Search

Monday, September 17, 2018

Pollution the killer

2.34 lakh deaths in Bangladesh in 2015 linked to environmental pollution, of which 80,000 in urban areas, says WB report



Bangladesh saw around 234,000 deaths, including 80,000 in urban areas, due to environmental pollution and related health risks in 2015, making it one of the worst affected countries in the world, reveals a World Bank report.

The number was more than 10 times that of deaths the same year from road accidents, which was 21,286, it pointed out.  

Some 18,000 lives and 578,000 years of potential life were lost in Dhaka city in 2015 -- the second least livable city in the world, showing the urgency to immediately address the city's environmental issues. 

Deaths due to various causes totalled 843,000 in the country that year. Of those, nearly 28 percent were caused by environmental pollution -- the highest among South Asian nations, according to the report released yesterday.  

The average rate of such deaths in South Asia is nearly 26 percent, while it is 16 percent worldwide.

The World Bank said this in this year's country environmental analysis report titled “Enhancing Opportunities for Clean and Resilient Growth in Urban Bangladesh” unveiled at a hotel in the capital.

Air pollution in South Asian countries is the highest in the world with fine particulate matter measuring 2.5 microgram both outdoor and indoor. This is by far the most leading environmental risk in Bangladesh, causing about 21 percent of all deaths in the country, according to the report.

Nearly one million people in Bangladesh, mostly poor, are at risk of lead contamination, which can lead to IQ loss and neurological damage, especially for children, and can increase the risk of miscarriage and stillbirth among pregnant women, the report cited.

In greater Dhaka, the sites contaminated by heavy metals are mostly in poorer neighbourhoods.

The report focuses on three areas: cost of environmental degradation; clean and resilient cities; and institutions for clean industrial growth.

Based on data gathered from 11 air quality monitoring stations in eight urban areas, concentration of 2.5 microgram particulate matter from 2013 to 2015 was estimated five times the Bangladesh standard and eight times the World Health Organisation standard.

Household air pollution disproportionately affects women and young children, who spend most of the time inside houses. Pregnant women are especially vulnerable to this hazard.

“Bangladesh pays a high price for environment degradation and pollution in its urban areas. This puts its strong growth at risk,” said Rajashree Paralkar, acting WB country director for Bangladesh.

Addressing the programme, Anisul Islam Mahmud, minister for environment, forest and climate change, said 58 percent of air pollution are caused by illegal brick kilns, 10 percent by vehicles, 20 percent by construction activities, and the rest by various other factors, including industries.

Anisul said his ministry is working on a new law likely to be passed during this government's tenure.

Kseniya Lvovsky, WB practice manager for environmental and natural resources, said environmental conservation is doable if there are strong will and planned urbanisation.

According to the WB report, parts of Dhaka city are more susceptible to flood inundation due to filling-up of wetlands and construction of high-rises on sand-filled areas.

Unplanned urbanisation is also taking a toll on smaller cities as well as towns like Pabna. Since 1990, Pabna lost half of its wetlands, and its lifeline, the Ichamati river, is dying.

ECONOMIC LOSS

The economic cost of the deaths and disability in terms of labour output has been estimated at $1.4 billion in all urban areas of Bangladesh and at $310 million in Dhaka city alone, equivalent to 0.6 percent and 0.1 percent of the country's GDP in 2015. 

Given the growing environmental challenges that Bangladeshi cities face, the WB analyses the impacts and causes of pollution levels and degradation of natural resources in Dhaka and other rapidly growing cities.

Over the past three decades, Bangladesh has experienced dramatic increase in pollution linked to urbanisation. Rapid growth of readymade garment industry and increase in urban population from less than 40 million in 2006 to more than 55 million in 2015 had been key factors in exposing the growing urban population to environmental hazards.

CANCER RISK

Workers in the country's industrial establishments, including micro, small, and medium facilities that use harmful materials as inputs, face the risk of cancer, chronic respiratory disease, and other health impacts due to the lack of mitigation practices, including the use of personal protective equipment.

The WB report mentioned that occupational pollutants such as asbestos, polycyclic aromatic hydrocarbons and silica are used as industrial inputs. The other pollutants include sulfuric acid, trichloroethylene, arsenic, benzene, beryllium, cadmium, chromium, diesel exhaust, formaldehyde, and nickel in the form of gases and asthmagens.

WOMEN IMPACTED

Women and girls bear a disproportionate burden of limited access to clean and safe water. Water pollution and water scarcity affect women's health, nutrition, workload, and, consequently, their opportunities to overcome poverty.

Poor sanitation, lack of safe water supply and arsenic contamination in groundwater lead to diarrhoeal and other diseases causing deaths.   

Urbanisation and industrialisation have increased the amount of waste generation. Without proper collection and disposal, solid waste clogs channels, leading to urban floods. Unsafe recycling of hazardous waste such as used lead-acid batteries poses a growing public health hazard.

An estimated 22,000 workers in Bangladesh's ship-breaking industry are exposed to increased levels of asbestos, polychlorinated biphenyls, cadmium, lead, and mercury in the naval and merchant ships they dismantle.

DISAPPEARING WETLANDS, RIVERS

Dhaka, ranked as the ninth largest megacity in the world, has seen its population rise by about three times from 6.8 million to 18.2 million over the past quarter of a century, the report cited. 

Continued unplanned urbanisation, filling-up of wetlands and rivers, and shrinking of a canal network across the city has exacerbated urban flooding and contributed to various environmental problems.

Flooded roads contribute to traffic congestion and health hazards from the spread of vector-borne diseases. 

Dhaka's Detailed Area Plan identified and recommended protection of 30,252 hectares of flood flow zones and 2,240 hectares of water retention areas to reduce the risk of flooding.

But in just eight years since 2010, 41 percent of flood flow zones and 21 percent of water retention areas have been converted, raised, and used for other purposes, including settlements, industries and brick kilns.

At least 100 hectares of four rivers around Dhaka city -- Buriganga, Balu, Turag and Shitalakkhya -- have been encroached upon to make way for various commercial and residential settlements.

WAYS OUT

To put Bangladesh on a greener growth trajectory, the WB recommended that the government strengthen policies and institutions, and enforce environmental standards with a shift to cleaner technologies to contain the increasing air, water and soil pollution as well as industrial pollution. 

Bangladesh had its first-ever legal framework “National Environment Policy” on governing environmental conservation in 1992. Since then, more than 25 laws, policies, guidelines, and regulations have been formulated to regulate the environmental footprint.

  • Courtesy: The Daily Star /Sep 17, 2018

তালিকা তৈরিতে নয়ছয়

সম্পাদকীয়

ঋণখেলাপিদের উৎসাহিত করারই নামান্তর


দেশে রাঘববোয়াল ঋণখেলাপিরা যে ধরাছোঁয়ার বাইরে, আবারও তার প্রমাণ মিলেছে সংসদে উত্থাপন করা তালিকা থেকে। বুধবার অর্থমন্ত্রী সংসদে ১০০ ঋণখেলাপির যে তালিকা প্রকাশ করেছেন, তাতে শীর্ষ ঋণখেলাপি হিসেবে পরিচিতদের নাম নেই।

শুধু তা-ই নয়, এতে কোন গ্রুপের কত টাকা খেলাপি ঋণ, তা-ও উল্লেখ করা হয়নি। আগেও একবার সংসদে খেলাপি ঋণের পরিমাণসহ শীর্ষ ১০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হয়েছিল; কিন্তু তখনও রাঘববোয়ালরা তালিকার বাইরে থেকে যান। অনেক সমালোচনার পর এবারও একই ঘটনা ঘটল, বরং এবার পরিশোধ না করা অর্থের পরিমাণও গোপন রাখা হয়েছে। এতে করে খেলাপি ঋণের রাঘববোয়ালরা যে উৎসাহিত হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

উদ্বেগের বিষয় হল, শীর্ষ ঋণখেলাপি হয়েও তালিকায় নাম না আসার জন্য নানা তদবির, আদালতের আশ্রয়, ব্যাংক মালিক-কর্মকর্তাদের যোগসাজশ, সর্বোপরি রাজনৈতিক চাপ ও সুবিধা ব্যবহার ইত্যাদি নিয়মিত হয়ে পড়েছে।

বুধবার সংসদে অর্থমন্ত্রীও বলেছেন, খেলাপি ঋণ আদায় হয় না রাজনৈতিক কারণে। প্রশ্ন হল, মন্ত্রী নিজেও কি রাজনৈতিক ‘কারণে’র কাছে অসহায়, নাকি তার দায় রয়েছে অন্তত সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে? বিশেষজ্ঞদের সঙ্গে একমত পোষণ করে বলা যায়, অর্থসংক্রান্ত বিষয়ের শীর্ষ নির্বাহী হিসেবে অর্থমন্ত্রী এ সংক্রান্ত দায় এড়াতে পারেন না।

ঋণখেলাপির তালিকায় শুভংকরের ফাঁকির আরেকটি দিক হল খেলাপি ব্যবসায়ী গ্রুপগুলোর সব কোম্পানির নাম উল্লেখ না করা। তালিকায় দেখা গেছে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা ঋণখেলাপি, অথচ গ্রুপের সব কোম্পানির নাম উল্লেখ না করে একটির নাম আনা হয়েছে। সব কোম্পানির নাম এলে ওই গ্রুপের ঋণপ্রাপ্তির পথ সঙ্কুচিত হতো এবং তারা খেলাপি ঋণ পরিশোধে উৎসাহিত হতো।

এছাড়া কিছু ক্ষেত্রে দেখা গেছে, ঋণখেলাপিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশের আগে তালিকায় অন্তর্ভুক্ত করছে না ঋণদাতা ব্যাংক। নিজেদের ঋণ খেলাপি হয়ে যাওয়ার পরও তা ঋণখেলাপির তালিকায় না তোলার পেছনে যে বড় ধরনের অনিয়ম রয়েছে, তা সহজেই অনুমেয়।

এসব দিকে মনোযোগ দিয়ে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হলে এবং রাঘববোয়ালদের ছাড় না দিলে ঋণখেলাপির তালিকা আশার আলো হয়ে আসতে পারে। আগামীতে তালিকা করার সময় এসব ত্রুটি-বিচ্যুতিকে প্রশ্রয় দেয়া হবে না বলে আমাদের বিশ্বাস।

একজন ঋণগ্রহীতার খেলাপি হওয়ার পেছনে ব্যাংক কর্মকর্তা, উদ্যোক্তা ও পরিচালকদেরও যথেষ্ট দায় রয়েছে। এছাড়া বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা-পরিচালকরা মিলেমিশে ঋণ ভাগাভাগি করে নেন। অন্যথায় খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৩১ হাজার কোটি টাকা হওয়ার পরও কঠোর ব্যবস্থা না নিয়ে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর বসে থাকার কথা নয়।

খেলাপি ঋণের ৪৩ শতাংশই সরকারি ব্যাংকের। ঋণ জালিয়াতি রোধ এবং খেলাপি ঋণ আদায়ে ঋণখেলাপিসহ দায়ী ব্যাংক কর্মকর্তা-পরিচালকদের আইনের আওতায় আনা, রাঘববোয়ালদের কাছে নতিস্বীকার না করে কঠোর অবস্থান নেয়া গেলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।
  • কার্টসিঃ যুগান্তর / সেপ্টেম্বর ১৭, ২০১৮ 

Sunday, September 16, 2018

এবার ইইউর জিএসপি সুবিধা নিয়ে শঙ্কা বাড়ছে

বদরুল আলম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিত হয়েছে ২০১৩ সালে। এবার শঙ্কা বাড়ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে জিএসপি সুবিধা নিয়েও। ইইউতে জিএসপি সুবিধা থাকবে কি থাকবে না সেই পর্যালোচনা শুরু করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। তাদের প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইইউ। তবে শ্রমসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে অগ্রগতি তাতে ইইউতে জিএসপি সুবিধা বহাল থাকা নিয়ে সংশয়মুক্ত হতে পারছেন না সংশ্লিষ্টরা।

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের জিএসপি বহাল থাকার বিষয়টি নির্ভর করছে শ্রম অধিকার, কর্মপরিবেশ, দায়িত্বপূর্ণ ব্যবসায়িক আচরণ ও শ্রমিকের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের ওপর। গত বছর বাংলাদেশ সরকারকে পাঠানো একাধিক চিঠিতে শ্রমসংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ। চিঠিতে শ্রম অধিকার নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অগ্রগতি না থাকলে জিএসপি বাতিলের হুমকি দেয়া হয়। তবে বাতিলের আগে তদন্ত হবে বলেও উল্লেখ করে তারা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সফর করছে ইইউ প্রতিনিধি দল।

সূত্র জানিয়েছে, ইইউর প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য ও শ্রমবিষয়ক বিশেষজ্ঞরা। তারা শ্রম খাতসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার সঙ্গে পৃথক সভা করেছেন। সভাগুলোয় প্রতিনিধি দল তাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

এ সফরের আগেও বাংলাদেশকে একাধিক চিঠি দিয়ে তাদের উদ্বেগের বিষয়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে ইইউ। ২০১৭ সালের ১৬ মার্চ, ৩১ মে ও ৫ জুলাই পাঠানো চিঠিতে মানবাধিকার এবং শ্রমমান-সংক্রান্ত ইবিএর (এভরিথিং বাট আর্মস) শর্তগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইইউর প্রত্যাশা ছিল বাংলাদেশ যেন শ্রম অধিকার ইস্যুগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়। এ বার্তা পুনরায় উল্লেখ করা হয় গত জুলাইয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে সাসটেইনেবিলিটি কম্প্যাক্টের সভায়ও। এ আলোচনার ধারাবাহিকতায় ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের টেকনিক্যাল টিম বাংলাদেশ সফর করছে।

সরকারি ও বেসরকারি সূত্রমতে, ইইউর পর্যালোচনায় থাকা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে আছে শ্রম সংঘ করার স্বাধীনতা ও সামষ্টিক দরকষাকষি। এ-সংক্রান্ত সব বাধা দূর করার পক্ষে ইইউ। ইইউর আরেকটি উদ্বেগ শিশুশ্রমের বয়সসীমা নির্ধারণ নিয়ে। শিশু পাচারও ইইউর উদ্বেগের আরেকটি কারণ।

সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে ইইউর সভায় উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, জিএসপি বিষয়ে ইইউর বক্তব্য হলো, মধ্য আয়ের দেশে উন্নীত হলে বাংলাদেশের সুবিধা থাকবে না। তখন জিএসপি প্লাস আসবে। বর্তমানে শ্রমসংক্রান্ত বিষয়ে যে ধরনের শর্ত আছে, জিএসপি প্লাসের ক্ষেত্রে তা আরো কঠোর হবে। এ শর্তগুলো যদি অনুসরণ ও প্রতিপালন করা হয়, তাহলে ভবিষ্যতে জিএসপি প্লাসের জন্য আবেদন করা সম্ভব হবে। বিদ্যমান পরিস্থিতিতে জিএসপি প্লাসের জন্য বাংলাদেশ যে অনুপযুক্ত, সেটি নিশ্চিত করেছেন ইইউ প্রতিনিধিরা।

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নেয়া আরেকটি সূত্রমতে, প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বিদ্যমান জিএসপি সুবিধা থাকা না-থাকা বিষয়টি। ২০১৭ সালের শেষ দিক থেকেই তারা বলছে, শ্রমসংক্রান্ত ইস্যুগুলো কমপ্লাই না করলে জিএসপি থাকবে না। জিএসপি স্কিমের আওতায় সবচেয়ে বেশি সুবিধা বাংলাদেশ নিচ্ছে। এ সুবিধার ফল সমাজের সবাই সমানভাবে পাচ্ছে কিনা, এটা পর্যবেক্ষণেই তারা এসেছে।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এটাই জিএসপি নিয়ে তদন্তের প্রাথমিক দল। এ দলের সদস্যরা সন্তুষ্ট না হলে চূড়ান্ত তদন্ত শুরু হবে। তারা যদি দেখে, শ্রম আইনে ইতিবাচক পরিবর্তন এসেছে, তাহলে তারা কখনই চাইবে না জিএসপি বাতিল হোক। তবে তদন্তে যাওয়ার আগে ইইউ আগামী নভেম্বরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের সভার জন্য অপেক্ষা করবে। ওই সভায় শ্রমসংক্রান্ত ইস্যুতে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনার ওপর নির্ভর করবে জিএসপির চূড়ান্ত তদন্ত। তবে নিশ্চিতভাবেই জিএসপি অব্যাহত রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে বাংলাদেশের সংশয় এখনই কাটছে না।

ইসি বাংলাদেশ সূত্রমতে, ২০২৪ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বাংলাদেশের জন্য ইবিএ সুবিধা থাকবে না। তখন বাংলাদেশকে জিএসপি প্লাসের মাধ্যমে বাণিজ্য সুবিধা আদায় করতে হবে। বর্তমানে জিএসপি প্লাসের শর্ত অনুযায়ী বাংলাদেশ ওই সুবিধার জন্য এখনো উপযুক্ত নয়। বাংলাদেশকে অনুরোধ করতে হবে। একই সঙ্গে ইইউকেও বাংলাদেশকে জিএসপি সুবিধার আওতায় রাখতে শর্তে পরিবর্তন আনতে হবে।

জিএসপির আওতায় ইবিএর সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ বাংলাদেশ। এ সুবিধা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে সরাসরি অবদান রাখছে। ২০১৬ সালে ইবিএ সুবিধার আওতায় ইইউতে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ১৫ দশমিক ৬ বিলিয়ন ইউরো।

কর্মপরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে বাংলাদেশ। এসব কার্যক্রমের মধ্যে পোশাক খাতের কারখানাগুলোর মূল্যায়নে আন্তর্জাতিক জোটের কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে। উত্তর আমেরিকা ও ইউরোপীয় ক্রেতা জোটের তথ্য অনুযায়ী, কারখানার সংস্কার কার্যক্রমের অগ্রগতি ৮৫ শতাংশের বেশি। স্থানীয় উদ্যোগের মূল্যায়ন কার্যক্রম চলবে ২০২১ সাল পর্যন্ত। এভাবে পর্যায়ক্রমে কর্মপরিবেশের সুরক্ষা নিশ্চিত হচ্ছে।

শ্রম অধিকার-বিষয়ক আইনি প্রক্রিয়াগুলোয়ও পরিবর্তন এসেছে। সম্প্রতি মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেয়েছে শ্রম আইনের সংশোধনী। সেখানে ট্রেড ইউনিয়ন করার সদস্যসীমা কমিয়ে আনা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে শিশুশ্রমের বয়সসীমায়। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোয় (ইপিজেড) সরকারি সংস্থার মাধ্যমে পরিদর্শন কার্যক্রমও শুরু হতে যাচ্ছে। এছাড়া ইপিজেডের অভ্যন্তরে বিনিয়োগকারীদের প্রয়োজন অনুযায়ী শ্রম সংঘের বিধান নিয়ে কাজ করেছে সরকার। কর্মপরিবেশ ও শ্রম অধিকার-সংক্রান্ত বিষয়গুলোতে এভাবে পর্যায়ক্রমিক কার্যক্রম ও অগ্রগতি চলমান রয়েছে।

উল্লেখ্য, কর্মপরিবেশের উন্নতি ও শ্রম অধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ২০১৩ সালের ২৭ জুন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক আদেশে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেন। এ সুবিধা পুনর্বহালে বাংলাদেশের জন্য ১৬টি শর্তও দেয়া হয়। বাংলাদেশ সরকার শর্তগুলো পূরণ করেছে বলে দাবি করলেও জিএসপি সুবিধা পুনর্বহাল করেনি যুক্তরাষ্ট্র।
  • কার্টসিঃ বনিক বার্তা / সেপ্টেম্বর ১৬,২০১৮ 

ফের বড় অঙ্কের ঋণ পাচ্ছেন খেলাপিরা

দেলোয়ার হুসেন


বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট জালিয়াতি করে খেলাপিরা নতুন করে বড় অঙ্কের ঋণ পেয়ে যাচ্ছেন। এভাবে তুলে নিচ্ছেন একাধিক ঋণ। একই সঙ্গে খেলাপি ঋণের তথ্য আড়াল করে ঋণ নবায়নও করে নিচ্ছেন। আগের ঋণ পনর্গঠন বা ঋণসীমা বাড়ানোর ক্ষেত্রেও হালনাগাদ সিআইবি প্রতিবেদন জমা না দিয়েই বেআইনিভাবে এসব সুবিধা পেয়ে যাচ্ছে প্রভাবশালী চক্রটি।

কতিপয় অসাধু ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ঋণখেলাপিরা প্রকৃত সিআইবি প্রতিবেদন গোপন করে এসব জালিয়াতি করছেন। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের চারটি ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ ও ভিজিলেন্স বিভাগ বাণিজ্যিক ব্যাংকগুলোতে তদন্ত করে সিআইবি প্রতিবেদন জালিয়াতির বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে।

এসব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থিতি ধরে মার্চ থেকে এ তদন্ত শুরু করেছে। আগামী নভেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে।

কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তদন্তে ঋণখেলাপিদের সিআইবি রিপোর্ট জালিয়াতির ঘটনা উঠে আসার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছেন ব্যাংক কর্তৃপক্ষ। এসব জালিয়াতি বন্ধ করতে ব্যাংকগুলোর প্রতি কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে কোনোক্রমেই হালনাগাদ সিআইবি রিপোর্ট ছাড়া গ্রাহককে নতুন ঋণ দেয়া যাবে না। একই সঙ্গে আগের ঋণ নবায়ন, পুনর্গঠনের ক্ষেত্রেও হালনাগাদ সিআইবি প্রতিবেদন বাধ্যতামূলক করা হয়েছে।

যেসব ব্যাংক কর্মকর্তা হালনাগাদ সিআইবি প্রতিবেদন ছাড়া নতুন ঋণ মঞ্জুর, আগের ঋণ নবায়ন বা পুনর্গঠন করতে প্রস্তাব করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর মহাব্যবস্থাপক মনছুরা খাতুন যুগান্তরকে বলেন, নতুন ঋণ মঞ্জুর, খেলাপি ঋণ নবায়ন বা ঋণসীমা বাড়ানোর ক্ষেত্রে হালনাগাদ সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক।

যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হালনাগাদ সিআইবি প্রতিবেদন ছাড়া এসব কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে জরিমানা আরোপের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, সিআইবি এখন সব সময়ই হালনাগাদ থাকে। অনলাইনে প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব বলে ব্যাংকগুলো নিজেরাই সহজেই এটি করতে পারে। কোনো খেলাপিই যাতে নতুন ঋণ সুবিধা পেতে না পারে সেজন্য এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, কোনো ঋণখেলাপি নতুন কোনো ঋণ পেতে পারেন না। একইভাবে ঋণখেলাপিদের ঋণ নবায়ন, ঋণসীমা বাড়ানো বা এলসি খোলা, ব্যাংক গ্যারান্টি দেয়ার ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ ৬০ দিনের সিআইবি রিপোর্ট আমলে নেয়া হয়। এর বেশিদিনের রিপোর্ট আমলে নেয়া যাবে না। কোনো ঋণ দেয়ার ক্ষেত্রে পদ্ধতিগত কাজ সম্পন্ন করতে বেশি সময় লাগলে প্রয়োজন হলে দ্বিতীয় দফায় সিআইবি প্রতিবেদন নিতে হবে। ঋণ মঞ্জুরের তারিখের দিন থেকে ৬০ দিনের বেশ আগের সিআইবি প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, হালনাগাদ সিআইবি প্রতিবেদন নিলে গ্রাহকের ঋণের সার্বিক চিত্র ফুটে উঠবে। ফলে ব্যাংক গ্রাহকের ঋণ পরিশোধের সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। এটি বাস্তবায়ন করা হলে ঋণখেলাপিরা ঋণ সংক্রান্ত কোনো বাড়তি সুবিধা পাবে না।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ব্যাংকের শাখাগুলোতে বড় অঙ্কের ঋণের নথিপত্র পর্যালোচনাকালে দেখা যায়, বড় অঙ্কের ঋণের সিআইবি প্রতিবেদনের ক্ষেত্রে তারা শুধু কোড নম্বর উল্লেখ করে। কোনো তারিখ উল্লেখ করে না। এর ফলে ঋণ মঞ্জুর, নবায়ন বা পুনঃতফসিলের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট ৬০ বেশি পুরনো কিনা তা নিশ্চিত হওয়া যায় না। এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হলেও কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে কিছু গ্রাহকের ক্ষেত্রে এসব নির্দেশনা মেনে চলতে দেখা যায় না। এতে করে নতুন ঋণ মঞ্জুর, খেলাপি ঋণ নবায়ন বা ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে খেলাপিরাও নতুন ঋণ পেয়ে যাচ্ছে বা ঝুঁকি বিবেচনা না করেই খেলাপি ঋণ নবায়ন করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রাহক সম্পর্কে হালনাগাদ সিআইবি রিপোর্ট না থাকার কারণে ঋণখেলাপিদের অনুকূলে ঋণ প্রদানের সুযোগ থাকে। এতে ব্যাংকের ঝুঁকির মাত্রা বেড়ে যায়। কেননা খেলাপিরা নতুন ঋণ পেলে ব্যাংকিং খাতে ঋণ শৃঙ্খলা বাধাগ্রস্ত হতে পারে।

সূত্র জানায়, জনতা ব্যাংকে ক্রিসেন্ট গ্রুপের রফতানি বিল বকেয়া থাকায় ফোর্সলোন সৃষ্টি করে দেনা শোধ করা হয়েছে। হলনাগাদ সিআইবি প্রতিবেদন ছাড়া গ্রাহককে নতুন ঋণ দেয়া হয়েছে। একই ঘটনা ঘটেছে জারা নিটিং টেক্সের ক্ষেত্রে। সিআইবি রিপোর্ট জালিয়াতি করে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হয়েছেন কামরুন নাহার। তিনি একটি সরকারি ব্যাংকে ঋণখেলাপি ছিলেন। কিন্তু তাকে ঋণ ব্যাংক খেলাপি না দেখিয়ে নিয়মিত দেখিয়েছে। পরবর্তীকালে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ধরা পড়ে। আরও একটি সরকারি ব্যাংকে সিআইবি রিপোর্ট গোপন করে এলটেক্স, থার্মেক্স গ্রুপকে ঋণ দেয়া হয়। জনতা ব্যাংক ও একটি বেসরকারি ব্যাংক একই প্রক্রিয়ায় সোহেল গ্রুপকে ঋণ সুবিধা দিয়েছে।

  • কার্টসিঃ যুগান্তর/ সেপ্টেম্বর ১৫,২০১৮ 

গৃহপালিত

সুমন্ত আসলাম

ক্লাস সিক্সে ওঠার পর, ইংরেজি দ্বিতীয় পত্রে যে ইংরেজি রচনাটির প্রতি আমরা গভীর নজর দিতাম, সেটি হলো- দি কাউ। এক বছর পরপর রুটিনমাফিক এ রচনাটি বার্ষিক পরীক্ষায় আসত। কোনো কোনো সময় প্রতি বছরই আসত। তাই প্রাথমিক বিদ্যালয় শেষ করে উচ্চ বিদ্যালয়ে পা দিয়েই নতুন বইগুলোর অনেক প্রথম পড়ার মধ্যে ওই 'দি কাউ' রচনাটি মুখস্থ করে ফেলতাম আমরা। বুঝে হোক, না বুঝে হোক, প্রায় হাজার শব্দ সংবলিত ইংরেজি ওই রচনাটি নিউরনে গেঁথে ফেলতাম। স্যার জিজ্ঞেস করতেই গড়গড় করে উগরে দিতাম; পরীক্ষার খাতায় লিখে ফেলতাম অ-তে অজগর, আ-তে আমের মতো। আর ওই দি কাউ ইংরেজি রচনাটির প্রথম বাক্যটি ছিল- দি কাউ ইজ এ ডমেস্টিক অ্যানিম্যাল। বাংলায় যার অর্থ দাঁড়ায়- গরু একটি গৃহপালিত জন্তু।

পণ্ডিত নগেন মুন্সী স্যার বাংলা দ্বিতীয় পত্র পড়াতেন আমাদের। সিরাজগঞ্জের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। ইংরেজি দ্বিতীয় পত্রের স্যার একদিন স্কুলে না আসায় তার ওপর দায়িত্ব পড়ল সেদিনের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসটা নেওয়ার।

স্যার ক্লাসে এলেন এবং কী একটা অজানা কারণে দি কাউ রচনাটি পড়াতে শুরু করলেন। গৃহপালিত ব্যাপারটা তিনি বোঝাতে লাগলেন; মুগ্ধ হয়ে আমরা তা শুনতে লাগলাম। সারা ক্লাস তথা সারা স্কুলের সবচেয়ে দুষ্টু ছাত্র ছিল ক্ষুুদিরাম; সংক্ষেপে যাকে আমরা ডাকতাম ক্ষুদু। ওই প্রতিভাধর দুষ্টুটি পড়ত আবার আমাদের ক্লাসেই। বেঞ্চ থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে ও বলল, 'স্যার, আপনি বললেন- গৃহে যাদের পালা হয়, তারা গৃহপালিত। কিন্তু একটা প্রাণীকে আমরা কেউ গৃহে পালি না, অথচ নিয়মিত আমাদের গৃহেই থাকে। আমরা কি তাকে গৃহপালিত বলব?'

স্বভাবসুলভ ব্যক্তিত্ব ছড়ানো হাসি দিয়ে স্যার বললেন, 'প্রাণীটির নাম কী?'

ক্ষুদু বিন্দুমাত্র সময় না নিয়ে বলে ফেলল, 'টিকটিকি।'

স্যার জুতসই একটা উত্তর দেওয়ার জন্য ভাবছিলেন, তার আগেই ক্ষুদু ওর মাথার পেছনটা এমনি চুলকাতে চুলকাতে বলল, 'স্যার, গৃহপালিত শব্দটা শুনলেই কেমন যেন মনে হয়- ওটি একটি অবহেলিত ব্যাপার, কিন্তু তা আবার উপকারীও।'

স্যার না বোঝার ভান করে বললেন, 'একটু খুলে বলো তো?'

'গৃহপালিত শব্দটা বললে প্রথমেই মনে আসে গরুর কথা। নিরীহ শ্রেণির এই প্রাণীটিকে আমরা সারাজীবন অবজ্ঞা করি, অবহেলার চোখে দেখি। অথচ ওটা মানুষের চেয়ে মহান, মানব জাতির চেয়ে শ্রেষ্ঠ।'

'কীভাবে?' বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন স্যার।

'আমরা মানুষরা একটা সময় গরুর দুধ খেয়ে বড় হই, কিন্তু গরুর বাচ্চার জন্য মানুষের ও রকম কিছু প্রয়োজন হয় না।'

'ঠিক।'

'আবার এই যে আমি-আপনি সুন্দর সুন্দর জুতো পায়ে দিই, তা কিন্তু ওই গরুর চামড়া দিয়ে তৈরি। মানুষ গরুর চামড়া ব্যবহার করে, কিন্তু গরু মানুষের চামড়া ব্যবহার করে না কখনও।'
'এটাও ঠিক।'

'পুষ্টির জন্য আমরা গরুকে যখন-তখন জবাই করি, কিন্তু গরুর পুষ্টির জন্য তাজা ঘাসই যথেষ্ট। মানুষের মাংস তো দূরের কথা, মানুষের কোনো কিছুই লাগে না তাদের।'

'যথার্থ বলেছো তুমি।'

'আরও একটা খারাপ ব্যাপার আছে- মানুষকে গালি দেওয়ার সময় আমরা অনেক ক্ষেত্রে গরু শব্দটি ব্যবহার করি; গরু কখনও গালি দেয় না। আর স্লিপ অব টাংয়ের মতো দিলেও তখন মানুষ শব্দটা মুখে আনে না।'

'এসব কথা বলে তুমি কী বুঝাতে চাচ্ছো?'

'গৃহপালিত শব্দটা আমরা যতই তাচ্ছিল্যভাবে নিই না কেন, যতই গরুর ছবি ভেসে উঠুক না কেন, ওটার প্রতিশব্দ আসলে- উপকারী।'

'ঠিক, ঠিক।' স্যার আরও কিছু বলতে যাচ্ছিলেন। কিন্তু ক্লাস শেষ হওয়ার ঘণ্টা পড়ে যাওয়ায় আর কিছু বলতে পারেন না। ক্ষুদুর দিকে তাকিয়ে মোলায়েম একটা হাসি দেন তিনি।

আমরা সেদিনই স্যারের মুখে প্রথম ও রকম হাসি দেখেছিলাম।

অবশ্য আমেরিকান বিপ্লবী আল জেন পু অন্য রকম একটা কথা বলেছেন- 'গৃহপালিত চাকুরিজীবীরা বড়ই অসহায়। তারা তাদের বসদের খামখেয়ালির শিকার হয় সব সময়।'

লেখক এবং কবিরা মনের কথা লেখেন। মাঝে মাঝে বলেও ফেলেন। আর তাই তো জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও বলেছেন, 'আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না।'

কিন্তু সমস্যা হচ্ছে- যারা গৃহপালিত, সারাজীবন তাদের গৃহপালিত হয়েই থাকতে হয়। সেটা গরু-ভেড়া-ছাগলই হোক, মোরগ-মুরগিই হোক, কুকুর-বিড়াল-খরগোশই হোক। এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে যায় তাদের মধ্যে। হু.মু. এরশাদ যেহেতু তার পুরো বাক্যটার মধ্যে বলেছেন- 'আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না' এবং এটা দ্বারা পক্ষান্তরে দ্ব্যর্থহীন স্বীকার করেছেন- তিনি গৃহপালিত বিরোধী দলে পরিণত হয়েছিলেন, ছিলেন। 

সুতরাং তিনি সেটা থেকে বের হয়ে আসতে পারবেন কি-না, সেটা সময়ের ব্যাপার। কারণই ওই যে- গৃহপালিত ব্যাপারটা অভ্যস্তের। তাই তো রূঢ় রসগল্পের কথাটা মনে পড়ে যায় আমাদের- সংসারে আমরা সবাই কমবেশি গৃহপালিত। নানা যন্ত্রণা সয়েও আমাদের অধিকাংশ মেয়ে সারাদিনের সংসার-ধর্ম পালন করেন ওই গৃহপালিত হয়েই। এ ছাড়া তাদের আর কোনো উপায় নেই- এটা ঠিক না; বরং আপনজনদের ভালোবেসেই তারা গৃহছাড়া হতে চান না কখনোই।

আর আমরা ছেলেরা? যতই ঠাট-বাট করে সময় কাটাই না কেন, দিন শেষে, কখনও মাঝ রাত্রিতে ঘরের দরজায় এসে মিনতির স্বরে বলি, 'এই, দরজাটা একটু খোলো না।' তারপর আপনজনের হাতের ঠাণ্ডা পানি সেবন করতে করতে গৃহপালিত প্রাণীর মতো গা-টা এলিয়ে দিই বিছানায়। জাবর কাটতে থাকি সারা দিনের সুখ-দুঃখের। ব্রিটিশ অভিনেত্রী সিয়েনা মিলার অবশ্য অনেক আগেই ঘোষণা করছেন, 'আমি সত্যিকার অর্থেই একজন গৃহপালিত।' আর আমেরিকান অভিনেত্রী মে ওয়েস্ট বলেছেন, 'মানুষ সাধারণত দু'ধরনের মানুষকে পছন্দ করে- এক, আমদানিকৃত, দুই. গৃহপালিত।'

আসুন, এখন থেকে আত্মস্বীকৃত গৃহপালিত নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে পছন্দ করতে শুরু করি আমরা। কারণ গৃহপালিত ব্যাপারটা খারাপ না; উপকারী!

  • কার্টসিঃ সমকাল/ সেপ্টেম্বর ১৬, ২০১৮ 

গায়েবি মামলার হিড়িক

ড. রেজোয়ান সিদ্দিকী

এর কাছাকাছি বিষয় নিয়ে গত সপ্তাহেও আমরা লিখেছিলাম। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে সে পরিস্থিতি আরো মারাত্মক রূপ নিয়েছে। এর মধ্যে গায়েবি মামলার একেবারে হিড়িক পড়ে গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সক্রিয় নেতাকর্মী কিংবা সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে এই গায়েবি মামলা দায়ের করা হচ্ছে। তা ছাড়া যারা সত্য প্রকাশ করতে চান, তারাও সরকারি রুদ্র রোষের শিকার হয়েছেন। 

বাংলাদেশে এখন সত্য প্রকাশ ক্রমেই বিপজ্জনক হয়ে পড়েছে। এমনকি সড়ক দুর্ঘটনায় এক মাসে কতজন মারা গেল সে তথ্যও প্রকাশ করা যাচ্ছে না। সে রকম তথ্য প্রকাশ করে যাত্রীকাল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী কারাগারে গিয়েছিলেন। তিনি এখন জামিনে মুক্ত। তার বিরুদ্ধে প্রথমে দেয়া হয়েছিল চাঁদাবাজির মামলা। সেটি ডাহা মিথ্যা ও বানোয়াট। সে কথা প্রমাণিত হয়ে যাওয়ার পর তিনি কারাগারে থাকতে থাকতেই তার বিরুদ্ধে দেয়া হয়েছে বিস্ফোরক মামলা। চাঁদাবাজির মামলায় তিনি জামিন পেয়েছেন, বিস্ফোরক মামলার পরিণতি জানতে সময় লাগবে।

তবে নতুন করে দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় পুলিশ মোজাম্মেল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেছে। ওই মামলায় বলা হয়েছে, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মীরপুর ১৩ নম্বরে বিআরটিএ’র কার্যালয়ের পেছন থেকে ৩৫টি পেট্রলবোমাসহ আবিদুর আহসান নামের একজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আবিদুরসহ ১১ জনের নাম উল্লেখ ছাড়াও ৪০ থেকে ৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারাসহ বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৬ ধারায় মামলা হয়। 

মামলায় বলা হয়, দুষ্কৃতকারীরা সবাই মিলে দেশে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি, সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন, সরকার ও জনসাধারণের সম্পত্তি ধ্বংস, ক্ষতিসাধনের উদ্দেশ্যে গাড়িতে পেট্রলবোমা মেরে বিশেষ ক্ষমতা আইনের ধারাসহ বিস্ফোরক উপাদানাবলি আইনে অপরাধ করেছে। 

ওই মামলায় মোজাম্মেল হক চৌধুরীর নাম উল্লেখ ছিল না। তবে ৮ সেপ্টেম্বর কাফরুল থানার এসআই রায়হানুর রহমান মোজাম্মেল হককে কাফরুল থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানোর অনুমতিসহ ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। এতে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোজাম্মেল হক এজাহারভুক্ত পলাতক আসামিদের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনা ঘটান।

এ ঘটনার সরেজমিন তদন্ত করে এক সহযোগী পত্রিকা। তারা বিআরটিএ কার্যালয়ের পেছনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অন্তত ১০ জনের সাথে কথা বলেন। 

ফুটপাতের একজন চা-দোকানি ওই প্রতিবেদককে জানান, ৪ ফেব্রুয়ারি এই গলি থেকে পুলিশ ককটেলসহ কাউকে গ্রেফতার করার কথা শোনেননি কিংবা দেখেননি। দোকানে বসেছিলেন একজন রিকশাচালক। তিনি বলেন, এই এলাকায় থাকেন, কিন্তু এমন কথা শোনেননি। পাশে বিআরটিসির স্টাফ কোয়ার্টার মার্কেটের একটি স্টেশনারি দোকান মালিক বলেন, ‘এ ধরনের খবর জানি না কিংবা শুনিনি।’ 

আরেক বাসিন্দা জানান, ‘ককটেল বা পেট্রলবোমা উদ্ধার হলে আমরা শুনব না, তা হতে পারে না।’ আর চাঁদাবাজির মামলার বাদী দুলাল মিয়া, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। সুতরাং মোজাম্মেল হকের বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলাই গায়েবি। মূল কথা হলো, ঈদে সড়ক দুর্ঘটনায় যে আড়াই শ’ লোকের মৃত্যু হয়, সে পরিসংখ্যান না প্রকাশ করার জন্য মোজাম্মেল হককে চাপ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি সে পরিসংখ্যান প্রকাশ করে দেন।

এ রকম ঘটনা এই একটিই নয়, ভূরি ভূরি। বিশেষ করে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নয়া পল্টনে লাখ লাখ লোকের সমাবেশ দেখে সরকার একেবারে ভড়কে গেছে। আর তার পর থেকেই শুরু হয়েছে এমন আজগুবি আর গায়েবি মামলা। 

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ফাইয়েদুল আলম ছেলের চিকিৎসার জন্য গত ১০ সেপ্টেম্বর সকাল ৮টায় সিঙ্গাপুর যান। ওইদিন বেলা ১১টায় জেলা শহরে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধনে লাঠিপেটা করে পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে যানবাহন ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাতে মামলা করে পুলিশ। সেই মামলায় সিঙ্গাপুর যাওয়া ওই নেতাকেও আসামি করা হয়। একই ধরনের মামলার অভিযোগ উঠেছে শ্রীপুরে। সেখানে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নাশকতার অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ কাইয়াকে আসামি করা হয়েছে। অথচ তার স্বজনেরা বলেছেন, তিনি চিকিৎসার জন্য এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন।

এমনি ঘটনা আরো আছে। ওয়ারী থানাধীন লুৎফুল হকের বয়স ৮২ বছর। তিনি গুরুতর অসুস্থ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির চিকিৎসার জন্য তিনি গত ৪ আগস্ট থেকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর তিনি বাড়ি ফিরে গেছেন। কিন্তু তার শারীরিক অবস্থা এমনই নাজুক যে, অন্য কারও সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। ল্যাবএইডে চিকিৎসার সময় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তা সত্ত্বেও পুলিশ দেখতে পেয়েছে যে, বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর ওয়ারীতে সরকার উৎখাত ষড়যন্ত্রের এক সমাবেশে ৩ সেপ্টেম্বর এই লুৎফুল হকও অংশ নিয়েছেন। এই মামলার ৯৬ জন আসামির একজন লুৎফুল হকও। 

পুলিশের ভাষ্য অনুযায়ী এই নাশকতামূলক কাজের জন্য তারা আর কে মিশন রোডের বাংলাদেশ বয়েজ ক্লাবের খেলার মাঠে সমবেত হয়েছিল। তার ছেলে রেজাউল হক জানান, মামলা দায়েরের দু’দিন পর গত ৫ সেপ্টেম্বর তাকে হুইল চেয়ারে করে জামিনের জন্য আদালতে নিয়ে যান তারা। আদালত চার্জশিট দাখিল পর্যন্ত তাকে জামিন দিয়েছেন।

এ রকম ঘটনা আরো আছে। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা সাব্বির আহমেদ আরিফকে একটি মামলায় আসামি করা হয়েছে। কিন্তু ঘটনাটি যখন ঘটে তখন তিনি দেশেই ছিলেন না। তার ভিসা, ইমিগ্রেশন ও হোটেল ডকুমেন্ট, বর্ডিং পাস প্রভৃতি পরীক্ষা করে দেখা গেছে তিনি সেপ্টেম্বরের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত কলকাতায় ছিলেন। 

সাব্বির বলেছেন, পুলিশ সবসময় আমার পিছু নেয় বলে আমি বাড়িতেই থাকতে পারি না। তাই আমি যখন ইন্ডিয়ায় ছিলাম তখন আমি আসামি হয়েছি। এই মামলার অপর আসামি মো. ইব্রাহিম ওয়ারী থানা যুবদলের একজন নেতা। 

গত বছর ১২ নভেম্বর জনগণের মধ্যে ত্রাস সৃষ্টি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাতে দেখা যায়, তার বিমান টিকিট, ইমিগ্রেশন এবং হোটেল ডকুমেন্ট বলে যে তিনি ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তার ছোট বোনের চিকিৎসার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ছিলেন। তার আইনজীবী এসব কাগজপত্র আদালতে দাখিল করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। ইব্রাহিমের বিরুদ্ধে এখন ১৬টি মামলা ঝুলছে। 

গত ১৩ সেপ্টেম্বর তিনি বাংলাদেশেই ছিলেন তবে পুলিশ তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তিনি সে ধরনের কোনো কাজ করেননি। পুলিশের এসআই উৎপল দত্ত মামলার বিবরণে লেখেন যে, তিনি এবং আরো কিছু পুলিশ সদস্য তিন সেপ্টেম্বর বাংলাদেশ বয়েজ ক্লাবের খেলার মাঠে সকাল ১১টা ৫৫ মিনিটে উপস্থিত হন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করে এসআই উৎপল সেখানে সমবেত হওয়া ৯৬ জনকে চিহ্নিত করেন এবং নাশকতায় জড়িত আরো বহুসংখ্যক লোক চিহ্নিত করতে পারেননি।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রতিনিধি সোমবার সকাল সাড়ে ১০টায় ওই খেলার মাঠে যান। গিয়ে তিনি দেখতে পান ডজনখানের ছেলে সেখানে ক্রিকেট খেলছে। তাদের কাছে তিনি জানতে চান, ৩ সেপ্টেম্বর ওই খেলার মাঠে বিএনপির লোকজন সমবেত হয়েছিল কিনা। কিন্তু তারা বলেন, আমরা এখানে প্রত্যেক দিন খেলতে আসি, আমরা এরকম কোনো ঘটনা দেখিনি বা শুনিওনি। ওই খেলার মাঠের আশপাশের কমপক্ষে ১০ ব্যক্তি বলেছেন, ৩ সেপ্টেম্বর এখানে তেমন কোনো ঘটনাই ঘটেনি। খেলার মাঠ ৮ ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা এবং এই মাঠে প্রবেশ বা বের হওয়ার জন্য একটি মাত্র দরজা রয়েছে। উৎপল তার মামলায় বলেছেন, তিনি এসব কথা জেনেছেন ঘটনার আশপাশের লোকজন ও দোকানদারদের কাছ থেকে। কিন্তু দৈনিক দ্য ডেইলি স্টারের প্রতিনিধি আশপাশের কমপক্ষে ১৫ দোকানের মালিক শ্রমিকের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি এখানে এ ধরনের তেমন কোনো ঘটনাই ঘটেনি। 

একজন দোকানদার হাসতে হাসতে বললেন, এই খেলার মাঠে বিএনপির লোকজন জড়ো হয়েছিল এ কথা আপনার মুখেই প্রথম শুনলাম। এ বিষয়ে উৎপলকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। ঘটনার চমৎকারিত্ব এখানেই শেষ নয়। আরেকটি পত্রিকা রিপোর্ট করেছে, বিএনপির চকবাজার থানার আহ্বায়ক আবুল আজিজুল্লাহ নাশকতামূলক কাজ করেছে। কিন্তু আজিজুল্লাহ তার ২৬ মাস আগে ২০১৬ সালের মে মাসে ইন্তেকাল করেছেন। তবে ৫ সেপ্টেম্বর দায়ের করা পুলিশের মামলায় বলা হয়েছে, আজিজুল্লাহ অন্য নেতাদের সাথে মিলে পুরনো কেন্দ্রীয় কারাগারে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এ প্রসঙ্গে মামলার বাদী এসআই কামালউদ্দিন বলেন, সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এটি যাচাই করার জন্য তার হাতে কোনো সময় ছিল না। তবে যদি কোনো মৃত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়ে থাকে তাহলে সংশোধন করা হবে। দেশজুড়ে আসলে এখন এ পরিস্থিতি চলছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের চাপে রাখা, ভয়ভীতি দেখানো, মামলা হামলা গ্রেফতার করে তাদের মনোবল ভেঙে দেয়ার জন্য সরকার এমন নিকৃষ্ট পন্থা অবলম্বন করছে। সরকার জনগণের ভোটের ওপর মোটেও নির্ভর করতে চাইছে না। কোটা আন্দোলনকারীদের ওপর তারা পুলিশ ছাত্রলীগ ও হেলমেটবাহিনী দিয়ে যে নির্যাতন চালিয়েছে তাতে এই বিপুল ছাত্রসমাজের ভোটের আসা তারা করতে পারেন না। তেমনিভাবে স্কুল-কলেজের যেসব তরুণ শিক্ষার্থী সদ্য ভোটার হয়েছেন তাদের ওপরও যে নির্যাতন চালানো হয়েছে তাতেও নতুন ভোটারদের ভোট আশাও সুদূর পরাহত।

সুতরাং সরকারের হাতে থাকল কী? তাদের হাতে আছে র‌্যাব পুলিশ বিজিবি প্রশাসন আর ডাণ্ডা। কিন্তু পৃথিবীতে যুগে যুগে প্রমাণিত হয়েছে যে জনতার শক্তির সামনে তাদের প্রতিরোধের মুখে সেসব বাহিনী খড়কুটোর মতো উড়ে চলে যায়। শেষ পর্যন্ত জনগণেরই জয় হয়। 

  • লেখক : সাংবাদিক ও সাহিত্যিক
  • কার্টসিঃ নয়াদিগন্ত/ সেপ্টেম্বর ১৫, ২০১৮ 

LGED in a hurry to take up road projects

FHM Humayan Kabir

The government is in a hurry to get rural infrastructure development projects involving substantial volume of funds approved by the Planning Commission (PC) before the forthcoming national elections, officials said on Saturday.

They said the Local Government and Engineering Department (LGED) alone has sought approval for nine projects meant to construct rural roads and bridges, where billions will be required.

"All the projects have been sent to us within the last couple of weeks for approval. Now we're coming under pressure to approve those on an emergency basis," a PC official said.

Within a day or two from the date of sending the projects from the ministry to the commission, some government ministers, lawmakers and political heavyweights are putting pressure on the commission for the approval, the official said.

Development analysts say since the national election is round the corner, the ruling party is taking up projects in a hurry out of political consideration.

According to the ministry of local government, rural development and cooperative, it has sent at least nine rural infrastructure development projects within last couple of weeks to the commission.

"Since the lawmakers have pledged their voters to develop roads, bridges, culverts and other infrastructure in their constituencies, they are putting pressure on us to approve projects before the elections," said a ministry official.

"We're trying to prepare the projects, which are necessary and are sending those to the commission for getting approval," he said preferring anonymity.

"We have even been forced to hold Project Evaluation Committee (PEC) meeting within two days from the appraisal of a project of the LGED. We are getting so much pressure on that we are not able to scrutinise properly rather to place it before the next ECNEC meeting," he said.

During the last few weeks, the LGED sent Mymensingh rural infrastructure development project worth Tk 6.0 billion, rural transport improvement project involving an investment of Tk 45 billion, and construction of below 100-metre long bridges across the country project at a cost of Tk 30 billion.

Besides, it has sought approval for rural employment and road maintenance programme project involving a sum of Tk 25 billion, rural infrastructure (road) development project Tk 50 billion, bridge building project in Feni district for Tk 5.50 billion, rural infrastructure for greater Cumilla project, and JICA-funded disaster risk management project.

Former finance and planning advisor to the Bangladesh's caretaker government Dr Mirza Azizul Islam said that most of the projects are politically-motivated.

"The ruling party lawmakers, who wish to contest the parliamentary elections, will be able to tell people that they are working for them."

"Taking up expensive projects with a shorter period of time will ultimately affect their execution. Once the cost and execution time will overrun and their viability will also be affected," he said.

Mr Islam said since the election is knocking at the door, there is also the possibility of diverting project funds to influence election.

Economist Dr MA Taslim told the FE such projects are usually designed to influence electorates.

"There are reasons to assume that the government might have taken up some politically-motivated projects because those are being initiated just before the national election. The projects will neither be of quality nor viable."

He said in the name of development work, the funds could be misused, Prof Taslim expressed the fear.


  • Courtesy: The Financial Express/ Sep 16, 2018

Immediate DUCSU polls demanded as DU sits with student bodies today

Arifur Rahman 

Academics and former student leaders emphasise favourable environment and immediate announcement of schedule as Dhaka University authorities are set for talks with student organisations today on the long-awaited election to Dhaka University Central Student Union.

Welcoming the move, they pointed out that flexing political muscle instead of intellectual exercise was the outcome of the absence of a functional DUCSU for about three decades.

Political coexistence, they demanded, must be ensured for a fair and participatory poll to the student union of the university which was the cradle of all democratic and cultural movements of the country.

Proctor AKM Golam Rabbani on September 12 sent a letter to the president and the general secretary of all student organisations and their Dhaka University units inviting them to the meeting.

The move came as fifteen former students of the university on September 12 filed a petition with the High Court for charging Dhaka University vice-chancellor, proctor and treasurer with contempt of court for violating a High Court order asking them to hold the DUCSU polls.

Talking to New Age, DU VC Professor Akhtaruzzaman said that the move was the first in sixteen years and they would discuss ways of how to revive DUCSU.

He further said that they would take further initiative after getting the feedback from the student bodies and other activities including updating voters’ roll were already going on.

Praising the move, Dhaka University Professor Emeritus Serajul Islam Choudhury said that DUCSU poll was a must as its absence had already caused irreparable losses.

As the university decided to sit with the student bodies, all stakeholders of the university should also reach a consensus on holding the election.
DU law department professor Asif Nazrul said that without ensuring political coexistence and democratic environment on the campus, all attempts to hold the poll would go in vein.

Demanding immediate election schedule, president of Communist Party of Bangladesh Mujahidul Islam Selim, also the first DUCSU vice-president after independence, said that DU VC should seek apologies firstly for collecting fees from the students in the name of central students’ union without holding the poll violating university ordinance. 

Former DUCSU general secretary Mostak Hossain said that the university authorities should declare the election schedule first and then other activities, including political coexistence, should be ensured to hold the poll.

On March 4 last year, president Abdul Hamid, also chancellor of the university, while addressing the 50th convocation of the university, had called for the university students’ union election. 

He had then said that in order to develop new leadership as well as strengthen the democratic foundation of the university, DUCSU election was necessary.

From the chancellor to the students, everyone wants it but the student union elections did not take place in about three decades as the successive DU administrations and governments did not want it to maintain their dominance on the campus.

On the one hand, they wholeheartedly glorify DUCSU roles in the nation’s history while, on the other, they do nothing to hold the election, which is a clear violation of the university ordinance of 1973. 

This practice is breaching express provisions of Articles 4 and 20 of the ordinances presidential order number 11 and the fundamental rights ensured under the article 27 of the same order.

This violation renders all the senate committees and vice-chancellor elections of the university in the last 27 years unconstitutional as in the senate of DU five seats are reserved for the student representatives that remained vacant since the fall of autocratic regime in 1990.

DUCSU was formed in 1924 after the establishment of Dhaka University in 1921, and its first vice-president was nominated in the 1924-25 academic session. Since then, the VP used to be nominated until 1953 when the first election was held.

The last DUCSU election was held in 1990. It was the sixth election after independence. Jatiyatabadi Chhatra Dal-backed Aman-Khokon (Amanullah Aman and Khairul Kabir Khokan) panel won the election and they stayed the leaders of the students’ body until its dissolution.

On September 12, fifteen former Dhaka University students filed a contempt petition against Dhaka University vice-chancellor Md Akhtaruzzaman, proctor AKM Golam Rabbani and treasurer Kamal Uddin for violating a High Court order asking them to hold the DUCSU polls.

The vacation bench of Justice Md Nazrul Islam Talukder and Justice KM Hafizul Alam would hear the petition today.

On January 17, the High Court bench of Justice Syed Muhammad Dastagir Husain and Justice Md Ataur Rahman Khan asked the Dhaka University authorities to take steps for holding DUCSU polls at a ‘suitable time, preferably within six months.’
The court also said that the Dhaka University senate was not formed properly without five elected representatives of the DUCSU.

The Dhaka University senate was formed without the five DUSCU representatives for long, it observed.

Courtesy: New Age /Sep 16, 2018

15 Islamic parties form alliance in support to AL


A new alliance of 15 Islamic parties, the Islamic Democratic Alliance, emerged on Saturday to further strengthen the ruling Awami League‑led alliance in the next general election likely to be held in December.

Party representatives declared the alliance at a press conference held at a city hotel.
Speaking at the conference, alliance members said that they would work to help the Sheikh Hasina-led government continue the ‘unprecedented development’ it had achieved and protect the country from conspirators.

Bangladesh Islami Oikya Jote chairman Misbahur Rahman Chowdhury was made chairman of the alliance. Bangladesh Tariqat Federation former secretary general MA Awal was named alliance co-chairman and spokesperson with Democratic Islamic Movement chairman M Nurul Islam Khan as secretary general.

The other 12 alliance members were Bangladesh Islamic Party, Bangladesh Democratic Front, Bangladesh Jamaat E Darussunnah, Bangladesh Islamic Democratic Forum, Bangladesh Gana Kafela, Bangladesh Janaseba Andolon, Bangladesh Peoples Democratic Party, Bangladesh Islamic Peshajibi Parishad, Islami Union Bangladesh, Bangladesh Manobadikar Andollon and National Labour Party.

All 15 parties besides Tariqat Federation were unregistered and some had split from other parties.

Tariqat Federation and Islami Oikya Jote were also partners of the AL-led alliance.

When asked about the registration status of the parties, MA Awal said that the 14 unregistered parties had already applied to the Election Commission for registration but the EC was yet to respond.

Misbahur Rahman said that the EC playing a mysterious role in giving registrations to the political parties and that the registration process was flawed.

  • Courtesy: New Age/Sep 16, 2018

দেশ কোন দিকে যাচ্ছে?

মহিউদ্দিন আহমদ

দেখা হয় অনেকের সঙ্গে। স্লামালেকুম, কেমন আছেন—এ রকম শুভেচ্ছা বিনিময়ের পর সবাই প্রশ্ন ছুড়ে দেন—দেশ কোন দিকে যাচ্ছে? দেশের অবস্থা কী? এসব প্রশ্নের চটজলদি জবাব দেওয়া যায় না। সবজান্তার মতো ভাব করে বলতে হয়—সব ঠিক আছে, অথবা আমরা জাহান্নামে যাচ্ছি, অথবা নির্বোধের মতো বলতে হয়—কিছুই বুঝতে পারছি না।

মানুষের মনে কৌতূহল, চোখে জিজ্ঞাসা। এর একটি ইতিবাচক দিক আছে। সবাই দেশ নিয়ে, সমাজ নিয়ে ভাবেন। দেশের মঙ্গল হলে খুশি হন, খারাপ সংবাদ পেলে কষ্ট পান। আবার এর একটি নেতিবাচক দিকও আছে। কেমন যেন একটা সন্দেহ, অবিশ্বাস আর অনিশ্চয়তার দিকে আমরা দ্রুত ধাবমান হচ্ছি। আমরা কি আস্থা হারিয়ে ফেলছি?

শুনতে পাই ডিসেম্বরের শেষে জাতীয় সংসদের নির্বাচন হবে। নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি। ডিসেম্বরের শেষ সপ্তাহের কথা বলেছেন কমিশনের সচিব। তিনি সরকারের লোক। হয়তো সরকারের কাছ থেকে ইঙ্গিত পেয়েছেন। অর্থমন্ত্রী কথা প্রসঙ্গে বলেছেন, নির্বাচন ২৭ ডিসেম্বর হবে, এটা তাঁর ‘হাঞ্চ’ বা অনুমান। এ নিয়ে সরকারের একজন মন্ত্রী তাঁর মৃদু সমালোচনা করেছেন। এটা শুনে প্রধান নির্বাচন কমিশনারও উষ্মা প্রকাশ করেছেন।

এক অর্থে বলা যায়, নির্বাচন হতে যাচ্ছে ১০ বছর পর। ৫ বছর আগে একটি নির্বাচন হলেও তাতে ভোটারদের অংশগ্রহণ তেমন ছিল না। ১৫৩টি নির্বাচনী আসনে ভোট হয়নি। বিএনপির নেতৃত্বে একটি জোট ভোট বর্জন করেছিল। তাদের সঙ্গী হয়েছিল আরও কয়েকটি দল। সেসব আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা বিনা বাধায় নির্বাচিত হয়েছিলেন। এ দেশে সচরাচর অনেক স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দেখা যায়। কিন্তু ১৫৩টি আসনে মহাজোটের প্রার্থীরা এতই জনপ্রিয় যে আর কেউ সেখানে দাঁড়ানোর সাহস দেখাননি। বাকি আসনগুলোর ভোট হওয়ার আগেই সরকার গঠন করার মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট। তাই অন্য আসনগুলোতে ভোট হলেও ভোটারদের মধ্যে তেমন উৎসাহ ছিল না। নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছিল, শতকরা ৪০ ভাগ মানুষ ভোট দিয়েছে। অনেকেই এই দাবির সত্যতা খুঁজে পাননি। কমিশনের দাবি মেনে নিলেও এটা স্বীকার করতেই হয় যে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ভোট দেননি।

এবার যখন নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে, সবাই অস্থির আগ্রহে অপেক্ষা করছেন, তাঁরা ভোট দেবেন। অনেক তরুণ-তরুণী প্রথমবারের মতো ভোট দেবেন। স্বভাবতই তাঁদের আগ্রহ ও উৎসাহ বেশি থাকার কথা। এ দেশে এতবার নির্বাচন হওয়ার পরও নির্বাচন নিয়ে সন্দেহ-অবিশ্বাস গেল না। ভোটারদের সামনে দুটো প্রশ্ন: এক. নির্ঝঞ্ঝাটে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি না; দুই. তাঁর ভোটটি ঠিকমতো গোনা হবে কি না। এ দেশে জনপ্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া, তার বয়স প্রায় শত বছর। কিন্তু এখনো উদ্বেগ গেল না। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, গণতন্ত্রের জন্য এ দেশ, এ দেশের মানুষ যথেষ্ট তৈরি কি না।

নির্বাচন সামনে রেখে পরস্পরবিরোধী রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলো মাঠে উত্তাপ ছড়াচ্ছে। তাদের বাক্যবাণ, আস্ফালন এবং তর্জন-গর্জনে পরিবেশ ক্রমেই অশান্ত হয়ে উঠছে। আগামী নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। নির্বাচন ভালো হওয়া বা না হওয়া অনেকাংশে নির্ভর করে বিবদমান প্রার্থী ও দলের আচরণের ওপর। তারা চাইলেই একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। অতীতের নির্বাচনগুলোয় আমরা অনেক মারামারি-কাটাকাটি-খুনোখুনি দেখেছি। এবারও কি তার পুনরাবৃত্তি ঘটবে? প্রধান নির্বাচন কমিশনার তো বলেই দিয়েছেন, নির্বাচনে অনিয়ম হবে না—এই গ্যারান্টি তিনি দিতে পারেন না। এটা তাঁর অক্ষমতার আহাজারি কিংবা বাস্তবতার স্থূল প্রতিফলন।

আমরা শুনেছি, অনেক বছর আগে এ দেশে  নাকি ভালো, শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন হতো। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনটি ছিল অখণ্ড পাকিস্তানের প্রথম এবং শেষ নির্বাচন। ওই নির্বাচনে অতি উৎসাহী হয়ে আমরা অনেকেই একটার বেশি ভোট দিয়েছিলাম। না দিলেও ফলাফলে হেরফের হতো না। নির্বাচনটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল। ওটাকেই এখন পর্যন্ত একটি দৃষ্টান্ত হিসেবে ধরা হয়। স্বাধীন বাংলাদেশের নির্বাচনগুলো সে রকম গ্রহণযোগ্যতা পায়নি।

আমার মনে একটা কৌতূহল, ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনটি কেমন ছিল। শুনেছি, ওটাই নাকি ভালো নির্বাচন ছিল, যেমনটি আমরা দেখেছি ১৯৭০ সালে। ১৯৫৪ সালের নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছিলেন এবং ভোট দিয়েছিলেন, ওই প্রজন্মটি এখন বিলীয়মান। প্রবীণদের স্মৃতিতে হয়তো এখনো তা রয়ে গেছে। ওই নির্বাচন সম্পর্কে একটু ধারণা পাওয়ার জন্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের অভিজ্ঞতাকে বিবেচনায় নেওয়া যায়।

চুয়ান্নর নির্বাচন হয়েছিল ৮ থেকে ১২ মার্চ। ওই নির্বাচনে শেরেবাংলা, মাওলানা ভাসানী ও সোহ্‌রাওয়ার্দীর নেতৃত্বে গড়ে ওঠা যুক্তফ্রন্ট ক্ষমতাসীন মুসলিম লীগকে ধরাশায়ী করেছিল। তখন ছিল ‘পৃথক নির্বাচনী’ ব্যবস্থা; অর্থাৎ মুসলমান আসনে ভোট দিত মুসলমানরা, অমুসলমানরা দিত অমুসলমান প্রার্থীকে। তো, ২৩৭টি মুসলমান আসনের মধ্যে যুক্তফ্রন্ট জিতেছিল ২২৮টি আসনে। নির্বাচনটি কেমন হয়েছিল? তার আগে পরিস্থিতি কেমন ছিল? কোথাও কি কোনো রকম গোলমাল হয়নি? এর তত্ত্বতালাশ করতে খোঁজ নিলাম তাজউদ্দীন আহমদের ডায়েরির। ১৯৫৪ সালের ২৩ ফেব্রুয়ারির অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন এভাবে:

‘সকাল সাতটায় রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছালাম। হাতিরদিয়া ও আড়াল থেকে শাহজাহানের নেতৃত্বে একদল কর্মী স্টেশনে এল। মাওলানা ভাসানী সাহেবকে অভ্যর্থনা জানানোর জন্য পাঁচ শতাধিক মানুষ অপেক্ষা করছিল।...সেখান থেকে হাতিতে করে কাপাসিয়ায় রওনা হলাম। পাঁচ শর মতো মানুষ সঙ্গে চলল। রাজবাড়ি ও কাপাসিয়ার মাঝপথে মুসলিম লীগের ৬০ জনের মতো গুন্ডা হঠাৎ লাঠি, বাঁশের তীক্ষ্ণ বল্লম এবং ইটপাটকেল ছুড়ে আমাদের ওপর প্রচণ্ডভাবে আক্রমণ করল। ইটের টুকরোর আঘাতে আমাদের ১২ জনের মতো আহত হলো। আমরা সবাই ছিলাম খালি হাতে। তারা হাতিকে ভয় দেখানোর জন্য জেলা বোর্ডের রাস্তায় আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন এবং কাপাসিয়া থেকে আসা লোকজন ঘটনাস্থলের দিকে দ্রুত এগিয়ে গেলে গুন্ডারা উত্তর ও দক্ষিণ দিকে পালিয়ে যায়।...প্রায় ৫ হাজার লোক আমাদের কাপাসিয়াতে নিয়ে গেল। অবাক কাণ্ড যে একজন পুলিশ ইন্সপেক্টর, একদল কনস্টেবল, তিনজন সাব-ইন্সপেক্টর কাছেই ঘুরছিল। কিন্তু তারা একেবারেই নিশ্চুপ ছিল।

‘মাওলানা ভাসানী ঈদগাহ ময়দানের জনসভায় বক্তৃতা করলেন। তিনি ডা. গিয়াসুদ্দিনের বাড়িতে আরজু মিঞার নিয়ে আসা খাবার খেলেন। বিকেল সাড়ে চারটার দিকে হাতির পিঠে চড়ে আড়াল পৌঁছালাম।...আড়ালের জনসভায় ৮০ হাজারের মতো লোক উপস্থিত ছিল। জহির ভাই ঢাকা থেকে এসেছেন।

‘রশিদ মিঞা রাত ১১টার দিকে ভাসানী সাহেবের সঙ্গে দেখা করলেন। রাত দেড়টায় ঘুমাতে গেলাম (সূত্র: তাজউদ্দীন আহমদের ডায়েরি, ১৯৫৪, প্রথমা প্রকাশন)।’

ভাবতে অবাক লাগে। নির্বাচনী প্রচারে তখনো প্রতিপক্ষের গুন্ডারা হামলা করত। তখনো পুলিশ দেখেও না দেখার ভান করত। তবে জনতা ধাওয়া করলে গুন্ডারা পালাত।

  • মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক
  • কার্টসিঃ প্রথম আলো/ সেপ্টেম্বর ১৬,২০১৮