Search

Sunday, April 22, 2018

সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা ঢাবি শিক্ষকদের

ঢাবি প্রতিনিধি


ক্যাম্পাসের নিরাপত্তার জন্য ডাকসু নির্বাচন ও হলগুলোকে দখলমুক্ত করার দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। 

রবিবার, ২২ এপ্রিল, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘সচেতন শিক্ষকবৃন্দ’র ব্যানারে অায়োজিত এক মানববন্ধনে শিক্ষকরা এ দাবি জানান।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরাপদ নয়, সেখানে অামরা কীভাবে নিরাপদ?রাষ্ট্রযন্ত্রের স্বার্থ কায়েমের জন্য স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ন করা হচ্ছে। প্রশাসনের কেউই সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। তারা রাজনৈতিক দলের মতাদর্শ প্রতিষ্ঠায় ব্যস্ত।’


ঢাবি প্রশাসনেরর উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলীয় পক্ষপাতিত্ব করা চলবে না। দলের স্বার্থ না দেখে ছাত্রদের স্বার্থ দেখেন। হলগুলোকে রাজনীতি থেকে দখলমুক্ত করুন।’  এছাড়া ও তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরর নিকট দুইটি দাবি পেশ করেছেন।

দাবিগুলো হল:
১. ছাত্রদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে তথা ডাকসু সচল করতে হবে।

২. হলগুলোতে দল নিরপেক্ষ প্রাধ্যক্ষ নিয়োগ করতে হবে এবং দখল মুক্ত করতে হবে।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। কাউকে কোনো ভাবে হয়রানি করা যাবে না। প্রকৃত অপরাধীদের অাইনের অাওতায় অানতে হবে।’ 

তিনি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের ভয় নেই। অামরা শিক্ষকরা সব সময় তোমাদের সাথে অাছি এবং থাকবো। তোমাদেরকে গ্রেফতার করার অাগে যেন অামাদের গ্রেফতার করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে।অামরা কখনো পরাজিত হতে  পারিনা।’ 

মানববন্ধনে অারও বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক সৈয়দ অাবুল মকসুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম, অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর সঙ্গিতাসহ প্রমুখ।

  • Courtesy —  breakingnews.com.bd/Apr 22, 2018

No comments:

Post a Comment