Search

Monday, April 12, 2021

সুস্থ হয়ে ওঠুন, হে গণতন্ত্রের আলোকবর্তিকা

মাকসুদুর রহমান 

বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন। বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, সংসদীয় শাসনব্যবস্থা, নারী শিক্ষা এবং অভ্যন্তরীন উৎস থেকে মুল্য সংযোজন কর বা ভ্যাট এর মাধ্যমে রাষ্ট্রীয় অর্থনীতির ভিত্তিমুল দাড় করানোর প্রধান কারিগর। বিরোধিতার খাতিরে আপনি তাঁকে সমর্থন করতে না পারেন। একজন আপাদমস্তক  প্রকৃত গণতন্ত্রপ্রিয় রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে এক জন মাত্র মানুষের নাম বলতে বললেও যার নাম আসবে তিনি বেগম খালেদা জিয়া। 




বলতে গেলে এই মানুষটির সমগ্র জীবনই একটি অবিরাম সংগ্রামের। মহান স্বাধীনতার যুদ্ধকালীন সময়ে স্বামী মেজর জিয়াউর রহমানের কোর্ট মার্শালের দুঃশ্চিন্তা মাথায় নিয়ে নয় মাস পাকিস্তানি হানাদারদের গহ্বরে  দুই শিশুপুত্রকে নিয়ে বন্দী ছিলেন। তারুণ্যের মাঝামাঝি সময়ে প্রিয়তম স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে হারানোর মধ্যে দিয়ে মুলত শুরু হয় তাঁর সশরীরে দেশের জন্য, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বিদেশী শক্তির রক্তচক্ষুকে এড়িয়ে গিয়ে বাংলাদেশের স্বাধীন স্বত্তা নিয়ে  এগিয়ে চলার অবিরাম লড়াই। এরমধ্যে  সামরিক স্বৈরাচার এরশাদ শাহী ও মইন উদ্দিন-ফখরুদ্দীনের সরকারতো ছিলো প্রকৃত অর্থে এক ভয়ঙ্কর লাইসেন্সধারী অস্ত্রবাজদের পৃষ্ঠপোষক। যাদের বিরুদ্ধে বিরামহীনভাবে বলতে গেলে একাই লড়াই করেছেন এই মানুষটি। একটিবারের জন্য রাষ্ট্রীয় স্বৈরাচারের সাথে আপস করেননি। বিষয়টা যতো সহজ ও সরল সমীকরণের আমরা ভাবি তা কিন্তু নয়। কারণ, এই মানুষটিরই এ ধরনের রাষ্ট্রীয় অপশক্তির সাথে  সহজ সম্পর্ক গড়ে তোলা সম্ভব ছিলো। বরং এরশাদসহ মইন উদ্দিন সকলেই তাঁর সাথে সমঝোতা করতে উদগ্রীব ছিল। কিন্তু   বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা আপসহীন নেত্রী বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী আসন পাওয়া   বেগম খালেদা   জিয়া কখনোই এই অগণতান্ত্রিক অপশক্তির সাথে হাত মিলাননি। যার ফলেই এখনো বাংলাদেশে যে নিভু নিভু গণতান্ত্রিক আশা বেঁচে আছে সেটা এই অসম্ভব গণতন্ত্রপ্রিয় মানুষটির অবদান। আজ থেকে ২০ বছর পর কেউ যখন স্বাধীনতা পরবর্তী  বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস রচনা করতে যাবেন তখন দেখতে পাবেন ইতিহাসের পরতে পরতে যে মানুষটির নির্মোহ অবস্থান তিনি আর কেউ নন, তিনি বেগম খালেদা জিয়া। 

বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের আলোকবর্তিকা বেগম খালেদা জিয়া বর্তমানে কোভিড নাইনটিন এ আক্রান্ত।  তাঁর অসুস্থতার খবর বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় সকল  মানুষের জন্য এক মনস্তাত্বিক আঘাত। 

বাংলাদেশের মানুষ, মানুষের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজন্ম লালিত স্বপ্নদ্রষ্টা এই মানুষটি অবশ্যই এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা ও প্রত্যেক মানুষের আধ্যাত্মিক প্রত্যাশায় সুস্থ হয়ে উঠবেন। 

এ প্রত্যাশা শুধু আমার নয়, যারা গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে ভাবেন দলমত নির্বিশেষে তাদের সকলের। 

সুস্থ হয়ে ওঠুন, হে গণতন্ত্রের মহান আলোকবর্তিকা!

  • লেখক গবেষক।  


No comments:

Post a Comment