছড়া ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনা হয়। আর রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এক যুগেরও বেশি আগে ক্ষমতা থেকে বিদায় হওয়া দলটির ঘাড়ে সব দোষ দিয়ে বলে দেন, বিএনপি রেল সেক্টর একেবারে ধ্বংস করে দিয়েছে। শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও যা কিছু ঘটে তার জন্যও কিন্তু বিএনপি-জামায়াতই দায়ী। বিশ্বাস না হলে দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সাহায্য নিতে পারেন। তিনি জানেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা যে নালিশ দিয়েছেন সেটাও জামায়াত-বিএনপির ষড়যন্ত্র।

আওয়ামী লীগ সরকারের যা কিছু ব্যর্থতা তার সব দায় যদি বিএনপিরই হয় এবং সে ষড়যন্ত্র ধরতে ও রোধ করতেও যদি তারা ব্যর্থ হয়, তবে ক্ষমতায় থেকে তারা করছেনটা কী! আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যত সব অনাচার, অবিচার, গুম-খুন, শেয়ারবাজারসহ আর্থিক খাতে লুটপাট, ভোটের অধিকার হরণ, দুর্নীতি-দুঃশাসন, দ্রব্যমূল্য বৃদ্ধি, ধানের দামে ধস, বন্যা-দুর্বিপাক, ঝড়-বৃষ্টি-খরা সব কিছুর জন্য তারা বিএনপির ঘাড়ে দায় চাপালেও একটা গুরুত্বপূর্ণ জেনুইন দায় এখনো চাপায়নি। এখনো তারা কেউ বলেননি, আওয়ামী লীগ বিলুপ্ত করে যে একদলীয় বাকশাল সৃষ্টি করা হয়েছিল সেখান থেকে আবার আওয়ামী লীগে প্রত্যাবর্তনেও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দায় আছে।

লেখক —  চিকিৎসক ও কলামনিস্ট। 
কার্টসি —  দেশরূপান্তর/ আগস্ট ২২, ২০১৯।  
লিঙ্ক —  http://bit.ly/2zdrbzr 

Saturday, August 17, 2019

উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাতই উপেক্ষিত!

প্রফেসর ড. এম এ মান্নান


চলতি বছর বাংলাদেশে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩০ জনের বেশি মারা গেছে (প্রথম আলো অনলাইন, ১৪ আগস্ট)। প্রতি বছর এই সময়টিতে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তবে এবার পত্র-পত্রিকার খবর অনুযায়ী, এতে আক্রান্ত সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসায় অবহেলা ও হয়রানি নিয়ে বিস্তর আলোচনা ও সমালোচনাও হচ্ছে। স্বাস্থ্য খাত অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্যান্য খাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবুও আমরা প্রায়ই তা ভুলে যাই।

সুস্থ ও সবল স্বাস্থ্যের সাথে কর্মঠ জনশক্তি সরবরাহের বিষয়টি জড়িত। শ্রমিকদের স্বাস্থ্য ভালো না থাকলে উৎপাদন যে ব্যাহত হবে, তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়ার প্রয়োজন হয় না। স্বাস্থ্য ভালো না থাকলে দক্ষ ও মানসম্মত শ্রমশক্তি পাওয়া সম্ভব নয়। আমরা যখন স্বাস্থ্য খাতে বিনিয়োগের কথা ভাবি, তখন এর বিশাল অর্থনৈতিক দিকটি খতিয়ে দেখি না। অথচ স্বাস্থ্য খাতে যথাযথ বিনিয়োগ ও দূরদর্শী নীতিমালা প্রণয়ন করা হলে এটি আমাদের জাতীয় অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বাংলাদেশের যে উদ্বৃত্ত শ্রম রয়েছে, তা বিভিন্ন দেশে উন্নয়নের সহায়ক হিসেবে কাজ করতে পারে।

অসুস্থ ব্যক্তিকে ঘরের বাইরে হাসপাতালে নিয়ে চিকিৎসার উদ্যোগ অটোম্যান সাম্রাজ্য তথা তুরস্কে প্রথম সূচনা হয়েছিল। তখন হাসপাতালে চিকিৎসা করাকে সেবার প্রতীক হিসেবে গণ্য করা হতো, পণ্য হিসেবে নয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা একটি অস্বাস্থ্যকর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, যা পরিণত হয়েছে সেবা না হয়ে শোষণের পণ্যে। অহেতুক নানা পরীক্ষা-নিরীক্ষা করাতে দিয়ে রোগীদের হয়রানি করার অভিযোগ প্রায়ই শোনা যায়। চিকিৎসা চালানো প্রায়ই ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ উত্তম- কথাটি আমাদের হাসপাতালগুলো যেন প্রায় ভুলেই গেছে।

আমাদের স্বাস্থ্য খাতে বিনিয়োগের দিকে তাকালে দেখা যায়, এটা কোনো সুস্থ বিনিয়োগ নয়। আর্ত মানবতার সেবায় জীবন উৎসর্গ করেছেন- এমন চিকিৎসকের উদাহরণ আমাদের দেশে কম নেই। পাশাপাশি, আরেক দল চিকিৎসকের প্রসঙ্গ উঠলে তাদের নামের পাশে নানা নেতিবাচক বিশেষণ যোগ করা হয়। আমাদের স্বাস্থ্য খাতে যে সুষ্ঠু বিনিয়োগ হয় না, সে কথা অস্বীকার করার উপায় নেই। দেশে হাসপাতাল নির্মাণের পেছনে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে। অথচ সেই হাসপাতালে না আছে পর্যাপ্ত ডাক্তার, না আছে পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী। হাসপাতালে ড্রাইভারবিহীন অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্সবিহীন ড্রাইভার খুবই সাধারণ ঘটনা। মোট কথা, আমাদের জাতীয় দিকনির্দেশনায় যুগোপযোগী স্বাস্থ্য পরিকল্পনার অভাব প্রকটভাবে ফুটে উঠেছে। সমন্বিত পরিকল্পনার অভাবে স্বাস্থ্য খাতে বিনিয়োগ প্রায়ই রূপ নেয় অপচয়ে।

আমাদের চিকিৎসাব্যবস্থায় সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে অ্যালোপ্যাথিক পদ্ধতির চিকিৎসার ওপর, যা অন্যান্য পদ্ধতির তুলনায়, সবচেয়ে ব্যয়বহুল। এই সুযোগে এক শ্রেণীর চিকিৎসক সঙ্ঘবদ্ধ অপকর্মে জড়িয়ে পড়ছেন। এতে শুধু সম্পদের অপচয় নয়, স্বাস্থ্যসেবা থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে। ২০১৭ সালের এপ্রিলে বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ৭৫ শতাংশ মানুষই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তা ছাড়া, বাজেট ব্যয়ে দুর্নীতি, অবস্থাপনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব স্বাস্থ্যসেবাকে দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে।

চিকিৎসা প্রসঙ্গ এলে আমরা সবসময় নিরাময়যোগ্য (কিউরেটিভ) প্রতিষেধক নিয়ে আলোচনা করি; প্রতিরোধমূলক (প্রিভেনটিভ) ব্যবস্থা নিয়ে তেমন আলোচনা করা হয় না। শুধু উপদেশ বা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা দিয়ে আমরা যে অনেককে বহু জটিল ও কঠিন রোগ থেকে বাঁচাতে পারি, সে কথা খুব কমই ভেবে থাকি। কিউবা সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এর মাধ্যমে সেখানে স্বাস্থ্যসেবার যে উন্নতি হয়েছে, তাতে ৪০০ ডলারে যে স্বাস্থ্যসেবা পাওয়া যায়, তা পেতে শক্তিধর ও উন্নত প্রতিবেশী দেশ আমেরিকায় ২২ গুণ বেশি অর্থ, অর্থাৎ ৯ হাজার ডলার খরচ করতে হয়।

হিসাব করে দেখা গেছে, রোগের চিকিৎসার চেয়ে রোগের প্রতিরোধ শতকরা ২০০ ভাগ বেশি সাশ্রয়ী। কারো যক্ষ্মা হলে তার চিকিৎসা করা হয়; কিন্তু তার পরিবার ও প্রতিবেশীদের যাতে এই রোগ না হয়, সে ব্যবস্থা নেয়া হয় না। আমরা সহজেই এমন হাসপাতালের কথা ভাবতে পারি যেখানে প্রতিরোধমূলক চিকিৎসার ওপর জোর দেয়া হবে। যে এলাকায় যে রোগের প্রকোপ বেশি, সে এলাকায় সে ধরনের প্রতিরোধমূলক হাসপাতাল স্থাপন করা গেলে সংশ্লিষ্ট রোগের প্রকোপ কমে আসবে। আমাদের চিকিৎসাব্যবস্থায় বিষয়টি থাকলেও তা এত বেশি অবহেলিত ও অনুল্লেখযোগ্য অবস্থায় রয়েছে, যা না থাকারই নামান্তর। আমাদের চিকিৎসাব্যবস্থায় আরো যে বিষয়টির অভাব তা হলো হলিস্টিক অ্যাপ্রোচ বা সার্বিক চিকিৎসাব্যবস্থা। যেমন- কেউ যক্ষ্মায় আক্রান্ত হলে তার পরিবার ও প্রতিবেশীরা যেন এই রোগে আক্রান্ত না হয়, সে ধরনের ‘ফলোআপ চিকিৎসা’র ব্যবস্থা হলো হলিস্টিক অ্যাপ্রোচ।

স্বাস্থ্যসেবা অধিকসংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আরেকটি বিষয় বিবেচনা করা যায়। আমাদের দেশের সরকারি মেডিক্যাল কলেজগুলোতে প্রায় বিনাখরচে শিক্ষা নিচ্ছেন শিক্ষার্থীরা। পশ্চিমা দেশগুলোতে এটা অকল্পনীয়। আমাদের এসব শিক্ষার্থীর কাছ থেকে দেশ ও সমাজ কী পাচ্ছে, তা ভেবে দেখা দরকার। গরিব মানুষের করের পয়সায় ডাক্তার হয়ে তাদের খুব কমজনই সেই দরিদ্র জনগোষ্ঠীর সেবায় আত্মনিয়োগ করেন। আমরা কি এমন হাসপাতালের কথা চিন্তা করতে পারি যেখানে কোনো সুনির্দিষ্ট চিকিৎসক থাকবেন না? আমাদের মেডিক্যাল কলেজগুলো থেকে পড়াশোনা শেষ করে সনদ নিয়ে যারা বের হন, তারা এখানে বিনামূল্যে বা নামেমাত্র মূল্যে চিকিৎসাসেবা দেবেন।

বিষয়টি এমন হবে যে, কেউ চিকিৎসক হয়ে বের হওয়ার পর কিছু দিন তাকে সমাজসেবা করতে হবে এবং এটা হবে বাধ্যতামূলক। সরকারি ভর্তুকি দিয়ে শিক্ষা গ্রহণের ফলে তাদের যে সামাজিক দায়ভার তৈরি হয়েছে, তার কিছুটা কমানোর প্রক্রিয়া হিসেবেও একে দেখা যেতে পারে। ধারাবাহিকভাবে প্রত্যেক নবীন ও প্রবীণ চিকিৎসক এখানে সেবা দিয়ে যাবেন। পাশ্চাত্যের অনেক দেশে কেউ মেডিক্যাল স্কুলে ভর্তি হতে চাইলে তাকে কোনো হাসপাতালে গিয়ে কয়েক ঘণ্টা রোগী সেবার পেছনে ব্যয় করতে হয়। এটা তার বাড়তি যোগ্যতা হিসেবে ভর্তি পরীক্ষার ফলাফলে যোগ হয়ে থাকে। আবার শিক্ষাগ্রহণ শেষে ইন্টার্নশিপ বা এ ধরনের সোস্যাল সার্ভিসের ব্যবস্থা রয়েছে।

তবে এর জন্য মটিভেশনের প্রয়োজন। মটিভেট বা উদ্বুদ্ধ করা গেলে এমন কাউকে পাওয়া যাবে না যিনি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জনকল্যাণে সময় ব্যয় করতে রাজি হবেন না। এর জন্য অবশ্য ব্যাকআপ সুবিধাও থাকতে হবে। প্রত্যেক জেলা সদরে যদি এ ধরনের একটি নির্দিষ্ট ডাক্তারবিহীন হাসপাতাল করা যায় এবং সেখানে জনসেবায় উদ্বুদ্ধ স্বাস্থ্যকর্মীদের শ্রমদানের ব্যবস্থা করা যায়, তাহলে এ দেশের স্বাস্থ্য খাতে অভূতপূর্ব বিপ্লব সাধিত হতে পারে। দুঃখজনক হলো, আমরা বিনিয়োগ করছি নিছক বস্তুগত সুবিধা হাসিলের জন্য, রোগীর মানসিকতার দিকটি উপেক্ষিত থেকে যাচ্ছে।

আমাদের দেশের চিকিৎসাব্যবস্থায় আরেকটি বিষয় চরম উপেক্ষিত বলা চলে। তা হলো প্রচলিত বা দেশীয় চিকিৎসাপদ্ধতি যাকে বলে ‘কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন’। প্রচলিত চিকিৎসা পদ্ধতি অনেক ক্ষেত্রে ব্যর্থ হওয়ায় এবং অনিশ্চয়তার কারণে প্রাচ্য-প্রতীচ্যের অসংখ্য মানুষ এখন বিকল্প এই চিকিৎসাপদ্ধতির দিকে ঝুঁকছে। এই পদ্ধতি অনেক বেশি নির্ভরযোগ্য ও পার্শ্ব-প্রতিক্রিয়াবিহীন বলে প্রমাণ পাওয়া গেছে। এ ক্ষেত্রে রোগী পুরোপুরি ওষুধ ও চিকিৎসকের ওপর নির্ভরশীল না হয়ে নিজের মধ্যে লুক্কায়িত প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে রোগ নিরাময়ে নিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

‘কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন’ দুনিয়াজুড়ে একটি বিকল্প চিকিৎসাপদ্ধতি হিসেবে গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এটি বেশ বিস্তৃতি লাভ করেছে। নানা রকম ভেষজ ওষুধ, যোগব্যায়াম, মেডিটেশন, আকুপাংচার, ফিজিওথেরাপি, মিউজিক থেরাপিসহ বিভিন্ন কমপ্লিমেন্টারি পদ্ধতিই এখন রোগ প্রতিরোধ ও প্রতিকারের ক্ষেত্রে মানুষের আগ্রহের বিষয় ও শেষ ভরসাস্থল হয়ে দাঁড়িয়েছে। মানুষের নিজস্ব জীবন ও জগৎ সম্পর্কে বিস্তৃত জ্ঞান, খাদ্যাভ্যাস, শরীর ও মনের স্বাভাবিক বিন্যাস এবং সেই সাথে প্রতিষ্ঠিত চিকিৎসাপদ্ধতির সমন্বয় সাধন এই চিকিৎসার বৈশিষ্ট্য। নিউ ইয়র্কে এ ধরনের একটি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার মিচেল গেইনার এই পদ্ধতিকে বলেছেন ‘সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক বিস্ময়কর উপহার’। জীবনের অনেক নিগূঢ় রহস্য রয়েছে, যা মেডিক্যাল ল্যাবরেটরির চৌহদ্দিতে ব্যাখ্যা করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের অনেক মেডিক্যাল কলেজে এই ইন্টিগ্রেটেড মেডিসিনের কোর্স চালু করেছে।

অল্টারনেটিভ মেডিসিনের বহু পদ্ধতি হাজার হাজার বছর ধরে আমাদের সমাজে চালু রয়েছে। ভেষজ, ইউনানী বা হেকিমি, কবিরাজি বা আয়ুর্বেদিক ইত্যাদি চিকিৎসা পদ্ধতির প্রতি আমরা তেমন দৃষ্টি দিতে পারিনি।

স্বল্পব্যয়ের আরেকটি কার্যকর চিকিৎসাপদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসাপদ্ধতি। আমরা অনেকেই হয়তো জানি না এটি পাশ্চাত্যজগতের একটি চিকিৎসাপদ্ধতি। জার্মানির মতো সূক্ষ্ম প্রযুক্তির জন্য খ্যাতিমান দেশও চিকিৎসার জন্য এই পদ্ধতির ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। অথচ আমাদের বাংলাদেশের স্বাস্থ্যনীতিতে বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না আজো। এসব চিকিৎসাপদ্ধতি ও ওষুধগুলো আধুনিক করার কোনো উদ্যোগ আমাদের নেই। অ্যালোপ্যাথিক চিকিৎসার ওপর জোর দিতে গিয়ে আমাদের দেশীয় চিকিৎসা পদ্ধতির মতো অমূল্য সম্পদ ও জ্ঞান বিলুপ্ত হতে চলেছে। আমরা ভেষজ চিকিৎসার উন্নয়ন ও গবেষণায় বিনিয়োগ করছি না বললেই চলে। এই চিকিৎসা ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের আগমনকে উৎসাহিত করার মতো কোনো উল্লেখযোগ্য প্রচেষ্টা আমাদের নেই।

সরকার এ ব্যাপারে বিভিন্ন সময়ে কিছু অঙ্গীকার করলেও বাস্তবে এর প্রতিফলন তেমন দেখা যায় না। জাতীয় বাজেটে অ্যালোপ্যাথিক চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় তার ভগ্নাংশও দেশীয় বা হোমিও চিকিৎসার জন্য দেয়া হয় না। এমন অনেক রোগ আছে যার চিকিৎসায় অ্যালোপ্যাথির তুলনায় হোমিও বা ভেষজ পদ্ধতিতে অনেক বেশি সুফল পাওয়া যায়। আমরা অনেকেই হয়তো জানি না, অ্যালোপ্যাথিক ওষুধের ৪০ শতাংশই ভেষজনির্ভর। পশ্চিমা চিকিৎসাবিজ্ঞানের সাথে সমন্বিতভাবে ভেষজ ও অন্যান্য দেশীয় চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করা গেলে জনগণকে অনেক সস্তায় চিকিৎসাসেবা দেয়া সম্ভব।

কিন্তু আমরা সস্তায় চিকিৎসাসেবা দেয়ার কথা ভাবি না। আমরা হাসপাতাল তৈরি করছি, রোগী আসবে এই আশায়। হাসপাতাল স্থাপনের আগে আমরা ভাবি, যত বেশি রোগী তত বেশি লাভ বা ব্যবসার প্রসার। আমরা কখনো এমন হাসপাতাল তৈরি করার কথা ভাবি না যেখানে এমন চিকিৎসা দেয়া হবে যেন রোগীর আসা ক্রমেই বন্ধ হয়ে যায়। আমরা কি কখনো এমন হাসপাতাল তৈরির কথা ভেবেছি যেখানে রোগীর ভিড় বৃদ্ধি না পেয়ে কেবল কমতে থাকবে? সম্ভবত কেউ ভাবিনি। অথচ এই ভাবনাই একটি সুস্থ জাতি গঠনের দিকনির্দেশ দিতে পারত। এই ভাবনা সমাজের সার্বিক উন্নয়নের আলোকবর্তিকা হতে পারে।

  • লেখক  —  প্রফেসর ড. এম এ মান্নান,  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড; সাবেক মুখ্য অর্থনীতিবিদ, ইসলামী উন্নয়ন ব্যাংক, জেদ্দা। 
  • কার্টসি  —  নয়াদিগন্ত/ আগস্ট ১৬, ২০১৯।  

Tuesday, July 30, 2019

বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই আপনারও


রুমিন ফারহানা 
আমরা প্রায়ই বলি ‘পৃথিবীতে কেউ অপরিহার্য নয়’। প্রায় সব ক্ষেত্রে কথাটা সত্যিও। কিন্তু একজন নোয়াম চমস্কি কিংবা অনেক ক্ষেত্রেই তার সঙ্গে ভিন্নমত পোষণ করা স্লোভো জিজেক যখন থাকবেন না, তখন পৃথিবীতে তৈরি হওয়া নতুন কোনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক-সামাজিক ঘটনা বা প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণ করার মতো মানুষ থাকবেই, কিন্তু চমস্কি কিংবা জিজেকের বিশ্লেষণের অভাব কি আমরা বোধ করবো না? কীর্তি এভাবেই কিছু মানুষকে ‘অপরিহার্য নয়’-এর সীমা ছাড়িয়ে নিয়ে যায়।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে একজন বেগম জিয়া আমাদের প্রায় সবার জন্য প্রযোজ্য ‘কেউ অপরিহার্য নয়’ এর সীমা পেরিয়ে গেছেন। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি নিজেকে অপরিহার্য করে তুলেছেন। এটা প্রমাণ করা খুব সহজ—একটা চরম কর্তৃত্ববাদী সরকার তার অনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে গণতান্ত্রিক সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করেছে বেগম জিয়াকে কারারুদ্ধ করে রাখাকে। শুধু কারারুদ্ধ করে রাখাই যথেষ্ট হয়নি, একজন খালেদা জিয়া এরপরও এতই ভীতি ছড়ান যে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং শরিক দলের চাটুকাররা ক্রমাগত বিষোদগার করেই যাচ্ছেন খালেদা জিয়ার বিরুদ্ধে। এতেই প্রমাণিত হয়, এই রাষ্ট্রের গণতান্ত্রিক সংগ্রামের জন্য একজন বেগম খালেদা জিয়া কতটা অপরিহার্য।

বেগম খালেদা জিয়া
আমরা নিশ্চয়ই এটা ভুলে যাইনি, স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় আসার পর বর্তমান সরকারি দল নির্বাচিত সরকার হটিয়ে তার ক্ষমতা দখলকে সানন্দে অভ্যর্থনা জানিয়ে বলেছিল তারা অসুখী নন। আমরা ১৯৮৬ সালকেও ভুলে যাইনি। নির্বাচনে অংশ নিয়ে স্বৈরাচারী এরশাদকে বৈধতা দিয়ে আরও অনেক দিন ক্ষমতায় রেখে দেওয়ায় তাদের যে চেষ্টা সেটি কাজ করেনি একজন খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের কারণে। এরপর বর্তমান সরকারের ‘আন্দোলনের ফল’ এক এগারোর সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী বিদেশে চলে গেলেও, খালেদা জিয়া তাতে রাজি হননি। অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে আবার রুখে দাঁড়ান বেগম জিয়া, যেটা বর্তমান প্রধানমন্ত্রীকে দেশে ফিরে আসতে সাহস জোগায়। জনগণের সামনে আবারও প্রমাণ হয়, বর্তমান বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের একমাত্র প্রতীক বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার প্রতি স্বৈরাচার, কর্তৃত্ববাদের ভীতি ছিল, আছে সব সময়ই। তাই রাষ্ট্রে স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী শাসন চালিয়ে যাওয়ার পূর্বশর্তই হচ্ছে তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা। বেগম জিয়ার এই চরিত্র এরশাদ জানতো, জানতো মঈনউদ্দিন-ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার এবং জানে বর্তমান সরকারও। তাই মিথ্যা মামলায় বেগম জিয়া আজ কারারুদ্ধ।

কীভাবে মিথ্যা অভিযোগে বেগম জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, সেটার খুঁটিনাটি তথ্য এই দেশের মানুষ জানে। সেই বিষয়ে তাই আর বিস্তারিত আলোচনা অপ্রয়োজনীয়। শুধু এটুকু বলি, একজন আইনজীবী হিসেবে আমি নিজে দুদকের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত অভিযুক্তদের মামলায় কাজ করেছি এবং আপিল গ্রহণকালেই জামিন পেতে দেখেছি। স্থায়ী জামিন নিয়ে তাদের অনেকেই এখন বিদেশেও আছেন। এটা যদি হয় একজন সাধারণ অভিযুক্তের ক্ষেত্রে, তাহলে বেগম জিয়ার মতো একজন মানুষের ক্ষেত্রে কী হওয়ার কথা ছিল?

জামিন লাভের ক্ষেত্রে প্রধান যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো—ব্যক্তির শারীরিক অবস্থা এবং সামাজিক অবস্থান। আর যে বিষয় আদালত দেখে তা হলো—অভিযুক্তের পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা এবং সাক্ষীকে ভয়ভীতি দেখানো বা আলামত নষ্ট করার ভয় আছে কিনা। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত যেকোনও অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিক জামিন দিতে পারেন। এই আশঙ্কাগুলোর কোনটি বেগম জিয়ার ক্ষেত্রে সত্য, সেটা বিচারের ভার আমি পাঠকদের ওপরই ছেড়ে দিলাম।

তাই আমার আইনের জ্ঞান, অভিজ্ঞতার ভিত্তিতে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বেগম জিয়ার মামলার মেরিট, তার শারীরিক অবস্থা, সামাজিক অবস্থান, বয়স, জেন্ডার সবকিছু বিবেচনায় বাংলাদেশের আইন অনুযায়ী তিনি তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য। জামিন পাওয়া তার অধিকার। আর সবকিছু বাদ দিলেও বর্তমানে তার যে শারীরিক অবস্থা, শুধু সেটাও যদি বিবেচনায় নিই, তাহলে আদালত যদি ন্যূনতম স্বাধীনভাবে কাজ করতে পারতেন, তাহলে তাকে জামিন দিতে বাধ্য হতেন।
 
শনিবার, জুলাই ২৭, ২০১৯, দুপুর দেড়টায় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ভয়াবহ অসুস্থ অবস্থায় বিএসএমএমইউ'র কেবিন ব্লক থেকে চিকিৎসার জন্য এ ব্লকে নেয়া হয়। এ সময় অত্যন্ত অসুস্থ দেখায়, কয়েক জন তাঁকে ধরে দাঁড়াতে সাহায্য করছে। বেগম জিয়ার চোখে মুখে তীব্র কষ্টের অভিব্যক্তি দেখা যায়। 

তার সাম্প্রতিক শারীরিক অবস্থা নিয়ে আমাদের দলের মহাসচিব দুই দিন আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়েছে। তিনি এখন বিছানা থেকেই উঠতে পারছেন না। তাকে সবসময় দু’জন সাহায্য করতে হয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, সম্প্রতি তার জিহ্বায় ক্ষত তৈরি হয়েছে। তিনি ভালোভাবে খেতে পারেন না; তীব্র দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। তার নতুন শারীরিক জটিলতা হিসেবে যুক্ত হয়েছে ডায়াবেটিস, যা একেবারেই নিয়ন্ত্রণহীন। সঙ্গে তার হাত-পায়ে আগের তীব্র ব্যথা তো আছেই। তার বর্তমান শারীরিক অবস্থায় অনেকেই আশঙ্কা করছেন, তিনি হয়তো আর কখনোই পুরোপুরি সুস্থ হবেন না।

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, ২০১৮, বিকেলে কারাগারে যাওয়ার সময় সুস্থ শরীরে হেঁটে আদালত থেকে গাড়িতে উঠেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 

গ্রেফতারের পর যখন আদালত থেকে তাকে কারাগারে নেওয়া হচ্ছিল তখনও তিনি সুস্থ শরীরে হেঁটে গাড়িতে ওঠেন, তারপর ক্রমান্বয়েই তার অবস্থার অবনতি হতে থাকে। যেহেতু কারাগারে তিনি সম্পূর্ণ সরকারের হেফাজতে ছিলেন, সুতরাং তার স্বাস্থ্যের এই ক্রমাবনতির জন্য একমাত্র দায়ী করা যায় সরকারকে।

এটা একেবারেই স্পষ্ট, বেগম জিয়া ন্যূনতম প্রয়োজনীয় চিকিৎসাও পাচ্ছেন না। শুরু থেকেই সরকার তার পছন্দের হাসপাতালে তাকে চিকিৎসা নিতে দিচ্ছে না। কারা অন্তরীণ অবস্থায়ও চিকিৎসার খরচ নিজে বহন করার শর্তে ব্যক্তিগত পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার নজির অনেক আছে। এক এগারোর সরকারের সময় আওয়ামী লীগ নেতা আবদুল জলিল ও মোহাম্মদ নাসিমকে ল্যাবএইড হাসপাতালে আর শেখ ফজলুল করিম সেলিমকে বারডেম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। মজার ব্যাপার হলো, বর্তমান প্রধানমন্ত্রীও এই সুবিধা গ্রহণ করে স্কয়ার হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছিলেন।

এমনকি বর্তমান অবস্থায় পছন্দের হাসপাতালে চিকিৎসার অনুমতিও কোনোভাবেই যথেষ্ট না। বেগম জিয়ার শরীর এখন এতটাই ভেঙে পড়েছে যে, যদি বেঁচে থাকতে হয় তাহলে চিকিৎসার সঙ্গে সঙ্গে তাকে মুক্ত জীবনে ফিরে আসতেই হবে। আবারও বলছি, শুধু তার বর্তমান শারীরিক অবস্থাই তাকে জামিন দেওয়ার জন্য যথেষ্টের বেশি।

সরকারকে এভাবে দোষারোপ করতে দেখে সরকার এবং তার ‘উচ্ছিষ্টভোগী’ বুদ্ধিজীবীরা যে কুতর্ক করে, সেটা কেউ করতে চাইতে পারেন, যুক্তি দিতেই পারেন—বেগম জিয়ার জামিন তো আদালতের এখতিয়ার, এখানে সরকারের কিছুই করার নেই। মজার ব্যাপার হলো, এই দেশের অতি সাধারণ মানুষও জানে, দেশে স্বাধীন বিচার ব্যবস্থা বলে আদৌ কিছু বিরাজ করে না। এজন্যই এমনকি প্রত্যন্ত অঞ্চলেও কোনও অপরাধ ঘটলে আমরা দেখি ভুক্তভোগীর স্বজন প্রধানমন্ত্রীর কাছে বিচার চান। এতে এটা প্রমাণিত হয়, যে বিচার একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার হওয়ার কথা, সেটাও এই দেশে চাইতে হয়। আরও কৌতূহলোদ্দীপক ব্যাপার হলো, বিচার চাইতে হয় নির্বাহী বিভাগের প্রধান প্রধানমন্ত্রীর কাছে। ওই মানুষগুলোও জানেন, বিচার বিভাগ বলে স্বাধীন কোনও প্রতিষ্ঠান নেই বাংলাদেশে, সবকিছুই আসলে সরকারের হাতে।

এক এগারোর  অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে। 
এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় একই ধরনের মামলা বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও হয়েছিল। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সেইসব মামলা হাইকোর্টে ‘খারিজ করানো’ হয়। কিন্তু স্বাভাবিক নিয়মে সেই মামালার আপিল করা হয়নি। কেন আপিল করা হয়নি, এমন প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী মিডিয়ায় জানান, দুদক থেকে তাকে আপিল করতে বলা হয়নি। সেই আপিল করা হলেও কী হতে পারতো, সেই বিষয়ে কথা না হয় না-ই বললাম। এদিকে বেগম জিয়ার মূল মামলা তো বটেই, এমনকি তার জামিন ঠেকানোর জন্য পর্যন্ত সরকার সর্বোচ্চ আদালতে ‘যুদ্ধ করে’ যাচ্ছে। এই সরকারের সময়ে এই দেশের বিচার বিভাগ, ‘All are equal but some are more equal than others’ উক্তিটির এক দুর্দান্ত প্রতিচ্ছবি।

সরকারের হাত থেকে নিম্ন আদালতকে মুক্ত করে প্রকৃত অর্থেই স্বাধীন করার চেষ্টার মাশুল দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি জনাব এসকে সিনহা। শুধু যে তার নামে যে শুধু মামলা দেওয়া হয়েছে তা নয়, পরিস্থিতি তাকে ভিনদেশে অ্যাসাইলাম চাইতেও বাধ্য করেছে। এ ধরনের নজিরবিহীন ঘটনা দেশের নিম্ন থেকে সর্বোচ্চ সব আদালতকেই একটা স্পষ্ট বার্তা দেয়। এ প্রসঙ্গে আমরা স্মরণ করবো নিম্ন আদলতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতির নীতিমালা সংক্রান্ত শুনানিতে প্রধান বিচারপতির সেই বিখ্যাত উক্তি, ‘দেশে আইনের শাসন নেই’, ‘সরকার নিম্ন আদালত কব্জা করার পর উচ্চ আদালতের দিকেও হাত বাড়িয়েছে’।

বেগম জিয়ার জেলে থাকা মানে শুধু একজন ব্যক্তির জেলে থাকা না, তার জেলে থাকা মানে দেশের আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের প্রতীকে পরিণত হওয়া মানুষটির জেলে থাকা। তার জেলে থাকা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীন করা আমাদের দেশটির সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগও একেবারেই ভেঙে পড়েছে। এই রাষ্ট্র এখন কার্যত টোটালিটারিয়ান চেহারা নিয়েছে।

বেগম জিয়ার জেলে থাকা আসলে একটি উপসর্গ, যেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভেঙে পড়াকেই প্রমাণ করে। তাই বেগম জিয়ার অধিকারের পক্ষে কথা বলা মানে আসলে আমাদের রাষ্ট্রটির কাঠামো টিকিয়ে রাখার লড়াইয়ে শামিল হওয়া। বেগম জিয়ার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যে কারো দ্বিমত থাকতেই পারে, তার কাজের সমালোচনাও থাকতে পারে যে কারো মনে। সেই দ্বিমত প্রকাশিত হোক, সমালোচনা হোক। কিন্তু তারপরেও সব শ্রেণি-পেশার মানুষের তার মুক্তির সংগ্রামে যুক্ত হওয়া জরুরি। এই লড়াই শুধুমাত্র একটি বিশেষ দল বা মতাদর্শের মানুষের নয়।

আমাদের এটা বোঝা দরকার, এটা শুধু বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই না, এটা আসলে ২০১৪ সালের ৫ জানুয়ারি আর ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাতে উপর্যুপরি রুদ্ধ হওয়া গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম, আইনের শাসন আর ন্যায়বিচার কায়েমের সংগ্রাম, নির্বাহী বিভাগের কড়াল থাবা থেকে বিচার বিভাগকে মুক্ত করার সংগ্রাম, রাষ্ট্রের মালিকানা গণমানুষের হাতে ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। তাই এই সংগ্রাম আপনার, আমার, আমাদের সবার।

লেখক: আইনজীবী, সুপ্রিম কোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য।