Search

Wednesday, September 5, 2018

Fixing our current account deficit

Sharjil Haque

If it was for a large, resource-rich country like the United States or Germany, a current account deficit of around USD 10 billion would be nothing. But for a small developing economy like Bangladesh, a current account deficit of USD 10 billion or four percent of GDP is definitely big enough to sound the alarm.

The current account in Bangladesh, which primarily includes our trade balance and remittance inflows, enjoyed years of surplus before slipping into a deficit last year. And things only went downhill from there with imports rapidly outpacing exports and remittance inflows, eventually bringing us to the situation that we are in today.

In retrospect, we should have seen this coming. Remittances had been running out of steam and could no longer bridge the gap between imports and exports. But what explains the lacklustre growth in exports?

The argument that subdued global demand slowed down exports no longer holds water. World economic activity is enjoying its broadest upsurge since 2010 with big advanced economies like the US experiencing record-low unemployment rates.

For starters, very little progress had been made in boosting exports through lower trade protection, product diversification or reaching bilateral trade agreements. Also, steady appreciation of the real effective exchange rate, from 2012 to 2017, slowly chipped away at our export competitiveness.

Meanwhile, the economy's appetite for imports skyrocketed. Not that it should be too surprising. After all, election years typically mean governments scrambling to spend every last penny in their coffers on some grandiose project to please the public. Whether those projects will be efficiently completed at reasonable costs is a different matter.

There were other factors at play here as well. International commodity prices began to pick up again. And there is growing consensus among economists that capital is being siphoned out of the country by over-invoicing imports. Why else would private credit shoot up to 18 percent after hovering around 13-14 percent for much of the last five years? After all, growth in nominal GDP has not picked up — so where is the excess credit-fuelled import going?

The ramifications of running a deficit this big are deep and persistent. The nominal exchange rate started weakening, prompting the central bank to sell part of its foreign exchange reserves to stabilise the currency. Most likely the central bank did not want imports to become more expensive, which would drive up inflation and hurt public confidence.

 But there was one problem. By selling dollars in the interbank market, the central bank soaked up domestic currency (Taka) from the system. At a time when banks had been lending recklessly and dishing out heaps of private sector credit, removing money from the financial system only aggravated a growing liquidity crisis.

Any astute observer of monetary policy can detect that the central bank got stuck between a rock and a hard place. It tried to prevent depreciation by selling dollars and ended up fuelling the liquidity crunch. At the same time, it lowered policy rates and Cash Reserve Ratio to ease liquidity problems. That of course comes along with the risk of higher inflation. And all the while it has to worry about the growing deficit in the current account.

Even if the present deficit can be covered by future income generated by productive imports (assuming they really are productive!), running too large a deficit for too long can eventually become unsustainable. For now, the deficit is financed by a hefty surplus in the country's financial account which brings in foreign loans and foreign direct investment. But if this overseas financing decreases or is withdrawn altogether, the economy will experience a painful disruption in private consumption, investment and government spending. Make no mistake: history is replete with such examples. Thailand and Mexico in the 1990s should be good pointers.

From all indications, we might well see a sizeable deficit this fiscal year as well. Sadly though, authorities only have tough choices left in front of them. It could taper the economy's voracious appetite for imports by raising taxes or lowering public spending. Will the government make such a move?

Highly unlikely, especially right before elections. It could lower trade protection and create a more export-friendly environment. For several years now, leading economists have called for lower tariffs, but time and time again authorities have turned their back on such demands. Resistance from business leaders to opening up our markets to foreign competition has proved to be just too high. That this will seriously diminish Bangladesh's coveted goal of export-diversification appears to have no real impact on the matter.

Meanwhile, we are all hoping to see the government coming down hard on money launderers and banks with lax monitoring and risk management systems, which might at least reduce illicit outflow of funds and curb imports. But progress on this front remains slow and those who want to take money out continue to do so.

The upshot of all this is that the burden of managing external imbalances will fall squarely on the central bank. And the choice ahead is going to be tough: either drying up reserves to keep the currency fixed while adding to domestic liquidity problems or slowly allowing it to depreciate to a new equilibrium. Even if the central bank is wary of further depreciation, there should be no doubt that it is the better choice.

To be sure, some segments of the business community will remind us that imports will become expensive which could drive up inflation. Indeed, trade balance will worsen in the short term. But a cheaper currency will, in time, raise exports and take our trade balance to a stronger and more sustainable level than before—the J-curve effect. Not to mention that remittance inflows will also rise, helping create a healthy stock of foreign reserves. While an antidote of tighter monetary policy (lower broad money and private sector credit growth) can keep a lid on inflation should it start picking up.

We all recognise that these are tough decisions to take, that too just before elections. Leaders of the business sector will use all their influence—and influence they have in plenty—to force authorities to keep the exchange rate stable and monetary conditions easy. Let's just hope authorities can make the right call before things get really out of hand.

Sharjil Haque is doctoral student of economics at the University of North Carolina at Chapel Hill, USA, and former Research Analyst, International Monetary Fund, Washington DC.

  • Courtesy: The Daily Star/ Sept 05, 2018

Unique drive against paperless buses

EDITORIAL

Bus owners' involvement a must to bring change


It is not every day that we see this sort of effort on our lawless roads. A group of bus owners and transport workers took it upon themselves to check the papers of buses in the capital. The Dhaka Road Transport Owners' Association (DRTOA) has informed us that one bus company has been barred from operating on Gulistan-Meghna route until it sorts out its documents. We welcome this voluntary initiative by bus owners because they, being one of the major stakeholders in the transport business, can make a difference should they wish to. This sort of spot vigilance has brought to light that there are transport companies that have operated without valid documents for years on end. It also highlights the sorry state of law enforcement by the police whose job it is to make sure that drivers and vehicles possess valid documents to be on the road.

We have been stressing on the need for all stakeholders to take responsibility for safer roads. It was hoped that in the aftermath of student protests, these issues would be addressed in the upcoming Road Transport Act. So far we have seen that most of the responsibility for road safety has been offloaded on to drivers. However, if DRTOA's voluntary drive is anything to go by, we should think about replicating the initiative nationwide. Only when bus owners start taking part of the responsibility of making sure that only those bus companies that have up-to-date paperwork are allowed to operate will we see a significant change on our roads.

  • Courtesy: The Daily Star/Sept 05, 2018

ঘটনাই ঘটেনি, মামলা করে রেখেছে পুলিশ!


  • নিরাপদ সড়ক আন্দোলন
  • যেসব স্থানে মামলা হয়েছে, সেখানে সহিংসতা ছিল না
  • মামলায় কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তি আসামি
  • বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই মামলা


হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ১২ আগস্ট নিজের থানায় একটি মামলা করেছেন। আসামি ৭০ থেকে ৮০ জন, সবাই অজ্ঞাত। অভিযোগ হচ্ছে, গত ৩০ জুলাই হবিগঞ্জ শহরের জে কে অ্যান্ড হাইস্কুলের সামনে আসামিরা সন্ত্রাসী কার্যকলাপ, যানবাহন ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে।

যে সময় এই মামলা হয়েছে, একই সময় ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে নিরাপদ সড়কের দাবিতে পথে নেমেছিল শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেল, ৩০ জুলাই হবিগঞ্জ শহরে এ রকম কিছুই ঘটেনি। এমনকি নিরাপদ সড়কের দাবি নিয়ে হবিগঞ্জে কেউ রাস্তায়ও নামেনি। তারপরও হবিগঞ্জ শহর ও জেলায় চারটি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা করে রেখেছে পুলিশ।

শুধু হবিগঞ্জ নয়, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় নাশকতার অভিযোগ এনে আরও কয়েকটি জেলায় এমন আরও ‘ভুতুড়ে’ মামলা করে রেখেছে পুলিশ। মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, ‘ওপরের নির্দেশে’ এসব মামলা হয়েছে।

রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতেই থানায় থানায় গোপনে এভাবে মামলা করে রাখা হয়েছে, যাতে নির্বাচনের আগে-পরে প্রতিপক্ষের লোকজনকে এসব মামলায় ফাঁসানো যায়।

ঘটনা ছাড়া এভাবে মামলা করা যায় কি না—জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা প্রথম আলোকে বলেন, বিষয়টি সরকারের নজরে আনার সুযোগ আছে। তদন্ত হোক, যদি মামলা করার মতো উপাদান না থাকে, তাহলে মামলা চলবে না।

মামলা দেশজুড়ে

পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে তথ্য চেয়ে সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশ সুপারদের কাছে গত ৮ আগস্ট থেকে দুটি করে চিঠি পাঠানো শুরু হয়। এর একটি চিঠিতে বলা হয়, ২৯ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত যত মামলা হয়েছে, সেসব মামলার তথ্য সদর দপ্তরকে জানাতে হবে। দ্বিতীয় চিঠিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা পোস্ট দিয়েছেন, তাঁদের কতজনকে শনাক্ত করা হয়েছে, আর শনাক্তের পর তাঁদের কতজনের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে বলা হয়।

এ ব্যাপারে তথ্য চেয়ে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় পাওয়া মামলার মধ্যে রয়েছে ঢাকা মহানগরে ৪৩টি, সিলেট অঞ্চলে ৩৭, চট্টগ্রাম অঞ্চলে ১৭, ময়মনসিংহ অঞ্চলে ১১টি, বরিশালে ২টি এবং রাজশাহী মহানগর ও রংপুর অঞ্চলে একটি করে মামলা। তবে এই হিসাব চূড়ান্ত নয়।

সিলেটে ৩৭ মামলা

প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের সময় সিলেট রেঞ্জে ৩৭টি মামলা হয়েছে। সিলেট মহানগরের ছয় থানা এলাকায়কোনো সহিংস ঘটনা ঘটেনি। তারপরও সিলেট মহানগরের দক্ষিণ সুরমা, শাহপরান থানা ও কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মামলা করা করেছে। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অভিযোগ করা হয়েছে, যান চলাচল ও সরকারি কাজে বাধা দেওয়ার।

খোঁজ নিয়ে জানা গেল, সিলেট কোতোয়ালি থানা এলাকার চৌহাট্টা মোড়ে জমায়েত হয়ে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানিয়েছে। সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি। তবে শিক্ষার্থীরা চৌহাট্টা মোড়ে অবস্থানের সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

দক্ষিণ সুরমা থানা এলাকায় পড়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। ওই এলাকায় শিক্ষার্থীদের কোনো কর্মসূচি হয়নি, এরপরও মামলা হলো কেন-জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে বলেন, যানবাহন চলাচলে বাধা দেওয়ায় মামলা করা হয়েছে। শাহপরান থানার ওসি আখতার হোসেনও একই ধরনের মন্তব্য করেন।

কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, চৌহাট্টায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি গাড়িতে ঢিল ছোড়া হয়েছিল। এ ঘটনায় মামলা করা হয়েছে।

হবিগঞ্জ জেলায় নিরাপদ সড়ক আন্দোলনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা হয়েছে। তার মধ্যে হবিগঞ্জ সদর মডেল থানায় চারটি, চুনারুঘাট থানায় দুটি, মাধবপুর থানায় একটি, বাহুবল থানায় একটি, নবীগঞ্জ থানায় একটি এবং বানিয়াচং থানায় একটি মামলা। সব মামলায়ই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানায় ১২ আগস্ট এসআই নাজমুল ইসলামের দায়ের করা মামলায় বলা হয়, ‘গত ৩০ জুলাই হবিগঞ্জ শহরের জে কে অ্যান্ড হাইস্কুলের সামনে ৭০ থেকে ৮০ জন দুষ্কৃতকারী সমবেত হয়ে সন্ত্রাসী কার্যকলাপ, যানবাহন, যন্ত্রপাতি, সরকারি সম্পত্তিসহ সর্বসাধারণের জনপথের কর্মক্ষমতা ব্যাহত করা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা এবং সরকারকে উৎখাতের চেষ্টা ও সহায়তা করার অপরাধ সংঘটিত করেছে।’ একই দিন একই থানার এসআই আবদুর রহিম বাদী হয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ৩১ জুলাই হবিগঞ্জ শহরের বৃন্দাবন কলেজের সামনে দুষ্কৃতকারীরা সমবেত হয়ে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ করেছে। ওই দিনই এসআই জহির আলী বাদী হয়ে ১০০ থেকে ১২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করেন। অভিযোগ হচ্ছে, ২ আগস্ট হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে দুষ্কৃতকারীরা সমবেত হয়ে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ করেছে।

নিরাপদ সড়কের দাবিতে হবিগঞ্জে কোনো শিক্ষার্থী রাস্তায় না নামা সত্ত্বেও কেন ১০টি মামলা হলো-জানতে চাইলে জেলার পুলিশ সুপার (এসপি) বিধান ত্রিপুরা বলেন, ‘কারও নামে মামলাগুলো হয়নি। ওই আন্দোলনের সময় এবং পরে অনেক কিছুই ঘটেছে, যা জনগণের জানা নেই। সবার কাছে বিষয়গুলো সাদা মনে হলেও এর অন্তরালে অনেক কিছুই ঘটতে পারত। যে কারণে পুলিশ বাদী হয়ে এ মামলাগুলো করেছে।’

নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে মৌলভীবাজার সদরে একদিন একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এর বাইরে উপজেলায় ছোটখাটো মিছিল হলেও কোনো সহিংস ঘটনা ঘটেনি। তারপরও বিভিন্ন থানায় ১২টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে মৌলভীবাজার মডেল থানায় তিনটি, শ্রীমঙ্গল, রাজনগর, কুলাউড়া ও বড়লেখায় দুটি করে এবং জুড়ী থানায় একটি মামলা হয়েছে। জেলার পুলিশ সুপার শাহ জালাল এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে এসব মামলা হয়েছে। তবে কাউকে তো আসামি করা হয়নি। তদন্তে যা পাওয়া যায়, সেটাই করা হবে।’

চট্টগ্রাম রেঞ্জে ১৫ মামলা

চট্টগ্রাম শহরের বাইরে কোথাও আন্দোলন না হলেও চট্টগ্রাম জেলার ১৫টি থানায় একটি করে মামলা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ৬ আগস্ট সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কমলদহ এলাকায় একটি পিকআপ ভ্যান ভাঙচুরের অভিযোগ এনে অজ্ঞাতনামা ৭০-৭৫ জনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করে পুলিশ।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ প্রথম আলোকে বলেন, গাড়ি ভাঙচুর হয়েছে-এমন কোনো ঘটনা তাঁর জানা নেই। তবু কেন মামলা-জানতে চাইলে মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সরকার-সমর্থক ছাত্র ও যুব সংগঠনের নেতা-কর্মীদের বাধায় নিরাপদ সড়কের দাবিতে কুমিল্লায় কেউ রাস্তায় নামতে পারেনি। তারপরও ৫ আগস্ট আন্দোলনে উসকানির অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। মামলায় কুমিল্লার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদলের কিছু নেতা-কর্মী এবং একাধিক কাউন্সিলরকে আসামি করা হয়। মামলায় উসকানি ও ছাত্র আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করে সরকার পতন এবং রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

ওই মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে এক দিন করে রিমান্ডেও নিয়েছে পুলিশ। সিদ্দিকুরের ছেলে মিলহানুর রহমান ওরফে নাওমিকে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ফোনালাপে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

জানতে চাইলে মানবাধিকারকর্মী নূর খান প্রথম আলোকে বলেন, ভুয়া অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের নামে এভাবে মামলা করার অর্থ হলো প্রতিপক্ষকে চাপে রাখা, আর সুযোগমতো তাদের ঘায়েল করা। আজকে যাঁরা এটা করছেন, হয়তো তাঁরাও একদিন এর শিকার হতে পারেন।

  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ৫,২০১৮ 

ICT cases and lack of justification for remand

Jyotirmoy Barua


When we talk about cases filed under the ICT Act, 2006, Section 57 of the Act crosses our mind almost instantly. Since its enactment in 2006, there were no charges under Section 57 until April 2013 when four bloggers were arrested for alleged incitement of religious hatred. There wasn't even a tribunal to try the cases, as the government had never felt the need to establish one until the end of 2013.

However, despite serious criticism, the law was amended in October 2013 empowering the police to register cases under the Act. This has resulted in a rise in the number of cases filed under Section 57 of the Act. Though it was initially targeted at writers and bloggers to curb dissent, it subsequently became the best weapon to silence all sorts of dissent and also the perfect tool to wage personal vendetta. Section 57 is so ambiguous that any online activity could be framed to have fallen within its ambit.

However, there have been some new developments in the use of Section 57 and the generalised use of this special law has now become a blunt weapon for repeated use and abuse. The new dimension is this: the police taking the accused on remand to get further information from him/her.

But if we consider the nature and character of an offence which might come under the definition of Section 57, then we see that before taking action against someone, the police or the informant must have “prior information” about the offence which has already been published online. The Section clearly reads: “if anyone publishes/broadcasts anything which is false…shall be an offence.” It means that as soon as the matter is published or broadcast, the offence has been committed and the informant has all the information he/she needs to make the complaint. Then what is the justification for taking the accused in police custody to gather further information? For the sake of argument, even if a person had a very defamatory statement composed in his personal computer and a police officer finds it, it clearly does not come within the ambit of ICT law, as it has not been published yet. 

If the accused had published something which is the subject matter of the law, then it is a public document and can be accessed from any computer system or even from a smartphone. So what is the justification for taking a person on remand? What else can a police officer find other than the published statement?

In most of the recent cases, this trend of taking the accused on remand by the police has become a common phenomenon and Section 57 is being used without applying the judicial mind and proper understanding of the new ICT law. Remand of the accused for up to 10 to 12 days is being allowed! We can imagine there is a presumed justification for granting the prayer for remand in police custody in the name of extracting information from the accused. But we often forget that the Constitution clearly bars forcing someone to give evidence/statement against himself. 

Moreover, the Supreme Court of Bangladesh already amended the law that governs the provision of remand (Sec. 167 of the CrPC) in 2003 as it contradicts the fundamental rights ensured by our Constitution.

The Supreme Court gave a 15-point directive to all parties concerned in connection with the implementation of Section 54 (arrest without warrant) and 167 (remand) of the Code of Criminal Procedure, which has the force of law as per provisions of Article 111 of the Constitution. The Appellate Division in 2015 upheld the Judgment and Directives of the High Court Division with certain modifications, implementation of which remains a far cry till date.

In the meantime, a new law has also been enacted to provide protection to the citizens from being tortured or killed in police custody. The Nirjaton O Hefajote Mrityu (Nibaron) Ain (Torture and Custodial Death (Prevention) Act) 2013 apparently gives a new definition of torture which encompasses and recognises mental torture in police custody. This new law has made the old formula of extracting information through torture from an accused during remand in police custody almost impossible. 

The accused becomes a victim if there is an allegation of torture in any form in police custody and this new law puts a certain responsibility upon the magistrates and judges to take action against the officer who is responsible for inflicting torture upon any person. However, we have seen almost no application of the new provisions of the law since 2013. The misery of the victims continues. A good law does not do any good unless it is implemented to its fullest extent.

We must admit that application of the ICT law is new to us and there has not been enough training of the police and judges to deal with these matters efficiently and in accordance with the law. Due to this lack of knowledge and training, police are lodging cases even for private communication in Facebook Messenger or even for a post, which is positive in nature without any elements to attract any ICT provisions.

There has been another serious violation of the law in making arrest of an accused in most cases filed under the ICT Act. It is apparent from the FIRs lodged under Section 57 of the ICT Act in connection with the quota reform movement or safe road movement that the police secured arrests prior to registering the FIR. If the offence has already been committed online and the police as part of their routine monitoring work witnessed the offence to be committed, then their first duty was to register a proper case and then secure a warrant of arrest from the magistrate.

But in all the cases, they arrested the accused first then registered the cases. In a situation where there is no formal case against the accused, in order to secure arrest, police had to follow the provisions of Section 54 of the Code of Criminal Procedure. The Supreme Court of Bangladesh already modified the law in 2003 and it was subsequently upheld by the Appellate Division in 2015. Among the 15-point directive, the police were supposed to allow the accused within 12 hours of his/her arrest to contact his/her relatives or friends and consult his/her lawyer. But in most of the cases, this right of the accused has been denied and their family members were not even told the whereabouts of the accused. This is a clear violation of the mandatory directives of the Supreme Court.

Moreover, the police were supposed to maintain a diary, keeping note of the reasons for their suspicion and reasons for arrest and submit the said dairy to the magistrate along with a forwarding. Despite bringing the matter to notice several times, the magistrates failed to comply with the directives and also failed to take appropriate action against the police if he failed to comply with the directives.

The law cannot be allowed to be used selectively and on a whim. Until or unless someone is found guilty of an offence after trial, the fundamental rights guaranteed to him or her by the Constitution cannot be denied. The standard of the criminal justice system depicts how the people in power run a country. The good image of a country lies not on nicely phrased words but on how it treats its own people.

Barrister Jyotirmoy Barua is an Advocate at the Supreme Court of Bangladesh.
  • The Daily Star/ sep 5,2018 


'Govt tainted its image by arresting Shahidul'

Says Anu Muhammad at exhibition of the photographer's works


The government tainted its image by arresting Shahidul Alam, Prof Anu Muhammad said yesterday at the inauguration of a photo exhibition of the detained photographer. 

“Government considers him a threat as it thinks his remarks tarnished its image. But the way it is conducting its activities are enough to ruin that image,” said the professor condemning the arrest of the photographer.

Drik organised the photo exhibition titled, “A Struggle for Democracy -- A Photo Journey by Shahidul Alam”, to protest the photographer's imprisonment, and also to mark its founding anniversary at Drik Gallery in the capital.

Noted researcher Professor Meghna Guhathakurta said that the way government wants to portray Shahidul is entirely wrong.

“Democracy means talking for the people, and Shahidul spoke on behalf of the people through his photography,” she said, urging to raise more voices to release the photographer.

Rights activist Khushi Kabir criticised judges who felt “embarrassed” to hear Shahidul's bail petition at the High Court earlier in the day.

Terming Shahidul's work a “struggle for democracy”, Rahnuma Ahmed, director of Drik, called on the government to release the photographer.

ASM Rezaur Rahman, curator of Drik, Barrister Jyotirmoy Barua and politician Zonayed Saki also spoke at the event.

The photography exhibition, displaying Shahidul's work over the last 40 years, covers themes like natural disasters, anti-government movements, lives of migrant workers and sex workers, human rights abuses, enforced disappearances and more. It will continue till September 10 from 3:00-8:00pm every day at the venue.

  • Courtesy: The Daily Star /Sept 05, 2018

Govt must shore up drug abuse treatment, rehabilitation facilities

THE large-scale drive against drug substances, by the Rapid Action Battalion since May 4 and by the police since May 18, has continued for about four months now, as New Age reported on Tuesday, without any sign of the arrest of the trade in and abuse of drug substances. Two-hundred and twenty-six people, suspected of being engaged in trade in drug substances, have so far been killed, as part of the drive, in ‘gunfight’ with law enforcers or reported ‘gangland fighting’, as law enforcement personnel prefer to call such incidents. 

While the drive the way it is carried out has come to be criticised because the death of the suspects, mostly reported to have taken place in custody, constitutes an affront to the rule of law as the suspected offenders are not tried in the court of law, this has hardly been able to cut down on the trade in and abuse of the drug substances. The law enforcers are reported to have so far arrested more than 40,000 suspects, both pedlars and addicts, yet the supply chain is reported to have remained intact, with old pedlars being replaced with new people, and the number of addicts seeking rehabilitation has not increased this time, as has happened in previous cases.

A drive against drug substances should continue, but not the way it is now carried out. All the suspects should be tried in the court of law. While the approach that the law enforcers have taken tramples the rule of law and harms a proper justice dispensation, it creates a scope for people engaged in the trade behind-the-scenes, often reported to be politically and financially powerful, to remain screened behind such extrajudicial killing. But the drive appears to have defeated the purpose of ending drug menace because the government is busy trying to break the supply chain, largely ineffectively through as someone else fills in the gap created in the arrest and death of one pedlar, the government has largely ignored the demand side of the trade. 

Although there is no specific figure, the drug administration officials estimate that there could be more than six million drug abusers in Bangladesh. But the government runs only four addiction treatment centres offering residential treatment facilities for only 115 people a month, 100 in one centre in Dhaka and five each in three other centres outside the capital, while the 262 private centres can provide treatment for 3,110 a month, at a high cost, in all. There is, obviously, no reason for a decline in the abuse of drug substances unless these issues are shored up properly and effectively.

While the government must continue with its drive against drug substances, shorn of the current approach that involves extrajudicial killing, effectively to break the supply chain of drug substances, the government, under the circumstances, must also attend to the problems of rehabilitation and treatment. Unless the government does this, the demand for drug substances would remain, only the prices of drug substances, as the report further says, would go up.

  • Courtesy: New Age/ Editorial /Sept 05, 2018

Tuesday, September 4, 2018

আ'লীগ নেতাদের দখল - পূর্বাচলে স্টেডিয়ামের জমি


রাজধানীর পূর্বাচল আবাসিক এলাকায় মার্কেটের নামে স্টেডিয়ামের হাজার কোটি টাকা মূল্যের জমি দখল করে নিয়েছেন আওয়ামী লীগ দলীয় এমপি (নারায়ণগঞ্জ-১) গাজী গোলাম দস্তগীর। মার্কেটের নাম ‘নীলা মার্কেট’। ওপরে-ওপরে এই মার্কেটের সর্বেসর্বা হলেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা। 

কিন্তু এলাকাবাসী বলছেন, প্রকৃত নিয়ন্ত্রক মানে আসল দখলদার এমপি নিজেই। ফলত ভয়ানক এ দখলবাজি ঘটনার নীরব দর্শক রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়। গোটা এলাকা এখন এমপি এবং তার সমর্থক দখলবাজদের নিয়ন্ত্রণে। তার বেআইনি কর্মকাণ্ডে সরকারের সিদ্ধান্ত অকার্যকর আর নিজ দলীয় নেতা-কর্মীরাই শুধু কোণঠাসা। রাষ্ট্রীয় আইন, বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গড়ে তোলা সাম্রাজ্যে এমপি যা করেন যা বলেন তা-ই আইন হয়ে দাঁড়ায়। 

নীলা মার্কেট মানে স্থানীয়দের ভাষায় ‘গাজীর লোকদের সাম্রাজ্য’। এ সাম্রাজ্যে গড়ে তোলা হয়েছে গাড়ি পার্কিং পয়েন্ট, স্থায়ী-অস্থায়ী বাজার, কয়েক শ দোকানপাট, রেন্ট-এ-কারের টার্মিনাল, হোটেল-রেস্তোরাঁ, মাছবাজার, মিষ্টির কারখানা, স্থায়ী-অস্থায়ী নানা অবকাঠামো। সরকারি সিদ্ধান্তে যে পূর্বাচল আবাসন এলাকা গড়ে উঠেছে সেখানে সরকারের মন্ত্রী, এমপি, আমলা, বিচারপতিসহ সব মহলের ভাগ্যে প্লট জুটেছে। অনাগত প্রজন্মের জন্য সেই প্রকল্পে বিশাল জায়গা বরাদ্দ রাখা হয় স্টেডিয়ামের জন্য। কিন্তু রূপগঞ্জের জায়গাজমি দখলের রেকর্ড স্থাপনকারী এমপির নজর থেকে সেই স্টেডিয়ামের জায়গাটিও রক্ষা পায়নি। অনেক মন্ত্রী ও ক্ষমতাধর অবহিত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পূর্বাচল স্টেডিয়ামের জায়গা দখলমুক্ত করা যাচ্ছে না। সবার প্রশ্ন— সরকার ও প্রশাসনের চেয়ে একজন এমপির হাত এত লম্বা ও শক্তিশালী হয় কী করে? গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক কেন দখলমুক্ত করার শক্তি রাখে না? কেন নেয় না পদক্ষেপ? কেন এই স্টেডিয়ামের জায়গা এখনো দখলমুক্ত করে দিতে পারে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে?

গুঞ্জন আছে, মন্ত্রীরাও জানেন রূপগঞ্জে কেউ জায়গা কিনতে চাইলে কেউ বিক্রি করতে চাইলে কেউ বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান করতে চাইলে গাজী এমপির ইচ্ছার বিরুদ্ধে সম্ভব নয়। একাধিক মন্ত্রীর দফতরে এ নিয়ে মীমাংসা বৈঠকও হয়েছে অনেক সময়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নীলা মার্কেটে কয়েকশ দোকানঘর। ৫০০ দোকানের আলাদা কাঁচাবাজারও গড়ে উঠেছে সেখানে। এসব দোকানঘর থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তোলা হচ্ছে। শুধু তাই নয়, প্রতিদিন বিদ্যুৎ, পানি ও পরিচ্ছন্নতার দোহাই দিয়ে প্রতি দোকান থেকে আকারভেদে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে চাঁদাবাজ চক্র। মার্কেট ঘিরে ভোলানাথপুরসহ আশপাশ এলাকায় গড়ে উঠেছে মাদকের আস্তানা। এসব আস্তানায় সহজেই পাওয়া যাচ্ছে মরণ নেশা ইয়াবাসহ বিভিন্ন মাদক। 

শুধু তাই নয়, নীলা মার্কেটের আশপাশ নির্জন জায়গা। তাই শত শত যুবক-যুবতী ঘুরতে এসে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ছে। নীলা মার্কেটের সামনেই একটি কবরস্থান। কবরস্থানের ভেতরেই মাদকের মজুদ গড়ে হরদম কেনাবেচা চালানো হচ্ছে। বেশ কয়েকটি দোকানঘরের পজিশন বিক্রি করা হয়েছে। একেকটি পজিশনের মূল্য ১ লাখ থেকে ৫ লাখ টাকা। এসব টাকা সংগ্রহ করেন ফটিক মিয়া।

যেভাবে গড়ে ওঠে দখলবাজির মার্কেটটিঃ 

পূর্বাচল আবাসনের ভোলানাথপুর এলাকায় বিশ্বমানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেয় রাজউক। এজন্য প্রায় হাজার কোটি টাকা মূল্যের জায়গাও বরাদ্দ রাখা হয়। এ জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ দিলেও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনো বুঝিয়ে দেয়নি রাজউক। ফলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জায়গার ওপর নজর পড়ে প্রভাবশালী জবরদখলকারীদের। এমপি গোলাম দস্তগীরের পৃষ্ঠপোষকতায় ও রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার তত্ত্বাবধানে পাঁচ বছর আগে সেখানে গড়ে তোলা হয় ক্লাব ঘর। এর নাম দেওয়া হয় ‘আওয়ামী লীগ ক্লাব’। নীলার স্বামী ফটিক আলম ও দেবর আনোয়ার হোসেন এ ক্লাব পরিচালনা করেন। তাদের নেতৃত্বেই ‘আওয়ামী লীগ ক্লাব’ ঘেঁষে একের পর এক দোকানপাট গড়ে ওঠে, চলতে থাকে পজিশন আকারে জায়গা কেনাবেচা। দেখতে দেখতেই সেখানে ৭০০ থেকে ৮০০ দোকানের বিরাট বাজার জমে উঠেছে। উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার নামেই অবৈধ এ বাজারটির নাম দেওয়া হয়েছে ‘নীলা মার্কেট’।

সেখানে একেকটি দোকানের পজিশন মূল্য বাবদ ৩ লাখ থেকে ৫ লাখ টাকা এককালীন আদায়ের পাশাপাশি ভাড়ার নামে দোকানপ্রতি দৈনিক এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে রাজউক সূত্র বলেছে, অবৈধভাবে গড়ে তোলা নীলা মার্কেটটিতে অন্তত চার দফা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু প্রতিবারই উচ্ছেদ শেষে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারও সেখানে দোকানপাট নির্মিত হয়। এর পরও একাধিকবার উচ্ছেদের উদ্যোগ নিয়েও পুলিশের সহায়তার অভাবে সফল করা যায়নি।

পূর্বাচল উপশহর গড়ে ওঠার লক্ষ্যে ভোলানাথপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৩০০ ফুট সড়ক দিয়ে খোলামেলা ঘুরে বেড়াতেও ভালো লাগে। সড়কের আশপাশের এলাকাগুলো অতিনির্জন। এজন্য বিভিন্ন স্থান থেকেই মানুষ এখানে ঘুরতে আসে। তাদের টার্গেট করেই নীলা মার্কেট ও আশপাশ এলাকায় গড়ে তোলা হয়েছে মাদকের আস্তানা। বসানো হয়েছে হরেকরকম জুয়ার আসর। নারীকেন্দ্রিক নানারকম অপরাধ আখড়াও জমে উঠেছে সেখানে। র‌্যাব, পুলিশসহ প্রশাসনের চোখের সামনে জবরদখলসহ অবৈধ কর্মকাণ্ড চললেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 

মাদকের খোলা হাট হিসেবে ইতিমধ্যে পরিচিতি পাওয়া নীলা মার্কেটে সব ধরনের মাদকের রমরমা বাণিজ্য পরিচালনা করেন জনৈক আনোয়ার হোসেন। তার নিয়ন্ত্রণে থাকা সালাউদ্দিন, বাকির, রাসেল, নুরুজ্জামান, রাকিব, মোমেন, বাসিত, আবুসহ ১০-১২ জনের একটি গ্রুপ মাদক বিক্রি ছাড়াও খদ্দেরদের জন্য নিরাপদে সেবনের জায়গার ব্যবস্থাও করে দেন। 

এসব ব্যাপারে যোগাযোগ করা হলে রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা বলেন, এমপি সাহেবের নির্দেশে স্টেডিয়ামের জায়গায় এ অস্থায়ী বাজার বসানো হয়েছে।
  • কার্টসিঃ বাংলানিউজ/ সেপ্টেম্বার ৪, ২০১৮

আ'লীগ নেতাদের দখল - রূপনগরের ২২ একর লেক

মামুনুর রশীদ

  • রূপনগর আবাসিক প্রকল্পের ২২ একর আয়তনের লেক পুরো ভরাট করে দখল করেছেন ক্ষমতাসীন দলের নেতারা।
  • জলাবদ্ধতার ঝুঁকিতে পুরো এলাকা।
  • দখলের নেতৃত্বে রূপনগর থানা আ. লীগের সভাপতি রজ্জব হোসেন ও জ্যেষ্ঠ সহসভাপতি তোফাজ্জেল হোসেন
  • দখলের নেতৃত্বে ৭ নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতি কাজী আবদুল হাই
  • দখলের নেতৃত্বে রজ্জব হোসেন সাংসদ ইলিয়াস মোল্লাহ্ এবং আবদুল হাই সাংসদ আসলামুল হকের অনুসারী।

মিরপুরে রূপনগর আবাসিক প্রকল্পের ২২ একরের একটি লেক পুরো ভরাট করে দখল করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। দখলের নেতৃত্বে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রূপনগর থানা আওয়ামী লীগের সভাপতি মো. রজ্জব হোসেন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল হাই হারুন ও রূপনগর থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তোফাজ্জেল হোসেন ওরফে টেনু।

রজ্জব হোসেন ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এবং আবদুল হাই হারুন ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের অনুসারী।

লেকটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। ১০ বছর ধরে এটি দখল হলেও দুবার অভিযান চালানো ছাড়া কিছুই করেননি।

রূপনগর এলাকার ভূ-উপরিভাগের পানি ধরে রাখা এবং জলাবদ্ধতা যাতে না হয়, সে জন্য প্রকল্পে বিশাল এই লেকটি রাখা হয়। নগর বিশেষজ্ঞরা বলছেন, লেকটি মিরপুর এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারত। নগর-নিসর্গের ক্ষেত্রেও তা যুক্ত করতে পারত ভিন্ন মাত্রা।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে কমবেশি দখল হলেও ২০০৯ সালের পর লেক দখল উৎসবে রূপ নেয়। গৃহায়ণ কর্তৃপক্ষের একশ্রেণির অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া পুরো লেক দখল কোনোভাবেই সম্ভব হতো না বলে মনে করেন তাঁরা।

১০১ একর জমির ওপর গড়ে ওঠা রূপনগর আবাসিক প্রকল্পে ১ হাজার ২০০টি প্লট আছে। শিয়ালবাড়ী মোড় থেকে রূপনগর প্রধান সড়ক ধরে সামনে আধা কিলোমিটার এগিয়ে হাতের ডান পাশে লেকটির অবস্থান। দেখা যায়, লেকে গড়ে তোলা হয়েছে হাজার হাজার বস্তিঘর। আছে অন্যান্য স্থাপনাও।

প্রায় এক সপ্তাহের সরেজমিন পরিদর্শনের সময় বস্তিবাসী, এলাকার বাসিন্দা, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীসহ অন্তত ৮০ জনের সঙ্গে কথা হয়। স্থানীয় এসব ব্যক্তি জানান, ২০১২ সালে আরামবাগ ঈদগাহ ময়দান ও বঙ্গবন্ধু শিশু উদ্যানের নামে লেকের উত্তর-পূর্ব অংশ ভরাট করা শুরু হয়। সাংসদ ইলিয়াস মোল্লাহ্ এর উদ্বোধনও করেন। পরে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ওই কাজ বন্ধ করে দেয়। তারা লেক দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও তা আর হয়নি।

এসব কথার সূত্র ধরে উত্তর-পূর্ব কোণে আরামবাগ অংশে গিয়ে দেখা যায়, লেকের বিস্তীর্ণ অংশ ভরাট করে সেখানে একটি ঈদগাহ বানানো হচ্ছে। ঈদগাহ জামে মসজিদের নামফলকে লেখা, ‘১১ মে, ২০১৭। উদ্বোধন করেন সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্’। মসজিদ থেকে ভরাট করা অংশ পেরিয়ে লেকের ভেতরের অংশে গিয়ে দেখা যায়, ভরাট হতে বাকি আছে এমন অল্প কিছু জায়গায় বাঁশ ও বেড়া দিয়ে ঘর তোলার কাজ করছেন পাঁচ-ছয়জন। এই এলাকা পড়েছে ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডে। বাসিন্দাদের অভিযোগ, লেকের এই অংশ দখলে নেতৃত্ব দিচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজ্জব হোসেন। সঙ্গে আছেন রূপনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ওরফে রবিন। তাঁরা লেকের ওপর গড়ে তোলা প্রায় ২ হাজার ঘর থেকে প্রতি মাসে ন্যূনতম ৩ হাজার টাকা করে ভাড়া আদায় করেন। সে হিসাবে প্রতি মাসে ৬০ লাখ টাকা ভাড়া ওঠে।

এ বিষয়ে কথা বলার জন্য কয়েকবার রজ্জব হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রতিবার তা বন্ধ পাওয়া যায়। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে রজ্জব হোসেন গা ঢাকা দিয়ে আছেন।

জানতে চাইলে সম্প্রতি মিরপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে বসে সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ প্রথম আলোকে বলেন, লেকের যে অংশ ভরাট করে মসজিদ ও ঈদগাহ মাঠ বানানো হয়েছে, তা গৃহায়ণ কর্তৃপক্ষের নয়; হামদর্দ ল্যাবরেটরিজের। তারা যেহেতু এখানে কোনো উন্নয়ন কর্মকাণ্ড করছে না, তাই এলাকার বাসিন্দাদের দাবির মুখে এই মাঠ বানানো হয়েছে।

২০১২ সালে পরিবেশ অধিদপ্তর আরামবাগ ঈদগাহ ময়দান ও বঙ্গবন্ধু শিশু উদ্যানের নামে লেক ভরাটের কাজ বন্ধ করে দিয়েছিল—এই তথ্য জানালে সাংসদ বলেন, ‘তখন লেকের ওপর কিছু বস্তিঘর ছিল। তাতে আগুন লাগার পর এলাকাবাসী আর বস্তি রাখতে চাননি। আমারও তাতে সায় ছিল। সে সময় আরামবাগে একটি রাস্তা উন্নয়নের সময় তোলা মাটি লেকের ভেতরে ফেলা হয়। বাচ্চারা সেখানে খেলতে শুরু করে। পরিবেশ অধিদপ্তর বলল, এখানে কোনো খেলার মাঠ হবে না। কিন্তু আমরা তো আর বাচ্চাদের খেলার ব্যাপারে নিষেধ করতে পারি না।’

প্রধান অভিযুক্ত রজ্জব হোসেনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস মোল্লাহ্ বলেন, ‘এই এলাকায় আমাদের ৭৯ শতাংশ পৈতৃক সম্পত্তি আছে। রজ্জব সেগুলো দেখাশোনা করে। এর বাইরে সে আর কী করে, তা জানি না।’ তিনি বলেন, ‘লেক দখল করে খায় সবাই। নাম হয় হাজি রজ্জবের।’

বস্তিবাসী ও স্থানীয় নেতারা জানান, লেকের পশ্চিম অংশে প্রায় দেড় হাজার ঘরের মালিক রমজান আলী মাতবর ও তাঁর ভাই ছাত্তার আলী মাতবর। এই অংশ নিয়ন্ত্রণ করেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল হাই ওরফে হারুন। এতে ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরীর নীরব সমর্থন আছে। নীরব ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

জানতে চাইলে কাজী আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমি গত কয়েক বছরে পরিবেশ অধিদপ্তর, গৃহায়ণ কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনে অন্তত ৫০টি দরখাস্ত দিয়েছি। সেই আমার বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে, তা দুঃখজনক।’ তাঁর দাবি, লোকে আসলে অন্য হারুনের কথা বলেছেন। তাঁদের একজন রূপনগর আবাসিক এলাকার ১৯ নম্বর রোডে বাসিন্দা। আরেকজন থাকেন ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। এঁরা দুজনই লেক দখলে যুক্ত ও আওয়ামী লীগ করেন।

আরেক অভিযুক্ত রূপনগর থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তোফাজ্জেল হোসেন ওরফে টেনু বলেন, ‘আমি ২৫ বছর ধরে এই এলাকায় আছি। ছোটখাটো ব্যবসা করে খাই। আমার বিরুদ্ধে এই অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে আমি নিজেই নিজের বিচার করব।’

সাংসদ আসলামুল হক দেশের বাইরে থাকায় এই দখলদারদের বিষয়ে তাঁর অবস্থান জানা সম্ভব হয়নি।

বিশাল এই লেকের বিষয়ে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন। তিনি বলেন, ‘একসময় এই লেক বোটানিক্যাল গার্ডেন ও মিরপুর সেনানিবাসের সঙ্গে যুক্ত ছিল। শীত মৌসুমে হাজার হাজার অতিথি পাখি ভিড় করত।’ তিনি বলেন, ‘লেকটি যে প্রক্রিয়ায় দখল হয়েছে, তাতে এই দায় গৃহায়ণ কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।’

লেক রক্ষা করতে না পারার বিষয়ে জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, অনেক আগেই লেকটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেওয়া হয়েছে। কবে ওয়াসার কাছে হস্তান্তর করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা দেখে বলতে হবে।’

তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান লেক হস্তান্তরের প্রশ্নে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আইনগতভাবেই গৃহায়ণ কর্তৃপক্ষ এটি করতে পারে না। কারণ, জলাশয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব কখনোই ওয়াসার না। আমরা রূপনগর খালের দায়িত্ব নিয়েছি। লেকের না।’

এরপর মিরপুর গৃহায়ণ কর্তৃপক্ষের ডিভিশন-১-এর কার্যালয়ে গিয়ে কথা হয় উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘১৯৮৭ সালে করা মাস্টারপ্ল্যান অনুসারে রূপনগর আবাসিক এলাকার এই লেকটির আয়তন ২২ একরের (৬৬ বিঘা) কমবেশি। লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদে এর আগে দুবার অভিযান চালানো হয়। কিন্তু আমরা শেষ পর্যন্ত লেক রক্ষা করতে পারিনি।’ কারণ জানতে চাইলে এই প্রকৌশলী বলেন, ‘যাঁরা এই দখলদারির সঙ্গে যুক্ত, তাঁরা সবাই রাজনৈতিকভাবে খুব শক্তিশালী। কিছুদিন আগে আমাদের এক সার্ভেয়ারকে (জরিপকারক) বস্তির ভেতরে আটকে রেখেছিল কয়েক ব্যক্তি। পরে পুলিশ দিয়ে তাঁকে ছাড়িয়ে আনতে হয়েছে।’

সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘লেকটি রক্ষা করতে কেবল গৃহায়ণ কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে এমন নয়। ঢাকার বুকে এমন একটি উন্মুক্ত জলাশয় বাঁচিয়ে রাখতে রাজউকেরও ভূমিকা আছে। রাজউক সেই ভূমিকা পালন করতে পারেনি। এই দুটো সংস্থাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আবার স্পষ্ট হলো, মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই।’

জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লেকটি রক্ষার ব্যাপারে অবশ্যই রাজউকের ভূমিকা রাখা উচিত ছিল। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাদের কিছু জানায়নি। আমরা শুনেছি, লেকটি খুবই ছোট করে নিয়ে আসা হয়েছে। ওয়াসাও এটা নিয়ে আপত্তি জানিয়েছিল। বিষয়টি আমি দু-একটা মিটিংয়ে বলারও চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি।’ তিনি বলেন, ‘এবার বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখব। দেখি কী হয়।’ 

  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ২, ২০১৮

ইভিএম নিয়ে অহেতুক বিতর্কে জড়িয়ে এখন সুর নরম ইসির

  • গত বছর ইসির সংলাপে কয়েকটি বিষয়ে পক্ষে-বিপক্ষে সুপারিশ আসে
  • আওয়ামী লীগসহ সাতটি দলের দাবি ছিল ইভিএম ব্যবহারের পক্ষে
  • বিএনপিসহ ১২টি দল ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিয়েছিল
  • শেষ সময়ে শুধু ইভিএমে ভোট নেওয়ার সুযোগ তৈরির প্রস্তাব করে ইসি
  • প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সিইসি বললেন, কিছু আসনে ইভিএম থাকবে

শেষ মুহূর্তে এসে ইভিএম নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি করল নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ইসি সুর নরম করেছে। যদিও আগামী জাতীয় নির্বাচনে সীমিত পরিসরে হলেও ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।
গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আইনের সংশোধনী পাস হলে এবং সবার সমর্থন পেলে আগামী জাতীয় নির্বাচনে দৈবচয়নের ভিত্তিতে কিছু আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের চেষ্টা করবেন তাঁরা।

গত বছর অংশীজনদের সঙ্গে ইসির সংলাপে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, ইভিএম ব্যবহার, ‘না’ ভোটের বিধান চালু করাসহ কয়েকটি বিষয়ে পক্ষে-বিপক্ষে সুপারিশ এসেছিল। গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো ‘রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল’ হিসেবে চিহ্নিত করেছিল ইসি। এর মধ্যে শেষ সময়ে এসে শুধু ইভিএমে ভোট নেওয়ার সুযোগ তৈরি করার প্রস্তাব করেছে ইসি। এটি ক্ষমতাসীন আওয়ামী লীগসহ সাতটি দলের দাবি ছিল। বিপরীতে বিএনপিসহ ১২টি দল ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দিয়েছিল। আর সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছিল ২৫টি দল। নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০।

নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় নির্বাচনে বড় পরিসরে ইভিএম ব্যবহারের দক্ষতা ও কারিগরি সক্ষমতা ইসির নেই। ভোটাররাও ইভিএমের সঙ্গে সেভাবে পরিচিত নন। এ অবস্থায় শেষ মুহূর্তে ৩ হাজার ৮২৯ কোটি টাকার প্রকল্প নিয়ে দেড় লাখ ইভিএম কেনা এবং সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আইন সংস্কারে ইসির উদ্যোগ অহেতুক বিতর্ক তৈরি করেছে। গত রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে তাড়াহুড়া করা ঠিক হবে না।

এই বিতর্কের মধ্যে গতকাল রাজধানীতে ইভিএম ব্যবহার-সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি নুরুল হুদা বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আরও পরে হবে। ইসি এখনো আরও পেছনের পর্যায়ে আছে। আইন সংশোধনের প্রস্তাব সরকারের কাছে যাবে, সেখান থেকে মন্ত্রিসভা হয়ে সংসদে যাবে। প্রকল্প অর্থ মন্ত্রণালয়ে যাবে আর্থিক সংস্থানের জন্য।

সিইসি বলেন, জাতীয় সংসদে আইন পাস হলে, ইসির সক্ষমতা অর্জিত হলে এবং ইভিএম মানুষের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হলে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের সমর্থন পেলে যতখানি সম্ভব ইভিএম ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে কিছু আসনে ইভিএম ব্যবহার করার চেষ্টা করা হবে। ২০১০ সালের চেয়ে এখনকার ইভিএম অনেক উন্নত বলে দাবি করেন তিনি।

ইভিএম প্রযুক্তি ব্যবহারের পক্ষে যুক্তি দিয়ে সিইসি বলেন, বর্তমান পদ্ধতিতে নির্বাচন করতে সুই-সুতা থেকে শুরু করে হাজার রকমের জিনিসপত্র দরকার হয়। ইভিএম পদ্ধতিতে এসব প্রয়োজন হবে না। একজনের ভোট অন্যজনও দিতে পারবেন না।

এত টাকা ব্যয়ে ইভিএম কেনার প্রক্রিয়া নিয়ে সমালোচনার জবাবে সিইসি বলেন, দেশের নাগরিক যাঁরা কর দেন, তাঁরা অবশ্যই জানতে চাইবেন তাঁদের টাকা অপচয় হচ্ছে কি না। ইভিএমের কোনো তহবিল ইসির কাছে আসবে না, এটা নিশ্চিত করেই ইসি এগিয়েছে। আলাদাভাবে চিঠি দিয়ে এ দায়িত্ব সরকারের কাছে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, তাঁরা শুরু থেকেই বলে আসছেন, জনগণকে আস্থায় নিয়ে সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে তারপর ইভিএম ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে প্রথমদিকে সীমিত সংখ্যক সংসদীয় আসনে ইভিএমের পরীক্ষামূলক ব্যবহার করা যেতে পারে। এটাই হওয়া উচিত। ইসি যদি সে সিদ্ধান্ত নেয়, সেটাই হবে যথাযথ।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের জন্য একটি আইনি কাঠামো প্রণয়ন এবং তা প্রয়োগ করে ভোটারদের নির্দ্বিধায় ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার অঙ্গীকার করেছিল। এই লক্ষ্যে ইসি গত বছর অংশীজনদের সঙ্গে সংলাপ করেছিল। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, কিছু মন্ত্রণালয়কে নির্বাচনের সময় ইসির অধীনে নেওয়াসহ ছয়টি সুপারিশকে ‘সাংবিধানিক বিষয়’ হিসেবে চিহ্নিত করে ইসি বলেছিল, এ ক্ষেত্রে তাদের কিছু করার নেই। নির্বাচনী আইনের সংস্কার, সবার জন্য সমান সুযোগ তৈরি করাসহ ৩৪টি প্রস্তাব ও সুপারিশকে ইসি নিজেদের এখতিয়ারভুক্ত বলেছে। কিন্তু এসব বিষয়েও কার্যকর উদ্যোগ নেই।

এসব সুপারিশ এক পাশে রেখে কমিশনের ভেতরে-বাইরে আপত্তি ও সমালোচনার মুখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ইভিএম ব্যবহারের বিধান যুক্ত করার প্রস্তাব করেছে ইসি। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের আপত্তির মুখে এই অনুমোদন করা হয়।

ইসি সূত্র জানায়, গতকাল সোমবার এই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ে মতামত নিয়ে তা উঠবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভার অনুমোদন পেলে এটি বিল আকারে সংসদে উঠবে। ৯ সেপ্টেম্বর থেকে সংসদের অধিবেশন বসছে। এই অধিবেশনে বিলটি পাস হলে আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের আইনি সুযোগ তৈরি হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের নরম সুর বেশি সন্দেহজনক। ইভিএম ব্যবহার করা হবে কি না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। কিন্তু এর মধ্যে দেড় লাখ ইভিএম কেনার প্রক্রিয়া কেন? নির্বাচন সুষ্ঠু করতে ইসির সংলাপে অনেকগুলো সুপারিশ এসেছিল। সেনা মোতায়েন, হলফনামা যাচাই-বাছাই, তৃণমূল প্যানেল থেকে প্রার্থী মনোনয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল। সবকিছু বাদ দিয়ে শেষ মুহূর্তে শুধু ইভিএম অন্তর্ভুক্ত করার জন্য আরপিও সংশোধনের উদ্যোগে মানুষের সন্দেহ বাড়বে, এটাই স্বাভাবিক। শেষ সময়ে এসে ইসি অহেতুক বিতর্ক তৈরি করছে।
  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ৪, ২০১৮ 

নদী ভরাট করে ইকোনমিক জোন!

উদ্বিগ্ন পরিবেশ অধিদপ্তর

নিহাল হাসনাইন ও আমির হোসাইন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরঘেঁষে ৮৩ একর জায়গার ওপর গড়ে উঠেছে আমান ইকোনমিক জোন। এ জোনেই আমান গ্রুপের প্রতিষ্ঠান আমান সিমেন্টের একটি অংশ চলে গেছে নদীর ভেতরে। সিমেন্ট কারখানার পরেই রয়েছে জেটি। এর কিছুদূর পর গ্রুপের আরেক প্রতিষ্ঠান আমান শিপইয়ার্ড। এরও অংশবিশেষ চলে গেছে নদীর অভ্যন্তরে।

আমান ইকোনমিক জোনের বিরুদ্ধে মেঘনা নদী দখলের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তরও। সরেজমিন পরিদর্শন করে ঢাকা অঞ্চল কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। ইকোনমিক জোনের নদী দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চিঠিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক দল আমান ইকোনমিক জোনের অভ্যন্তরীণ ও আশপাশ এলাকা সরেজমিন পরিদর্শন করে দেখেছে, মেঘনা নদীর প্রায় ৩০ একর জায়গা ড্রেজারের মাধ্যমে বালি ফেলে ভরাট করা হয়েছে। ওই অংশে আমান ইকোনমিক জোনের কোনো সীমানা পিলার ছিল না। সরেজমিন পরিদর্শনে ভরাটকৃত জায়গাটি মেঘনা নদী ও নদীর ফোরশোর এলাকা মর্মে প্রতীয়মান হয়েছে। নদীর জায়গা বালি ফেলে ভরাট করার মধ্য দিয়ে আমান ইকোনমিক জোন পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ঙ ধারা ভঙ্গ করেছে।

পাশাপাশি আমান ইকোনমিক জোনের কর্মকর্তাদের গ্রহণযোগ্য বক্তব্য থাকলে সাত কার্যদিবসের মধ্যে তা দাখিল করার অনুরোধ করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে বিষয়টির নিয়মানুগ সুরাহা না হওয়া পর্যন্ত সব ধরনের ভরাট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আমান ইকোনমিক জোনের পক্ষ থেকে কোনো তথ্যপ্রমাণ দাখিল করা হয়নি বলে জানান অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপপরিচালক নয়ন মিয়া বণিক বার্তাকে বলেন, আমান ইকোনমিক জোন শিপইয়ার্ডের নামে যে জায়গা বালি ফেলে এরই মধ্যে ভরাট করে ফেলেছে, তা সরেজমিন পরিদর্শন করে নদী দখলের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে ঠিক কী পরিমাণ নদীর জায়গা দখল করেছে, তা নির্ধারণে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতা নেয়া হচ্ছে।

গতকাল সরেজমিন আমান ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখা যায়, মেঘনা নদীর তীরে হারিয়া গোবিন্দ, সোনামোহি, বৈদ্যের বাজার মৌজা নিয়ে গড়ে ওঠা জোনটির নিজস্ব সীমানায় সুবিশাল প্রাচীর। এ প্রাচীরের পরে নদীর ভেতর আরো অন্তত ৩০০ গজ জায়গা বালি ফেলে ভরাট করছে আমান ইকোনমিক জোন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

জানতে চাইলে আমান গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (প্রশাসন) তানভীর আহমেদ মজুমদার বণিক বার্তাকে বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের কোনো নোটিস পাঠানো হয়নি। আমান ইকোনমিক জোন ঘেঘনা নদীর কোনো জায়গা দখল করেনি। কেউ যদি এমন তথ্য দিয়ে থাকে, সেটি ঈর্ষার বশবর্তী হয়ে।

পাঁচ দশকের বেশি সময় ধরে আনন্দবাজার ঘাটে নৌকা চালাচ্ছেন আব্দুল জলিল। পৈতৃক সূত্রে তিনি বৈদ্যের বাজার মৌজায় ৮০ শতাংশ জমি পেয়েছিলেন। স্বাধীনতার আগ পর্যন্ত সেই জমিতে নিয়মিত চাষও করেছেন। একপর্যায়ে মেঘনার এ পাড় ভাঙতে শুরু করে। তলিয়ে যায় পুরো বৈদ্যের বাজার ও এর আশপাশ এলাকার জমি। নদীতে তলিয়ে যাওয়ার আগ পর্যন্ত জলিলের কাছে ওই জমির সিএস খতিয়ান ছিল। কিন্তু তলিয়ে যাওয়ার পর আরএস বা বিএস খতিয়ানে ওই সম্পত্তির জায়গা হয়নি। অবশেষে ২০১৫ সালের প্রথম দিকে ৬ লাখ টাকায় ৮০ শতাংশ জমির সিএস কাগজ বিক্রি করে দেন জলিল। এমন সিএস খতিয়ানে শুধু আব্দুল জলিলই নয়, জমি বিক্রি করেছেন হারিয়া গোবিন্দ, সোনামোহি, বৈদ্যের বাজার মৌজার অনেকে। এসব জমি কিনে মেঘনার তীরে গড়ে উঠেছে আমান ইকোনমিক জোনসহ বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান।

নারায়ণগঞ্জের সোনারগাঁর ভূমি অফিসের কানুনগো মতিয়ার রহমান জানান, ১৯৭২ সালের নদী আইনের ১৩৫ নং অধ্যাদেশে বলা হয়েছে, ভরা মৌসুমে পানি যতদূর পর্যন্ত যাবে, তার পুরোটাই নদীর জমি হিসেবে অন্তর্ভুক্ত হবে। তবে নদী শুকিয়ে গেলে ফোরশোর ভূমি হিসেবে আগের মালিক পুনরায় তার ওই জমির দখল পাবেন। কিন্তু কোনোভাবেই সেখানে স্থাপনা নির্মাণ করা যাবে না। শুধু চাষাবাদের কাজে ওই জমি ব্যবহার করা যাবে। সে হিসাবে আমান ইকোনমিক জোন আইন ভঙ্গ করে নদীর জায়গা ভরাট ও স্থাপনা নির্মাণ করছে।

২০১৬ সালে কোয়ালিফিকেশন লাইসেন্স পায় আমান ইকোনমিক জোন। অনুমোদন পাওয়ার দুই বছরের মাথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নদীর ফোরশোর জমি বালি ফেলে ভরাট করার অভিযোগ ওঠে।

তবে মেঘনা নদীর জমি দখলমুক্ত করতে এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। বণিক বার্তাকে তিনি বলেন, আমান ইকোনমিক জোন নদী দখল করেছে কিনা, তার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখতে এবং দখলমুক্ত ও পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ইকোনমিক জোনের বেশ কয়েকটি নারায়ণগঞ্জে। এসব ইকোনমিক জোনের শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে যখনই আমাদের মতবিনিময় হয়, তখনই তাদের নদী ও পরিবেশ আইন মেনে কাজ করার পরামর্শ দিই।

তার পরও কৌশলে নদী দখল হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা। তাদের অভিযোগ, কয়েক দফা নিষেধ করার পরও আমান ইকোনমিক জোনের নদী দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না।

আমান ইকোনমিক জোন নদীর জায়গা ভরাট করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান নারায়ণগঞ্জ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক গুলজার হোসেন। তিনি বলেন, কারো জায়গা যদি নদীর মধ্যে চলে যায়, সেটা নদী। সে জায়গা কেনাবেচা করলেও তা টিকবে না। কারণ ভরা বর্ষায় নদীতীরের যে পর্যন্ত পানি যাবে, সে পর্যন্ত নদীর জায়গা। আমান অর্থনৈতিক অঞ্চল যদি নদীর জায়গা ভরাট করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে মামলা করা হবে।

  • কার্টসিঃ বনিকবার্তা/সেপ্টেম্বর ৪, ২০১৮