Search

Monday, April 16, 2018

কোটা নিজেদের ঘরে অবরুদ্ধ করেছে সরকার - মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, দেশের গণতান্ত্রিক পদ্ধতিকে আওয়ামী লীগ যেভাবে অবরুদ্ধ করেছে একইভাবে কোটা পদ্ধতি সংস্কারের ঘোষণা না দিয়ে বাতিল করে প্রধানমন্ত্রী কোটা নিজেদের ঘরের মধ্যে অবরুদ্ধ করেছে।

তিনি বলেন, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। পুরো দেশটাকে তারা ঘরের

মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। দেশের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলছে। ছাত্রদের যৌক্তিক দাবি নিয়েও দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টি করেছে।

আমাদের অর্থনীতির সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘কোটা সংস্কার করার জন্য ছাত্রদের ন্যায্য দাবিকে ভুল ব্যাখ্যা দিয়ে সরকারের মন্ত্রীরা দেশকে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বলে বিভাজনের সৃষ্টি করেছেন।

বর্তমানে কোটার যে সিস্টেম যেটা প্রধানমন্ত্রীর ঘোষণার আগে পর্যন্ত প্রচলিত ছিল, সেটা হল এই জাতিকে মেধাশূন্য করার একটা নীল নকশা। মেধাবীদের এখানে কোনো স্থান ছিল না। সেই কারণেই সাধারণ ছাত্রসমাজ এটার প্রতিকার চেয়েছে। কিন্তু সরকার তার সমাধান না করে নিজের ঘরের মধ্যে অবরুদ্ধ করেছে। যেভাবে অন্ধকার কারাগারে অবরুদ্ধ করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে।
  • Courtesy: আমাদের সময়.কম /Apr 16, 2018

No comments:

Post a Comment