Search

Tuesday, January 29, 2019

Labour unrest - 4,899 garment workers lose jobs


At least 4,899 garment workers have been fired from their jobs in the aftermath of recent labour unrest over their wage disparity, according to the latest data of the Industrial Police.

They worked in different factories located in Ashulia, Gazipur and Narayanganj that witnessed labour movement for review of their new pay structure announced in November last year, officials said.

Labour leaders, however, claimed that the figure would be more than 7,000.

Garment workers in Ashulia, Gazipur, Tongi, Savar and Narayanganj industrial hubs took to the streets and continued their movement from December 09 to January 13 in protest against wage disparity among different grades.

Labour leaders also alleged that workers were still being victimised for joining the agitation, as apparel makers have filed cases against 'unidentified' accused, resorted to 'mass' dismissal of workers and put many in the process of dismissal.

Former general secretary of IndustriALL Bangladesh Council (IBC) Babul Akhter said more than 30 cases were filed in Gazipur, Ashulia and Savar against 5,000 to 5,500 workers while more than one hundred have been arrested.

IBC general secretary Shalauddin Shapon said more than 7,000 workers have been fired from their jobs. "This time, the numbers of terminations, cases and arrests have crossed the previous records," he added.

Workers who are associated with trade unions and previously raised their voice in the factories for their rightful demands are being targeted for cases and termination, he alleged.

"This is a very worrying situation. In most cases of termination, laws are not being followed and workers are being deprived of lawful benefits," Mr Shapon said.

Moreover, cases filed against 'unknown' accused have created a panic among workers, he added.

At the tripartite meeting held on January 13, apparel makers and government have assured the workers that no innocent workers would lose jobs and be harassed, the IBC leader pointed out.

In a separate statement, the IBC demanded an immediate end to termination and harassment of workers.

It also urged the government to take immediate measures to this end.

When asked, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) president Md Siddiqur Rahman reiterated that no innocent workers would be harassed, saying that this is not acceptable.

He, however, said that apparel makers have the right to terminate workers for various reasons in line with the labour law.

"The issue of termination must be dealt with as per labour law," he said, adding that BGMEA will take action against the factories if it is proved that they harassed any innocent workers.

  • Courtesy: The Financial Express /Jan 29, 2019

Graft rises in Bangladesh


TIB Executive Director Dr Iftekharuzzaman unveiling the findings for Bangladesh in the global Corruption Perception Index 2019 in Dhanmondi's Midas Centre on January 29, 2019. Photo: Mohiuddin Alamgir

Bangladesh has gone down in the corruption index – falling six places in world ranking, Transparency International has said in a study.

In its Corruption Perceptions Index 2018 unveiled today, it said this was an “embarrassing low” for Bangladesh witnessed during its election year.

Bangladesh ranked 149 in the world, six places lower than where it stood in 2017, earning two points lower. The position was 13th from bottom.

Also, in consideration to South Asia, Bangladesh’s position was second lowest – only ahead of Afghanistan. Pakistan stayed three steps ahead of Bangladesh.

Transparency International Bangladesh (TIB) Executive Director Dr Iftekharuzzaman unveiled the report at a press conference in Dhanmondi’s Midas Centre this morning.

The index measured corruption of 180 countries where Somalia secured the bottom position. Denmark emerged as the least corrupted country in the index.

According to the report, a total score of 43 is considered average in 100. Bangladesh secured 26 points – two lower than what it earned last year.

HIGH-PROFILE CORRUPTS NOT BOOKED

“Bangladesh’s government had long list of commitments against corruption, but those were not implemented,” Iftekharuzzaman said in the briefing.

“There is no example of high-profile corrupts being booked. The Anti-Corruption Commission (ACC) is not booking high-profile corrupts,” he said.

“The ACC is netting low-level and middle-level corrupts,” Iftekharuzzaman said.

As probable cause of the slide, reasons upheld were errant corruption in the banking sector, encroachment of land and water bodies, graft in government purchase and recruitment, and increasing levels of money laundering.

GOVERNMENT IN DENIAL

“This is embarrassing for us. We are only ahead of Afghanistan in South Asia,” he said.

“There is a culture of denial among authorities. They deny facts when it comes to pointing out corruption,” Dr Iftekharuzzaman said.

“Instead, the government does not take it well when a report is published,” he added.
  • The Daily star/ jan 29, 2019 

Ducsu election should be covered by CCTV

Golam Mortoza

As the long-awaited Ducsu election is nearing,  the issue of “co-existence” has widely been in discussion for some time now, just as the issue of “level playing field” was in discussion before the last national election. The Dhaka University administration claims that there is “co-existence” of all the student organisations on campus, including in the residential halls, and all the student bodies have been carrying out their political activities freely.

However, of the 14 student organisations that are active on the campus, including the Chhatra Dal and the left-leaning bodies, 11 claim that there is no environment for “co-existence” in Madhur Canteen, the residential halls or anywhere on campus. According to them, everything is controlled by the Chhatra League alone. Chhatra Dal alleges that they are barred from entering the campus and the halls. If any link between any student and the Chhatra Dal is found, he is beaten up and ousted from the halls right away by the members of Chhatra League. In Chattogram University, a Chhatra Dal leader was recently assaulted by the activists of Chhatra League after he came out of an exam hall after sitting for his exam secretly. The Chhatra Dal has alleged that the situation in Dhaka University is far worse than in Chattogram.

In the DU residential halls, the teachers who are given the responsibility to look after the well-being of students do not help the students in case they are attacked by the Chhatra League. Torture in the guestrooms and the gonorooms is also quite common. Many Chhatra Dal leaders and activists are residing in the halls concealing their identity. If they become active during the Ducsu election, they won't be allowed to stay in the halls post-election. Their fate would also be the same if the election is not held.

The view of the left organisations is pretty much the same, as they claim that the Chhatra League do not want to give them the space to voice the rightful demands of the general students. The activists of the left organisations came under several attacks by the Chhatra League during the movement against sexual harassment on Pahela Baishakh, and also during the recent quota reform and road safety movements.

But the Chhatra League claims that they do not harass or torture anyone and do not believe in control. They are saying that the activists of Chhatra Dal who are genuine students of DU can come and reside in the halls. Their statement confirms the fact that the leaders and activists of the Chhatra Dal are not staying in the halls currently.

What is noticeable here is that it is the Chhatra League who are talking about whether the activists of Chhatra Dal can come to the campus or stay at the halls—and not the university authorities. Such an environment was not created in a day. The situation may improve to some extent if the authorities can take some effective measures centring the Ducsu election.

It should be mentioned here that the participation of the quota reform activists in the Ducsu election could be a cause for concern for both the Chhatra League and the Chhatra Dal. The leaders and activists of the quota reform movement were brutally attacked several times and many of them were arrested. They were threatened by the Chhatra League but they never backed away or changed their position. There is a visible support for them from the general students. The left organisations including the Chhatra Union were always by the side of the general students during all the student movements. Thus, the main competition in the Ducsu election might not be confined to the Chhatra League and the Chhatra Dal only, if it is held in a free and fair manner.

The code of conduct fixed by the university authorities for the Ducsu election is similar to that of the national election. The rule that former student leaders cannot participate in the election campaigns does not make any sense. The former leaders and activists of Chhatra League, Chhatra Dal, Chhatra Union and other organisations should be allowed to come to the campus and campaign for their candidates. The former leaders of Ducsu should also be allowed to do so.

Ducsu elections were held in a free and fair manner even during the military regimes. If the Dhaka University authorities are really sincere about holding a free and fair election, they should consider taking the following measures:

i) For ensuring a “level playing field” and establishing “co-existence” of all the organisations, the university authorities must wrest the halls of residence from the control of outsiders, and must not shy away from their effort should there be resistance from the BCL.

ii) It must be ensured that everyone, except those who are against our liberation, can carry out their political activities on campus freely.

iii) Eleven of the 14 student organisations on campus demand that the polling booths should be set up in the academic buildings, not in the halls. It will not be comfortable or even safe for the activists of the Chhatra Dal and the quota reform movement—who were ousted from their halls, which are controlled by the Chhatra League—to go to their respective halls to cast their vote. Also, as around 60 percent of the DU students live outside the campus, it should not be a problem for anyone if the polling booths are set up in the academic buildings. What Mujahidul Islam Selim, a former Ducsu VP, has said is very significant in the current situation: “The Ducsu election should not become a nocturnal expedition.” If the polling booths are set up in the halls, the chances of manipulation will be high.

iv) Dhaka University teachers are separated into three groups, namely blue, white, and pink. But the two committees that have been formed to evaluate the guidelines of Ducsu election and to conduct the election are comprised of teachers belonging to the blue group only—which is backed by the ruling Awami League. Only one member is included in these two committees from the pink group, backed by the left organisations. There is no member in these committees from the BNP-backed white group. In Dhaka University, there are teachers who are not directly involved with teachers' politics and who have the credibility to conduct the Ducsu election in a fair manner. They could be given the responsibility to conduct the election. But if that cannot be done, there is still a scope to involve the current and former members of the teachers' union in the process of evaluating the guidelines and conducting election-related activities. The university administration has held discussions with the active student organisations on campus. If it can hold similar discussions with the teachers of the blue, white and pink groups before finalising the guidelines, there will be less scope for controversy.

v) It is not as if a fair election can be ensured only by setting up polling booths at the academic buildings. For holding a fair election, the authorities can consider bringing the polling booths under CCTV coverage. The CCTV cameras should be installed in a way so that it will be visible from a distance, to check if the ballot boxes are staffed beforehand. And the Chhatra League can benefit from this step and disprove, with the help of CCTV footage, any potential allegations of unfair intervention in the election.

All the entry points to the campus including the Madhur Canteen and the open spaces can also be brought under the CCTV coverage. The CCTV cameras already installed at various points of the campus should be examined to see if they are effective at all. The quality of the cameras should be ensured for getting clear footage.

The CCTV footage will prove if the free movement of students (voters) has been ensured during the election. If the activists of Chhatra Dal, Chhatra League or the quota reform movement carry out any violent activities, that can be proved also. Most of all, CCTV cameras will be very effective in identifying the casting of fake votes, ballot stuffing, and interference by anyone in the voting process. 

It is not at all difficult to bring the entire campus including the residential halls under CCTV coverage. The CCTV technology is used during the Bishwa Ijtema or the Pahela Baishakh celebrations to ensure security of people. It can also be used to ensure a free and fair Ducsu election. The money it will cost is not much. We need to remember that many students were killed on DU campus in the past. So, precautions must be taken during the upcoming Ducsu election to avoid any violence on campus, and the CCTV cameras can play an effective role to ensure the security of the students.

  • Golam Mortoza is a journalist.
  • The article was translated from Bangla by Naznin Tithi.
  • Courtesy: The Daily Star/ Jan 29, 2019

ডাকসু নির্বাচন - সুষ্ঠু ভোটের জন্য গঠনতন্ত্রে সংশোধনী আনুন

সম্পাদকীয়

ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকেরা যেমন, তেমনি সাধারণ মানুষও সন্দেহের দোলাচলে। সচেতন ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের আকাঙ্ক্ষা হলো কোনো একটি জায়গা অন্তত সন্দেহ ও অবিশ্বাস থেকে মুক্তি পাক। প্রায় তিন দশক পরে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, তা নিয়ে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটুক, তা সরকারকে নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের যে বাস্তব চিত্র, তাতে কর্তৃপক্ষের ওপর যথেষ্ট ভরসা রাখা কঠিন। কিন্তু এই নির্বাচনের গুরুত্বকে আমাদের বিবেচনায় নিতে হবে। আসন্ন ডাকসু নির্বাচন ভালোয় ভালোয় সম্পন্ন করা সম্ভব হলে দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সুনির্বাচন করা সহজতর হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আসন্ন সভায় কিছু সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপরে নির্বাচনটি অবাধ হওয়ার সম্ভাবনা বাড়বে নাকি কমবে, তার অনেকটাই নির্ভর করবে। তিনটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ভোটার ও প্রার্থীদের যোগ্যতা। বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী শুধু নিয়মিত ছাত্ররাই ভোটার ও প্রার্থী হতে পারবেন। পিএইচডি ও এমফিল ছাত্ররা ভোটার হতে পারেন, কিন্তু প্রার্থী নন। ছাত্রসংগঠনগুলো এই বিধান শিথিল করার জন্য যেসব যুক্তির অবতারণা করছে, তা দৃঢ়তার সঙ্গে নাকচ করাই সমীচীন। দীর্ঘদিন নির্বাচন হয়নি বলে কারও তথাকথিত বঞ্চনা প্রশমনের বিষয়টি বিবেচনা করার সুযোগ নেই। এটা খাল কেটে কুমির আনার শামিল হবে। বরং অনেকেই মনে করেন যে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়ার পরে কারও নিয়মিত ছাত্র থাকার সুযোগ থাকতে পারে না। তাই প্রার্থী হওয়া দূরে থাক, গঠনতন্ত্র সংশোধন করে তাঁদের ভোটাধিকার থাকার বিধান বিলোপ করা উচিত।

দ্বিতীয়ত, ভোটকেন্দ্র হলের ভেতরে না বাইরে হবে, তা নির্ধারণ করা। এটা আমাদের সবারই জানা যে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং হল প্রশাসন প্রধানত দলীয় বিবেচনায় ঢেলে সাজানো হয়েছে। হলের নিয়ন্ত্রণ নিরঙ্কুশভাবে ক্ষমতাসীন দল–সমর্থিত ছাত্রসংগঠনের হাতেই রয়েছে। এই প্রেক্ষাপটে ১৪টি ছাত্রসংগঠনের মধ্যে ছাত্রদল ও বামদের ১১টি সংগঠন হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনের যে দাবি করেছে, তা যুক্তিসংগত। তারা বলেছে, প্রতিটি হলে ছাত্রলীগের যে আধিপত্য গড়ে উঠেছে, সেটা হলের ভেতরে কেন্দ্র স্থাপন করা হলে ভোটাভুটির নিরপেক্ষ পরিবেশকে ব্যাহত করবে। ছাত্রদের সংখ্যাগরিষ্ঠ অংশ আবাসিক হলগুলোর বাসিন্দা নন। সুতরাং হলের ভেতরে যাওয়াটাই তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং গঠনতন্ত্র সংশোধন করে হলের বাইরে ভোটকেন্দ্র নিয়ে আসতে হবে।

এবং তৃতীয়ত, ছাত্র সংসদের ওপর উপাচার্যের ক্ষমতা প্রয়োগকে ভারসাম্যপূর্ণ করা। গঠনতন্ত্রের বিদ্যমান বিধানমতে উপাচার্য ছাত্র সংসদের নির্বাচিত নেতাদের বরখাস্ত করার এখতিয়ার রাখেন। এটা সবারই জানা যে পাবলিক বিশ্ববিদ্যায়ের উপাচার্যরা আর অতীতের মতো কোনোভাবেই দলনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখেন না বা রাখাটা সম্ভব হয় না। তাই উপাচার্যের হাতে এই এখতিয়ার থাকা উচিত নয়। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে আমরা একমত হয়ে বলতে পারি যে অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে উপাচার্য ও ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিলের হাতে এই এখতিয়ার অর্পণ করা যেতে পারে।

৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে যা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, তেমন কোনো বিশ্বাসযোগ্য অভিযোগ যাতে না ওঠে—তা সরকারকে নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্রে ক্যামেরা রাখার যে দাবি উঠেছে, তা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করবে। নির্বাচনী প্রচারণায় সবার জন্য সমান সুযোগ থাকতেই হবে। ছাত্ররা যদি নিজ নিজ ভোট না দিতে পারেন, তাহলে এই কলঙ্কের দায় থেকে জাতির পরিত্রাণ মিলবে না।

  • Courtesy: Prothom Alo/ Jan 29, 2019

Air quality falls in capital

Tk 802.25cr project yields no result


The capital’s air quality deteriorated after implementing a Tk 802.25 crore air quality improvement project in nine years since 2009. The project cost included Tk 769.74 crore provided by the World Bank as credit carrying 0.75 per cent service but no interest.

The Tk 802.25 crore clean air and sustainable environment project for the capital was implemented by the Ministry of Environment, Forests and Climate Change.

Under the project the implementing ministry engaged the two city corporations, the Department of Environment and Dhaka Transport Coordination Authority to construct roads, sidewalks, foot-over-bridges, passengers sheds at bus stops and installing traffic signals. 

The feasibility studies for introduction of Bus Rapid Transit linking the Hazrat Shahjalal International Airport and Mohakhali was carried out by Dhaka Transport Coordination Authority with money from the clean air and sustainable environment project.

The Department of Environment opened 11 air quality monitoring stations with money from the same project.

The DoE conducted studies for innovating brick kilns capable of emitting less carbon also spending money from the project for the capital’s air quality improvement and sustainable environment. 

On February 17, 2014, when air quality monitoring began, the capital’s air quality was unhealthy with an average air quality index value of 172. On Saturday the capital’s air quality was ‘very unhealthy’ with average air quality index value of 264.

The World Health Organization set the standard air quality index value at 50. At midnight the capital’s air quality index value often crosses 300, which is considered by the WHO as ‘extremely unhealthy’.

In 2018, the Bangladesh capital was ranked by the US Environmental Protection Agency as the world’s 4th most polluted city with average annual air quality index value of 195.

Since 2014, average fine particles suspended in the capital’s air increased four times, Dhaka University chemistry professor Abdus Salam, who studied the problem for years, told new Age.

‘The fine particles suspended in our capital’s air is eight times higher than the WHO set standard of 25 microgram per cubic metre, indicating high level of carbon, sulfite, nitrate and heavy mineral like chromium and lead in the air,’ he said.

Jatiya Shshtya Adhikar Andolan president Dr Rashid-E-Mahbub said, ‘Polluted air is extremely harmful for the public as it might cause chronic skin, lung, kidney, stomach and other diseases besides failure of organs.’

The Transparency International, Bangladesh as well as environmentalists questioned the logic of implementing an unproductive clean air and sustainable environment project spending public money and WB credit. 

They called it illogical to spend Tk 461 crore for construction of roads, sidewalks, drains, foot bridges, passengers sheds at bus stands and installation of traffic signals by the capital’s two city corporations. They called it totally illogical to spend Tk 54.48 crore on feasibility studies for a proposed bus rapid transit project. 

‘The bureaucrats who misled the government for taking such projects should be punished for wasting scarce funds,’ said architect and joint secretary of Bangladesh Paribesh Andolon Iqbal Habib.

‘I am surprised over how the World Bank could extend loan for the construction of foot bridges, footpaths, passenger sheds at bus stands and the installation of traffic signals under clean air project,’ he said.

TIB’s executive director Iftekharuzzaman said that for implementing ineffective and inappropriate project like this, the government was denied grants from the climate resilience trust fund.

Environment ministry additional secretary M Mozahed Hossain refuted all the criticism saying the project was taken to mitigate adverse impacts of climate change and environmental degradation. 

He said that roads, footpaths, foot bridges, drains were constructed to ease the capital’s traffic congestion as it emits lot of carbon.

In her written reply, World Bank media relations officer Mehrin Mahbub claimed air pollution remained stable despite increased population and economic activities.

  • Courtesy: New Age /Jan 29, 2019

২০১৮ সা‌লে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৪৩৯ জনের


গত এক বছ‌রে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪৩৯ জন মানুষ প্রাণ হা‌রি‌য়ে‌ছেন। ওই বছর সারা‌দে‌শে মোট ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ছে। এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠ‌নের সভাপ‌তি ই‌লিয়াস কাঞ্চন।

মঙ্গলবার, জানুয়ারি ২৯, রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আ‌য়ো‌জিত ২০১৮ সা‌লের সড়ক দুর্ঘটনার প‌রিসংখ্যান প্র‌তি‌বেদন প্রকাশ অনুষ্ঠা‌নে তি‌নি এসব তথ্য তু‌লে ধ‌রেন।

এর আগে ২৫ জানুয়ারি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ২০১৮ সালে সড়কে ৫ হাজার ৫১৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৭ হাজার ২২১ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন। সড়ক, রেল, নৌ ও আকাশপথের মোট দুর্ঘটনার সংখ্যা ৬ হাজার ৪৮টি। এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৭ হাজার ৭৯৬ জন। আহতের সংখ্যা ১৫ হাজার ৯৮০।

লি‌খিত বক্ত‌ব্যে ইলিয়াস কাঞ্চন ব‌লেন, ‘২০১৮ সা‌লে সড়ক দুর্ঘটনায় ৪৪৩৯ জন মানুষের প্রাণ গে‌লেও ৭ হাজার ৪২৫ জন আহত হ‌য়ে‌ছেন। হাসপাতা‌লে ভ‌র্তির পর ৭৪০ জন মারা গে‌ছেন। ত‌বে মৃত্যুর সংখ্যা ২০১৭ সা‌লের চাই‌তে ২৪৬ জন কমেছে।’
  • জাগো নিউজ/ জানু ২৯, ২০১৯ 

৫ বছরে বেওয়ারিশ লাশ ৬২১৩


২০১৮ সালের নভেম্বরের ১ তারিখ। বাংলাদেশের বেওয়ারিশ লাশ দাফনের দাতব্য সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি লাশ ঢাকা কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ প্রাথমিক সুরতহাল করে আঞ্জুমান মুফিদুলের কাছে দিয়ে দেয় বেওয়ারিশ হিসেবে লাশটি দাফনের জন্য। 

ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো আরো হাজার খানেক বেওয়ারিশ লাশের মতই। কিন্তু ঘটনার মোড় নেয় যখন আঞ্জুমান মফিদুলের কর্মীরা তাকে দাফনের আগে গোশলের জন্য নেন। মৃত ব্যক্তির কোমরে কিছু কাগজ খুঁজে পান তারা। সেই সময় উপস্থিত থাকা একজন কর্মী ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এভাবে, তিনি বলছিলেন ‘আমরা তার কোমরে আইডি কার্ড আর ব্যাংকের ক্রেডিট কার্ড পাই। আইডি কার্ড দিয়ে শনাক্ত করা যায়নি। এরপর পুলিশকে জানালে তারা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে তার পরিচয় বের করেন। দেখা যায় তিনি চট্টগ্রামের বিশাল বড়লোক ফ্যামিলির লোক। পরে তাদের খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়’। চট্টগ্রামের এই পরিবারটির সাথে আমি কথা বলেছি। তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কিন্তু পরিবারটি বলেছে- তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং এই ঘটনায় এতটাই বিপর্যস্ত যে, এখন আর এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলেন না তারা। 

বেওয়ারিশ লাশের সংখ্যা

বেওয়ারিশ লাশের ওয়ারিশ বা পরিবার-পরিজনের খবর পাওয়া যায় হাজারে দুই থেকে তিনটা। আঞ্জুমান মফিদুল বলছে ২০১৪ সালের জানুয়ারি ১ তারিখ থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্ব^র এই পাঁচ বছরে ৬ হাজার ২১৩ জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করেছে তারা। অর্থাৎ প্রতি বছরে ১ হাজারের বেশি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে যাদের কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। 

ঢাকায় মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের কার্যালয়। সংস্থাটি ২০১৮ সালের নিখোঁজদের যে প্রতিবেদন দিয়েছে সেখানে দেখা যাচ্ছে এর সংখ্যা ৩৪। পরবর্তীতে ১৯ জনের সন্ধান পাওয়া গেছে। যাদের অধিকাংশ বিভিন্ন মামলায় পুলিশের কাছে আটক আছে। আর বাকি ১৫ জন নিখোঁজ। 

পরিবারগুলো কি খোঁজ করে?

এই নিখোঁজদের একজন মোহন মিয়া। যিনি ঢাকার মিরপুর থেকে ২০১৮ সালের ১০ জুন নিখোঁজ হন। মোহন মিয়ার স্ত্রী শাহনাজ বেগম বলছিলেন তারা আঞ্জুমান মফিদুলে যাননি। কারণ তার আশা তার স্বামী একদিন ফিরে আসবেন। তিনি বলছিলেন ‘তার শত্রুতা ছিল বাড়ি ঘর নিয়ে। মুদি দোকান ছিল আমার স্বামীর, সে তো কোনো সন্ত্রাসী না, নেতাও না যে, তারে মেরে ফেলবে। নিখোঁজের পর আমরা অনেকবার পুলিশের কাছে গিয়েছি। কিন্তু আঞ্জুমান মফিদুলে যাইনি। আমরা বিশ্বাস করি সে ফিরে আসবে একদিন’। আরো একজন নিখোঁজ ব্যক্তির বাবা বলছিলেন তার ছেলের খোঁজে একাধিক বার থানা-পুলিশ করেছেন কিন্তু আঞ্জুমান মফিদুলে যাননি। কারণ পুলিশ তাদের আশ্বস্ত করেছেন যে, তার ছেলেকে তারা খুঁজে বের করবেন। সে ঘটনার পার হয়ে গেছে ছয় মাস। 

তিনি বলছিলেন ‘অনেক কিছু করলাম। মিডিয়া করলাম, থানা-পুলিশ করলাম। পুলিশ বলতো আপনার ছেলেকে পাবেন। এখন সেই ওসিও ট্রান্সফার হয়ে গেছে’। বেশির ভাগেরই লাশের খোঁজ করতে কেউ আসে না এখানে। যেসব পরিবারে কোনো ব্যক্তি নিখোঁজ থাকেন দীর্ঘদিন, তারাও যান না কারণ তাদের আসা থাকে একদিন হয়ত নিখোঁজ ব্যক্তিটি পরিবারের কাছে ফিরে আসবে এই আশায়। এছাড়া অনেক সময় লাশগুলো এমন অবস্থায় থাকে যে, সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। বলছিলেন আঞ্জুমান মফিদুল ইসলামের একজন কর্মকর্তা রাশিদুল ইসলাম। 

মি. ইসলাম বলছিলেন, ‘যদি কোনো পরিবার এসে একটা টাইম লিমিট বলতে পারেন যে, ঐ সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে বা ব্যক্তির বর্ণনা দিতে পারে তাহলে আমরা আমাদের নথি ঘেঁটে মেলানোর চেষ্টা করি। তবে সেটা খুব কম হয়। বছরে দুই-তিনটা এমন কেস থাকে। তারপর আগে ছবি তোলার সিস্টেম ছিল না। এখন কিছুদিন হল হয়েছে। কিন্তু লাশগুলো এত বিকৃত অবস্থায় থাকে যে, পরিবারের লোক আসলেও শনাক্ত করতে পারে না’। 

আইনশৃঙ্খলা বাহিনী কি পরিচয় শনাক্ত করতে পারে? 

একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার সুরতহাল, ময়নাতদন্ত, জিডি, মামলা সব কিছু হয় সংশ্লিষ্ট থানাতে। এর একটা কপি দেয়া হয় আঞ্জুমান মফিদুলে। এছাড়া দেশের সব থানাতে এই বিবরণ বা প্রতিবেদন পাঠিয়ে দেয়া হয়। তাহলে কেন একটা ব্যক্তির পরিচয় পাওয়া যায় না? আমি বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ ইন্সপেক্টর (মিডিয়া এবং পাবলিক রিলেশন্স) সোহেল রানার সাথে। 

প্রশ্ন: আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে একটা বেওয়ারিশ লাশ পাওয়ার পর আপনারা কী করেন তার পরিচয় বের করার জন্য?

উত্তর : ময়নাতদন্ত হয়, পরিচয় জানার জন্য থাম্প ইম্প্রেশন থেকে এনআইডির সাথে মেলানোর চেষ্টা করি, প্রাথমিকভাবে যদি না পরিচয় পায় সেেেত্র ডিএনএ নমুনা নিয়ে সিআইডিকে পাঠায়। এছাড়া মামলা হয়। জনপ্রিয় পত্রিকাতে বিজ্ঞাপন দেয়, সব থানার ইউনিটগুলোকে জানানো হয়। 

প্রশ্ন: আপনি ডিএনএ নমুনা, পত্রিকাতে বিজ্ঞাপনের কথা বলছেন এসব কি বিশেষ কেসের ক্ষেত্রে নাকি সব ক্ষেত্রে করেন?

উত্তর : এসব আমরা সব অশনাক্তকৃত লাশের ক্ষেত্রে করে থাকি।

প্রশ্ন: যেহেতু একটা লাশের সব তথ্য আপনাদের কাছে থাকে সেেেত্র এটা কি খুব কঠিন কাজ আইনশৃঙ্খলা বাহিনীর জন্য খুঁজে বের করা?

উত্তর : নিশ্চিত সুনির্দিষ্ট কিছু কারণ থাকতে পারে খুঁজে না পাওয়ার পিছনে, যে সকল েেত্র অনেক সময় বা কখনো কখনো সম্ভব নাও হতে পারে।

পুলিশ বলছে এভাবে তারা একটি লাশ শনাক্তের জন্য তিনমাস তদন্ত করতে থাকেন। তারা দাবি করছেন এর ফলে সন্তোষজনক সংখ্যক লাশের শনাক্ত করা গেছে তবে সেই সংখ্যাটি দিতে পারেননি। এদিকে সেটাই যদি হয় তাহলে আঞ্জুমান মফিদুলের পাঁচ বছরে ৬ হাজারের বেশি বেওয়ারিশ লাশের যে হিসেব দিচ্ছে তার সংখ্যাটা অনেকটা কম আসতো। 

আদৌ কি সম্ভব পরিচয় বের করা? মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজ বলছিলেন, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সব রকম তথ্য রয়েছে সেেেত্র একটা লাশের শনাক্ত করা কঠিন কিছু না। 

তিনি বলছিলেন, ‘কেন একটা লাশের শনাক্ত করা যাবে না, নিশ্চয় যাবে। এটা শুনলে মনে হবে আমরা বিষয়টি নিয়ে কি সচেতন কিন্তু এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি পুলিশের উচ্চ পর্যায় থেকে সেই নির্দেশনা থাকে, পলিটিকাল উইল (রাজনৈতিক ইচ্ছা) থাকে তাহলে এটা হবে। পুলিশের অনেকগুলো কাজের মধ্যে এটাকে হায়েস্ট ইম্পর্টেন্স দিয়ে করা উচিত। এখন অনেক প্রযুক্তি বের হয়েছে সেগুলো ব্যবহার করে অবশ্যই বের করা যায়। তবে তার জন্য দরকার বাহিনীগুলোর সদিচ্ছা’। বাংলাদেশের বেওয়ারিশ লাশের দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের ২৭টি শাখা সক্রিয় রয়েছে সারা দেশে। তবে দেশের যে কোনো প্রান্তে কোনো বেওয়ারিশ লাশ পেলে পুলিশ তাদের নির্দিষ্ট কার্যক্রম শেষ করে সৎকারের বা দাফনের জন্য ঢাকাতে পাঠিয়ে দেন। 

ঢাকার দুইটি স্থানে সেসব লাশের দাফন হয়। এভাবেই বছরের পর বছর ধরে পরিবারগুলো অপোয় থাকেন তাদের নিখোঁজ আপনজনের, অপরদিকে হাসপাতালের মর্গ, থানা-পুলিশ সব পার করে একজন মৃত ব্যক্তির হয়ত স্থান হয় বেওয়ারিশ লাশের তালিকায়। যেটার খবর শুধু তার পরিবারের কাছেই যায় না।
  • দিনকাল/ জানু ২৯,২০১৯ 

বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, সূচকে চার ধাপ অবনতি — টিআই


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচকে ২০১৮ সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। ওই বছর বাংলাদেশ সূচকে ১০০ এর মধ্যে স্কোর করেছে ২৬। আগের বছর এটি ছিল ২৮। ২০১৭ সালে বাংলাদেশের সার্বিক অবস্থান ছিল নিচের দিক থেকে ১৭। ২০১৮ তে হয়েছে ১৩।

ওপরের দিক থেকে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ১৪৯। ধারণা সূচকে পাকিস্তানের স্কোর ৩৩, ওপরের দিক দেশটির অবস্থান ১১৭। ভারতের অবস্থান ৭৮। তাদের স্কোর ৪১।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

আজ এই প্রতিবেদন প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতিতে আমাদের অবস্থান বৈশ্বিক অবস্থানের চেয়ে অনেক নিচে। এখানে আত্মতুষ্টির কোনো অবস্থা নেই।’

দুর্নীতির ধারণা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে আছে শুধু আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ২৫ নম্বরে স্থান পেয়েছে। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় আছে ডেনমার্ক। সবচেয়ে বেশি সোমালিয়া। দেশটি গত ১২ বছর ধরে একই অবস্থানে আছে।

ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে দুর্নীতি বেড়ে যাওয়ার কারণ এখানে রাজনৈতিক অঙ্গীকার ও ঘোষণা থাকলেও এটার বাস্তবায়ন সেভাবে নেই। উচ্চ পর্যায়ের লোকদের বিচারের আওতায় আনার সেরকম উদাহরণ কম। ব্যাংক খাতে অবারিত দুর্নীতি, জালিয়াতি, ভূমি-নদী-জলাশয় দখল, সরকারি ক্রয় খাতে রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে দুর্নীতি এক ধরনের ছাড় পেয়ে যাচ্ছে।

ইফতেখারুজ্জামান বলেন, দুদক ও অন্যান্য জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলো দুর্বল। গণমাধ্যম ও নাগরিক প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রও সংকুচিত হয়ে যাচ্ছে। ক্রমাগতভাবে অর্থ পাচার হচ্ছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুদকের কাজ নিম্ন ও মধ্য পর্যায়ে সীমাবদ্ধ উচ্চ পর্যায়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্সের’ যে ঘোষণা আছে সেটা কার্যকর করার জন্য পদ্ধতি নিশ্চিত করতে হবে। জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন করা দরকার। সংসদকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা দরকার। আসামিদের পরিচয় ও রাজনৈতিক অবস্থান নির্বিশেষে বিচারের আওতায় আনতে হবে।

আজকের অনুষ্ঠানে টিআইবির ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা সুমাইয়া খায়ের, গবেষণা বিভাগের পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
  • প্রথম আলো/ জানু ২৯, ২০১৯ 

ডাকসু নির্বাচন — হলে ভোট নিলে কঠোর আন্দোলন!

  • ডাকসু নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চাইল ছাত্র ইউনিয়ন
  • ডাকসু নির্বাচন : আচরণবিধি সংশোধনে ছাত্রদলের প্রস্তাব
  • ডাকসু নির্বাচন : কোটা আন্দোলনকারীদের ৫ দাবি


আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের হাওয়া লেগেছে ক্যাম্পাসজুড়ে। আলোচনা চলছে ঘটা করেই। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে কি হবে না, তা নিয়েও চলছে আলোচনা। সব ছাত্রসংগঠনের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ২৮ বছর পর উপহার দিতে পারবে কি না, এখন সেটাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল আলোচনার বিষয়।

ক্যাম্পাসজুড়েই বইছে নির্বাচনী হাওয়া। সেই হাওয়ায় মিশে আছে নির্বাচনী শঙ্কাও। পুরো নির্বাচনী প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের শঙ্কাবোধ না থাকে—বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সেই নিশ্চয়তা আদায় করে নিতে তৎপর ছাত্রসংগঠনগুলো। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা কোনোভাবেই চায় না বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হোক। তাদের দাবি, হলে ভোট গ্রহণ করলে সেই ভোটে অবশ্যই একটি রাজনৈতিক পক্ষ কারচুপির চেষ্টা করবে।

এ ছাড়া আরো কয়েকটি ছাত্রসংগঠন হলে ভোটকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরপরও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে ভোটকেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে, তবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চুপ করে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে। সংগঠনটির নেতারা জানান, হলে ভোটকেন্দ্র স্থাপন করার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় অনড় থাকলে তারা (কোটা আন্দোলনকারী) কঠোর আন্দোলনে যাবেন।

বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ছাড়াও ডাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তাপ চরমে। চায়ের আড্ডায় ডাকসু নির্বাচনী আবেশ বিরাজ করছে। টিএসসির মোড়ে জালালের চায়ের দোকানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের চার বন্ধু গল্পে মাতেন ডাকসু নির্বাচন নিয়ে। এই প্রতিবেদক তখন চায়ের দোকানেই উপস্থিত ছিলেন। পরে তাঁদের সঙ্গে ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা এনটিভি অনলাইনের। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের নাজমুল হুদা নামের একজন শিক্ষার্থী বলে উঠলেন, ‘হলে ভোট গ্রহণ করা হলে অনাবাসিক ৬০ ভাগ শিক্ষার্থী নির্ভয়ে ভোট দিতে পারবে বলে মনে হয় না। ঝামেলা হতে পারে। ভোট কারচুপির সমূহ সম্ভাবনা থাকবে। আগের রাতেও ব্যালট বাক্স ভর্তি হয়ে যেতে পারে!’

জবাবে নাজমুলের বন্ধু তরিকুল ইসলাম বললেন, ‘আচ্ছা, নির্বাচনী সৌহার্দ্যের সংস্কৃতি কি একেবারেই গেল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়েও কী সব ভাবছি আমরা! তবে সত্যিই যদি এই পরিস্থিতির ভেতরে দিয়ে নির্বাচন হয়, আমি চাইব ভোট না হোক। প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের জন্য কলঙ্কিত হবে, সেটা আমি চাই না। প্রশাসনকে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে হবে। সব ছাত্রসংগঠন অংশগ্রহণ করবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। তবেই হবে নির্বাচনের আসল মজা। ভোটই যদি হয় তবে সিলেকশন না হোক!’

জালালের চায়ের দোকান থেকে বের হয়ে এসব ব্যাপারে কথা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সঙ্গে। নাজমুল হুদার সঙ্গে সুর মিলিয়ে হাসান আল মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিলে আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে কঠোর আন্দোলনে যাব। কারণ, হলে ভোট গ্রহণ করা হলে সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে ভয়ে ও আতঙ্কে থাকবে। হলের বাইরে থাকা অনাবাসিক ৬০ ভাগ শিক্ষার্থী ভোটকেন্দ্রে যেতে অনীহাও প্রকাশ করতে পারে। শিক্ষার্থীরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুতরাং আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে পাশে থাকি, তারা চাই না বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হোক। বিশ্ববিদ্যালয় তো আমাদের প্রাণের ও আবেগের স্থান। তাই নির্বাচনী কমিটি হলে ভোট গ্রহণ করতে চাইলে শিক্ষার্থীদের নিয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সামনে কঠোর আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।’

হাসান আল মামুন আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিন্তু গৌরব-ঐতিহ্য আছে, সেটা কর্তৃপক্ষ ভালোভাবেই জানে। সেই গৌরব ও ঐতিহ্যকে নষ্ট করে এমন কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না নেওয়ার জন্য অনুরোধ করব। আমরা প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সবার দাবি মেনেই হলের বাইরে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন করবে। মুক্ত স্থানে ব্যবস্থা করলেও আমাদের সমস্যা নেই। আমরা চাই প্রকাশ্যেই সবকিছু হোক। নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা ফিরে আসুক। জনপ্রিয় প্রার্থীরাই সুষ্ঠু ভোটের মাধ্যমে ভিপিসহ অন্য পদগুলোতে নির্বাচিত হোক। আর যদি হলেই ভোট গ্রহণ করা হয়, তাহলে আমরা সেটা মেনে নেব না।’

হলে ভোট গ্রহণের বিরোধিতার কারণ জানতে চাইলে হাসান আল মামুন বলেন, ‘দেখুন, হলে কিন্তু ছাত্রলীগের একক আধিপত্য। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভোট গ্রহণ করা হলে ওই হলের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু ভয়ে থাকবে। যারা ঝামেলা চায় না, তাদের ভেতরে কেউ কেউ কিন্তু নানা অজুহাতে হল ত্যাগ করারও চেষ্টা করবে। হলের বাইরের শিক্ষার্থীরা তো হলে যেতেই চাইবে না। হলে শিক্ষার্থীরা তাদের সঠিক মতামত প্রদান করতে পারবে না বলে আমার মনে হয়। সুতরাং যেখানে এত সমস্যা হওয়ার আশঙ্কা আছে, সেখানে কেন্দ্র করার প্রশ্নই ওঠে না। আজ বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। আশা করছি, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক সিদ্ধান্তই নেবে।’

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে আমরা সবাই একমত। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভোট গ্রহণ করা হলে আমরা আন্দোলনে যাব। আমরা জানি, আজকে হলগুলোকে কীভাবে একটি সংগঠন তাদের রাজনীতি টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাই আমাদের সবার দাবি থাকবে, হলের বাইরেই ভোটকেন্দ্র স্থাপন করা। সেটা যদি প্রশাসন করতে না পারে, তবে এখানে নির্বাচনই অনুষ্ঠিত হতে দেবে না সাধারণ শিক্ষার্থীরা।’

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী শুভ বলেন, ‘গত ২৮ বছরে বিভিন্ন ক্ষমতার পালাবদলে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের চারণভূমিতে পরিণত হয়েছে। প্রশাসন যদি ডাকসু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারে, তাহলে সে নির্বাচন একটি প্রহসনে পরিণত হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের কোনো প্রহসনকে ছাড় দেবে না।’ 


  • এনটিভি অনলাইন/ জানু ২৯,২০১৯

ডাকসু নির্বাচনে অংশ নেবে ছাত্রদল


ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যাওয়ার বিষয়ে নীতিগত  সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির  এক বৈঠকে এই সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এক ঘন্টার এ বৈঠকে  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,  ব্যারিস্টার  মওদুদ আহমদ, ব্যারিস্টার  জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। 

বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে ডাকসু নির্বাচন ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের দাবি করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার বিষয়েও আলোচনা হয়।

ডাকসু নির্বাচনে যাওয়ার বিষয়ে বৈঠকে উপস্থিত সব নেতারা একমত হয়ে এর জন্য প্রয়োজনীয়  প্রস্তুতি নিয়ে আলোচনা করেন নেতারা। নির্বাচনে ছাত্রদলের প্যানেলে পার্থী নির্ধারণ করতে একটি কমিটি গঠনের বিষয়েও  সিদ্ধান্ত  নেওয়া হয়। ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রী দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানীকে প্রধান করে একটি কমিটি গঠনের  প্রস্তাবনা তৈরী করেন নেতারা। অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ট্রাইব্যুনালে মামলার  কর্মসূচীর বিষয়ে নেতাদের মধ্যে বিভক্ত মতামত চলে আসে। বেশিরভাগ নেতা জানিয়েছেন, ট্রাইব্যুনালে মামলা করে কোন ফায়দা হবে না। সরকার আদালতকে  নিয়ন্ত্রণে   নিয়ে তাদের পে রায় নিয়ে নির্বাচনকে গ্রহনযোগ্য করার সহৃযোগ নিবে।

আবার দলের প্রার্থীরাও মামলার বিষয়ে তেমন আগ্রহী না বলেও জানান তারা। অন্যদিকে একজন নেতা জানিয়েছেন, নির্বাচনের অনিয়মের প্রতিবাদ স্বরুপ এই মামলা প্রতীকী প্রতিবাদ হিসেবে কাজে লাগবে। ফলাফল যাই আসুক না কেনো এটাকে  কর্মসূচী হিসেবে নিয়েই তা পালন করা দরকার। স্থায়ী কমিটির বৈঠকে শেষ পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া  হয়নি বলে জানা গেছে। 

  • যুগান্তর/ জানু ২৯, ২০১৯