Search

Thursday, September 13, 2018

Cases too puzzling

Man lives in Oman, accused of joining 'secret meeting' in Comilla; questions over another case against a schoolteacher


Implicated in three “false cases” and tired of police harassment, Ahad Khalifa was desperately looking for a break.

So he shut his tailoring shop at Muradnagar Bazar in Comilla and left the country for Oman four and a half years ago. 

The last time he came home was on October 25 last year with the body of his father-in-law, who died in Oman. Ahad, 36, left the country again on February 10 this year, according to his travel documents.

But his living in a faraway land, some 3,500km from home, could not save him from being implicated in another case.

On September 8, Muradnagar police named him in a case on charges of planning to carry out subversive activities.

According to the case statement, Ahad is among 33 identified and 15-20 unknown accused who were holding a secret meeting at the Muradnagar Madrasapara house of Alamgir Hossain, convener of the upazila unit Chhatra Dal on that day. There, they were planning to vandalise key installations and vehicles on the highway. 

They all are members and supporters of BNP and Jamaat and their front organisations.

The accused were also planning subversive activities to cause irreparable loss to the state, the case statement claims.

Sub-Inspector Abdul Gofran, who filed the case, wrote in the statement that based on a tip-off they raided Alamgir's house at Pirkashimpur around 12:30am on September 8.

Police arrested accused Alamgir, ANM Ilias, Nayeb-e Amir (deputy chief) of Muradnagar upazila Jamaat, and Mohammad Alam, an activist of Sramik Dal, a pro-BNP workers' organisation, from the spot. The rest fled the scene, it added.

The names of the other accused, including Ahad, came up during interrogation, the case statement reads.

“I was leading a happy life in Bangladesh. I had a tailoring shop. Still I had to leave the country to get respite from being implicated in false cases,” Ahad told The Daily Star yesterday by phone from Oman.

Ahad, son of late Kenu Mia of Maddhapara in Muradnagar, said his “only fault” was that he was a neighbour of BNP leader and former MP Shah Mofazzel Hossain Kaikobad.

“I am outside the country, then how can I commit any crime back home and be accused in a case?” asked Ahad, who has three sons aged 12, 6 and 4.

He works at a sports item shop at Barka, 60km off Oman's capital Muscat, he said.

During his visit to the country last year, he secured bail in the three cases filed against him previously.

Ironically, on October 25 last year, the day they buried his father-in-law, police filed another case against him, although he had nothing to do with the incident, he claimed.

Details of this case was not immediately available.

“To my knowledge, I never harmed anyone or committed any crime for which I may be accused in any case. But sadly, I am accused in five cases, including the latest one,” he said.

The travel documents that he sent to The Daily Star show he left the country on February 10. 

This newspaper could not verify the authenticity of the documents and cannot confirm if he entered the country again after that.

But Shahid Sawdagor, 60, who has a shop at Muradnagar Bazar, said he last saw Ahad in the area seven-eight months ago.

Ahad's neighbour Haji Almas, 55, confirmed this to The Daily Star. 

Taslima Akter Munni, Ahad's wife, said her husband was the lone breadwinner of the family. “I have never seen him getting involved in political activities.”

Asked to explain how Ahad could possibly be present in the alleged secret meeting, Monzur Alam, officer-in-charge of Muradnagar Police Station, said, “Without investigation, I can't confirm that an Oman expatriate has been made accused in the case.” 

He said they already arrested three top accused and filed the case based on their statements.

But as election nears, such inexplicable cases against BNP leaders, activists and even supporters are rising.

Some 12,000 BNP men have been arrested this month alone while about 1 lakh more have been made accused in various cases across the country, BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir told reporters at a human chain before the Jatiya Press Club on Monday.

The case of Khokon Master, 50, is no less quizzical. He is an assistant teacher at Tanki Habib Sharker High School in Comilla.

On September 8, he was at his school from 9:30am to 4:00pm, said headmaster of the school Zainal Abedin.

And yet he was made an accused in a case filed with Bangara Bazar Police Station for “holding a secret meeting” at 10:05am at the yard of the house of Sultan Ahmed, a local BNP leader, the same day.

In the case statement, SI Sujon Shyam claimed they raided the house during the meeting and arrested Sultan, Khokon Master and one Shahid Mia from the house.  

Four identified and 25-30 unknown BNP-Jamaat and their front organisation leaders and activists ran away, the statement reads.

Last night, the police official hung up the phone when The Daily Star asked him how he was certain about their political identity when he did not even know their names.

The case statement also claims that the arrestees admitted during interrogation that they were planning to vandalise vehicles, create panic among people and carry out subversive activities centring a human chain planned for September 10 and a hunger strike programme on September 12 in protest against Khaleda Zia's trial inside the old Dhaka Central Jail.

“Mosharraf Hossain alias Khokon Master is an assistant teacher at our school and on September 8 he was present at the school from 9:30am to 4:00pm,” Zainal Abedin, the headteacher, told The Daily Star yesterday.

He also wrote a letter for submission before the court, certifying that the teacher was indeed at the school on the day. The Daily Star has a copy of the letter.    

Shahinur Akter, wife of Khokon Master, said her husband was arrested from Tonki Bazar, 12km from Pirkashimpur from where the police claimed to have arrested him, after Maghrib prayers (around 6:15pm) on September 8. 

Khokon's brother Anwar Hossain Sumon claimed that the case was totally false as no meeting took place at Pirkashimpur that day. He also said his brother was implicated in the case as they were supporters of ex-BNP MP Shah Mofazzel Hossain Kaikobad.  

Contacted, OC of the Bangara Bazar Police Station Abdullah Al Mamun said, “We filed the case after being confirmed about their involvement.”

Cases like these raise serious questions about the authenticity of the charges.  

Contacted last night, BNP leader Amir Khosru Mahmud Chowdhury said the government was filing such cases against BNP men to keep the party out of the election race.

“The government wants to drive the BNP leaders and activists out of the scene even before the election schedule is announced,” he alleged.

Earlier on September 3, 82-year-old Luthful Haque, who cannot even move without the help of others, was made an accused in a case filed by the Wari police in the capital, as reported in this paper on Tuesday under the headline “A case, many questions”. 

According to the case statement, police found him among a group of “miscreants from the BNP and its front organisations who gathered in Wari on September 3 as part of a plan to overthrow the government”.

In the same case, BNP's ward-level leader Sabbir Ahmed Arif was made an accused although he was not in the country when the incident allegedly took place.

His visa, immigration and hotel documents, boarding passes of his flights to and from Kolkata show that he was in India from September 1 to 4. The Daily Star obtained copies of these papers.

Ninety-six identified people were made accused in the case although locals claimed that no such incident took place on that day.

Courtesy: The Daily Star Sep 13, 2018

সৌদি ভিশন যখন আমাদের ভীষণ

মুনির হাসান

সৌদি আরবের মক্কায় এক যুবকের সঙ্গে দেখা হলো। তিনি ফেনীর মানুষ। আট বছর আগে মক্কা গিয়ে একটা চার তারকা হোটেলে চাকরি শুরু করেন। তাঁর স্ত্রী এক সন্তান নিয়ে দেশের বাড়িতে থাকেন। তিনি নিয়মিত দেশে টাকা পাঠান, তাঁর পাঠানো টাকায় বোনের বিয়ে হয়েছে। তিনি আমাকে বললেন, ‘এ দেশে আর থাকতে পারব বলে মনে হচ্ছে না।’ কারণ, ‘আকামা’র (সৌদি আরবে বিদেশিদের কাজ করার অনুমতিপত্র) চার্জ দ্বিগুণের বেশি হয়ে গেছে। আগে ছিল বছরে পাঁচ হাজার সৌদি রিয়াল (প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা), আগামী বছর থেকে সেটি হয়ে যাচ্ছে ১২ হাজার রিয়াল (প্রায় পৌনে তিন লাখ টাকা)! তা ছাড়া, প্রতি মাসে ২০০ রিয়াল করে অতিরিক্ত ‘স্যালারি ট্যাক্স’ দিতে হবে। তাঁর বর্তমান বেতন মাসে ১ হাজার ৫০০ রিয়াল। এ ছাড়া হোটেলের বোর্ডারদের বকশিশ, টিপস পান। তিনি বললেন, এখন বেতনও নিয়মিত পান না। এরপর আমার কাছে জানতে চাইলেন, ‘এই বেতনে বছরে ১২ হাজার রিয়াল যদি দিয়ে দিতে হয়, তাহলে আমি নিজে খাব কী, আর বাড়িতে পাঠাব কী?’

দীর্ঘ ১৮ বছর ধরে মদিনায় ইলেকট্রনিকসের সামগ্রী ও গিফট আইটেমের ব্যবসা করছেন জামশেদ হোসেন (ছদ্মনাম)। স্ত্রী, তিন সন্তান নিয়ে তাঁর চমৎকার জীবন দেখে এসেছিলাম তিন বছর আগে। মদিনায় মসজিদে নববির কাছেই তাঁর দুটি দোকান। কিন্তু এরই মধ্যে স্ত্রী-সন্তানদের পাঠিয়ে দিয়েছেন দেশে। কারণ জানালেন, সৌদি সরকারের পরিবার কর (ফ্যামিলি ট্যাক্স) অনেক বেড়ে গেছে। পরিবারের সদস্যপিছু কর এখন দুই হাজার রিয়াল। চার সদস্যের জন্য তাঁকে বছরে গুনতে হচ্ছে অতিরিক্ত আট হাজার রিয়াল। জীবনযাত্রার খরচও বেড়ে গেছে অস্বাভাবিক হারে। আকামার ফিও বেড়েছে। এ ছাড়া ১১ সেপ্টেম্বর থেকে (১ মহররম, আরবি নতুন বছরের শুরু) তাঁর দোকানের মালিকানার ৭০ শতাংশ সৌদি নাগরিককে দিতে হবে। নইলে আর ব্যবসা করতে পারবেন না। বর্তমানে ব্যবসাপ্রতিষ্ঠানে একজন সৌদি কর্মী রাখার বিধান থাকলেও সেটি কেউ অনুসরণ করে না। প্রবাসীরা নিজেদের ব্যবসা বড় করার সঙ্গে সঙ্গে দেশ থেকে ভাই-আত্মীয়দের নিয়ে যেতেন। কাগজে-কলমে প্রতিষ্ঠানটি থাকত একজন সৌদির, যাকে একটি ফি দিলেই চলত।

মদিনায় মসজিদে নববি এলাকার (মার্কেজিয়া নামে পরিচিত) অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান চালান বাঙালিরা। তাঁদের বড় অংশই চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া এবং কক্সবাজার জেলার বাসিন্দা। অনেকেই ৩০-৩৫ বছর ধরে সেই দেশে আছেন। অনেকের সন্তানদের জন্ম ও বেড়ে ওঠা মক্কা-মদিনায়। এখন তাঁদের মনে হচ্ছে প্রবাসজীবনের পাততাড়ি গোটাতে হবে। সৌদি সরকারের নতুন আইন অনুসারে, কোনো বিদেশি সেখানে এককভাবে ব্যবসা করতে পারবেন না, ব্যবসার কমপক্ষে ৭০ শতাংশের অংশীদারকে সৌদি নাগরিক হতে হবে।

শুধু সৌদি আরবে অন্যান্য দেশের লোকদেরও একই অবস্থা। ভারতের মুম্বাই নিবাসী মেকানিক্যাল প্রকৌশলী বেলাল হোসেন চাকরি করেন কোরীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়াতে। স্ত্রী ও তিন সন্তানকে এ বছরই দেশে পাঠিয়ে দিয়েছেন। কারণ, ওই ‘ফ্যামিলি ট্যাক্স’। তাঁর কোম্পানি তাঁর পরিবারের কর দেয় না। পাকিস্তানিদের পরিবারের সদস্যদের দেশে পাঠিয়ে দেওয়ার ফলে বেশ কিছু পাকিস্তানি কমিউনিটি স্কুলশিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে গেছে। তাঁদের এসবের কারণ জিজ্ঞাসা করলে আঙুল দিয়ে একটি সাইনবোর্ড বা বিলবোর্ড দেখিয়ে দেন। সেখানে ২০৩০ সালের নতুন সৌদি আরব গড়ে তোলার স্বপ্ন ‘ভিশন ২০৩০’- এর ঘোষণা। ওই সময়ে সৌদি আরব প্রয়োজনের অতিরিক্ত একজন বিদেশি কর্মীও রাখতে চায় না। ‘হোয়াইট কালার জবে’ সর্বোচ্চ ২০ শতাংশ বিদেশি থাকতে পারবে। বর্তমানে এ সংখ্যা কোথাও কোথাও ৮০ শতাংশের বেশি। ব্যবসা-বাণিজ্যের সবটুকু নিজেরাই করতে চায়, বহুজাতিক প্রতিষ্ঠান ছাড়া।

সৌদি সরকার এসবের জন্য সৌদি নাগরিকদের গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। বহুদিনের ‘আলসেমির’ দুর্নাম দূর করে জাতিকে কর্মঠ হিসেবে প্রমাণ করতে চায় তারা। তরুণদের জন্য বেকার ভাতা বাতিল করে দিয়েছে। রাজপরিবার ‘সবাইকে কাজ করে খাওয়ার’ পরামর্শ দিচ্ছে। বেকার ভাতা বাতিল করাতে হাজার হাজার সৌদি তরুণের কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে। তাই তারা বিদেশিদের ‘দেশে পাঠিয়ে দেওয়ার’ আয়োজন করছে। নিত্যনতুন করারোপ, পুরোনো আইনগুলোর কঠোর প্রয়োগ চলছে। কয়েক দিন মদিনায় থাকাকালে দেখেছি, বাংলাদেশি উদ্যোক্তারা তল্লাশির ভয়ে দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। সৌদি সরকারে ‘আজনবি’ (বিদেশি বোঝানোর জন্য ব্যবহৃত উর্দু শব্দ) খেদানোর এ কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু দেশকে উদ্বিগ্ন মনে হচ্ছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সৌদি আরবে কর্মরত ভারতীয় কর্মীদের মাসিক স্যালারি ট্যাক্স মওকুফও করা হয়েছে বলে আমাকে জানিয়েছেন বেলাল হোসেন। বেলালের বক্তব্য, তাঁদের প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে তাঁদের কিছু উপকার হলেও শেষ পর্যন্ত তাঁদের পাততাড়ি গোটাতে হবে বলেই তাঁর আশঙ্কা।

তেল আবিষ্কারের পর থেকে সৌদি আরব বিশ্বের অন্যতম প্রবাসী কর্মীদের দেশ। আমেরিকা ও রাশিয়ার পরই বিদেশি কর্মীর সংখ্যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ সৌদি আরবে এক কোটির বেশি বিদেশি রয়েছে। মধ্যপ্রাচ্যে ৪০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন, তাঁদের বেশির ভাগই সৌদি আরবে কর্মরত। এঁদের বড় অংশই এখন কর্ম ও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় পড়েছেন। কেউ কেউ পরিবার-পরিজনকে দেশে পাঠিয়ে দিতে শুরু করেছেন। বাকিরাও একই রকম ভাবছেন। ৩১ বছর ধরে মদিনায় অবস্থান করছেন গাড়িচালক শফিক। চট্টগ্রামের হালিশহরে ছেলেমেয়েদের আগেই পাঠিয়ে দিয়েছেন। ‘যে কয়েক দিন থাকতে পারি থাকব, না হলে চলে যাব’—এমনটাই ভাবছেন তিনি।

আগামী এক দশকের মধ্যে সৌদি আরবের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্ত আসবে বলে ধারণা করা যায়। এ পরিবর্তনের কেন্দ্রে থাকবে শিক্ষিত ও কর্মঠ সৌদি তরুণসমাজ। গণিত অলিম্পিয়াডের সুবাদে জানি, সেখানে কয়েক বছর ধরে হাইস্কুল থেকে মেধাবী শিক্ষার্থীদের আলাদা করা হচ্ছে। তাদের জন্য আলাদা পাঠ্যক্রম চালু করা হয়েছে, থাকছে নিবিড় অনুশীলন। গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইনফরমেটিকস ইত্যাদি অলিম্পিয়াডে অংশগ্রহণ শেষে তাদের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠানো হচ্ছে রাষ্ট্রীয় খরচে। পাশাপাশি গড়ে তোলা হয়েছে বড় আকারের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণা অবকাঠামো। অন্যদিকে সৌদি আরব জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে পর্যটনকে তাদের অর্থনীতির একটি বড় অংশ করতে চায়। সে জন্য শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর ওপর তাদের নির্ভর করতে হবে। আর এসবের লক্ষ্য তথা ভিশন-২০৩০ নিয়ে বিদেশি কর্মী ও উদ্যোক্তাদের জন্য সৌদি আরবে অবস্থান ক্রমেই কঠিন হয়ে উঠছে।

সৌদিপ্রবাসী বাংলাদেশিরা আমাদের বিদেশি রেমিট্যান্সের একটি বড় অংশ জোগান দেন। তাঁদের অর্ধেকও যদি আগামী এক দশকে দেশে ফিরে আসেন, তাহলে শুধু আমাদের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে না, বেকারত্বও বাড়বে। কিছু নতুন সামাজিক সমস্যাও তৈরি হবে। তাই এখন থেকেই এ বিষয়ে ভাবা দরকার। সৌদি আরবে কর্মরত আমাদের দক্ষ কর্মীদের দেশে ফেরার পর কীভাবে কাজে লাগানো যাবে, উদ্যোক্তারা যদি দেশে ফিরে নিজেদের প্রতিষ্ঠান গড়তে চান, তাহলে তাঁদের কীভাবে সাহায্য করা যাবে, সেসব নিয়েও আমাদের ভাবতে হবে। এ বিষয়ে একটি পরিকল্পনা আমাদের থাকা দরকার।

সৌদি সরকারের ভিশন-২০৩০ যেন কোনোভাবেই আমাদের জন্য ‘ভীষণ’ না হয়ে দাঁড়ায়, তার লক্ষ্যে তৎপরতা শুরু দরকার। যত তাড়াতাড়ি তা করা যাবে, ততই সেটা মঙ্গল।

  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ১৩,২০১৮ 

তাঁরা ককটেল দেখেননি, তবুও সাক্ষী


পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ৩ সেপ্টেম্বর পল্টন থানার পুলিশ একটি মামলা করে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ২৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। 

পুলিশ দাবি করছে, ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পল্টনের বক্স কালভার্ট রোডের পূর্ব মাথায় ব্যারিকেড দিয়ে রাস্তায় যান চলাচলে বাধা দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে তাঁরা হামলা করেন। তাঁদের ইটের আঘাতে পুলিশের দুজন কর্মকর্তাসহ পাঁচজন সদস্য আঘাত পান। সেখান থেকে উদ্ধার দেখানো হয় জর্দার কৌটার তিনটি অংশ।

পুলিশ বলছে, ইব্রাহীম মোল্লা নামের এক ব্যক্তির সামনে থেকে জর্দার কৌটা উদ্ধার করা হয়। তাঁকে করা হয় জব্দ তালিকার সাক্ষী। অবশ্য ইব্রাহীম প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁর নাম-ঠিকানা লিখে নিয়েছিল। কিন্তু কোনো জর্দার কৌটা তিনি দেখেননি। 

জব্দ তালিকা প্রস্তুতকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী বলেন, গন্ডগোল শেষ হওয়ার পর জর্দার কৌটা জব্দ করা হয়। তখন হয়তো ইব্রাহীম তা দেখেননি।পল্টন থানার এ মামলার মতো রাজধানীর ৩২ থানায় এমন মামলা আরও হয়েছে ১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে কয়েকটি মামলার জব্দ তালিকার সাক্ষীরা বলেছেন, তাঁদের সামনে থেকে কোনো কিছু জব্দ করতে তাঁরা দেখেননি। পুলিশ শুধু তাঁদের নাম-ঠিকানা ও স্বাক্ষর নিয়েছিল।

১ সেপ্টেম্বর ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এরপর থেকেই বিএনপি ও এর অঙ্গ–সংগঠনের নেতা-কর্মীদের নামে নতুন নতুন মামলা দিচ্ছে পুলিশ। ধরপাকড়ও শুরু করেছে। পুলিশ বলছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীরা কয়েক দিনে রাস্তা অবরোধ করছেন। বাধা দিলে অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা করছেন। ককটেল ছুড়ে পুলিশ সদস্যদের গুরুতর আহত করছেন।

ঢাকার আদালত, পুলিশ ও বিএনপি সূত্রে জানা গেছে, গত ১২ দিনে ঢাকা মহানগরের ৩২টি থানায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ–সংগঠনের নেতা-কর্মীদের নামে ৮৬টি মামলা করেছে। গ্রেপ্তার করেছে ১৬৯ জনকে। এর মধ্যে গত সোমবারই গ্রেপ্তার করা হয়েছে ৭১ জনকে।

বেশির ভাগ মামলা করা হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ার কারণে দণ্ডবিধিতে, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে, যা অজামিনযোগ্য। এসব মামলায় বেশির ভাগ ক্ষেত্রেই আসামি করা হচ্ছে ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটির নেতাদের নাম উল্লেখ করে। 

পল্টন থানার বিএনপির সভাপতি আদিল খান বাবুকে আসামি করে বিএনপির ৪৩ জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় আরেকটি মামলা করেছে পুলিশ। মামলায় পুলিশ দাবি করছে, ৫ সেপ্টেম্বর বিকেলে বিএনপির নেতা-কর্মীরা মধুমিতা সিনেমা হলের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আসামিদের আঘাতে পুলিশের তিনজন সদস্য আহত হন। রাস্তার বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন আসামিরা। বাঁশের লাঠিসহ দুটি ক্রিকেট খেলার স্টাম্প জব্দ দেখিয়েছে পুলিশ।

জব্দ তালিকার সাক্ষী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি রাস্তার ফুটপাতের দোকানদার। সেদিন কোনো ঘটনা তিনি সেখানে ঘটতে দেখেননি। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ বিএনপির ১৫ জন নেতার নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। পুলিশ দাবি করছে, ৪ সেপ্টেম্বর দুপুরে সূত্রাপুরের হাজী আবদুল মজিদ লেনের হক মটরসের সামনে বেলা দেড়টার দিকে মিছিল নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয়। পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। চার টুকরা জর্দার কৌটার অংশ জব্দ দেখিয়েছে পুলিশ। 

আবদুস সাত্তারসহ বিএনপির ১৬ জন নেতা-কর্মী সূত্রাপুরের জনসন রোডে জাকির ফার্মেসির সামনে ৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটিয়েছেন বলে মামলা করে পুলিশ। এ মামলাটিও বিস্ফোরক আইনে করা।

জব্দ তালিকার সাক্ষী ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, কোন জায়গা থেকে ককটেল জব্দ করা হয়েছে, তা তিনি দেখেননি। তবে জব্দ তালিকা প্রস্তুতকারী কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই নাজমুল হোসাইন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। 

সূত্রাপুর থানা-পুলিশ দাবি করছে, ৩ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে রায় সাহেব বাজার মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ বিএনপির ১৬ জন নেতা-কর্মী পুলিশের ওপর হামলা করেন। মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটান। অবিস্ফোরিত ককটেল উদ্ধার দেখানো হয়েছে।

আদালতকে পুলিশ জানিয়েছে, পাবলিক সাক্ষী রবিনের সামনে থেকে এসব ককটেল জব্দ করা হয়। অথচ রবিন প্রথম আলোকে বলছেন, তিনি কোনো ককটেল দেখেননি। রায় সাহেব বাজারে সেদিন কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না, তা-ও তিনি জানেন না। সূত্রাপুরে রবিনের মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকান আছে।

মামলাই হচ্ছে কেবল, আটক কম 

রাজধানীর সূত্রাপুর, ওয়ারী ও গেন্ডারিয়া থানায় গত ১২ দিনে মামলা হয়েছে ১১টি। সূত্রাপুর থানায় হয়েছে ৮টি। কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হননি। সূত্রাপুর থানার ৮ মামলার মধ্যে ১টিতে পুলিশ বলেছে, ৫ সেপ্টেম্বর বিকেলে সূত্রাপুরের কাজী আবদুর রউফ রোডের গোডাউনের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সাত্তারের নেতৃত্বে ১৮ জন নেতা-কর্মী পুলিশকে লক্ষ্য করে হামলা করেন। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান। তবে এই মামলায় কেউ গ্রেপ্তার হননি। 

একইভাবে সূত্রাপুর থানার আরেকটি মামলায় পুলিশ দাবি করে, বিএনপির নেতা সাবেক ওয়ার্ড কমিশনার কাজী আবুল বাশারসহ ৯৫ জন নেতা-কর্মী ৩ সেপ্টেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে আর কে মিশন রোডের বাংলাদেশ বয়েজ ক্লাবের মাঠের কাছে একত্র হন। সরকার উৎখাতের জন্য সেখানে বসে ষড়যন্ত্র করে। এ মামলায়ও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বিএনপির নেতা-কর্মীদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ প্রথম আলোকে বলেন, হঠাৎ করে ঢাকা মহানগর পুলিশ থানায় থানায় নতুন মামলা করছে। আসামি করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের। এর ফলে বেশির ভাগ নেতা-কর্মী এলাকাছাড়া।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রথম আলোকে বলেন, নতুন করে পুলিশ যেসব মামলা করেছে, তা হাস্যকর। কোনো ঘটনাই ঘটেনি অথচ থানায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের যত নেতা আছেন, সবাইকে আসামি করা হচ্ছে। এর আগে এমন মামলা কেউ দেখেনি। নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের নামে সাজানো মামলা দেওয়া হচ্ছে।

তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোথাও যদি আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়, এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে মামলা নিতে বাধ্য। কাউকে হয়রানির উদ্দেশ্যে কোনো মামলা হচ্ছে না।’

  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ১৩,২০১৮ 

৮৬ বছরের প্যারালাইসিস রোগী নাশকতা মামলার আসামি!

বগুড়ায় একটি নাশকতা মামলায় ৮৬ বছর বয়স্ক শয্যাশায়ী এক প্যারালাইসিস রোগীকে আসামি করেছে পুলিশ। মামলায় আবদুল খালেক সরকারের বয়স উল্লেখ করা হয়েছে ৩৮ বছর। ধুনট থানায় বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় ৭ই সেপ্টেম্বর এ মামলা করে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, ৭ই সেপ্টেম্বর উপজেলার কান্তনগর বাজারে মাদকবিরোধী অভিযান ও থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে আসে থানা পুলিশ। এ সময় নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া রহমানিয়া সিনিয়র মাদ্‌রাসার পিছনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছে বলে খবর পেয়ে রাত ৮টায় অভিযান চালায় থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

সরেজমিন দেখা গেছে, উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মৃত মোবারক আলী সরকারের ছেলে আবদুল খালেক সরকারের বয়স ৮৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিস রোগী। প্যারালাইসিস রোগী হিসেবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে মেডিসিন বিভাগে ৩১শে জুলাই থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত ভর্তি থেকে চিকিৎসা নেয়ার পর ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও তিনি সার্বক্ষণিক শয্যাশায়ী। তিনি চলাফেরা করতে পারেন না। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আবদুল খালেক সরকারের পরিবার। ওই মামলায় আরো ১৮ জনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে নিমগাছী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মশিউর রহমান মোল্লা জানান, পুলিশ কার নামে মামলা দিচ্ছে তার বর্তমান অবস্থা কি এসবের কোনো তোয়াক্কা করছে না। ইচ্ছামতো বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্য মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এদিকে নতুন করে মামলার জালে আটকে পড়ছে বগুড়া বিএনপি। গেল এক সপ্তাহে ছয় উপজেলায় দায়ের হয়েছে নতুন ১১টি মামলা। এতে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত দেখানো হয়েছে আরো শ’পাঁচেক নেতাকর্মীকে। সবগুলো মামলাই পুলিশের পক্ষ থেকে করা করা হয়েছে। নাশকতার পরিকল্পনা, ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা হয়েছে এসব মামলায়। 

এমন এক মামলায় ৮৬ বছরের প্যারালাইসিস রোগীর নামও যুক্ত করা হয়েছে আসামির তালিকায়। কেবল তাই নয়, ছয় বছর ধরে মালয়েশিয়া প্রবাসী, পবিত্র হজপালন শেষে এখনও দেশে ফেরেননি এসব ব্যক্তির নামও পাওয়া গেছে আসামির তালিকায়। ফলে মামলাগুলো নিয়ে বিএনপি’র পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নানামুখী প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সরকারের নির্দেশে বিরোধী পক্ষের নেতাকর্মীদের নামে এসব মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। বিশেষ করে ভোটকেন্দ্রের আশেপাশে বসবাসকারী বিএনপি-জামায়াতের প্রভাবশালী নেতাদের নির্বাচনের আগে কারাবন্দি করার ফন্দির অংশ হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপি’র। 

নাশকতার অভিযোগে একই রকম তিনটি মামলা হয়েছে বগুড়া সদর থানায়। এতে সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের নাম উল্লেখ করা হয়েছে। সদরে আরো দু’টি মামলা হয়েছে। এসব মামলায় জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের নাম উল্লেখ আছে। মামলা হয়েছে গাবতলী উপজেলাতেও। সেখানে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, পৌরচেয়ারম্যান সাইফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবুল বাশার, তালোড়া বিএনপি’র সভাপতি আবুল হোসেন সরকার, তালোড়া পৌরচেয়ারম্যান বেলাল হোসেন। এসব মামলায় কমপক্ষে ৫ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ৫ শতাধিক নেতাকর্মীর নাম দেয়া হয়েছে বলে বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে।

সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, ‘বগুড়া সদরে আবার শুরু হলো মিথ্যা ও হয়রানিমূলক মামলা। সদর উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক গোকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আইউব খানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি মনে করেন, বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেলে থাকলেও মামলা হওয়ার মতো কোন কর্মসূচি বিএনপি দেয়নি। পুলিশ কোনো কারণ ছাড়াই এসব মিথ্যা মামলা দিচ্ছে। তার দৃষ্টিতে এসব গায়েবি মামলা। বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টির লক্ষেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে পুলিশ’। আমরা একটি সুস্থ ও গণতান্ত্রিক আন্দোলন করতে চাই। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে পাবার জন্য কাজ করতে চাই’।

কেন্দ্রীয় কমিটির নির্বাহী সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, সারকার বিএনপি’র জনপ্রিয়তাকে ভয় পেয়েই মামলা মোকদ্দমা দিয়ে দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে। তিনি মনে করেন এসব মিথ্যা মামলা দিয়ে বিএনপি’র গণতান্ত্রিক আন্দোলন থামাতে পারবে না। বিএনপি হারানো গণতন্ত্র উদ্ধার করেই ঘরে ফিরবে বলে তিনি জানান। 
  • কার্টসিঃ মানবজমিন/ সেপ্টেম্বর ১৩, ২০১৮ 

আওয়ামী লীগ নেতার ভিডিও ভাইরাল (ভিডিও)

অশ্লীল বাক্যবাণসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রতি সরাসরি হুমকি দিয়ে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের একটি বক্তৃতার ভিডিও ভাইরাল হয়েছে  সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ নেতা খোন্দকার ফারুকুজ্জামান ফরিদ নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ফেসবুক টাইম লাইনে ভিডিও এবং সমাবেশের বেশ কয়েকটি ছবি আপলোড করা হয় সোমবার রাতে। 

৭ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওটি আপলোড করার পর থেকে লাইক, কমেন্টস ও শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উপজেলা সদরের গোয়ালপাড়া বাজারের এক পথসভায় পদ্মাকর, দোগাছী ও হরিশংকরপুর ইউনিয়নসহ সদরের পূর্বাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের সরাসরি হুমকি দিয়েই বক্তব্যটি দেন। তাদের সারেন্ডারের জন্য সময় বেঁধে দেন সাতদিন। বিএনপিকে শেল্টার দিলে আওয়ামী লীগ নেতাদেরও একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

বক্তব্যের শুরুতে শহিদুল ইসলাম হিরণ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যদি আপনাদের রাজনীতি করতে হয়- রাজনীতির ধারায় রাজনীতি করতে হবে। থানা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের নেতৃত্বে রাজনীতি করতে হবে। আপনাদের ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে রাজনীতি করতে হবে। ইউনিয়ন, থানা ও জেলা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করে এখানে যদি আপনারা মনে করেন, আমরাও একটা আওয়ামী লীগের মিছিল করে দেবো, তাহলে ... (অশ্রাব্য) চামড়া খুলে দিবো। সেদিন আপনারা কিন্তু একটা মিটিং করতে চেয়েছিলেন। আমরা সে মিটিং করতে দেইনি। নিয়মতান্ত্রিকভাবে আপনাদের মিটিং করতে হবে।

আওয়ামী লীগের পতাকাতলেই মিটিং করতে হবে। ইউনিয়ন, থানা ও জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আপনাদের মিটিং করতে হবে। কে কি বললো, ওই ঝিনেদা বসে; তার কথায় যদি আপনারা এখানে মিছিল করেন, মিছিলের প্রতিবাদ হবে। ... (অশ্রাব্য) চামড়া খুলে দেবো। হ্যান্ডকাপ পরাইয়ে থানায় নিয়ে যাবো। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা শুনলাম- কালকে নাকি মিষ্টি খেয়েছে। আরে তোমরা মিষ্টি খেয়েছো, আমরা কি... (অশ্রাব্য)। আমরা আওয়ামী লীগ করি না? তোমরা আওয়ামী লীগ করে কার কারণে মিষ্টি খেয়েছো? মিষ্টি কিন্তু হজম হবে না। পরিষ্কার কথা বলে দিচ্ছি। হিরণ বলেন, আমরা কিন্তু আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের থানা কমিটির নেতা আমি। পরিষ্কার কথা বলতেছি- যার নমিনেশন হোক, শহিদুল ইসলাম হিরণের কাছে, আমরা যারা দাঁড়িয়ে আছি; আমাদের কাছে এসেই নির্বাচন করতে হবে। তাছাড়া নির্বাচন হবে না। পরিষ্কার ভাষায় বলতেছি, ওই মিষ্টি খেয়ে কোনো লাভ নেই। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে হুমকি দিয়ে শহীদুল ইসলাম হিরণ বলেন, কয়েকটি কথা বলতেছি- বিএনপির ভাইয়েরা, গৌহাটির বিএনপির ভাইয়েরা লাইন দিয়ে বাসায় এসেছে। ঘোড়ামারার কিছু বিএনপি আছে, তোমাদের বলে দিলাম- পরিষ্কার ভাষায় বলে দিলাম, সাতদিন তোমাদের টাইম। সারেন্ডার না করলে... (অশ্রাব্য) দিয়ে পুলিশের কাছে ধরে দিবো। পরিষ্কার ভাষায় বলছি। কাল গোপালপুর বাজারের মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত দেয়া হবে, সেই সিদ্ধান্ত মোতাবেক এক এক ইউনিয়নের বিএনপিকে পিটাইতে হবে। সঙ্গে থাকবে প্রশাসন। 

পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে তিনি বলেন, পুলিশ ভাইয়েরা শুনে নিন- গোপালপুরের মিটিংয়ের পরে বিএনপি... (অশ্রাব্য) হবে। আমাদের নেতা যারা আছে, তারা যে নির্দেশ দেবে, সেই নির্দেশ যদি না শোনেন; ঝিনেদায় আপনারা চাকরি করতে পারবেন না। পরিষ্কার ভাষায় আমি হিরণ চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দিলাম। এখানে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের নির্দেশেই আপনাদের কাজ করতে হবে। 

বিএনপি নেতাকর্মীদের হুমকি দিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় কোনো বিএনপি, কোনো ইউনিয়নে, এই বাজারে আর ঘোরাফেরা করতে পারবে না। আমরা অচিরেই এ বাজারে যারা বিএনপি করে দাঁড়িয়ে থেকে তাদের ঘরে তালা মেরে দেবো। পুলিশ লাগবে না। যদি মোকাবিলা করতে চান, মোকাবিলা আপনারা করবেন আমরা প্রস্তুত আছি। পরিষ্কার কথা বলতেছি, বিএনপি যারা করেন সারেন্ডার করেন কিন্তু, এরপরে কিন্তু সময় ও সুযোগ কিন্তু আর পাবেন না। ... (অশ্রাব্য) হারাবেন, ... (অশ্রাব্য) রক্তও বেরিয়ে যাবে। ঠ্যাংও ভেঙে যাবে। পরিষ্কার কথা বলতেছি। 

নিজ দল আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আর যেসব আওয়ামী লীগওয়ালা বিএনপির শেল্টার দিচ্ছেন, আপনারা বিএনপির চর, জামায়াতের চর। আপনাদের... (অশ্রাব্য) চামড়া খুলে নেয়া হবে। এই রকম মিছিল পদ্মকর বাজারে ইউনিয়ন কমিটি ও থানা কমিটির নিয়ন্ত্রণেই হতে হবে। এখানে আপনারা ঝিনেদা থেকে নেতা নিয়ে এসে মিটিং করবেন, করেন। একবার পারেননি, আবার করতে চাইলে ... (অশ্রাব্য) চামড়া খুলে নিবো কিন্তু কইলাম। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে, আমরা আওয়ামী লীগ করি। আপনারা যদি আওয়ামী লীগ করেন, আমাদের কাতারে মিশে যান। আর যদি বিএনপির চর হিসেবে থাকেন, তাহলে ... (অশ্রাব্য) খাওয়ার জন্য বসে থাকেন। তিনি বলেন, কালকে গোপালপুরের মিছিলে-মিটিংয়ে আপনারা প্রত্যেকেই যাবেন। 

আওয়াজ জোরে তুলবেন। গায়ের রক্ত গরম করবেন। বিএনপির ... (অশ্রাব্য) খুলবেন। পুলিশ যদি বিএনপি মারার কারণে ধরে আমি হিরণ আপনাদের সঙ্গে জেলখানায় যাব। পরিষ্কার কথা, পশ্চিম অঞ্চলেও ঘোষণা দিচ্ছি জামায়াত মুক্ত, বিএনপি মুক্ত ইউনিয়ন সাধুহাটি ঘোষণা করা হয়েছে। ফুলঝানিতে ঘোষণা করা হয়েছে। কালকে পদ্মাকর, হরিশংকরপুরেও আমরা ঘোষণা করবো। পরিষ্কার কথা, ঘোষণা করার পরেই বিএনপির চামড়া তুলে নেবো আমরা। এটাই হবে স্লোগান। স্লোগানেই হবে না, প্র্যাকটিক্যালি হবে, বিএনপির চামড়া তুলেই নিতে হবে। যারা আওয়ামী লীগ করেন, এটাই কিন্তু দলিল। 

বিএনপি নেতাকর্মীদের ফের হুমকি দিয়ে হিরণ বলেন, বিএনপির ভাইয়েরা আপনাদের প্রতি কিন্তু হুঁশিয়ার। রক্ষা এবার হবে না। সুযোগ নেই। আপনাদের ম্যাডাম জেলখানায়। যার কথায় আপনারা বসে আছেন, তারও এই মাসের মধ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। অতএব আপনাদের ... (অশ্রাব্য) ফাটা বাঁশে বেঁধে গেছে। নইড়ে লাভ হবে না। নইড়ে কোন অবস্থায় লাভ হবে না। অতএব আপনারা সারেন্ডার করেন। 

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রেসিডেন্ট-সেক্রেটারি যত নামধারী হন, যত পোস্টার আপনারা লাগান, তার শুদ্ধ ... (অশ্রাব্য) চামড়া তুলে দেবো। নিয়মতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে হবে। এক নেতা, এক নেতার পোস্টার লাগিয়ে দিয়ে কোনো কিছু হওয়া যাবে না। গোপালপুর কালকে মিটিংয়ে যাইয়েন। মিটিংয়ে ফার্স্ট থাকি, বক্তৃতায় ফার্স্ট থাকি। বক্তৃতা দেবো, সেভাবেই বাস্তবায়ন হবে। নইলে মধুপুর চৌরাস্তায় গিয়ে ... (অশ্রাব্য) চামড়া তুলে নেবো। পারবে না মানে, পারবে না কেন? আমি হিরণ মাঠে থাকবো, আমি হিরণ পদ্ধকরে যাব, আমি হিরণ হরিশংকরপুরে যাব। আমি দাঁড়িয়ে থাকবো। ঘরের থেকে বাইর করবো, চামড়া খুলে দেবো।

আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারা সরে যান। পরিষ্কার কথা বলছি। সরে না গেলে আপনাদের দশা কিন্তু সইতে হবে। কালকে গোপালপুরের জনসভায় যাবেন, জোরে আওয়াজ তুলবেন। আপনাদের দেখিয়ে দিতে হবে। বিএনপিকে মার দেবেন, সে দায়িত্ব আমার। পুলিশদের দায়িত্ব আমার। পুলিশ যদি থাকে, তারা শুনে যান, হিরণ চেয়ারম্যান এই কথা কইছে। মারলে কিছু হবে না। পুলিশ যদি কিছু কয় পুলিশের চাকরি থাকবে না। কালকে সবাই যাবেন, শান্ত থাকবেন। শান্ত মানে আমরা আমরা যেন কামড়াকামড়ি না করি। 

  • কার্টসিঃ মানবজমিন/ সেপ্টেম্বর ১৩, ২০১৮ 

Wednesday, September 12, 2018

Most banks renege on promises despite availing benefits

The majority of the banks have not brought down the lending rate to single digits despite availing both policy and fiscal supports offered by the government.
More than three dozen banks did not re-fix their rates on lending at 9.0 per cent.

Four banks offered more than 6.0 per cent interest rate on three-month term deposits, according to the central bank's monitoring reports on lending and deposits rates for July 2018.

However, only seven private commercial banks, mostly Shariah-based Islamic lenders, implemented the decisions of the Bangladesh Association of Banks (BAB) by cutting both lending and deposit rates.

Twelve more banks including foreign lenders have brought down the lending rate to the single-digits, particularly for term loans and working capital.

Earlier on June 20, the BAB decided to cut back on the interest rates on both lending and deposit at 9.0 per cent and 6.0 per cent respectively from July 01.

The number of banks, which brought down the lending rates at single digits, particularly for the productive sector may go up in August 2018, a senior official of the Bangladesh Bank (BB) told the FE.

"We're now preparing the reports on both lending and deposits rates for August 2018," the central banker said.

Meanwhile, influential large borrowers have already taken the advantage from the BAB's decisions by securing loans at 9.0 per cent, according to the banking sector insiders.

But small borrowers have not yet benefited from the much-talked about BAB move, they said.

"Big borrowers, especially 'politically exposed persons', are now taking the maximum benefits from slashing lending rates by using their influences to the top management of the banks," a senior executive of a leading private bank told the FE preferring anonymity.

The central bank had earlier instructed the banks and non-banking financial institutions (NBFIs) to be more careful while opening and maintaining the accounts of the politically-connected people.

Also, good borrowers are now able to get loans at 9.0 per cent through bargaining with the banks, he said.

"The banks are bound at a stage to re-fix the lending rate at 9.0 per cent to continue business with good borrowers," the private banker said, mentioning the names of more than corporate entities.

He also said the banks are now following the BB's policy for the selection of good borrowers.

The central bank had issued a policy for good borrowers to establish a sound credit culture in the country's banking sector.

Under the existing policy, a borrower will be considered good if his or her loan accounts -- continuous, demand and term -- prove to be "unclassified" for three consecutive years.

Talking to the FE, Abul Kasem Khan, president of the Dhaka Chamber of Commerce and Industry (DCCI), said the banks should take effective measures to slash their lending rates to single-digits as they availed different policy supports from the government and the central bank.

The government and the central bank of Bangladesh provided different policy supports to the banks, particularly the private lenders nearly five months ago.

The benefits include lowering of corporate tax, slashing of repo rate and reduction in cash reserve requirement (CRR) as the banking regulator moved to decrease the lending rate and ease the liquidity crunch in the banking system.

The private banks were also allowed to receive 50 per cent deposits of state entities, up from the previous ceiling of 25 per cent.

"We want single digit lending rate for reducing the cost of doing business in Bangladesh," the DCCI chief said, adding that it would help improve productivity too.

Mr. Khan urged the central bank to play an effective role in bringing down the lending rate to single-digits to facilitate the overall business activities across the country.

"The central bank should strengthen monitoring and supervision for the implementation of the single-digit lending rate," the DCCI president noted.

When contacted, a BB senior official said the central bank has already expedited monitoring and supervision to assess the overall interest rates on both lending and deposits in the banking sector.

"We're monitoring the interest rate closely," the central banker said without giving further details.

Talking to the FE, AKM Nurul Fazal Bulbul, member-secretary of BAB Research and Training Centre, said: "We're still trying to implement our decisions on slashing the interest rates," he said.

"But some banks are unable to do this right now," Mr. Bulbul said without elaborating.

Currently, the banks lend out to large and medium industries at interest rates ranging from 6.0 per cent to 18 per cent and to small industries between 8.0 per cent and 20 per cent.

The bank's lending rates on working capital to large and medium-scale industries vary between 5.75 per cent and 17 per cent, according to the report on scheduled banks' interest rates for July.

The interest rates on working capital for small industries range from 6.60 per cent and 18.50 per cent and trade financing loans at 6.75 per cent and 17 per cent.

Interest rates on housing loans hover at 8.0 per cent and 18 per cent and consumer credits at between 8.50 per cent and 20 per cent, said the central bank's latest monitoring report.

Meanwhile, the banks are now offering variable rates of interest on fixed deposit schemes, particularly for three-month, six-month and one-year, ranging from 1.50 per cent and 11 per cent, it added.

The banks have offered interest rates on savings accounts ranging between 0.40 per cent and 8.75 per cent to attract more funds from general depositors.

  • Courtesy: The Financial Express/ Sep 12, 2018

Power outage affects parliament session


The power outage affected ongoing session of the Jatiya Sangsad on Tuesday.
The outage occurred at 3.45pm on the day and forced the parliament to suspend the session, reports bdnews24.com.

Maximum rooms of the parliament building were in dark for the outage.

The parliament relied on back-up generators to keep the session alive before it was adjourned by the deputy speaker for the day.

The parliamentary session presided over by Speaker Shirin Sharmin Chaudhury was scheduled to begin at 5pm, but was delayed by 10 minutes.

After wrapping up the question-and-answer session at 6pm, Deputy Speaker Md Fazle Rabbi Miah later adjourned the session until 5pm on Wednesday.

Miah instantly blamed the outage on a technical fault in the Meghnaghat Power Plant. “It's a disaster. That's why the session was adjourned," Miah told reporters.

However, electricity was restored to the parliament at 7.15pm.

“When the power outage occurred, the assembly room and some of the blocks were lit up by the generators,” an official of the parliament secretariat said.

“The supply was disrupted mainly due to the tripping of a power line,” Md Ramiz Uddin Sarker, executive director of Dhaka Power Distribution Company Ltd that supplies electricity to the parliament building, said.

There was a problem with the Power Grid Company of Bangladesh’s gridline in Agargaon area around 5pm, he said. “It was resolved within half an hour. The situation is back to normal.”

Courtesy: The Financial Express Sep 12, 2018

দেশব্যাপী পুলিশের গায়েবী মামলা!

  • গাজীপুরে বিদেশে থাকা বিএনপি নেতারা ভাঙচুর মামলার আসামি
  • গাজীপুরে বিএনপির ৪৪০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা
  • ঢাকার তিন থানার মামলায় গ্রেপ্তার ৩২ জন রিমান্ডে
  • শাহবাগ থানার মামলায় ২২ জন কারাগারে



গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম ছেলের চিকিৎসার জন্য গত সোমবার সকাল আটটায় সিঙ্গাপুরে যান। ওই দিন বেলা ১১টায় জেলা শহরে বিএনপির নেতা-কর্মীদের মানববন্ধনে লাঠিপেটা করে পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে যানবাহন ভাঙচুরের অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে রাতে মামলা করে পুলিশ। সেই মামলায় সিঙ্গাপুরে যাওয়া ওই নেতাকেও আসামি করা হয়।

একই ধরনের মামলার অভিযোগ উঠেছে শ্রীপুরে। সেখানে সোমবার সন্ধ্যায় নাশকতার অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ কাইয়াকে আসামি করা হয়েছে। অথচ তিনি চিকিৎসার জন্য এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন।

এদিকে রাজধানীর মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও রামপুরা থানার পৃথক পৃথক মামলায় গ্রেপ্তার আরও ৩২ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার আদালত। এর মধ্যে শাহবাগ থানার করা মামলায় ২২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপির নেতা-কর্মীরা জানান, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার সকালে গাজীপুর জেলা শহরে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শুরু হলে হঠাৎ পুলিশ লাঠিপেটা শুরু করে এবং ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় পুলিশের কাজে বাধা প্রদান, রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিএনপির ৪৪০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। এতে অন্যতম আসামি হলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া ও ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া বিশেষ ক্ষমতা আইনে এই মামলা করেন। এতে ১৪০ জনের নাম উল্লেখ করা হয়। কাজী সাইয়েদুল ৩৪ নম্বর আসামি।

সিঙ্গাপুরে থাকা কাজী সাইয়েদুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে অনেক দিন ধরে অসুস্থ। সে জন্য সোমবার সকাল আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান। পরে জানতে পারেন জয়দেবপুর থানায় তাঁর নামে মামলা হয়েছে।

মামলার বাদী জয়দেবপুর থানার এসআই বাছেদ মিয়া জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি মামলার বাদী হয়েছেন। কাকে আসামি করা হয়েছে, তা জানেন না।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, যদি বিদেশে থাকা কাউকে আসামি করা হয়ে থাকে, তবে তদন্ত করে মামলার পরবর্তী ধাপে নাম বাদ দেওয়া হবে।

শ্রীপুরে বিএনপির ৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। সোমবার রাতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলা মিছিল থেকে বিস্ফোরণ ঘটানো ও মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগে এই মামলা হয়েছে। ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার ১৭ নম্বর আসামি হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ কাইয়া। কিন্তু তাঁর ভাগনে আছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মামা চিকিৎসার জন্য এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন।’ এটি সাজানো মামলা বলে তিনি জানান।

কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ছিলাম। অথচ আমার বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে অন্যদের আসামি করা হয়েছে। তদন্তে যদি প্রমাণিত হয় ওই ব্যক্তিরা নাশকতায় জড়িত নন, তবে অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে।

অপর দিকে গতকাল ঢাকার আদালতে দেখা যায়, দুপুরের দিকে গ্রেপ্তার ব্যক্তিদের প্রিজন ভ্যানে করে আদালতের হাজতখানায় আনে পুলিশ। যাঁদের রিমান্ড চাওয়া হয়, তাঁদের হাজতখানা থেকে আদালতে তোলা হয়। রিমান্ড শুনানি শেষে আবার যখন হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের কেউ কেউ হাউমাউ করে কাঁদতে থাকেন। গতকাল দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনেরা আদালত ও হাজতখানার সামনে ভিড় করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির মানববন্ধন চলাকালে ও শেষে ধরপাকড় করে পুলিশ। গতকাল দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, ঢাকার মৎস্য ভবন, কাকরাইল মোড়, পল্টন মোড়, সেগুনবাগিচা ও হাইকোর্ট মোড় থেকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। গাজীপুরসহ বেশ কিছু জায়গায় বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশ অতর্কিতে হামলা ও ‘গুলি’ চালিয়েছে।


  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ১২,২০১৮ 

‘ভূতুড়ে’ মামলা, নানা প্রশ্ন!


লুৎফুল হক গত ৪ আগস্ট থেকে পরবর্তী সাতদিন ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৮২ বছর বয়সে একই সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় অবস্থা এতোটাই খারাপ ছিল যে, তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) এ রাখা হয়।

তার পরিবারের সদস্যরা জানান, গত ১১ আগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো অন্য কারো সাহায্য ছাড়া চলাফেরা করতে পারছেন না।

কিন্তু পুলিশের ভাষ্য অনুযায়ী, ৩ সেপ্টেম্বর ঢাকার ওয়ারীতে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠে জমায়েত হওয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে লুৎফুল ছিলেন। তারা সেখানে জড়ো হয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলেন। ষড়যন্ত্রকারী ৯৬ ব্যক্তির একজন হিসেবে লুৎফুলকেও আসামি করেছে পুলিশ।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে লুৎফুলের ছেলে রেজাউল হক বলেন, ‘আমার বাবা একা চলাফেরা করতে পারেন না। হাসপাতাল থেকে ফেরার পর থেকেই তিনি শয্যাশায়ী। নিজের হাতে খাবার পর্যন্ত তুলে খেতে পারেন না। মা তাকে খাইয়ে দিচ্ছেন। পুলিশ যেদিন মামলা দিয়েছে, তিনি সেদিন বাড়িতেই ছিলেন।’

ওয়ারী থানায় হওয়া এই মামলার দুইদিন পর গত ৫ সেপ্টেম্বর হুইল চেয়ারে করে লুৎফুলকে হাইকোর্টে নিয়ে যাওয়া হয়। চার্জশিট দাখিল না পর্যন্ত আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

রেজাউল জানান, তার বাবা একসময় বিএনপির রাজনীতিতে যুক্ত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে গত ৬-৭ বছর ধরে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন।

গতকাল ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল থেকে লুৎফুলের ছাড়পত্রের একটি কপি দ্য ডেইলি স্টারের হাতে আসে। সেখানে উল্লেখ রয়েছে, গত ৪ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত তিনি ৫৬০ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা খরচ হিসেবে হাসপাতালকে ১ লাখ ২৭ হাজার ৮৬৫ টাকা পরিশোধ করেছেন তিনি।

বিদেশ থেকেও খেলেন মামলা!

‘সরকারবিরোধী’ ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা সাব্বির আহমেদ আরিফকেও আসামি করেছে পুলিশ। তবে যে ঘটনায় মামলাটি হয়েছে তিনি সেসময় দেশেই ছিলেন না বলে জানা গেছে।

ভিসা, ইমিগ্রেশন, হোটেলের কাগজপত্র এবং কলকাতা থেকে তার ফ্লাইটের বোর্ডিং পাসের তথ্য বলছে গত ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেছেন। দ্য ডেইলি স্টারের হাতে এসব কাগজপত্র এসেছে।

সম্প্রতি সাব্বির বলেন, ‘আমি বাড়িতে থাকতে পারছি না। পুলিশ সারাক্ষণ আমার পিছনে লেগে আছে। ভারতে থাকাকালীন আমি এ ধরনের কাজে জড়িত ছিলাম না। আমাকে হয়রানির জন্যই এসব করা হচ্ছে।

সরকার উৎখাতের ষড়যন্ত্রের ওই মামলার সাব্বিরকে ১৩ এবং লুৎফুল হককে ৫১ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি ফোনে এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার অফিসে আসেন, চা খেয়ে যান।’

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও পিআর) সোহেল রানাকে এই দুজন আসামি হওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ঘটনায় তারা জড়িত কি না সে ব্যাপারে তদন্ত চলছে।

মরে গিয়েও হলেন আসামি!

গত রোববার বাংলা দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর চকবাজার থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজুল্লাহ মারা গেছেন ২০১৬ সালের মে মাসে। মৃত্যুর প্রায় ২৮ মাস পর তাকে একটি মামলায় আসামি বানিয়েছে পুলিশ।

চকবাজার থানায় গত ৫ সেপ্টেম্বর দায়ের করা ওই মামলায় উল্লেখ করা হয়েছে, ৫ সেপ্টেম্বর ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন তিনি। এমনকি অন্য নেতা-কর্মীদের সঙ্গে ককটেলের বিস্ফোরণও ঘটিয়েছেন।

মামলার অভিযোগকারী এসআই কামাল উদ্দিন গতকাল বলেন, ঘটনা ঘটনার পর সাক্ষীদের বক্তব্য অনুযায়ী তিনি অভিযুক্তদের নাম উল্লেখ করেছেন। যাচাই করার জন্য পর্যাপ্ত সময় পাননি। কোনো মৃত ব্যক্তিকে অভিযুক্ত করা হলে, তদন্তকারী কর্মকর্তারা এটি ঠিক করে দেবে বলেও জানান তিনি।

ঘটনাই ঘটেনি, মামলা করে রেখেছে পুলিশ!

হবিগঞ্জ সদর মডেল থানায় গত ১২ আগস্ট অজ্ঞাত ৭০ থেকে ৮০ জন আসামির বিরুদ্ধে একটি মামলা করেছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩০ জুলাই হবিগঞ্জ শহরের জে কে অ্যান্ড হাইস্কুলের সামনে আসামিরা সন্ত্রাসী কার্যকলাপ, যানবাহন ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং সরকারকে উৎখাত করার চেষ্টা করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ জুলাই হবিগঞ্জ শহরে এ রকম কিছুই ঘটেনি। মামলায় যে সময়ের কথা উল্লেখ রয়েছে তখন ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলেও হবিগঞ্জে কেউ পথে নামেনি। তারপরও হবিগঞ্জ শহর ও জেলায় চারটি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা করে রেখেছে পুলিশ।

হবিগঞ্জ জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট বিধান ত্রিপুরা বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় কিছু ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়ার পরই মামলা করা হয়েছে। যদিও ঘটনা ঘটার পরপরই মামলা দায়ের বাধ্যতামূলক নয়, তারপরও পুলিশ প্রাথমিক তদন্তের পর এই মামলা করেছে, জানান বিধান।

বিশেষ কাউকে পাওয়া যায়নি বলেই অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে, তবে কাউকে হয়রানির উদ্দেশে নয়। এসব মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি।

  • কার্টসিঃ দ্য ডেইলি স্টার/ সেপ্টেম্বর ১১, ২০১৮

তফসিল আসছে, অন্যান্য প্রস্তুতি কোথায়

সম্পাদকীয় 

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ গত সোমবার সাংবাদিকদের বলেছেন, আগামী ৩০ অক্টোবরের পর যেকোনো দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তা যদি হয়, তবে নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে এবং তার পরের ২১ থেকে ৪৫ দিনের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ, একাদশ সংসদ নির্বাচনের আর বেশি দেরি নেই। জাতীয় সংসদ নির্বাচন জাতীয় জীবনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজন। প্রশ্ন হলো, এই আয়োজনের কতটা প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে; প্রস্তুতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এ মুহূর্তে কী অবস্থায় রয়েছে; নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সব পক্ষের কাছে গ্রহণযোগ্য উপায়ে অনুষ্ঠানের দায়িত্ব সম্পর্কে নির্বাচন কমিশন কতটা সচেতন রয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে বলা হয়েছে, ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ১০ কোটি ৪১ লাখ ভোটারের তালিকা তৈরি, ভোটকেন্দ্রগুলোর খসড়া তালিকা প্রকাশসহ নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এগুলো অবশ্যই সুসংবাদ। তবে শুধু কারিগরি, লজিস্টিক ও ব্যবস্থাপনাগত প্রস্তুতিই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করে না, আরও কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে।

গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক পূর্বশর্ত হলো নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক ও অংশগ্রহণকারী সব পক্ষের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলো স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ না পেলে নির্বাচনের প্রস্তুতিপর্বেই তারা সমান সুযোগ থেকে বঞ্চিত হয়। দেখা যাচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালনের সংবিধানপ্রদত্ত অধিকার যথেষ্ট মাত্রায় ভোগ করতে পারছে না, সরকারের তরফ থেকে নানা বাধাবিপত্তির মুখোমুখি হচ্ছে। দেশের অধিকাংশ স্থানে তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হয়, নেতা-কর্মীদের আটক করা হয়, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা হয়রানি করা হয় বলে তাঁরা অভিযোগ করে আসছেন।

বিএনপির নেতা-কর্মীদের হয়রানির সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে দলটির সোমবারের কর্মসূচির কথা উল্লেখ করা যায়। সেদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলায় পুলিশ বাধা দিয়েছে। ঢাকায় বাধা দেয়নি, কিন্তু ধরপাকড় করেছে। সেদিন পুলিশ সারা দেশ থেকে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে। তাঁদের মধ্যে ৫৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

অন্যদিকে ক্ষমতাসীন দল নির্বাচন সামনে রেখে অনেক আগে থেকেই প্রস্তুতিমূলক নানা পদক্ষেপ নিয়েছে; এই ক্ষেত্রে নানা সরকারি পদক্ষেপ, এমনকি সরকারি তহবিল ব্যবহারেরও খবর বেরিয়েছে। ভোটার আকর্ষণের লক্ষ্যেই সাংসদদের নির্বাচনী এলাকাগুলোতে নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, যা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন করবে। এ ছাড়া ভোটের আগে ব্যবসায়ীদের নানা রকমের সুবিধা ও ছাড় দেওয়ার যেসব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে, তা-ও নির্বাচনী ক্ষেত্রে প্রভাব ফেলবে। কারণ, ব্যবসায়ীদের অনেকেই নির্বাচনে অংশ নেবেন।

সরকারের যেসব পদক্ষেপ নির্বাচনে সব পক্ষের সমান সুযোগের ক্ষেত্র ক্ষুণ্ন করতে পারে বলে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে, সেসব সম্পর্কে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য এ পর্যন্ত পাওয়া যায়নি। নির্বাচনী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের এ বিষয়ে কার্যকরভাবে কিছু করার সুযোগ না থাকলেও কমিশন বিবৃতির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারত এবং তার ফলে এসব বিষয়ে নির্বাচন কমিশনের সচেতনতার প্রকাশ ঘটত। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। এ ক্ষেত্রে কমিশনকে সর্বতোভাবে সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর, তবে সরকারকে সেই সহযোগিতামূলক ভূমিকা নিতে উদ্বুদ্ধ করতে কমিশনকে তৎপর হতে হবে।

কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ১২,২০১৮