‘জানুয়ারি ৫ ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন’ এ রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ (দারা) চাকরি দেওয়ারনামে এলাকার অসংখ্য মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন।
পুঠিয়া-দুর্গাপুরে গিয়ে জানা গেছে, এই এমপিকে টাকা দিয়ে অনেকের চাকরি হয়েছে। আবার চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়ে পাচ্ছেন না, এমনঅন্তত ১৫ জন প্রথম আলোর কাছে সরাসরি অভিযোগ করেছেন। পাঁচজনকে পাওয়া গেছে, যাঁরা অনেক দেনদরবারের পর আংশিক টাকা ফেরতপেয়েছেন।
২০১৭ এ পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০০ নিয়োগ হয়। একেকটি নিয়োগের জন্য আবদুল ওয়াদুদ ৫ লাখ থেকে সর্বোচ্চ১৭ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন।
২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত এভাবেই সাধারণ মানুষ থেকে শুরু করে, এমনকি আলীগের নেতা-কর্মীদের কাছে থেকেও লাখ লাখ টাকা ঘুষ নেন আবদুলওয়াদুদ। একদা সহায় সম্পত্তিহীন আবদুল ওয়াদুদ এখন অনেক দামী গাড়ি-বাড়ি-ফ্ল্যাট-জমির মালিক। জয় বাংলা!
- তথ্যসূত্র - প্রথম আলো/ জানুয়ারি ১১, ২০১৮
No comments:
Post a Comment