Search

Saturday, February 11, 2023

নিত্যপণ্যের বাজার অস্থির

——— আমিরুল ইসলাম কাগজী

এক। 

এবার গরীবের পাতে পুষ্টির প্রধান যোগানদাতা পোল্ট্রি মুরগিও নাগালের বাইরে চলে গেল। এতদিন যারা অতি কষ্টে তিনশো চারশো টাকা সঞ্চয় করতে পেরেছে তারা সপ্তাহে অন্তত একদিন মাংসের স্বাদ নিতে পেরেছে। সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩,  থেকে সেই মুরগির দাম দুশো টাকা ছাড়িয়ে গেছে। আর ডিমের হালি ৫০ টাকা। বাজারে কোনো মাছ এখন তিনশো টাকার নিচে নেই। রুই কাতলা চারশো পাঁচশো টাকার ওপরে। ব্যবসায়ীরা বলছেন, এগ্রোফিডের দাম বৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতসহ অন্যান্য পণ্যের উচ্চমূল্যের কারণে মাছ-মুরগির দাম বেড়েছে।


এগ্রোফিড উৎপাদনের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বলছেন, গরু-ছাগল  ও মাছ-মুরগির খাদ্য প্রস্তুতির জন্য সবচেয়ে বেশি লাগে ভূট্টা ও সয়াবিন। এর সঙ্গে লাগে  রাসায়নিক দ্রব্য এবং মেডিসিন। ডলার সংকটের কারণে এগুলো আমদানি করা যাচ্ছে না। ফলে স্থানীয় বাজারে এগুলোর দাম ক্ষেত্রবিশেষে দ্বিগুণ-তিনগুন বেড়ে গেছে। যার প্রভাবে মাছ-মুরগি-ডিমের দাম আকাশ ছোঁয়া।

চিনি, সয়াবিন তেল, ডাল, আদারসুন, মসলা সবকিছুর দাম এখন গা সওয়া হয়ে গেছে। খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১৪০টাকা দরে। যার কাছে টাকা আছে তার কিনতে সমস্যা হচ্ছে না। কিন্তু যার বেতন বাড়েনি কিংবা মজুরি বাড়েনি তার জন্য বিপদ। কেননা চিনি কোনো বিলাসী পণ্য নয়। নিত্যপণ্য হিসেবে সবার প্রয়োজন।শিশু খাদ্য হিসাবে এটা মহা নিত্যপণ্য।


ইলাস্ট্রেশান —  যুগান্তর 

দুই।

জানুয়ারি ২০২৩ থেকে দু দফায় বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম যা যুক্ত হবে বর্তমান মাসের খরচের সঙ্গে। গ্যাসের দাম বাড়ানো হয়েছে গত জুন মাসে, ফের পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে গতমাসে। আইএমএফ তাদের ঋণের শর্ত হিসাবে সরকারকে বলেছে, এ দুটো পণ্যসহ জ্বালানি তেল এবং কৃষকের সারের ওপর থেকে ভর্তুকি তুলে নিতে হবে।

অনেক শর্তের মধ্যে আরেকটি শর্ত হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণ ২০শতাংশের নিচে এবং বেসরকারি ব্যাংকে খেলাপি ১০ শতাংশের নিচে রাখতে হবে।

শর্তগুলোর দিকে তাকালে মনে হতে পারে আইএমএফ ধনী ব্যবসায়ীদের  চাপে ফেলতেই এসব করছে। কারণ বর্তমানে খেলাপি ঋণের কারণে নতুন কোনো উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ নিতে পারছে না। আইএমএফ এর এই শর্ত কার্যকর হলে খেলাপি ঋণ কমে আসবে এবং ব্যাংকের তারল্যসংকট মোচন হবে। কিন্তু আইএমএফ তো আর বাংলাদেশ ব্যাংককে চেনে না, কাগজে- কলমে ঋণ খেলাপিদের তথ্য এমনভাবে উপস্থাপন করবে যা দেখলে সংস্থাটির বাঘা বাঘা হিসাববিদদের চোখ কপালে উঠবে। অতএব ধণী ব্যবসায়ীরা পগারপার। তারা বাংলাদেশ ব্যাংককে যতই বলছে রিজার্ভের হিসাব সঠিকভাবে উপস্থাপন করতে সেদিকে কোনো কর্ণপাত করছে না এই কেন্দ্রীয় ব্যাংক। নয়ছয় করে বলে দিচ্ছে রিজার্ভে আছে ৩০ বিলিয়ন ডলার।কিন্তু আইএমএফ বলছে রপ্তানি উন্নয়ন তহবিলের ৮ বিলিয়ন ডলার বাদ দিতে হবে। কারণ এই ৮ বিলিয়ন ডলার কাগজ-কলমে আছে কিন্তু বাস্তবে নেই। ফলে রিজার্ভে আছে ২২ বিলিয়ন ডলার যা দিয়ে আমাদের তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

বিদ্যুতের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়ার অর্থই হলো দাম বেড়ে যাওয়া। বিদ্যুতের দাম বাড়লে ধনী ব্যবসায়ী-শিল্পপতিদের কোনো সমস্যা হবে না। কারণ তারা পণ্য উৎপাদন করে ভোক্তাদের কাছ থেকে  বাড়তি মূল্য উসুল করে নিতে পারবে। কিন্তু সাধারণ নাগরিকের সে সুযোগ থাকে না। তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সাথে গুনতে হয় বিদ্যুতের বাড়তি মূল্য। একইভাবে গ্যাসের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করার অর্থই হলো সাধারণ নাগরিকের পক্ষ থেকে গ্যাসের বাড়তি মূল্য পরিশোধ করা।

গ্যাসের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করা হলে তারও আঁচ লাগে না শিল্পপতিদের গায়ে। কারণ এখানেও ভোক্তা ওই সাধারণ নাগরিক যাদের কাছ থেকে উসুল করা হয় বাড়তি মূল্য।

আইএমএফ এর ঋণ নেওয়ার পর কোনো দেশের গরীব মানুষের কল্যাণ হয়েছে এমন নজির পাওয়া যাবে না। তারা সরকারের চাপে, শিল্পপতিদের চাপে, ব্যবসায়ীদের চাপে এমনকি মধ্যসত্ত্বভোগীদের চাপে চিড়ে চ্যাপটা হয়েছে। তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, ঋণ করে সংসার চালাতে হয়েছে।

তিন।

আইএমএফের ঋণ পাওয়ার পর সরকারী দলের অনেকেই উল্লাসে আটখানা। তাদের মুখে খই ফুটতে থাকে এই বলে যে, ডলার সংকট কেটে গেছে। কিন্তু বাংলাদেশের প্রতি মাসে আমদানি ব্যয় মেটাতে হয় কমপক্ষে ৬ থেকে ৭ বিলিয়ন ডলার। অথচ আইএমএফ  প্রথম কিস্তিতে প্রদান করেছে মাত্র ৪৭ দশমিক ৬০ কোটি ডলার। এটা সাগরে এক বালতি পানি ঢালার মতো।



এলসির ডলার পরিশোধ করতে না পারার কারণে সাগরে ৬৫দিন যাবৎ ভাসছে চিনি, খেজুর, সয়াবিন ও ছোলা বোঝাই জাহাজ। একই কারণে আরও অন্যান্য ৫টি জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে। যাদের প্রতিদিনের ক্ষতিপূরণ দিতে হচ্ছে ৭০ হাজার ডলার। এই যে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেটাও উসুল করা হবে সেই আম জনতার কাছ থেকেই। কারণ ব্যবসায়ীরা তো আর লোকসান দিয়ে তার পণ্য বিক্রি করবে না।

অবস্থা দেখে মনে হচ্ছে রমজান মাস আসার আগেই নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠতে পারে। প্রায় প্রত্যেকটি পণ্যের দাম বাড়ছে। কোনো কোনোটির দাম আবার লাগাম ছাড়া। অপরপক্ষে মানুষের আয় কিন্তু বাড়েনি। বাড়তি দামে পণ্য কিনতে গেলে তাকে অবশ্যই খাদ্যতালিকা থেকে অনেক কিছু বাদ দিতে হবে।

———

২৭ দফার চোখেরমণিতে বাকশাল কেন নিজের সর্বনাশ দেখতে পাচ্ছে


রাষ্ট্র সংস্কার ও মেরামতের নিমিত্তে বিএনপি ২৭ দফা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে। এটা  দেখে আওয়ামীবলয়ের প্রতিক্রিয়াগুলো খুবই চিত্তাকর্ষক লাগছে । ওবায়দুল কাদেরসহ কয়েকজনের মন্তব্য এই শুষ্ক  হৃদয়টিকেও মনে হয় ভিজিয়ে ফেলেছে! মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাখানি — 

‘প্রহর শেষের আলোর রাঙায় সেদিন চৈত্রমাস

তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ।’ 

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাষ্ট্রমেরামতের রূপরেখা একটি স্ট্যান্টবাজি। হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের মুখে রাষ্ট্র সংস্কারের কথা হাস্যকর ।

আলগা মোমেন হতাশার রশিটাকে  আরেকটু  আলগা করে দিয়েছেন।  তিনি বলেছেন,  বিএনপির ২৭ দফা হাস্যকর,  মানবাধিকারের কথা ভাঁওতাবাজি! আমু বলেছেন, বিএনপির ২৭ দফা  যুদ্ধাপরাধীদের স্বীকৃতির দলিল ! ৭১ টিভি জানিয়েছে, ২৭ দফার একটি দফাও পছন্দ হয়নি আওয়ামীলীগের ! জনকণ্ঠসহ আওয়ামী ঘরানার পত্রিকাগুলো  লিখেছে, তাদের এই মেরামতের প্রস্তাব মূলত বাংলাদেশের অর্জনগুলোকে, মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে বাদ দেওয়ার ষড়যন্ত্র।

— এগুলো দেখে নিজের ভেতরের চেতনাকে যতটুকু সম্ভব শাণিত করে একটা ডুবুরি নামিয়ে দিলাম ২৭ দফার কোন জায়গাগুলোতে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত কথাগুলি রয়েছে অথবা যুদ্ধাপরাধীদের স্বীকৃতির দলিল কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করার জন্যে।  এই ২৭টি দফা বুলেট আকারে সবার বিবেচনায় পেশ করা হল। আপনারাও খুঁজুন !  দরকার পড়লে বিস্তারিত রূপরেখাগুলি পড়ুন। 

১। সংবিধান সংস্কার কমিশন গঠন

২।  জাতীয় সমঝোতা  কমিশন গঠন

৩।   নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন

৪।  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন

৫।  দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না থাকা

৬।  দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা প্রবর্তন

৭।  সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন

৮।  নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন

৯।  সাংবিধানিক সব কমিটি পুনর্গঠন

১০।  জুডিশিয়াল কমিশন গঠন

১১।   প্রশাসনিক সংস্কার কমিশন

১২।   মিডিয়া কমিশন

১৩।   ন্যায়পাল নিয়োগ

১৪।  সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা

১৫।  অর্থনৈতিক সংস্কার কমিশন

১৬। ধর্ম যার যার রাষ্ট্র সবার মূলনীতির ভিত্তিতে ধর্ম পালনে পূর্ণ অধিকার ও পূর্ণ নিরাপত্তা বিধান, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও সুষম উন্নয়নে বিশেষ কর্মসূচি। 

১৭।   মুদ্রাস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা ।

১৮।  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সব কালাকানুন বাতিল ও অপ্রয়োজনীয় কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বন্ধ,

১৯।  বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া,

২০। দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত, যুগোপযোগী ও দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করা,

২১। ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকারগুলোকে স্বাধীন ও শক্তিশালী করা,

২২।  নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা প্রণয়ন ও যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান,

২৩। আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন,

২৪। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ,

২৫।  নিম্ন ও মধ্যপর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষা-কারিকুলামকে প্রাধান্যসহ জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দ,

২৬। ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির ভিত্তিতে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন ও জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দ,

২৭। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।


'রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা' উপস্থাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 


মুক্তিযুদ্ধের অর্জন কি তাহলে দিনের ভোট রাতে করা? মুক্তিযুদ্ধের অর্জন কি তাহলে দশ হাজার কোটি টাকার পদ্মাসেতু ত্রিশ হাজার কোটি টাকায় করা? মুক্তিযুদ্ধের অর্জন কি তাহলে ১৪ বছরে ৭ লাখ কোটি টাকা বাইরে পাচার করা? মুক্তিযুদ্ধের অর্জন কি তাহলে দেশের একটি বৃহত্তম ব্যাংক দখল করে জনগণের পকেট থেকে এক লাখ কোটি টাকা লুট করা? মুক্তিযুদ্ধের অর্জন কি তাহলে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা? মুক্তিযুদ্ধের অর্জন কি ভিন্নমতের বা ভিন্ন আদর্শের লোকদের গুম, হত্যা করা? মুক্তিযুদ্ধের অর্জন কি বিরোধী দলের নেতাকে গায়েবি মামলায় গ্রেফতার দেখিয়ে ডাণ্ডাবেরি পরিয়ে মায়ের জানাজা পড়তে দেওয়া?

মুক্তিযুদ্ধের অর্জন কি তাহলে মাংসের পরিবর্তে কাঁঠাল খাওয়ার পরামর্শ দেওয়া? মুক্তিযুদ্ধের অর্জন কি তাহলে দেশটিকে অন্য একটি দেশের করদ  রাজ্যে পরিণত করে ফেলা? মুক্তিযুদ্ধের অর্জন কি তাহলে কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লাখ লাখ কোটি টাকা লুট করা? মুক্তিযুদ্ধের অর্জন কি শেয়ার বাজার থেকে এক লাখ কোটি টাকা লুট করা? মুক্তিযুদ্ধের অর্জন কি কেন্দ্রীয় ব্যাংক বা  রাজকোষ থেকে কয়েক বিলিয়ন ডলার হাওয়া করে দেওয়া? মুক্তিযুদ্ধের অর্জন কি এসব কথা যেন কেউ উচ্চারণ করতে না পারে তজ্জন্যে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা? মুক্তিযুদ্ধের অর্জন কি সিঙ্গেল ইউনিটের  চমৎকার এই জাতি  রাষ্ট্রটিকে সর্বনাশা দুইভাগ করা?

আসলে চেতনার নামে দেশ ও জাতির যে সর্বনাশটি  করা হয়েছে বিএনপির ঘোষিত ২৭ দফায়  এর প্রত্যেকটি মেরামত ও  সংস্কারের মূল ফর্মুলাটি দেওয়া  হয়েছে!  বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে রাজনৈতিক সদিচ্ছা স্পষ্ট করা হয়েছে। বিএনপির উপর জনগণের প্রত্যাশা এতটুকু বেড়ে গেছে যে ক্ষমতায় গেলে এই দফাগুলির বাস্তবায়ন থেকে সরে আসা বিএনপির পক্ষে অসম্ভব হবে। বিশেষ করে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না থাকা, ন্যায়পাল নিয়োগ আমাদের রাজনীতি ও অর্থনীতির চেহারা পুরো পাল্টে দিতে পারে !

লুটপাটের খুঁদকুড়া রক্তে কিংবা চেতনার বীজ মগজে ঢুকলে রাষ্ট্র সংস্কার ও মেরামতের  প্রয়োজনীয়তা  উপলব্ধি করা সম্ভব নয় ! চেতনার এক প্রফেসর জানিয়েছেন তিনি ভোটের আগের রাতে ঘুমিয়ে সকালে যদি দেখেন মুক্তিযুদ্ধের একটি পক্ষ জিতেছে তাতেই তিনি মহাখুশী ! অর্থাৎ আগের রাতে যে নৈশ ভোট  সংঘটিত হলো সেটা নিয়ে উনার কোনো উদ্বেগ নেই । কী ভয়ংকর এক নরসুন্দরকে আমরা জাতির বিবেক বানিয়ে রেখেছিলাম !  মূলত: তারই প্রেসক্রিপশনে দেশের শিক্ষা ব্যবস্থা ‘আই অ্যাম এ জিপিএ ফাইভ’ হয়ে গেছে কিংবা পিনাকিদার উচ্চারণে পুরাপুরি জয়বাংলা  হয়ে গেছে!  এক ধরণের বুদ্ধিবৃত্তিক ফ্যাশনে  তাড়িত হয়ে বা চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এই লোকটির বই নিজেদের বাচ্চাদের হাতে তুলে দিয়েছি ! অনেকেই বুদ্ধিবৃত্তিক আদিখ্যেতায় এই মাকাল ফলকে মাথায় তুলে রাখি !

এক প্রাক্তন আমলা মহুকুমা প্রশাসক বা এসডিও থাকাবস্থায়  এক গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন এবং জনৈক বিশিষ্ট ব্যক্তির আতিথেয়তা গ্রহণ করেছিলেন । নিজের বাড়িতে এমন হাতির পা পড়ায় বেচারা অত্যন্ত শশব্যস্ত হয়ে পড়লেন । এত্তো বড় মেহমানকে কী খাওয়াবেন না খাওয়াবেন সেটা নিয়ে মহা মহা গ্যাঞ্জাম বাঁধিয়ে ফেললেন !  সবচেয়ে মজার ব্যাপারটি ঘটিয়েছিলেন চা খাওয়ানো নিয়ে । ভদ্রলোকের মনে হলো , এতো গণ্যমান্য মেহমান !  কাজেই চায়ে একটু আতর ঢেলে দিলে তা আরও সুঘ্রাণ ছড়াবে এবং অত্যন্ত উপাদেয় হবে । বেচারা এসডিও সাব পড়ে গেলেন মহা মুসিবতে । আতর মিশ্রিত সেই তিতা চা পান করে হোস্টকে খুশি করার মানসে দেখাতে হলো চা  অত্যন্ত উপাদেয় হয়েছে !

এই এসডিও সাবের মত দেশবাসী পড়েছে বিকট সমস্যায়। আমাদের সংবিধানকে বিশেষ চেতনায় চেতনায়িত করতে গিয়ে অনেক আওয়ামী আতর ঢেলে দিয়েছে। এর মধ্যে একটি আস্ত ভাষণও ঢুকানো হয়েছে ! এটি যতই তিতা হোক না কেন, সবাইকে বলতে হচ্ছে,  অত্যন্ত সুস্বাদু হয়েছে।  আতরের  সুন্দর  ও পবিত্র ব্যবহার রয়েছে, তাই বলে সেটা চায়ের মধ্যে ঢেলে নয়। এই হিতাহিত জ্ঞানটিই এই চেতনাবাজরা হারিয়ে ফেলেছে । ফলে সেই চেতনার আতর রাজনীতি, প্রশাসন, বিচারালয়, শিক্ষালয়সহ সবজায়গায় মিশিয়ে জাতীয় জীবনকে দুর্বিষহ করে তুলেছে ।  দুনিয়ার অন্যান্য সভ্য  জাতির সংবিধানের মধ্যে এর দ্বিতীয় কোনো নমুনা আছে কি?  এখন কেউ যদি  নিজেদের প্রিয় ধর্মগ্রন্থকে হুবহু  সংবিধানে ঢুকিয়ে দেন ,তবে এই উর্বর মস্তিস্কের বিরোধিতা কি ধর্মের  বা সংবিধানের  বিরোধিতা বলে গণ্য হবে?

এরকম শত শত প্রশ্ন জনগণের মনে উঁকি দিচ্ছে? কাজেই বাকশাল যেখানে নিজের সর্বনাশ দেখছে সঙ্গত কারণেই আপামর জনতা সেখানেই  মুক্তির নিশানা খুঁজে  পেয়েছে ! সকল আলামত দেখে মনে হচ্ছে ,  মুক্তির সেই সুবেহ সাদেক  খুব বেশি দূরে নয় !

বাকশালের সাংস্কৃতিক রূপ ও ঘৃণাযুদ্ধ


১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি!  বাকশাল কায়েমে
র পর তাজউদ্দীন আহমেদ বলেছিলেন,  “মুজিব ভাই, এই পদক্ষেপের ফলে আপনি শুধু নিজে মরবেন না।  আমাদেরকেও সাথে নিয়ে মরবেন।” তাঁর এই ভবিষ্যৎ বাণীটি অক্ষরে অক্ষরেই  ফলেছে।  যাকে  তাজউদ্দীন আহমেদ অত্যাবশ্যক হিসাবে ঠাহর করেছিলেন! 

এদেশের মানুষের পরম আকাঙ্খা ছিল গণতন্ত্রের জন্য।  ভয়াবহ একটা যুদ্ধে জড়িয়েছিল মূলত একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে! সেই যুদ্ধে আমাদেরকে যারা সহায়তা করেছিল তাদের মতলব ছিল ভিন্ন।   ফলে শুরু হয় এই দেশ ও জাতিকে নিয়ে নতুন খেলা। বাকশালের রাজনৈতিক শাখার সাথে সাথে খোলা হয় সাংস্কৃতিক ও  বুদ্ধিবৃত্তিক শাখা।

বাকশালের রাজনৈতিক রূপটি যতটুকু দানবীয় প্রতীয়মান হয়েছে, এর সাংস্কৃতিকরূপটি ততটুকুই মোহনীয় বা আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়েছে। জাতীয় আবেগ, অনুভূতি এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকে অত্যন্ত কৌশলে এর সাথে যুক্ত করা হয়েছে। বাকশালের এই সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক উপাদান এদেশে নানা সময়ে নানা রাজনৈতিক বয়ান তৈরি করে আমাদের মুখে তুলে দিয়েছে। এই কাজে এদের অস্ত্র ছিল ‘স্বাধীনতার চেতনা’ । বুদ্ধিবৃত্তিক এই পালোয়ানদের সবাই ভয় করতেন।  কারণ এই গ্রুপকে নাখোশ করলে সুশীল বুদ্ধিজীবী হিসাবে নিজের অবস্থান ধরে রাখা তো দূরের কথা, মগজে সামান্য বুদ্ধি অবশিষ্ট আছে কী না তা নিয়েই প্রশ্ন দেখা দিত।

এরা সবচেয়ে সফল হয়েছে তথাকথিত এক-এগারোর প্রেক্ষাপট তৈরিতে। মূলত: এক-এগারো মাধ্যমেই  বাকশালের পুনর্জন্ম হয় । আর এক-এগারোর প্রেক্ষপট  তৈরির পেছনে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বাকশালের দীর্ঘ সময়ের নিরলস প্রচেষ্টা আজ একটু পেছনে তাকালেই স্পষ্ট দেখা যায়। । দুজন পত্রিকা সম্পাদক তো প্রকাশ্যেই জানিয়েছিলেন যে এক-এগারো তাদেরই  ব্রেইন-চাইল্ড । এরা সবাই বৃহত্তর বাকশাল পরিবারের সদস্য I

এদের মূল কাজ  ঘৃণা ছড়ানোর মাধ্যমে একক জাতিসত্ত্বার চমৎকার রাষ্ট্রটিকে স্থায়ভাবে  বিভক্ত করা।  দেখা যায়, ১৯৭১ সালে যে টগবগে তরুণ যুদ্ধে না গিয়ে গর্তে বসবাস করেছিলেন, সেই বৃদ্ধ এখন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষক হিসাবে  ঘৃণাযুদ্ধের বিরাট বড়  সিপাহসালার সেজে বসেছেন। উনি নির্বাচনের আগের রাতে ঘুমিয়ে পরের দিন সকালে যদি দেখেন ,  যে দল নির্বাচনে জয়ী হয়েছে এবং যে দল পরাজিত হয়েছে উভয়ই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাতেই তিনি খুশি।  রাতের বেলায় ব্যালট বাক্স নিয়ে  কী হয়েছে , সেটা নিয়ে প্রশ্ন করবেন না!  দেখুন,  কী ভয়ংকর ফ্যাসিস্ট  ভাবনা এরা নিজেদের অন্তরে গেথে রেখে  পুরো সমাজকে কলুষিত করেছে!  একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে এরাই মূল প্রতিবন্ধক!

Friday, February 10, 2023

আমার প্রিয় বই : আমার স্বপ্ন আমার দেশ

——— শায়রুল কবির খান


আমার দেখা অসাধারণ ব্যক্তিত্ববান একজন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি বিএনপি মহাসচিব। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আন্দোলন-সংগ্রাম নতুন কিছু নয়। ১৯৬৯ সাল আইয়ুব শাসনবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক প্রাণপুরুষ তিনি।

তবে রাজনীতি নয়, শিক্ষক হিসেবে তিনি তার পেশাগত জীবন শুরু করেছিলেন। বিসিএস শিক্ষা ক্যাডার হিসেবে ঢাকা কলেজসহ আরো কয়েকটি কলেজে শিক্ষকতা করেছেন।

পরে রাজনীতিতে যুক্ত হয়ে স্থানীয় সরকারব্যবস্থার নির্বাচনে পৌরসভা চেয়ারম্যান হয়েছেন। বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের আমলে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র রাজনীতিতে যুক্ত হয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি হয়েছেন। কৃষকদলের কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ক্রমান্বয়ে নিবেদিতপ্রাণ রাজনীতিকভাবে ২০০৯ সাল ডিসেম্বর বিএনপি ৫ম জাতীয় সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন। ২০১১ সাল ২০ মার্চ তত্কালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ইন্তেকাল করার পর ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। ২০১৬ সাল ১৯ মার্চ বিএনপি মহাসচিব হন।

এতটা লম্বা সময়েও তাকে সামান্য বদনাম নিতে হয়নি। পুরোটা সময় তিনি সন্মান ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।

বিগত সময়ে গণমাধ্যমে প্রকাশিত হওয়া তার সভা সেমিনারে বক্তব্য বিবৃতি ও সাক্ষাৎকারগুলো বাছাই করে প্রস্তুত করা হয়েছে এই বই। ইতি প্রকাশনা থেকে ৮০০ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। বইটিতে মহাসচিবের একটা ছোট্ট নতুন লেখাও রয়েছে।

আর অর্থনীতিবিদ ডক্টর মহবুব উল্লাহ মুখবন্ধ লেখাটা দিয়েছেন।

প্রচ্ছদ ধারণা দিয়েছেন তার বড় মেয়ে মির্জা শামারুহের জামাতা লেখক ফাহাম আব্দুস সালাম। তিনি ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইয়ের লেখক।

প্রচ্ছদ থেকে তিনি বোঝাতে চেয়েছেন- আঁধারের অনেক গভীর থেকে ধীরে ধীরে আলোকরশ্মির মতো বের হয়ে এসেছেন।

——— লেখক সদস্য, বিএনপি মিডিয়া সেল। 


Sunday, February 5, 2023

Bangladesh hikes power price again in less than three weeks

——— The New Age Report/  January 31, 2023



The government has increased the retail power price again — by 5 per cent — along with an increase in the bulk price by over 8 per cent just 18 days after it had hiked the retail price on January 12 this year.

The new retail prices and charges, announced for all 23 consumer categories, will be effective from February 1, said a gazette notification published on Monday but made available on Tuesday.

With the latest hike, the retail electricity price has gone up by 113 per cent since 2009, when the incumbent AL-led government assumed power and this was the 12th time during the period the price was hiked at the retail level. 

The per unit (one kilowatt-hour) retail electricity tariff rose to Tk 4.14 from Tk 3.94 for the minimum-use consumers, the notification said. 

The government increased the bulk power price by 8.06 per cent, Power Division secretary Habibur Raman said on analysing another gazette notification also issued on Monday.

No average retail and bulk power price hike per unit was mentioned in the gazette notifications.

The average price of each unit of electricity rose to Tk 7.49 from Tk 7.13 with the previous hike on January 12, said officials at the Power Development Board while the gazette notification on  that hike also said nothing about the average price.

Earlier on November 21, 2022, the Bangladesh Energy Regulatory Commission increased the average bulk electricity price by 19.92 per cent with effect from December.

Asked if there was any alternative to increasing the power price, secretary Habibur said, ‘I will not make any comment in this regard.’

Both retail and bulk electricity prices have been readjusted under the authority vested in Section 34 (ka) of the Bangladesh Energy regulatory Act, 2003, the gazette notifications said.

The government recently amended the BERC Act empowering the Power Division to raise the power, gas and petroleum fuel prices using administrative power any time it wants.

Resorting to the amended law, the new gazette notifications were issued on Monday to raise the electricity tariff at the bulk and retail levels, bypassing the authorities of the energy regulator.   

According to energy expert Mohammad Tamim, the entire power sector depended on import and the government had no other option as the energy price is high on the global market.

‘The government did not try to explore gas and lift coal in our country. Inflation will increase further as the opportunists businesses will increase prices and people will have to pay the price,’ he said.    

The government last raised the retail price of electricity by 5 per cent on January 12, 2023.

Economists feared that the power price hike would further stoke inflation and lower-income people will suffer the most.

Former Bangladesh Bank chief economist Mustafa K Mujeri told New Age that the power price hike would increase the inflation further and create more adverse impact on the lower-income group in the country as they had already been struggling to cope with the price hike of essentials.

‘The IMF always gives some written and unwritten conditions in providing loans. They always discourage subsidy. There is some link between the $4.7 billion IMF loan and the power price hike,’ he said.

He thought that the government had no other option but to raise the power price considering the current economic situation.

Consumers Association of Bangladesh president Ghulam Rahman said that the government had increased the power price in an non-transparent way and the CAB did not support it.

‘Inflation will increase further and the woes of people would multiply due to the power price hike. The government does not care about people’s welfare and it is fulfilling the IMF conditions for getting the loan,’ Ghulam Rahman explained.

Earlier, State Minister for Power, Energy and Mineral Resources Nasrul Hamid said that from now on the electricity price would be adjusted in the first week of every month, state-run news agency Bangladesh Sangbad Sangstha reported. 

The government, in an executive order, on January 18 increased the retail piped gas prices in four consumer categories by up to 179 per cent with effect from February 1.

Four other consumer categories — household, fertiliser, tea industry and compressed natural gas — did not see any change in their rates but were bracing for multiple impacts from the price hike.

Businesses said that the frequent gas and electricity price hikes were creating instability in doing business.

They also feared the closure of factories in the days to come.     

Bangladesh Knitwear Manufacturers and Exporters Association executive president Mohammad Hatem told New Age that the costs of all raw materials and of manufacturing would increase due to the power price hike.

‘We have no control over our businesses now and do not know how long we will survive. If we do not survive, we will have to close our factories and give the keys to banks,’ he added.  

Bangladesh Textile Mills Association vice-president Abdullah Al Mamun said that if the government continued to increase tariffs of energy and power one after another, like gas and electricity, at such intervals, it will also create difficulties in setting the cost of production and doing business as well.

‘We didn’t see such kinds of increase in the past. We take an order for delivering a product in two or three months. How will we adjust the price? The government should fix the price once and we can have an assessment and thus make our plans,’ he said.  

The power sector has witnessed a massive fossil fuel-based expansion under the current government largely facilitated by an indemnity act.

On December 13, the US-based Institute for Energy Economics and Financial Analysis in a report predicted that Bangladesh would not be able to import electricity from the Adani Godda coal-fired power plant in India without raising power tariff.

The cost of electricity produced by the Adani plant would be double the initially expected cost, the report said, estimating that the Adani power would be three times costlier the electricity imported from India.

Bangladesh cannot use even half of its installed electricity generation capacity of more than 26,700MW that entailed a capacity charge to the tune of Tk 72,567 crore, almost equal to the Power Development Board’s accumulated losses of Tk 76,115 crore, over the decade until 2020-21.

Capacity charge is the payment that the government is legally bound to make to power plant owners, irrespective of whether or not power is generated by them, ensuring their return on investment with profit.

In 2019, the CAB estimated that checking inefficiencies and corruption could save Tk 10,549 crore in the power sector.

Retailers charge up to Tk 400 extra

——— The New Age Report/ February 05, 2023 



Gas consumers are forced to pay up to Tk 400 extra for buying a cylinder of 12-kilogramme liquefied petroleum gas from the retail markets in the capital and elsewhere in the country.

Many people on Saturday claimed that they had been paying between Tk 1,800 and Tk 1,900 for a 12-kg LPG cylinder for the past two days in Dhaka after the government increased the gas price.

The Bangladesh Energy Regulatory Commission on Thursday hiked the price of liquefied petroleum gas by Tk 266 to Tk 1,498 for a 12-kg cylinder.

In the previous month, the cylinder price was Tk 1,232.

After the recent price rise, people were supposed to pay Tk 266 more, but the retailers are cashing in on the situation.

Consumers Association Bangladesh president Ghulam Rahman told New Age that as the government adjusted the LPG price, it should ensure that the businesses would charge consumers accordingly.

He urged the government agencies to take legal action against those violating rules.

‘It is sad that the government has no control over the market. If the Directorate of National Consumers Right Protection and other law enforcement agencies boost market monitoring, they can rein in illegitimate price hike,’ he added.

Directorate of National Consumers Right Protection director general AHM Shafiquzzaman told New Age that they did not have capacity to monitor everything as they had to give priority over monitoring prices of essential commodities ahead of Ramadan.

‘We lay importance on the LPG price, but we have not enough manpower. We have issued letters to all deputy commissioners in this regard for price monitoring,’ he added.

‘The BERC would monitor the issue and take action against those charging high prices. It can cancel their licences too.’

Dina Rahman, a housewife in the capital’s Green Road, said, ‘We bought a 12-kg LPG cylinder at Tk 1,800 on Friday which was selling between Tk 1,400 and Tk 1,500 earlier.’

‘The prices of all essentials have gone up. The recent rise in gas price is like rubbing salt into the wound.’

A tea seller Md Sohag in Dhanmondi said that he bought a 12-kg LPG for Tk 1,800 on Saturday while the price was between Tk 1,450 and Tk 1,500 previously.

‘I need five 12-kg cylinders every month. The prices of gas and sugar continue to rise. If I increase the cost of tea, I may lose customers,’ the tea seller made an apprehension.   

Consumers also complain that sellers do not lower prices once the government makes downward adjustments of prices for essential products.

A retailer Md Mahbub Alam, who supplied LPG gas to households and businesses in Dhanmondi and Hazaribagh areas, said that they were selling a 12-kg LPG gas cylinder of iGas, Omera, DeltaLPG at Tk 1,800 and Bashundhara LP Gas at Tk 1,900.

‘We buy gas at a higher price from agents and distributors who have raised prices through syndication. We have no other options, but to sell at a higher price,’ Mahbub said when asked why they were not going by the government-set price.
He added that the price of Bashundhara LP Gas always remained at Tk 70 to Tk 80 higher than that of other companies.

A private company employee Mazhar Manik in Mymensingh city said that he bought a 12-kg LPG cylinder at Tk 1,750 on Friday after a long bargain.

‘I did not find LPG cylinder on Friday. Many businesses declined to sell in the name of product shortage. I managed it from a known retailer who kept Tk 100 less from me,’ he added.

New Age staff correspondent in Chattogram reported that retailers in the port city also charged more than the government-set price for 12-kg LPG cylinder. They were charging Tk 50 to Tk 100 extra.

CAB senior vice-president and adviser M Shamsul Alam told New Age that charging higher than the price fixed by the government from consumers was a violation of the BERC Act 47, and it was a punishable offence.

‘The companies are robbing people of their money in the name of business. It is happening in the country as the Bangladesh Energy Regulatory Commission and the Bangladesh Competition Commission are literally dysfunctional,’ he added.
‘If they performed their duties accordingly, and took action, the companies dared not charge extra.’

BERC member (petroleum) Md Kamruzzaman said that they also came to know through the media reports that the businesses were selling gas at a price more than the one fixed by the government.

‘If we receive complaint from consumers, we will go for action. We have also lack of manpower,’ he pointed out.

The BREC adjusted the latest price as per tons of Saudi CP (mixed of propane and butane) increased by $190.25 to $790 from $599.25.

The 12-kg LPG cylinder is one of the 13 categories of LPG cylinders, the prices of which have been adjusted every month since April 2021.

The new LPG price used by automobiles has been fixed at Tk 69.71 per litre, up from Tk 57.41 set in the previous month.
x

Thursday, February 2, 2023

জনগণ অবশ্যই নিজ অধিকার আদায় করবে ——— মির্জা আলমগীর

সাক্ষাৎকার : মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

———

লোটন একরাম




বিএনপির শীর্ষ নেতৃত্বে কোনো সংকট নেই বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শতভাগ আস্থাশীল এবং আনুগত্য নিয়ে কাজ করি। যে মহলটি বিএনপিতে ভাঙন, বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করতে চায় — তারাই নানা গল্প তৈরি করে। তিনি অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে রাজনীতিকে সোজাপথে যেতে দেওয়া হয় না। এখানে একটি শক্তি আছে, তারা অত্যন্ত সচেতনভাবে এ কাজ করে থাকে।

এক মাস কারাভোগের পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সমকালকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবিতে আন্দোলনের মধ্যে গ্রেপ্তার হয়ে গত ৯ জানুয়ারি মুক্তিলাভের পর প্রথম একান্ত সাক্ষাৎকারে মির্জা আলমগীর বলেন, নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করাই রাজনীতি। সেই রাজনীতিতে অতীতেও সফল হয়েছি এবং ভবিষ্যতেও সফল হবো — ইনশাআল্লাহ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাবে দাবি করে তিনি বলেন, সরকারের পদত্যাগের আগে কোনো আলোচনা হবে না। সব সময় বেগম খালেদা জিয়া যে কথাটি বলেন, জনগণ অবশ্যই নিজ অধিকার আদায় করবে।

ভিডিয়ো লিঙ্ক  

শীর্ষ নেতৃত্বে সংকট নেই

সমকাল: এক মাস কারাভোগের দিনগুলো কেমন ছিল?

মির্জা আলমগীর: এবার কারাগারের অভিজ্ঞতাটা খুব সুখকর ছিল না। বাংলাদেশে রাজনীতি করলে কারাগারে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার।

অনেকবার কারাগারে গেছি। দুর্ভাগ্যজনকভাবে এবার লক্ষ্য করলাম, সাবেক মন্ত্রী-এমপি হিসেবে আমি ও মির্জা আব্বাস ডিভিশন প্রাপ্য হয়েও প্রথম পাঁচ দিন ডিভিশন দেয়নি। কর্তৃপক্ষ সঠিক কোনো উত্তরও দিতে পারেনি। আমাদের পরিবারের সদস্যরা যখন আদালতে রিট করতে যাচ্ছিল, তখন ডিভিশন দিয়েছে।

সমকাল: সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারসহ ১০ দফা ও রাষ্ট্র সংস্কারের ২৭ দফা দাবিতে চলমান সরকারবিরোধী আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে পড়েছে বলে অনেকে মনে করেন।


মির্জা আলমগীর: প্রতিটি আন্দোলনের গতিতে উত্থান-পতন থাকে। কখনও উপরে উঠে, আবার কখনও নিচে নামে। দলের এত নেতাকর্মী কারাগারে ছিল— স্বাভাবিকভাবে আন্দোলন কিছুটা ছন্দপতন ঘটতে পারে। তার মানে একেবারে স্থিমিত হয়ে পড়েছে- তা নয়। আন্দোলন চলছে এবং আরও বেগবান হচ্ছে।

সমকাল: সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকা সফরকালে বিএনপিসহ বিরোধী দলের সঙ্গে সাক্ষাৎ করেননি। শিগগিরই যুক্তরাষ্ট্রের আরও একজন ক্ষমতাবান সিনিয়র কর্মকর্তা সফরে আসছেন। তাঁর সঙ্গে কি আপনাদের সাক্ষাৎ হবে?

মির্জা আলমগীর: যুক্তরাষ্ট্রের মন্ত্রী বা কর্মকর্তা সফরকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাতের প্রয়োজন মনে করলে তাঁদের পক্ষ থেকেই আমন্ত্রণ করা হয়। এবার ডোনাল্ড লু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেননি। তা ছাড়া সাক্ষাৎ করাটা আমাদের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ও নয়।

সমকাল: সামনে পবিত্র রমজান মাস। সাধারণত ওই সময়ে রাজপথের আন্দোলন সম্ভব নয়। কবে নাগাদ আপনাদের দাবি আদায়ের আন্দোলন জোরদার করতে চান?

মির্জা আলমগীর: রমজান মাস এখনও অনেক দেরি আছে। আগামীকাল থেকে কী ঘটবে, না ঘটবে- সেটাই তো আজ বলা যায় না। নির্ভর করবে আমরা কীভাবে সিদ্ধান্ত নিচ্ছি, আন্দোলনটা কোথায় নিয়ে যেতে চাই — তার ওপর। রমজান মাস কোনো ফ্যাক্টর নয়।

সমকাল: বিরোধী দলের প্রতিটি কর্মসূচির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে থাকছে। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীও।

মির্জা আলমগীর: আওয়ামী লীগের চরিত্র সন্ত্রাসী চরিত্র। যখনই ক্ষমতায় এসেছে তারা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলকে বাধা দেওয়া তাদের স্বভাবজাত। আমরা অত্যন্ত গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। তারপরও সরকার কতটা ভয় পেয়েছে- এতেই তা বোঝা যাচ্ছে। আমরা জনগণকে সম্পৃক্ত করে গণআন্দোলনের মাধ্যমে গণবিচ্ছিন্ন ও অনির্বাচিত সরকারকে সরানোর চেষ্টা করছি।

সমকাল: বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে সংলাপ ডাকার আহ্বান জানাবেন কি? এ ছাড়া অতীতের মতো দূতিয়ালি করতে জাতিসংঘ, কমনওয়েলথ বা বন্ধুপ্রতিম প্রভাবশালী দেশ ও সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা কি কোনো ভূমিকা রাখতে পারেন?

মির্জা আলমগীর: আমরা কেন সংলাপের আহ্বান জানাতে যাব? আমরা বলছি, এই সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার মেনে না নিলে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। পর্দার আড়ালে কোনো দূতিয়ালি জানা নেই।

সমকাল: আন্দোলন ও নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাদের পরস্পরের মধ্যে কিছুটা সন্দেহ-সংশয় সৃষ্টি হয়েছে বলে কেউ কেউ মনে করেন। বিশেষ করে প্রবীণ নেতা উকিল আবদুস সাত্তার দলীয় সিদ্ধান্ত অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে অংশ নেওয়ায় গুঞ্জনটি আরও ডালপালা মেলেছে?

মির্জা আলমগীর: উকিল আবদুস সাত্তারের ঘটনাটি আমাদের কাছে কোনো ঘটনাই নয়। তাঁকে মোকাবিলা করার মতো সেখানে কমপক্ষে ১০ জন নেতা আছেন। বিএনপির মধ্যে কোনো মতভেদ ও মতদ্বৈধতা নেই। সন্দেহ ও সংশয় নেই। আমরা ঐক্যবদ্ধ।

সমকাল: ২০১৮ সালের নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নামে জোট গঠনের মাধ্যমে আন্দোলন করে দাবি আদায় করতে ব্যর্থ হয়েছেন। এবার নামসর্বস্ব ৫৪টি দল ও সংগঠনকে নিয়ে দাবি আদায় বা আপনাদের ভাষায় গণঅভ্যুত্থান ঘটানো কি সম্ভব হবে?

মির্জা আলমগীর: বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোও জনগণের শক্তির ওপর নির্ভর করে। বিএনপি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। জোটের রাজনীতিরও ইতিহাস আছে। সমমনারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা অত্যন্ত সন্তুষ্ট। ভবিষ্যৎই প্রমাণ করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে কতটা সফল হয়।

সমকাল: এরই মধ্যে বিএনপির সমমনা জোট গণতন্ত্র মঞ্চের অভ্যন্তরে টানাপোড়েন চলছে বলে খবর বেরিয়েছে। আপনিও অভিযোগ করছেন।

মির্জা আলমগীর: এগুলো ছোটখাটো ব্যাপার। কিছুটা বাড়িয়ে বলা হচ্ছে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছি। কোনো সমস্যা বা সন্দেহ ও সংশয় দেখিনি। তারা আগের চেয়ে শক্তিশালী হচ্ছে।

সমকাল: জোট শরিক গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর অভিযোগ করেছেন, বিরোধী ৫৪ দল ও সংগঠনের অনেকে সরকারের কাছ থেকে টাকা ও প্লট নিচ্ছে এবং আসন ভাগাভাগিতে ঐকমত্যে পৌঁছে যাচ্ছে। কারা নিচ্ছে- বিএনপিকে খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।

মির্জা আলমগীর: উনি যেহেতু বলেছেন, এটার দায়-দায়িত্ব উনি নেবেন। তবে আমি মনে করি, এটা কোনো সমস্যা নয়।

সমকাল: ওয়ান-ইলেভেনের সময়ের মতো এবার আবারও 'কিংস পার্টি'র তৎপরতা শুরু হয়েছে বলে গুঞ্জন রয়েছে?

মির্জা আলমগীর: দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের রাজনীতিতে সব সময়ে একটা রহস্যময়তা থাকে। কারণ, গণতন্ত্র চর্চা সঠিকভাবে হয়নি। এখানে একটি শক্তি আছে, তারা অত্যন্ত সচেতনভাবে রাজনীতিকে সঠিক এবং সোজাপথে যেতে দেয় না। নানা গল্প ও বিভিন্ন ঘটনা তৈরি করে রাজনীতিকে বিপথে পরিচালনার চেষ্টা করা হয়।

সমকাল: বিএনপিতে শীর্ষ নেতৃত্বের সংকট রয়েছে বলে অনেকেই মনে করেন। যেমন ভিপি নুর বলেছেন, 'খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে শীর্ষ নেতা এবং ক্ষমতায় গেলে সরকারপ্রধান হিসেবে আপনার নাম এখনই ঘোষণা দেওয়া উচিত। পরে দল সিদ্ধান্ত নেবে।' আপনার প্রতিক্রিয়া কী?

মির্জা আলমগীর: এ ধরনের বক্তব্য চক্রান্তমূলক। বিএনপিতে শীর্ষ নেতৃত্বের কোনো সংকট নেই। বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ আছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব শতভাগ প্রতিষ্ঠিত। সেই জায়গায় যে মহল বিএনপিতে ভাঙন, বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করতে চায়- তারাই এ সমস্ত গল্প তৈরি করে।

সমকাল: 'ফিরোজা' বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কোনো পরামর্শ চান?

মির্জা আলমগীর: উনার কাছে কোনো রাজনৈতিক পরামর্শের জন্য আমরা যাই না। তিনি খুব অসুস্থ। আমরা তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে থাকি। তিনি একজন রাজনৈতিক নেত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি সব সময় যে কথাটি বলেন, জনগণ অবশ্যই নিজ অধিকার আদায় করবে।

সমকাল: দীর্ঘ সাক্ষাৎকারের জন্য ধন্যবাদ।

মির্জা আলমগীর : সমকালকেও ধন্যবাদ।

সৌজন্যে — সমকাল/ ফেব্রুয়ারি ২, ২০২৩। 



Tuesday, January 31, 2023

বিশ্লেষণ — জাতীয় নির্বাচনেও কী বিরোধীদের মাঠছাড়া করা হবে

— কাদির কল্লোল

সংসদের মেয়াদের শেষ বছরে এসেও ছয়টি আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৎপরতা নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আলোচনায় এসেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন। সেখানে বিএনপির দলছুট প্রার্থী উকিল আবদুস সাত্তারকে জেতাতে আওয়ামী লীগ কার্যত একতরফা নির্বাচনের সব চেষ্টা চালাচ্ছে বলা যায়। উকিল সাত্তারের একতরফা জয় নিশ্চিত করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া শক্ত প্রতিদ্বন্দ্বী নন, এমন যে কজন প্রার্থী মাঠে টিকে রয়েছেন, তাঁদের সমর্থকেরাও গ্রেপ্তারের আতঙ্কে আত্মগোপনে যাওয়ায় ওই প্রার্থীরা ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ওই নির্বাচনী এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যদিও প্রধান বিরোধী দল বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ছয়টি আসনে এখন উপনির্বাচন হচ্ছে। কিন্তু বিএনপি এই উপনির্বাচনে অংশ নেয়নি। 

ফলে রাজনৈতিক দিক থেকে শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। এরপরও আসনগুলোতে ক্ষমতাসীন দল–সমর্থিত এবং দলের নিজের প্রার্থীদের বিরুদ্ধে ভোটে নেমেছেন যাঁরা, তাঁদের কর্মী-সমর্থকদের অনেককে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকে গ্রেপ্তারের আতঙ্কে মাঠছাড়া হয়েছেন। আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যে নির্বাচনে নেই, সেই উপনির্বাচনেও যখন ভোটে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি দেখিয়ে মাঠছাড়া করা হচ্ছে, তখন ক্ষমতাসীন দলের এই কৌশল নানা আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একতরফা নির্বাচন করার সব চেষ্টাই দৃশ্যমান। সেখানে বিএনপির দলছুট প্রার্থী উকিল আবদুস সাত্তারকে জেতাতে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়োগ করেছে। দলটির তিনজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তাঁদের শুরুতেই প্রার্থিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির দুবারের সংসদ সদস্য জিয়াউল হক স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন এবং তাঁকেও সরকারের বিভিন্ন দিক থেকে চাপ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আরেকজন প্রার্থী স্থানীয় বিএনপির সাবেক নেতা আবু আসিফ আহমেদ নিখোঁজ রয়েছেন। তাঁর নির্বাচন পরিচালনার প্রধান শাফায়াত সুমন এবং নির্বাচনী প্রচারণার দায়িত্ব থাকা মুসা মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে কয়েক দিন আগে। বাকি যে দুজন প্রার্থী এখনো ভোটের মাঠে রয়েছেন, তাঁরাও অভিযোগ করেছেন, তাঁদেরও কর্মী-সমর্থকদের অনেকে গ্রেপ্তারের ভয়ে মাঠছাড়া হয়েছেন এবং এমন পরিস্থিতিতে তাঁরা এজেন্ট নিয়োগের লোক পাচ্ছেন না। ক্ষমতাসীনেরা সেখানে কার্যত একতরফা ভোটের পরিবেশ সৃষ্টি করেছে।

আওয়ামী লীগ যে আসনগুলোতে নিজেদের প্রার্থী দিয়েছে, সেই আসনগুলো থেকেও দলটির বিদ্রোহী প্রার্থীরাই ক্ষমতাসীন দলের বিরুদ্ধে একতরফা নির্বাচনের আয়োজন করার অভিযোগ তুলেছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাবেক জেলা সভাপতি সামিউল হক দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। তাঁর ১৫টি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর এবং ৩টিতে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার না পওয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থীর অভিযোগ তাঁর দলের বিরুদ্ধেই।

বগুড়া-৬ সদর আসনেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বিভিন্ন আসনে একতরফা নির্বাচন করার চেষ্টার যে চিত্র বা নানা অভিযোগ সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের সক্রিয় কোনো ভূমিকা দেখা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল সাত্তারের সমর্থনে ক্ষমতাসীন দল সব ধরনের ’মেকানিজম’ ব্যবহারের বিষয়গুলো অনেকটা প্রকাশ্যেই ঘটছে। কিন্তু সেখানে নির্বাচন কমিশন কোনো ভূমিকাই রাখছে না বলে অভিযোগ করা হচ্ছে। অন্য আসনগুলোতেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে অভিযোগ, প্রশ্ন বা আলোচনা-সমালোচনা, যা–ই হোক না কেন, সমর্থিত এবং নিজেদের প্রার্থীদের জিতিয়ে আনতে বিরোধীদের মাঠছাড়া করে ক্ষমতাসীন দল একতরফা ভোটের চেষ্টায় রয়েছে বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আগামী জাতীয় নির্বাচনেও বিরোধীদের মাঠ থেকে বিদায় করা হবে কি না? এখন উপনির্বাচনে সেই মহড়া দেওয়া হচ্ছে কি না?

— প্রথম আলো/ জানুয়ারি ৩১, ২০২৩ 


Thursday, January 26, 2023

শহিদ জিয়াকে জড়িয়ে মেজর রফিকুল-এর বক্তব্য ভিত্তিহীন

———  ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম 




লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সম্প্রতি মেজর (অব.) রফিকুল ইসলাম জাতীয় সংসদে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-কে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। জানি না কি কারণে পরিণত বয়সে এসে মেজর রফিক এই ধরনের বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জানুয়ারি ২৫, ২০২৩, দুপুরে, রাজধানীর পূর্ব-পান্থপথস্থ এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ও বিরোধী দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৪ঠা ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দেয় এলডিপি। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ করবে তারা। সমাবেশে কর্নেল (অব.) অলি প্রশ্ন রেখে বলেন, ১৯৮০ সালের পূর্বে তিনি মুক্তিযুদ্ধের ওপর একটি বই লিখেছেন সেই বইতে এসব তথ্য নেই কেন? জাতি জানতে চায় কী কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব দ্বারা চাকরিচ্যুত হয়েছিলেন? চাকরিচ্যুত হওয়ার পর ১৯৭৭-৭৮ সালে মেজর (অব.) রফিকুল ইসলাম প্রায় অসহায়ের মতো জীবনযাপন করছিলেন। ঢাকায় আসার মতো টাকা তার কাছে ছিল না। ঐ সময় আমি তাকে চট্টগ্রামের কমিশনার জনাব আউয়ালের মাধ্যমে বিমানের টিকিট কেটে ঢাকায় আনি। এরপর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুরোধ করে তাকে ঢাকা ওয়াসার চেয়ারম্যান বানাই। মেজর (অব.) রফিকুল ইসলাম ওই ধরনের ব্যক্তি যে স্বার্থের জন্য যেই প্লেটে খায় সেই প্লেটে ছিদ্র করে। সভায় বক্তব্য রাখেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এডভোকেট এসএম মোরশেদ, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ মোছা. কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল হাসেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু প্রমুখ।


দীর্ঘ ১৯ বছর চাপা পড়ে আছে আরাফাত রহমান কোকোর স্বপ্ন

——— কালাম আজাদ 






বগুড়া শহরের খান্দারে অবস্থিত শহিদ চাঁন্দু স্টেডিয়ামের মূল গেইটে প্রবেশ করে ডান দিকে তাকালেই চোখের সামনে মার্বেল পাথরে খোদাই করা নেইমপ্লেট ভেসে আসে। শহিদ চাঁন্দু ক্রীড়া কমপ্লেক্স এর এই ফলকটি ২০০৩ সালের ৩ জুন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বগুড়াকে ক্রীড়াঙ্গনের ‘সেকেন্ডহোম’ বানাতে চেয়েছিলেন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। এই ক্রীড়া কমপ্লেক্সটি ছিল সেই স্বপ্ন পূরণের মূল সুঁতিকাগার। এরপর কেটে গেছে প্রায় দুই যুগ। মার্বেল পাথরের সেই ফলক এখনো জ্বল জ্বল করলেও ক্রীড়া কমপ্লেক্স এর স্বপ্ন বাস্তবে রূপ লাভ করেনি।


বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর বগুড়ার উন্নয়নে এগিয়ে আসেন দুই ভাই। বড়ভাই তারেক রহমান সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করলেও ছোট ভাই কোকোর স্বপ্ন ছিল ভিন্ন। তিনি বগুড়াকে উত্তরাঞ্চলে ক্রীড়ার রাজধানী করতে চেয়েছিলেন। এখান থেকেই জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ গড়ার স্বপ্ন ছিল তার। এই লক্ষ্যে ২০০২ সালে শহিদ চাঁন্দু স্টেডিয়ামের আধুনিকায়ন করা হয়। পরবর্তীতে আইসিসি এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা দিলে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ আয়োজন করা হয়। ২০০৪ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হয় এই মাঠে।


শুধু স্টেডিয়াম নয়, এই স্টেডিয়ামকে কেন্দ্র করে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স তৈরির স্বপ্ন দেখেছিলেন কোকো। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন বলেন, “কোকো

সাহেব বগুড়াকে ক্রীড়াঙ্গনের সেকেন্ডহোম বানাতে চেয়েছিলেন। শুধু ক্রিকেট নয়, সবধরনের খেলাধুলার আয়োজন একই জায়গায় করতে চেয়েছিলেন। তাঁর ক্রীড়া কমপ্লেক্স এর পরিকল্পনায় ছিল ক্রিকেট স্টেডিয়ামের পাশে একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জিম, সর্বাধুনিক সুইমিংপুল, এ্যাথলেটিকস্ এর জন্য আলাদা মাঠ, ভলিবল মাঠ, বাস্কেটবল গ্রাউন্ড এবং শহিদ চাঁন্দু স্টেডিয়ামের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় আবাসিক হোটেল। এই লক্ষ্যে স্টেডিয়ামের পাশের কৃষি খামারের কিছু অংশ নিয়ে সেখানে ফুটবল স্টেডিয়াম এবং এ্যাথলেটিক্স এর জন্য ট্র্যাক নির্মাণ করতে চেয়েছিলেন।।” এম লেমন আরও বলেন, “কোকো সাহেব বগুড়ায় আরেকটি বিকেএসপি গড়তে চেয়েছিলেন। বন্ধুদের সাথে আড্ডায় তিনি এসব স্বপ্নের কথা বলতেন। কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি।”


শহিদ চাঁন্দু স্টেডিয়াম পূণ:নির্মাণকালীন সময়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মাহবুবুর রহমান বকুল বলেন, “ক্রীড়া কমপ্লেক্স এর পরিকল্পনার অংশ হিসেবেই স্টেডিয়ামের পশ্চিম পাশে বাস্কেটবল গ্রাউন্ড করা হয়। জাতীয় দল কিম্বা বিদেশী ক্রিকেটারদের অনুশীলনের কথা ভেবেই এটা করা হয়েছিল। কিন্তু নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হওয়ায় শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স করা সম্ভব হয়নি।”


জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘শহিদ চাঁন্দু ক্রীড়া কমপ্লেক্স এর স্বপ্ন বাস্তবায়িত হলে বগুড়া উত্তরাঞ্চলের ক্রীড়া রাজধানী হয়ে উঠতো। বগুড়া থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় সরবরাহ করা যেত। বিশেষ করে ক্রিকেট এবং ফুটবলে উত্তরাঞ্চলের প্রচুর সম্ভাবনা রয়েছে।’ একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি হলে এই অঞ্চলের ক্রীড়ার ব্যাপক উন্নয়ন সম্ভব বলে তিনি মনে করেন।


আরাফাত রহমান কোকোর ঘনিষ্টজনদের সাথে কথা বলে জানা গেছে, তিনি শহিদ চাঁন্দু স্টেডিয়ামকে কেন্দ্র করে গোটা ক্রীড়া জগতটাকে এক ছাতার নিচে আনতে চেয়েছিলেন। ওভার ব্রীজের মাধ্যমে এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে এবং সুইমিংপুলে সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। তার স্বপ্ন ছিল খেলোয়াড়দের নিজস্ব আবাসিক হোটেলে রেখে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা। আধুনিক ক্রিকেট একাডেমিও করতে চেয়েছিলেন তিনি। বিশ্বমানের ক্রিকেটার তৈরির জন্য শ্রীলংকান কিউরেটর নন্দসেনাকে দিয়ে স্টেডিয়ামে দুটি বাউন্সি উইকেট তৈরি করেছিলেন, যা দেশের অন্যকোন ভেন্যুতে ছিল না। সেই বাউন্সি উইকেটে অনুশীলন করেই বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এখনো সেই উইকেটগুলো দেশের সেরা বাউন্সি উইকেট হিসেবে বিবেচিত। রাজনৈতিক পালাবদলের সাথে সাথেই বদলে গেছে বগুড়ার ক্রীড়াঙ্গনের চেহারা। অতীতের সব সাফল্য, অবদান ভুলে গেছেন কর্তারা। 


যেই নির্লোভ মানুষটি শহিদ চাঁন্দু স্টেডিয়ামকে সারা দুনিয়ায় পরিচিত করে তুললেন সেই আরাফাত রহমান

কোকোর মৃত্যুর দিনেও তাঁকে স্মরণ করে না। শুধু তাই নয়; একসময় যারা শহিদ জিয়ার নামে ক্লাব প্রতিষ্ঠা করে বগুড়ার ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিয়েছেন তারাও কখনো এই দিনটি স্মরণ করে না! রাজনৈতিক পালাবদলের সাথে নিজেদের গুটিয়ে নিয়েছেন সেই সময়ের সুবিধাভোগী ক্রীড়া সংগঠকরাও। ফলে একজন কীর্তিমান ক্রমেই স্মৃতির আড়ালে চলে যাচ্ছেন। মুছে ফেলা হচ্ছে তার পরিকল্পনাগুলোকেও। নতুন প্রজন্ম জানার সুযোগই পাচ্ছে না মরহুম আরাফাত রহমান কোকো এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া তথা দেশের ক্রীড়ার উন্নয়নে কতটা অবদান রেখেছেন।


———

লেখক সাংবাদিক।