Search

Saturday, January 13, 2018

Pabna Medical College closed following BCL factions’ clash

Staff Correspondent

Authorities have shut down Pabna Medical College for indefinite period following a clash between two factions of Bangladesh Chhatra League that left at least 10 students injured. 

The college was closed over security concern and the students were asked to vacate the hostels after the clash on the campus on Friday, said the college principal Riazul Haque Reza.

This is the third in such kind of BCL factional clashes in first 12 days of the year. 

The clash erupted between the followers of college unit BCL president Mahfuzur Rahman Nayan and general secretary Additiya Dey over newcomers’ reception, revealed BCL insiders. 

Police and students said the BCL president Mahfuzur Rahman leads the Medicine Club while secretary Aditya Dey leads Rotary Club on the campus.

Aditya Dey’s followers forcibly entered in to a reception of newcomers by Medicine Club and got into a clash with Mahfuzur Rahman’s followers on Thursday night, said Pabna Sadar police station officer-in-charge Abdur Razzak.

The president’s group, however, attacked the rival group staying in the college hostel and beat them up at about 1:00pm on Friday, the OC said.

BCL insiders said at least 10 students were hurt. Among them, former BCL president Abu Torab Meem, organising secretary of Bangabandhu Hall Mashiur Rahman, joint secretary Joydeb Kumar Sutradhar, BCL activists Jubayer Mahamud, Imran Hossain, Nirjhor, Sagar Ahmed were admitted to Pabna Medical College Hospital.

On January 4, Comilla Medical College authorities declared the college closed for a week over security concerns following a clash between two factions of BCL.

On January 7, a BCL activist died in clash between two BCL college units in Sylhet. 

  • Courtesy: New Age, Jan 13, 2017


139 fall prey to ‘crossfire’ in 2017: Odhikar

Staff Correspondent



At least 139 people fell victim to ‘crossfire’ and 86 to enforced disappearance in Bangladesh in 2017, said rights organisation Odhikar.

The annual report of the organisation released on Friday also said 59 people ‘died’ in jail and 77 people were killed in political violence in the outgoing year.

Besides, 783 people became victims of rape, 242 were subjected to sexual harassment, 256 women became victims of violence for dowry and 52 women were injured in acid attacks in 2017.

The Odhikar report said 32 were arrested under notorious Information and Communication Technology Act, one journalist was killed, 24 injured, 9 were assaulted and 11 journalists were threatened in 2017.

It reported that 25 Bangladeshis killing by Indian border security force BSF, injuring 29 and 28 Bangladeshis were victims of abduction by BSF in last year.

The report said 13 apparel workers were killed, 362 were injured and 3141 were terminated from their jobs. Besides, 82 workers of other sectors were killed and 80 others were injured in 2017.

Odhikar said that most cases of human rights abuse could not be reported in the media due to hindrances on freedom of expression on media and also due to self-censorship.

‘Victims and their families refrained from making the incidents of violence on them public, due to fear of reprisals... the actual number of human rights violations were more than the information published in this report,’ it said.

Odhikar recommended that in order to restore democracy and the franchise of the people, an accountable government must be established through free, fair and inclusive election, under a neutral interim government or even under the supervision of the United Nations.

It said the incidents of extrajudicial killings and torture by law enforcement agencies must be investigated and the perpetrators must be brought to justice.

It also recommended that the government should investigate and explain all incidents of enforced disappearance and post-disappearance killings, allegedly perpetrated by law enforcement agencies.


  • Courtesy: New Age, Jan 13, 2018 


Army deployment needed for acceptable election: speakers

Staff Correspondent 


Deployment of army in parliamentary elections was important to hold a free, fair and acceptable election, said academician, local government expert and good governance campaigners on Thursday.
Addressing a roundtable organised by the Sushashoner Jonno Nagorik at the National Press Club they also said that recently held Rangpur and Comilla city elections would not be considered as model for national election.

Sujon organised the programme to discuss about the ‘success of Rangpur city election’ and future action plan.

Sujon executive member and former cabinet secretary Ali Imam Majumder said most of the stakeholders support the deployment of army during election. 

Quoting the first point of the country’s founding president Sheikh Mujibur Rahman’s six-point movement, he said that the people wanted universal voting rights.

The point is: ‘The Constitution should provide for a Federation of Pakistan in its true sense on the Lahore Resolution, and the parliamentary form of government with supremacy of a legislature directly elected on the basis of universal adult franchise.’

Dhaka University teacher Asif Nazrul said people experienced the January 5, 2014 controversial election even after fair elections in five cities before the one-sided national election.

Sujon secretary Badiul Alam Majumder said without dissolving the parliament and understanding between the major parties a free, fair and acceptable election would not be possible.

Among others former additional secretary Shofiul Alam, Sujon central coordinator Dilip Kumar Sarkar and politician Humayun Kabir Hiru spoke in the programme.



  • Courtesy: New Age, Jan 12, 2018

Thursday, January 11, 2018

ঘুষে ডুবে অাছেন ভোটারবিহীন এমপি ওয়াদুদ! জয় বাংলা!!





‘জানুয়ারি ৫ ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ এ রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের সরকারদলীয় সংসদ  সদস্য  আবদুল ওয়াদুদ (দারা) চাকরি দেওয়ারনামে এলাকার অসংখ্য মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন।

পুঠিয়া-দুর্গাপুরে গিয়ে জানা গেছে, ‌এই এমপিকে  টাকা দিয়ে অনেকের চাকরি হয়েছে। আবার চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়ে পাচ্ছেন না, এমনঅন্তত ১৫ জন প্রথম আলোর কাছে সরাসরি অভিযোগ করেছেন। পাঁচজনকে পাওয়া গেছে, যাঁরা অনেক দেনদরবারের পর আংশিক টাকা ফেরতপেয়েছেন।

২০১৭ এ পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০০ নিয়োগ হয়। একেকটি নিয়োগের জন্য আবদুল ওয়াদুদ  ৫ লাখ থেকে সর্বোচ্চ১৭ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন।

২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত   এভাবেই সাধারণ মানুষ থেকে শুরু করে, এমনকি আলীগের নেতা-কর্মীদের কাছে থেকেও লাখ লাখ টাকা ঘুষ নেন আবদুলওয়াদুদ। একদা সহায় সম্পত্তিহীন আবদুল ওয়াদুদ এখন অনেক দামী গাড়ি-বাড়ি-ফ্ল্যাট-জমির মালিক। জয় বাংলা!

  • তথ্যসূত্র - প্রথম আলো/ জানুয়ারি ১১, ২০১৮


4 Years of AL Govt.: Priority forgotten

Shakhawat Liton and Partha Pratim Bhattacharjee



The situation was unique when Awami League unveiled its electoral manifesto four years ago seeking people's support ahead of the January 2014 parliamentary polls.

Two weeks before making the manifesto public, the party was close to the magic number, 151 seats, required for forming a new government. It had won 127 of the 153 uncontested seats.

And around three weeks prior to voting day, the party was certain that almost all its candidates contesting in 110 out of the remaining 147 seats would be victorious due to the absence of BNP-led alliance candidates, who had boycotted the polls.

The record shows the party was certain of winning at least two-third majority in parliament a lot before a single vote was cast. Because of this, its electoral manifesto largely lost appeal. 

The party in the manifesto had given high priority to good governance, democratisation and decentralisation of powers. If it formed the government, the party promised some major reforms to bring qualitative changes in those areas. But four years down the line, the picture looks gloomy as the promises remained largely ignored.

An almost ineffective parliament, lack of checks and balances, alarming state of human rights, alleged rise of graft in some sectors, incident of enforced disappearances and extra-judicial killings, shrinking space for dissenting voices and opposition parties portray an unhealthy state of democracy and governance.

The poor state of governance overshadowed the government's successes in some important areas, like continuation of economic growth, the trial of war criminals and controlling the sudden eruption of militancy. To some extent the situation, as many political analysts say, became worse than that of its previous term, 2009-2013. With this backdrop, the current government steps into its final year today and the AL is preparing its new electoral manifesto for the upcoming polls.

No significant reform was brought to strengthen the Election Commission in line with the electoral promise. Rather, most of the local government elections, including that of upazila and union parishads held after the parliamentary polls, were marred by violence and electoral irregularities, eroding people's confidence in the electoral system. Local government system was supposed to be made more effective through decentralisation of power. But no meaningful reform was made. 

Over the last four years, rights body Ain o Salish Kendra have been saying that the overall human rights situation in the country remained alarming, largely due to incidents of extrajudicial killings, enforced disappearances and violence against women and children.

The National Human Rights Commission (NHRC) still remains toothless thanks to lack of efforts to strengthen it as per the AL's promise. A report published by The Daily Star on December 10 showed how the police ignored the NHRC. The NHRC could not find an answer for the relatives of victims of 154 incidents of enforced disappearance, custodial torture and death, extrajudicial killing and other rights violation from 2012 to 2016. It did not get investigation reports on those incidents even after writing as many letters.

The AL's promise to uphold the independence of the judiciary appeared to be a rhetoric following the resignation of the chief justice.

The row between the Supreme Court and the government over some issues, including the apex court verdict that scrapped the 16th constitutional amendment, had appeared as a big blow to the rule of law and the independence of the judiciary.

Justice SK Sinha, who led the apex court to nullify the 16th amendment that had empowered the parliament to remove SC judges on grounds of gross misconduct and inability, finally resigned when he was abroad.

The promise to build a national consensus to uphold the democratic process and ensure unhindered development remained on paper. There was no move in the last four years to achieve that.
Thus, political stand-off between the AL and the BNP over the mode the election-time government remains a big concern ahead of the next general election. 

According to the AL electoral pledge, the Anti-Corruption Commission was supposed to be strengthened to fight graft. But every year, the global corruption index published by Transparency International came up with bad news.

In the financial sector, fragile governance was exposed with the revelation of some more shocking scams.

Frequent leakage of question papers of public examinations and continuous unruly and violent behaviours by Chhatra League, the pro-AL student body, men have also become an example of poor governance, overshadowing the government's success in distributing free textbooks every year.

The AL also did nothing about the promise to hold MPs accountable and making sure they are transparent by enacting a law. Controversial and unlawful activities by some MPs tainted the ruling party's image.

The AL-led government did not make any move to appoint an ombudsman, a post created by the constitution for good governance.

The inability of parliament, with a handpicked main opposition, and other institutions to fulfil their mandates further destroyed checks and balances, allowing the rise of an all-powerful executive branch.

In a democracy, a government and its leaders are judged by how they perform to improve overall governance by establishing rule of law, upholding human rights and ensuring accountability and transparency in their work.

If the government is to be judged that way, it does not look good at all. Things could have been different had it been able to make major reforms in line with its electoral pledges.  

The AL-led government got the opportunity, as some political analysts thought four years ago, to do something good by fulfilling its promises and minimise the criticism for staying in power through the one-sided election.

Being indifferent to electoral pledges is common in our political culture and the present government could not change that.

The saying "people with good intentions make promises, but the people with good character keep them" tells us what lacks of our politicians.

Asked about the party's last electoral manifesto, Awami League presidium member Faruk Khan told The Daily Star that the government had fulfilled most of its pledges and the rest would be done this year.

“In many cases, the government did more than promised,” he said.



  • Courtesy: The Daily Star, Jan 11, 2018 (Slightly abridged)


Wednesday, January 10, 2018

Impunity raises violence against children: NHRC


Staff Correspondent


The National Human Rights Commission chairman, Kazi Riazul Haque, on Tuesday said violence against children was still rampant in the country due to a ‘culture of impunity’.

‘The offenders were not getting proper punishment and this abetted the violence against children alarmingly in the country,’ he said while addressing a discussion on child protection in NHRC office in Dhaka.

He also criticised the government for not formulating the rules for the Children Act 2013 despite four years have passed since the act was enacted. He also urged the government to establish a separate directorate for eight crore children in Bangladesh. 

Bangladesh Shishu Adhikar Forum director Abdus Shahid Mahmood said on an average 33 children were killed while 49 were raped in every month of 2017. ‘The statistics suggest the vulnerability of children in the country,’ he said.  

Child rights activist Sharifuddin Khan said the state was not committed to ensure security for the children. He also demanded the inclusion of domestic work as a risky job in the Child Labour (Prohibition and Regulation) Amendment Act, 2016.

Coalition for the Urban Poor executive director Khondker Rebeka Sun-Yat said government had stopped the birth registration process for the children for last few months, for which many street children were not getting admitted into the schools.

  • Courtesy: New Age,  Jan 10, 2018

যুবলীগ নেতার লোকজনকে চাকরি না দেওয়ায় মারধর



আহমেদ সাব্বির সোহেল

হামলায় আহত মুন্নু অ্যাটেয়ার লিমিটেডের উপব্যবস্থাপক রুবেল মিয়া। ছবি : এনটিভি


মানিকগঞ্জের ঘিওরে যুবলীগ নেতার হামলায় আহত হয়েছেন নিটওয়্যার কারখানা মুন্নু অ্যাটেয়ার লিমিটেডের উপব্যবস্থাপক রুবেল মিয়া। গত সোমবার রাত সাড়ে ৭টার পর এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রুবেল মিয়াকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুপুরে ঘিওর থানা পুলিশ  উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন মনাকে আটক করে। বিপ্লবের বিরুদ্ধে মারধরসহ থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহত মুন্নু অ্যাটেয়ারের উপব্যবস্থাপক রুবেল মিয়া জানান, কয়েক দিন আগে বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন তাঁর তিনজন লোককে মুন্নু অ্যাটেয়ারে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া লোক নেওয়ার কোনো বিধান নেই বলে তাঁকে জানানো হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে নিয়মিত হুমকি দিতে থাকেন। গতকাল সন্ধ্যার পর বিপ্লব হোসেনের নেতৃত্বে মিনহাজ ও জারিফসহ পাঁচ-ছয়জন মুন্নু অ্যাটেয়ারের সামনে হট্টগোল করতে থাকেন। এ সময় বাইরে এলে তাঁকে জোর করে মহাসড়কের ওপারে নিয়ে যায়। এরপর তারা সবাই মিলে কিলঘুষি এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করে। 

ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানিয়েছেন, রুবেল মিয়াকে মারধরের ঘটনায় গতকাল দুপুরে যুবলীগ নেতা বিপ্লব হোসেন মনাকে  জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


  • Courtesy: sheershanews24.com, জানুয়ারি ১০, ২০১৮ 

BCL activists drive female student out of BAU hall at night

BAU Correspondent 


Afsana Ahmed Eva, a student of Bangladesh Agricultural University’s Begum Rokeya Hall, goes on hunger strike in front the dormitory on January 9, 2018. Photo: Collected


A first year student of agriculture faculty of Bangladesh Agricultural University has complained that Begum Rokeya Hall unit activists of Bangladesh Chattra League drove her out of her room at midnight past Monday as she refused to take part in a procession took off by the university BCL on the campus on January 4 marking its founding anniversary.

The victim, Afsana Ahmed Eva, also an activist of Socialist Students’ Front, stayed the whole night in front of the hall gate and began hunger strike on Tuesday morning protesting at the eviction.

Afsana on Tuesday alleged that BCL leaders and activists had been threatening her to throw her out of the hall since January 4 and she informed the provost about the threatening on January 5 and submitted a written complaint on January 7.
BAU BCL activists called her at the guest room of the hall at about 12 midnight on 

Tuesday and forcibly threw her out of the hall with her bag and baggage, she added.

On information, BAU proctor Atikur Rahman Khokan went to the hall at about 11.00am, convinced her to give up the hunger strike and sent her back to her seat in the hall at about 4.00pm.

A three-member committee was formed to investigate the matter and it was asked to submit its report within seven days, the proctor said.

BAU BCL general secretary Mia Md Rubel said BCL activists were not involved in the incident.


  • Courtesy: New Age, Jan 10, 2018 

কর্মসূচিতে অংশ না নেওয়ায় ছাত্রীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ



ডেস্ক রিপোর্ট/ আমাদের সময়.কম


হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে গেটে অনশন করছেন আফসানা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কর্মসূচিতে অংশ না নেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এর প্রতিবাদে ওই শিক্ষার্থী হলের সামনে ‘আমরণ অনশনে’ বসেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। এদিকে বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আফসানা আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বেগম রোকেয়া হলে থাকেন। আফসানা অভিযোগ করেছেন, ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে তিনি অংশ নেননি। এরপর হলের ছাত্রলীগের কর্মী ওয়াহিদা সিনথি, সাদিয়া স্বর্ণা, শিলা ও ইলাসহ কয়েকজন তাঁকে হল থেকে গতকাল সোমবার রাতে বের করে দেয়। আফসানা ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফন্টের একজন কর্মী হওয়ায় তিনি ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেননি।

আফসানা আহমেদ বলেন, ছাত্রলীগের কর্মসূচিতে অংশ না নেওয়ার জের ধরে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমত আরা বেগম তাঁকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে ( হলের সংস্কার কাজ চলায় সাময়িক ব্যবস্থা) অবস্থান করার কথা বললেও তিনি তা শোনেনি। তিনি রাতে হলের ফটকের সামনে অবস্থান করেন। পরে রাত চারটার দিকে হলের ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক ইসরাত জাহানের কক্ষে চলে যান আফসানা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে আফসানা রোকেয়া হলের সামনে ‘আমরণ অনশনে’ বসেন। দুপুর ১২টার দিকে প্রক্টর এসে ছাত্রীকে তাঁর দপ্তরে নিয়ে যান এবং লিখিত অভিযোগ দিতে বলেন। কিন্তু তখনই আফসানা অভিযোগ লিখিত আকারে না দিয়ে কিছুটা সময় নেন।

এই সুযোগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই হলের ছাত্রলীগের চার কর্মীর নেতৃত্বে অর্ধ শত শিক্ষার্থী আফসানার বিরুদ্ধে হল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছাত্রীরা বলেন, ওই ছাত্রী হলে উঠার পর থেকেই সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে বেয়াদবি করছিলেন। এমনকি প্রভোস্টের সঙ্গেও বেয়াদবি করেন। তাই সাধারণ শিক্ষার্থীরা তাঁকে হল থেকে বের করে দিয়েছে।

আফসানা অভিযোগ লিখে তা নিয়ে বেলা আড়াইটার দিকে ফের হলের সামনে অনশন শুরু করেন। তখন সাবেক প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন এবং প্রক্টরিয়াল বডির সদস্য ওই ছাত্রীকে নিয়ে হলের ভেতরে নিয়ে যান। এরপর আলোচনা করে আফসানাকে তার কক্ষে দিয়ে আসেন।

বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসমত আরা বেগম বলেন, সমস্যার কারণে ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে থাকার কথা বলি। কিন্তু তিনি তা শোনেননি।

অভিযোগের বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী বলেন, একটি হলে এত মেয়ে থাকতে একজন মেয়েকে কেন বের করে দেওয়া হবে? ছাত্রফ্রন্ট তাদের একজন কর্মীকে দিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে চক্রান্ত করেছে। যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়।

ছাত্রলীগের অভিযোগের বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ইসরাত জাহান বলেন, ছাত্রফ্রন্ট কোনো চক্রান্ত করেনি। ছাত্রলীগের অভিযোগ সত্য নয়। কর্মসূচিতে না যাওয়ায় ছাত্রলীগ ভুক্তভোগী শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আতিকুর রহমান বলেন, ওই শিক্ষার্থী তাঁর কক্ষে থাকবেন। হল প্রশাসনকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। এরপর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


  • তথ্যসূত্র : প্রথম আলো, জানুয়ারি ১০, ২০১৮ 

উন্নয়ন অন্বেষণের মূল্যায়ন - অর্থনীতির বেশিরভাগ সূচক ছিল নিম্নমুখী



বিদায়ী বছরে অর্থনীতির বেশিরভাগ সূচক ছিল নিম্নমুখী। বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থান কমে যাওয়া, বছর শেষে মূল্যস্ফীতি বৃদ্ধি দুর্বিষহ করে তুলেছে নিন্মআয়ের মানুষের জীবন। দূরদর্শী নীতির অভাবেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর্থিক খাতের সুশাসনকে ব্যাহত করেছে। এ ছাড়া বৈষম্য বৃদ্ধি, সীমিত উৎপাদন সক্ষমতা, দেশ থেকে টাকা পাচার বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক নীতিকাঠামোর অদক্ষতা অর্থনীতিতে মধ্যমেয়াদি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’র বার্ষিক পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে। এ অবস্থার উত্তরণে আর্থিক খাতে প্রতিষ্ঠানিক সংস্কার, ব্যবসায়িক পরিবেশ উন্নত করার মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং সামষ্টিক অর্থনৈতিক নীতির মধ্যে সমন্বয়ের সুপারিশ করেছে সংস্থাটি। রোববার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

উন্নয়ন অন্বেষণ বলছে, দেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি বাড়ছে। গত ৫ বছর ধরে এ প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে। কিন্তু এর সুফল সাধারণ জনগণের নাগালের মধ্যে পৌঁছানোর জন্য দূরদর্শী সামষ্টিক অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করতে হবে। প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা দূর করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা জরুরি। কিন্তু গত কয়েক বছরে এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেই। এতে বৈষম্য বেড়েছে। দারিদ্র্য দূরীকরণের হার কমেছে। ফলে অনেক উন্নয়নের কথা বলা হলেও সাধারণ মানুষ খুব বেশি সুফল পায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০১৬ সালের আয়-ব্যয় জরিপে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে দারিদ্র্য দূরীকরণের বার্ষিক গড় হার কমেছে। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ৫ বছরে গড়ে প্রতিবছর ১ দশমিক ৭ শতাংশ হারে দারিদ্র্য কমেছে। কিন্তু ২০১০ থেকে ২০১৬- এ ৫ বছরে দারিদ্র্য কমেছে গড়ে ১ দশমিক ২ শতাংশ হারে। একই সময়ে অতি দারিদ্র্য দূরীকরণের বার্ষিক গড় হার ১ দশমিক ৫ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধনী-দরিদ্র্যের বৈষম ক্রমেই বাড়ছে। ২০১০ সালে দেশের ১০ শতাংশ দরিদ্র্য মানুষের মোট জাতীয় আয়ে ২ শতাংশ অবদান ছিল। কিন্তু ২০১৬ সালে তা কমে ১ দশমিক ০১ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে ২০১০ সালে দেশের ১০ শতাংশ ধনী লোকের মোট জাতীয় আয়ে অবদান ছিল ৩৫ দশমিক ৮৪ শতাংশ। কিন্তু ২০১৬ সালে তা বেড়ে ৩৮ দশমিক ১৬ শতাংশে উন্নীত হয়েছে। অর্থ্যাৎ গরিব আরও গরিব হচ্ছে, বিপরীতে ধনীদের সম্পদ বাড়ছে।

অর্থনীতির অন্যতম একটি উদ্বেগের বিষয় হল কর্মসংস্থান হ্রাস। বিশ্বব্যাংকের তথ্যানুসারে, ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশে কর্মসংস্থান বৃদ্ধির বার্ষিক হার ৩ দশমিক ১ শতাংশ। কিন্তু ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৫ বছরে কর্মসংস্থান বৃদ্ধির হার ১ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। অর্থনীতিতে এর ব্যাখ্যা হল- সুবিধাবঞ্চিতদের জীবনযাত্রার মানোন্নয়ন হয়নি।

গবেষণা সংস্থাটির রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বিদায়ী বছরের মে থেকে মূল্যস্ফীতি বাড়ছে। অক্টোবরে তা বেশি বেড়েছে। ২০১৭ সালের মে থেকে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার বাড়ছে। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৯ শতাংশ। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৮৯ শতাংশে উন্নীত হয়। মূল্যস্ফীতি বৃদ্ধির হারও নিন্মআয়ের মানুষের দৈনন্দিন জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ২০১০ সালে দেশে মাথাপিছু ক্যালরি গ্রহণের পরিমাণ ছিল ২ হাজার ৩১৮। ২০১৬ সালে তা কমে ২ হাজার ২১০ ক্যালরিতে নেমে আসে।

অর্থনীতিতে আরও একটি সমস্যা হল- উৎপাদন সক্ষমতা কমছে। জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ স্থবির, বাড়ছে অর্থ পাচার এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় সৃষ্টি হয়েছে অস্থিতিশীলতা। ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ব্যক্তি খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি গড়ে এক শতাংশেরও কম। ২০১১-১২ অর্থবছরে জিডিপির অনুপাতে বিনিয়োগের হার ছিল ২২ দশমিক ৫০ শতাংশ, ২০১২-১৩ সালে ২১ দশমিক ৭৫, ২০১৩-১৪ সালে ২২ দশমিক ০৩, ২০১৪-১৫ সালে ২২ দশমিক ০৭, ২০১৫-১৬ সালে ২২ দশমিক ৯৯ এবং ২০১৬-১৭ সালে ২৩ দশমিক ০১ শতাংশ বিনিয়োগ হয়েছে।

অন্যদিকে দেশ থেকে অর্থ পাচার বাড়ছে। ২০১০ সালে ৫৪০ কোটি ডলার, ২০১১ সালে ৫৯২ কোটি, ২০১২ সালে ৭২২ কোটি এবং ২০১৩ সালে ৯৬৬ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। জিডিপির অন্যতম খাত কৃষিতে প্রবৃদ্ধির হার কমছে। ২০০৫-০৬ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৫০ শতাংশ। এরপর ধারাবাহিকভাবে কমছে। ২০১৬-১৭ অর্থবছরে তা ৩ দশমিক ৪০ শতাংশে নেমে এসেছে। তবে শিল্প খাতে প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও সেবা খাত স্থবির।

অর্থনীতির অন্যতম একটি সূচক হল রাজস্ব আয়। দেশের বর্তমান অর্থনৈতিক কাঠামো অনুসারে জিডিপির ২২ শতাংশ হারে রাজস্ব আয় হওয়া উচিত। কিন্তু ২০১২-১৩ অর্থবছরে এ হার ছিল ১১ দশমিক ৬৫ শতাংশ, ২০১৩-১৪ অর্থবছরে ১১ দশমিক ৬৬, ২০১৪-১৫ অর্থবছরে ১০ দশমিক ৭৮, ২০১৫-১৬ অর্থবছরে ১০ দশমিক ২৬ এবং ২০১৬-১৭ অর্থবছরে ১১ দশমিক ১৭ শতাংশ। এর অর্থ হল- রাজস্ব আয়ের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ ছাড়া বাণিজ্য ঘাটতি বাড়ছে। এতে চলতি হিসাবের ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়ছে।


  • যুগান্তর, জানুয়ারি ১, ২০১৮