Search

Tuesday, February 14, 2023

গণতন্ত্রের পতাকা হাতে রাজপথে দেশনায়ক তারেক রহমান

ডিসেম্বর ১৯, ২০২২-এ, ঘোষিত  ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক ২৭ দফা পুঁজিতান্ত্রিক সমাজে বিকাশমান ঋণাত্মক উপাদানসমূহের জেটিয়ে বিদায় করার একটি দার্শনিক উদ্যোগ বলা যায়৷ ২৭ দফার ২য় দফাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ ‘প্রতিহিংসা ও  প্রতিরোধের রাজনীতির বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক  ‘rainbow nation’ প্রতিষ্ঠা করা হবে৷ এজন্য একটি    ‘national reconciliation commission’ গঠন করা হবে ৷


৭৫ সালে ৪র্থ সংশোধনীর ফলে ৭২ সালের সংবিধানে লিপিবদ্ধ ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রের কাঠামো ও মূল্যবোধকে শাসনতন্ত্রের বইয়ে বন্দি করে আওয়ামী লীগ নিজেকে বাকশাল চেতনা নিয়ে উত্তর কোরিয়ান পতাকা হাতে ফ্যাসিবাদে রূপান্তর ঘটিয়েছেন ৷


এশিয়ায় সরকার ব্যবস্থার দিক থেকে তিনটি ধরণ প্রতীয়মান হয় — এক৷ উদার গণতন্ত্র, liberal democracy দুই ৷ নির্বাচনী গণতন্ত্র, electoral democracy  তিন ৷ অগণতন্ত্র, non democracy। 


নির্বাচনী গণতন্ত্রের আরো একটি ঋনাত্মক ঝোঁক বাংলাদেশ এবং উত্তর কোরিয়ায় বিকশিত হচ্ছে।   উন্নয়ন  ব্যক্তি বা দলের আদর্শ হয় না৷ উন্নয়ন রাষ্ট্রের কল্যাণধর্মীতার একটি বৈশিষ্ট৷ আওয়ামী লীগের ‘উন্নয়নের গণতন্ত্র’  রাষ্ট্রব্যবস্থাপনার কোন ধরণ হতে পারে না৷ পৃথিবীতে সংজ্ঞায়িত  রাষ্ট্র ব্যাবস্থাপনার ধরণগুলি হলো — গণতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, অগণতন্ত্র, উদার গণতন্ত্র, নির্বাচনী গণতন্ত্র, সামাজিক গণতন্ত্র, জনগণতন্ত্র ইত্যাদি যা গণতন্ত্রেরই বিভিন্ন ধরন ৷


রাষ্ট্রের প্রধান উপাদান সরকার৷ সরকারের চরিত্রের উপর  নির্ভর করে দমন মাত্রা ও কল্যাণকামিতা ৷ বাংলাদেশের সরকার প্রচণ্ড দমনদক্ষ এবং নির্বাচনবিহীন কারচুপিতে ওস্তাদ, ৭২ সালের সংবিধানের ওয়েস্ট মিনিস্টার টাইপ অব ডেমোক্রেসি,  সকল মূল্যবোধ, কাঠামো, প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদে পরিণত হয়েছে ৷

তারেক রহমান

রাষ্ট্র শাসনব্যবস্থার এখন পর্যন্ত বিশ্বে উত্তম রূপটি হলো ওয়েস্ট মিনিস্টার টাইপ অব ডেমোক্রেসি ৷ গণতন্ত্রের এই রূপটি হরণ করে এক চরম বুর্জোয়া পুঁজিবাদী  সংকটের  উদ্ভব ঘটিয়েছে আওয়ামী লীগ ৷ দেশে জাতীয় পুঁজির বিকাশ না ঘটে লুটেরা মুৎসুদ্দি পুঁজির  বিকাশ ঘটেছে৷ ১৯৪৯ সালে শহীদ সোহরাওয়ার্দি ও জনাব শেখ মুজিবুর রহমানের ওয়েস্ট মিনিস্টার টাইপ অব ডেমোক্রেসির যে পতাকা হাতে নিয়ে আওয়ামলীগের যাত্রা শুরু করেছিলেন এবং এক রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান অর্জিত হলো সেই সংবিধানকে ১৭ বার কাটছাট করার ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ মিছিল করে বলছে ‘ভোট ও ভাতের অধিকার চাই’৷ চতুর্থ সংশোধনীর ধারাবাহিকতায়  পঞ্চদশ সংশোধনীর  কুফল রোধ করতে দেশের গণতন্ত্রকামী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জনগণ গণতন্ত্রের পতাকাটি শহিদ জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন ৷


———

লেখক রাজনীতিবিদ 

No comments:

Post a Comment