Search

Tuesday, April 17, 2018

মন্ত্রী মহোদয় জেগে থেকে ঘুমের ভান করেন - জাফরুল্লাহ


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মন্ত্রী মহোদয় যদি জেগে থেকে ঘুমের ভান করেন, তারা না জানার মধ্যেই সব কাহিনী জানেন। সিস্টেম না বদলালে মানুষের চিকিৎসার ক্ষেত্রে দুঃখ দুর্দশা দূর হবে না। বিশেষজ্ঞরা মনে করেন, সেবার মান বাড়াতে জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসার সুযোগ বাড়ানোর পাশাপাশি সব সরকারি হাসপাতালের বহির্বিভাগে সেবা দেওয়ার সময় বাড়াতে হবে।

অসুস্থ রোগীরা চিকিৎসা নিতে গিয়ে সরকারি হাসপাতালে নানা দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষের। নানা ধরনের সংকট আর ভোগান্তির আরেক নাম সরকারি হাসপাতালের বহির্বিভাগ। যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার কথা থাকলেও চিকিৎসকদের সহকারী আর আয়াদের দৌরাত্ন্যে পদে পদে টাকা গুণতে হয় ভুক্তভোগী রোগীদের। চিকিৎসকের দেখা পেতেও অসুস্থ রোগীদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বিশেষজ্ঞদের মতে সিস্টেম না বদলালে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে না।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত রোগীর চাপে তারা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তবে বিশ্লেষকরা বলছেন, অনেক চিকিৎসা কর্মীদের মধ্যেই সেবা দেয়ার মানসিকতার অভাব রয়েছে।

হাড়ভাঙা রোগীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত জাতীয় অর্থোপেডিক হাসপাতালের বহির্বিভাগের প্রতিদিনের চিত্র হলো সেখানে বিনামূল্যে সব সেবা দেওয়ার কথা থাকলেও টাকা ছাড়া কোন কিছুই মেলে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

দূর্ঘটনায় হাত-পা ভেঙে বহু কষ্টে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আছে প্রতিদিন অসংখ্য রোগী। নিয়ম অনুযায়ী গাড়ি থেকে নামার পরই রোগীদের হাসপাতালের ট্রলি বা হুইল চেয়ার পাওয়ার কথা।

ভাঙা পায়ের চিকিৎসা করাতে আসা এক নারী বলেন, ‘বাইরে থেকে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছি। ট্রলি চেয়েছিলাম কিন্তু তারা বলেছে, ট্রলি নেই।

এক রোগীর স্বজন জানান, সিরিয়ালের দাঁড়াতে গেলে টাকা, এক্স-রে করতে গেলে টাকা, যেখানে যাই সেখানেই শুধু টাকা।

শুধু এই হাসপাতাল নয়, রাজধানীর ১৮টি সরকারি হাসপাতালে বহির্বিভাগের অবস্থা একই। সব জায়গাতেই চিকিৎসকের সহকারী কিংবা আয়াদের দৌরাত্ম্য।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে সাধ্যের চেয়ে বেশী দিয়েও সমস্যার সমাধান করা যাচ্ছে না।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম বলেছেন, আমরা তাদের চাহিদা পূরণ করতে পারছি না। আমাদের অবকাঠামো, ডাক্তার, ওয়ার্ড বয়, আয়া, নার্স-এসব যদি পর্যাপ্ত দেওয়া হয় তাহলে হয়তো আমরা পর্যাপ্ত সেবা দিতে পারবো।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেছেন, একজন ডাক্তারকে বহির্বিভাগে প্রতিদিন ৩’শ থেকে ৪’শ রোগী দেখতে হয়। এক মিনিট করে কি একটা রোগী দেখা সম্ভব? অতএব চিকিৎসকের অনেক পদ সৃষ্টি করতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অর্ধেকের বেশি রোগী এই হাসপাতালে আসাই উচিৎ ছিলো না। এগুলি উপজেলায় বা জেলায় চিকিৎসা হতে পারে। আউটডোরে ডাক্তারকে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কষ্ট করে বসে থাকতে হবে। সিস্টেম না বদলালে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে না। মন্ত্রী মহোদয় যদি জেগে থেকে ঘুমের ভান করেন তাহলে তো হবে না। তারা না জানার মধ্যেই সব কাহিনী জানেন।

দেশে এ মুহূর্তে ১৬ কোটি মানুষের জন্য মোট সরকারি হাসপাতাল আছে মাত্র ১২৪টি। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৪২৫ ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে ৪৮৬০টি।

  • Courtesy: আমাদের সময়.কম /Apr 17, 2018

আংশিক সত্য, অসত্যের চেয়ে ভয়ঙ্কর

গোলাম মোর্তোজা


সেই বহু পুরনো কথা ‘গ্লাস অর্ধেক ভরা না অর্ধেক খালি’। যেভাবেই দেখেন কোনোটাই অসত্য নয়। দৃষ্টিভঙ্গির বিষয় অবশ্যই।

এই দৃষ্টিভঙ্গির ব্যাখ্যায় অধিকাংশ ক্ষেত্রে অতি সরলিকরণ করা হয়ে থাকে। ধারণা দেয়ার চেষ্টা হয় ‘অর্ধেক গ্লাস খালি’ বলা মানে আপনি একটি বিষয় নেতিবাচকভাবে দেখছেন।’অর্ধক গ্লাস ভরা’ বললেই আপনি ইতিবাচক বা আশাবাদী মানুষ। এই গ্লাস ‘খালি’ এবং ‘ভরা’র সঙ্গে সত্য এবং অসত্যের যে সম্পর্ক আছে, সরলিকরণ ব্যাখ্যা তা পাশ কাটিয়ে যাওয়া হয়। বাংলাদেশের সমাজ- রাজনীতির প্রেক্ষিতে বিষয়টি দেখার চেষ্টা করা যাক।

১. বাংলাদেশ জনসংখ্যাগতভাবে একটি সুবিধাজনক অবস্থায় আছে। মোট জনসংখযার ৬৬ শতাংশ মানুষ কর্মক্ষম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক হিসেবে সুনির্দিষ্ট করে বলা হয়েছে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় ১১ কোটি। বিষয়টি ভেবে দেখেন, ১৬ কোটি মানুষের মধ্যে ১১ কোটি মানুষ কাজ করতে সক্ষম। পৃথিবীর যে সমস্ত দেশ উন্নত হয়েছে, তাদের প্রায় সবাই জনসংখ্যার এই সুবিধাজনক সময়টা অতিক্রম করেছে। ইউরোপের প্রায় সব দেশ, এশিয়ার জাপান,দক্ষিন কোরিয়াসহ অনেক দেশের নাম বলা যায়।বর্তমানে বাংলাদেশ এমন সুবিধাজনক একটি অবস্থায় আছে। একটি দেশের এমন সুবিধাজনক অবস্থা থাকে সাধারণত তিন দশক।আজকের যে জনসংখ্যা সম্পদ, তিন দশক পরে গিয়ে তা দায়ে পরিণত হতে শুরু করে। যেমন জাপানে এখন বয়স্ক মানুষ অর্থাৎ কাজ করার সক্ষমতা নেই, এমন মানুষের সংখ্যা অনেক বেশি।কিন্তু তারা কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। ফলে অর্থনীতির আগের সেই গতি না থাকলেও টিকে আছে।

৬৬ শতাংশ বা প্রায় ১১ কোটি মানুষ কর্মক্ষম, রিজার্ভ- অর্থনীতি- প্রবৃদ্ধির অংকও সবল। কিন্তু সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় সাড়ে ৪ কোটি মানুষের কাজ নেই। যদিও তাদের কাজ করার সক্ষমতা আছে। এই পরিসংখ্যান সামনে আনলেই বলবেন,সাড়ে ৬ কোটি মানুষের তো কাজ আছে । গ্লাস অর্ধেক ভরা, সেভাবে দেখেন। হ্যাঁ,সেভাবে দেখা যায়। এই তথ্য তো অসত্য নয়। সাড়ে ৪ কোটি মানুষের কাজ নেই, এই তথ্যও তো অসত্য নয়। প্রত্যাশাটা কী, সব মানুষের কর্মসংস্থান হবে। দেশের সব মানুষের ভাগ্যের বদল হবে। ‘দিন বদল’র শ্লোগাণে তো তেমনটাই বলা হয়েছিল। এখন শুধু অর্ধেক গ্লাস ভরা দেখতে বলছেন কেন! আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতি বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে। অনিয়ম- নৈরাজ্য বিনিয়োগের একমাত্র কারণ না হলেও, অন্যতম কারণ। এর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়াটা দৃশ্যমান নয়। বিনিয়োগ না হওয়ায় প্রত্যাশিত কর্মসংস্থান হচ্ছে না। কর্মক্ষম বেকারের সংখ্যা বাড়ছে, বাড়ছে বিক্ষুদ্ধতা।

২. সরকারের দৃষ্টিভঙ্গেতেও ভিন্ন চিত্র দেখা যায়।’একটি রোহিঙ্গা পরিবারকে ফেরত নিয়েছে মিয়ানমার’- মিয়ানমার সরকার সংবাদটি ফলাও করে প্রচার করছে। একটি পরবারকে ফেরত নেয়ার বিষয়টিকে বাংলাদেশ বলছে ‘হাস্যকর’। বাংলাদেশ বলছে না যে, অন্তত একটি পরবারকে তো ফেরত নিয়েছে। পরাবারটি নো ম্যানস ল্যান্ডে ছিল। বাংলাদেশ বলছে না যে, পরিবারটিকে বাংলাদেশের ভেতরে না পাঠিয়ে, মিয়ানমার ফিরিয়ে নিয়েছে।এভাবে বললে মনে হতো যে, পরিবারটিকে বাংলাদেশেই পাঠানোর কথা ছিল। বিষয়টি তো তা নয়। বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা  সরকারি হিসেবে ১১ লাখ, অন্যান্য হিসেবে এই সংখ্যা ১৪ লাখও হতে পারে। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের কথা বলছি। যদি ২ লাখও ফেরত নেয়, বাংলাদেশকে বলতে হবে ৯ লাখকে ফেরত নেয়নি।অর্ধেক গ্লাস ভরা তত্ত্ব এক্ষেত্রে দেশের স্বার্থ পরিপন্থী।


৩. দেশের তরুণদের বহু দিনের দাবি প্রচলিত কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে। শুধু তরুণদের নয়, স্বাধীন বাংলাদেশে যে তিনটি কমিটি করা হয়েছিল তারা সবাই সবাই পদ্ধতি বাতিল বা সংস্কারের পক্ষে রিপোর্ট দিয়েছিল। পাবলিক সার্ভিস কমিশনও বর্তমান পদ্ধতির কোটার পক্ষে  না। তরুণরা কোটা বাতিল নয়, সংস্কারের দাবি সামনে আনল। প্রথমে গুরুত্বই দিলেন না। তারা সংগঠিত হতে থাকলো। তাদের পক্ষে বাড়তে থাকল জনমত। তখন থেকেই বলা শুরু হলো, আন্দোলনকারীরা জামায়াত- শিবির- রাজাকার। জাতির বিবেক হিসেবে পরিচিত কেউ কেউ লিখে ফেললেন ‘রাস্তা কেন আটকালো’?’ রাস্তা আটকে মানুষের দুর্ভোগ তৈরি করা খুব খারাপ কাজ, যা করা একদম ঠিক হয়নি।

এক্ষেত্রেও অর্ধেক দেখা না দেখার বিষয় চলে আসে।

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী- চাকুরিপ্রার্থীদের আন্দোলন গত ৮ এপ্রিল শাহাবাগে রাস্তা আটকে শুরু হয়নি। তারা নিয়মাতান্ত্রিক উপায়ে রাস্তা না আটকে মানববন্ধন করেছে।গলায় সার্টিফিকেট ঝুলিয়ে রাস্তা ঝাডু দিয়ে প্রতিবাদ করেছে। স্বারকলিপি দেয়ার চেষ্টা করেছে। সরকার তাদের দিকে ফিরেও তাকায় নি। আন্দোলনটি অনেক দিন ধরে চলছে।

যিনি বা যারা বলছেন ‘রাস্তা কেন আটকালো’ তিনি বা তারা দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলন বা নায্য- যৌক্তিক দাবি বিষয়ে একটি কথা বলেননি, একটি অক্ষরও লেখেননি।

একজন পুলিশ অফিসার আন্দোলনকারীদের বললেন ‘খায়া ফালামু’। কোনো উস্কানি ছাড়া নির্দয়ভাবে লাঠিপেটা করলেন।কয়েক’শ টিয়ারসেল, রাবার বুলেট ছোঁড়া হলো। জলকামানের ব্যবহার চলল। শিক্ষার্থীরা আহত রক্তাক্ত হলেন। এই নিপীডন নির্যাতন চলল সারা রাত ধরে। চলল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে। ‘রাস্তা কেন আটকালো’ বলাওয়ালারা এই নিপীড়ন- নির্যাতনের বিষয়ে নিরব থাকলেন, কোনো কথা বললেন না- লিখলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি হঠাৎ করে জেগে উঠলেন সকালবেলা। ’ভিসির বাড়ি কেন ভাঙ্গচুর হলো’- মানববন্ধন করে ফেললেন। খুব ভালো উদ্যোগ, ভিসির বাড়ি ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অবশ্যই করবেন। ভিসির বাড়ি কারা ভাঙ্গলেন, তদন্ত- শাস্তি খুব জরুরি। ভিসির বাড়ি ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে রাত একটা বা দেরটার দিকে। অদ্ভূত বিষয়, শিক্ষক সমিতি তার ‘আগে- পরে’র কোনো ঘটনা দেখার দেখার প্রয়োজন মনে করেনি। শতাধিক শিক্ষার্থী আহত- রক্তাক্ত হয়ে ঢাকা মেডিকেল গেছে, সেখান থেকেও তাদের পুলিশ ধরে নিয়ে গেছে অনেককে। শিক্ষক সমিতি বা ভিসি বা প্রক্টোরিয়াল বডির নজরেই আসল না বিষয়টি। এই আংশিক দেখাটাই আমাদের সমাজের একটা সাধারণ চিত্র হয়ে গেছে।

৪. দাবি ৫৬ শতাংশ কোটা সংস্কার করে কমিয়ে আনার। শিক্ষকসহ সমাজের গুরুত্বপূর্ণ মানুষের একটা অংশ দেখানোর চেষ্টা করতে থাকলো যে, মূলত মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে। এবং আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি।মুক্তিযোদ্ধারা যে কোটা সংস্কার আন্দোলনের লক্ষ্য নয়, তা বুঝেও না বোঝার ভান করলেন। আন্দোলনকারীদের প্রায় সবাই কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।এই তথ্য জানা থাকলেও, বলতে চাইলেন না।

অসত্য প্রচারণাও চালালেন। গোলাম আযমরা অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া বাংলাদেশের সব মানুষের অবস্থান ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। এবং মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা করতে পারেনি বাংলাদেশের কোনো সরকার। প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকে তালিকায় নেই। যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী এখন মুক্তিযোদ্ধা পরিবারের সংখ্যা ২ লাখ। ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের অধিকাংশই তালিকায় অন্তর্ভূক্ত নয়। ২ লাখ নিপীড়িত নারীদের অল্প কয়েকজন ছাড়া প্রায় সবাই তালিকার বাইরে। যে তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সুবিধা দেয়া হচ্ছে, সেই তালিকাটি বড় রকমের ত্রুটিপুর্ণ। তালিকায় রয়ে গেছে অনেক অমুক্তিযোদ্ধা, কোনো কোনো ক্ষেত্রে রাজাকারও। 

বর্তমান সরকারে সময়ে উদ্যোগ নেয়া তালিকাতেও ঢুকে গেছে জামায়াত- রাজাকার। ভূয়া মুক্তিযোদ্ধা সনদে সুবিধা নেয়া পুলিশ ধরা পড়ছে, ধরা পড়ছে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা সচিবরা। মূলত বাণিজ্য চলছে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে।অর্থের বিনিময়ে সনদ বিক্রির কিছু সংবাদ বের হয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এমন একটি তালিকার ভিত্তিতে সরকারি চাকরির ৩০ শতাংশ কোটা যে কোনোভাবেই থাকা উচিত নয়, যে কোনো বোধবুদ্ধি সম্পন্ন মানুষের তা বোঝার কথা। অথচ এখানে ঘটছে উল্টো ঘটনা। সত্য চাপা দিয়ে অসত্য সামনে এনে, অসততার পক্ষে অবস্থান নেয়া হচ্ছে। অসম্মানিত করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ্য সন্তান মুক্তিযোদ্ধাদের। নায্য দাবির বিপক্ষে যুক্তি দিতে না পেরে, ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের। যে কাউকে বলে দেয়া হচ্ছে রাজাকার। ছাত্রলীগ করা আন্দোলনের নেতাকেও বলে দেয়া হচ্ছে জামায়াত - শিবির। সরকারের একটি অন্যায় বা দুর্নীতির সমালোচনাকে আখ্যা দেয়া হচ্ছে, দেশ বিরোধী ষড়যন্ত্র হিসেবে। প্রচারণা যেন প্রপাগান্ডায় পরিণত হচ্ছে।

৫. শুরুতে বলেছিলাম দৃষ্টিভঙ্গির কথা। অর্ধেক গ্লাস খালি দেখবো, না অর্ধেক ভরা দেখবো। অর্ধেক গ্লাস ভরা দেখতে চাওয়া মানে জ্ঞাত বা অজ্ঞাতসারে অপরাধকে সমর্থন করা। এর সঙ্গে আশাবাদের সম্পর্ক নেই, বিষয়টি এত সরল নয়। আপনার দুটি ভালো চোখের একটি আঘাত করে নষ্ট করে দেওয়া হলো। নিশ্চয় একটি অক্ষত রাখার জন্যে আঘাতকারীকে ধন্যবাদ বা অভিনন্দন জানাবেন না। দুই সন্তানের একজনকে সন্ত্রাসীরা হত্যা করল, আরেকজনকে করলো না। নিশ্চয় অভিনন্দন জানাবেন না, একজনকে হত্যা করেনি বলে। রিজার্ভ থেকে ১০ কোটি ডলার চুরি হয়ে যাওয়ার পর, ৩২ বিলিয়নের বাকিটা চুরি হয় নাই বলে গভর্নরকে ধন্যবাদ বা অভিনন্দন জানাবেন না।

গ্লাসের পুরোটা ভর্তি থাকার কথা, অর্ধেক ভর্তি থাকার কথা নয়। বাকি অর্ধেক অন্যায়ভাবে খালি করা হয়েছে, হচ্ছে। এখানে গ্লাসের পানি মানে শুধু পানি নয়, মানুষের জীবন। বহু আগে, হয়তো বর্বর যুগে বলা যেত ‘যাক তাও তো কিছু একটা হয়েছে’। তখন অর্ধেক গ্লাস ভরা বা আংশিক প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট হওয়ার ব্যাপার কাজ করে থাকতে পারে। বর্তমান পৃথিবীতে এসব পুরনো তত্ত্ব অচল। অচল তত্ত্ব নিয়ে পড়ে থাকলে সমাজবিরোধীরা উৎসাহ পায়। এখন সময় হিসেব নেওয়ার, অর্ধেকের নয়, পুরোটার।


  • Courtesy: Daily Star Bangla/Apr 2018

We need reliable infrastructure, not megaprojects

Abdullah Shibli


Bangladesh newspapers bring me good news and sometimes not so good ones too. In the latter category, I include accounts of tailbacks, road accidents, power failures, and factory fires. While one realises these are but symptomatic of a country that is growing and has underinvested in infrastructure, these problems are not just headaches that you deal with but also have significant economic costs. I do not intend to get into the details of the economic costs of traffic jams or the damages caused by potholes or delayed infrastructure projects. A question that often raises its ugly head is, in our efforts to reach the middle-income status fast, are we selling out on future growth potential? What I am referring to is our focus on short-term gains in terms of GDP growth as we disregard the perennial problem of inadequate investment in infrastructural projects, which often have a longer-term payoff?

Two recent news items in The Daily Star (DS) received a lot of attention. One of them highlighted the deplorable condition of the Dhaka-Chittagong four-lane highway, and the other pertained to a lack of infrastructural investment in Bangladesh. The Dhaka-Chittagong highway costing Tk 3,600 crore was finished in December 2016 but started falling apart after only six months of operation. The cost per kilometre was Tk 25.71 crore or USD 3.13 million, which was higher than the cost in India or China. How does this happen? A prime suspect is corruption, according to Dr Zahid Hussain of the World Bank's Dhaka Office.

Last year, at a roundtable on “Road to 2030: Strategic Priorities” held in Dhaka, participants strongly advocated for greater investment in infrastructure to expedite economic growth. “The amount of spending is inadequate compared to the investment made by peer countries,” said Abul Kasem Khan, president of Dhaka Chamber of Commerce and Industry (DCCI). According to the DCCI, Bangladesh's infrastructure spending stands at only 2.85 percent of GDP, in contrast to 10 percent in Vietnam, 9 percent in China and 5 percent in India, the Philippines, and Sri Lanka. “If Bangladesh wants to attract foreign direct investment and remain competitive it will have to raise investment in infrastructure,” said Khan. At the same conference, Professor Mustafizur Rahman of CPD was critical of cost escalation in infrastructure projects as well as shortage of qualified managers for execution of infrastructure projects.

The picture that emerges from the two cases outlined above, and confirmed by others, is one of a dialectical contradiction between the forces affecting our national aspirations and economic dynamic. We have an unmet need for infrastructure but resources allocated through the budgetary process and private investment are inadequate, misappropriated, or inefficiently spent! The list of problems besetting our large and medium-scale projects, many of which are in infrastructure, includes lack of managerial skills, funding, and poor governance. These failures, almost like a chronic disease, have afflicted our megaprojects including the Padma Bridge project, Rooppur NPP, and Metro Rail, but have not spared other large- and small-scale projects either. It's not premature to raise red warning flags next to the JICA-supported projects in the pipeline, including expansion of Hazrat Shahjalal International Airport, construction and repair of Kanchpur, Meghna and Gumti bridges, Matarbari power plant, and the underground power substations.

It can be argued that not all our infrastructure projects are in bad shape, and some have good performance records. The Jamuna Bridge, the thermal power plants, ICT projects, and some of our road projects have contributed significantly to our economic growth and quality of life. However, it is also true that we could have done better and, to use a technical term, we have not reached our growth potential, as many observers have mentioned.

Bangladesh ranked 114th out of 138 countries in the World Economic Forum's Infrastructure Competitiveness Report 2016-17. The World Bank's Doing Business Report 2018 showed that Bangladesh ranked 177th among 190 economies. According to an OECD report, total global infrastructure investment requirements by 2030 for transport, electricity generation, transmission and distribution, water and telecommunications will come to USD 71 trillion. This figure represents about 3.5 percent of the annual World GDP until 2030. For Bangladesh, which currently invests 2.85 percent, the rate needs to be higher because of the sorry state of our roads, railroads, and bridges.

For Bangladesh to invest 5 percent of its GDP in infrastructure development, as stipulated in the Seventh Five Year Plan, our annual projected outlay ought to be USD 12 billion (Tk 100,800 crore). According to estimates made by DCCI, the total need for infrastructure development is USD 320 billion by 2030, or nearly USD 25 billion a year or 1.5 times the current year's budget. A country's endowment with infrastructure represents a critical factor to sustain economic growth, attract foreign direct investment (FDI) and promote trade. By one estimate, an increase in investment by 1 percentage point of GDP in countries like ours with large infrastructure gaps can raise GDP by 0.4 to 1.5 percent in the following four years.

To sum up, Bangladesh needs infrastructural development, but all of our infrastructure projects run into a problem, known as the “mega project syndrome”. The projects run into many type of difficulties including delays, cost overruns, and possibly technical glitches. The original plans for these projects, whether they are bridges, ports, power plants, roads, transit, construction or skyscrapers, become outdated and then we carry on guided by our “seat of the pants” instincts. Unfortunately, a project management expert, Professor Flyvbjerg of Oxford University has shown that this practice has led to systematic underestimation of the costs and an overestimation bias affecting benefits.

“In order to successfully improve infrastructure in Bangladesh, there must be an increased commitment from the government, in addition to foreign investments. This will ensure that large-scale projects will be funded continuously and in a transparent manner,” according to The Borgen Project, an international NGO.

However, truth be told, there are some sceptics and nobody articulated the sentiment better than British PM Theresa May. “Infrastructure by itself does nothing,” she said. “You can put a bridge between A and B and if nobody's going to use it then, well…” she said, doubtfully. “But if you put up a bridge that allows people to make trips they couldn't otherwise make… out of that can come connections—investment activity which couldn't otherwise happen.” A very keen observation indeed, Madame Prime Minister!

All this suggests that it might be advantageous to scale up our infrastructure investment gradually, simultaneously building capacity and strengthening institutions. In the future, the government may create a separate cadre in the BCS Exam to recruit and groom specialists in project management. From an economic growth perspective, infrastructure is not only an enabling factor for development and for facilitating private investments and competitiveness but can be an attractive investment opportunity in itself. Our private sector can be encouraged to seize upon infrastructure investment opportunities, possibly in private-public partnership, and this calls for an enabling environment for such investment, as BIDA chief himself admitted recently.

Dr Abdullah Shibli is an economist, and Senior Research Fellow, International Sustainable Development Institute (ISDI), a think-tank in Boston, USA.

  • Courtesy: Daily Star/Apr 17. 2018

Taken blindfolded, held for an hour

DB says 3 quota reform leaders 'quizzed'; protesters threaten tougher action if cases not withdrawn in two days


Around 1:30pm yesterday, three leaders of the quota reform movement were in a rickshaw heading towards the Dhaka Medical College Hospital.   

All of a sudden, a group of gun-toting men appeared there, identified themselves as detectives and allegedly dragged the trio into a white microbus. The three were made to wear helmets and at one point “blindfolded” after the vehicle left the place.

The leaders Nurulhaq Nur, Muhammad Rashed Khan and Faruk Hasan are joint conveners of Bangladesh Shadharan Chhatra Odhikar Sangrakkhan Parishad, a platform of students who had been demonstrating for reforms in the country's quota system in civil service.

Nurul is a master's student of Dhaka University English department while Rashed and Faruk are former students of the university's Banking and Insurance department and Institute of Disaster Management and Vulnerability Studies.

All the fellow protesters were in the dark about their whereabouts until detectives admitted detaining and taking the three to the DB office on Minto Road for “questioning”. They were released around 2:30pm.

The way the three were picked up caused a furore among other protesters with many of them comparing the incident with enforced disappearance. Rights organisation Ain o Salish Kendra expressed deep concern over such an “attitude" of the law enforcing agencies.

Although police said they took the three students for verification of some information and “showing them some video clips”, the trio claimed that they were neither quizzed nor shown any videos.

When the three were being picked up in Dhaka, police in Jhenidah interrogated Rashed's father Nabai Biswas, a mason, to know whether the family had any political affiliation, claimed Nabai. He said he was not linked with any political party or its affiliated bodies.

Talking to reports in front of DU Central Library, the trio narrated how they were picked up.

"As soon as we reached near the emergency gate of the DMCH, some people wielding revolvers and identifying themselves as detectives dragged us inside the microbus," Nurul said.

They were made to wear helmets, he said, adding that the plainclothes men brought towels and “blindfolded” them after the vehicle reached Gulistan.

"I thought I was about to die. I asked for forgiveness from the Almighty,” Nurul said.

"We were able to return possibly as many people saw us [being picked up] in front of the Dhaka Medical College Hospital. If that had not happened we doubt whether we could ever come back,” he added.

Asked, Nurul said none of them was assaulted.

Last week, the country witnessed a widespread movement of students of public and private universities across the country, demanding reforms to the quota system.

The protesters blocked key points in the capital and also roads and highways elsewhere for four days to press home their five-point demand, including reducing the quota privilege to 10 percent from 56, crippling the traffic system.

The movement turned violent on April 8 night after police fired tear gas and rubber bullets, used water cannons and charged truncheons to disperse demonstrators who blocked the Shahbagh intersection for over five hours. Clashes continued throughout the night, leaving around 163 people injured.

A group of unidentified youths vandalised the vice chancellor's residence on the campus.

On Wednesday, Prime Minister Sheikh Hasina in parliament announced that there would be no quota in government jobs and asked the students to end the demonstration. The students complied with that.

On April 11, the DU authorities and police filed five cases with Shahbagh Police Station against a huge number of unidentified people. Four of the cases were filed over vandalism, arson and obstructing lawmen from performing their duties and the attack on the VC's residence.

The other case was filed under the Information and Communication Technology Act for spreading rumours online during the movement.

MONDAY’S  INCIDENT
Several leaders from the student platform's central committee were going to restaurants in Chankharpool for lunch. But before that, they wanted to visit their fellow demonstrators who were injured and being treated at the DMCH.

"As soon as we reached near the emergency gate of the Dhaka Medical College Hospital, three to four motorbikes intercepted the rickshaw carrying the three students,” said Bin Yamin, a student who was in another rickshaw nearby.

"Two white microbuses with tinted glasses came and the three were dragged into one of the microbuses,” he said, adding that he along with others present at the scene spread the news.

At the briefing, Nurul said, "We saw hundreds of people in front of Dhaka Medical College Hospital. We screamed for help but none came to our rescue.” 

Nurul claimed that as the blindfold was removed and he opened his eyes, he found himself and the other two in a room. Later, they found that they were at the DB office.

"We were told that we would be quizzed. Some video clips would be shown. They also said there were possibilities of attacks on us. But we were neither shown any video clip nor interrogated," he said.

The officials of the Detective Branch (DB) of Police released them around 2:30pm.

"When the honourable prime minister announced that our demands would be met, we brought out a joyous procession, welcoming the decision. Yet, we are repeatedly being threatened that we will be disappeared and killed,” he said.

Contacted, Debdas Bhattacharya, additional commissioner of DB, said the three students were taken to the DB office to know whether they could give us any information or identify those who attacked the VC's residence.

"They left the DB office after we got the information,” he told The Daily Star.

Replying to a query, Debdas said they did not get any significant information from them.

Asked about the student's allegation that they were dragged into the vehicle and were not asked anything, Devdas said he was not aware of any such incident.

This newspaper called DB (South) Deputy Commissioner Jamil Hasan several times over phone but he did not receive the calls.

RASHED'S FATHER QUIZZED
Rashed's father Nabai lives in a tin-shed house in Jhenidah Sadar's Muraridah village.

The father of three told The Daily Star that he was asked to go to Jhenidah Police Station around 1:30pm.

Asked, he claimed that he did not have any political link. His neighbour Mahmudul Hasan also said he did not see anyone from Nabai's family taking part in any political activities, reports our Jhenidah correspondent.

Emdadul Haque Sheikh, officer-in-charge of the police station, said Nabai was taken there for questioning "following a newspaper report".

In Dhaka, Rashed told the reporters, "They are trying to force my father into confessing that he belongs to Jamaat-Shibir and his son is a Shibir man."

"My father is a day labour. He toiled a lot to send me to this university. He has not committed any crime,” he said.

"What is the fault of my father? Why police hurled abuses at him?” he said in tears.

"And what is our fault?" he said, adding: "I want justice."

Earlier in the morning, the Bangladesh Shadharan Chhatra Odhikar Sangrakkhan Parishad held a press conference, protesting a report by Daily Ittefaq. The report mentioned Rashed as an active Shibir activist.

The parishad leaders claimed that they had no political affiliation and termed the report “baseless and politically motivated”.

Later the newspaper withdrew the report from its online version and apologised for publishing it.

At the briefing, the student leaders also demanded that the authorities concerned withdraw the cases within the next two days. Otherwise, they threatened that they would wage a tougher movement.

They demanded the arrest of the miscreants involved in the attack on the VC's residence and urged not to harass any student in the university dormitories.

  • Courtesy: The Daily Star /Apr 17, 2018

কোটা সংস্কার পক্ষের আইনজীবীকে ছাত্রলীগের হুমকি

কোটা সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন সদ্য আইন পেশায় যুক্ত এক নারী। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত—এমন আট-দশজন যুবকের বিরুদ্ধে তিনি অশালীন আচরণের অভিযোগ এনে রমনা থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) করেছেন।

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাস করা ওই নারী এখন জজকোর্টে আইন পেশা চর্চা করেন। 

গত রোববার তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়েনর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার সুবাদে কোটা সংস্কারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে নামেন। এতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা-কর্মীরা খেপে ওঠেন।

ওই নারী বলছিলেন, ১২ এপ্রিল তিনি তাঁর বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের সঙ্গে ক্যাম্পাসে গিয়েছিলেন। হঠাৎ আট-দশজন ছাত্র তাঁর সামনে এসে দাঁড়ান। তাঁরা ওই বড় ভাইকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর দুজন গিয়ে ওই নারীর পাশে বসেন। অন্যরা তাঁর কাছ থেকে জানতে চান, তিনি কেন কোটা সংস্কারের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন। তিনি প্রাক্তন হয়ে যাওয়ার পরও কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন, সেটাও জানতে চান তাঁরা। ফেসবুকের লেখা মুছে না ফেললে দেখে নেওয়ার হুমকি দেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

তিনি ওই ভিড়ের মধ্যে কয়েকজনকে চিনতে পারেন। তাঁরা তাঁরই বিশ্ববিদ্যালয়ের কয়েক ক্লাস নিচের ছাত্র। ঘটনাস্থল থেকে একরকম পালিয়ে এসে তিনি ফেসবুকে তাঁর অভিজ্ঞতার কথা লেখেন। এরপর ফেসবুকের মেসেঞ্জারে তাঁকে শাসাতে শুরু করেন অভিযুক্ত ব্যক্তিরা। ১৪ এপ্রিল নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ওই নারী আইনজীবী একটি জিডি করেন। তবু তাঁদের কেউ কেউ এখনো তাঁকে শাসাচ্ছেন বলে জানান তিনি। তিনি রমনা থানায় নাম উল্লেখ করে তিনজনের বিরুদ্ধে ও নাম না–জানা আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করছেন রমনা থানার উপপরিদর্শক মোহাম্মদ জুলফিকার আলী।

গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ব্যস্ততার কারণে তিনি ঘটনার তদন্ত শুরু করতে পারেননি। আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন এবং কাজ শুরু করবেন।

  • Courtesy: Prothom Alo/ Apr 17, 2018

চোখ বেঁধে তুলে নেয়া হয় আন্দোলনের তিন নেতাকে

নিরাপত্তা ঝুঁকিতে আন্দোলনকারীরা



গাড়িতে তুলে নিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে ফেলা হয় বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় তিন নেতা। তাঁদের ভাষ্য, কোনো নির্যাতন করা হয়নি। তুলে নেওয়ার দুই ঘণ্টা পর পুলিশ ছেড়ে দিলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওই তিন নেতা। তাঁদের আলোচনার জন্য নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ ফটকের সামনে রিকশা থেকে ওই তিন নেতাকে নামিয়ে মাইক্রোবাসে করে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। তাঁরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র নুরুল্লাহ নূর, এমবিএর (ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ) ছাত্র রাশেদ খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ফারুক হোসেন।

দুই ঘণ্টার মধ্যে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। এর প্রতিবাদে আন্দোলনকারীরা বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন। 

পুলিশ ছেড়ে দেওয়ার পর আজ বেলা সোয়া তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করেন ওই তিন নেতা। তাঁদের ভাষ্য, পৌনে একটার দিকে তাঁদের একটি গাড়িতে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। চোখ খুলে দেওয়ার পর দেখেন, তাঁরা একটি কক্ষে। সেখানে তাঁদের বলা হয়, তাঁদের কিছু ভিডিও ফুটেজ দেখানো হবে। কিন্তু তাঁদের কিছুই দেখানো হয়নি। তিন নেতা আরও বলেন, পরে তাঁদের নাম-ঠিকানা নিয়ে পৌনে তিনটার দিকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা জানান, মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাঁদের নেওয়া হয়েছিল। এ সময় তাঁদের কোনো নির্যাতন করা হয়নি।


সংবাদ সম্মেলনে নেতারা আরও জানান, বেলা ২টা ৫৫ মিনিটে তাঁরা সিএনজি চালিত অটোরিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। তাঁদের দেখে অন্যরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্বাগত জানায়। আন্দোলনকারী তিন কেন্দ্রীয় নেতা বলেন, তাঁরা ও তাঁদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের অভিযোগ, তাঁর বাবাকে ঝিনাইদহ সদর থানায় তুলে নিয়ে হয়রানি করা হয়। তাঁর বাবা একজন দিনমজুর।

ওই তিন নেতাকে তুলে নেওয়ার আগে আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী দুই দিনের মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ওই তিনজনই উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের ঘণ্টা খানেক পর ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রিকশা থেকে নামিয়ে একটি বড় মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী আরেক নেতা ও এক দোকান কর্মচারী।

এ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, তিনজনকে তুলে নেওয়া হয়নি। তাঁদের আলোচনার জন্য ডাকা হয়।

পরে বেলা পৌনে তিনটায় রাশেদের মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, তাঁদের ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে তুলে নেওয়া হয়। পরে পৌনে তিনটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, তাঁর বাবাকেও থানায় নেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন ঘটনা সম্পর্কে জানান, সংবাদ সম্মেলন শেষে বেলা পৌনে একটার দিকে তাঁরা কয়েকজন দুপুরের খাবার খেতে রিকশায় করে চানখাঁরপুল যাচ্ছিলেন। রাশেদ, নুরুল্লাহ ও ফারুক এক রিকশায় ছিলেন। আর তিনি ছিলেন পেছনের রিকশায়। ওই তিনজনকে বহনকারী রিকশাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশের ফটকের কাছে এলে পেছন থেকে তিনটি মোটরসাইকেল রিকশাটির সামনে গিয়ে গতিরোধ করে। পরে পেছন থেকে আরেকটি সাদা রঙের হাইএস মডেলের মাইক্রোবাস এসে সেখানে থামে। গাড়ি থেকে কয়েকজন নেমে রিকশা থেকে তিন নেতাকে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

একই তথ্য জানালেন, আরেক প্রত্যক্ষদর্শী হাসপাতালের ফটকের উল্টো দিকে খাবারের দোকানের কর্মচারী মো. সালাউদ্দিন। তিনি বলেন, মোটরসাইকেল ও গাড়ি থেকে নেমে সাত-আটজন ওই রিকশার সামনে দাঁড়ায়। তারা তিনজনকে রিকশা থেকে নামাতে গেলে কিছুটা ধস্তাধস্তি হয়। পরে তিনজনের প্রত্যেককে দুই পাশ থেকে দুজন করে ধরে গাড়িতে তুলে নিয়ে দ্রুত চলে যায়।

  • Courtesy: Prothom Alo /Apr 16, 2018 


Monday, April 16, 2018

ইলিশের পথ আটকে বিদ্যুৎকেন্দ্র

প্রকল্পের চাপে পটুয়াখালী


ইফতেখার মাহমুদ

একসময় সুস্বাদু ইলিশ বেশি পাওয়া যেত চাঁদপুরে। পদ্মা ও মেঘনার এই মিলনস্থলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরতেন জেলেরা। নদীর নাব্যতা কমে যাওয়ায় আর দূষণের দাপটে সেখান থেকে ইলিশের দল পালিয়েছে। আশ্রয় নিয়েছে ভোলা-নোয়াখালী হয়ে পটুয়াখালী উপকূলে। এখন ইলিশের সবচেয়ে বড় আশ্রয়স্থল পটুয়াখালী উপকূলের আন্ধারমানিক, পায়রা, বামনাবাদ ও নোয়াখালী নদী।

কিন্তু ওই অঞ্চল ঘিরে বড় বড় প্রকল্পের কাজ শুরু হওয়ায় ইলিশের বসতি আবারও ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন মৎস্য বিশেষজ্ঞরা। শুধু কলাপাড়া উপজেলাতেই সরকার ছয়টি বিদ্যুৎকেন্দ্র, একটি সমুদ্রবন্দর, বিশেষ শিল্পাঞ্চল ও চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রকল্প নির্মিত হলে ওই অঞ্চলের নদীগুলো হবে বিদ্যুৎকেন্দ্রের পানির জোগানদাতা এবং গরম পানি ও বর্জ্য ফেলার স্থান। বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল আনতে নদীগুলো খনন করা হবে। ফলে ওই পথে জাহাজ চলাচল বাড়বে। এতে বঙ্গোপসাগর থেকে আসা ইলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই প্রবেশপথ আটকে যাবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) গবেষণায় বলা হয়েছে, কলাপাড়া-কুয়াকাটা বাংলাদেশের ইলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলন, বিচরণ ও পালনকেন্দ্র। জাটকা থেকে পরিণত হওয়ার আগে ইলিশের দল বসত গড়ে আন্ধারমানিক নদে। সেখানে একটু পরিণত হয়ে বা বড় হয়ে তারা সমুদ্রে ফিরে যায়। দূষণ না থাকায় ওই এলাকায় ইলিশের খাবারের জোগানও বেশি।

নদী সংরক্ষণ-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়াটার কিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চলতি মাসে পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনার প্রভাব নিয়ে একটি গবেষণা করেছে। গবেষণায় কলাপাড়া ও কুয়াকাটার ভূমির গঠন এতগুলো শিল্পকারখানাকে ধারণ করতে পারবে কি না, প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবছর ওই এলাকায় প্রায় চার হাজার কোটি টাকার ইলিশের বাণিজ্য হয় উল্লেখ করে সংস্থাটির বাংলাদেশ শাখার সমন্বয়কারী শরীফ জামিল প্রথম আলোকে বলেন, এ পরিস্থিতিতে বাংলাদেশের ইলিশ উৎপাদনে গত এক যুগের সফলতায় ছেদ ফেলবে। ইলিশের দল অন্যত্র পালাতে বাধ্য হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কলাপাড়াকে দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রধান অঞ্চল বা ‘পাওয়ার হাব’ হিসেবে ঘোষণা করেছে। সেই লক্ষ্যে সরকার বরিশাল থেকে কলাপাড়া পর্যন্ত চারটি সেতু নির্মাণ করেছে। বরিশাল-কুয়াকাটা সড়ক চার লেনে পরিণত হয়েছে। একটি বিমানবন্দর, বাণিজ্যিক এলাকাসহ আরও কিছু স্থাপনা তৈরি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, কলাপাড়ায় যেসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ হচ্ছে, সেগুলোর প্রতিটির জন্য আলাদা পরিবেশগত সমীক্ষা করা হচ্ছে। তবে সামগ্রিকভাবে ওই এলাকার ওপর কোনো কৌশলগত প্রভাব সমীক্ষা (এসইএ) হয়নি। দেশের বিশেষজ্ঞরা এ ব্যাপারে কোনো পরামর্শ দেননি।

কলাপাড়া উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প ও শিল্পকারখানা এবং অবকাঠামোর জন্য কলাপাড়ায় প্রায় ৩০ হাজার একর জমি দরকার হবে। ইতিমধ্যে প্রায় ১৫ হাজার একর অধিগ্রহণ করে বিভিন্ন কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পায়রাবন্দর ও দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়ে গেছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের অধ্যাপক আবদুল ওয়াহাব প্রথম আলোকে বলেন, বিগত এক যুগে সরকারের নেওয়া উদ্যোগে দেশের ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়েছে। আর কলাপাড়া এলাকার নদীগুলো দেশের তো বটেই, পৃথিবীর ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ লালন ও বিচরণ এলাকা। ওই এলাকায় এতগুলো বিদ্যুৎকেন্দ্র একসঙ্গে নির্মাণ করলে তা দেশের এই অমূল্য সম্পদ ইলিশের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে।

কারা কী নির্মাণ করছে
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি জার্মানির সিমেন্সের সঙ্গে ৩ হাজার ৬০০ মেগাওয়াট এবং চীনের সিএমসি কোম্পানির সঙ্গে ১ হাজার ৩২০ মেগাওয়াটের দুটি, ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুতের একটি ও বায়ুচালিত ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এ ছাড়া আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি ও চীন যৌথভাবে ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

এর বাইরে ওই এলাকায় পায়রা সমুদ্রবন্দর নির্মাণ করছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ ছাড়া ইনডেক্স গ্রুপসহ বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি ওই এলাকায় জমি কিনেছে। তারাও সেখানে এলপিজি গ্রামসহ নানা ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।

মাটি-পানি ও ইলিশের ঝুঁকি
রাষ্ট্রীয় কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চীন যৌথভাবে কলাপাড়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ প্রায় ৩৫ শতাংশ শেষ করে এনেছে। ওই প্রকল্পের পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, শুধু এই বিদ্যুৎকেন্দ্রের জন্য বছরে ৪৮ লাখ টন কয়লা পোড়ানো হবে। সেখানে প্রতিদিন তৈরি হবে প্রায় ১ হাজার মেট্রিক টন ছাই। প্রতিদিন বামনাবাদ নদ থেকে ৪ হাজার ২০০ ঘনমিটার পানি উত্তোলন করা হবে, যার ব্যবহারের পর উত্তপ্ত অবস্থায় আবারও ওই নদে ফেলা হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) তত্ত্বাবধানে সমীক্ষাটি হয়েছে। এতে বলা হয়েছে, কেবল ওই একটি বিদ্যুৎকেন্দ্রের কারণে ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ অভয়ারণ্য বামনাবাদ, আন্ধারমানিক ও টিয়াখালী নদীর পানি ও মাটিদূষণ মাঝারি থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে। ওই এলাকায় পানি নিষ্কাশনব্যবস্থাও উচ্চ ঝুঁকিতে পড়বে।

বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, কলাপাড়া এলাকায় বিদ্যুৎকেন্দ্রসহ যেসব অবকাঠামো নির্মিত হচ্ছে, তার প্রভাব অবশ্যই ইলিশের ওপর পড়বে। ইলিশ খুব দূষণ সংবেদনশীল প্রাণী।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দেশের উন্নয়ন ও চাহিদা মেটাতে বিদ্যুৎ প্রয়োজন। দেশের জন্য আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করতে কোথাও না কোথাও বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে। তবে মনে রাখতে হবে দেশের পরিবেশ, প্রকৃতি ও খাদ্য উৎপাদন নিশ্চিত করাও সরকারের সাংবিধানিক দায়িত্ব। কোনো একটি এলাকায় অনেক বিদ্যুৎকেন্দ্র হলে তা আলাদাভাবে হয়তো বড় ধরনের দূষণ করবে না। কিন্তু এগুলো সম্মিলিতভাবে বড় ধরনের দূষণ ও বিপর্যয়ের কারণ হতে পারে। আইনুন নিশাত মনে করেন, পরিবেশ আইন মেনে প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও প্রকল্পের জন্য আলাদা সমীক্ষা করা হলেও সম্মিলিত প্রভাব ও ঝুঁকি নিরূপণ করা প্রয়োজন।
  • প্রথম আলো /এপ্রিল ১৬,২০১৮ 

অদক্ষতা ও কর্মহীনতার ফাঁদে কি বাংলাদেশের যুবসমাজ?

সুমন আফসার


দেশের কলেজগুলো থেকে যারা স্নাতক সম্পন্ন করছেন, দুই বছর পর্যন্ত তাদের ৭০ শতাংশই বেকার থাকছেন। আবার পলিটেকনিক থেকে যারা বেরোচ্ছেন, তাদেরও ৪০ শতাংশ থাকছেন বেকার। কলেজ থেকে বেরোনোর পর স্নাতকরা কর্মজীবনে কী করছেন, তা বুঝতে ও পর্যবেক্ষণের জন্য ‘ট্রেসার স্টাডি অন কলেজ গ্র্যাজুয়েটস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণার কাজ করছে বিশ্বব্যাংক। প্রাপ্ত ফলাফল ও পর্যবেক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও গত ৩১ মার্চ প্রকাশিত “বাংলাদেশ: স্কিলস ফর টুমেরো’স জবস” শীর্ষক প্রতিবেদনে স্নাতকদের কর্মজীবনের নানা চ্যালেঞ্জ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এ চিত্র তুলে ধরেছে সংস্থাটি। এ বিপুল তরুণ জনগোষ্ঠীর কর্মহীন থাকার কারণ কি দক্ষতার ঘাটতি, নাকি কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া? বিশ্বব্যাংক বলছে, এর পেছনে দক্ষতার ঘাটতি যেমন আছে, একইভাবে আছে কর্মসংস্থানের সীমিত সুযোগও। এতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিষয়টি জটিল রূপ নিচ্ছে।

কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ বিশেষভাবে প্রয়োজন। যদিও বিশ্বব্যাংক বলছে, দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণে বাংলাদেশের তরুণদের অংশগ্রহণের হার উল্লেখ করার মতো নয়। ১৫ বছরের বেশি বয়সী তরুণদের মাত্র ২ দশমিক ১ শতাংশের প্রচলিত শিক্ষার বাইরে কারিগরি প্রশিক্ষণ রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই কর্মীদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে অনাগ্রহী।

মূলত দুটি কারণে তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি সম্ভব হচ্ছে না বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন। তিনি বলেন, মৌলিক শিক্ষার নিম্নমান এক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে। এছাড়া যুগোপযোগী কারিগরি শিক্ষারও অভাব রয়েছে। সব মিলিয়ে দক্ষতা বিবেচনায় পিছিয়ে রয়েছে আমাদের তরুণ জনগোষ্ঠী। দক্ষতা উন্নয়নে নীতিগত কাঠামো তৈরির পাশাপাশি সময়োপযোগী শিক্ষণ-প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।

বর্তমান বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতির সুফল পেতে কর্মীদের সংশ্লিষ্ট বিষয়ে সঠিক দক্ষতা উন্নয়ন প্রয়োজন। দেশের শিল্প খাতের জন্যও এটি প্রযোজ্য। এ দক্ষতা নিশ্চিত করতে পারে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম। সঠিক দক্ষতাসম্পন্ন প্রার্থীর অভাব বোধ করছে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো। ফলে শিক্ষিত তরুণদের বড় অংশ কর্মসংস্থানের বাইরে থেকে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০১৬-১৭ অনুযায়ী, স্নাতকদের ১১ দশমিক ২ শতাংশ বেকার। এ প্রবণতাকে উদ্বেগের কারণ হিসেবে দেখছে বিশ্বব্যাংক। পলিটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে উচ্চবেকারত্ব হার। দীর্ঘদিন ধরে কর্মহীন থাকতে হচ্ছে এসব তরুণকে। কর্মহীন থাকায় সামাজিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছেন তারা।

নির্দিষ্ট সময়ের মধ্যেই এ তরুণদের কাজে লাগাতে হবে মন্তব্য করে ড. জাহিদ হোসেন বলেন, দেশের জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ তরুণ। এদের কাজে লাগাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এজন্য প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। তা না হলে বিপুল তরুণ জনগোষ্ঠী অদক্ষ মানবসম্পদ হিসেবে আবির্ভূত হতে

পারে। এতে সম্পদের পরিবর্তে বোঝা হয়ে দাঁড়াবে এ জনগোষ্ঠী।

উৎপাদনশীলতায় বড় ধরনের ভূমিকা রয়েছে শিক্ষার। যদিও বাংলাদেশের মোট শ্রমশক্তির বড় অংশ শিক্ষায় পিছিয়ে থাকায় উৎপাদনশীলতায় সেভাবে ভূমিকা রাখতে পারছে না। শ্রমশক্তি জরিপের তথ্যমতে, উৎপাদনশীল খাতে নিয়োজিত শ্রমশক্তির ২৩ দশমিক ৯ শতাংশের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। উৎপাদনশীল খাতে নিয়োজিতদের মধ্যে স্নাতক বা স্নাতকোত্তর মাত্র ৪ শতাংশ। সামগ্রিকভাবে কর্মে নিয়োজিতদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ৫ দশমিক ৩ শতাংশ।

অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর করে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহূত উপকরণ তথা শ্রমের দক্ষ ব্যবহারের ওপর। উৎপাদন উপকরণ দক্ষভাবে ব্যবহার করা গেলে শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, যা জাতীয় প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। অথচ শ্রমের উৎপাদনশীলতা বাংলাদেশে এখনো কম। জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (ইউএন-এসকাপ) হিসাবমতে, বাংলাদেশে শ্রমের গড় উৎপাদনশীলতা এ অঞ্চলের দেশগুলো বিশেষ করে শ্রীলংকা, পাকিস্তান ও ভারতের চেয়ে নিচে। বাংলাদেশে শ্রমের গড় উৎপাদনশীলতা বছরে ৮ হাজার ডলার হলেও শ্রীলংকায় ২৩ হাজার, পাকিস্তানে ১৮ হাজার ও ভারতে তা ১৫ হাজার ডলার।

শ্রমের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে সরকার দক্ষতা উন্নয়নে কাজ করছে বলে জানান জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (এনএসডিসি) সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব এবিএম খোরশেদ আলম। বণিক বার্তাকে তিনি বলেন, দক্ষতার বিষয়টি সরকার শিক্ষার বাইরে আলাদাভাবে বিবেচনা করছে। আগামীতে দক্ষতার বিষয়টি শিক্ষা খাত থেকে যেমনটা আসার কথা তেমনি আসবে, কিন্তু চাকরি হোক বা সেলফ এমপ্লয়মেন্ট হোক, কাজের উপযোগী হওয়ার জন্য আলাদা বিশেষ দক্ষতা লাগবে। বিষয়টি নিশ্চিত করতে সরকার দক্ষতা উন্নয়নে কাজ করছে। সরকারের প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও এখন পর্যন্ত ১১টি শিল্প খাতভিত্তিক কাউন্সিল হয়েছে। আরো তিনটি এ বছর গঠন করা হবে। দুই বছরের মধ্যে দেশে ২০টি শিল্প খাতভিত্তিক দক্ষতা কাউন্সিল গঠন হবে।

বেসরকারি খাতে কোন ধরনের শিল্পে কী ধরনের দক্ষতা দরকার হবে, সরকারের সহযোগী হিসেবে কাউন্সিলগুলো তা নির্ধারণ করবে বলে জানান খোরশেদ আলম। তিনি বলেন, দক্ষতা উন্নয়নে যুক্ত আমাদের যে ১৩ হাজারের বেশি প্রতিষ্ঠান আছে, সেগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এর বাইরেও সরকার অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আকারে কার্যক্রম আগামীতে নেবে। আমরা মনে করি, যেভাবে আমরা দক্ষতা উন্নয়ন ও এসডিজি সামনে রেখে এগিয়ে যাচ্ছি, তাতে আমাদের জনশক্তি অদক্ষ থাকবে না। অচিরেই এসব কাজ দৃশ্যমান হবে। এ বছর আমরা জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতার আয়োজন করব।

  • Courtesy: Banikbarta/ Apr 16, 2018

Govt urged to check extortion by Police to rein in prices in Ramadan

Traders on Sunday conveyed to the government their fear that like previous years extortion by police and others from goods carrying vehicles and business establishments would push up prices of essentials during this Ramadan.

At a discussion, organised by Dhaka Chamber of Commerce and Industry at its auditorium in the capital, businesses requested the government to stop extortion by police and political activists on highways and at shops to reign in prices during Ramadan.

‘A huge number of iftar parties and other events on the eve of Eid take place under the banner of different social and political parties and in most cases businesses are forced to bear the cost of the events,’ former DCCI senior vice-president MS Shekil Chowdhury alleged.

Extortion in the name of Iftar party and other events in the name of Eid celebrations also put pressure on commodity prices as businesses would try to recover the money from the prices of goods, he pointed out.

DCCI president Abul Kasem Khan said that traditional supply chain management, unabated hoarding, lack of market monitoring, extortion on highways, excessive traffic congestion and increase in transportation cost were behind price spiral of essential commodities.

He urged the law enforcement agencies to strongly handle extortion in transportation sector as well as manage traffic jam in the city and highways. 

Before Ramadan, speedy customs clearance at ports of essential commodities, mostly used in Ramadan, could ease price hike, Kasem demanded. 

Abul Hasem, general secretary of Bangladesh Paikari Vojya Tel Byabasayee Samiti, alleged that extortion from trucks on the highway was going on with the support of police. He said that the prices of essential commodities were under the control of 5/7 businesses and the DCCI should sit with them.

Dhaka University professor Zia Rahman presented keynote paper saying that the government fails to control market during Ramadan every year due to the unholy nexus of a quarter.

‘We have to realise the situation of the market when prime minister has to intervene to control the commodity prices in a country,’ he said. Zia urged the government to control political and police extortion from businesspeople.

DCCI member Siraz Uddin Malik alleged that region-based goons already started extorting money from the businesspeople and the government should take action immediately. ‘I want to ask home minister whether police would provide support if the businesses take initiative to prevent extortionists,’ he said.

Home minister Asaduzzaman Khan Kamal said that the government would take stern action against extortion. He requested businesses to file specific complaints over the extortion and the government would take proper action.

Asaduzzaman urged businesses not to cross load capacity on highway and not to run vehicles without legal documents. He said that in some cases traffic inspectors were taking advantage as many trucks were carrying goods without registration.

‘Even if one plies his vehicle with proper registration and driving licence, police cannot take bribe. But it is true there are extortionist police and we are taking action against them,’ the minister said.

He, however, accused traders of adulterating food. On law and order, Asaduzzaman urged businesses to play a role in this regard and observed that many big industries were being installed but some shut their factories without paying the workers before Eid, which affected law and order.

‘Sometimes we see that despite stable price on international market, increasing dollar price pushes up prices of essential commodities on local market,’ president of Consumers Association of Bangladesh Ghulam Rahman said. He also blamed huge traffic jam and container congestion at the ports for price spiral. 

Ghulam Rahman suggested that the government ensure strong market monitoring during Ramadan.

  • Courtesy: New Age/Apr 16, 2018

কোটা নিজেদের ঘরে অবরুদ্ধ করেছে সরকার - মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে আওয়ামী লীগ যেভাবে অবরুদ্ধ করেছে একইভাবে কোটা পদ্ধতি সংস্কারের ঘোষণা না দিয়ে বাতিল করে প্রধানমন্ত্রী কোটা নিজেদের ঘরের মধ্যে অবরুদ্ধ করেছে।

তিনি বলেন, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। পুরো দেশটাকে তারা ঘরের

মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। দেশের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে। ছাত্রদের যৌক্তিক দাবি নিয়েও দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টি করেছে।

আমাদের অর্থনীতির সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘কোটা সংস্কার করার জন্য ছাত্রদের ন্যায্য দাবিকে ভুল ব্যাখ্যা দিয়ে সরকারের মন্ত্রীরা দেশকে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বলে বিভাজনের সৃষ্টি করেছেন।

বর্তমানে কোটার যে সিস্টেম যেটা প্রধানমন্ত্রীর ঘোষণার আগে পর্যন্ত প্রচলিত ছিল, সেটা হল এই জাতিকে মেধাশূন্য করার একটা নীল নকশা। মেধাবীদের এখানে কোনো স্থান ছিল না। সেই কারণেই সাধারণ ছাত্রসমাজ এটার প্রতিকার চেয়েছে। কিন্তু সরকার তার সমাধান না করে নিজের ঘরের মধ্যে অবরুদ্ধ করেছে। যেভাবে অন্ধকার কারাগারে অবরুদ্ধ করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে।
  • Courtesy: আমাদের সময়.কম /Apr 16, 2018