Search

Thursday, March 8, 2018

A hectic day for Dhaka dwellers


It was a day full of struggle and suffering for the city dwellers as the capital experienced a traffic chaos due to an Awami League rally at Suhrawardy Udyan yesterday. People waiting for transports at Farmgate. Photo: Anisur Rahman


Thousands suffered traffic snarl-ups yesterday due to an Awami League rally at Suhrawardy Udyan in the capital, marking the historic March 7.

With traffic management suffering a serious setback, the party General Secretary Obaidul Quader sought the city dwellers' cooperation to make the rally a success.

“You might be suffering on the roads. But please be patient and cooperate with us in observing the historic day,” Obaidul urged during the rally.

Quader, also the road, transport and bridges minister, said they had previously rescheduled some programmes considering public sufferings.

“But there are certain days, such as March 7, February 21, March 26 and December 16 that have to be observed on the due dates,” he added.


This rally is not just a rally of the party, it is a rally for the people, the minister said.

Police made roads surrounding the venue off limits to vehicles since 11:30am. Many other roads were filled with processions brought out by Awami League men.

Throughout the day, traffic interruptions were observed in areas around Suhrawardy Udyan, as police closed down Shahbagh, Kataban, Bangla Motor, Farmgate, High Court, Mirpur, Segunbagicha, Bijoynagar, Kakrail and some other intersections to facilitate the passage of the arriving AL supporters.

This also caused severe tailbacks along Manik Mia Avenue, Mirpur Road, Karwan Bazar, Bijoy Sarani, Paltan, Moghbazar and other adjacent areas.

Buses carrying AL activists were seen parked haphazardly on the roads around the venue.


Unable to find one in Shahbagh area, family members of Nasima Akthar, middle, taking her to a hospital on foot. Photo: Rajib Raihan

Meanwhile, talking to this correspondent at Dhaka Medical College Hospital (DMCH), some relatives of patients complained about the delay in taking patients to the hospital.

Some ambulances were also seen stuck in traffic jam.

Hazera Begum, 40, who came to DMCH from Narayanganj due to a leg injury, said it took her nearly three hours to get there. Usually, it takes much less, she said.

An auto-rickshaw driver, who was carrying a patient to DMCH, said he was stuck on the road for two hours because of the traffic congestion.

Priyam Roy, employee of a private company, was going to the High Court from Farmgate. “It took me two hours to reach there,” he said while describing his ordeal.

“First, it took 30 minutes to cross Karwan Bazar intersection while the bus was diverted towards Moghbazar in Bangla Motor as police blocked the road towards Shahbagh.”

“From Moghbazar, I had to walk to the High Court as there was no other option available,” he said. “The sufferings didn't stop there. While returning, I had to walk all the way to Farmgate, which also took around two hours.”

Meanwhile, thinking that it might take more time than usual to reach his destination due to a lack of public transport, Dhaka University student Fayaz Ahmed left home around nine in the morning.

His class was supposed to start at 11:30am. He barely made it.

 “It took me two and a half hours to reach the campus from Gandaria. Usually, it takes me 30 minutes.”

Parvej Ahmed, a lawyer at Chief Metropolitan Magistrate's (CMM) Court, said he found no bus near Roy Saheb Bazar intersection around 2:00pm. He was planning to go to Farmgate.


The usually busy Shahbagh intersection had very light traffic in the afternoon due to a restriction on vehicular movement. Photo: Palash Khan

“I had to walk all the way. It was also difficult to walk as the roads were packed with people heading for the rally,” he said. It took him two and a half hours to reach his destination.

“It was a hectic day,” he said.

The situation got worse in the evening when people left offices for home.

Many, including women, children and elderly persons, suffered due to an inadequate number of public transports while others had to spend hours in the gridlocks on some key roads.

“There were few buses on the road, and most of them were over-crowded,” said Sonia Ahmed, a private-sector employee. Sonia was seen trying to get on a bus near Karwan Bazar intersection, but failed even after repeated attempts.

Those who could not board buses, started heading to their destinations on foot. Even the number of rickshaws was much less than usual on many city roads.

  • The Daily Star/8-3-18

Wednesday, March 7, 2018

Child Marriage: Declines globally, not in Bangladesh Says Unicef report


 Staff Report

Child marriages still remain high in Bangladesh, although the rate is globally declining, with the largest drop in South Asia, according to the Unicef.

The rate of child marriage in Bangladesh is 59 percent, the fourth highest in the world, reports CNN.

Niger has the highest child marriage rate (76 percent), followed by Central African Republic and Chad.



 In 2011, Bangladesh had a child marriage rate of 52 percent, Bangla daily Prothom Alo reported citing government statistics.

Ten years ago, a South Asian girl's risk of getting married as a child was about 50 percent, but now that has fallen to about 30 percent, the Unicef said in a release yesterday.

The Unicef attributed the progress in India to increasing rates of girls' education, government investments and public messaging around the illegality of child marriage.

"Any reduction is welcome news, but we've got a long way to go," said Anju Malhotra, UNICEF's principal gender adviser.

Even with the declines, 12 million girls are married in childhood every year, according to the Unicef.

Globally, one in five women are married before they turn 18 years old. A decade ago, the rate had been one in four, it said.

"While South Asia has led the way on reducing child marriage over the last decade, the global burden of child marriage is shifting to sub-Saharan Africa," it added.

One in three recently married child brides are now in sub-Saharan Africa, compared to one in five a decade ago.

Poverty, ideas of family honor, social norms, customs and religious laws are factors that could force girls into child marriages.

But the consequences can be devastating. Marriages can rob girls of their childhood, compromise their development and put them at risk of early and complicated pregnancies. They often pay a heavy price in not getting an education or access to proper health care and economic opportunities.

Child marriages also occur in the US, and remains legal in every state because of a hodgepodge of exceptions that let minors get married with parental consent or judicial approval.

Courtesy: The Daily Star Mar 07, 2018

Is five years not enough?Taqi's murder remains a 'mystery'

EDITORIAL


The lax progress in the Taqi murder case is deeply disturbing. Five years have passed since the seventeen-year-old boy was brutally killed in Narayanganj and Rab, the investigating agency in this case, has not yet been able to submit the charge sheet. It is frustrating to hear
the same thing over and over again from the Rab officials that they would submit the probe report soon. How soon is soon enough?



 The murder triggered a huge public outcry in the country at that time.People of Narayanganj formed “Santrash Nirmul Taqi Mancha” and held countless demonstrations and public events demanding justice for Taqi.The eminent citizens of the country including educationists and writers even made repeated pleas to the authorities calling for proper investigation to find out the real killers. The media has also been vocal in this case. But as it seems, nothing could make the investigating authority complete its investigation process as yet. One wonders whether the charge sheet will ever be submitted.

It is suspected that there are politically powerful quarters behind the murder and they are trying to interfere in the investigation process. Taqi's father Rafiur Rabbi submitted a complaint to the SP
Narayanganj in 2013 accusing seven people and several unnamed others, of murdering Taqi. But yet, no palpable progress has been made.

The inordinate time taken to process this case is unacceptable. Law cannot be applied selectively. Not only does it make a mockery of the system, it also causes people to lose faith in it.

Courtesy: The Daily Star Mar 07, 2018

গাঁজা-কাহিনি

প্রতিনিধি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া


গাড়ি তল্লাশি করে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছিল। তবে মামলার কাগজে দেখা গেল, জব্দ হওয়া গাঁজার পরিমাণ বেশ কম। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা থানায় তল্লাশি করে পরিত্যক্ত কক্ষে পেলেন বাকি গাঁজা।ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার এ ঘটনায় পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছিল, তা ১৮০
কেজি হতে পারে। অথচ কাগজে-কলমে জব্দ গাঁজার পরিমাণ দেখানো হয়েছে মাত্র ৪০ কেজি।




সাময়িকভাবে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন কসবা থানার এসআই শ্যামল
মজুমদার, এসআই মো. মনির হোসেন-১, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সালাহ উদ্দিন, এএসআই মো. ফারুক মিয়া, কনস্টেবল মো. শাহজাহান ও কনস্টেবল আবুল কাশেম।গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ী হলেন চট্টগ্রামের হাটহাজারী থানার তেহাবাদ গ্রামের মৃত নুরুল হকের ছেলে হাসান মিয়া (৩০) ও পটুয়াখালীর বাউফল থানার ইন্দ্রকোল গ্রামের আলমগীর মিয়ার ছেলে আল আমিন (৩৩)।


 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীর পৃথক দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করে পুলিশ। তাঁরা ওই গাঁজা ভারত সীমান্ত থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। কসবা পৌর এলাকার টি আলী বাড়ি মোড়ে তাঁদের গাড়ি তল্লাশি করা হয়। এ ঘটনায় থানার এএসআই মো. সালাহদ্দিন বাদী হয়ে ৪০ কেজি গাঁজা জব্দ দেখিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাকরেন। গ্রেপ্তার দেখানো হয় দুই মাদক ব্যবসায়ীকে।খবর পেয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন থানায় এসে এ বিষয়ে খোঁজখবর নেন। পরে থানার একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেন তিনি। রাতেই ওই দুই এসআই, দুই এএসআইসহ ছয় পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। আজ বুধবার সকালে প্রথম আলোকে তিনি বলেন, পরিমাণে কম দেখানোর দায়ে ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জব্দ করা গাঁজা আদালতে জমা দেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে মোট কী পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি।


 


Courtesy: Prothom Al0 Mar 07, 2018

হাইওয়ে পুলিশকে সামলাবে কে? মহাসড়কে প্রাণঘাতী চাঁদাবাজি

মহাসড়কে যানবাহন থামিয়ে পুলিশের দুই সদস্যের চাঁদাবাজির চেষ্টার পরিণতিহলো মর্মান্তিক: দুটি নিরীহ প্রাণ অকালে ঝরে গেল; আহত হলেন একটি বাসের ৪০ জন যাত্রীর প্রায় সবাই। এ কেমন দেশ আমাদের?

গত রোববার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার পালাহার এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনাটির বিবরণ প্রথম আলোয় মঙ্গলবার ছাপা হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটির যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে লেখা হয়েছে, সেখানে নান্দাইল
হাইওয়ে থানা-পুলিশের কয়েকজন সদস্য চলন্ত যানবাহন থামিয়ে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। একটি যাত্রীবাহী বাস তাঁদের পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁরা বাসটির চালকের চোখে টর্চের আলো তাক করলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে একজন বাইসাইকেল আরোহী বাসটির নিচে চাপা পড়ে মারা যান এবং বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। ফলে একটি শিশু মারা যায়
এবং বাসের প্রায় সব যাত্রী বিভিন্ন মাত্রায় জখম হন।




 এই বিবরণ থেকে এটা সুস্পষ্ট যে পুলিশের ওই সদস্যরা শুধু অপরাধপ্রবণই নন, তাঁদের সাধারণ কাণ্ডজ্ঞানেরও অভাব রয়েছে। চলন্ত যানবাহনের চালকের চোখে টর্চের আলো ফেললে চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন এবং তার ফলে ওই যানটি দুর্ঘটনায় পড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারে—এটুকু সাধারণ জ্ঞান যাঁদের নেই, তাঁরা কী করে পুলিশ বাহিনীতে চাকরি পান, তা গুরুতর ভাবনার
বিষয়। আরও গুরুতর অভিযোগ হলো, ওই এলাকার গ্রামবাসী প্রথম আলোকে যেমনটি বলেন, নান্দাইল হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা মুশলি ও পালাহারের মাঝখানে নির্জন স্থানে প্রতি রাতেই যানবাহন থামিয়ে চাঁদাবাজি করেন এবং এই কাজে তাঁরা চালকদের চোখে টর্চের আলো ফেলার পদ্ধতিটি নিয়মিতভাবেই প্রয়োগ করেন। এর মানে, সেখানে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি শুধু নিয়মিত ব্যাপারই নয়, অতি
মাত্রায় বিপজ্জনকও বটে। তাঁরা এই অপরাধ নিয়মিতভাবে করে চলেছেন যানবাহনের যাত্রীসাধারণের জীবনের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পন্থায়।

রোববারের দুর্ঘটনাটির পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী হাইওয়ে পুলিশের দুই সদস্যকে ধরে পিটুনি দিয়েছেন, তাঁদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন এবং মহাসড়ক অবরোধ করে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।অথচ নান্দাইল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে পুলিশের চাঁদাবাজির অভিযোগ নেই।’ এটা দায়িত্বহীন বক্তব্য। অথবা এই ওসি সব জেনেও না জানার ভান করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত নান্দাইল হাইওয়ে থানা পুরোটাই সংঘবদ্ধ চাঁদাবাজ হয়ে উঠেছে কি না।



Courtesy: Prothom Alo Mar 07, 2018

Tuesday, March 6, 2018

ভোট উধাও ব্যবসায়ী সংগঠন থেকেও

  • নির্বাচনের বদলে সমঝোতা
  • জেলা চেম্বারের ৬৪ টির মধ্যে ৪৭ টিতে ভোটাভুটি ছাড়া কমিটি।
  • কমপক্ষে ২০ টির সভাপতি পদে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা।


ভোট কার্যত উধাও হয়ে গেছে ব্যবসায়ী সংগঠনগুলো থেকেও। ব্যবসায়ীরা এখন আর নিজ নিজ সংগঠনের নেতা নির্বাচন করার সুযোগ পান না। জেলা পর্যায়ে ব্যবসায়ীদের সংগঠন জেলা চেম্বারগুলোর সিংহভাগ কমিটি হয়েছে ভোটাভুটি ছাড়া। পণ্যভিত্তিক সংগঠনগুলোতেও কমিটি হচ্ছে চাপিয়ে দেওয়া সমঝোতার মাধ্যমে। সব মিলিয়ে দেশের সাধারণ নির্বাচনের মতো ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচনেও প্রতিযোগিতা বিদায় নিয়েছে।

সারা দেশে খোঁজ নিয়ে জানা গেছে, ৬৪টি জেলা চেম্বারের মধ্যে ৪৭ টিতেই সর্বশেষ কমিটি হয়েছে কোনো রকমের ভোটাভুটি ছাড়া। ৫ টিতে আংশিকভাবে ভোট হয়েছে। ১ টিতে ভোটাভুটি নিয়ে দ্বন্দ্বে প্রশাসক নিয়োগ করা হয়েছে। পূর্ণ ভোটাভুটি হয়েছে মাত্র ১১টি চেম্বারে।

পণ্যভিত্তিক বড় সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (রিহ্যাব) কিছু সংগঠনে এখন আর ভোট হচ্ছে না। এমনকি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কমিটিও হয়েছে আংশিক ভোটাভুটির মাধ্যমে।

ভোট না হওয়ার মূল কারণ সংগঠন দখলে রাখার চেষ্টা। ব্যবসায়ী সংগঠনের নেতা হতে পারলে নির্বাচনে মনোনয়ন পাওয়া, রাজনৈতিক দলের পদ পাওয়া, এলাকায় প্রভাব বিস্তার ও প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাওয়ার সুযোগ হয়। পাশাপাশি নিজ নিজ ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হয়। এসব কারণে ব্যবসায়ীদের একটি অংশের মধ্যে যেকোনোভাবে নেতা হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় রাজনৈতিক দলের নেতারাও ব্যবসায়ী সংগঠনের পদ দখলে রাখতে উদ্যোগী হয়ে উঠেছেন। অন্যদিকে সরকারও সমাজের প্রভাবশালী পক্ষ ব্যবসায়ীদের নিজের পক্ষে রাখতে চায়। এ জন্য প্রধান সংগঠনগুলোতে দলীয় অথবা অনুগত ব্যবসায়ীদের নেতা বানানো নিশ্চিত করা হচ্ছে।

জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, বাণিজ্য সংগঠনগুলো নামে ব্যবসায়ীদের সংগঠন হলেও তারা রাজনৈতিক অঙ্গনের ছায়া হিসেবে কাজ করছে। তারা ক্ষমতাসীন গোষ্ঠীর সহায়তাকারী হিসেবে বিবেচিত হয়। তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে যখন প্রতিযোগিতার অনুপস্থিতি শুরু হয়, তখন তার অবশ্যম্ভাবী উপসর্গ হয় জবাবদিহির অভাব। আমাদের দেশে সেটাই হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে সুশাসনের ঘাটতি সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে প্রবেশ করেছে।’

ব্যবসায়ী সংগঠনগুলোতে শুধু ভোট বিদায় নিয়েছে তা নয়, বিনা ভোটের কমিটিতে ব্যবসায়ী সংগঠনের নেতা হচ্ছেন আওয়ামী লীগের পদধারীরা। এফবিসিসিআইয়ের দুজন সহসভাপতিই সরকারি দলের নেতা। জেলার ব্যবসায়ী সংগঠনগুলোর কমপক্ষে ২০ টির সভাপতি পদে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা স্থান পেয়েছেন। অনেক কমিটির শীর্ষ পদটিতে আওয়ামী লীগের নেতাদের স্বজনেরা আসীন হয়েছেন।

সরকারের ব্যবসায়ী শাখা এফবিসিসিআই
এফবিসিসিআইতে কে সভাপতি ও সহসভাপতি হবেন, তা ঠিক করে দেয় সরকার। ফলে বিগত বেশ কয়েকটি নির্বাচনে সভাপতি পদে সরকার-সমর্থিত প্রার্থীর বিপরীতে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। এমনকি সহসভাপতির দুটি পদেও নেতা ঠিক হয়েছে সরকারের আশীর্বাদে। ব্যবসায়ী মহলের আলোচনাই হচ্ছে এফবিসিসিআই কার্যত সরকারের ব্যবসায়ী শাখা।

সংগঠনটির সর্বশেষ নির্বাচনে বর্তমান কমিটির সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। এমনকি বরাবরের মতোই সংগঠনটির সভাপতি ও দুজন সহসভাপতি হয়েছেন সরকারের আশীর্বাদ পেয়ে। তাঁদের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। বর্তমান দুই সহসভাপতির একজন যুবলীগের নেতা শেখ ফজলে ফাহিম। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। অন্যজন সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

এফবিসিসিআইয়ের সর্বশেষ সাতজন সভাপতির ছয়জনই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত। সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, প্রয়াত আনিসুল হক আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হয়েছিলেন। আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ইউসুফ আবদুল্লাহ হারুন আওয়ামী লীগের সাংসদ। আরেক সাবেক সভাপতি সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা। অন্যদিকে আবদুল আউয়াল মিন্টু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।

দেখা গেছে, স্থগিত হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা প্রায় সবাই ছিলেন ব্যবসায়ী। বিএনপির প্রার্থীও ব্যবসায়ী।

হলফনামা বিশ্লেষণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ২০১৪ সালে জানায়, দশম সংসদের সাংসদ হওয়া ১৭৫ জনের পেশা ব্যবসা। ফলে সংসদে ব্যবসায়ীদের হার এখন ৫০ শতাংশ।

জেলা চেম্বার ভোটহীন, কমিটিতে দলীয়রা
এফবিসিসিআই ও বড় বড় পণ্যভিত্তিক সংগঠনের নির্বাচনে নেতা হতে যেমন সরকারের আশীর্বাদ লাগে, তেমনি জেলা চেম্বারের নেতা হতে স্থানীয় আওয়ামী লীগের নেতার সুদৃষ্টির প্রয়োজন হচ্ছে। অবশ্য নিজে আওয়ামী লীগের নেতা হলে ভোট ছাড়াই সভাপতি হওয়া যাচ্ছে।

বরিশাল চেম্বারের সাইদুর রহমান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ভোট ছাড়াই সভাপতি হয়েছেন। ভোলা চেম্বারের আবদুল মমিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান। তিনিও ভোট ছাড়া কমিটিতে এসেছেন। কুমিল্লা চেম্বারের মাসুদ পারভেজ খান জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। এই চেম্বারে দীর্ঘদিন ভোট হয় না। ঝিনাইদহ চেম্বারের সাইদুল করিম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনিও ভোট ছাড়া সভাপতি। কুষ্টিয়া চেম্বারের রবিউল ইসলাম জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তিনি আবার জেলা পরিষদের চেয়ারম্যান। দুবার ভোট ছাড়া সভাপতি হয়েছেন। সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা জেলা যুবলীগের আহ্বায়ক। তাঁর কমিটিতেও ভোট হয়নি।

আওয়ামী লীগের বাইরে জেলা চেম্বারের সভাপতি পদে সংসদে বিরোধী দল ও সরকারের অংশ জাতীয় পার্টির নেতা আছেন পাঁচটি চেম্বারের সভাপতি পদে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা আছেন পাঁচটি চেম্বারের প্রধান হিসেবে।

ভোটাভুটি না হওয়ার বিষয়ে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ভোটের মাধ্যমে সবকিছু হওয়া সব সময় ভালো জিনিস। কিন্তু অনেক সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যায়। এ ক্ষেত্রে কেউ যদি ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে অন্যকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেয়, সেটা সঠিক নয়।

পণ্যভিত্তিক সংগঠনেও ভোট হয় না
সাড়ে সাত বছর ধরে বিকেএমইএর সভাপতি পদ আঁকড়ে আছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান। ২০১২ সালের পর থেকে ব্যবসায়িক সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন হচ্ছে না। বিকেএমইএর কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর। তখন সভাপতি পদ ধরে রাখতে কৌশলের আশ্রয় নেন সেলিম ওসমান। নারায়ণগঞ্জে সংগঠনের প্রধান কার্যালয় বিকেএমইএ কমপ্লেক্স নির্মাণের অজুহাত দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কমিটির মেয়াদ ছয় মাস করে দুই দফা বাড়িয়ে নেন সেলিম ওসমান। এরপর সর্বশেষ গত সেপ্টেম্বরে নতুন করে দুই বছরের জন্য সভাপতি হয়েছেন সেলিম ওসমান।

দেশের শীর্ষ রপ্তানি খাত পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএতে সর্বশেষ ২০১৩ সালে ভোট হয়েছিল। তারপরই সমঝোতার ভিত্তিতে সংগঠনটির দুই পক্ষ-সম্মিলিত পরিষদ ও ফোরাম বিজিএমইএর নেতৃত্ব ভাগাভাগির বিষয়ে চুক্তি করেন। ফলে এখানেও আর ভোট হয় না। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানোর পর চলতি মাসে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান কমিটির মেয়াদই এক বছর বাড়িয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ফলে দুই বছরের জন্য গঠিত কমিটি শেষ পর্যন্ত সাড়ে তিন বছর দায়িত্ব পালন করবে।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবে আগে উৎসবমুখর পরিবেশে ভোটাভুটি হতো। ২০১৪ সাল থেকে রিহ্যাবে ভোটাভুটি হয় না। সমঝোতার মাধ্যমেই দ্বিতীয় মেয়াদে সভাপতি পদে আছেন আলমগীর শামসুল আলামিন। বর্তমান কমিটির মেয়াদ নতুন করে ছয় মাস বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানালেন একজন নেতা।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালকের (ডিটিও) কার্যালয় অর্থাৎ ডিটিও অনুবিভাগ বিদ্যমান ১৯৬১ সালের বাণিজ্য সংগঠন অধ্যাদেশে দেওয়া ক্ষমতাবলে সংগঠনগুলোর মেয়াদ একের পর এক বাড়াচ্ছে।

জানতে চাইলে ডিটিও মো. ওবায়দুল আজম প্রথম আলোকে বলেন, ‘ভোটাভুটির পরিবর্তে সমঝোতার বিষয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো দরখাস্ত এলে মন্ত্রণালয় যাচাই করে তার অনুমোদন দেয়। মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রেও তাই করা হয়। এখানে মন্ত্রণালয়ের নিজের স্বার্থের কিছু নেই।’

ভোট উধাও হওয়ায় মূলত ক্ষতি হচ্ছে সাধারণ ব্যবসায়ীদেরই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের আশীর্বাদে নেতা হওয়া ব্যবসায়ীদের কাজ সরকারকে কাজে সমর্থন দেওয়া। ব্যবসায় পরিবেশের উন্নতি রাজনৈতিক মদদপুষ্ট অথবা সমর্থনপুষ্ট ব্যবসায়ী সংগঠনের অগ্রাধিকারে থাকে না। তারা নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে। ফলে এসব সংগঠন নীতিনির্ধারণে প্রভাব ও গুরুত্ব ক্রমেই হারিয়ে ফেলছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, দেশে বৈষম্যের সুযোগে সমাজের একটি অংশ এখন অর্থবিত্তের মালিক হয়েছে। এর কিছু অংশ ব্যবসায়ী, কিছু অংশ রাজনৈতিক নেতা। তাঁদের মধ্যে ঐক্য তৈরি হয়েছে, যার উদ্দেশ্য রাজনীতিকে প্রভাবিত করা। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জনগণের প্রতি আগের মতো অঙ্গীকার নেই। এ কারণে অর্থশালী রাজনৈতিক পক্ষ ও ব্যবসায়ী পক্ষের মধ্যে এই ঐক্য সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলো থেকে ভোট বিদায় রাজনৈতিকীকরণের অংশ কি না, জানতে চাইলে তিনি বলেন, তারা যেভাবে শক্তি অর্জন করা যায়, সেভাবেই করবে।

  • প্রথম আলো /৬-৩-১৮

দুর্নীতির সব রেকর্ড ছাড়িয়েছে দেশ - নাগরিক ঐক্য

* দেশে চলছে নির্বাচিত স্বৈরশাসন, র‌্যাগিংয়ের দায়ে ছাত্রলীগের বহিষ্কৃতদের কেউ দাড়িওয়ালা ছেলেকে দিয়ে এটা ঘটিয়েছে কিনা দেখতে হবে -ডা. জাফরুল্লাহ 

* ঝুঁকিতে ব্যাংক খাত, দুর্নীতির মাধ্যমে ব্যাংকের টাকা বিদেশে পাচার হচ্ছে -সালেহউদ্দিন আহমেদ 

* দুর্নীতিবাজদের পেছনে রয়েছে রাজনৈতিক মহাশক্তিশালী ক্ষমতাবানরা -আনু মুহাম্মদ



জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, দেশে নির্বাচিত স্বৈরশাসন চলছে । দেশে দুর্নীতির সব রেকর্ড ছাড়িয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়ায় সর্বত্র দুর্নীতি ঢুকে পড়েছে। দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হলে বদলাতে পারে পরিস্থিতি। নইলে জনগণকে আরও খেসারত দিতে হবে।

নাগরিক ঐক্য আয়োজিত ‘দুর্নীতি’ শীর্ষক এক সেমিনারের আলোচকরা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, এম হাফিজ উদ্দিন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, গবেষক গওহর নাঈম ওয়ারা প্রমুখ। সেমিনারে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাগরিক ঐক্যের সদস্য জাহেদ-উর-রহমান।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গণতন্ত্র না থাকায় দেশে বাকস্বাধীনতা ও জবাবদিহিতা বলতে কিছু নেই। সরকার সব ক্ষমতা কুক্ষিগত করায় দুর্নীতি লাগামহীন হয়ে পড়েছে। দুর্নীতি প্রতিরোধ করতে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। তারা বলেন, দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি দিতে হবে। একই সঙ্গে তাদের পেছনের খেলোয়াড়দেরও শাস্তি নিশ্চিত করতে হবে। এ কাজগুলো করতে হলে দুর্নীতিবাজদের তাড়িয়ে ভালো লোকজনকে সামনে নিয়ে আসতে হবে।

সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, দেশে নতুন শক্তি হিসেবে দুর্নীতির আবির্ভাব হয়েছে। দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠায় আমাদের পুলিশ, আমাদের কর্মকর্তারা সাহায্য করছেন। দেশের শান্তি বিনষ্ট হচ্ছে। রাজনৈতিক দলগুলো আলোচনা করে শান্তি আনতে পারে। তিনি আরও বলেন, রাজনীতিতে উগ্র বামপন্থীদের প্রভাব ব্যাপক। তারা আমাদের রাজনীতি ধ্বংস করে দিচ্ছে।

এম হাফিজ উদ্দিন খান বলেন, দেশে নাগরিকরা কোনো কথা বলছেন না। সব কথা বলছে সরকার। সরকার বলছে, সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভাঙা যাবে না, সেনা মোতায়েন করা যাবে না। কারণ এসব সংবিধানে নেই। সরকার যখন বলে প্রশ্ন ফাঁস আগেও হয়েছে তখন প্রশ্ন ফাঁস ঠেকানো যাবে না। তিনি মনে করেন, বড় ধরনের গণআন্দোলন ছাড়া দেশকে এ পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব নয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, সব দুর্নীতির মূল কারণ সরকার। দুর্নীতির কারণে দেশের অবস্থা ভালো না। তিনি বলেন, বড় প্রকল্পে বড় দুর্নীতি হচ্ছে। সেগুলোয় দুর্নীতির বিষয় খতিয়ে দেখা দরকার। বিশিষ্ট লেখক অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, র‌্যাগিংয়ের দায়ে ছাত্রলীগের বহিষ্কৃতদের কেউ হাবাগোবা দাড়িওয়ালা ছেলেকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং খাত আগে অনেক ভালো ছিল। বর্তমানে অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। ব্যাংকের টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে। রাজনৈতিক কারণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেয়ায় ব্যাংক খাতে দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সাবেক এ গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের অনেক শক্তিশালী নর্মস রয়েছে। সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। ফলে ব্যাংক খাত ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যাংক ধ্বংস হলে সব ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্নীতিবাজদের শাস্তি না দিয়ে শুধু ওএসডি করে নিশ্চিন্তে অবসরে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। তাদের ওএসডি না করে শাস্তি দিন। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করুন। এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাওয়ার কোনো বিকল্প নেই।

তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার মেগা প্রজেক্ট চালু করছে। প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। আর এই দুর্নীতি অবাধ রাখতে দেশে স্বৈরশাসন কায়েম করে জবাবদিহিতা ও বাকস্বাধীনতা বন্ধ করে দিচ্ছে সরকার। তিনি আরও বলেন, যারা টাকা পাবে তাদেরই যদি বাজেট তৈরি করতে দেয়া হয়, তাহলে দুর্নীতি থামানো যাবে কী করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, বিচার ব্যবস্থায় ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন কুক্ষিগত করা হয়েছে। আদালতের কী অবস্থা তা সবার জানা। নিু আদালত এবং উচ্চ আদালতে কী হয় তা বলার অধিকার আইন দিয়ে খর্ব করা হয়েছে।

গবেষক গওহর নাঈম ওয়ারা বলেন, আমাদের দেশে ফাঁক রেখে আইন করা হয়। প্রক্রিয়াগতভাবে দুর্নীতি আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে। এই যে নির্বাচনের বছর এলেই নানারকম আন্দোলন, দাবি-দাওয়া আমরা এই প্রেস ক্লাবের সামনেই দেখি। এই দাবি-দাওয়া একটি সুনির্দিষ্ট জায়গায় যাওয়ার কথা ছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যর্থ হওয়ার কারণেই আমরা রাস্তায় আন্দোলন দেখতে পাই। আমাদের কর্মকর্তারা প্রকল্পের কাজ খুব ভালোবাসেন। কারণ, সেখানে দুর্নীতি করা যায়। প্রকল্পে বদলি করা হলে কর্মকর্তারা খুশি হন। কিন্তু কুতুবদিয়ায় পাঠানো হলে তাদের মন খারাপ হয়।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, জাফর ইকবালের ওপর হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন- এগুলো যারা করে তারা বিপথগামী, এটা করে বেহেশতে যাওয়া যায় না। খুন-জখম করে বেহেশতে যাওয়া যায় না ঠিকই, তাহলে ক্রসফায়ার করে কীভাবে বেহেশতে যাওয়া যায়? মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়, মাসের পর মাস খোঁজ থাকে না। ছয় মাস এক বছর পর লাশ পাওয়া যায়। কার বা কাদের নির্দেশে ক্রসফায়ার হয়? দেখতে দেখতে সবার ভেতর একটা ভয় ঢুকে গেছে। তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচন করে তারা গায়ের জোরে ক্ষমতায় আছে। আজ যদি আমরা কথা বলতে পারি, সারা দেশে যদি আমাদের কথা বলতে দেয়া হয়, তবে আশা করি ছয় থেকে এক বছরের মধ্যে কথার কারণেই এ সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। কিন্তু তারা এ কথা বলতে দেয়াকেই ভয় পায়।


  • Courtesy: The Daily Jugantor Mar 06, 2018

নির্বাচনের ঠিক আগে ব্যাঙ্কের বাইরে নগদ টাকার পাহাড়!


খলিলুর রহমান  


ব্যাংকে আমানত রাখা মানুষের টাকা যখন ব্যাংক খেয়ে ফেলছে আর আমানতদারদের ব্যাংকে আস্থা ক্ষীণ হচ্ছে, তখন স্বাভাবিক ও অস্বাভাবিকভাবে ব্যাঙ্কের বাইরে নগদ টাকার সরবরাহ বাড়ছে। ব্যাঙ্কের আমানত নানা ব্যাঙ্কে খেয়ানত হওয়া ও বিশেষ করে দীর্ঘ মেয়াদি আমানতে সুদের হার ক্রমান্বয়ে কমার কারণে আমানতকারীরা ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছে। সাধারণ সঞ্চয়কারীদের সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগের প্রবণতা বজায় থাকলেও এখাতেও সুদ কমেছে। এই  সঞ্চয় সার্টিফিকেট খাত থেকে সরকার বাড়তি হারে ঋণগ্রহণ করছে। মূলধন যন্ত্রপাতি খাতে ওভারইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং-এর মাধ্যমে মূলধন পাচার নতুন কিছু নয়। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর গত ২৭ তারিখের শীর্ষ সংবাদ কাহিনীতে বলা হচ্ছে দেশের ব্যাংকব্যবস্থার বাইরে নগদ টানা ২০১৬ সালে গত নভেম্বর মাসেই ১৫৬.১১ বিলিয়ন বা ১৪.০৬ শতাংশ বেড়ে ১১১২.৪২ বিলিয়ন থেকে ঐ মাসেই দাঁড়ায় ১১১২.৪২ বিলিয়ন টাকা। এ তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষজ্ঞরা এঅর্থ আগামী নির্বাচনে অপব্যবহারের আশঙ্কা করছেন। ২০১৬-র ডিসেম্বরে এই টাকার পরিমাণ দাঁড়ায় ১১১৩.৫৩ বিলিয়ন।

অন্যদিকে, ব্যাংক আমানত পড়তেই থাকে। এটা কমে আসে ডিসেম্বর ২০১৬-র  ১৩.১৩ শতাংশ থেকে ডিসেম্বর ২০১৭-র ১০.৬২ শতাংশে। আর ঋণ প্রদান বেড়ে যায় ২০১৬-র ৩১ ডিসেম্বরে তার আগের  পঞ্জিকা বছরের ১৫.৯৮ শতাংশ থেকে উঠে যায় ১৮.১০ শতাংশে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা  ব্যাংকের বাইরে কারেন্সি মজুত গড়ে তোলা, মূলধন ও অন্যান্য সামগ্রী আমদানি খাতে নানা কৌশল ও কারচুপি, অনানুষ্ঠনিক  মূদ্রাবাজার বা কার্ব মার্কেট থেকে ডলার কিনে অনানুষ্ঠানিক , অবৈধ বা কালো চ্যানেলে বা হুণ্ডিতে বিদেশে অর্থ পাচার - এধরনের কারণ দেখান। বস্তুত মানি লণ্ডারিং রোধে আইন প্রধানত টেরর মানির প্রবাহ রোধে করা হলেও বিদেশে অর্থপাচার বেধড়ক চলছে নানা পথে। বন্ধ হচ্ছে না কিছুতেই। তা নাহলে সুইস ব্যাংকে বাংলাদেশীদের এতো অর্থ গিয়ে ওঠে কীভাবে। এক্ষেত্রে সরকার শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন বা এটা তাদের ইচ্ছাকৃত। বলা হচ্ছে, এই বিপুল টাকা ইচ্ছাকৃতভাবেই ব্যাঙ্কিং চানেলের বাইরে রেখে দেওয়া হয়েছে আগামী সাধারণ নির্বাচনে ব্যয় করার জন্য।

এক্সপ্রেস রিপোর্টে আরও বলা হচ্ছে, এজন্য থাইল্যাণ্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারত ছাড়াও আরও কয়েকটি দেশে বাংলাদেশী ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট মজুত করার জন্য অননানুষ্ঠনিক  বাজার কাজ করছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহারের এই  অশুভ সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। গণমাধ্যম ও সচেতন জনগণকে এই ব্যাপারে জোরালোলো ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশি শ্রমিক নিয়োগে ফের কুয়েতের নিষেধাজ্ঞা


বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব উপসাগরীয় অঞ্চলের উত্তরের দেশ কুয়েত। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ খালিদ আল জাররাহ সোমবার, মার্চ ৫, বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। 

একই সঙ্গে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। 

একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে আরব উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত এজেন্ট, দালালরাও জড়িয়ে থাকে। ফলে কেউ কেউ অনেক সময় প্রতারণার শিকার হন। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান বলছে, ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ শুরু করে কুয়েত; যা ২০০৭ সাল পর্যন্ত অব্যাহত ছিল। এ সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কমপক্ষে ৪ লাখ ৮০ হাজার বাংলাদেশি কর্মে যোগ দিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দেশটিতে পাড়ি জমানোর পর অবৈধ কাজে জড়িয়ে পড়ার অভিযোগে ২০০৭ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ করে কুয়েত। ২০১৪ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারো বাংলাদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নেয় দেশটি। 

২০১৬ সালের মে মাসে গোয়েন্দা প্রতিবেদনে অনিয়মের তথ্য উঠে আসার পর আবারো বাংলাদেশে থেকে পুরুষ গৃহকর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কুয়েত। পরে কুয়েত সরকার দেশটির নাগরিকদের বিদেশি শ্রমিক নিয়োগে নতুন শর্ত আরোপ করে। ওই সময় বলা হয়, প্রত্যেক কুয়েতি নাগরিক যদি কোনো দেশের একজন পুরুষ গৃহকর্মী নিযুক্ত রাখেন; তাহলে ওই দেশের আর কোনো শ্রমিককে নিয়োগ দিতে পারবেন না। নতুন শর্তে বলা হয়, নিয়োগদাতার অবশ্যই নিজস্ব বাড়ি থাকতে হবে কুয়েতে। ২০১৬ সালে কুয়েতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ছিল ২ লাখ।
  • তথ্যসূত্রঃ মানবজমিন 

বেগম জিয়ার বিচার, বাকশালীকরণের পথে আওয়ামী লীগ



রাতুল চৌধুরী 

রায়ে সেই প্রশ্নবোধক (?) চিহ্ন হয়ে গেলো  দাঁড়ি ! 


বুধবার, ফেব্রুয়ারি ২১, দলের প্রেসব্রিফিং এ বলেছেন,  বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জিয়া অরফ্যনেজ ট্রাস্ট মামলার রায়ের বিষয়ে তাদের  দলের আগের বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়েছে। আদালত বেগম জিয়ার বক্তব্যকে বিকৃত করে সেটাকেই তাঁর বিরুদ্ধে কাজে লাগিয়েছেন। আদালতে বেগম জিয়া বলেছিলেন, ‘...ছাত্র ও শিক্ষকদের হত্যা করা হচ্ছে। এগুলি কী ক্ষমতার অপব্যবহার নয়? ক্ষমতার অপব্যবহার আমি করেছি?’ রায়ে সেই প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেলো - দাঁড়ি। এ কাজটি তাঁর ইচ্ছাকৃত ও সরকার প্রধানকে খুশি করার জন্য। তিনি বলেছেন , এটি বিচারক ড. আক্তারুজ্জামানের জুডিশিয়াল ফ্রড। সরকার যে বিচার ব্যবস্থাকে তাদের পদলেহী করে তুলেছেন। এটি তার সর্বশেষ দৃষ্টান্ত। দেশের গোটা বিচার ব্যবস্থাকে পদদলিত করা হয়েছে। 

উদ্বেগজনকভাবে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বৃদ্ধি 

বাংলাদেশের মানবাধিকার নিয়ে বার্ষিক প্রতিবেদন ২০১৭/১৮ এ মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, উদ্বেগজনকভাবে বাংলাদেশে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে প্রধান বিচারপতির সভাপতিত্বে সুপ্রিম কোর্টের একটি আদেশে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করা হয়। ওই সংশোধনীতে বিচারকদের বিরুদ্ধে অসদাচরণ ও  অযোগ্যতার অভিযোগ আনা হলে পার্লামেন্টকে অভিশংসনের ক্ষমতা দেয়া হয়েছিল। প্রধান বিচারপতি ওই সংশোধনী বাতিল করে দেয়ার পর তার সমালোচনা হয় সরকারের পক্ষ থেকে । এরই পরিপ্রেক্ষিতে নভেম্বরে প্রধান বিচারপতির পদ ত্যাগ করেন এস কে সিনহা। এর ফলে দেশ এমন একটি পরিস্থিতিতে ধাবিত হয়, যাতে ইঙ্গিত মেলে নির্বাহী বিভাগ বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে। 

৬৩২ পৃষ্ঠা হয়ে গেলো ১১৬৮ পৃষ্ঠা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৮, বেগম জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায়   পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়।  রায় ঘোষণার ১১দিন পর ফেব্রুয়ারি ১৯, বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা রায়ের সার্টিফায়েড কপি হাতে পায়। যদিও রায় ঘোষণার পরপরই সার্টিপায়েড কপি হাতে পাওয়ার কথা। সুপরিকল্পিত ভাবে প্রায় দুই সপ্তাহ বিলম্ব ঘটানো হয়। গণমাধ্যমে রিপোর্ট আসে বিচারক নাকি রায় এডিট করছেন। ১১৬৮ পৃষ্ঠার এ রায়ের সার্টিফায়েড কপি দেন আদালতের পেশকার মোকাররম হোসেন বেগম জিয়ার আইনজীবীদের হাতে। ১১৬৮ পৃষ্ঠার এ রায়ের সার্টিফায়েড কপির সঙ্গে আদেশ যোগ হয়েছে আরও ৬ পৃষ্ঠা। যদিও রায় ঘোষণার সময় বলা হয়েছিল এটি পুরো রায়টি ৬৩২ পৃষ্ঠার।  

তিন দিনের মধ্যে বেগম জিয়াকে জামিন দেয়ার কথা -  ড. কামাল 

ফেব্রুয়ারি ১৫, জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনায়  বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এই ব্যাপারে বিস্ময় প্রকাশ করে বলেছেন, তিন দিনের মধ্যে তাকে (বেগম জিয়াকে) জামিন দেয়ার কথা। অথচ বলা হচ্ছে রায় সংশোধন করা হচ্ছে। অবাক লাগছে। রায় দেয়া হয়ে গেছে তবে কপি দেয়া যাচ্ছে না, কারণ কপি সংশোধন করা হচ্ছে। এই যে কপি দেব কপি দেব বলা হচ্ছে ... কী প্রহসন হচ্ছে..। আইনকে নিয়ে খেলা করা হচ্ছে। 

এখন নথি… ইচ্ছাকৃত বিলম্ব 

বেগম জিয়া জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করলে, আদালত দুইদিন শুনানি শুনে বিচারিকে আদালতকে নথি পাঠাতে বলে। সেই নথি এখন দেশজুড়ে বড় আলোচনার বিষয়। মুক্তিযোদ্ধা  ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সদরঘাট থেকে ঢাকা হাইকোর্ট যাতায়াতে ডিজিটাল যুগে কয় ঘণ্টা সময় লাগে তা আমাদের জানা। বিচারিক আদালত থেকে বেগম জিয়ার রায়ের কপি হাইকোর্টে পৌঁছুতে কোনোভাবেই এত সময় লাগার কথা নয়! এটা অনেকটা ইচ্ছাকৃত বিলম্ব।’ 

কাজেই, এই রাষ্ট্রযন্ত্র সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে দেশের একজন সাধারণ নাগরিকের সমান অধিকারও পাচ্ছেন না। 

তা এখন বিনাভোটের সরকারের ফরজ কাজ হলো ‘মাইনাস ওয়ান’ ফর্মূলা বাস্তবায়ন। দরকার হলে তারেক ও জুবাইদা রহমানকে ফাঁসাতে হবে। তার আলামত এখনই দেখা যাচ্ছে।  বিচারবিভাগের উচ্চ বিচারক যারা বেগম জিয়ার মামলা দেখবেন তাদের ব্যক্তিগত পটভূমি থাকছে কট্টর আওয়ামী লীগারের । আওয়ামী লীগের দেশের নব বাকশালীকরণ ফ্যাসিবাদ এখন কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয়।