Search

Monday, January 7, 2019

Because she exercised her constitutional right

Aasha Mehreen Amin

The gang-rape of a 35-year-old woman, a mother of four young children, because she insisted on exercising her right to vote for whoever she wanted to, has been the most devastating story for us ordinary citizens and especially for women of this country. It is hard to find words to describe the disillusionment and anguish I know I share with most of my fellow citizens that such horrendous violence should be inflicted as a twisted form of political revenge. While all the rapists have been arrested, even the man who “ordered” the 10 to 12 men to rape that woman “to teach her a lesson” for challenging him, what we cannot escape is the realisation of how far the culture of impunity of political elites and their cohorts has gone.

A former member of Char Jubilee Union Parishad was so “dedicated” to his job of making sure no one voted for “sheaf of paddy,” the symbol representing his party's political rival, that he just could not tolerate the fact that a woman, the wife of a CNG driver, would dare to defy him. According to the rape survivor who is still in critical condition in hospital and in mental trauma, she had gone to the polling centre at Char Jubilee-14 Government Primary School, Suborno Char, Noakhali, around 11am on December 30. She took the ballot paper from the assistant presiding officer and went to a booth to vote. According to her, Ruhul, a ruling party associate, and his accomplices kept insisting that she vote for “boat”. She refused and casted her vote for “sheaf of paddy” and this infuriated them. According to the victim, Ruhul tried to snatch her ballot paper but she didn't let him and put the paper inside the box. He then threatened her and she answered back. 

She paid heavily for that act of courage.

Soon after midnight on December 31, some 10-12 men carrying sticks entered her home by cutting the surrounding fence. They tied up her husband and four children with rope and dragged her outside the house and raped her. She was beaten unconscious and the rapists also looted the family's cash and gold jewellery, according to her husband. The cries of her children alerted the neighbours who called a village doctor but her condition worsened; she was bleeding profusely and had to be rushed to the hospital where she is undergoing treatment.

When the superintendent of police was contacted by a correspondent of The Daily Star, he confirmed that a rape had taken place but said it was nothing to do with voting. Ruhul, who is accused by the victim as being the mastermind who had instructed his cohorts to rape her, completely denied the accusation and said he had no enmity with her. In fact, after a wave of scathing criticism in social media, the police did act; they called the husband and helped him file a case with a list of nine of Ruhul's accomplices in the First Information Report (FIR). Only Ruhul's name was left out. The victim's husband says he was asked to come to the station and sign the FIR; he explained that being illiterate, he didn't know that Ruhul's name was not on it.

Eventually, amidst condemnation by rights organisations, Ruhul has been arrested as well as seven of the other accused.

We cannot imagine the nightmare this young woman, her husband and her four children have gone through. Nor will we know how they will survive psychologically after this horrific experience that will most likely leave them scarred for life. The devastating truth is that our society is merciless when it comes to survivors of sexual violence. There is every possibility that the rape survivor and her family will be taunted, humiliated or even made social outcasts. There is every chance that the rapists, or at least their leader, will somehow escape punishment as they are very much from the “well-connected” and “politically influential” category.

This particular gang-rape has been driven by the self-destructive politics of this country that takes rivalry to the basest, most beastly levels. It is where sycophants of whichever party that happens to rule become uncontrollable, rabid hounds that stop at nothing to please their masters; they threaten, kill, maim, even rape. Because in almost all cases, the ends justify the means and achieving the goal is what matters, whatever the cost. It also means humiliating and crippling a rival, again at whatever cost, no matter how immoral, underhand or violent.

On December 31, Obaidul Quader, general secretary of Awami League, urged his party activists and leaders in a public gathering not to be vengeful towards political rivals, and that this was in accordance with the prime minister's directive. And on December 31, we had the misfortune to hear that a young woman, who stood up to intimidation and was adamant about exercising her right, had to pay a heavy price by being subjected to sexual violence. The police have arrested the man behind this horrible crime and he has been expelled from the party.

It is a cruel joke that such a deplorable, cowardly crime should be inflicted on a woman voter in the backdrop of the ruling and winning party's manifesto that promises to work for “women's empowerment”. A vague term indeed and an empty promise when we consider the chilling statistics: 662 women raped, of whom 57 died, and 183 of them gang-raped between January and October 2018.

Women of this liberated country have never had to fight for their right to vote. It was a given as was the right to be equal citizens as men. For a woman to be subjected to gang-rape because she chose to exercise that right is not just reprehensible but a tragic mockery of the values of our Liberation War.

  • Aasha Mehreen Amin is Senior Deputy Editor, Editorial and Opinion, The Daily Star.
  • Courtesy: The Daily Star/Jan 07, 2019

A village blockaded for voting for the opposition!

EDITORIAL

Another case of political vendetta


First a woman was raped in Noakhali for voting for BNP and now an entire village has been put under siege for the very same reason. That the village of Kolma in Rajshahi was cut off from the rest of the area around it—with nobody allowed to leave or enter, even vehicular traffic through the village barred from movement, and basic services, reportedly, disrupted for six days after the election—is reprehensible. It reflects, unfortunately, the regression of political culture in the country. The threshold of political tolerance has sagged dismally low, trickling down from the top to the grassroots also. Going against the ruling party has become a crime. This is totally contrary to the spirit expressed by the president of the victorious party, Prime Minister Sheikh Hasina. 

In the past we had seen minorities hounded from their hearth and homes for voting for candidates of their choice. Regrettably, the ugly ethos has continued, only because the state and more importantly, the political parties, have failed to deal with the errant members firmly. When there is absence of strict measures against such behaviour from the party leadership, it not only encourages repetition of such behaviour, but also makes the party hierarchy no less responsible for the act.

We fail to understand why the administration had not been able to restore normalcy in the area immediately. Compromise is well and good, but harsher action should have been taken against those who had taken law in their own hands and enforced the blockade so that the locals could go about their business normally. This amounts to challenging the administration and thereby the government.

This is a very dangerous trend that bodes badly for governance. Above all, the law of the land must be upheld and any challenge to our legal framework must be dealt with harshly.  

  • Courtesy: The Daily Star/ Jan 07, 2018

Feast for cops after 'fair polls'

Police establishments across the country have been holding feast and cultural programmes since the first day of the new year to cheer up the force members. Several police officials, wishing anonymity, told The Daily Star that these programmes were being organised as per directives from the Police Headquarters (PHQ), as part of a reward to the policemen for playing due roles in arranging a free, fair and peaceful election “without any major violence.”

All the 50 police stations under Dhaka Metropolitan Police held feasts on Saturday while the PHQ orgainsed special feasts for its officials yesterday, said several officials of the headquarters. 

Police stations under Rangpur and Chattogram ranges arranged the recreation programmes on January 1, said senior officials of the respective ranges.

Meanwhile, Deputy Inspector General (Admin) of Police Habibur Rahman has issued letters to all the superintendents of police in the country appreciating their roles during the election.

“I strongly believe that you have been able to perform the major responsibilities laid on you by applying your leadership skills, farsightedness and professional strategy,” he wrote.

SM Ruhul Amin, DIG at the PHQ, said such programmes were arranged to reinvigorate the spirits of the policemen every time after a big event as they had to go through a tiring job during the whole period.

  • Courtesy: The Daily Star/ Jan 07, 2018

ফেলানী হত্যার ৮ বছর, আজও ন্যায় বিচার পায়নি পরিবার


আজ ৭ জানুয়ারি কিশোরী ফেলানী হত্যার ৮ বছর পূর্তি। ফেলানী নাগেশ্বরী উপজেলা রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের নূরল ইসলাম ও জাহানারা বেগম দম্পত্তির প্রথম সন্তান। কুড়িগ্রাম সীমান্তে ঘটে যাওয়া এই হত্যা দেশ-বিদেশে ব্যাপকভাবে আলোচিত হলেও এখনো ন্যায় বিচার পায়নি নিহতের পরিবার।


২০১১ সালের এই দিনে ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে ৯৪৭নং আন্তর্জাতিক পিলার ৩নং সাব-পিলারের পাশ দিয়ে মই বেয়ে কাঁটাতার ডিঙ্গিয়ে বাবার সঙ্গে বাংলাদেশে প্রবেশের সময় টহলরত চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করে। কাঁটাতারের বেড়ায় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

পরে বাংলাদেশ সরকার ও মানবাধিকার সংস্থাগুলোর কড়া প্রতিবাদে বিচারের ব্যবস্থা হলেও বেকসুর খালাস পেয়ে যায় গুলিবর্ষণকারী অমিয় ঘোষ। ফেলানীর পরিবারের আপত্তিতে বিএসএফ মহাপরিচালক রায় পুনর্বিবেচনার আদেশ দিলে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর নতুন করে শুনানি শুরু হয়। কিন্তু পুনর্বিচারে একই আদালত তাদের পুরোনো রায় বহাল রাখে। এ মামলায় দুই দফা কোচবিহারে গিয়ে সাক্ষ্য দেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। ন্যায় বিচারের জন্য আবারও ভারত সরকারের কাছে আবেদন করেন তিনি।

বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের রায়ে অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করায় ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার আইন সহায়তাকারী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

  • কার্টসিঃ ইত্তেফাক/ জানু ৭, ২০১৯ 

Sunday, January 6, 2019

নির্বাচনের অনিয়ম তুলে ধরলো সুজন


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন বেশ অনিয়ম হয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। সংস্থাটি বলছে, এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ওঠেছে। নির্বাচন কমিশনের উচিৎ সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। আজ ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘একদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব অনিয়ম তুলে ধরা হয়। 

লিখিত বক্তব্যে বলা হয়, ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচনের দিনটি। নির্বাচনী প্রচারণাকালে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ভোটের দিনের পরিবেশ স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে সংশয় ছিল। ভোটের দিনে সারাদেশে সহিংসতা পরিলক্ষিত না হলেও সীমিত আকারের সহিংসতায় প্রাণহানি ঘটেছে কমপক্ষে ১৭ জনের। আহত হয়েছে দুই শতাধিক।

এই দিনের সবচেয়ে আলোচিত বিষয় ছিলো, অধিকাংশ এলাকাতেই বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনের মাঠে অনুপস্থিত। এমনকি বেশিরভাগ কেন্দ্রে পোলিং এজেন্ট-এর অনুপস্থিত। 

লিখিত বক্তব্যে সুজন সমন্বয়ক দিলীপ কুমার জানান, নির্বাচনের দিন অনিয়মের অনেক অভিযোগ আমাদের গোচরে এসেছে। অনিয়মগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- জাতীয় ঐক্যফ্রন্টের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বা মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, ভোটের আগের রাতে মহাজোট প্রার্থীদের প্রতীকে ভোট দিয়ে বাক্স ভরে রাখা, বাইরে থেকে ব্যালট ভরা বাক্স ভোটকেন্দ্রে নিয়ে আসা, কোনো কোনো কেন্দ্রে ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যেই ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, কোনো কোনো ভোটরদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়া, ভোটারদের প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা, দীর্ঘ সময় লম্বা লাইন করে দাঁড়িয়ে থাকলেও ভোটকেন্দ্রে প্রবেশ না করা, কোনো কোনো কেন্দ্রে অস্বাভাবিক বেশি বা কম ভোট পড়া। এছাড়া ভোট পড়ার ক্ষেত্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা আসনগুলোর সঙ্গে অন্যান্য আসনের অসামঞ্জস্যতা লক্ষ্য করা গেছে। 

সুজন বলছে, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই অনিয়মের সহযোগীর ভূমিকা পালন করেছে বলে অভিযোগ ওঠেছে।  নির্বাচন চলাকালে ঐক্যফ্রন্টের প্রায় শ’খানেক প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

এক প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। কমিশনের উচিৎ সেগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন। 
  • কার্টসিঃ মানবজমিন / জানুয়ারী ৬,২০১৯

ঐক্যফ্রন্ট অটুট আছে, নির্বাচিত কেউ শপথ নেবে না


নির্বাচনের ফল বয়কট করা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো জনপ্রতিনিধি শপথ নেবে না। তাদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব।

রোববার, জানুয়ারী ৬, দুপুরে রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন রব।

জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেন, ভোট ডাকাতি, কেন্দ্র দখল আর নীলনকশার নির্বাচন আমরা বয়কট করেছি। এই নির্বাচনে জনগণের মতামতের প্রকাশ পায়নি।তাই ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না।

একই কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপির শপথ নেয়ার ব্যাপারে দলের সভাপতি ড. কামাল হোসেন ‘ইতিবাচক চিন্তা’র কথা বলার পর মন্টু বলেন, ঐক্যফ্রন্টের ৭ নির্বাচিত প্রতিনিধি শপথ নেবেন না।

গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, গতকাল কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারও শপথ নেওয়ার প্রশ্নই আসে না।

তাছাড়া বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, আমাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবেন না।

রোববারের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট চলছে


নির্বাচনের পর রাজশাহীর তানোর উপজেলায় ধানের শীষ কর্মী-সমর্থকের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিএনপি নেতার কেবল ব্যবসায় দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।আতঙ্কিত বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এলাকা ছেড়েছেন।

শনিবার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী সহিংসতার শিকার কলমা গ্রাম পরিদর্শন করেছেন।

তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি তানোর এলাকায় ডিশ লাইনের ব্যবসা করেন। ভোটের পর থেকে উপজেলার সব স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা তার মালিকানাধীন প্রতিষ্ঠানের হাজার হাজার গজ ডিশ লাইনের তার কেটে ফেলেছে।


“এছাড়াও ১৪টি ডিশ লাইনের নেটওয়ার্ক অফিসের সব সরঞ্জাম লুট ও দখল করে নিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। ভোটের পর থেকে বিভিন্ন স্থানে আমার ডিশ লাইনের কেবল কেটে ফেলার কারণে হাজার হাজার গ্রাহক স্যাটেলাইট টিভি দেখতে পারছেন না।”

উপজেলার কলমা, কামারগাঁ, মাদারিপুর, সালমান্দা ও মহর গ্রামের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হামলা ও ভয়ভীতি দেখানোর কারণে কয়েকশ বিএনপি নেতাকর্মী এলাকাছাড়া হয়েছেন বলেও মিজানের ভাষ্য।

তানোরের কলমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার বিল্লী বাজারে জিনিসপত্র কেনাকাটা করতে গেলে উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ময়নার উপস্থিতিতে তার লোকজন তাকে মারধর করে এবং তার মোটরসাইকেলটি ভাংচুর করে।

“এর আগে মঙ্গলবার বাধাইড় এলাকার বিএনপি কর্মী বকুলের বাড়ি ও গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ কেটে ফেলে আওয়ামী লীগ কর্মীরা।”

কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আমিনুল হক ১ হাজার ২৪৯ এবং আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী ৬৫৩ ভোট পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন এলাকাবাসীর অভিযোগ, বিএনপি প্রার্থী ভোট বেশি পাওয়ায় এ হামলা হয়েছে।

বাধাইল গ্রামের আজিমুদ্দিন বলেন, “ভোটের পরের দিন (৩১ ডিসেম্বর) চান্দুড়া বাজারে আমার কীটনাশকের দোকানে ভাংচুর ও লুটপাট করে আওয়ামী লীগ কর্মীরা। এ সময় তারা এক লাখ টাকা নগদসহ বেশ কিছু মালামাল লুটে নিয়ে যায়। তারা লাঠি দিয়ে আঘাত করে আমাকে জখম করে।”

তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পর থানায় গিয়ে অভিযোগ দেন; কিন্তু পুলিশ তার অভিযোগ নেয়নি, বলেন আজিমুদ্দিন।

  • বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ৫ জানুয়ারী ২০১৯ 

ধানের শীষে ভোট বেশি পড়ায়, গ্রামটি এখন বিচ্ছিন্ন!

  • রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের একটি গ্রাম কলমা
  • ধানের শীষে ভোট বেশি পড়েছে 
  • তাই বাস ঢুকছে না
  • ডিশ লাইন কেটে দেওয়া হয়েছে


গ্রামটির ভেতরে দিয়ে যাত্রীবাহী বাস চলত। ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের পর সেই গ্রামে আর বাস ঢুকছে না। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে টেলিভিশনের স্যাটেলাইট সংযোগ। অটোরিকশার চালকদের গ্রামের বাইরে যেতে বারণ করে দেওয়া হয়েছে। একইভাবে বাইরের গাড়িগুলোও গ্রামের ভেতর দিয়ে যাতায়াত করছে না।

রাজশাহীর তানোরের এই গ্রামটির নাম কলমা। এটি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের একটি গ্রাম। রাজশাহী শহর থেকে ৫০ কিলোমিটার দূরে এই গ্রামের ভোটাররা কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে বিএনপি প্রার্থী আমিনুল হক পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ৬৫৩ ভোট। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের বাসিন্দারা বলেন, একটা ‘দোষে’ তাঁদের গ্রাম এখন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। দোষটা হলো, নৌকার চেয়ে ধানের শীষে ভোট বেশি পড়েছে।

গতকাল শুক্রবার সকালে কলমা গ্রামে গিয়ে বিএনপির কোনো নেতাকে পাওয়া না গেলেও সমর্থকেরা ছিলেন। প্রকাশ্যে তাঁরা কিছু বলতে চাননি। তাঁদের ভাষায়, বাস বন্ধ, ডিশ–সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি গ্রামের গভীর নলকূপগুলো আওয়ামী লীগের লোকজন দখলে নিয়েছেন। এবার হয়তো তাঁদের সেচের পানিও দেওয়া হবে না। গ্রাম থেকে বের হতে হলে পশ্চিমে বিল্লি গ্রাম এবং পূর্বে দরগাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু কোনো দিক দিয়েই গ্রামের লোকজন আর বের হতে পারছে না।

তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘কলমা গ্রামের বিষয়টি আমিও শুনেছি। কিন্তু আমার কিছু করার নেই।’

এক গ্রামবাসী বলেন, এখন আর দলমত দেখা হচ্ছে না। যাকে পাচ্ছে তাকেই মারছে, হুমকি দিচ্ছে। গত বুধবার গ্রামের আওয়ামী লীগ সমর্থক দুই শিক্ষক একটি মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। পথে তাঁদের মোটরসাইকেল ভাঙচুর করে দুজনকেই মারধর করা হয়েছে।

গ্রামের এক অটোরিকশাচালক বলেন, আওয়ামী লীগের লোকজন তাঁকে দরগাডাঙ্গা বাজার থেকে ফিরিয়ে দিয়েছেন। এখন তিনি গাড়ি নিয়ে গ্রামের বাইরে যেতে পারছেন না।

ওই চালক যখন এ কথা বলছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন কলমা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। তাঁর অভিযোগ, ভোটের আগের দিন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার লোকজন নিয়ে কলমা বাজারে বসে ছিলেন। বিএনপির লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে আওয়ামী লীগের পাঁচ নেতা–কর্মী আহত হন। গ্রামের বিএনপি কর্মীরা এ কারণে আওয়ামী লীগের রোষানলে পড়েছেন। তবে কয়েক দিন পর সব ঠিক হয়ে যাবে। আর দুই শিক্ষককে মারার ঘটনাটি ভুল–বোঝাবুঝি।

কলমা বাজারে গিয়ে কয়েকটি মাত্র দোকান খোলা পাওয়া যায়। একটি রেস্তোরাঁও খোলা ছিল। মালিক আবদুল মোত্তালেব বলেন, আগে যত লোক বাজারে আসত, নির্বাচনের পরে তিন ভাগের এক ভাগ লোকও আসছে না। বেচাকেনা একেবারে মন্দা।

পাশের দরগাডাঙ্গা বাজারে কথা হয় একজন ভটভটিচালকের সঙ্গে। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন তাঁদের কলমা গ্রামের ভেতর দিয়ে যেতে নিষেধ করেছেন।

রাজশাহী থেকে তানোরের বিল্লি সড়কে চলাচলকারী বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের সুপারভাইজার মোহাম্মদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোটের পর থেকে কলমা গ্রামের ভেতর দিয়ে বাস চলছে না। কেন চলছে না, জানতে চাইলে তিনি প্রথমে কোনো উত্তর দিতে চাননি। একপর্যায়ে বলেন, ‘ওখানে মারামারি হয়েছে, এ জন্য বাস আর ওদিক দিয়ে যাচ্ছে না।’

এ ব্যাপারে কথা বলার চেষ্টা করা হয় তানোর থানার ওসি রেজাউল ইসলাম ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দারের সঙ্গে। তাঁরা ফোন ধরেননি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জানেন না। কেউ তাঁকে এ বিষয়ে কিছু বলেননি। তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

  • কার্টসিঃ প্রথম আলো/ জানুয়ারী ৬,২০১৮ 

চট্টগ্রাম বন্দর - পণ্যভর্তি ২৯৪ কনটেইনার গায়েব!


চট্টগ্রাম বন্দর থেকে রীতিমতো গায়েব হয়ে গেছে আমদানি পণ্যভর্তি ২৯৪ কনটেইনার। কাস্টমসের সার্ভারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা পণ্য নিয়ে আসা এসব কনটেইনারের রেকর্ড থাকলেও এর কোনোটিরই হদিস মিলছে না বন্দরে।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ২৯৪টি আমদানি পণ্যভর্তি কনটেইনারের রেকর্ড রয়েছে, দীর্ঘকাল অতিবাহিত হলেও যেগুলো খালাসের জন্য কোনো আগামপত্র জমা পড়েনি। এসব চালান নিলামে ওঠারও কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে বন্দরের ভেতরে পণ্যবাহী কনটেইনারগুলো খুঁজে বের করার উদ্যোগ নেয় কাস্টমস কর্তৃপক্ষ। অনুসন্ধান চালিয়ে এসব কনটেইনারের প্রকৃত অবস্থান বা এ-সংক্রান্ত কোনো তথ্য উদ্ঘাটন করতে না পেরে অবশেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করে কাস্টমস। ওই চিঠি দেয়ার পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এর কোনো সমাধান দিতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।

নিয়ম অনুযায়ী বন্দর ব্যবহার করে আমদানি-রফতানি হওয়া সব ধরনের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে পণ্যের পরীক্ষণসহ শুল্কায়নের কাজটি সমাধা করে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর ধারা ৭৯(২) অনুযায়ী, দেশে পণ্য পৌঁছার পর ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্টো (আইজিএম) দাখিলের ৩০ দিনের মধ্যে বন্দর থেকে পণ্য ছাড়করণের উদ্দেশ্যে আমদানিকারকের পক্ষ থেকে আগামপত্র দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব কনটেইনারভর্তি পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর সময় পেরিয়েছে প্রায় দুই বছর। এর মধ্যে এসব কনটেইনার নিলামেও ওঠেনি।

বিষয়টি নিয়ে গত বছরের ৬ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি দেয় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক বরাবর দেয়া ওই চিঠিতে কাস্টমসের পক্ষ থেকে বলা হয়, ২৯৪ কনটেইনারের বিল অব লেডিংয়ের বিপরীতে কোনো আগামপত্র দাখিল করা হয়নি। এছাড়া নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও পণ্য চালানগুলো অবস্থান সম্পর্কে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ অবহিত নয়।

চিঠিতে প্রয়োজনীয় দলিলাদিসহ ১০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত ২৯৪টি কনটেইনারের অবস্থা, অবস্থান ও এগুলোর খালাস প্রক্রিয়া সম্পর্কে বন্দরের পক্ষ থেকে কী ধরনের কার্যক্রম নেয়া হয়েছে, তা জানাতে অনুরোধ করা হয়। কিন্তু এর পর এক মাস সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাস্টমস কর্তৃপক্ষকে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক সারোয়ারুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘অতীতেও এ ধরনের পণ্যভর্তি কনটেইনার খুঁজে না পাওয়ার বিষয়ে আমাদেরকে অবহিত করেছিল চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আমরা তখন শনাক্তও করে দিয়েছিলাম। মূলত কাস্টমস কর্তৃপক্ষ বন্দর গেট থেকে এন্ট্রি না করায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।’

অন্যদিকে কাস্টমসের তথ্য বলছে, কাগজে কলমে থাকলেও বন্দরের ভেতরে পণ্যভর্তি কনটেইনার খুঁজে না পাওয়ার ঘটনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘ অনুসন্ধান ও যাচাই-বাছাই শেষে কমিটির পক্ষ থেকে দেয়া প্রতিবেদনে মোট ২৯৪টি কনটেইনার না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

তদন্ত চালিয়ে কমিটি দেখতে পায়, এসব কনটেইনার বন্দর থেকে বের হয়নি, এমনকি নিলামেও যায়নি। এছাড়া সংশ্লিষ্ট পণ্যের চালানগুলোরও কোনো ধরনের শুল্কায়ন হয়নি। এছাড়া বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র ও গেট দিয়ে পণ্য সরবরাহ যাচাইয়ের কাজও হয়নি। অর্থাত্ বন্দরে সংশ্লিষ্ট চালানগুলোর দালিলিক কোনো কাজ হয়নি, তার পরও দীর্ঘ সময়ের অনুসন্ধানে এসব কনটেইনারের কোনো হদিস পাওয়া যায়নি।

এ বিষয়ে নাম অপ্রকাশিত রাখার শর্তে কাস্টমস গঠিত তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, কাস্টমসের পক্ষ থেকে অনুসন্ধান চালিয়ে ২৯৪ কনটেইনারের কোনো হদিস পাওয়া যায়নি। আইজিএম দাখিলের ৩০ দিন অতিক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উল্লিখিত বিল অব লেডিংয়ের বিপরীতে এখনো আমদানিকারকের পক্ষ থেকে কোনো আগামপত্র (বিল অব এন্ট্রি) দাখিল করা হয়নি। পুরো বিষয়টি সুনির্দিষ্টভাবে বন্দর কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
  • - বনিক বার্তা / জানুয়ারী ৬,২০১৮ 

হঠাৎ অস্থির চালের বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ


কয়েক মাস স্থিতিশীল থাকার পর হঠাৎ চালের দামে অস্থিরতা দেখা দিয়েছে। গত দু-একদিনে চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। অথচ এখন আমন ধানের মৌসুম চলছে। পাশাপাশি প্যাকেটজাত আটা ও ময়দার দামও কেজিতে ২ টাকা বেড়েছে। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। অন্যদিকে দাম বৃদ্ধির কারণে বেকায়দায় পড়েছেন নিম্ন-আয়ের মানুষ।  রাজধানীর কয়েকটি বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনে সব ধরনের চালের দাম বেড়েছে। আর মিল মালিকদের দাবি, চালের দাম এত দিন কম ছিল। ফলে কৃষক ধানের ভালো দাম পাচ্ছিলেন না।

গম আমদানিকারক ও আটা বিপণনকারীদের দাবি, বিশ্ববাজারে গমের দাম বেশ বেড়েছে। সে অনুপাতে দেশে আটার দাম বাড়েনি। 

খোঁজ নিয়ে দেখা গেছে, কায়েক দিনের ব্যবধানে মিল পর্যায়ে চালের দাম বেড়েছে বস্তায় (৫০ কেজি) ২১০-২৫০ টাকা বা মণপ্রতি ১৫৮-১৮৭ টাকা। মিল পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রভাব পাইকারিতে পুরোপুরি পড়তে আরো কিছুটা সময় লাগবে। তার পরও এরই মধ্যে পাইকারিতে ৫০ কেজির প্রতি বস্তা চালের দাম ১২০-১৪৫ বা মণপ্রতি ৯০-১১০ টাকা বেড়েছে। আর খুচরা পর্যায়ে বেড়েছে কেজিতে ৪ টাকা পর্যন্ত। 

ব্যবসায়ীরা জানান, জাতীয় নির্বাচনের আগে থেকে ধানের দাম বেড়েছে। বিশেষ করে সরকারিভাবে চাল ক্রয় করায় বাজারে চালের দাম বাড়ছে। এর ফলে গত তিন দিনে কেজিতে মোটা চাল ৪ টাকা, সরু চাল ৩ টাকা ও সুগন্ধি চাল ৫ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি মোটা চাল স্বর্ণা ৩৮ থেকে ৪০ টাকা, বিআর-২৮ ও লতা ৪৫ থেকে ৪৮ টাকা, মিনিকেট ৫২ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। ভালো মানের সুগন্ধি চাল ১০০ টাকা ও সাধারণ মানের সুগন্ধি চাল ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন আমন ৩৭ থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। 

পাশাপাশি কেজিতে ২ টাকা বেড়ে ২ কেজির প্রতি প্যাকেটের নতুন মূল্য আটা ৬৮ টাকা ও ময়দা ৯২ টাকা হয়েছে। এক সপ্তাহ আগেও আগের নির্ধারিত দরের চেয়ে কেজিতে ২-৩ টাকা কমে বিক্রি হয়েছে। এ হিসাবে আটা-ময়দার দাম কেজিতে প্রায় ৫ টাকা বেড়েছে বলে দাবি করেছেন দোকানিরা। 

রাজধানীর খুচরা বাজারগুলোয় মানভেদে প্রতি কেজি উন্নত মানের সরু চাল বিক্রি হচ্ছে ৫৮-৬২, সাধারণ মানের ৫৪-৫৮, মাঝারি মানের ৪৪-৫২ ও মোটা চাল প্রতি কেজি ৩৮-৪২ টাকায়। কয়েক দিন আগেও এসব চাল কেজিপ্রতি ৩-৪ টাকা কমে বিক্রি হয়েছিল।

কাওরান বাজারের খুচরা দোকানে ভালো মানের সরু মিনিকেট চাল কেজিপ্রতি ৫৫-৫৬ টাকা, মাঝারি বিভিন্ন চাল ৪৪-৪৮ টাকা এবং মোটা গুটি ও স্বর্ণা চাল ৩৭-৩৮ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। 

কাওরান বাজারের হাজি রাইস এজেন্সির মালিক মানিক বলেন, মিলমালিকরা গত কয়েক দিনে সব ধরনের চালের দাম বস্তায় (৫০ কেজি) ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। এ কারণে পাইকারি আড়তে দাম বাড়ছে। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম। প্রতি বস্তায় ৩০০ থেকে ৫০০ টাকা। তিনি বলেন, এবার উৎপাদন ভালো থাকায় পর্যাপ্ত চালের মজুদ আছে। এখন যৌক্তিক কারণ ছাড়াই মিলমালিকরা দাম বাড়িয়ে দিয়েছেন। 

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে বোরো সরু চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৪ টাকা। আর কেজিপ্রতি ২ টাকা বেড়েছে বোরো মাঝারি চালের দাম। গত সপ্তাহে বোরো সরু চাল প্রতি কেজি ৫২ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে কিনতে হচ্ছে ৫৬ টাকায়। একইভাবে ৪০ টাকা কেজি দরের বোরো মাঝারি চাল বিক্রি হচ্ছে ৪২ টাকায়। 

মিলমালিকরা দাবি করছেন, সরকারি খাদ্যগুদামে আমন মৌসুমের ধান ও চাল ক্রয় করা শুরু হয়েছে। এর কারণে বাজারে চালের দাম বেড়েছে। তাছাড়া এ বছর কৃষক ও এলাকার মহাজন ব্যবসায়ীরা ধান বিক্রি না করায় বাজারে দাম বেড়ে গেছে। 

বাংলাদেশ অটো-মেজর ও হাসকিং রাইস মিল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, চালের দাম অনেক দিন বাড়েনি। এখন আমন মৌসুম হলেও সরকার কৃষকদের ন্যায্যমূল্য দিতে ধান কিনছে। এতে মিল মালিকদের বাড়তি দামে ধান কিনতে হচ্ছে। সে কারণে চালের দামও বেড়েছে। তিনি আশা করেন, কৃষক ও ট্রেডিং ব্যবসায়ীদের হাতে মজুদ ধান ও চাল বাজারে ছাড়লে দাম খুব বেশি বাড়বে না, স্থিতিশীল হবে। 

কাওরান বাজারে বাজার করতে আসা আহসান হাবিব বলেন, যৌক্তিক কোনো কারণ ছাড়াই চালের দাম বাড়ছে। দাম বাড়ার কারণ হিসেবে খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি ও মিলমালিকদের। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার আগেই সুযোগ নিয়েছেন মিলমালিকরা। এই সময়ে সরকারের সঠিক মনিটরিং না থাকায় আমন মৌসুমে চালের দাম তারা যে যেভাবে পারছেন, বাড়িয়ে দিচ্ছেন। ফলে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে। 

পাইকারি বিক্রেতারা বলছেন, নির্বাচনের তিন দিন আগে পরিবহন ব্যবস্থায় কড়াকড়ির কথা বলে চাল সরবরাহ বন্ধ রেখেছিলেন মিলাররা। নির্বাচনের পর চাল সরবরাহ শুরু হলেও মিলগুলো থেকেই প্রতি বস্তায় (৫০ কেজি) দুই ধাপে ১০০ টাকা করে দাম বাড়ানো হয়েছে। 

পুরান ঢাকার বাবুবাজার-বাদামতলীর চালের আড়ত মালিকেরা জানান, প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। মোটা চালের পাইকারি দর উঠেছে কেজিপ্রতি ৩৫ টাকার আশপাশে। অন্যদিকে মাঝারি চাল বিক্রি হচ্ছে মানভেদে কেজিপ্রতি ৩৮-৪২ টাকায়। এ ছাড়া ভালো মানের সরু মিনিকেট চাল কেজিপ্রতি ৫২-৫৩ টাকায় বিক্রি হচ্ছে।

বাদামতলীর চালের আড়ত শিল্পী রাইস এজেন্সির স্বত্বাধিকারী কাওসার রহমান বলেন, ভোটের কয়েক দিন আগে ও পরে মিলিয়ে চালের দামটা কিছুটা বাড়ল। মোটা চাল কেজিপ্রতি ৩২-৩৩ টাকায় নেমে গিয়েছিল যা ২০১৭ সালের শেষ দিকে কেজিপ্রতি ৪৫ টাকার বেশি ছিল।

গত ডিসেম্বর থেকে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে, এবার আমন চালের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ৩৪ টাকা। বাজার পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে, খোঁজ-খবর নিয়ে মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়। 

এর আগে চালের দামের সবচেয়ে অস্বস্তিকর সময় ছিল ২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাস। ওই সময় খুচরা বাজারে মোটা চালের দর কেজিপ্রতি ৫০ টাকায় উঠেছিল। আর সরু চাল উঠেছিল কেজিপ্রতি ৭০ টাকায়। পরে নতুন ধান ওঠায় চালের দাম কমে আসে। 

  • কার্টসিঃ মানবজমিন/ জানুয়ারী ৬,২০১৮