মজুরী কমিশন বাস্তবায়ন, সপ্তাহিক বকেয়া মজুরী, বদলী শ্রমিক স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব ৮ পাটকলে চলছে শ্রমিকদের ২৪ ঘন্টার ধর্মঘট। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত।
মিলগুলো হলো- খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম জুবিলী, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার ইষ্টার্ন ও আলিম, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিল। ধর্মঘটের ফলে মিলগুলেতে উৎপাদন বন্ধ রয়েছে।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ ধর্মঘট পালন করছে শ্রমিক-কর্মচারীরা।
বুধবার সকালে শ্রমিকরা প্লাটিনাম কলোনী এলাকায় এক সমাবেশের আয়োজন করে শ্রমিক নেতারা। এসময় অবিলম্বে শ্রমিক কর্মচারীদের বকেয়া মুজরী, বেতন এবং মুজরী কমিশন বাস্তবয়নের দাবি জানান তারা ।
- Courtesy: আমাদের সময়.কম/ Apr 18, 2018
No comments:
Post a Comment