ড. জাফরুল্লাহ চৌধুরীর
বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার ব্যাপারে সরকারের কাছে কোন সঠিক তথ্য নাই। আবার বিএনপি থেকে যা বলা হচ্ছে তা তাদেরই কথা বলছে। এ জন্য বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যথার্থ বলাটা মুশকিল। তবে একজন চিকিৎসক হিসাবে আমার ধারণা হলো, সরকার তাকে মানসিক চাপ এবং একাকিত্ব দিয়ে মানসিক ভাবে কষ্ট দিচ্ছে। যার ফলে শারীরিক অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীর সাথে আলাপকালে আমাদের অর্থনীতিকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে পুরাতন করাগারে প্রায় দশ হাজার আসামি কয়েদি থাকতো সেখানে শুধুমাত্র খালেদা জিয়াকে একা রাখা হয়েছে। নিঃসঙ্গ অবস্থায় মানুষের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হওয়াটা খুব সাভাবিক। আমি মনে করি সরকারের উদ্দেশ্যটা ভাল নয়। বেগম জিয়াকে অনতিবিলম্বে যে কোন সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করি। তাকে পুরাতন কারাগার থেকে বের করে মুক্ত স্থানে নিয়ে আসা খুব জরুরী । তাকে একা রেখে সরকার জনসধারণকে বুঝিয়ে দিয়েছে যে, সরকার খালেদা জিয়ার সাথে অন্যায় করেছে। সাজা হয়েছে তার মানে এ নয় যে, তাকে একাকিত্ত জীবন যাপন করতে হবে। খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা এবং তাকে একাকিত্ত থেকে মুক্তি দেওয়াটা যৌক্তিক কিন্তু সরকার তা করছে না।
- AmaderSomoy/Apr 22,2018
No comments:
Post a Comment