নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ৪৭ বছরে দেশ সোনার বাংলা হওয়ার বদলে হাইজ্যাকার, লুটপাট এবং গুম-খুনের দেশ হয়েছে।
রোববার বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে দুপুরে বিকল্পধারা বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এখানে গণতন্ত্র নাই, আছে ক্ষমতাজবরদখলকারী, আর যারা ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের করা হয় পদাঘাত। গণতন্ত্র, মানুষের কল্যাণ এবং একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য লড়াই করার ব্রতই হোক বাংলা নববর্ষ ১৪২৫-এর প্রধান শপথ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, বেগ মাহাতাব, হাফিজুর রহমান ঝান্টু, ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি ওবায়েদুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু, শ্রমিকধারার সভাপতি আইনুল হক, স্বেচ্ছাসেবকধারার সভাপতি বিএম নিজাম, মুক্তিযুদ্ধ প্রজন্মধারার সভাপতি সাইফুল ইসলাম শোভন, ইঞ্জিনিয়ার মেসবাহ উদ্দিন জুন্নু ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
- Courtesy: আমাদের সময়.কম/ Apr 15,2018
No comments:
Post a Comment