Search

Thursday, December 28, 2017

Where did the benefits of economic growth disappear?






M A Taslim





There is some disquiet among economists about the quality of data provided by Bangladesh Bureau of Statistics (BBS). No less a person than the Economic Adviser to the Prime Minister has expressed his dissatisfaction about the qualifications of the BBS staff and the quality of their work. These are very long standing problems, and yet, very little has been done to improve the quality of the services provided by BBS.



The government is perhaps more worried about the embarrassment an efficient BBS can do to its image with correct data than the harm an inefficient BBS can inflict on policy making and, the economy with incorrect data.

The current feeling of consternation originates largely from the fact that macroeconomic data, such as economic growth rate, is frequently not consistent with other data, such as credit, export and import etc. with which they are supposed to be correlated.

Significantly, the latter is not provided by BBS, but by other government organisations such as Bangladesh Bank, National Board of Revenue and Export Promotion Bureau.

Inflating the data!

They provide high frequency data on a monthly basis with a short lag, which is more reliable. Reassuringly, most of the data can be crosschecked easily. For example, bank credit data provided by Bangladesh Bank can be cross checked against credit data of all individual banks. Any large unexplained discrepancy will be quickly discovered and corrected.

Forecasts of economic growth are made by local and foreign experts on the basis of available information on a host of variables, including international trends and current data on domestic production and expenditure as well as high frequency data as mentioned above.

Curiously, these forecasts have been always significantly lower than the final BBS estimates during the last several years. This pattern of non-random errors in the forecasts has led to the suspicion of inaccuracies, or worse, wilful manipulations of the national accounts data.

In the absence of a robust explanation as to why these experts could be mistaken, the suspicion has grown to almost a conviction. This is an unnecessary and avoidable situation that adversely affects the quality of analyses and evidence-based policymaking.

It has escaped notice that the national accounts estimates are also not consistent with some micro level data that provide a very good insight into the economic well-being of the ordinary people of the country.  The BBS does an extensive and thorough survey of income and expenditure of households about every five years. The final report of the Household Income and Expenditure Survey done in 2016 (HIES2016) was released recently. It provides micro level data on numerous household attributes such as size, education, health, income and expenditure etc.

Since the household sector comprises the entire population, these data are more relevant to the living standards of the ordinary people of the country than the national accounts data which provide aggregate measures on a few variables only.

HIES are a rich source of both time series and cross section data that can be used to seek answers to a variety of research questions.

Household income: behind the rosy facade

Household income and consumption as estimated by HIES2016 are given below in Table 1. The nominal income and consumption both increased by about two-fifths since the last HIES was done in 2010. These were highlighted when the survey results were released. However, there is no definable relationship between household nominal income and its purchasing power. The latter is captured by real income. Similarly, the actual volume of consumption is expressed by real consumption. Real income and consumption are derived by deflating the nominal amount by the consumer price index (CPI).

Economic growth of a country is represented by the growth of real income or output. The estimated real values of household income and consumption are shown in column 5 and 6. It is immediately apparent that the real magnitudes suggest a very different pattern of change than that by the nominal amounts; the household real income has actually declined by 11 percent between 2010 and 2016. Real consumption also declined by about the same proportion during these years.

But according to BBS national accounts statistics, the real national income of the country has risen by more than 42 percent between 2009-10 and 2015-16 while the real per capita income has risen by 31 percent.  In other words, at the national level, each individual member of the total population, on average, has contributed to 31 percent increase in real income during these 6 years. This increase in income was accompanied by a similar increase in real consumption per capita.

In stark contrast, according to HIES2016, each person at the household level actually received an income (household income divided by household size) that was 2 percent less than what they had received in 2010 and the real spending for consumption of each decreased by about 1 percent.

The changes in per capita income and consumption that can be gleaned from the national accounts data are thus opposite to the information provided by HIES2016. The differences between the HIES and the national accounts data are rather too large to be ignored as statistical errors or due to different methods of calculation.

Note that there was no large discrepancy for the period 2005 to 2010. The HIES2016 data clearly indicates that the household sector comprising the entire population has missed out entirely on the growth dividend of the period 2010 to 2016 that should have normally been accrued to them. The share of government revenue in national income also did not increase during this period.

Where did the benefits of economic growth disappear? The Planning Ministry (which oversees BBS) owes an explanation to the nation about the sources of this anomalous finding.

The calorie quotient

The reduction in per capita real income is given some support by the nutrition data of HIES2016. Globally, there is a strong correlation between income and calorie consumption. People in the richer countries consume more calories than those in the poorer countries. The data of earlier HIES also suggest that richer people of the country consume more calories than the poorer people.  An alarming finding of HIES2016 is that the average calorie intake per person has declined by 5 percent from 2318 Kcal in 2010 to 2210 Kcal in 2016 alongside a reduction in real income.  A joint FAO and WHO study mentioned that the average calorie intake should be 2430 Kcal (Country Nutrition Paper 2014). The daily intake of calorie in 2010 was already 5 percent below the recommended amount, but a further reduction to 9 percent in 2016 raises the real prospect of stunting and wasting of children as well as a generally poor health of the population. This does not augur well for the country: its population does not appear to be in a fit state to fully utilise the opportunity for demographic dividend.

Falling income is also hinted by another comprehensive study of BBS, Revision and Rebasing of Wage Index (WRI) from 1969-70 to 2010-11. Its findings indicate that the real wage of the ordinary workers in the informal sector, who constitute about 85 percent of the labour force, fell by more than 7.5 percent between 2010-11 and 2014-15. Such a reduction must have exerted a strong downward pressure on household income since wages are a large part of household income.

Gini Coefficient

Another alarming finding reported by HIES2016 is a substantial increase in the Gini coefficient. The income distribution has moved against the poor including the wage labourers very markedly. The poorest one-fifth of the household population received 2.78 percent of the total income in 2010, but by 2016 their share has declined to a measly 1.24 percent.

On the other hand, the top 5 percent households have increased their share from 24.6 percent to 27.9 percent during the same period. Enriching the richest at the expense of the hapless poorest has apparently gained momentum during the last 6 years. This has reversed the trend of the previous 5 year period.

The Gini coefficient had declined from 0.467 in 2005 to 0.458 in 2010 heralding the prospect of a progress toward a more egalitarian society. But the hope has been nipped in the bud with the Gini coefficient shooting up considerably to attain its highest ever level of 0.483 in 2016. This puts Bangladesh in the company of the least egalitarian countries of the world.

It is surprising that with real per capita income at the household level not rising at all between 2010 and 2016 and the Gini coefficient worsening, the head count poverty rate declined so markedly from 31.5 to 24.3 percent during these years.

The national accounts data of BBS paint a glowing picture of Bangladesh as a stable high performing dynamic economy. But the HIES2016 findings suggest a stagnant lacklustre economy where the household sector (comprising the entire population) have completely missed out on the benefits of the high economic growth with both their average income and consumption falling. These contradictory findings from the data of two of the most widely used BBS sources are likely to deepen the suspicion regarding BBS data quality and further erode its credibility unless some satisfactory explanations are offered.


Table: Household income and consumption

YearPer householdCPIPer householdPer capita
Nominal IncomeNominal consumption 2005-06=100Real incomeReal consumptionHousehold real incomeHousehold calorie intakeReal gross national income
201615,94515,4202207,2527,0141,7862,2104,840
201011,47911,0031418,1307,7921,8072,3183,700
200572035964100720359641,3912,2392,660

- Source: BBS, Household income and expenditure survey 2016; FAO and WHO, Country Nutrition Paper: Bangladesh 2014; Bangladesh Bank, Monthly Economic Trends.




ব্যাংক খাতে রাজনীতি টেনে আনার ফল



২০১৭ সালে ব্যাংক খাত ছিল কেলেঙ্কারির বছর। ব্যাংক দখল থেকে শুরু করে গ্রাহকের আমানত ফিরে না পাওয়া—সবই ঘটেছে বছরটিতে। এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। 

প্রথম আলো: প্রতিষ্ঠার চার বছরের মধ্যে গ্রাহকদের বিশ্বাসে চিড় ধরাল ফারমার্স ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না ব্যাংকটি। একই সময়ে যাত্রা করা এনআরবি কমার্শিয়ালের অবস্থাও খারাপ। নতুন ব্যাংকের এই অবস্থা হলো কেন?

খোন্দকার ইব্রাহিম খালেদ: যখন নতুন ব্যাংক অনুমোদন দেওয়া হয়েছিল, আমরা তখনই আপত্তি তুলেছিলাম। ব্রিটিশ ব্যাংকিং অনুসরণ করে আমরা ব্যাংকের শাখা বাড়ানোর নীতিতে চলি। এখানে ব্যাংকের সংখ্যা কম থাকবে, শাখা হবে অনেক। ব্যাংক অনুমোদন দেওয়ার আগে অনেক যাচাই-বাছাই করে দেওয়া হবে। কিন্তু অর্থমন্ত্রী বলে দিলেন, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হয়েছে। অর্থনীতিকে রাজনৈতিকভাবে পরিচালনা করলে যা হওয়ার তাই হয়েছে। এটা ব্যাংক খাতে রাজনীতি টেনে আনারই ফল। রাজনীতিবিদদের তো ব্যাংক দেওয়া উচিত না। যখন দেখা গেল, ফারমার্স ব্যাংক উল্টাপাল্টা কাজ করছে, বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল তখনই ব্যবস্থা নেওয়া। তারা নোটিশ দিয়ে বসে রইল, অগ্রসর হতে পারল না। শোনা যায়, ওপর থেকে চাপ এসেছিল, তাই খুব বেশি এগোতে পারেনি। কিন্তু বাংলাদেশ ব্যাংক তো স্বাধীন প্রতিষ্ঠান। ওপরের নির্দেশ না মেনে গভর্নরের উচিত ছিল, যথাযথ দায়িত্ব পালন করা। এসব দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চাকরি হারালেও সম্মানের সঙ্গে থাকা যায়। এসব অবস্থার জন্য দায়ী ভুল ব্যক্তিকে ব্যাংক দেওয়া এবং যথাসময়ে ব্যবস্থা না নেওয়া। ব্যাংকটি শেষ হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ নিল। অবস্থা এমন যে রোগী মরে যাওয়ার পর চিকিৎসক আসিল। একই কারণে এনআরবি কমার্শিয়ালও খারাপ করেছে।
প্রথম আলো: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানকে তো দুদক জিজ্ঞাসাবাদ করল। তাহলে কি বিচার হবে?

ইব্রাহিম খালেদ: যখন আইনের শাসন থাকে না, তখন এমনই হয়, বিচার বিঘ্নিত হয়। বিচারকে বাধাগ্রস্ত করা হয়। সরকারের প্রভাবশালী ব্যক্তি আবদুল হাই বাচ্চুকে সমর্থন দিয়েছেন। ফলে সংস্থাগুলো ব্যবস্থা নিতে পারেনি। বেসিক ব্যাংকের নিজেদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তা-ও পারেনি। দুদকও সিদ্ধান্ত নিতে পারেনি। উচ্চ আদালতের আদেশের পর তারা বাধ্য হয়ে বাচ্চুকে ডাকল। এটা কি লোক দেখানো, নাকি সত্যি? এটা বুঝতে কিছুদিন অপেক্ষা করতে হবে। তাকে সত্যিই বিচারের আওতায় আনা হবে কি না, এটা নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে। দুদক চেয়ারম্যানের প্রতি আমার আস্থা রয়েছে, আশা করি তিনি বিচারের ব্যবস্থা করে তা প্রমাণ করবেন।
প্রথম আলো: নতুন ব্যাংকগুলো খারাপ করছে। এরপরও নতুন ব্যাংক দিতে তৎপরতা চলছে।

ইব্রাহিম খালেদ: আইনে নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার একমাত্র ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে, সরকার বা অর্থ মন্ত্রণালয়ের না। অর্থ মন্ত্রণালয় সুপারিশ পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা খর্ব করেছে। এভাবে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা কেড়ে নিচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংককে চাপ দিয়ে ব্যাংক দিতে বাধ্য করছে সরকার, যা আইনের অপব্যবহার। এত ব্যাংক থাকতে কেন নতুন ব্যাংক দেবে সরকার? বর্তমানে কার্যক্রমে থাকা ব্যাংকগুলোই গ্রামে শাখা দিতে পারে। নতুন ব্যাংক দেওয়া মানে আবার কিছু রাজনীতিবিদকে সহায়তা করা। রাজনীতিকে অর্থনীতির মধ্যে টেনে আনা উচিত হবে না। অনেকে বলে থাকেন, কাউকে পদ না দিতে পারায় ব্যাংক দিতে হচ্ছে। এটা তো ভুল সিদ্ধান্ত, তাঁকে ঠিকাদারি কাজ দিয়ে সুবিধা দেওয়া যেতে পারে।

প্রথম আলো: ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংকের মালিকানায় হঠাৎ পরিবর্তন হলো। এটিকে কীভাবে বিশ্লেষণ করবেন?

ইব্রাহিম খালেদ: চট্টগ্রামভিত্তিক গ্রুপটি যখন ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিল, তখন জনগণ ভালোভাবেই নিয়েছিল। জামায়াতের আগ্রাসন থেকে ব্যাংকটি বাঁচল। এখন দেখা যাচ্ছে, তারা আরও ব্যাংক অধিগ্রহণ করছে। এটা আইনি প্রক্রিয়াতেই হচ্ছে, তবে ন্যায়ের ব্যত্যয় ঘটছে। এভাবে তারা একের পর এক ব্যাংকের নিয়ন্ত্রণ নিলে পুরো খাতের ওপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে; যা দেশ, সরকার, অর্থনীতি ও ব্যাংক খাতের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। সময় থাকতে এসব কঠোর নজরদারিতে আনতে হবে। একটি গোষ্ঠী কী পরিমাণ শেয়ার ধারণ করতে পারবে, আইন সংশোধন করে তা নির্দিষ্ট করে দিতে হবে।

সহনীয় ঘুষ-ঘুষি : মাননীয়দের বাচনে বচন


মোস্তফা কামাল


ঘুষ নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস ও পুলিশ সহনীয় মাত্রায় ঘুষাঘুষি করলে ভাঙচুরসহ এত কাণ্ডকীর্তি হয় না। গড়াত না এমন ফ্যাসাদে। ইমিগ্রেশন ওসি ওমর শরীফকেও বদলি হতে হয় না। সহনীয়তার গুরুত্ব না বোঝায় এখন তাদের সবার দুর্গতি। গণমাধ্যমগুলোও রসালো খবরের আইটেম পেত না। এ সময়টাতেই নিজ মন্ত্রণালয়ের লোকজনদের সহনীয় মাত্রায় ঘুষ খাওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু ঘুষ বিষয়ে তার সহনীয় মাত্রার থিউরি মানতে নারাজ দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান। তিনি বলেছেন, ঘুষ ঘুষই। এটা দুর্নীতি। তা সহনীয়, অসহনীয়, দুঃসহ যা-ই হোক। দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে ঘুষ-দুর্নীতি নম্বর ওয়ান প্রতিবন্ধকতা হলেও ব্যাপকতার তোড়ে শিক্ষামন্ত্রীর একে সহনীয় পর্যায়ে করার আহ্বানের পরিপ্রেক্ষিতেই দুদক চেয়ারম্যানের এই প্রতিক্রিয়া।

দেশের বিদ্যমান আইনে ঘুষ দেওয়া-নেওয়া দুটোই দুর্নীতি হিসেবে সংজ্ঞায়িত। শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ক্রিমিনাল প্রসিডিওর কোডে অন্তর্ভুক্ত।  যদিও হাজার কোটি টাকার দুর্নীতি নিয়েও দিন কয়েক সরস আলোচনা ছাড়া কাজের কাজ কিছু হয় না। কোনো সমাধানও মেলে না। কারণ, মাননীয়দের এ ধরনের মন্তব্যে মানুষের কাতুকুতু ছাড়া আর কোনো প্রাপ্তি নেই। বরং ঘুষ, ঘুষি, দুর্নীতি, লেনদেন, বিনিময়, হাদিয়া, নজরানা, স্পিডমানি, গিফটের ঝাপটাঝাপটি ও গতি আরও বাড়ে। অফিস-আদালতে ঘুষের আলগা কামাই, মহার্ঘ্য (মহা+অর্ঘ্য), উপরি, ইনাম ইত্যাদি সোহাগি নামও রয়েছে। 

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ আমাদের কারও কারও স্মৃতিভ্রম না ঘটে থাকলে জানার কথা শিক্ষামন্ত্রীর আরও অনেক আগেই ঘুষকে বৈধতার ফতোয়া দিয়েছেন আরও পাওয়ারফুল মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে অর্থমন্ত্রীর অনেক চড়া-কড়া বচনের সঙ্গে রয়েছে বাচনও। ঘুষকে তিনি স্পিডমানি নামে ডাকতে বলেছেন। ঘুষ নিয়ে মাতামাতির সময় আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ‘স্পিড মানি বৈধ। গিফটও অবৈধ নয়। কারও কাজ দ্রুত করে কিছু নিলে সেটা হবে উপহার। সুইস ব্যাংকসহ বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের বিষয়েও তত্ত্ব রয়েছে তার। বলেছেন, এটা পাচার নয়, লেনদেন। আর এত লেনদেন মানে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি। মানুষের হাতে অনেক টাকাই মানুষের আয় বৃদ্ধির দৃষ্টান্ত। এ পর্যায়ে এসে সহনীয়তা বিষয়েও কথা বলেছেন অর্থমন্ত্রী। তবে কিঞ্চিত ভিন্নতা শিক্ষামন্ত্রীর তত্ত্বের সঙ্গে। তত্ত্বের তরজমায় বলেছেন, চালের দাম অসহনীয়। সরকারই চেয়েছিল চালের দাম একটু বাড়ুক। 

কী বোঝালেন? কী বার্তাই বা দিলেন এই মহোদয়। অর্থ ও শিক্ষামন্ত্রীর আগে-পরে আরেক হেভিওয়েট মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সহনশীলতার বিষয়ে আলোকপাত করেছেন। তিনি সহনশীলতার পরামর্শ দিয়েছেন ছাত্রলীগকে। তাদের স্কুলে ছাত্রলীগের কমিটি গঠনের কাজে মানা করেছেন। বলেছেন, শিশুদের পিঠে এমনিতেই বইয়ের বোঝা। তার  ওপর লীগের ভার তারা সইতে পারবে না। তাই এখন তা না করাই ভালো বলে পরামর্শ ওবায়দুল কাদেরের। সহনশীলতার শিক্ষাটি একেবারে আচমকা বা অপ্রাসঙ্গিকভাবে মাঠে আসেনি। বিশেষ করে শিক্ষামন্ত্রী তত্ত্বটি দিয়েছেন প্রক্ষিত দৃষ্টেই। তার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বলেছেন, ঘুষ খান। কিন্তু সহনীয় মাত্রায় খান। শুধু অফিসাররা চোর নয়। মন্ত্রীরাও চোর। আমি নিজেও চোর।
এ কথার সঙ্গে আরও কিছু কথাও বলেছেন নাহিদ। ঘুষের সমালোচনা করে বলেছেন, এ অবস্থা পাল্টাতে হবে। অনেকটা আত্মসমর্পণের মতোই বলেন- অনুরোধ করছি, আপনারা ঘুষ খান। কিন্তু সহনশীল হয়ে খান। কেননা আমার সাহস নেই বলার, ঘুষ খাবেন না। তা হবে অর্থহীন। শিক্ষাভবনে আয়োজিত অনুষ্ঠানটিতে দুর্নীতির চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী যারপরনাই ক্ষুব্ধ হন। বলেন, আপনারা স্কুলে যান খাম রেডি থাকে। সেটি নিয়ে আসেন আর পজিটিভ রিপোর্ট দেন। কিছুদিন আগে একজন কর্মকর্তাকে দুদক দিয়ে ধরিয়েছি। কারণ থানা-পুলিশ দিয়ে ধরালে ঘুষ খেয়ে তারাও ছেড়ে দেবে। তাই দুদক দিয়ে ধরাতে হয়েছে। মন্ত্রী বলেন, ওই কর্মকর্তার তথ্য সংগ্রহ করে দেখলাম তিনি পাঁচটি স্কুলের প্রধান শিক্ষক থেকে পিয়ন পর্যন্ত সবার এক মাসের বেতন দিতে বলেছেন। সে অনুযায়ী শিক্ষকরা টাকা রেডি করে। অনেক কষ্টে তাকে ধরতে হয়েছে। ঢাকায় আটককালে তার সঙ্গে পাওয়া গেছে ক্যাশ আড়াই লাখ  টাকা। ওই দফতরে চাকরি করে একজন ঢাকায় ১৩টি বাড়ি করেছেন এমন তথ্যও জানান শিক্ষামন্ত্রী। 

গণমাধ্যমে তার সব কথা আসেনি। সহনীয় মাত্রায় ঘুষ খাওয়ার সবকটিই বেশি গুরুত্ব পেয়েছে। এতে বিষয়টি শুধু সমালোচনার আইটেমই হয়েছে। যে যা পারছেন বলছেন। মন্তব্যের ইয়ত্তা নেই। কেউ জানতে চান, ঘুষের সহনীয়তার মাত্রা কত? কত টাকা দেওয়া-নেওয়া করলে মাত্রা মতো হবে? আবার কারও প্রশ্ন— অনৈতিক বিষয়ে উৎসাহিত করা বাবদ তিনি কত ইনাম পেয়েছেন? ঘুষকে বৈধতা দেওয়ার ক্ষমতা কি জনগণ কিংবা সরকার তাকে দিয়েছে? এমনতর প্রশ্নের শেষ নেই। রসিকতা করে কেউ কেউ ঘুষের সহনীয় মাত্রার সংজ্ঞা-ব্যাখ্যাও ঠিক করেছেন। এক সংজ্ঞায় বলা হয়েছে, যে পরিমাণ টাকার বান্ডিল দাতার পকেট থেকে বের হতে এবং গ্রহীতার পকেটে ঢুকতে অসুবিধা হয় না সেটাই সহনীয় মাত্রা।

মাস কয়েক আগে দুর্নীতি আর হরিলুট বিষয়ে আপডেট তত্ত্ব জানিয়েছেন আরেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বলেছেন, দুর্নীতি আর হরিলুটের মধ্যে তফাত রয়েছে। দেশে কোনো হরিলুট হচ্ছে না। যা হচ্ছে সেটা টুকটাক লুটপাট। অর্থাৎ হরিলুট নাজায়েজ। লুটপাট জায়েজ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংলাপে এ পানিসম্পদমন্ত্রী পানির মতো বুঝিয়ে দিলেন দুর্নীতি আর লুট, হরিলুট, লুটপাটের ব্যাপারটা। 

এ মাননীয়রা ঘুষ, দুর্নীতি, চুরির স্বীকারোক্তি ও বৈধতা দিয়ে এখন যা বলছেন তার আভাস জীবদ্দশার শেষদিকে দিয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসা। তিনি বলেছিলেন, ‘লোকজন একদিন ক্ষমতাসীন দলটির নেতা-কর্মীদের দেখলে বলবে তুই চোর। একসময় যেমন স্বাধীনতাবিরোধীদের বলত তুই রাজাকার। ক্ষমতাসীনদের অনেকে এতে তার ওপর নাখোশ হয়েছেন। আওয়ামী লীগের খাস লোক হয়েও লোকটা কেন উল্টা কথা বললেন, এর নানা ব্যাখ্যা প্রচার করা হয়েছে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে অনেকটা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে এবিএম মূসার কথা। এখন লোকজন কষ্ট করে মাননীয়দের চোর বলে না। এটা তাদের গা সহা হয়ে উঠেছে। তবে, মান্যগণ্যরা নিজেই নিজেদের চোরের শিরোপা দিচ্ছেন। প্রকাশ্য দিবালোকে চুরি-দুর্নীতির জানান দিয়ে বাহাদুরি দেখানোর ঘটনাও বাদ যাচ্ছে না। মাননীয় নৌপরিবহনমন্ত্রী গর্বভরে বলেছেন, তিনি এরশাদ ও মাইনুদ্দিন খান বাদলের সুপারিশে দুজনকে চট্টগ্রাম বন্দরে চাকরি দিয়েছেন। কী জানালেন-বোঝালেন তিনি? সারা দেশে কোটি কোটি বেকারের জন্য যে এরশাদ-বাদল সাহেব নেই তারা কী করবে? এ গর্বের জানান দেওয়া কোন নীতি? এর আগে, প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা বলেছিলেন, ছাত্রলীগ কর্মীরা শুধু ভাইভা কার্ড পেলেই হবে। তিনি চাকরির ব্যবস্থা করবেন। একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি জোস সামলাতে না পেরে বলেছেন, ছাত্রলীগ করা মানেই তার বিশ্ববিদ্যালয়ে চাকরি। এ নিয়ে প্রশ্ন বা জবাবদিহির কিছু নেই।

  • লেখক : সাংবাদিক-কলামিস্ট; বার্তা সম্পাদক, বাংলাভিশন।
  • কার্টেসি - bd-pratidin.com


Wednesday, December 27, 2017

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতে শুরু করছে ক্ষমতা-ফ্যাক্টর!


আফসান চৌধুরী/ southasianmonitor.com 



বাংলাদেশ যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তা কি সংখ্যাগরিষ্ঠ বাড়িতে পৌঁছাচ্ছে এবং ২০১৮-১৯ সময়কালের নির্ধারিত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য ভোটে রূপান্তরিত হতে যাচ্ছে?

শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ তাসলিম উচ্চ প্রবৃদ্ধি এবং উচ্চ ইক্যুইটির উপকারিতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। ‘হয়্যার ডিড দি বেনিফিটস অব ইকোনমিক গ্রোথ ডিস-এপেয়ার?’ (বিডিনিউজ২৪, ১৮ ডিসেম্বর, ২০১৭) শীর্ষক প্রতিবেদনে তিনি কেবল সমৃদ্ধির দাবিই চ্যালেঞ্জ করেননি, সরকারি উপাত্ত নিয়েও প্রশ্ন তুলেছেন।

পারিবারিক আয় ও ব্যয় সমীক্ষা তথ্য ব্যবহার করে অধ্যাপক তাসলিম দেখিয়েছেন, ‘২০১১ থেকে ২০১৬ পর্যন্ত পারিবারিক আয় সত্যিকার অর্থে ১১ ভাগ কমেছে। এই সময়কালে সত্যিকারের ভোগও একই অনুপাতে কমেছে।’

‘পরিসংখ্যান ব্যুরোর তথ্য দেখলে বুঝা যাবে, ২০০৯-১০ এবং ২০১৫-১৬ সময়কালে প্রকৃত জাতীয় আয় বেড়েছে ৪২ ভাগ, অথচ প্রকৃত মাথাপিছু আয় বেড়েছে ৩১ ভাগ। অন্য কথায়, এই ছয় বছরে জাতীয় পর্যায়ে প্রতিটি পরিবার সদস্যের গড়ে প্রকৃত আয় বেড়েছে ৩১ ভাগ। এই আয় মাথাপিছু প্রকৃত ভোগেও বেড়েছে।’

কিন্তু পারিবারিক তথ্যে দেখা যায়, ২০১০ সালের তুলনায় পরিবারের প্রতিটি সদস্যের সত্যিকারের আয় দুই ভাগ কমে গেছে। ‘প্রত্যেকের ভোগব্যয় কমেছে ১ শতাংশ করে।’

তিনি বলেন, এইচআইইএস এবং জাতীয় তথ্যের মধ্যকার পার্থক্য এত বেশি যে তা পরিসংখ্যানগত ভুল কিংবা পদ্ধতিগত বা হিসাবগত ভুল হিসেবে এড়ানোর উপায় নেই। অধ্যাপক তাসলিমের যুক্তি হলো, প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেনি।

তিনি বলেন, ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত সময়কার প্রবৃদ্ধি থেকে পুরো জনসংখ্যা বাদ পড়েছে। অথচ তাদের কাছেও তা যাওয়ার কথা ছিল। এই সময়কালে জাতীয় আয়ে সরকারি রাজস্বের অংশও বাড়েনি।

রাজনৈতিক কোনো ভ্রান্তি কি আছে?

সরকারি দাবির সাথে সাংঘর্ষিক দাবির ক্ষেত্রে ক্ষমতাসীন দলের জন্য তা কি রাজনৈতিকভাবে নেতিবাচক বিবেচিত হবে না? এক দশক ধরে শাসন করার পর দলটি স্বাভাবিকভাবেই আগের মতো জনপ্রিয় নয়। এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যেকোনো দলের ক্ষেত্রেই এমনটি হতে পারে এবং আওয়ামী লীগ ভিন্ন কিছু নয়। কিন্তু এটি কি এমন কোনো নির্বাচনী সমস্যা, যার প্রতি বিশেষ নজর দেওয়া উচিত?

সদ্য অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে ক্ষমতাসীন দলকে হারিয়ে জয়ী হয়েছেন দলটির প্রধান মিত্র জাতীয় পার্টির প্রার্থী। জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ রংপুরের লোক হওয়ায় ওই এলাকায় জাতীয় পার্টি শক্তিশালী। কিন্তু ২০১২ সালের নির্বাচনে সেখানে আওয়ামী লীগ জিতেছিল।

২০১২ সালের জয়ী আওয়ামী লীগ প্রার্থী চলতি বছর এক লাখ ছয় হাজারেরও বেশি ভোটে হেরে গেছে। চলতি বছর তিনি ভোট পেয়েছেন ৬০ হাজারের কিছু বেশি ভোট, আগেরবারের চেয়ে তা ৫০ হাজার বা অর্ধেকেরও কম।

এই বছর বিজয়ী এম আর মোস্তফা পেয়েছেন এক লাখ ৬০ হাজার ভোট, ২০১২ সালে পেয়েছিলেন ৭৭ হাজার।

আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি গতবার পেয়েছিলো ২১ হাজার, এবার ৩৫ হাজার।

জয়ের চেয়েও বড় তাৎপর্যপূর্ণ ঘটনা সম্ভবত আওয়ামী লীগ মোট ভোটের ৩৫ ভাগেরও কম পেয়েছে। ভোট ব্যাংকের হিসাবটি বিবেচনা করলে দেখা যাবে, আওয়ামী লীগের মূল ভোটে টান পড়েছে, আর বিএনপির বেড়েছে।

অন্যান্য স্থানের মতো ক্ষমতাসীনবিরোধী ভোট যায় সম্ভাব্য জয়ী প্রার্থীর বাক্সে এবং রংপুরেও ভিন্ন কিছু হয়নি।

আওয়ামী লীগ কি উদ্বিগ্ন?

মিত্রের জয়ে সাধারণত বড় ধরনের ক্ষতি হয় না। অবশ্য দলটি বলেছে, তারা তদন্ত করবে। তবে দলটি যে সমস্যায় পড়েছে, তা স্পষ্ট। কিছু ‘সম্পদ’ হাসিলের আশায় এক দশক আগে যারা ক্ষমতাসীন দলে যোগ দিতে লাইন ধরেছিলেন, তাদের অন্তঃদ্বন্দ্ব এখন একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দলটি এ যাবতকালের অন্যতম শক্তিশালী নেতার নেতৃত্বে পরিচালিত হলেও এখন দলটিকে ২০০৮ সালের চেয়েও কম শক্তিশালী দল মনে হচ্ছে। দলটিকে দারুণ দেখালেও দলটির স্বাস্থ্য আসলে তত ভালো নয়।

অর্থাৎ অর্থনৈতিক তথ্য-উপাত্ত হয়তো আসলেই কোনো ব্যাপার, কিংবা কোনো ব্যাপারই নয়। কারণ অর্থনৈতিক ক্ষেত্রের মতো রাজনীতির প্রতিও জনসাধারণের প্রত্যাশা খুবই কম। পুঁজির সাথে সম্পর্কিত ক্ষমতাসীন শ্রেণির অংশটিই হয়তো ভোট কমা নিয়ে উদ্বিগ্ন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ২০১০ সালের তুলনায় ২০১৭ সালে কেউ ভালো নেই বলে অধ্যাপক তাসলিমের যুক্তি সত্ত্বেও এ নিয়ে এখনো কেউ উদ্বিগ্ন নয়।

Tuesday, December 26, 2017

বাংলাদেশে গুম একটি ‘গভীর উদ্বেগের বিষয়’





গত মাসে ঢাকার একটি ব্যস্ত সড়ক থেকে অপহরণ করা হয়েছিল একজন শিক্ষাবিদকে। তিনি এক মাসেরও বেশি সময় পরে বাসায় ফিরেছেন। বলেছেন, ‘অজ্ঞাত অপহরণকারীরা’ তুলে নিয়ে যায় তাকে। তিনি মোবাশ্বার হোসেন। ঢাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহকারী প্রফেসর। তাকে অপহরণ করা হয়েছিল ৭ই নভেম্বর।

শুক্রবার তাকে ঢাকার কাছে একটি মহাসড়কে একটি মাইক্রোবাস থেকে ফেলে যাওয়া হয়। এ সময় তারা তাকে বলা হয়, ‘পিছনে ফিরে তাকালে আপনাকে গুলি করবো আমরা’। তিনি বলেছেন, অন্ধকার একটি রুমে তাকে আটকে রাখা হয়েছিল ৪৪ দিন। তারপর তার চোখ বেঁধে টানতে টানতে মাইক্রোবাসে ওঠানো হয়। 

মুক্তি পাওয়ার ১২ ঘণ্টারও কম সময় পরে শুক্রবার সকালে তার বাসার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোবাশ্বার হাসান। তিনি বলেন, ‘অনেক দিন পরে প্রথমবারের মতো আমি দিনের আলো দেখতে পাচ্ছি’। 

তার অপহরণের ঘটনাটি এর আগের আরেকটি ঘটনার সঙ্গে মিলে যায়। হাসান বাসায় ফেরার মাত্র দু’দিন আগে ঢাকাভিত্তিক সাংবাদিক উৎপল দাসকে মুক্তি দেয়া হয়েছে। তাকে আটকে রাখা হয়েছিল ৭১ দিন। 

উৎপল দাসও বলেছেন, ঢাকা থেকে তাকে অপহরণ করে চার থেকে পাঁচ ‘অজ্ঞাত অপহরণকারী’। এই অপহরণকারীরা এই দু’ব্যক্তিকেই প্রকাশ্যে দিনের আলোয় তাদের গাড়িতে তুলে নিয়েছিল। উৎপল দাস আরো বলেছেন, তাকেও চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তোলা হয়। এরপর তাকে ফেলে যাওয়া হয় একটি মহাসড়কে। 

হাসান বলেছেন, তার অপহরণকারীদের একজন তার চোখের ভিতর কিছু একটা ঘষে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। উৎপল দাস বলেছেন, কালো কাপড় দিয়ে তার কণ্ঠরোধ করা হয়েছিল। 

তবে তাদের দু’জনের কেউই অপহরণকারীদের শনাক্ত করতে বা চিনতে পারেননি। 

তাদেরকে এমন একটি সময়ে মুক্তি দেয়া হয়েছে যখন বাংলাদেশে মারুফ জামানসহ সুপরিচিত অনেক মানুষ গুমের ধারাবাহিক ঘটনা ঘটেছে। মারুফ জামান ৪ঠা ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি কাতার ও ভিয়েতনামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ছিলেন। 

এ বছরের শুরুর দিকে হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ‘২০১৩ সাল থেকে কয়েক শ’ মানুষকে অবৈধভাবে আটক করেছে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ’। শুধু গত বছরেই ‘জোরপূর্বক গুমের শিকার’ হয়েছেন  ৯০ জন। ওই রিপোর্ট প্রকাশের সময় হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক পরিচালক ব্রাড এডামস এক বিবৃতিতে বলেন, ‘গুমের ঘটনাগুলো প্রমাণিত এবং এসব বিষয়ে রিপোর্ট হয়েছে। কোনো আইনের তোয়াক্কা না করে সরকার এই চর্চা অব্যাহত রেখেছে। দেখে মনে হচ্ছে লোকজনকে আটকে মুক্ত স্বাধীন অধিকার ভোগ করছে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীরা। তারা অপরাধী হবে নাকি নিরপরাধী হবেন সে সিদ্ধান্তও তারা নিচ্ছেন। তাদের শাস্তি দেয়ার বিষয়টিও তারা নিশ্চিত করছেন। এমনকি তারা বেঁচে থাকার অধিকার পাবেন কিনা তাও তারা নির্ধারণ করছে’। 

ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, গত চার মাসে ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন ১৪ জন। এর মধ্যে মোবাশ্বার হাসান ও উৎপল দাসসহ এখন পর্যন্ত বাসায় ফিরেছেন পাঁচজন। স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তিনজন রয়েছেন নিখোঁজ। মারুফ জামানসহ অন্যদের কি পরিণতি হয়েছে তা এখনও জানা যায়নি। 

মিডিয়া ও মানবাধিকার বিষয়ক গ্রুপগুলোর সমালোচনার মুখে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি বলেছেন, নিখোঁজ সবাইকেই পাওয়া যাবে। 

অনিশ্চিত কারণ

মোবাশ্বার হাসান ও মারুফ জামান উভয়েই সম্ভ্রান্ত, মধ্যবিত্তের ব্যাকগ্রাউন্ডযুক্ত মানুষ। বাংলাদেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা সম্পদশালী ছিলেন না। আল জাজিরার সঙ্গে তাদের পরিবারের সদস্যরা বলেছেন, তাদের কাছে কোনো মুক্তিপণ চাওয়া হয়নি। অন্যদিকে উৎপল দাসের পিতা চিত্তরঞ্জন দাস বলেছেন, তার ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি মুক্তিপণ চেয়ে ফোনকল পেয়েছেন। তিনি মাসে প্রায় ১৯৫ ডলার আয় করেন। তিনি একজন স্কুল শিক্ষক। বসবাস করেন ঢাকার বাইরে একটি ভাড়া টিনশেড বাড়িতে। চিত্ত রঞ্জন দাস বলেন, অজ্ঞাতন ফোনকলকারী তার কাছে ছেলের মুক্তির জন্য ১২৫০ ডলার মুক্তিপণ দাবি করেছিল। তিনি তার ছেলের সঙ্গে কথা বলতে চান। কিন্তু তাকে সেই সুবিধা দেয়া হয় না। এরপর তাকে আর কলব্যাকও করা হয়নি। 

ঢাকাভিত্তিক মানবাধিকার বিষয়ক আইনজীবী শাহদীন মালিক। তিনি সুপ্রিম কোর্টেরও একজন বিশিষ্ট আইনজীবী। তিনি বলেছেন, তিনি মনে করেন না চলমান এই অপহরণের ঘটনাগুলো শুধুই অর্থ আদায়ের উদ্দেশে। এর পরিবর্তে যাকে রাষ্ট্রের জন্য হুমকি মনে করা হবে তাকে এর মাধ্যমে একটি গায়ে শিহরণ লাগানো প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য এ কাজ করে থাকতে পারে। শাহদিন মালিক আল জাজিরাকে বলেন, আমার মনে হয় যারা সরকারের সমালোচক তাদের রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করছে (আইন প্রয়োগকারী এজেন্সিগুলো)’। 

মোবাশ্বার হাসান রাজনীতিতে ইসলাম এবং জঙ্গি ইস্যুতে বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। অন্যদিকে উৎপল দাস বাংলাদেশের একটি বাহিনীকে নিয়ে খবর লিখেছেন। সাবেক কূটনীতিক মারুফ জামান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচক ছিলেন। ফেসবুকে সরকারবিরোধী অন্যদের পোস্ট শেয়ার দিতেন তিনি। শাহদিন মালিক বলেন, মোবাশ্বার হাসান ও মারুফ জামানের মতো ব্যক্তিরা রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কর্মকা-ে জড়িত বলে সন্দেহ হতে পারে আইন প্রয়োগকারী এজেন্সিগুলোর। এর ফলে তাদের আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়ে থাকতে পারে। শাহদিন মালিক বলেন, ‘এই (প্রবণতা) ভুল এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন’। 

হিউম্যান রাইটস ওয়াচের মতে, মাঝে মাঝেই আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এসব গ্রেপ্তারের খবর অস্বীকার করে। সরকারের কিছু কর্মকর্তা বলে থাকেন নিখোঁজ ব্যক্তিরা ‘স্বেচ্ছায় আত্মগোপন’ করে আছেন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, অপহৃত ব্যক্তিদের পরিবারের সদদ্যের আনা  অপহরণের এসব অভিযোগ পুলিশ গ্রহণ করে না। 

রাষ্ট্রীয় প্রতিক্রিয়া

বাংলাদেশের বেসামরিক অভিজাত বাহিনী র‌্যাব। এর মিডিয়া ও আইন বিষয়ক শাখার পরিচালক মোহাম্মদ মাহমুদ খান আল জাজিরাকে বলেছেন, যদি কোনো ব্যক্তি নিখোঁজ হন তাহলে এ বিষয়ক মামলাটি পড়ে সংশ্লিষ্ট এলাকার পুলিশের ওপর, যে এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তি বসবাস করেন। 

খিলগাঁও পুলিশ স্টেশনের তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর কবির খান। ওই পুলিশ স্টেশনে খান সাহেবের পরিবার একটি নিখোঁজ বিষয়ক অভিযোগ করেছিল। এ বিষয়ে বলা হয়েছে, তাকে অপহরণকারীদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। বলা হয়েছে, দেশের দ-বিধির অধীনে একটি নতুন মামলা দায়ের করতে পারে ওই পরিবারটি। তাতে আনুষ্ঠানিকভাবে তারা দাবি করতে পারেন যে, অপহরণ করা হয়েছে। 

আল জাজিরাকে খান সাহেবের বোনো তামান্না তাসনিম বলেছেন, জাহাঙ্গীর কবিরকে ফিরে পেয়ে তাদের পরিবার খুশি। তাই অপহরণের কোনো মামলা করার পরিকল্পনা নেই আমাদের। 

মারুফ জামানের ঘটনায় যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ওসি আবদুল লতিফ আল জাজিরাকে বলেছেন, ‘তার নিখোঁজ হওয়ার বিষয়ে এখনও ক্লু উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ’। এই ধানমন্ডি থেকেই নিখোঁজ হয়েছিলেন মারুফ জামান। তার বড় মেয়ে শবনম জামান বলেছেন, তিনি কোথায় আছেন এ বিষয়ে তাদের পরিবার কোনোই তথ্য পায়নি। গত ৫ই ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি এলাকায় তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। শবনম বলেছেন, ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহিল কাফির সঙ্গে যোগাযোগ করেছে। তিনি তাদেরকে বলেছেন, ‘পুলিশ এখনও তদন্ত করছে’। 

শবনম বলেন, ‘এখনও এই অবস্থায় আমরা আশাবাদী তাকে মুক্তি দেয়া হবে’। 

আল জাজিরাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বলেছেন, জাঙ্গাঙ্গীর খান ও উৎপল দাসসহ যেসব ব্যক্তি মুক্তি পেয়েছেন তাদের পরে জিজ্ঞাসাবাদ করা হবে। তার ভাষায় ‘তাদের অপহরণের বিষয়ে আরো তথ্যের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো’। 

গভীর উদ্বেগ

কর্তৃপক্ষ কি এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারবিষয়ক কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকার আফসান চৌধুরী আল জাজিরাকে বলেছেন, গুম দেশে একটি গ্রহণযোগ্য বিষয় হিসেবে মেনে নেয়া হয়েছে। ‘এখন সমস্যাটা এর মধ্যেই রয়েছে’। 

শীর্ষ স্থানীয় মানবাধিকার বিষয়ক গ্রুপ আইন ও সালিম কেন্দ্রের মানবাধিকারবিষয়ক কর্মী ও পরিচালক নূর খান লিটন আইন প্রয়োগকারী এজেন্সিগুলোর কাছে জানতে চান তারা কেন এসব অজানা মানুষকে খুঁজে বের করার চেষ্টা করছে না, যাদের দৃশ্যত রয়েছে অনেক ক্ষমতা। 

নুর খান লিটন বলেছেন, ‘মোবাশ্বার হাসান অথবা উৎপল দাস পরিষ্কার করে বলেছেন, তাদেরকে তুলে নিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। তাদের প্রকাশ্য দিনের আলোতে কাউকে তুলে নেয়ার ক্ষমতা আছে, তুলে নিয়ে দীর্ঘ সময় অজ্ঞাত স্থানে আটকে রাখার এবং সেখান থেকে তাদেরকে ছেড়ে দেয়ার ক্ষমতা আছে’। তাই অপহরণকারীদের খুঁজে বের করতে কর্তৃপক্ষের প্রতি তিনি সব রকম পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটা একটি গভীর উদ্বেগের বিষয়’। 

  • অনলাইন আল জাজিরায় প্রকাশিত লেখার অনুবাদ। মানবজমিন। 


Bangladesh disappearances 'a matter of grave concern'


By Faisal Mahmud/aljazeera.com

Law enforcement agencies are accused of disappearing government critics [MP Hossain/Reuters]


Dhaka, Bangladesh - An academic who went missing for over a month has returned home, saying "unidentified abductors" scooped him up in the middle of a busy road in Dhaka last month. Mubashar Hasan, an assistant professor of political science at North South University in Dhaka, was abducted on November 7.

"If you look back, we will kill you," Hasan cited his kidnappers as telling him when they released him last Friday, dropping him off from a microbus on a highway near Bangladesh's capital.
Hasan had been dragged onto the bus, blindfolded, after spending 44 days in a room without sunlight, he said.

"I am seeing daylight [for the first time] after many days," Hasan told reporters on Friday morning outside his home, less than 12 hours after he was released.

The details of Hasan’s abduction echoed an earlier case: Only two days before Hasan returned home, Dhaka-based reporter Utpal Das was released after spending 71 days in captivity.

Das, too, said he had been kidnapped by four or five "unidentified abductors" in Dhaka - who whisked both men into vehicles in broad daylight - and he said he was blindfolded and dropped off on a highway from a microbus upon his release.

Loss of consciousness

Hasan said one of his abductors rubbed something into his eyes and he eventually lost consciousness, while Das said he was gagged with a black cloth.

Neither man was able to identify their captors.

The men's release comes amid a series of disappearances of prominent figures in Bangladesh, including Maroof Zaman, a former ambassador to Qatar and Vietnam, who has been missing since December 4.

According to a report released by Human Rights Watch earlier this year, Bangladesh's "law enforcement authorities have illegally detained hundreds of people since 2013", and 90 people were victims of "enforced disappearances" last year alone.

'Enforced disappearance' suspected in Bangladesh

"The disappearances are well-documented and reported, yet the government persists in this abhorrent practice with no regard for the rule of law," said Brad Adams, HRW's Asia director, in a statement at the time.

"Bangladesh security forces appear to have a free hand in detaining people, deciding on their guilt or innocence, and determining their punishment, including whether they have the right to be alive."
In the last four months, 14 people have gone missing from Dhaka, according to a Dhaka Tribune report.

Five of them, including Hasan and Das, have since returned home.

Three men who were disappeared have since been arrested by local police, while the fate of the others, including Zaman, remains unknown.

Amid criticism from the media and human-rights groups, Asaduzzaman Khan, Bangladesh’s home [interior] minister, recently said all the missing people would be found.

Cause uncertain

Both Hasan and Zaman come from modest, middle-class backgrounds.They are not believed to be wealthy by Bangladeshi standards, and their family members told Al Jazeera they did not receive any ransom requests.

Chitta Ranjan Das, father of Das, received a ransom call after his son went missing.

A school teacher who earns about $195 a month and lives in a rented tin-shed outside of Dhaka, Chitta Ranjan Das said the unidentified caller demanded about $1,250 to secure his son's release.
Chitta Ranjan Das said when he asked to speak to his son, the caller hung up and never called back.
Shahdeen Malik, a Dhaka-based human-rights lawyer, said he did not believe the ongoing abductions are motivated by money.

Instead, he said they are intended to send a chilling effect on anyone deemed to be a threat to the state.

"I believe [law-enforcement agencies] somehow consider a critic of the government as an enemy of the state," Malik told Al Jazeera.

Hasan has penned several scholarly articles on political Islam and militancy while Das writes news stories about Bangladesh’s armed forces.

Zaman, the former diplomat, was a critic of the incumbent Awami League government and shared anti-government posts written by others on his Facebook page.

Shahdin said law-enforcement agencies may have suspected people like Hasan or Zaman were involved in activities that go against state interests, thus leading them to be detained and held for interrogation.

"This is wrong and a gross violation of human rights," said Malik, who defends cases before the country's supreme court.

According to HRW, law enforcement authorities often deny the arrests and some government officials have even suggested that the disappeared individuals "are voluntarily in hiding"
.
"The police do not allow families to file complaints alleging that their relatives have been picked up by law enforcement authorities," HRW said.

State responds

Mohammad Mahmud Khan, director of the media and legal wing of the Rapid Action Battalion (RAB), Bangladesh's elite, non-military force, told Al Jazeera that if a person goes missing, the case falls under the jurisdiction of police in the neighbourhood where the person lives.

Jahangir Kabir Khan, an investigative officer at Khilgaon police station, where Khan's family filed a missing person's report with the police [known as a general diary], said he has not yet been able to identify Khan's abductors.

He said Khan's family "could still file a new case" under the country's penal code, formally alleging that a kidnapping took place.

However, Tamanna Tasnim, Khan's sister, told Al Jazeera that the family is happy to have him back and has no plan "to file any abduction case".

When contacted about Zaman's case, Abdul Latif, the officer in charge of the Dhanmondi police station where Zaman's family filed the missing person's report, told Al Jazeera that "police are still searching for clues about his disappearance".

Shabnam Zaman, Zaman's eldest daughter, said the family has not received any updates about Zaman's whereabouts since his car was recovered on December 5 near the airport.
She said the family contacted Abdullahil Kaafi, the assistant police commissioner of the Dhanmondi zone, and he told them "the police were still investigating".

"At this stage we remain hopeful that he will be released," she said. 

Masudur Rahman, deputy commissioner of the Dhaka Metropolitan Police, told Al Jazeera that the people who have been released, including Khan and Das, will be questioned later.
"We will try to get more information about their abductions," he said.

'Grave concern'

Human rights advocates have questioned whether the authorities are really taking these cases seriously.

Afsan Chowdhury, a political analyst and commentator, told Al Jazeera that disappearances have "become an accepted thing in the country".

"And that's where the problem lies now," he said.

Nur Khan Liton, a Bangladeshi activist and director of one of the country's top human rights groups, Ain o Salish Kendra (ASK), wants to know why law enforcement agencies "are not trying to find those 'unidentified people' who seem to have enormous powers".

"Here, Mobashar [Hasan] or Utpal clearly said they were being abducted by unidentified people who have the capacity to abduct someone in broad daylight, keep them in hidden places for long periods [of time] and also return them," Liton said.

He urges the authorities to do everything they can to find the kidnappers.
"It's a matter of grave concern," he says.

Monday, December 25, 2017

Sense of fear prevails as disappearances, extrajudicial killing, torture go unabated

Shakhawat Hossain



Bangladesh joined the world in observing the Human Rights Day on December 10 with continued incidents of enforced disappearance, extrajudicial killing, torture and unlawful detention in the country. Rights activists said on Saturday that such abuses of rights were going unabated with impunity as the government continued to ignore or bypass the situation. They said that the government should launch ‘credible investigation’ into each of the complaints lodged or raised by the victim or their families.

December 10, 2017 marked the 70th anniversary of the adoption of the UN Universal Declaration of Human Rights (UDHR). The year 2017 also marks the 50th anniversary of two major documents on human rights: the International Covenant on Economic, Social and Cultural Rights (ICESCR) and the International Covenant on Civil and Political Rights (ICCPR), which were produced by the UN Human Rights Commission. 

Now the nagging questions is, even after 70 years of UDHR and 50 years of ICESCR and ICCPR, what is the human rights situation in Bangladesh in 2017? 

In the last few years, this sense of fear and insecurity has intensified leading to a culture of self-censorship. It’s like a double-edged sword; on one side, there are threats of attacks from the extremists and powerful sections of the society, and on another, there is the fear of offending the state and its agencies. The use of Section 57 of the ICT Act has been considered a disenabling factor to the human rights activists, journalists and free-thinkers in expressing their opinion. This trend is shrinking the space for creativity, open discussion, debate and thus development of an independent, secular and democratic nation.

The Ain o Salish Kendra (ASK) found that in 13 years since 2004, more than 1,900 people have become victims of extrajudicial killings involving police, RAB and joint forces.

Despite concerns expressed repeatedly by national and international human rights organisations, the alarming trend of enforced disappearance also continues in 2017. According to an estimate by ASK, 54 persons were allegedly victims of enforced disappearance since January 2017, and some 366 persons between 2013 and 2017. This number itself is mind-boggling and justifies the general sense of fear among the people. Utpal Das, a journalist of an online news portal, remains missing since October 10, 2017. On November 7, Dr Mubashar Hasan, an assistant professor of a private university, disappeared. Their whereabouts could not be traced till date.

The government and law enforcement agencies have consistently denied any involvement in the disappearance cases. Although a few victims were later produced in court by the security forces, or surfaced alive, most of them remain unaccounted for. Sometimes the dead bodies of the victims have been found with visible wounds. The victims who came back barely talk to the media and disclose any information regarding their detention. In many cases, the police have refused to accept general diaries if the complaint contains an allegation that a law enforcement agency was involved. In rare cases where the families were finally able to file complaints, there has been little or no progress in investigation.

Attacks on the religious minorities and indigenous people also continued this year. In Thakurpara, Rangpur, religious extremists burned down at least 30 Hindu houses because a Hindu had allegedly posted objectionable content related to Islam on Facebook. The role of local law enforcement agencies was questionable, as they failed to play a proactive role and take preventive measures although a group of people were inciting the locals to violence for days. There were all signs of an impending attack.

Extra-judicial killing still continues

According to ASK’s latest report, extra-judicial killing in the hands of law enforcers is still continuing across the country. At least 151 people have been killed in first eleven months of the year 2017 in the name of ‘crossfire’ and ‘encounter’ by the law enforcing agencies, says Ain O Salish Kendra (ASK). Of the total 151 people, 91 have been killed under crossfire before arrest while 26 in custody. Legal experts said that any kind of extra-judicial killing is unconstitutional. And our Constitution has given rights of life to everyone.

List of missing people getting longer

According to rights organisation Ain o Salish Kendra (ASK), the number of disappearance victims last year was at least 91. It was 55 in 1915, 88 in 2014 and 68 in 2013. Early this year, a report, published on the United Nations Human Rights Commission website, said: “Law enforcement agencies of Bangladesh must be investigated for the disappearances, kidnappings and extrajudicial killings. The people who are victims of the incidents should be given adequate assistance by the Bangladesh government. The government should investigate disappearances and abductions and inform relatives of the victims of the progress of the investigation. In the last three months, a total of nine prominent individuals went missing from various parts of the country, but the government has been unable to find trace of any of them. The scenario is the same in the case of Mubashar, as the police are yet to find any clue three days into the teacher’s going missing.

Families of victims of enforced disappearances have urged the Prime Minister to ensure justice. They made the appeal during a conference in August this year, titled “Pain of relatives: Stop disappearance, murder and torture”, organised by the Fundamental Rights Protection Committee at the National Press Club in Dhaka. At the conference, about 20 victims’ families expressed their feelings.

Home Minister Asaduzzaman Khan said about the disappearance of the NSU teacher that many people go missing willingly. “Many people are going missing or are hiding to embarrass us. It is difficult for detectives to find out those hiding willingly. However, hopefully we’ll trace them,” said the minister. Earlier this year in a briefing Kazi Riazul Haque, National Human Rights Commission Chairman said, “Abduction or disappearance is extreme violation of human rights...”

Farhad Mazhar was forced to say he left home ‘willingly’

Writer Farhad Mazhar on Saturday last claimed again that plainclothes policemen had picked him up several months back with an aim to deport him from the country. “… I don’t have any idea who was behind my kidnapping. But I can recall that my abductors were in plain clothes (not in uniform). I don’t know who they were or in which group or agency they belonged to,” he said at a press conference at his residence at Shyamoli in the capital. Farhad Mazhar, also a social activist, came up with the remarks at the press conference organised over five months after his abduction that drew widespread controversy across the country. Columnist Farhad Mazhar has denied the police claim that he was not abducted, saying he was under duress to admit that he left home ‘willingly’. Mazhar said the statement he submitted to court under Section 164 of the CrPC was ‘actually written by the police’. Statements given under the CrPC section allows the prosecution to use the confession as evidence in the trial. “It’s a heinous attempt to shut my mouth,” he said.

Missing, Abduction: Police ‘inactive’ for tracing victims

Law enforcement agencies have taken no effective initiative to trace victims of disappearance or abduction, which has thrown their families into grave anxiety. No effective initiative was visible from law enforcement agencies to find the victims, the families of some victims alleged. “Police inaction in rescuing the missing people has made us worried,” a victim’s relative said. In the recent past, a number of people, including a former diplomat, a university teacher, a journalist and businessmen, fell victim to forced disappearance and abduction in the capital. Human rights groups said at least 14 persons have become victims of enforced disappearance and abduction in the city in the last several months. Inspector General of Police AKM Shahidul Huq told reporters said law enforcers are working to find out the missing persons, including Utpal Das and Dr Mohashwer. Ain O Salish Kendra (ASK) says as many as 519 people have fallen prey to forced disappearances between 2010 and July 2017 in the country. Some 329 are still missing. Many family members of such victims pointed fingers at law enforcement agencies for their failure to trace them. Many of the missing people returned to their families while some victims were found dead. Many were shown arrested in different cases. Shahriar Kabir, son of missing BNP leader Humayun Parvez, says, “If anyone’s father dies, they can go to the grave for prayer. But I don’t know whether my father is dead or alive.” “There has been no progress in the case filed about four years ago in connection with my father’s disappearance,” said Saiful Islam.

NHRC chairman concerned over HR violations

National Human Rights Commission (NHRC) Chairman Kazi Reazul Hoque has expressed deep concern over the incidents of enforced disappearance, rape, killing and violation of human rights across the country. “The incidents of disappearance, custodial death and rape still exist in the country. Especially, the enforced disappearance has created a great concern for us,” he said. He called upon the law enforcers and other authorities concerned to concentrate on particular areas and take necessary steps to address the situation. Reazul was addressing an international conference titled “Promoting Equity, Justice and Human Dignity” marking the Human Rights Day 2017. He chaired the inaugural session of the two-day programme held at Bangabandhu International Conference Centre on Sunday. “There are many human rights organisations. But we should work in a constructive way,” he added.

Who cares NHRC?

The National Human Rights Commission (NHRC) has sent letters to the Ministry of Home Affairs seeking the probe reports on 154 specific cases of human rights violations. The commission has been still waiting for the probe reports as the ministry is not responding as yet.

According to the National Human Rights Commission (NHRC) document, the commission is waiting for the probe reports on 154 incidents, which include 32 cases of custodial torture or death, 25 enforced disappearances and 12 extrajudicial killings as well as a number of incidents of harassment of civilians by law enforcers.  
Reports of enforced disappearances are continually on the rise and the state continues to adopt a nonchalant stand in its response to the multiple inquiries sent by the NHRC. Of the 154 letters dispatched asking for probe reports, four were sent in 2012, 10 in 2013, 51 in 2014, 73 in 2015 and 16 in 2016.

Now, the Commission has become very busy with meetings and seminars and conferences rather than investigating human rights violations. In the last one year, the NHRC so far investigated into only four incidents even though there were numerous incidents of disappearances and kidnappings occurred over the years.

While talking to a renowned daily recently, National Human Rights Commission Chairman Kazi Riazul Haque said, ‘As most of our complaints come against the police and when we send these allegations to the Home Ministry, those complaints do not get much response from them, which has disappointed us.”

According to Section 18 (1) of the National Human Rights Commission Act, the commission can seek a report from the government on the basis of their own initiative or application for complaints of human rights violations against law enforcement agencies or their members. The government will have to give that report to the Commission quickly. If there is any recommendation in this regard, the ministry will have to inform the commission within six months after implementing it. But, the commission complains that the Ministry of Interior is neither paying any heed to its request nor recommendations.

As asked, Home Minister Asaduzzaman Khan said that he had already directed the officials concerned to take action on the list given to him from the Human Rights Commission. He also said he would investigate why they did not investigate these incidents.

A letter sent to the Public Safety Department of Ministry of Home from the Human Rights Commission on November 9, said that the disappearance, kidnapping and the disappearance of human rights violations were a major violation of the rights of the teacher of North South University. As the ministry did not say anything about the query of the alleged abduction, the NHRC once again reminded the home ministry on December 3 about the case. But until today, the commission did not get any reply. Human Rights Commission data shows that in the first 6 months of this year, 52 people were victims of disappearance. 87 people were killed in the alleged gunfight. There are 126 complaints about human rights violations against police. But the commission cannot do anything about these matters.


  • weeklyholiday.net, Friday, December 22, 2017

বিচার, ন্যায়বিচার, নাই বিচার


আবু হেনা



‘দেশে ন্যায়বিচার নয়, নাই বিচার আছে।’ এ মন্তব্যটি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৩৫ বছর তিনি এ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। দুবার পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন। এ ছাড়াও ১৯৯৬-এর ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিত স্বল্পকালীন  প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনের বিধান সংযোজন করে এ দেশের সংসদীয় গণতন্ত্রে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেন।

সম্প্রতি সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতের বাংলা তরজমার মধ্য দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালতে আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য শেষ করেন তিনি। নিজেকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করে তিনি এই আয়াতের অর্থ পড়ে শোনান— ‘হে ইমানদারগণ, তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো; আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্মীয়স্বজনের যদি ক্ষতি হয়, তবুও। কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব, তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা-বাসনার অনুসরণ কর না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজ-কর্ম সম্পর্কেই অবগত।’ আদালতের কাছে ন্যায়বিচার দাবি করে খালেদা জিয়া বলেন, ‘আমি আমার পদে থাকার সময় আমার অধীনস্থ কারও মাধ্যমে আমার পদের প্রভাব খাটাইনি। কাউকে কোনো অন্যায় আদেশ প্রদান করিনি। কারও কোনো অর্থের দ্বারা ব্যক্তিগতভাবে লাভবান হইনি কিংবা কাউকে অর্থনৈতিকভাবে লাভবান করিনি।’

দেশের সাবেক প্রধানমন্ত্রীর এ বক্তব্য নিঃসন্দেহে এ দেশের আপামর জনসাধারণ, প্রশাসন, গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং সর্বোপরি সুষ্ঠু ও নিরপেক্ষ ন্যায়বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশের একজন সাবেক রাষ্ট্রপতি দীর্ঘ নয় বছর দেশ শাসন করে ছয় বছর জেলে কাটিয়েছেন। আজ যিনি আদালতে ন্যায়বিচার প্রার্থী তিনি ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ১০ বছর সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথ বেছে নিয়েছেন। পরিবার, সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে এ দেশের জনগণের মধ্যেই নিজের সুখ খুঁজে নিয়েছেন তিনি। আদালতে তার মর্মস্পর্শী বক্তব্য সবার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে, যখন তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘আমাকে, জিয়া পরিবার ও বিএনপিকে হয়রানি করতেই এ মামলাটি করা হয়েছে। আমি আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করি।’

জিয়া পরিবার এ দেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি পরিবার। জিয়াউর রহমান একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পথিকৃৎ। ২৫ মার্চ রাতে নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর অতর্কিত আক্রমণে এ দেশের ৭ কোটি মানুষ যখন হতবিহ্বল হয়ে পড়েছিল, যখন বঙ্গবন্ধুকে বন্দী করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল এবং ১৯৭০-৭১ নির্বাচনে নির্বাচিত সব সংসদ সদস্য দেশ ছেড়ে ভারতে পাড়ি দিয়েছিলেন, তখন ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করেন। তার রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল আবদুর রশীদ জানজুয়া ও অন্য অবাঙালি সেনা কর্মকর্তা ও সদস্যদের গ্রেফতার ও হত্যা করে জিয়ার নেতৃত্বে বাঙালি অফিসার ও সেনা সদস্যরা বিদ্রোহ শুরু করেন। ২৫ ও ২৬ মার্চের মধ্যবর্তী রাতে জিয়া চট্টগ্রামের বেসামরিক টেলিফোন অপারেটরকে বলেন, চট্টগ্রামের ডেপুটি কমিশনার, এসপি ও ডিআইজি এবং আওয়ামী লীগ নেতাদের জানাতে যে, ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করবে তারা।’

২৫ ও ২৬ মার্চের মধ্যবর্তী রাতে, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়া তার সৈনিক ও অফিসারদের শপথ পাঠ করিয়ে যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তা তার সহকর্মীরা সমর্থন করেন। পাকিস্তান সেনাবাহিনীর আরেক বিদ্রোহী কর্মকর্তা মেজর খালেদ মোশাররফের ভাষ্য অনুযায়ী ‘২৬ মার্চ মেজর জিয়া ঘোষণা করেছিলেন স্বাধীনতা শেখ মুজিবের পক্ষে।’ ২৭ মার্চ রেডিওতে স্বাধীনতা ঘোষণা দিয়ে পাদপ্রদীপের আলোয় চলে আসেন। সে দিনের সেই কণ্ঠস্বর—‘আমি মেজর জিয়া বলছি’ আজো জাতিকে অন্ধকারে আলোর পথ দেখায়। এরপর কালুরঘাটে জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর প্রথম সম্মুখ যুদ্ধে লে. সমশের মুবীন চৌধুরী আহত হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী হন। এই যুদ্ধে অংশগ্রহণকারী সেদিনের মেজর শওকত এখন আর বেঁচে নেই, কিন্তু ক্যাপ্টেন অলি আহমদের স্মৃতিতে তা আজো ভাস্বর। পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে আসা বাঙালি সেনা কর্মকর্তাদের অনেকেই ৪ এপ্রিল (১৯৭১) সিলেটের তেলিয়াপাড়ায় জমায়েত হন। সেখানে কর্নেল ওসমানীকে জিয়া এবং অন্য সবাই তাদের অধিনায়ক মনোনীত করেন। পরে মুজিবনগর সরকার গঠিত হলে তারা সবাই এ সরকারের অধীনে রণাঙ্গনে নেতৃত্ব দেন। এরপর জুনের শেষদিকে প্রথম, তৃতীয় ও অষ্টম বেঙ্গল রেজিমেন্ট নিয়ে একটি ব্রিগেড তৈরি করা হলে মেজর জিয়াকে লে. কর্নেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে ব্রিগেড কমান্ডার নিয়োগ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর (বিডিএফ) সদর দফতরের নির্দেশে জিয়ার নামের প্রথম অক্ষর নিয়ে ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রথম ব্রিগেডের নাম রাখা হয় ‘জেড ফোর্স’।

বাংলাদেশের সামরিক বাহিনীর জন্ম ও ভিত্তি হচ্ছে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সেনাবাহিনীর প্রথম ব্রিগেডটিও গঠিত হয়েছিল রণাঙ্গনে। স্বাধীনতার পর বাংলাদেশের সেনাবাহিনী যাত্রা শুরু করে নিঃস্ব অবস্থায়। সানডে টাইমসের সংবাদদাতা অ্যান্থনি মাসকারেনহাসের সঙ্গে এক সাক্ষাৎকারে অষ্টম সেক্টরের অধিনায়ক মেজর মঞ্জুর (পরবর্তীতে মেজর জেনারেল মঞ্জুর) বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে সবকিছুই ছিল ‘অ্যাডহক’, ‘এদের খাবার নেই, তাদের কোনো প্রশাসন নেই, অস্ত্রশস্ত্র নেই। তুমি অবাক হবে তাদের জার্সি নেই, গায়ের কোট নেই, পায়ে দেওয়ার বুট পর্যন্ত নেই। অনেক সিপাহি এখনো লুঙ্গি পরে কাজ করছে।’ সেই ‘অ্যাডহক’ সেনাবাহিনীর প্রধান হিসেবে জিয়াউর রহমান দায়িত্ব নেন ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের দিনে। তার এক বছর পর ২৮ নভেম্বর ১৯৭৬ তিনি বঙ্গভবনে যান। সঙ্গে যান সেনাবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল এইচ এম এরশাদ, সিজিএস ব্রিগেডিয়ার আবুল মঞ্জুর, ৯ম ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার মীর শওকত আলী, নৌবাহিনীপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম এইচ খান এবং বিমান বাহিনীপ্রধান এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ। সে রাতেই তিনি বাংলাদেশের শাসনভার বাংলাদেশ সেনাবাহিনীর ওপর তুলে দেন। ওই দিনই তিনি সেনাপ্রধান হিসেবে সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জিয়া এদেশে জাতীয় ঐক্য ও সংহতি এবং জনসেবার ক্ষেত্রে এক গঠনমূলক উন্নয়নের রাজনৈতিক আদর্শ স্থাপন করেন। আজ সেই শহীদ জিয়ার পরিবার আদালতে ন্যায়বিচার প্রার্থী। তার এক পুত্রের পরবাসে করুণ মৃত্যু হয়েছে। আর এক পুত্র পরিবারসহ বিদেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এ মুহূর্তে এ দেশের সব মানুষের প্রত্যাশা বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সব সদস্যের প্রতি সুবিচার করা হোক।

আজ এ কথা বলার সময় এসেছে যে, প্রকৃতির নিয়মই সব আইনের উৎস। মহাপরাক্রমশালী সূর্যের ও উদয়াস্তের নিয়ম আছে। কিন্তু প্রকৃতিতে আইনের অমোঘ শাসন দেখেও মানুষের শিক্ষা হয় না। কিংবদন্তি আছে বিশ্বজয়ী আলেকজান্ডারের পিতা রাজা ফিলিপ যখন পানাসক্ত অবস্থায় ছিলেন তখন একজন নারী তার কাছে বিচারপ্রার্থী হয়ে ব্যর্থ হন। তখন তিনি বলেন, তিনি উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাবেন। এ কথা শুনে ফিলিপ পরিহাস করে বলেন, ‘আমিই তো রাজা, সবার উপরে, তুমি কার কাছে আর্জি পেশ করবে?’ উত্তরে তিনি বলেন, ‘আমি নেশামুক্ত ফিলিপের কাছে আর্জি পেশ করব।’ সেদিন মদমত্ত ফিলিপের কাছেও নেশামুক্ত সময়ে প্রজারা সুবিচার পেতেন। কিন্তু যারা বিরামহীন ক্ষমতার নেশায় অহোরাত্র আচ্ছন্ন তাদের তো সুবিচার করার অবসর, অবকাশ কোনোটিই নেই। এর জন্য অবশ্য তাদেরই এককভাবে দায়ী করার যুক্তি নেই। আর্থ-সামাজিক পরিস্থিতির দুর্বলতা এবং সমাজের প্রধান ও প্রভাবশালী অংশগুলোর নপুংসতার কারণেই স্বৈরতান্ত্রিক শাসনের উদ্ভব হয়। অথচ ঔপনিবেশিক শাসনামলেও এ দেশে প্রাতিষ্ঠানিক বিধিরীতি ছিল, যুগপ্রাচীন বিচার ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমান সমাজ যে নিত্যনতুন বিধি ব্যবস্থা তৈরি করেছে তা ক্ষমতামত্ত ব্যক্তি ও গোষ্ঠীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করেছে। এখানে যিনি শাসন করেন তিনিই আইন প্রণয়ন করেন এবং বিচারকেও প্রভাবিত করেন। বেগম খালেদা জিয়ার আর্জিতে এ চিত্রটিই ফুটে উঠেছে। তিনি অভিযোগ করেছেন, ‘কতগুলো সই স্বাক্ষরবিহীন ঘষামাজা ফাইল নম্বর উল্লেখ করে কিছু রেকর্ড প্রস্তুত করে দুদক কর্মকর্তা আমাকে হয়রানিমূলকভাবে জড়িত করার ব্যর্থ চেষ্টা করেছেন।’ তিনি বলেছেন, ‘পিডব্লিউ ১ হারুন অর রশীদকে একটি বিশেষ উদ্দেশ্যে এই মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা, মামলার বাদী এবং তাকেই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমার বিরুদ্ধে কাজে লাগানো হয়েছে।’

তিনি অভিযোগ করেছেন, ‘চাকুরিতে পদোন্নতি ও ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে তিনি আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহলের ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী যে এসব করেছেন তা স্পষ্টতই প্রতীয়মান হয়।’ বর্তমান বাংলাদেশের বিচার-বিবেচনাবর্জিত ব্যবস্থায় এ ধরনের অভিযোগের নজির হাজারটি নয় লক্ষাধিক। এ অবস্থা এমনই ভয়াবহ যে, যেসব ব্যক্তি ক্ষমতার কেন্দ্রে থেকে এ ধরনের কাজ করেন, ক্ষমতাচ্যুতির পর একই ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। আইনের শাসন-রিক্ত, সুবিচারবিহীন স্বৈরশাসিত সমাজে স্থিতিশীলতা, শৃঙ্খলা, শান্তি এবং আর্থসামাজিক সমৃদ্ধি আসে না। এ  ধরনের সমাজে তাই ক্ষমতা বদল ঘটে শুধু স্বয়ংক্রিয় অস্ত্রের গগনবিদারী ঝনঝনানির পরিণতিতে। তবু প্রশ্ন থেকে যায়, এ অবস্থার শেষ কোথায়?

আজও এ দেশে গুম খুনের সঠিক খবর কেউ দিতে পারে না। আজও সন্তানহারা পিতা-মাতা এবং পিতৃহারা সন্তানদেরআহাজারি আকাশ-বাতাস বিদীর্ণ করছে। আজও নির্বিচারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে।  আজও বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ।  কে জানে এ দেশের ভাগ্যে কী আছে?


  • লেখক - সাবেক সংসদ সদস্য।

কার্টেসি - bd-pratidin.com

Saturday, December 23, 2017

রাজনীতির চোরাবলিতে পদ্মা সেতু

আবু হোসেন 




গত ১৮ ডিসেম্বর দৈনিক ফিনানশিয়াল এক্সপ্রেস পত্রিকায় পদ্মা সেতুর ডিজাইন গলদ নিয়ে এক অতি গুরুতর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য থেকে বোঝা যায় যে সরকার তার ক্ষমতা আঁকড়ে থাকার রাজনীতির হুড়াহুড়ির কারণে রাজনীতিকে অর্থনীতির চেয়ে অগ্রাধিকার দিতে গিয়ে গোটা সেতুর মূল ডিজাইনের ওপর যথামেয়াদি সমীক্ষা শেষ না করার আগেই সেতু নির্মাণ শুরু করায় গোটা সেতুর ভবিষ্যত বিপন্ন হয়ে পড়েছে। একটি রাজনৈতিক দলের ক্ষমতা লিপ্সার কারণেই হয়তোবা আবার স্বপ্নের এই সেতু দুঃস্বপ্নের সেতু হতে চলেছে। প্রথম থেকেই এই সেতু রাজনীতির কবলে পড়েছে, বিশেষ করে স্থান নির্বাচন নিয়ে। দূর্নীতির বদনামসহ এই সেতু বিসমিল্লায় গলদ নিয়ে যাত্রা শুরু করেছে। আমরা রহস্যময় আচরণ লক্ষ্য করেছি বিশ্বব্যাংকের, আমাদের সরকারের। এখনও তার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়নি বলেই দেখা যাচ্ছে। ডিজাইনে গলদ ধরা পড়েছিল প্রথমে সেতুর ১৪টি পায়ার বা স্তম্ভ নিয়ে। এখন সেটির সাথে আর যোগ হয়েছে আরও আটটি স্তম্ভ। মোট ত্রুটিযুক্ত স্তম্ভের সংখ্যা দাঁড়াচ্ছে ২২টিতে। সেতুর মোট স্তম্ভের সংখ্যা ৪০টি। দেখা যাচ্ছে, সেতুর অর্ধেকেরও বেশি স্তম্ভ নিয়ে সংশয়। সে কারণেই সম্ভবত সেতুর মূল ডিজাইন প্রণেতা নিউজিল্যান্ডের প্রতিষ্ঠান বলছেন সব স্তম্ভের ডিজাইনের গলদই নতুন করে খতিয়ে দেখা জরুরি। কাজ বেড়েছে। স্বাভাবিক নিয়মে খরচও বাড়বে। এ কাজ মূল পরিকল্পনার অতিরিক্ত।

সেতুর প্রকল্প কার্যালয় পড়েছে জিলাপির প্যাঁচে। যে সব জায়গায় ২২টি স্তম্ভ বসবে সেখানে বালুবিহীন কর্দম মাটি পাওয়া যাচ্ছে না। আর সেটা না হলে স্তম্ভ নড়বড়ে হতে বাধ্য। সে ঝুঁকি নেওয়া যায় না। তাই পদ্মা বহুউদ্দেশ্যসাধক সেতু কর্তৃপক্ষ এ অবস্থায় এখন সিএসসি অর্থাৎ প্রকল্প নির্মাণ তত্ত্বাবধায়ক কন্সালট্যান্ট সেতুর মোট ৪০টি সেতুর সবকটি স্তম্ভ সম্পর্কেই ডিজাইন চেক করে কনফার্ম করতে বলেছেন। এই কাজটি গত নভেম্বরের মধ্যেই শেষ করতে বলা হয়েছিল। তবে সেটা এখন অনিশ্চিত বলে জানিয়েছেন এই প্রকল্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।


সংবাদ সূত্রের বরাতে ফিনানশিয়াল এক্সপ্রেস-এর প্রতিবেদক আরও জানাচ্ছেন নির্মীয়মান সেতুর মোট ৪০টি স্তম্ভের মাঝের ১৪টি স্তম্ভের ডিজাইন গলদের সমস্যা দেখা দেওয়ার বিশেষজ্ঞ প্যানেল সমস্যার যে সমাধান প্রস্তাব করেন সেই অনুযায়ী ডিজাইন চেক করার জন্য প্রকল্প অফিস প্রকল্পের ব্যবস্থাপনা কনসাল্ট্যান্ট নিয়োগ করে। এই ব্যবস্থাপনা কনসাল্ট্যান্ট হলেন ব্রিটিশ ফার্ম রেন্ডাল। তাদের কাজে শেষ করার ডেডলাইন দেওয়া হয় অক্টোবর । তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন, এই কাজটি অতিরিক্ত বিধায় ও রেন্ডাল-এর সে কাজ করার বাধ্যবাধকতা না থাকায় তারা এজন্য আরও সময় চান। তাঁরা জানান, তাঁরা কেবল ১৪টি স্তম্ভের নয় বরং মোট ৪০টি স্তম্ভের ডিজাইনই পুনঃ পরীক্ষা করবেন।


এখানে বলা দরকার সিএসসির-ই এ সমস্যার সমাধান দেবার কথা। কিন্তু তারপরেও কর্তৃপক্ষ রেন্ডালকে অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে কাজের জন্য নিয়োগ দেন। এই পর্যায়ে কর্তৃপক্ষ আবার মূলধারায় ফিরে রেলান্ডকে অতিরিক্ত সময় না দিয়ে সিএসসি তথা কোরিয়ান কোম্পানির পুনঃ শরণাপন্ন হন ডিজাইনের প্রহেলিকা সমাধানের জন্য । এজন্য তাঁদেরকে নভেম্বরের আগেই প্রতিবেদন জমা দেবার জন্য বলা হয়। তবে জানা যায় এ বিষয়ে অদ্যবধি কোনো অগ্রগতি হযনি আর সিএসসিও কর্তৃপক্ষকে জানায়নি ডিজাইন চূড়ান্ত করতে কতো সময় নেবে।


সিনিয়র প্রকল্প কর্মকর্তা এবার মূল সমস্যার কথাটি খুলে বলেছেন, এসব সমস্যার সমাধান রয়েছে এই সেতুর চীনা ঠিকাদার জটগুলির বাড়তি ব্যয় বহন ও তাদের সামর্থের জটগুলি খুলতেই এই অতিরিক্ত সময়টা আসলেই দরকার। সমস্যা আসলে বাড়তি টাকার। তিনি আরও জানান , সমস্যার একাধিক সমাধান রয়েছে তবে তা সমাধানে অবশ্যই অন্যান্য জড়িত বিষয়েরও সুরাহা হতে হবে।


সেতু কর্তৃপক্ষের আরেক সুত্রের মতে সমস্যার কোনো আশু সমাধান হচ্ছে না কেননা সিএসসি বা রেন্ডাল উপদেষ্টা প্রতিষ্ঠান চাচ্ছেন নতুন করে মৃত্তিকা টেস্ট বা আরও অন্যান্য সম্পর্কিত টেস্ট করতে। কেননা যেসব সেতু স্তম্ভ নিয়ে সমস্যা দেখা দিয়েছে তাহলো সকল স্তম্ভের জায়গাগুলির মাটির পরীক্ষা করতে হবে। সেখানে কাদা বা এঁটেল মাটি পেতে হবে। বলাবাহুল্য সর্বশেষ মৃত্তিকার পরীক্ষায় নতুন আটটি স্তম্ভের সমস্যা ধরা পড়ে।


এদিকে, পদ্মা সেতু প্রকল্প এই সেতুর দুই স্তম্ভের ওপর একটি স্প্যান স্থাপন করে মিডিয়ায় তা দেখানো হচ্ছে পদ্মা সেতু শত্র“র মুখে ছাই দিয়ে দৃশ্যমান। নির্বাচনী জয়ের ভিত এভাবেই গাঁথা হচ্ছে। এই সেতুর নির্মাণ কাজ বিগত নভেম্বর অবধি ১২ শতাংশ এবং নদী শাসন প্রকল্পের কাজ ১৫ শতাংশ পিছিয়ে ছিল। প্রকল্পের মোট কাজে ৫২ শতাংশ এ যাবত বাস্তবায়িত হয়েছে। এ হিসেবে অবশ্য সেতুর প্রবেশ সড়ক ও ভৌত সুযোগ সুবিধে গড়ায় অগ্রগতির আলোকে।


অকল্যান্ডভিত্তিক এএফকম মনসেল ২০১০ সালে প্রস্তাবিত পদ্মা সেতুর বিস্তারিত ডিজাইন প্রণয়ণ করে আর তারই ভিত্তিতে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান সেতু নির্মানণের চাক্ষুষ কাজ শুরু করে ২০১৪ সালের ডিসেম্বরে।

প্রকল্পে নিয়োজিত সূত্রগুলি আসল গোমর ফাঁস করে জানিয়েছেন, আজকে পদ্মা সেতু নির্মাণে এই যে জটিলতা তার মূল কারণ হলো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। সেতুর সকল স্তম্ভের বিষয় সবদিকে থেকে পাকাপাকি হবার আগেই সেতুর নির্মাণে তড়িঘড়ি করার কারণেই আজকের এই জটিলতর অবস্থা। বিশ্বজনীন নিয়ম অনুযায়ী, আগে নদীর বিষয়ে বিশদ ও প্রয়োজনীয় জরিপ করা হয়নি। খবরে বলা হচ্ছে, কর্তৃপক্ষ দেশের বৃহত্তম সেতুর নির্মাণ সমাপ্তির জন্য তারিখ নির্ধারণ করেছেন ২০১৮তে জাতীয় নির্বাচনের আগে। বিষয়টি স্পষ্টত রাজনীতি প্রভাবিত সিদ্ধান্ত। এটি ভোটারদের জন্য এই সেতুকে তাক লাগানো শো-পিস করতে।


তবে প্রকল্পের বাস্তবায়ন, পরিবীক্ষণ নির্ধারিত সময়ের মধ্যে সেতুর বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। কেননা এই মেগাপ্রকল্পটির বাস্তবায়নের সময়সীমা ইতিমধ্যে আটমাস পিছিয়ে আছে। ইতিমধ্যে প্রকল্প কার্যালয় আরও বাড়তি ১৪ শত কোটি টাকার বরাদ্দ চেয়েছেন কেবল প্রকল্প স্থলে আরও জমি হুকুম দখলের জন্য। মোট প্রকল্প ব্যয় বর্তমানের ২৮৮০০ কেটি টাকা থেকে আরও বেড়ে যাবে।


২০০৭ সালে একনেক এ প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ধরে আনুমানিক ১০২ কোটি টাকা। পরে ডিজাইন বদলানোর স্বার্থে সেতুর দৈর্ঘ্য বাড়াতে ঐ ব্যয় দাঁড়া প্রায় ২০৬ শত কোটি টাকায়। এই বর্ধিত ব্যয় অনুমোদন করা হয় ২০১১ সালে।


  • ফিনানশিয়াল এক্সপ্রেস-এ প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে। 



Bridges Division one of worst ADP implementers

Poor execution rate of Padma Bridge main reason


The Bridges Division is on the list of the worst performers among the big ministries implementing development projects, as execution of its key Padma Bridge project has faced setback, officials said on Wednesday, the English-language daily the Financial Express reported Friday.

The Division spent only Tk 5.67 billion during July-November period of this financial year (FY), 2017-18, according to data of Implementation Monitoring and Evaluation Division (IMED). The amount is 7.13 per cent of its total Tk 79.54 billion allocation in the annual development budget.

The spending on the Tk 287.93-billion Padma Bridge project has been affected due to some emerging flaws in its design, as pilling work at some 22 piers has now become very complicated.

The Bangladesh Bridge Authority (BBA) has almost suspended its pilling work because of the emerging complexities in the 6.15-km Padma Bridge construction work.

BBA officials said they could spend only Tk 3.42 billion in the first five months of the current FY, which is 6.19 per cent of the total Tk 55.24 billion allocation made this year for Padma Bridge construction.

Meanwhile, the government has already released Tk 13.78 billion funds for the BBA until November last to finance construction work. An IMED official said the poor project execution by the Bridges Division, the sixth largest recipient of development expenditure --- Tk 1.64-trillion could also affect the overall project execution in FY 2018.

"The Padma Bridge is one of the mega projects of the government. If the project is affected, the overall development budget expenditure will fall," he said.

The Bridges Division is implementing only three projects, of which the Padma Bridge construction is scheduled to be completed by December 2018.

Meanwhile, the government ministries and agencies spent Tk 329.97 billion, 20 per cent of the total ADP outlay, in July-November period of the current FY, IMED data showed.

In the corresponding period of last FY, they spent Tk 235.94 billion or 19 per cent of Tk 1.23-trillion ADP outlay.

Ministry of Science and Technology, Ministry of Railways, Ministry of Water Resources, Energy and Mineral Resources Division, and Information and Communication Technology (ICT) Division are also on the list of the worst performers among the top 15 development budget holders for their poor rate of development budget execution.

Ministry of Science and Technology spent 5.02 per cent of the allocation, Ministry of Railways 9.63 per cent, Ministry of Water Resources 10 per cent, Energy and Mineral Resources Division 9.15 per cent, and ICT division 12.54 per cent during July-November period of this fiscal.