Search

Tuesday, January 9, 2018

টিআইবির বিবৃতি - ফারমার্স ব্যাংকে রাখা জলবায়ু তহবিলের টাকা উদ্ধারের দাবি

যুগান্তর রিপোর্ট

ফারমার্স ব্যাংকে ঋণ জালিয়াতি, অনিয়ম, গ্রাহকের আমানতসহ জলবায়ু তহবিলের গচ্ছিত অর্থ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ফারমার্স ব্যাংকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের গচ্ছিত ৫০৮ কোটি টাকা আমানতের মেয়াদ পূর্ণ হওয়ার পর চাহিদা অনুযায়ী ফেরত দিতে ব্যর্থতার ঘটনা শুধু উদ্বেগজনকই নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য অশনিসংকেতও।’

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিতকরণে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল গঠনের উদ্যোগ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলন, ‘সেই তহবিলের অর্থ তুলনামূলকভাবে সুখ্যাতিসম্পন্ন ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে জমা না রেখে কোন যুক্তিতে, কার স্বার্থে ফারমার্স ব্যাংকে অধিক মুনাফার নামে রাখা হল, সেই প্রশ্নই এখন সবার।’ তহবিলটি পরিচালনায় সংশ্লিষ্ট সবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিতের আহ্বান জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিল ছাড়ে বিলম্ব হলে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও জনগোষ্ঠীর ঝুঁকি আরও বৃদ্ধি পাবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর থেকে উত্তরণে জলবায়ু তহবিলের অর্থ বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানাচ্ছে টিআইবি।’

ড. জামান বলেন, ‘তারল্য সংকটের পরিপ্রেক্ষিতে ফারমার্স ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে প্রতিদিনই বিভিন্ন গ্রাহক ও প্রতিষ্ঠান তাদের আমানতের বিপরীতে প্রাপ্য অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ঋণ জালিয়াতিসহ ব্যাংকটির লাগামহীন অনিয়ম ও দুর্নীতির বোঝা গ্রাহকদের কাঁধে চাপিয়ে দেয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য হতে পারে না।’


বিবৃতিতে ড. জামান আরও বলেন, আমানতের বিপরীতে প্রাপ্য অর্থ গ্রাহকদের ফেরত প্রদানসহ ব্যাংকটির ঋণ জালিয়াতি ও অন্যান্য অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। শুধু পরিচালনা পর্ষদ পুনর্গঠন বা ব্যবস্থাপনার পরিবর্তন যথেষ্ট নয়। ফারমার্স ব্যাংক তথা সার্বিকভাবে ব্যাংকিং খাতের স্বার্থে আগের পরিচালনা পর্ষদসহ এ ব্যাংকের শীর্ষ উদ্যোক্তাদের মধ্যে যারা এ সংকটের জন্য দায়ী, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।


  • Courtesy: Dainik Jugantar,  Jan 09, 2018

No comments:

Post a Comment