Search

Monday, February 28, 2022

ভাটির দেশে পানি, গ্যাস,বিদ্যুৎ ও নিত্যপণ্যের দামে নৈরাজ্য এবং জনগণের ‘মুক্তি’র স্বপ্ন!

— 

প্রফেসর মোর্শেদ হাসান খান

খান মো.মনোয়ারুল ইসলাম

 

নদীমাতৃক বাংলাদেশ হলো ভাটির দেশ। ঐতিহাসিকভাবে ভাটি অঞ্চল পরিচিতি লাভ করে সপ্তদশ শতকে। ভাটির বারো ভূঁইয়ারা মোগল আধিপত্যের বিরুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামে লিপ্ত ছিল। ভাটি অঞ্চলে শক্তিশালী নৌবাহিনী গঠন করে মোগল আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছিল ঈসা খাঁ  ও মুসা খানের নেতৃত্বে বারো ভূঁইয়ারা। বারো ভূঁইয়াদের বীরত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে সুবাদার ইসলাম খানের সুনিপুণ রণ কৌশলে ১৬১০ সালে। ১৬০৯ সালে রাজমহল থেকে সুবাদার ইসলাম খানের মোঘল বাহিনী ভাটির বারো ভূঁইয়াদের দমনের উদ্দেশ্যে উদ্দেশ্যে যে অভিযান পরিচালনা করেন সেটি সমাপ্ত হয় ১৬১০ সালে ঢাকা জয়ের মাধ্যমে। মোঘল বাহিনী ঢাকা জয়ের সঙ্গে সঙ্গে একে রাজধানী ঘোষণা করে। রাজধানী ঢাকার যাত্রা তখনই। ঐতিহাসিক আব্দুল করিম ভাটির সীমানা নির্দেশ করেছেন-পশ্চিমে ইছামতি, দক্ষিণে গঙ্গা নদী, পূর্বে ত্রিপুরা রাজ্য, উত্তরে বৃহত্তর ময়মনসিংহ, উত্তর-পূর্ব সিলেটের বানিয়াচং, গঙ্গা-ব্রহ্মপুত্র এবং মেঘনা এই বৃহৎ নদী ও তাদের শাখা-প্রশাখা এবং ঢাকা-ময়মনসিংহ সিলেটের নিয়ে গঠিত। বিস্ময়করভাবে সপ্তদশ শতকের ভাটি অঞ্চলের পুরোটা নিয়েই বিংশ শতকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়।

ভাটি অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর নদীগুলো জালের মত বিস্তার করে আছে সমগ্র ভূখণ্ডকে। পানির সহজলভ্যতাই এ পাললিক ভূখণ্ডকে অনন্য বৈশিষ্ট্য দান করেছে। এই একবিংশ শতকে এসেও পৃথিবীর অনেক অঞ্চলের চাইতেও প্রকৃতির অপার মহিমায় পানির সহজলভ্যতা এখানকার কৃষি অর্থনীতি ও সামাজিক জীবনকে করেছে অনন্য।

পানির মূল্য বৃদ্ধিতে নৈরাজ্য




পানির সহজলভ্যতা বাংলাদেশে গ্রামীণ ও নাগরিক জীবনে স্বস্তির অনুষঙ্গ থাকা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো পানি এখন নাগরিক জীবনে আতঙ্কিত অনুষঙ্গ । ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিগত ১৩ বছরে ১৪বার পানির দাম বাড়িয়েছে । করোণা মহামারীর মধ্যেও ঢাকা ওয়াসা দুই বছরে পানির দাম বাড়িয়েছে ৩১ শতাংশ। ২০১৯ সালের ১লা সেপ্টেম্বর ৫ শতাংশ পানির দাম বৃদ্ধির পরে বিস্ময়করভাবে করোণা মহামারীর মধ্যে ১লা এপ্রিল ২০২০ পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইন, ১৯৯৬(২২এর২ ধারা) অনুযায়ী প্রতিবছর সর্বোচ্চ ৫ শতাংশ হারে দাম বাড়ানোর বিধান থাকলেও করোণা মহামারীর মধ্যেও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে আবার আগামী পহেলা জুলাই থেকে আরেক দফা পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা  হয়েছে।

পানির দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের কর্তাব্যক্তিরা প্রায় ই যুক্তি দেখান পানির উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের মধ্যে সমন্বয়ের জন্য দাম বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় খুঁজে পান না বলেই দাম বাড়াতে হয়। কিন্তু ঢাকা ওয়াসা সরবরাহকৃত পানির ৬৫ শতাংশ গভীর নলকূপ ভূগর্ভস্থ বাকি ৩৫ শতাংশ ভূ-উপরিস্থ উৎস থেকে পরিশোধন করা। অর্থাৎ মোট পানির বেশিরভাগ অংশই পরিশোধন এর প্রয়োজন হয় না । আবার নগরবাসী ওয়াসার কাছ থেকে যে পানি পায় সেটি প্রায় ক্ষেত্রেই পান উপযোগী নয । টিআইবির তথ্য অনুসারে ঢাকা শহরে ৯১ শতাংশ গ্রাহক পানি ফুটিয়ে পান করেন। এতে ৩২২ কোটি টাকার গ্যাস খরচ হয়। এছাড়া খরচ সমন্বয়ের জন্য দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয় সেটিও জনগনকে ধোকা দেওয়া বৈ আর কিছুই নয়। ঢাকা ওয়াসার ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষা তথ্য অনুযায়ী রাজস্ব আদায় ১৫৯২ কোটি টাকা। এতে পানির বিল ১২০১ কোটি টাকা বাকিটা সুয়ারেজ বিল বাবদ আয়। ট্যাক্সসহ অন্যান্য খরচ বাদ দিয়ে ২০২০-২১ অর্থবছরে ওয়াসার লাভ হয়েছে ৪৯ কোটি ৬৪ লাখ টাকা। বছর শেষে ওয়াসার সঞ্চিত মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৮৯২ কোটি টাকা। সরকারের সেবামূলক প্রতিষ্ঠান লাভে থাকার পরও পানির দাম বাড়ানোর প্রস্তাব জনগণের প্রতি চরম অবিচার ।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে উল্লেখ করা হয়েছে বর্তমানে ওয়াসার এমডি তাকসিম এ খান এর বেতন ভাতা মাসে ৬ লাখ ২৫ হাজার টাকা। ২০০৯ সালে এমডি হিসেবে নিয়োগ পাওয়া তাকসিম এ খান এর বেতন-ভাতা বেড়েছে ৪২১ শতাংশ ! অথচ ঢাকা ওয়াসার এমডি পদটিতে একজন অতিরিক্ত সচিবকে নিয়োগ দেয়া হলে বছরে অন্তত ৭০ লক্ষ টাকার সাশ্রয় হত। ঢাকা ওয়াসার এমডির বিগত বছরগুলোতে অর্জনটা কি? একই পদে ১৩ বছর দায়িত্ব পালনে জনগণ সুফল তো পাইনি বরং চৌদ্দবার পানির বর্ধিত দাম চুকিয়েছে ! অথচ কানাডার মতো দেশে বিগত ২০ বছরে পানির দাম এক টাকাও বৃদ্ধি পায়নি!

 

বিদ্যুৎ ও গ্যাসের মূল্য: যে তুঘলকীকাণ্ডের শেষ নেই!

ভাটির দেশে পানির মূল্যের নৈরাজ্য সম্পর্কে বলা হলো, এবার সেবা খাতের আরও দুটি বড় অনুষঙ্গ -গ্যাস ও বিদ্যুৎ বিষয়ে আসা যাক। পানির মতই দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে । আরো একদফা দাম বাড়ানোর প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে। আগামী মার্চ মাসে গ্যাসের মূল্য বৃদ্ধির উপরে গণশুনানির ঘোষণা এসেছে, এরপর বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিষয়েও শুনানি হবে। দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির নেপথ্য কাহিনী কি?

সিপিডির মতে বিদ্যুতের চাহিদা প্রাক্কলনে সরকারের ত্রুটি থাকায় বিদ্যুত উৎপাদন সক্ষমতার বিপরীতে চাহিদার বিরাট পার্থক্য তৈরী হয়েছে । ফলে চাহিদা না থাকায় সরকার অর্ধেকের বেশি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পারছে না কিন্তু ভাড়ার টাকা ঠিকই দিতে হচ্ছে গত এক দশকে শুধু বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বাবদ সরকারের খরচ হয়েছে ৭০ হাজার কোটি টাকা । কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিস্কার হবে। পিডিবির সূত্র থেকে জানা যায়, ১০০ মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্রের শুধুমাত্র ভাড়া বছরে প্রায় ৯০ কোটি টাকা। এই টাকাটা সরকারকে গুনতে হবে কোনো বিদ্যুৎ না কিনেই। আবার, ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ নিতে না পারায় মাসে সরকারকে ভাড়া দিতে হচ্ছে ১৩০ কোটি টাকা। এইযে ভাড়াটা পরিশোধ করতে হচ্ছে এটি কিন্তু প্রতিবছর বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ এনার্জি ইকোনমিক্স ফাইনান্সিয়াল এনালাইসিস এর প্রতিবেদন অনুযায়ী গত অর্থবছরে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বাবদ পিডিবির খরচ হয়েছে ১৩ হাজার ৬০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।

বিদ্যুৎ খাতের এই নৈরাজ্যকর পরিস্থিতির সূচনা হয়েছিল ২০০৯ সালে আওয়ামী লীগ  সরকারের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে। বিদ্যুৎ সংকট থেকে বের হওয়ার জন্য রাতারাতি টেন্ডার বিহীন কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে । কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমগুলোকে নজিরবিহীন দায়মুক্তির ব্যবস্থাও করে সরকার। সমালোচকরা বলেন “সরকারের প্রত্যক্ষ মদদে লুটপাটের ব্যবস্থা করা”হয় বিদ্যুৎ খাতে। এই কুইক রেন্টালের দায় এখনো বিদ্যুৎ খাত বহন করছে। স্বল্প মেয়াদের ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো ৯২০ মেগাওয়াট ক্ষমতার এমন ১২টি স্বল্পমেয়াদী বিদ্যুৎ কেন্দ্র চালু আছে। যেগুলোকে বসিয়ে রেখে সরকার শুধু ভাড়া দিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে বিদ্যুৎ পর্যন্ত কিনছে না। এমন তুঘলকিকাণ্ড আধুনিক বিশ্বে কোথাও দেখা যাবে কি?

বিদ্যুৎ এর মতই গ্যাস খাতে নৈরাজ্য অবর্ণনীয়। দেশে গত এক যুগে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের জোর না দিয়ে বিগত কয়েক বছর আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে এলএনজি আমদানিতে সরকারের অতিরিক্ত আগ্রহ লক্ষ্য করা গেছে। পেট্রোবাংলার হিসাব মতে এ বছর মোট সরবরাহকৃত গ্যাসের ৭৩ শতাংশ দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে।এর জন্য পেট্রোবাংলার খরচ হবে ৫ হাজার ৫৭২ কোটি টাকা। আর বাকি ২৭ শতাংশ গ্যাস আসবে আমদানি থেকে যার জন্য খরচ হবে ৪৪ হাজার ২৬৫ কোটি টাকা । চড়া দামে এলএনজি আমদানিতে সরকারের অতি আগ্রহ প্রকট ভাবে লক্ষ্য করা গেছে। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ২০১৯ সাল থেকে দেশে প্রতিবছর গড়ে ১০ লাখ টন করে এলএনজি সরবরাহ করছে ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল। ২০২০ সালে এ সরবরাহ আরো ১০ লাখ টন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কোম্পানিটি। ওই সময়ে প্রস্তাবিত দর ছিল প্রতি এমএমবিটিইউ ৭ থেকে ১০ ডলার করে। বিষয়টি নিয়ে পেট্রোবাংলা খুব বেশি আগ্রহ দেখায়নি। দীর্ঘমেয়াদে সরবরাহ নিশ্চিতের পরিবর্তে স্পর্ট থেকেই তাৎক্ষণিক মূল্যে এলএনজি সংগ্রহের পথ বেছে নেয় পেট্রোবাংলা। এটির ভয়াবহ ফলাফল প্রত্যক্ষ করছে দেশ। এই ফেব্রুয়ারিতেই সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয় করার অনুমোদন দিয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে আরো বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করেছিল বাংলাদেশ। ওই সময়ে ভিটল এশিয়া থেকে প্রতি এমএমবিটিইউ ৩৫ ডলার ৮৯ সেন্টে এলএনজি আমদানি করেছিল পেট্রোবাংলা ।

ওমান ট্রেডিং অর্গানাইজেশন (ওটিআই) এর প্রস্তাব যথাসময়ে গ্রহণ করা হলে এলএনজি সংগ্রহে স্পট মার্কেটের উপর নির্ভরতা অনেকটাই কমে যেত। ইতিমধ্যে করোনা এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেন সংকট স্পট মার্কেটকে কোথায় নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তবে এটাতে বোধহয় সরকারের কর্তাব্যক্তিরা খুব বেশি চিন্তিত নন কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ নন তাই স্পট মার্কেট থেকে অতি উচ্চ মূল্যে এলএনজি ক্রয়ে মোটেও উদ্বিগ্ন নন।

পিডিবি ছাড়া বিদ্যুৎ ও গ্যাস খাতে সব প্রতিষ্ঠান মুনাফায় আছে।ঘাটতি মোকাবেলায় প্রতিবছর ভর্তুকি পাচ্ছে পিডিবি। এলএনজি আমদানির জন্য পেট্রোবাংলাকেও ভর্তুকি দেয় সরকার। বিদ্যুৎখাতে ডিপিডিসির গত অর্থবছরের নিট মুনাফা ১০৮ কোটি টাকা। ডেসকোর নিট মুনাফা ৭৩ কোটি টাকা। পল্লী বিদ্যুতের নিট মুনাফা ২০ কোটি টাকা। ওজোপাডিকো নিট মুনাফা ২৪ কোটি টাকা। নেসকোর মুনাফা প্রায় ১৮ কোটি টাকা। গ্যাস খাতে পেট্রোবাংলা গত অর্থবছরে মুনাফা করেছে দুই হাজার কোটি টাকা। তিতাস মুনাফা করেছে ৩৪৬ কোটি টাকা। বাখরাবাদ ১২৬ কোটি, জালালাবাদ ২১৮ কোটি, কর্ণফুলী ৩৫১ কোটি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ৬ কোটি এবং সুন্দরবন গ্যাস কোম্পানির মুনাফা ৫৯ কোটি টাকা। এরকম মুনাফার রমরমা অবস্থা বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর পরামর্শ দিয়েছে অর্থমন্ত্রণালয় কার স্বার্থে? জনগণের স্বার্থে নয় নিশ্চয়ই। এটা পরিষ্কার, সরকারি সেবা খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলো শোষণের পথ বেছে নিয়েছে।

 

নিত্যপণ্যের দামে বল্গাহীন গতি



পানি,গ্যাস, বিদ্যুতের মতো সেবা খাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে স্বল্পমেয়াদে অতিরিক্ত মুনাফা অর্জনের যে পথ বেছে নিয়েছে তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে ।২০০৯ সালে ১০ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি এখন প্রতারণায় রূপ নিয়েছে। সরকারের অদক্ষতা ও অবহেলায় নিত্যপণ্যের দাম বাড়ছে বল্গাহীন গতিতে। চাল,ডাল,তেল,আটা-ময়দা,মুরগি,ডিম সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অধিকাংশ সময়ে অযৌক্তিকভাবে বেড়ে চলেছে। আরো বেড়েছে রান্নার গ্যাস, সাবান ও টুথ পেস্টের মতো নিত্য ব্যবহার্য সামগ্রীর মূল্য ও। সব মিলিয়ে নিত্যব্যবহার্য পণ্য সামগ্রী ক্রয় করতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে এমন একটি সময় যখন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস, পিপিআরসি ও সানেম) বলছে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী ২১ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ এ পরিণত হয়েছে।

সরকারি সংস্থা টিসিবির হিসেবে ২০১৯ সালে ৫ লিটার সয়াবিন তেলের মূল্য ছিল ৪৬৫-৫১০ যা ২০২২ সালে বেড়ে ৭৪০-৭৮০ টাকা হয়েছে। ২০২০ সালের মার্চে তুলনায় এখন মোটা চালের দাম সাড়ে৩১, চিনি ১৯, মসুর ডাল ৩০, গুড়া দুধের দাম ১৩ শতাংশ বেড়েছে।

এবারের ভরা মৌসুমেও শীতের সবজির দাম কমেনি, সব ধরনের সবজির দাম ছিল বাড়তি। এরকম পরিস্থিতির মধ্যেও সরকারের ভূমিকা ছিল নির্বিকার। সরকারিভাবে কম দামে চাল, ডাল, তেল, চিনি বিক্রির কার্যক্রমের পরিসর চাহিদার তুলনায় সীমিত রাখা হয়েছে। অথচ সরকারের চালসহ নিত্য ব্যবহার্য পণ্য বিক্রির ভ্রাম্যমাণ কেন্দ্রের সামনে সীমিত এর মানুষের ভিড় সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমে বলেছেন টিসিবির পণ্য কিনতে ভালো পোশাক পরা লোকের সমাগম বেড়েছে। বিগত এক বছরে সরকার চাল ও তেলের দাম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারেনি। বাজারে জোর গুজব রয়েছে এসব সিন্ডিকেটের পেছনে ক্ষমতাসীন দলের লোক জড়িত বলে এসব সিন্ডিকেটের ব্যাপারে সরকার নির্বিকার।

বিগত এক দশকে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বেড়েছে ১২৯ শতাংশ। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম আরও বাড়ানোর জন্য মার্চ মাসে গণশুনানি হবে। বিগত এক দশকে পাইকারি বিদ্যুতের দাম ১১৮ শতাংশ বাড়ানো হয়েছে খুচরা দাম ৯০ শতাংশ বেড়েছে। এখন নতুন করে পাইকারি পর্যায়ে আরো ৬৪ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ৬৬ থেকে ৭৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব এসেছে। বিগত এক দশকে জ্বালানি তেল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের দাম বেড়েছে ৪৪ থেকে ৮০ টাকা।

আমরা উপরে তথ্য দিয়ে দেখিয়েছি সেবা খাতের রাষ্ট্রায়ত্ত সব বিদ্যুৎ, তেল ,গ্যাস কোম্পানি প্রতিবছরই মুনাফা করছে । প্রায় সব গবেষণা প্রতিষ্ঠান হিসেবে মতে, করোনা মহামারীতে সাধারণ জনগণের প্রকৃত আয় কমেছে এবং দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। তারপরও সরকার সেবা খাতের অন্তর্ভুক্ত বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে বদ্ধপরিকর। সরকার এখানে নিপীড়কের ভূমিকায়। সরকারের এমন শোষকের ভূমিকা দেখলে খোদ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও লজ্জা পেত!

পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এদেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখেছিল। সেই মুক্তির স্বপ্নতেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে মানুষ এমন এক সময়ে যখন দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। বিগত এক যুগেরও বেশি সময় মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ভোটাধিকার নাই বলে অথবা সরকার জনগণের প্রতিনিধিত্ব করেনা বলে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সরকারকে বিচলিত করে না। সেবা খাত সংশ্লিষ্ট সবগুলো সেক্টরে দাম বাড়ানোতে সরকারের ‘দ্বীধাহীনতা’য় জনগণের ‘মুক্তি’র স্বপ্ন প্রলম্বিতই থেকে যাচ্ছে ।


Monday, February 14, 2022

কী মধু জার্মান চাদরে?

— মুহম্মদ মাহাথির  



খবর প্রকাশিত হয়েছে চলতি ফেব্রুয়ারিতেই রাষ্ট্রের তিন উচ্চপদস্থ কর্মকর্তা আইজিপি ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা ও আইজিপির স্টাফ অফিসার এসপি মোহাম্মদ মাসুদ আলম জার্মানি যাচ্ছেন পুলিশের জন্য বিছানার চাদর ও বালিশের কাভারের রং নির্ধারণ করতে।  

যেসব বেডশিট ও বালিশের কাভার কেনা হচ্ছে সেগুলোর দাম ত্রিশ কোটি টাকা। 

সংবাদটি প্রকাশ হওয়ার পর সচেতন দেশবাসীর মাঝে ব্যাপক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। 

বেকারত্ব, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির সাথে করোনাভাইরাস মহামারির ফলে দেশের ক্ষমতাসীন গোষ্ঠীর ক্ষুদ্রতম অংশটি বাদে সংখাগরিষ্ঠ জনগণ সীমাহীন কষ্টে আছেন।  ডিসেম্বর ১৭, ২০২১, দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে দেশের ৫ কোটি ২ লাখ মানুষ। যে দেশের মানুষ দ্রব্যমূল্যের ক্রমাগত উচ্চমূল্যে দিশেহারা, কর্মসংস্থানের অভাবে হাহাকার করছেন, সেই দেশের পুলিশের জন্য জার্মানি থেকে বিছানা চাদর ও বালিশের কাভার কেনার যুক্তিকতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। 

পোশাকশিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশেই বিশ্বমানের বিছানা চাদর ও বালিশের কাভার তৈরি হচ্ছে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। তাহলে জার্মানি থেকে এসব পণ্য কেনা কি বিলাসিতা নয়? 

জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আকাশচুম্বি নিত্যপণ্যের দামের কষাঘাতে কুপোকাত গরিব শ্রেণির মানুষ। নিম্ন ও মধ্যবিত্তের মানুষ চলে এসেছেন গরিব শ্রেণির কাতারে। ভর্তুকি দেয়া দামে চাল-ডাল-আটা-চিনি-তেল কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন অগণিত মানুষ। অর্ধাহারে, অনাহারে থাকা মানুষের সংবাদ ও তথ্য প্রকাশির হচ্ছে গণমাধ্যমে। 

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস-এর সাম্প্রতিক এক তথ্যে দেখা যাচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়র অধীন স্নাতকোত্তীর্ণ ৬৬ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন। বেকারত্বের অভিশাপে জর্জরিত যুবক সমাজ। ফেব্রুয়ারি ১০, ২০২২, দেশরূপান্তরে বলা হয়েছে, , ৩১ হাজার ৮৭৪ জন বিসিএস উত্তীর্ণের চাকরি মিলেনি!  নিদারুণ মানসিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তারা। 

ফেব্রুয়ারি ৪, ২০২২, সমকালে ‘সরকারের কম্বলে শীত যায় না গরিবের’ শীর্ষক সংবাদে বলা হয়েছে দরিদ্র মানুষের মাঝে বিতরণকৃত কম্বল প্রথম ধোয়ার পরেই আর ব্যবহারযোগ্য থাকে না। ৭০০ টাকার কম্বল বরাদ্ধ থাকলেও দেয়া হয়েছে ১৫০ টাকার কম্বল। সর্বস্তরে দুর্নীতির ভয়াল থাবা মানুষের ভোগান্তিকে বাড়িয়ে চলেছে।  

সেপ্টেম্বর ৩০, ২০২১, আরটিভি’র এক রিপোর্ট থেকে জানা যায় দেশে পুরুষদের মধ্যে ২২ শতাংশ এবং নারীদের মধ্যে ২৮ দশমিক ৮ শতাংশ অপুষ্টিতে ভুগছেন। একইসঙ্গে এক চতুর্থাংশ প্রবীণ অপুষ্টিতে ভুগছেন এবং অর্ধেকেরও বেশি প্রবীণ পুষ্টিহীনতার ঝুঁকিতে আছেন।

সম্প্রতি বগুড়ার মো. আলমগীর কবির নামে এক উচ্চ শিক্ষিত তরুণ 'শুধুমাত্র দু'বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই' বলে দেয়ালে দেয়ালে বিজ্ঞাপন সাটান যার মাধ্যমে সারাদেশের সার্বিক করুণ অবস্থাই উঠে এসেছে। 

প্রায়শই দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় ও অগুরুত্বপূর্ণ সফরে দলবেধে সরকারি চাকরিজীবীরা বিদেশ ভ্রমণ করছেন। কিন্তু এসব ব্যয়বহুল সফরের টাকাটা কিন্তু আসে মানুষের কষ্টার্জিত উপার্জন থেকে ভ্যাট, ট্যাক্স ও নানা উপায়ে আদায় করা টাকা থেকে। এসব বিলাসবহুল সফর বাদ দিয়ে এই টাকা জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যয় করাই দেশপ্রেম ও দায়িত্বশীলতার পরিচয়।  

এ যখন দেশের সার্বিক পরিস্থিতি তখন কেনো জার্মানি থেকে এসব পণ্য আনতে হবে? তারপর খোদ সরকারই বলছে দেশেই পর্যাপ্ত ভালোমানের বিছানা চাদর আর বালিশ কাভার তৈরি হচ্ছে।

তাহলে কার কী স্বার্থ এতে লুকিয়ে আছে?  কী মজা জার্মান চাদরে, বালিশ কাভারে?  


Thursday, February 10, 2022

নারায়ণগঞ্জ ও চাঁদপুরকান্ডের কি তদন্ত হবে!



গত কয়েকটি সংসদ অধিবেশনের প্রায় প্রতিটিতেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন উত্থাপিত হয়েছে। দেশের সব জেলায় কমপক্ষে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন সরকারের লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য কারা হবেন, কারা পাঠদানে নিযুক্ত হবেন, গবেষণায় কী পরিমাণ অর্থ বরাদ্দ হবে, সেসব বিষয়ে সরকারের খুব একটা মাথাব্যথা নেই। মেগা প্রকল্পের মতোই বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণ এসব বিশ্ববিদ্যালয় স্থাপনের মুখ্য উদ্দেশ্য বলেই মনে হয়।

গত কয়েক বছরে শিক্ষার মান যেখানে নেমেছে, আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে আমাদের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, দেশে তথাকথিত শিক্ষায় শিক্ষিত বেকারের যা পরিসংখ্যান, তাতে এটা স্পষ্ট, বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য মানসম্পন্ন শিক্ষার প্রসার যতটা না, তার চেয়ে অনেক বেশি অবকাঠামো নির্মাণ বাবদ কিছু লুটপাট আর দলীয় লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রতিটি আইনই তড়িঘড়ি করে পাস করা, যেখানে বিরোধী দলের ক্ষীণ কণ্ঠ খুব বেশি শোনা যায়নি, ব্রুট মেজরটির সংসদে আইনগুলো নিয়ে আলোচনারও খুব একটা সুযোগ ছিল না।

তেমনই একটি বিশ্ববিদ্যালয় ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রীর কাছের লোকদের দুর্নীতির খবরে গণমাধ্যম পূর্ণ হয়ে আছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকার ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়ার পর মাঠপর্যায়ে জমির অস্বাভাবিক মূল্য দেখে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের জন্য ১৩ সদস্যের কমিটি করে দেয়। সেই কমিটি নির্ধারিত মৌজার জমি বেচাকেনার দলিল পর্যালোচনা করে ১৩৯টি দলিল পায় ‘অস্বাভাবিক উচ্চমূল্যে’ (২০ গুণ বেশি দামে) রেজিস্ট্রি করা। এসব দলিল হয়েছে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত কার্যক্রম শুরুর পর। ওইসব দাগের বাইরে একই মৌজায় একই সময়ে সম্পাদিত ৪০টির বেশি জমি কেনাবেচার দলিল পাওয়া গেছে, যার মূল্য সরকারি মৌজা দরের কাছাকাছি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যে জায়গাটি ঠিক করা হয়েছে, কেবল ওইসব দাগের জমির দলিলে অস্বাভাবিক দাম দেখানো হয়েছে। আর ওইসব জমি কিনেছেন শিক্ষামন্ত্রীর আপন বড় ভাইসহ তার কাছের লোকজন।

দেশের বিরোধী দলের উত্থাপিত কোনো অভিযোগ মানেই সরকারের দৃষ্টিতে ‘নির্লজ্জ মিথ্যাচার’। এমনকি দেশের প্রতিষ্ঠিত মিডিয়ায় প্রকাশিত সমালোচনামূলক সংবাদকেও পাত্তা না দেওয়ারও প্রবণতা আছে সরকারের। তা ছাড়া যেকোনো কিছুতে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা সরকারের পুরনো স্বভাব। মজার ব্যাপার হচ্ছে এবারকার এই দুর্নীতির ক্ষেত্রে অভিযোগের তীর দেগেছে শিক্ষামন্ত্রীর নিজ দলের লোকজন।

চাঁদপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান দেশের একটি প্রতিষ্ঠিত অনলাইন পোর্টালে রীতিমতো কলাম লিখে এই দুর্নীতির তথ্য-প্রমাণ হাজির করেছেন। ‘অনৈতিহাসিক : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শত শত কোটি টাকার বাণিজ্য’ শীর্ষক কলামে তিনি লিখেছেন, ‘অনেক দিন থেকেই প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাবিপ্রবি) প্রতিষ্ঠা নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পাঁচ-ছয়শ কোটি টাকার বাণিজ্য হচ্ছিল অবাধে। এর পেছনে যেহেতু খোদ শিক্ষামন্ত্রীর ক্ষমতা ও তার ভাই-বেরাদর জড়িত তাই কেউ মুখ খুলছিল না।’

শিক্ষামন্ত্রীর নিজ জেলা চাঁদপুর আওয়ামী লীগের সভাপতিও একটি অনলাইন চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় একেবারে বিস্তারিতভাবে জানিয়েছেন, এই দুর্নীতির সঙ্গে শিক্ষামন্ত্রীর আপন বড় ভাই, মামাতো ভাই এবং তার সবচেয়ে কাছের রাজনৈতিক কর্মীরা জড়িত। আওয়ামী লীগের সভাপতি জানান, চাঁদপুরের জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয়ে এই অনিয়মের বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিয়েছেন। শুধু তা-ই নয়, তিনি দাবি করেন, ভূমি মন্ত্রণালয়ে দাখিল করা সেই রিপোর্ট তার সংগ্রহে আছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যথারীতি এসব অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু যেটা লক্ষণীয় তা হলো এসব অভিযোগ এসেছে তার নিজ দলের ভেতর থেকে। একই রকম ঘটনা আমরা দেখেছি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময়।

কিছুদিন আগে শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বরাবরের মতোই সেখানকার দুই প্রভাবশালী পরিবারের দুই সন্তান শামীম ওসমান এবং সেলিনা হায়াৎ আইভীর ‘যুদ্ধক্ষেত্র’ হয়ে উঠেছিল। এবারের নির্বাচনেও বরাবরের মতো শামীম ওসমানকে ‘গডফাদার’ তকমা দিয়ে তীব্র আক্রমণ করেন সেলিনা হায়াৎ আইভী। এই শব্দটি ব্যবহার নিয়ে কঠোর প্রতিক্রিয়া দেখান জনাব ওসমান। এর জন্য আইভীকে পরবর্তীকালে সাংবাদিকদের কাছে এই শব্দটি ব্যবহারের কারণ ব্যাখ্যা করতে হয়। বলাই বাহুল্য, তিনি তার অবস্থান থেকে সরে আসেননি।

প্রশ্ন হচ্ছে, আইভী যদি সঠিক হন, তাহলে নারায়ণগঞ্জের একটি সংসদীয় আসনে ক্ষমতাসীন দল দফায় দফায় একজন ‘গডফাদার’কে মনোনয়ন দিয়ে এমপি বানিয়ে যাচ্ছে। আবার এই অভিযোগ যদি সত্য না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের একজন খুবই পরিচিত নেতা এবং সংসদ সদস্যের বিরুদ্ধে ভয়াবহ এক মিথ্যা অভিযোগ করেছেন আইভী। এখানে ঘটনা যেটাই সত্য হোক না কেন সেটাই আওয়ামী লীগের জন্য অত্যন্ত বিব্রতকর সত্য প্রকাশ করে। এই পরিস্থিতি থেকে মুক্ত হতে হলে হয় ক্ষমতাসীন দলকে ‘গডফাদার’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিংবা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে আইভীর বিরুদ্ধে।

দুটি সাম্প্রতিকতম ঘটনার উদাহরণ দিলাম মাত্র। কিন্তু নিজ দলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে অন্য নেতার এই ধরনের অভিযোগ এটাই প্রথম নয়। গত কয়েক বছরের পত্রিকার পাতা উল্টালে উদাহরণ পাওয়া যাবে ভূরি ভূরি। কিন্তু আজ পর্যন্ত কোনো ঘটনার কোনো তদন্ত হয়েছে বলে শোনা যায়নি। কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।

সম্প্রতি প্রকাশ্যে আসা একটি খবরের কারণে ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত হয়ে আছে। ২০২০ সালের মে মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার লকডাউন ভেঙে তার সরকারি বাসভবনে পার্টির আয়োজন করেন। দেশের প্রধানমন্ত্রী হয়ে এভাবে আইন ভাঙার খবর প্রচণ্ড প্রতিক্রিয়া তৈরি করেছে সে দেশের রাজনীতিতে। তার পদত্যাগের দাবি উঠেছে বেশ জোরেশোরে। মজার ব্যাপার হচ্ছে বিরোধী দল, সাধারণ নাগরিক তো বটেই তার নিজ দলের অনেক সংসদ সদস্যও তার পদত্যাগের দাবি তুলেছেন। এ মুহূর্তে জনসনের সেই ঘটনাটির তদন্ত করছে লন্ডন পুলিশ। এই তদন্ত প্রভাব ফেলবে জনসনের প্রধানমন্ত্রী পদে থাকা না থাকার ওপর।

কোনো আর্থিক কেলেঙ্কারি নয়, কভিডের সময় লকডাউন ভাঙার মতো (বাংলাদেশের বিচারে অতি তুচ্ছ বিষয়) একটি ঘটনার তদন্ত হচ্ছে ইংল্যান্ডে, যার জেরে প্রধানমন্ত্রিত্ব হারানোর পরিস্থিতিতে পড়েছেন একজন প্রতাপশালী প্রধানমন্ত্রী। আমি মূর্খ নই, নই ইতিহাসবোধহীনও। তাই বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এমনকি কোনো মন্ত্রীর বিরুদ্ধেও এমন কিছু ঘটার দূরতম প্রত্যাশাও আমি করি না। কিন্তু এই বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারি কিংবা মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের বিচার, এমনকি তদন্তও হবে না? তাও আবার যে অভিযোগ কোনো মিডিয়া বা বিরোধী দল নয়, করেছে একই দলের গুরুত্বপূর্ণ সদস্য।


লেখক — ব্যরিস্টার রুমিন ফারহানা 
আইনজীবী, সংসদ সদস্য ও বিএনপিদলীয় হুইপ।
দেশ রূপান্তর/ফেব্রুয়ারি ১০,২০২২

Thursday, February 3, 2022

বিচারের প্রতি যদি অনাস্থা হয়

ইকতেদার আহমেদ


ভারতের সাহারা গ্রপ অব কোম্পানিসহ অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক সুব্রত রায়

একজন মানুষ তার মনের ভাব কথোপকথনের মাধ্যমে ব্যক্ত করতে পারে আবার কলমের দ্বারা কাগজে লিপিবদ্ধ করেও ব্যক্ত করতে পারে। কথোপকথনের মাধ্যমে ব্যক্ত ভাবের স্থায়িত্ব ক্ষণকাল। অপর দিকে কলম দ্বারা কাগজে লিপিবদ্ধ ভাবের স্থায়িত্ব দীর্ঘকাল। কলম দ্বারা লেখনীর কাজে যে দ্রব্যটি ব্যবহৃত হয় তা হলো কালি। কালি একটি রাসায়নিক পদার্থ। লেখনীতে আজকাল আগের মতো তরল কালির ব্যবহার নেই বললেই চলে। এখন সর্বত্র বলপয়েন্ট কলমের ব্যবহার। কালি শেষ হয়ে গেলে বলপয়েন্ট কলমের আর কার্যকারিতা থাকে না। তরল কালির কলমে কালি শেষ হওয়ার পর আবার কালি ভরার সুযোগ থাকায়, নষ্ট না হওয়া পর্যন্ত এ কলম কার্যকারিতা হারায় না।

বর্তমানে আমাদের চতুর্পাশে প্রাত্যহিক যা কিছু ঘটে তা আমরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে অতিদ্রুত জানতে পারি। উভয় মিডিয়ায় তথ্য উপস্থাপনে কালির ব্যবহার অপরিহার্য, যদিও তা আর আগের মতো তরল কালি নয়। একজন মানুষের কুকীর্তি কালির দ্বারা প্রকাশের কারণে তিনি নিন্দিত আবার একজন মানুষের সুকীর্তি কালির দ্বারা প্রকাশের কারণে তিনি নন্দিত। নিন্দিত আর নন্দিতের দোলাচলে সমাজ বহমান।

কালি যে শুধু লেখনীর মাধ্যমে কলঙ্কিত বা উদ্ভাসিত করে তা নয়; কালির আরো অভিনব ব্যবহার আছে। আর এ অভিনব ব্যবহার দেখা গেল একদা ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে। ভারতের সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২০ হাজার কোটি রুপি আত্মসাতের অভিযোগে আটক এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) ব্যবসায়ী সাহারাসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের মালিক সুব্রত রায়কে মামলা শুনানি সংশ্লেষে সুপ্রিম কোর্টের অঙ্গনে আনা হলে অকস্মাৎ মনোজ শর্মা নামক জনৈক আইনজীবী পুলিশ বেষ্টিত অবস্থায় তার মুখে এক দোয়াত তরল কালি নিক্ষেপ করলে সম্পূর্ণ মুখায়ব কালি দ্বারা লেপ্টে যায়। ভারতের মধ্য প্রদেশের ঐতিহাসিক স্থান গোয়ালিহর থেকে আগত সুপ্রিম কোর্টের এ আইনজীবী ইতঃপূর্বে কমনয়েলথ গেমস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত কংগ্রেস সংসদ সদস্য সুরেশ কালমাদিকে জুতা ছুড়ে অন্যায়ের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের বিষয়টি দেশবাসীকে জানিয়ে দিয়েছিলেন।

ভারতের শীর্ষ বিচারালয়ের একজন আইনজীবী পরপর দু’টি ঘটনায় আইনকে সমুন্নত রাখার পরিবর্তে কেন নিজের হাতে তুলে নিয়ে আদালতের সিদ্ধান্তের আগেই অন্যায়ের প্রতিবিধানে সচেষ্ট হলেন এ প্রশ্নে বিচারাঙ্গনের সাথে সংশ্লিষ্টদের মধ্য হতে যে তথ্য পাওয়া যায় তা খুবই হতাশাজনক। তাদের ভাষ্য অনুযায়ী অর্থের শক্তির কাছে আজ ন্যায়, নীতিকথা, বিচার সব কিছুই পদদলিত। আর এ আশঙ্কা থেকেই বিচারে কী হয় তা দেখার জন্য অপেক্ষা না-করে মনোজ শর্মার এ অভিনব প্রতিবাদ।

সুব্রত রায় ভারতের সাহারা গ্রপ অব কোম্পানিসহ অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক। সাহারা গ্রুপের ব্যবস্থাপনায় রয়েছে বিমান পরিবহন, আবাসন, পোশাক পণ্যসহ নানাবিধ ব্যবসাপ্রতিষ্ঠান। সুব্রত রায় হতদরিদ্র পরিবার থেকে আগত এবং অতি সাধারণ অবস্থা থেকে ফুলেফেঁপে তার ব্যবসা আজ ভারতজুড়ে বিস্তৃত। সুব্রত রায়ের ব্যবসায়িক সাফল্যের পেছনে যে ব্যবসাটি প্রধান অর্থের জোগান দিয়েছে তা হলো এমএলএম ব্যবসা। এ ব্যবসাটি থেকে লাভের প্রলোভনে পড়ে ভারতের লাখো-কোটি সাধারণ মানুষ যখন নিজেদের সঞ্চিত অর্থের সবটুকু প্রতিষ্ঠানটির হাতে তুলে দিলো তখন জানা গেল অভিনব উপায়ে প্রতারণা ও ফটকাবাজির মাধ্যমে অর্থ আত্মসাতের নানাবিধ কলাকৌশল।

এ ধরনের এমএলএম ব্যবসার সাথে আমাদের দেশের সাধারণ মানুষও কমবেশি অবহিত এবং ভারতের সাধারণ মানুষের মতো তারা প্রতারণার ফাঁদে পড়ে আজ সর্বস্বান্ত। আমাদের দেশের যেসব এমএলএম ব্যবসায়ীকে আইনের আওতায় এনে বিচারে সম্মুখীনের আয়োজন চলছে তাদের নেতৃস্থানীয়রা কারাবন্দী হলেও অসুস্থ না হওয়া সত্ত্বেও ভিআইপি মর্যাদায় পিজি হাসপাতালে প্রিজন সেলে দিব্যি আরাম-আয়েশের সাথেই দিনাতিপাত করছেন।

সুব্রত রায় পুলিশ কর্তৃক আটক হলেও একজন সাধারণ আসামিকে আটকাবস্থায় যেভাবে কারা অভ্যন্তরে থাকতে হয় এবং আদালতে হাজিরা সংশ্লেষে প্রিজন ভ্যানে করে জেলখানা থেকে আদালতে আনা-নেয়া করা হয় তার ক্ষেত্রে এখনো সেটি ঘটেনি। তাই অনেকে বলেন, ভারতের আইনও সুব্রত রায়ের কাছে অসহায়। আটকাবস্থায় তাকে রাখা হয়েছে ভিআইপি রেস্ট হাউজে এবং এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার সময় রাত্রিযাপনের প্রয়োজন দেখা দিলে তাকে রাখা হয় পাঁচতারকা হোটেলে। তার পরিবহনে নিয়োজিত রয়েছে মার্সিডিজ বেঞ্জ গাড়ির বহর। যদিও আটককালীন আবাসন ও পরিবহন সংক্রান্ত ব্যয় সুব্রত রায়ের প্রতিষ্ঠান বহন করছে; কিন্তু সে ক্ষেত্রে ভারতের সাধারণ জনগণের প্রশ্ন সাধারণ অপরাধী এবং সুব্রত রায়ের ক্ষেত্রে আইনের প্রয়োগ সমরূপ নয় কেন? আর সমরূপ না হয়ে থাকলে তাতে কি ভারতের সর্বোচ্চ আইন সংবিধান দ্বারা স্বীকৃত আইনের দৃষ্টিতে সমান- এ মৌল নীতিটির লঙ্ঘন হচ্ছে না?

সুব্রত রায় বছরকয়েক আগে এক লাখ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে আগমন পরবর্তী সাংবাদিকদের তিনি বলেছিলেন তার মাতুলালয় রাজধানী শহরে ঢাকার নিকটবর্তী মুন্সীগঞ্জ জেলায় এবং সে কারণে তিনি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগ প্রস্তাব উপস্থাপনকালীন তিনি সরকারকে অনুরোধ করেছিলেন ঢাকা শহরের সন্নিকটে তাকে যেন এক লাখ একর ভূমি আবাসন প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয়। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে এখানে ভূমির তীব্র সঙ্কট এবং সরকার সুব্রত রায়কে ভূমি অধিগ্রহণ করে দিতে সম্মত হলেও এক লাখ একর ভূমি সংস্থান যে দুরূহ তা খুব সহজেই বোধগম্য।

এখানে প্রাসঙ্গিক যে, আবাসনশিল্প খাতে আমাদের আবাসন শিল্পপ্রতিষ্ঠানগুলো সক্ষমতা অর্জন করেছে এবং বিগত ৩০ বছর ধরে তারা রাজধানী ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে তাদের কর্মপরিধি বিস্তৃত করে নান্দনিক বহুতলবিশিষ্ট আবাসিক, বাণিজ্যিক ও বিপণিবিতান নির্মাণে সফলতা পেয়ে আসছে। বাংলাদেশের আবাসনশিল্প উদ্যোক্তারা বলতে গেলে সক্ষমতার বিচারে শতভাগ সফল। সুব্রত রায় আমাদের আবাসনশিল্প খাতে যে বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন তার চেয়ে আকর্ষণীয় প্রস্তাব দেয়ার যোগ্যতা আমাদের আবাসনশিল্প খাতের প্রতিষ্ঠানগুলো রাখে। তাই দেখা গেল সুব্রত রায় প্রস্তাব দেয়া পরবর্তী আমাদের আবাসনশিল্প খাতের মালিকদের পক্ষ থেকেও সরকারকে অনুরোধ করা হয়েছিল; তাকে যদি একান্তই বিনিয়োগের সুযোগ দেয়া হয় তাহলে এমন সব খাতের ক্ষেত্রে দেয়া হোক যেসব খাতে আমরা পশ্চাৎপদ ও অনগ্রসর। সুব্রত রায় কেন বাংলাদেশে এসে এমন একটি খাতে বিনিয়োগের প্রস্তাব করলেন, যে খাতে আমরা শুধু দেশেই সক্ষম নই বরং এ সক্ষমতাকে পুুঁজি করে বিদেশেও নিজেদের সামর্থ্য প্রমাণের যোগ্যতা রাখি।

সুব্রত রায়ের বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে আমাদের দেশের সচেতন জনগোষ্ঠী এবং আমাদের সংবাদকর্মীরা সজাগ থাকার কারণে সরকারের অভ্যন্তরে যে ক্ষুদ্র মহলটি তাকে বিশেষ বাণিজ্যিক সুবিধা দিতে চেয়েছিল তারা সফল হতে পারেনি; কিন্তু এ ধরনের একজন বিতর্কিত ব্যবসায়ী কী করে আমাদের দেশে এসে সরকারের শীর্ষ নির্বাহীর সাক্ষাৎ পেলেন এবং সাক্ষাৎ দেয়ার পেছেনে কারা কলকাঠি নেড়েছেন তাদের মুখোশ জনসম্মুখে উন্মোচিত হওয়া উচিত। তা ছাড়া ক্ষমতাসীন দলের প্রভাবশালী কোন ব্যক্তির পুত্র সুব্রত রায়ের প্রতিষ্ঠানের বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি এ বিষয়টিও দেশবাসীর জানা প্রয়োজন।

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সফলতার কথা আলোচনায় এলে যে খেলাটির নাম সর্বাগ্রে উচ্চারিত হয় তা হলো ক্রিকেট। ক্রিকেটে আমাদের খেলোয়াড়রা বিভিন্ন সময়ে দেশের জন্য দুর্লভ সম্মান বয়ে এনেছেন; কিন্তু আজ আমাদের দেশের জনগণ অত্যন্ত দুঃখ-ভারাক্রান্ত এ কথা ভেবে যে, আমাদের ক্রিকেট খেলোয়াড়রা ভারতের বিতর্কিত এমএলএম ব্যবসায়ী সুব্রত রায়ের প্রতিষ্ঠান সাহারার নামসংবলিত জার্সি পরিধান করে দীর্ঘ প্রায় পাঁচ বছর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। সুব্রত রায়ের ব্যাপারে ভারতের সংবাদমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা বিবেচনায় নিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগেই ভাবা উচিত ছিল আমাদের জাতীয় ক্রিকেট দল ভিনদেশী একটি বিতর্কিত প্রতিষ্ঠানের নামসংবলিত জার্সি পরিধান করবে নাকি দেশী বা বিদেশী নিরপেক্ষ কোনো প্রতিষ্ঠানের নামসংবলিত জার্সি পরিধান করবে?

উল্লেখ্য, ইতঃপূর্বে আমাদের জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন কোমল পানীয় প্রতিষ্ঠানের নামসংবলিত জার্সি পরিধান করে দেশকে প্রতিনিধিত্ব করেছিল। বর্তমানে বাংলাদেশের এমন অনেক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, শিল্পপ্রতিষ্ঠান রয়েছে যাদের নামসংবলিত জার্সি বাংলাদেশ ক্রিকেট দল পরিধান করলে তারা গর্ববোধ করবে; কিন্তু তাদের সে সুযোগ থেকে বঞ্চিত করে কেন ভারতের বিতর্কিত শিল্পপ্রতিষ্ঠানের মালিককে এ সুযোগটি দেয়া হয়েছিল তা ভেবে দেশবাসী উদ্বিগ্ন।

চূড়ান্ত বিচারে সুব্রত রায়ের কী হবে, ভারতের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে তা সে দেশের মানুষের অজানা। কিন্তু আইনজীবী মনোজ শর্মা সুব্রত রায়ের মুখায়ব কালির কালিমায় আবৃত্ত করে অন্যায়ের প্রতিবিধানে যে উদাহরণ সৃষ্টি করেছেন তা অন্যায়কে মনে-প্রাণে ঘৃণা করেন ভারত ও ভারতের পাশের রাষ্ট্রগুলোর এমন লাখো-কোটি মানুষের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ দৃষ্টান্তটি যাদের ক্ষেত্রে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে তাদের জন্য আশা উদ্দীপক। আর তাই প্রতারণা ও ফটকাবাজির শিকারে সর্বস্বান্ত হয়ে হতাশার অতল গহ্বরে নিমগ্ন কেউ যদি আইনকে নিজের হাতে তুলে নিয়ে আমাদের দেশে অনুরূপ ঘটনা ঘটায় তাতে অবাক হওয়ার কিছু কি আছে?

 


  • লেখক সাবেক জজ, সংবিধান, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক। Email: iktederahmed@yahoo.com



জিয়াউর রহমান হচ্ছেন গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক

মো. মিজানুর রহমান




১৯৫৩ সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন জিয়াউর রহমান এবং এই বছরেই কমান্ডো ট্রেনিং লাভ করেন। ১৯৫৫ সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশন পান। তিনি একজন দক্ষ প্যারাট্রুপার ছিলেন। তিনি ১৯৬৩ সালে ডিএফআই অর্থাৎ সামরিক গোয়েন্দা বিভাগ-এ কয়েক মাস চাকরি করেন। ১৯৬৫ সালে পাক-ভারতযুদ্ধ শুরু হলে জিয়াউর রহমান খেমকারান রণাঙ্গনের বেদিয়ান-এ যুদ্ধরত ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এর একটি ব্যাটালিয়ান কোম্পানি আলফা কোম্পানির কমান্ডার এর দ্বায়িত্ব প্রাপ্ত হন। তিনি একজন তেজী, বুদ্ধিমান, বীর হিসেবে যুদ্ধে জয়লাভ করে পাকসেনা বাহিনীর মধ্যে দ্বিতীয় সর্বাধিক বীরত্বসূচক পদক লাভ করেন। ১৯৬৬ সালে পাকিস্তানের মিলিটারি একাডেমিতে পেশাদার ইনস্ট্রাকটর হিসেবে নিয়োগ পান এবং একই বছরে পশ্চিম পাকিস্তান স্টাফ কোয়াটার কলেজে কমান্ডো কোর্সে যোগ দেন। অতঃপর ১৯৬৯ সালে এপ্রিল মাসে সেনাবাহিনীতে মেজর পদ-এ পদোন্নতি পেয়ে জয়দেবপুর সাব-ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নে সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে যোগদান করেন এবং একই বছরে এডভান্সড মিলিটারি এন্ড কমান্ড ট্রেনিং কোর্সে উচ্চতর প্রশিক্ষণের জন্য পশ্চিম জার্মানিতে যান। সেখানে কয়েকমাস ব্রিটিশ আর্মির সাথেও কাজ করেন। তিনি ১৯৭০ সালে ফিরে আসেন এবং তাঁকে সেপ্টেম্বরে চট্টগ্রামে বদলি করা হয়। নিযুক্ত হন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে।

এরপর ঘটনাবহুল ঐতিহাসিক ১৯৭১ সালের মার্চ মাস। ২৫ মার্চ দিবাগত রাতে আমাদের ভূখণ্ডের সর্বজনীন মানুষের জীবনে নেমে আসে পাকহানাদার বাহিনীর ভয়ঙ্কর আক্রমণ । সেই আঁধারের মাঝে অকস্মাৎ আলোর ঝড় হয়ে উদ্ভাসিত হন মেজর জিয়াউর রহমান। তিনি দিশাহারা-নেতৃত্বহীন পদ্মা-মেঘনা-যমুনা বিধৌত বদ্বীপে ‘পাক-ভারত যুদ্ধ’ জয়ের  অভিজ্ঞতায় শানিত হয়ে স্বাধীনতাযুদ্ধের ভিত স্থাপন করেন। ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ‘We Revolt’ ঘোষণার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেন ও বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেন। পরর দিন তিনি চট্টগ্রামের কালুরঘাটে রেডিয়ো স্টেশন স্থাপন করে রেডিয়ো মাধ্যমের বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দেন। এরপর পর্যায়ক্রমে এক ও এগারো নম্বর সেক্টরে তিনি কমান্ডার হিসেবে দুধর্ষ যুদ্ধ করেন। এরপর সাতই জুলাই থেকে জেডফোর্স এর কমান্ডার হিসেবে অসংখ্য যুদ্ধ পরিকল্পণা ও বাস্তবায়ন করেন। যুদ্ধে বিজয় হলে তিনি সেনাবাহিনীতে ফিরে আসেন এবং আওয়ামী লীগের রাজনীতিবিদরা দেশ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য জিয়াউর রহমানকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয় এবং দেশ স্বাধীনের পর কুমিল্লায় ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত হন। অতঃপর ১৯৭২ সালে জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হন। ১৯৭৩ সালের মাঝামাঝিতে ‘বিগ্রেডিয়ার’ এবং পরে একই বছরে ‘মেজর জেনারেল’ হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন।

সে সময় তৎকালীন সরকারের মন্ত্রী-এমপি, নেতাকর্মীদের দুর্নীতি-লুটপাটের কারণে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা থেকে সরে এসে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে তাদের নিজ দলসহ সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে এবং তাদের অনুগত চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেয়। সেইসাথে ১৯৭৫ সালে সংবিধানের ১১৭ (ক) আর্টিকেল সংশোধনপূর্বক দেশে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বাকশাল গঠন করে এবং বাকশাল এর মাধ্যমে দেশ শাসন কায়েম করে। এরপর নেমে আসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহতা এবং আগস্টের ২৫ তারিখে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। শেখ মুজিব পরবর্তী দেশ শাসনে অস্থিতিশীলতা দেখা যায় এবং জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে গৃহবন্দি করে রাখা হয়। এরপর সাতই নভেম্বরে বিপ্লবের মাধ্যমে সিপাহি-জনতা খালেদ মোশাররফ নেতৃত্বাধীনদের পরাভূত করে জিয়াউর রহমানকে বন্দিত্ব থেকে মুক্ত করে এবং তাকে উপ-প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। তারপর ১৯৭৬ সালে ২৯ নভেম্বর জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন। ১৯৭৭ সালে ২১ এপ্রিল বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম এর কাছ থেকে তিনি প্রেসিডেন্টের দ্বায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ও উন্নয়নে একের পর এক ভিত গড়ে দিয়েছেন। কৃষি, শিল্প, শিক্ষা, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি, রাজনীতি, অর্থনীতি, আর্ন্তজাতিক এমন কোন সেক্টর নেই যে, অল্প সময়ের মধ্যেই সেখানে জিয়াউর রহমান এর হাত লাগে নি। 

জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক এবং একমাত্র মুক্তিযোদ্ধা রাষ্ট্রনায়ক।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার চল্লিশ দিন পর জিয়াউর রহমান স্বাধীন দেশে প্রথম ‘হ্যাঁ-না’ ভোট  করেন- যা ছিল গণতন্ত্রের বীজ বপন এবং ৯৯% হ্যাঁ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান শেখ মুজিবের রেখে যাওয়া রাষ্ট্র-যেখানে মানুষের অধিকার, মর্যাদা ভূলুণ্ঠিত, গণতন্ত্র নির্বাসিত, বিশৃঙ্খলাপূর্ণ ও শান্তিশৃঙ্খলাহীন এবং একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র এর প্রবর্তন করেন অর্থাৎ গণতন্ত্রের ভিত গড়েন এবং নতুন যুগোপযোগী রাজনীতির সূচনা করেন। যার ফলে আওয়ামী লীগও আবার নতুনভাবে আওয়ামী রাজনীতি করার সুযোগ পায়।

১৯৭৮ সালে ৩ জুন প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট হন।

১৯৭৮ সালে পহেলা সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি গঠন করেন-যার মূল চেতনা ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি বাংলাদেশের বাঙালি-অবাঙালি, সাঁওতাল, চাকমা, মুণিপুরী, খাসিয়া প্রভৃতি জাতি-উপজাতির জনগোষ্ঠীকে ভাষা, সংস্কৃতি, ধর্ম-বর্ণ, জাত-পাত এর সব কিছুর ঊর্র্ধ্বে সকল নাগরিকের প্রথম রাষ্ট্রীয় পরিচয় ‘বাংলাদেশী’ পরিচয়কে তুলে ধরেন এবং  মানুষের আশা-আকাঙ্ক্ষা  ও প্রত্যাশাকে সম্মান করে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ সংবিধানে প্রতিস্থাপন করেন যেখানে আমাদের নৃ-তাত্ত্বিক পরিচয় অক্ষুন্ন থাকে।

তিনি বিচার বিভাগের স্বাধীনতা অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং বাক-ব্যক্তি-সংবাদপত্রের স্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে দেন। তিনি ‘বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট’ ও সাংবাদিকতা ঘটিত অভিযোগ নিষ্পন্নের জন্য ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল’ প্রথম গঠন করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম জাতীয় প্রেসক্লাব এর ভিত্তি স্থাপন করেন এবং মিরপুরে সাংবাদিকদের জন্য বাইশ বিঘা জমি বরাদ্দ দেন।

তিনি কৃষিক্ষেত্রে বিপ্লব আনায়নের লক্ষে স্বল্পমুল্যে সেচ ব্যবস্থা প্রবর্তন করেন এবং ‘খাল কাটা ও পুনঃখনন’ কর্মসূচি চালু করেন। খামারে বিদ্যুতায়ন ও সার বিতরণ এর ব্যবস্থা করেন। যার ফলে এক ফসলি জমি দুই ফসল বা তিন ফসল এর জমি হয়ে ওঠে। সেই সাথে কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে প্রথম খাদ্যে সয়ংসম্পূর্ণ করে খাদ্য রপ্তানি পর্যায়ে উন্নীতকরণ করেন। 

তিনি পাটশিল্প, টেক্সটাইল মিল, কাগজ মিল, সার কারখানা, চিনিকল প্রভৃতি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার উদ্যেগ নেন। কলকারখানায় তিন শিফ্ট চালু করে শিল্প উৎপাদন বৃদ্ধি করেন এবং এ ক্ষেত্রে উত্তরোত্তর বৃদ্ধির জন্য ঢাকার মতিঝিলে বহুতল শিল্পভবন স্থাপন করেন। ফলে দেশের অর্থনৈতিক বন্ধ্যাত্ব দূর হয়।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অল্প সময়ে চল্লিশ লক্ষ মানুষকে অক্ষরদান করে গণশিক্ষার বিপ্লব ঘটান। দেশ গঠন ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তায় শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি গঠন করেন। মাদ্রাসা শিক্ষাকে সময়োপোযোগী করতে সিলেবাসে সায়েন্স, ইংরেজি, সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত করেন। অস্ত্রের ভয়-ভীতি, খুন, হল-দখল, সেশনজট, লাঞ্ছনা প্রভৃতির বিপরীতে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরে এনে মেধা ও মুক্তবুদ্ধিচর্চা এবং বিকাশের নতুন যুগের সূচনা করেন।

তিনি চিকিৎসার ক্ষেত্রে ২৭, ৫০০ পল্লী চিকিৎসক নিযোগ করে গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধি করেন। তিনিই ডায়াবেটিক হাসপাতাল স্থাপনে উৎসাহ প্রদান ও মহাখালীতে কলেরা হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এছাড়াও হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল, শিশু হাসপাতাল ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন।

তিনি চুরি-ডাকাতি-রাহাজানি বন্ধ করতে ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে, শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান ও গ্রামোন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপি গঠন করেন।

তিনি একেবারে গ্রামীণ পর্যায়ের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন এবং তৃণমূল পর্যায় থেকে দেশ গড়ার কাজে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ‘স্বনির্ভর গ্রাম সরকার ব্যবস্থা’ প্রবর্তন করেন।

দেশে উৎপাদন ও সমৃদ্ধি আনায়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হাজার হাজার মাইল রাস্তাঘাট নির্মাণ করেন।

দেশের জাতীয় আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাকশিল্প। রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম এই তৈরি পোশাকশিল্পকে রপ্তানিমুখী শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানই  প্রথম ১৯৭৬ সালে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ৮, ৫০০ জনের কর্মসংস্থানের মধ্যে দিয়ে বিদেশে শ্রমশক্তি রপ্তানির যাত্রা শুরু করেন।

বাংলাদেশ নদীমাতৃক হওয়ায় তিনিই ‘নদী গবেষণা ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেন।

তিনিই প্রথম সরকারি সহায়তায় ট্রলার কিনে সমুদ্রে মাছ ধরা ও তা বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করেন। ফলে আজকে এই ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়েছে। 

তিনিই প্রথম গ্রামীণ ও শহর অঞ্চলের নিম্ন আয়ের ও নিঃস্ব মানুষের জন্য বিনা জামানতে সরকারি  ঋণ প্রাপ্তির ব্যবস্থা করেন।

দেশের উৎপাদন ও উন্নয়নে তিনিই তাঁত ও ক্ষদ্র কুটির শিল্পের উন্নয়নে ভূমিকা রাখেন।

দেশের উন্নয়নে যুবকরা যেন ভূমিকা রাখতে পারে এবং বিপথে না যায় তাই তিনিই প্রথম যুবকদের কার্যপোযোগী প্রশিক্ষণ ও যুগোপযোগী উন্নয়নের লক্ষ্যে ‘যুব উন্নয়ন মন্ত্রণালয়’ গঠন করেন। 

দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী। তাই তাদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে তিনিই প্রথম ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করেন এবং জাতীয় আসনে নারী আসন বৃদ্ধি ও চাকরিতে নারী কোটা বৃদ্ধি তারই অবদান।

রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতায় দেশের প্রতিটি নাগরিকের স্ব-স্ব ধর্ম নির্বিঘ্নে পালনের জন্য তিনিই প্রথম ‘ধর্ম মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেন। বহু ধর্মীয় মুল্যবোধের নিদর্শনস্বরূপ তিনি চিন থেকে অতীশ দ্বীপঙ্কর ও শ্রীজ্ঞানের দেহভস্ম বাংলাদেশে আনেন এবং একটি স্মৃতিসৌধ স্থাপন করে রক্ষণাবেক্ষণ করেন। 

দেশকে আধুনিকায়নে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি সাধনে  তিনিই প্রথম ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’ সৃষ্টি করেন। 

তাঁর সময়ে দেশে প্রথম বিটিভি’তে রঙিন ট্রান্সমিশন প্রচার চালু হয় এবং এফডিসিতে ক্যালার ল্যাব স্থাপন করা হয়। নিজস্ব সংস্কৃতি বিকাশে এবং অপসংস্কৃতি থেকে বিরত রাখতে রাষ্ট্রীয় অনুদানে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করার বিষয়টি জিয়াউর রহমানই প্রথম চালু করেন। গাজীপুরে এফডিসি স্থাপনের জন্য তিনিই প্রথম জমি বরাদ্দ দিয়েছিলেন। দেশীয় সংস্কৃতিকে আর্ন্তজাতিক পরিম-লে তুলে ধরার জন্য তিনিই শিল্পি, সাহিত্যিক, কবিদের বিদেশ সফরের ব্যবস্থা করেছিলেন।

তিনিই শিশুদের সুষ্ঠু বিকাশ ও বিনোদনের জন্য সত্তর দশকের শেষের দিকে ‘শিশু পার্ক’ স্থাপন করেন। শিশুদের প্রতিভা বিকাশ ও প্রশিক্ষণের জন্য ‘শিশু একাডেমি’ এবং নিজস্ব সংস্কৃতিতে শিশুদের ভবিষ্যৎ গড়ার লক্ষে বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুড়ি’ প্রতিযোগিতার সৃষ্টি করেন।

১৯৭৯ সালে তিনিই একুশে বইমেলাকে বাংলা একাডেমির দ্বায়িত্বে নিয়ে আসেন এবং সে সময় থেকেই একুশে বইমেলা রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।

স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পদক, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান জিয়াউর রহমানই চালু করেন। 

জিয়াউর রহমানই কবি কাজী নজরুল ইসলামকে নিজ হাতে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন এবং ১৯৭৬ সালে জাতীয় কবি হিসেবে ঘোষণা করেন। কবি মারা গেলে তার মরদেহ কাঁধে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দাফন করেন এবং নিজে লাশ নিয়ে কবরে নামেন। এছাড়াও ফার্মগেট থেকে শাহবাগ কবির মাজার পর্যন্ত পায়ে হেঁটে এসে তিনিই এই রোডের নামকরণ করেন ‘কাজী নজরুল ইসলাম এভিনিউ’।

তিনিই বিশ্ববিখ্যাত মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলীকে বাংলাদেশে আনেন এবং সন্মানজনক ‘নাগরিকত্ব’ প্রদান করেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর অবদানের ফলে জাতিসংঘের সদস্যলাভের মাত্র চার বছর পর অর্থাৎ বাংলাদেশের মাত্র ৭ বছর বয়সে জাপানকে হারিয়ে ‘নিরাপত্তা পরিষদের সদস্যপদ’ লাভ করে।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কল্যাণে ‘তিন সদস্যবিশিষ্ট আল-কুদস কমিটি’তে  বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়।

দক্ষিণ এশীয় অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষে তিনিই সর্বপ্রথম ‘সার্ক’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন।

এছাড়াও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সমবায়ের মাধ্যমে জাতীয় উন্নয়ন, শক্তিশালী স্বশস্ত্র বাহিনী গঠন, মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও পুনর্বাসন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশ ও পৃষ্ঠপোষকতাদানে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর অবদান অনস্বীকার্য। তিনি যথার্থভাবে উৎপাদন বাড়িয়ে খাদ্যে সয়ংসম্পূর্ণতা এনেছিলেন এবং উন্নয়নস্বরূপ ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে পরিণত করেছিলেন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সার্বিক উন্নয়নে যে ‘ঊনিশ দফা’ পেশ করেছিলেন যা এদেশের গণমানুষের মুক্তির সনদ, দেশে আজ অবধি যতো উন্নয়ন বা উন্নতিই হোক না কেন তা আজো মনেহয় সেই “১৯ দফা’রই বহিঃপ্রকাশ। রাষ্ট্রপতি শহিদ  জিয়াউর রহমানই একটি আধুনিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে অনন্য ভূমিকা রেখেছিলেন। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে একটি সমন্বিত সমাজ গঠন করেছিলেন। শিল্পায়ন, শিক্ষাঙ্গন, উৎপাদন- প্রায় সব ক্ষেত্রেই রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান সফলতার স্বাক্ষর রেখে ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ ঘুচিয়ে একটি সম্ভাবনাময় উদীয়মান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নবজন্ম রূপায়ন করেছিলেন এবং উন্নয়নকামী এ দেশকে সার্বিক উন্নয়নের রাজপথে পরিচালিত করতে পেরেছিলেন। অতএব এ কথা অবশ্যই স্বীকার্য যে, দেশ গঠনে-রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান- গণতন্ত্র ও উন্নয়নের ভিত গড়ে দিয়েছেন।

                                                   

  • লেখক সাংবাদিক ও কলামিস্ট।


Monday, January 17, 2022

খালেদা জিয়ার মুক্তির বিষয় রাজপথেই ফয়সালা হবে

— ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয় রাজপথেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।


সোমবার, জানুয়ারি ১৭, ২০২২, নয়া দিগন্তকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য বিএনপির সামনে তিনটি পথ। একটি হলো- আইনি পথে মোকাবেলা করা। আইনের দিকে তাকালে দেখা যায়, জামিনের সকল শর্ত পূরণ করলেও চেয়ারপারসনের জামিন হচ্ছে না। যে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে এ ধরনের মামলায় হরদম জামিন হয়, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন হয়নি। সুতরাং বিচার বিভাগ যে সম্পূর্ণ নির্বাহী বিভাগের অধীনে চলে এটা প্রধান বিচারপতি সিনহার ঘটনা থেকে পরিষ্কার। আর বাকি থাকে ৪০১ ধারা কিংবা রাজপথ। ৪০১ ধারায় আবেদন করা হয়েছে এবং বারবার সরকারের কাছে বলা হয়েছে মানবিকভাবে বিষয়টি দেখার জন্য। এবং অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন দেশের বাইরে যেতে দেয়া হয়, সেটার জন্য বারবার বলা হয়েছে। সেটা সরকার কর্ণপাত করছে না। আমাদের হাতে এখন রাজপথ খোলা আছে এবং রাজপথেই বিষয়টা ফয়সালা হবে।’

সরকার বেগম খালেদা জিয়াকে কেন বিদেশে যেতে দিচ্ছে না বলে মনে করেন- এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘সরকার ভীতু, গত তিন বছর তিনি সরকারের হেফাজতে আছেন। যে মানুষটি হেঁটে গাড়িতে উঠল, কারাগারে গেল সেই মানুষটি এখন নিজের পায়ে দাঁড়াতে পারে না। তার উপরে তিন বছরে কী নির্যাতন হয়েছে আমরা জানি না। সেটা সরকারকে জবাব দিতে হবে। এছাড়া ওনার ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের সমস্যা ছিল, কিন্তু লিভারের সমস্যা কোনোদিন শোনা যায়নি। ওনার হঠাৎ করে লিভার সিরোসিসের মতো এত বড় একটা সমস্যা হয়ে গেল কি করে! এবং সে সময় হলো যখন তিনি সরকারের হেফাজতে। সুতরাং তিনি বাইরে গেলে অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে বেরিয়ে আসবে তাকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা। এসব ক্ষেত্রে সরকারের হয়তো এক ধরনের ভীতি কাজ করছে। আর জিয়া পরিবারের ব্যাপারে সরকার সবসময় ভীতু। সরকার দু’জনকে খুব ভয় করে- একজন বিএনপি চেয়ারপারসন আর অন্যজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা নিতে দিচ্ছে না আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না।’

করোনার নতুন ভ্যারিয়েন্টকে কেন্দ্র করে নতুন করে লকডাউনের গুঞ্জনের বিষয় তুলে ধরে বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, ‘সরকারকে একটা কথাই আমি বলব, লকডাউন দেয়ার আগে আপনি প্রান্তিক মানুষের কথা মাথায় রাখবেন। করোনা আগে যেখানে আমাদের ২০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল সেটা করোনার পরে এখন ৫০ শতাংশে গিয়ে উপনীত হয়েছে। অর্থাৎ দেশের অর্ধেক মানুষ তথা আট থেকে সাড়ে আট কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এটা আমার কথা না, এটা গবেষণা সংস্থাগুলোর কথা।’

তিনি বলেন, ‘করোনাকালে প্রান্তিক মানুষের জন্য সরকারের কোনো বরাদ্দ আমরা দেখি নাই। যে আড়াই হাজার টাকা সরকার দিয়েছে সেটা একেবারেই অপ্রতুল। দিনের পর দিন লকডাউন যদি চলে তাহলে তা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা তারা সাফার করে।’

এসময় তিনি আরো বলেন, রিকশাওয়ালা, ছুটা বুয়া, গার্মেন্টস শ্রমিক, ভ্যানে সবজি বিক্রেতারা তাদের নিয়ে সরকারকে কখনো খুব উদ্যোগী দেখি না আমরা। সরকার তেলে মাথায় তেল দেয়। সরকার বড় বড় ইন্ড্রাস্ট্রিয়ালকে প্রণোদনা দেয়, একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য সরকারের কোনো সহযোগিতা থাকে না।

আইনশৃঙ্খলা কর্মকর্তাদের বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয় তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এই সরকার মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতায় টিকে আছে। এই দেশে রাষ্ট্রীয় মদদে খুন এবং বিচারবহির্ভূত হত্যা করা হয়। সরকার সবসময় এগুলো অস্বীকার করেছে। আজকে আন্তর্জাতিকভাবে এসব প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘আজ মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলন হয় অথচ বাংলাদেশ সেখানে আমন্ত্রণ পায় না। বাংলাদেশের সঙ্গী হয়েছে মিয়ানমার ও উত্তর কোরিয়ার মতো দেশ। আমরা যেটা বলছিলাম, মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার হরণ করা হয়েছে, বাংলাদেশে ন্যায়বিচার নেই, আইনের শাসন নেই, সুবিচার নেই- এগুলো এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত।’

বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির পালন করা কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘আমি এটিকে ইতিবাচক হিসেবে দেখছি। আমি বিশ্বাস করি বিএনপির হারানোর কিছু নেই। গত ১২ বছরে বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সরকার যেভাবে নির্যাতন চালিয়েছে এবং বিএনপিকে নিশ্চিহ্ন করার যত রকমের ষড়যন্ত্র করেছে তার সবগুলো মোকাবেলা করে বিএনপি একটা শক্তিশালী অবস্থানে আসছে। এখন আর বিএনপির হারাবার কিছু নেই। এখন ডু ওর ডাই। আমরা এখন আর সরকারকে কোনো দিকে ওয়াকওভার দিবো না- ইনশাআল্লাহ।’

দেশের সার্বিক ‍পরিস্থিতিতে রাজনৈতিক দল হিসেবে এখন বিএনপির কি করণীয়? - রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির এখন সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত দেশে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। আমি বলব বিএনপি সেই লক্ষ্যে এগুচ্ছে। রাষ্ট্রপতির লোকদেখানো যে সংলাপ হচ্ছে সেটা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল বর্জন করেছে। আমাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনকেন্দ্রিক। একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থ করা, যাতে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। আমরা এটা বলছি না যে, আপনারা ধানের শীষে ভোট দেন, আমরা বলছি আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।’

নয়া দিগন্ত/ জানুয়ারি ১৭,২০২২

Friday, December 17, 2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে শহিদ জিয়ার ১৯ দফা

— অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম 

সম্পাদনায় অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান

 

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এসে বাংলাদেশের বর্তমান প্রজন্মের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখার সৌভাগ্য হয়নি। কিন্ত তারা হাড়ে হাড়ে অনুভব করেছে একটি বিষয় তা হচ্ছে ‘জিয়া এমনই এক নাম যাকে শত-সহ¯্র প্রচেষ্টার পরেও বাংলার ইতিহাস থেকে মুছে ফেলা অসম্ভব’। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে এই মহান রাষ্ট্রনায়কের গৃহীত অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি ছিল ১৯ দফা কর্মসূচি। মুক্তিযুদ্ধের পর প্রায় ৫০ বছর পার করে এসে আজও এই ১৯ দফা কতটা প্রাসঙ্গিক, কত গুরুত্ববহ আর যৌক্তিকতার মানদণ্ডের অপরিহার্য বাস্তব তা বলার অপেক্ষা রাখে না। 

মুক্তিযুদ্ধ উত্তরকালের স্বাধীন একটি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদী চেতনা খুব বেশি প্রয়োজন তাতে সন্দেহ নেই কিন্তু ক্ষুধার্ত মানুষের নিকট তা অর্থহীন। তাইতো প্রেসিডেন্ট জিয়া ১৯৭৭ সালের ৩০ এপ্রিল জনগণের অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে ১৯-দফা কর্মসূচি দেন। এর মধ্যে অন্তর্ভূক্ত ছিল সাধারন মানুষ, কৃষক, শ্রমিক এবং সরকারি কর্মচারি সকলেরই ভাগ্যোন্নয়নের ব্যবস্থা। তার অসামান্য মেধা, প্রজ্ঞা ও শ্রম দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে তলাবিহীন ঝুড়িকে পরিণত করলেন অপার সম্ভাবনার দেশ হিসেবে। এ প্রসঙ্গে ইরানের বহুল প্রচারিত ফারসি ভাষার দৈনিক এতেলাত-এ এক নিবন্ধে বলা হয়, ‘চল্লিশ বছর বয়স্ক জেনারেল এক বছর তিন মাস ধরে দায়িত্বে রয়েছে। এই সময় বাংলাদেশের অবস্থা পাল্টে গেছে। দারিদ্র ও আশ্রয়হীনতার অসুরটাকে জিয়াউর রহমান থামিয়ে দিয়েছে।’ এ নিবন্ধটি রচনা করেন হংকংস্থ সংবাদদাতা সাফাহেরী (দৈনিক বাংলা, ৭ মার্চ ১৯৭৭)।

জিয়াউর রহমানের চরিত্রের একটি অনন্য দিক এই যে, তিনি দেশের সমস্যা অনুধাবন করার জন্য এবং এগুলোর সমাধানের পথ খোঁজার জন্য যথেষ্ট সময় ব্যয় করতেন। জনগণের অর্থনৈতিক মুক্তির উদ্দেশ্যে তিনি যে ১৯-দফা কর্মসূচি দেন তা তাঁর এই চিন্তারই ফসল। এই ১৯-দফা কর্মসূচিকে দেশের মানুষ তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক মুক্তির সনদ হিসেবে গ্রহণ করেছিল। অনেক রাষ্ট্রনীতিবিদরা এ ১৯-দফা কর্মসূচিকে একটি যুগোত্তীর্ণ‘ভিশন’ হিসেবে আখ্যায়িত করেছেন। শহীদ জিয়ার নেতৃত্বে ১৯-দফা কর্মসূচি খুব অল্প সময়ে সরকার ও সাধারণ মানুষের মধ্যে একটি প্রাণের সেতুবন্ধন তৈরি করেছিল যা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

১৯-দফা কর্মসূচির প্রত্যেক দফা পর্যালোচনা করলে দেখা যাবে রাষ্ট্রনায়ক জিয়ার অসামান্য দূরদৃষ্টি ও প্রজ্ঞা। পাঁচ (০৫) দশক পরেও ১৯ দফা এখনও আমাদের দেশের জন্য সমান প্রাসঙ্গিক। জিয়াউর রহমানের ১৯-দফাকে সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য গাইড হিসেবে দেখলেই শুধু এর প্রতি সুবিচার করা সম্ভব। জিয়াউর রহমানের শহীদ হওয়ার মধ্য দিয়ে তার ১৯-দফা বাধাগ্রস্থ হয়েছিল নিঃসন্দেহে, তবে থেমে থাকেনি। এরশাদের ০৯ (নয়) বছরের স্বৈরাচারী শাসনের পর ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে ১৯-দফার বাস্তবায়ন প্রক্রিয়া আরও বেগবান হয়। খালেদা জিয়া ১৯৯১-৯৬ মেয়াদে নারী শিক্ষাজগতে বৈপ্লবিক পরিবর্তন আনেন। এই মেয়াদ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, উš§ুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্মরণীয়। এছাড়াও সুশাসন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নের জন্য খালেদা জিয়ার এই সময়ের শাসনামল দেশে বিদেশে প্রশংসিত হয়। ১৯৯৬-২০০১ সালের সন্ত্রাসের শাসনামলের বিভীষিকা কাটিয়ে বেগম খালেদা জিয়ার ২০০১-২০০৬ মেয়াদের রাষ্ট্র পরিচালনা পরিচিতি পেয়েছে মূলতঃ সন্ত্রাস দমনে সফলতা, পরিবেশ সংরক্ষণে প্রশংসণীয় উদ্যোগ, গণমুখী পররাষ্ট্রণীতি, তথ্য প্রযুক্তির সম্প্রসারণ, স্থিতিশীল আর্থিক কাঠামোর জন্যই।

১৯-দফা

১। সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখন্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। ভূ-রাজনৈতিক কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তার স্বাধীনতা, অখন্ডতা, সার্বভৌমত্ব ও সীমান্তে নিরাপত্তার বিষয় বিবেচনা করে প্রথম দফাতেই তার সুস্পষ্ট উল্লেখ করেছেন। রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যন্তরিণ ও আন্তর্জতিক ভিত্তি মূলতঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই গড়ে তুলেছেন। এজন্য তিনি একদিকে বাংলাদেশী জাতীয়তাবাদ ও অন্যদিকে সবার সঙ্গে বন্ধুত্ব নীতিতে কাজ করেছেন।

২। শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র জাতীয় জীবনে সর্বাত্মক প্রতীফলন। দেশের সংখ্যাগুরু মানুষের আদর্শকে শ্রদ্ধা করে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ (পরম দয়ালু, দয়াময় আল্লাহর নামে) সংযোজন করেছিলেন। ১৯৭২ সালের সংবিধানের একটি মূলনীতি ধর্মনিরপেক্ষতাকে প্রতিস্থাপন করে সংবিধানের ৮(১) এবং ৮(১ক) অনুচ্ছেদে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস অংশটিও যুক্ত করেছিলেন জিয়াউর রহমান।

১৯৭৬ সালের ১৩ মার্চ রামপুরা টেলিভিশন ভবনে বেতার ও তথ্য বিভাগের পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে শহীদ জিয়া বলেছিলেন, “আমরা সকলেই বাংলাদেশী। আমরা প্রথমে বাংলাদেশী এবং শেষেও বাংলাদেশী”। এই মাটি আমাদের, এই মাটি থেকে আমাদের অনুপ্রেরণা আহরণ করতে হবে। জাতিকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। ঐক্য, শৃঙ্খলা, দেশপ্রেম, নিষ্ঠা ও কঠোর মেহনতের মাধ্যমেই তা সম্ভব (দৈনিক বাংলা, ১৪ মার্চ ১৯৭৬)।

প্রেসিডেন্ট জিয়া সবসময় ধর্ম নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করতে নিষেধ করতেন। ১৯৮০ সালের সেপ্টেম্বরে একটি কর্মশালা উদ্বোধনকালে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘কোনো রাজনৈতিক আদশর্, ধর্মকে ভিত্তি করে হতে পারেনা। একটা অবদান থাকতে পারে কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনই রাজনীতি করা যেতে পারেনা। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ।’

৩। সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গঠন করা। আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে একটি সম্মানজনক আসনে সমাসীন করা এবং তৃতীয় বিশ্বের রাজনীতিতে বাংলাদেশের ভুমিকাকে অর্থবহ করে তোলার জন্য তিনি নিরলস ও অভূতপূর্ব ভূমিকা রাখেন। উল্লেখ করা যেতে পারে, ১৯৮০ সালে জাতিসংঘের বিশেষ সাধারণ অধিবেশনে ভাষণ দেন। মুক্তবাজার অর্থনীতি অনুসরণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের ব্যাপক উন্নয়ন ঘটে। ফলে বাংলাদেশ জাপানকে হারিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়। 

৪। প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রমে ও আইন শৃংখলা রক্ষার ব্যাপারে জনগণের অংশগ্রহন নিশ্চিত করা। নিরাপত্তার ক্ষেত্রে শহীদ জিয়ার আরেকটি অবদান হলো নাগরিক বাহিনী গঠনের চিন্তা বাস্তবায়ন করা। গ্রামোন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ ও চুরি, ডাকাতি, রাহাজানি বন্ধ করতে এক কোটি নারী ও পুরুষকে সাধারণ সামরিক প্রশিক্ষণদানের লক্ষ্যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। শিক্ষা প্রতিষ্ঠানে ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) গঠনের মাধ্যমে দেশগঠন ও নিরাপত্তায় ছাত্রছাত্রীদের ভূমিকা রাখার সুযোগ করে দেন।

৫। সর্বোচ্চ অগ্রাধিকার-এর ভিত্তিতে কৃষি উন্নয়ন-এর মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা। সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার সমন্বয় ঘটিয়ে ১৪০০ খাল খনন ও পূনর্খনন করে দেশে কৃষি বিপ্লব ঘটান। কাজের জন্য জনগণকে সংগঠিত ও অনুপ্রাণিত করতে প্রেসিডেন্ট জিয়া প্রায়ই গ্রামে-গঞ্জে সফর করতেন। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের সুজান গ্রিন ঢাকা থেকে পাঠানো এক ডেসপাচে লিখেছিলেন, ‘সাম্যের প্রতীক ও সৎ লোকরূপে ব্যাপকভাবে গণ্য জিয়াউর রহমান স্বনির্ভর সংস্কার কর্মসূচি শুরু করে বাংলাদেশের ভিক্ষার ঝুড়ি ভাঙার প্রথম পদক্ষেপ নিয়েছেন।’

৬। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করা। ১৯৭৯ সালে বিচিত্রার সাথে আলাপকালে দেশপ্রেমিক জিয়াউর রহমান বলেছিলেন, তাঁর রাজনীতির মূল লক্ষ্য হবে মানুষের ভাগ্য উন্নয়ন। তাঁর ভাষায়, “বাংলাদেশী জাতীয়তাবাদই হবে রাজনীতির মূল ভিত্তি, জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য।” শহীদ জিয়া বিশ্বাস করতেন বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া কোনো কঠিন কাজ নয়, চাই শুধু অদম্য ইচ্ছা। মালয়েশিয়ার দৈনিক ‘বিজনেস টাইমস’-এ প্রকাশিত এক ডেসপাচে বলা হয় “অতীতে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত করেছিল যে মহামারী সমস্যাগুলো, প্রেসিডেন্ট জিয়া কার্যতঃ সেগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।” (দৈনিক ইত্তেফাক, ৪ নভেম্বর ১৯৭৯)। 

৭। দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় নিশ্চিত করা। ১৯৮০ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ হ্যান্ডলুম বোর্ডের হস্তচালিত তাঁতবস্ত্র ও সরঞ্জামাদির উন্নত কেন্দ্র উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়া বলেন,“...বর্তমানে দেশের বস্ত্রশিল্প সম্পূর্ণভাবে বিদেশ থেকে আমদানি করা তুলার উপর নির্ভরশীল। এ অবস্থায় বস্ত্রে স্বয়ংসম্পূর্ণ হতে হলে আমাদের অবশ্যই দেশের ভিতর প্রয়োজন অনুযায়ী তুলা উৎপাদন করতে হবে। এছাড়া বস্ত্রের সামগ্রিক চাহিদা মেটাতে আমাদের তাঁতজাত পণ্যের উৎপাদন দ্বিগুণ করতে হবে। প্রতিটি গ্রামে তুলা উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন যে, হস্তচালিত তাঁতে এসব তুলা দিয়ে গ্রামাঞ্চলেই কাপড় তৈরি করা যায় এবং এভাবে দেশের কাপড়ের মৌলিক চাহিদা পূরণ হতে পারে।” 

৮। কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে গৃহ বা বাসস্থান অন্যতম। দেশে বসবাসরত প্রত্যেক নাগরিকদের জন্য গৃহ থাকা বাঞ্ছনীয়-এ সত্য উপলব্ধি করে শহীদ জিয়া সবার জন্য তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, থাকার জায়গা হলে মানুষ তার জীবন জীবিকার ব্যবস্থা করতে পারবে। 

৯। দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে সরকারি উদ্দ্যোগে দেশব্যাপী চালু করেছিলেন গণশিক্ষা। নিরক্ষরতা দূরীকরণে ছেপেছিলেন ০১ (এক) কোটি বই। গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে মাত্র দেড় বছরে ৪০ (চল্লিশ) লাখ বয়স্ক মানুষকে নতুন করে লেখাপড়া শিখিয়েছিলেন। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্র পড়াশোনার পরিবেশ ফিরিয়ে এনেছিলেন।

১০। সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার ব্যাবস্থা করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে জনগণের স্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত ২০০০ সালের মধ্যে “সবার জন্য স্বাস্থ্য” এই অংগীকার বাস্তবায়নে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেন। পল্লীর জনগণ যেন সুচিকিৎসা পায় সেজন্য তিনি পল্লী চিকিৎসক ব্যবস্থা প্রবর্তন করেন। মাত্র ১ বছরেই ২৭৫০০ পল্লী চিকিৎসক প্রশিক্ষণ শেষে নিয়োগ করে গ্রামীন জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধি করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগ্রহ ও ঐকান্তিক ইচ্ছায় বিশেষ অধ্যাদেশের মাধ্যমে ১৯৭৮ সালে প্রতিষ্ঠা লাভ করে ডায়রিয়া চিকিৎসা ও জনস্বাস্থ্য গবেষণায় অনন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি। এটি কলেরা হাসপাতাল নামেও সাধারণ মানুষের কাছে পরিচিত। এছাড়া জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, নিপসম ((NIPSOM: National Institute of Preventive and Social Medicine)) এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, ইপিআই (EPI: Expanded Program on Immunization) প্রতিষ্ঠিত হয় প্রেসিডেন্ট জিয়ার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতাতেই। ১৯৭৯ সালের ৭ এপ্রিল ইপিআই থেকে বাংলাদেশে এক (০১) বছরের কম বয়সী সকল শিশুদের বহুল সংক্রামক রোগ যক্ষা, ডিপথেরিয়া, হুপিংকাশি, হাম, পোলিও-মায়েলাইটিস এবং মা ও নবজাতকের ধনুষ্টংকার রোগের টিকা দেওয়া শুরু হয়।

শহীদ জিয়া উপলব্ধি করেছিলেন যে, আলমা আতা ঘোষণার আলোকে প্রাথমিক স্বাস্থ্য সেবা (চঐঈ) বাস্তবায়নের মূল লক্ষ্য হলো গ্রামীন জনগণের স্বাস্থ্যের উন্নয়ন। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণের ধারনাটির প্রবর্তন এবং তা বাস্তবায়নের উদ্যোগ তিনিই প্রথম নিয়েছিলেন। গ্রামীন জনগণের স্বাস্থ্য উন্নয়নে তৎকালীন থানা ডিসপেন্সারিসমূহকে আধুনিক থানা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তরণের প্রক্রিয়া শুরু করেছিলেন শহীদ জিয়া।

১১। সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা। রাষ্ট্রীয় চাকরিতে নারীদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষিত রাখার বিধান করেছিলেন জিয়াউর রহমান। যুবসমাজকে সুসংগঠিত এবং উৎপাদনমূখী শক্তিতে রূপান্তর ও জাতীয় উন্নয়নের মূল ধারায় অবদান রাখার জন্য জিয়াউর রহমান ১৯৭৮ সালে যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পুনঃনামকরণ করা হয়।

১২। দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান। বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য ১৯৭৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ চালু করেন শহীদ জিয়া। তিনি ১৯৭৯ সালে জাতীয়কৃত শিল্পকারখানাকে বেসরকারি খাতে হস্তান্তর করেন। শিল্প-কারখানাগুলো ফিরে পায় প্রাণ, কর্মসংস্থান হয় লক্ষাধিক মানুষের। ১৯৮০ সালে বিরাষ্ট্রীয়করণ আইন পাশ করেন। বিরাষ্ট্রীয়করণের ফলে জাতীয় লোকসান সেই সময়ে সহনীয় পর্যায়ে নেমে আসে। অভ্যন্তরীণ জাতীয় উৎপাদন, জাতীয় প্রবৃদ্ধি, জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি পায়। 

১৩। শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা। শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য সরকারি কলকারখানায় ০৩ (তিন) শিফ্টে কাজ শুরু হয় শহীদ জিয়ার সময়েই। তিনি শ্রমিকদের বেতন বাড়ানো এবং বছরে ছুটি ও বোনাসের ব্যবস্থা করেছিলেন। শ্রমিক-মালিকদের অধিকার নিয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত হলে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা আরো শক্তিশালী হতো।

১৪। সরকারি চাকুরীজীবিদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। শহীদ জিয়া উপলব্ধি করেছিলেন যে, জনগণ সকল ক্ষমতার উৎস, যদি জনগণ শক্তিশালী হয় রাষ্ট্রও শক্তিশালী হবে। তিনি এটাও বিশ্বাস করতেন, প্রজাতন্ত্রের কর্মচারিগণকে জনগণের সেবক হিসেবে যথাযথভাবে নিয়োজিত করতে পারলেই দেশ গঠনে তাদের যে ভূমিকা তা যথাযথ হবে।

১৫। জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা। জিয়াউর রহমানই প্রথম জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তাঁর শাসনামলেই জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রম সারাদেশে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়। তিনি গ্রাম এলাকায় ৩৮ হাজার পরিবার পরিকল্পনাকর্মী নিয়োজিত করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণকল্পে তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠা করেন। তিনি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ((NIPORT: National Institute of Population Research and Training প্রতিষ্ঠা করেন।

১৬। সকল বিদেশী রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করা। শহীদ জিয়া বহির্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের সরব উপস্থিতির প্রমান রাখেন। মুসলিম বিশ্ব ও চীনের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়। এছাড়া ১৯৮১ সালের জানুয়ারিতে তৃতীয় ইসলামী শীর্ষ সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট ‘আল-কুদ্স’ কমিটির সদস্য নির্বাচিত হন জিয়া। ইরাক-ইরান যুদ্ধাবসানের উদ্দেশ্যে গঠিত নয় সদস্য বিশিষ্ট ইসলামী শান্তি মিশনের তিনি ছিলেন অন্যতম সদস্য। ফিলিস্তিন জনগণের প্রতি অবিচল সমর্থন এবং ওআইসি-কে একটি কার্যকরি সংগঠনে পরিণত করার ক্ষেত্রে শহীদ জিয়ার ভূমিকা মুসলিম বিশ্ব আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে। এখন শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশের নির্ভিক সেনানীরা যে ভূমিকা পালন করে চলেছেন, তার সূচনা তখন থেকেই।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এক প্রতিক্রিয়ায় শহীদ জিয়াকে বাংলাদেশের সেরা নেতা হিসেবে আখ্যায়িত করে বলেছিলেন, “জনগণকে সাহসী নেতৃত্বদানের মধ্য দিয়ে তিনি গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছেন। প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বের প্রশংসা করে কার্টার আরো বলেছিলেন, শুধু মুসলিম দেশ ও সমাজের মধ্যেই নয়, প্রকৃতপক্ষে গোটা বিশ্বসমাজে তিনি ব্যক্তিগতভাবে যে নেতৃত্ব দিয়েছেন আমরা তার জন্য কৃতজ্ঞ।”

 

১৭। প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা। তৃণমূল পর্যায়ে গ্রামের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ এবং সর্বনিম্ন পর্যায় থেকে দেশ গড়ার কাজে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান। পঁয়ষট্টি হাজার গ্রামে শান্তিশৃংখলা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ১৯৭৬ সালের ৫ জানুয়ারি গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) গঠন করেন। ৮০ লাখ গ্রাম প্রতিরক্ষাকর্মী নিয়োজিত করেন। ১৯৭৬ সালেই প্রথম মহিলা আনসার’ গঠন করে তাদের জেলা পর্যায়ে নিয়োগ দেয়া হয়।

 

১৮। দূর্নীতিমুক্ত, ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকার সর্বগ্রাসী দূর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে অর্থাৎ ক্ষমতায় আসার পরপরেই উপলব্ধি করেছিলেন দুর্র্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি কোনো ক্রমেই সম্ভব নয়। তিনি বিশ্বাস করতেন সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে। তাই তিনি তাঁর রাজনৈতিক জীবনের প্রথম পর্যায়ে দুর্র্নীতিমুক্ত সরকার, প্রশাসন ও সমাজ কায়েমের লক্ষ্যে নানা রকম উদ্যোগ গ্রহণ করেছিলেন।

 

১৯। ধর্ম, গোত্র ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। দেশের সকল মানুষের স্ব স্ব ধর্ম পালনের সুযোগ সুবিধা সৃষ্টি ও বৃদ্ধির লক্ষ্যে ১৯৮০ সালের ২৫ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ধর্মের সত্যিকার শিক্ষা ও মূল্যবোধকে অবলম্বন করে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ পরিচিতিতে জাতীয় উন্নয়নে যেন অবদান রাখতে পারে এ মন্ত্রণালয় সৃষ্টির পেছনে তাও ছিল একটি অন্যতম উদ্দেশ্য। এ প্রসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়ার একটি উক্তি খুবই প্রাসঙ্গিক, ‘আমাদের সকলকে এক জাতি, এক মানুষ হিসেবে কাজ করতে হবে।’

 

আজ থেকে পঞ্চাশ বছর আগে সদ্য স্বাধীন একটি যুদ্ধবিধ্বস্ত দেশের কা-ারি হিসেবে আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভঙ্গুর অর্থনীতি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র, আইন-শৃঙ্খলার যাচ্ছেতাই অবস্থা, কর্মহীন বেকার মানুষের আধিক্য আর স্বাস্থ্যখাতের বেহাল দশা তিনি লাভ করেছিলেন ক্ষমতার উত্তরাধিকার হিসেবে। তাই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতকরণ হয়ে উঠেছিল তাঁর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে তিনি প্রস্তাব করেছিলেন ১৯ দফার। একটি পর্যায়ে তাঁর যোগ্য নেতৃত্ব, সুশাসন আর নৈতিকতানির্ভর প্রশাসন পরিচালনায় আলোর মুখ দেখেছিল দেশবাসী। আর এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখে এই ১৯ দফা কর্মসূচি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার করে এলেও এখনও মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও নৈতিকতা প্রতিষ্ঠার প্রয়োজনে ১৯ দফার থেকে গ্রহণযোগ্য, বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য কোনো মডেল বাংলাদেশে তৈরি করা সম্ভব হয়নি। 

 

— লেখক অধ্যাপক, কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সম্পাদক অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিধ্যালয়, ঢাকা-১০০০

 


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধের চেতনা ও উল্টো রথে বাংলাদেশ

— অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও ফারহান আরিফ

 

১৯৭২ সালের ২৬শে মার্চ অধুনালুপ্ত দৈনিক বাংলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রচিত ‘একটি জাতির জন্ম’ শীর্ষক প্রবন্ধটি প্রকাশিত হয়। প্রবন্ধটির শেষাংশ এমন, ‘সময় ছিল অতি মূল্যবান। আমি ব্যাটালিয়নের অফিসার, জেসিও আর জওয়ানদের ডাকলাম। তাদের উদ্দেশ্যে ভাষণ দিলাম… তাদের নির্দেশ দিলাম সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতে। …তখন রাত ২টা বেজে ১৫ মিনিট। ২৬ মার্চ, ১৯৭১ সাল। রক্তের আঁখরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে। স্মরণ রাখবে, ভালোবাসায়। এই দিনটিকে তারা কোনদিন ভুলবে না। কোনো-দি-ন-না।’ ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজ আমরা যে স্বাধীন বাংলাদেশের আলো-বাতাস উপভোগ করছি তার শুরুটা ছিল এমন।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাক হানাদার বাহিনীর আত্নসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে সগৌরবে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে নতুন পরিচয় পেয়েছে এ জাতি তার মূল চেতনা ছিল, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যয়বিচার।’ একটি বৈষম্যহীন মানবিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে এদেশের আবাল-বৃদ্ধ-বণিতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরই বাঙালীর সেই আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়। স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ। কিন্তু শেখ মুজিবুরের শাসনকালে তাতে মরিচা পড়ে যায়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা ফিকে হতে শুরু করলো। এ নির্বাচনে জনগণের ভোট ছিনতাই করা হল, যা ছিল এদেশের সাধারণ মানুষের কাছে এক অকল্পনীয় ঘটনা। নির্বাচনে জয়লাভ করল একজন, আর ঘোষণা করে দেয়া হল একজন আওয়ামী লীগারের নাম। এ ধরণের নির্বাচনের সাথে মানুষ পরিচিত ছিল না। এমনকি ১৯৭০ সালের নির্বাচনেও এরূপ ঘটেনি। ১৯৭৩ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান জনগণের টুঁটি চেপে ধরার জন্য একের পর এক কালাকানুন জারি করতে লাগলো। ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন, নিউজপ্রিন্ট নিয়ন্ত্রণ আইন, সরকারি কর্মচারীদের লেখালেখিতে নিষেধাজ্ঞা আইন ইত্যাদির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার তথা মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হল। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষাসমূহকে হত্যা করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হল। রক্ষিবাহিনীর হত্যা, খুন ও অত্যাচারে মানুষের জীবন ছিল জেরবার। আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফলে দেশ নিপতিত হল ১৯৭৪ সালে দুর্ভিক্ষের করাল গ্রাসে। এমন পটভূমিতে সংঘটিত হয় ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের এই তারিখে শেখ মুজিব নিজ দলের লোকজনেরই যোগসাজশে সপরিবারে প্রাণ হারান। নৈরাজ্যকর পরিস্থিতির এক অংক থেকে আরেক অংকে পদার্পণ করে বাংলাদেশ।

রাজনৈতিক অস্থিতিশীলতার ঘোর সংকটময় পরিস্থিতিতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের পঙ্কিল কর্দমে নিপতিত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এমন ক্রান্তিকালে ১৯৭১ এর মত আরো একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান আওয়ামী লীগ কর্তৃক পদদলিত মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে পুনরুদ্ধার করেন। দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বনির্ভর অর্থনীতি, উৎপাদনের রাজনীতি, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার যে বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে আখ্যায়িত করেছিলেন, সে বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থান করে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সমর্থ হয়েছিলেন। দুর্ভিক্ষের বাংলাদেশে কৃষি বিপ্লব ও খালকাটা কর্মসূচীর মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশ রাষ্ট্রের এ অগ্রযাত্রা চক্রান্তকারীদের সহ্য হয় নি। তাইতো তারা আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানকে থামিয়ে দিতে সচেষ্ট হয়। সাহসী দেশপ্রেমিক জিয়া ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের যোগসাজশে সেনাবাহিনীর কতিপয় বেপথু সৈনিকের গুলিতে শাহাদাত বরণ করেন।

সেই থেকে বাংলাদেশ আরেকবার পথ হারালো। নতুন করে স্বৈরশাসকের করতলগত হল বাংলাদেশ। স্বৈরাচার এরশাদের বন্দুক, কামানের নিয়ন্ত্রণ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সমগ্র বাংলাদেশকে নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য তথা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের গুরুদায়িত্ব বহন করে এক কণ্টকাকীর্ণ পথ পাড়ি দেন তিনি। একজন গৃহবধু থেকে ক্রমশ তিনি এদেশের মানুষের কাছে নন্দিত হন আপসহীন নেত্রী, দেশনেত্রী থেকে দেশমাতা রূপে। মুক্তিযুদ্ধের হৃত চেতনা তথা ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যয়বিচার’ পুনঃপ্রতিষ্ঠিত হল। হোঁচট খাওয়া গণতন্ত্র ফিরে এলো আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে।

কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ বাংলাদেশি জাতীয়তাবাদের ঝাণ্ডাধারী গণতন্ত্রকামী বেগম খালেদা জিয়া ও তার অনুসারীদের বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি। আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি হয়ে গেলেও এই আধিপত্যবাদি শক্তির তাঁবেদার, দূর্নীতিবাজ গোষ্ঠীর নাগপাশ থেকে বাংলাদেশ পূর্ণরূপে মুক্তি পায় নি। কেবল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের উদ্দেশ্যে দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে বঞ্চিত রাখা হয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে; ভোটাধিকার থেকে বঞ্চিত করা রাখা হয়েছে। বিরুদ্ধ মত প্রকাশ করা মাত্রই গুম, খুনের শিকার হতে হচ্ছে। গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতার মত রাজনৈতিক অধিকারের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে। গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা নিয়ে স্বাধীনতা লাভ করা বাংলাদেশ এখনো গণতন্ত্র সূচকে ‘হাইব্রিড রেজিম’ হিসেবে অবস্থান করছে। দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট পরিচালিত এ বছরের বৈশ্বিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৫টি দেশের মধ্যে ৭৬তম। প্রতিবেদনে বলা হয়, হাইব্রিড রেজিমে অবস্থিত দেশসমূহে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার অভাব রয়েছে। এছাড়া আইনের শাসন, সুশীল সমাজ, অংশগ্রহণমূলক রাজনীতির দুর্বলতা এসব দেশসমূহে প্রকট। বিচার বিভাগের স্বাধীনতা উপেক্ষিত; সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে রাষ্ট্রীয় মদদে দমন করা হচ্ছে। এ বছরের ১৪ অক্টোবর নেদারল্যান্ডস ভিত্তিক ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট কর্তৃক পরিচালিত এক প্রতিবেদনে আইনের শাসনের সূচকে বাংলাদেশের অবস্থান ১২৪তম। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ভোটাধিকার ইত্যাদির এমন দুরাবস্থার ফলেই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক আয়োজিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় নি। এটি মূলতঃ আমাদের গণতন্ত্রের দূরাবস্থার বিষয়টিকেই চিত্রায়িত করে। বিশ্ব দরবারে বাংলাদেশের এমন অপমানজনক অবস্থান যেন সেই শেখ মুজিবের বাকশাল আমলের কথাই মনে করিয়ে দেয়। কেবল গণতন্ত্রের বিপন্ন অবস্থাই নয়; বরং গণতন্ত্রের অনুপস্থিতিতে পুরো রাষ্ট্রের কঙ্কালসার অবস্থা বেরিয়ে আসছে। একদলীয় নব্য বাকশাল ব্যবস্থার অধীনে দূর্নীতির এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। ব্যাংক লুট, শেয়ারবাজার লুটসহ নানা আর্থিক কেলেঙ্কারি, মেগা প্রজেক্টের নামে দেশের জনগণের ভ্যাট, ট্যাক্সের টাকা হাতিয়ে নেয়ার এক মহোচ্ছব চলছে দেশ জুড়ে।  স্বৈরাচার এরশাদের পতনের পর বাংলাদেশ ধীরে ধীরে যে সামাজিক ন্যয়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্রায়নের পথে এগুচ্ছিলো, সে পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় ২০১২ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। একটি নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত তিনটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রায়নের পথে এগিয়ে যাচ্ছিলো। কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের পরিচালক প্রতিষ্ঠানসমূহের শক্তিশালী অবস্থানে আসার আগেই এ পথকে রুদ্ধ করে দেয়া হল। মূলতঃ এর মাধ্যমে একটিমাত্র রাজনৈতিক দলের ক্ষমতাকে চিরস্থায়ী করা এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দূরভিসন্ধিকে আনুষ্ঠানিকতা দেয়া হয়। শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠার পূর্বেই এমন একটি হঠকারিতামূলক সিদ্ধান্তের ফলে একটিমাত্র রাজনৈতিক দল তথা আওয়ামী লীগ নিরঙ্কুশ ক্ষমতা ভোগের লাইসেন্স প্রতিষ্ঠা করে। নিরঙ্কুশ ক্ষমতা ও দুর্বল রাষ্ট্রীয় কাঠামোর মধ্যকার বিরাট পার্থক্যের ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ রাষ্ট্রকে তাদের ভোগবিলাসের নিয়ামকে রূপান্তরিত করে ফেলেছে। এ যেন পঁচাত্তর-উত্তর বাংলাদেশেরই পুনরাবৃত্তি।

ইতোমধ্যে দেশব্যপী এক মাৎস্যন্যয় পরিস্থিতির উদ্ভব ঘটেছে। আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হচ্ছে সরকারদলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই লুটপাটের সাক্ষ্য বহন করে বাংলাদেশের ব্যাংকব্যবস্থা ও শেয়ারবাজার। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই ডিএসই-এর সূচকে মারাত্মক বিপর্যয় ঘটে। শেয়ারবাজারের সেই অস্থিরতার ডামাডোলে ক্ষমতাসীন প্রভাবশালীরা বিরাট অংকের টাকা হাতিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন শেয়ারবাজার কেলেঙ্কারির সে ঘটনার উপর দেয়া তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে দু’টি মামলা দায়ের করা হয়। সেই প্রতিবেদনে সরকারদলীয় এমপি সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। উল্লেখ্য যে, বেক্সিমকো গ্রুপ ২০০৯ সালে শেয়ার মার্কেট থেকে ১ হাজার ৬০০ কোটি টাকা উঠিয়ে নেয়। কেবল তাই নয়; ১৯৯৬ সালেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় সালমান এফ রহমানের নামে দু’টি মামলা করা হয়েছিল। কিন্তু উচ্চ আদালত মামলাগুলোকে কোয়াসমেন্ট দিয়ে দেয়। এভাবে বিএসইসির উদাসীনতা এবং রাজনৈতিক চাপের মুখে বেক্সিমকো, শাইনপুকুর সিরামিকসসহ ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিদের কোম্পানিসমূহ পার পেয়ে যায়।

আওয়ামী লীগ সরকার আমলের আর্থিক কেলেঙ্কারি কেবল এখানেই থেমে থাকে নি। এ সরকারের গত এক যুগেরও বেশি সময়কার শাসনামল জুড়েই আলোচিত রয়েছে ব্যাংকখাতের নানা অনিয়ম। গত এক যুগকে ব্যংক লুটপাটের যুগ বললে সেটা অত্যুক্তি হবে না। ঋণের নামে ব্যাংকে রাখা জনগণের আমানতের টাকার যথেচ্ছ লুটপাট করা হয়েছে। খেলাপি ঋণের ক্ষেত্রে বাংলাদেশর ব্যংকগুলো এক ভয়াবহ নজির স্থাপন করেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১লা মে ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন। তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল ৩৭,৭৮০ কোটি টাকা। টানা সাত বছর দায়িত্ব পালন শেষে তিনি যখন পদত্যাগ করেন তখন অবলোপনসহ ব্যাংকিং খাতে ১ লাখ ৪ হাজার ৫০০ কোটি টাকা খেলাপি ঋণ রেখে যান (দৈনিক বণিক বার্তাঃ ১১ই ফেব্রুয়ারি, ২০১৮)। ২০১৮ সালের ৪ জুন দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সুষ্ঠু প্রয়োগ উপেক্ষিত থাকার ফলে ব্যাংকিং খাতে এমন ভয়াবহ বিপর্যয় নেমে আসে। কোন আবেদন-জামানত ছাড়াই অসাধু ব্যক্তিবর্গকে এসব ঋণ দেয়া হয়, যা পরবর্তিতে উঠিয়ে আনা সম্ভব হয় নি। এক্ষেত্রে সরকারদলীয় নেতাকর্মী ও সমর্থকদের সন্তুষ্টি ও সমৃদ্ধি সাধনেই সরকারের খেয়াল গোচরীভূত হয়। দৈনিক কালের কণ্ঠে ২০১৭ সালের ২৭ মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, অন্ততঃ ৬০০ বড় বড় ঋণখেলাপিকে নানা কৌশলের আশ্রয় নিয়ে ঋণখেলাপিদের তালিকা বহির্ভূত রাখা হয়েছে। ঋণ প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নির্দিষ্ট সীমা অতিক্রম করতে দেখা যায়। উদাহরণস্বরূপঃ জনতা ব্যাংকের মূলধন ৪ হাজার ২৩৩ কোটি টাকা। ব্যাংক নীতিমালা অনুযায়ী মূলধনের ২৫ শতাংশ ঋণ প্রদানের নিয়ম থাকলেও জনতা ব্যাংক কেবল এননটেক্স ও ক্রিসেন্ট লেদার নামক দুইটি কোম্পানিকেই যথাক্রমে ৫ হাজার ও ৩ হাজার কোটি টাকা ঋণ প্রদান করে! এই ঋণ ব্যাংকটির একক ঋণসীমার চার গুণ অতিক্রম করেছে (দৈনিক যুগান্তরঃ ১০ এপ্রিল, ২০১৮)। ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মোট প্রদেয় ঋণের ২৫ শতাংশই রয়েছে চার শিল্প প্রতিষ্ঠান তথা বেক্সিমকো, এননটেক্স, এস আলম এবং ক্রিসেন্ট লেদারের কাছে। এসব ঋণ প্রদানের ক্ষেত্রে ঋণ বিতরণ সংক্রান্ত কোন নিয়মনীতির তোয়াক্কা করা হয় নি। অপর রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালি ব্যাংকও ঋণ কেলেঙ্কারির কারণে দেশজুড়ে আলোচিত ছিল। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে সোনালি ব্যাংকের প্রভাবশালী কর্তাদের যোগসাজশে হলমার্ক গ্রুপকে অন্ততঃ ৪ হাজার কোটি টাকা ঋণ পাইয়ে দেয়া হয়। নীতিবিরুদ্ধ এই ঋণ পাইয়ে দেয়ার কুশীলবদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রয়োগে সরকারকে আন্তরিক মনে হয় নি। জন অসন্তোষের মুখে হলমার্কের তানভির ও জেসমিন দম্পত্তিকে গ্রেফতার করা হলেও তাদেরকে যারা সহযোগীতা করেছিল তাদের ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয় নি। সোনালি ব্যাংকের তৎকালীন এমডি হুমায়ুন কবিরের ব্যাংকিং পেশায় কোন অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক বিবেচনায় তাকে এ পদে আসীন করা হয়। দায়িত্ব নিয়েই তিনি তার প্রভাব খাটিয়ে কমিশনের বিনিময়ে অনৈতিক ঋণ পাইয়ে দিতে বিভিন্ন অসাধু ব্যক্তিবর্গকে সহযোগিতা করেন। সোনালি ব্যাংকের সাবেক এ কর্মকর্তা এখন দেশের বাইরে অবস্থান করছেন। সরকারের উদাসীনতায় তাকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি হতে হয় নি। তাছাড়া ঋণের নামে লোপাট হয়ে যাওয়া অর্থও হলমার্ক গ্রুপের কাছ থেকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি।

সোনালি, জনতা, অগ্রণী ব্যাংকের মত সরকারি মালিকানাধীন বেসিক ব্যাংকও আওয়ামী লীগ সরকারের ব্যাংক লুটপাটের আরেকটি দৃষ্টান্ত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত বেসিক ব্যাংক থেকে ঋণের নামে লুট হয় সাড়ে চার হাজার কোটি টাকা। এ সময়কালে এ ব্যাংকটির এমডি ছিলেন আবদুল হাই বাচ্চু। বেসিক ব্যাংকের কেলেঙ্কারির চিত্র সামনে এলে তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। কিন্তু এরপরও টাকা লুটপাট থামানো যায় নি। ৪ আগস্ট, ২০১৮ দৈনিক দিনকালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, বাচ্চুর অব্যহতির পরও ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত বেসিক ব্যাংক থেকে আরো চার হাজার কোটি টাকা লুটপাট করা হয়। দৈনিক প্রথম আলোতে ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ২০০৯ থেকে আবদুল হাই বাচ্চু এমডি থাকাকালীন সময়ে বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার শতকরা ৫ ভাগ থেকে শতকরা ৬৮ ভাগে বৃদ্ধি পায়। কেবল তাই নয়, ব্যাংকটির মোট ৬৮টি শাখার মধ্যে ২১টি শাখাই লোকসান গুনছে। অন্যদিকে ২০১৩ সালে রাজনৈতিক বিবেচনায় নতুন নয়টি ব্যাংককে অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ফারমার্স ব্যাংকের কেলেঙ্কারি আর সবকিছুকে হার মানিয়েছে। ব্যাংকটির পরিচালক হিসেবে সরকারের মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর দায়িত্ব নিয়েই এটিকে লুটপাটের আখড়ায় পরিণত করেন। আইসিবি এবং রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক থেকে শেয়ার মূলধন দিয়েও ব্যাংকটিকে বাঁচানো সম্ভব হয় নি। দৈনিক যুগান্তরের ৩০শে এপ্রিলের এক প্রতিবেদনে লেখা হয়, ‘২০১৩ সালে অনুমোদন পাওয়া ৯টি ব্যাংকের একটি দ্য ফারমার্স ব্যাংক। ৪০০ কোটি টাকা নিয়ে কার্যক্রম শুরু হয় ব্যাংকটির। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বরের শেষে ফারমার্স ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭২৩ কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট বিতরণকৃত ঋণের ১৪ দশমিক ১০ শতাংশ। এ সময় পর্যন্ত ব্যাংকটি ঋণ বিতরণ ছিল ৫ হাজার ১৩০ কোটি টাকার বেশি। ২০১৬ সালের ডিসেম্বরে ফারমার্স ব্যাংকের খেলাপি ঋণ ছিল ১৭১ কোটি টাকা। সে হিসাবে মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৫৫২ কোটি টাকা বা ৩২২ শতাংশ।’ ফারমার্স ব্যাংকের লুটপাটের ভয়াবহতা এতটাই ছাড়িয়ে গিয়েছিল যে, ব্যাংকটিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের রাখা জলবায়ু তহবিলের ৫০৯ কোটি টাকা আটকে যায়। জনগণের এ টাকা শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নি। সরকারের মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং ব্যাংকটির এমডি মাহবুবুল হক চিশতির যোগসাজশে ঋণ জালিয়াতি, ঋণ প্রদানে কমিশন গ্রহণ, গ্রাহকের হিসাব থেকে নিজের হিসাবে অর্থ স্থানান্তরসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। তবে সরকারি দলের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে এসব বিষয়ে কোন আইনি ব্যবস্থা নেয়া হয় নি।  এছাড়াও ইসলামি ব্যাংকে আওয়ামী লীগ সরকারের অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিবেচনায় ব্যাংকটির পরিচালনা পর্ষদে ব্যাপক পরিবর্তন নিয়ে আসার পর থেকেই ব্যাংকটিতে ধ্বস নামতে শুরু করে। নতুন বোর্ড আসার পর থেকেই ইসলামি ব্যাংকে নানা রকমের অনিয়ম-অব্যবস্থাপনার শুরু হয়। ব্যাংকিং খাতের এই দুর্নীতি কেবল রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহেই প্রভাব ফেলেনি, বরং সরকারি-বেসরকারি সব ধরণের ব্যাংক খাত এক ভয়াবহ রকমের বিপর্যয়ের মুখে পড়ে। আবেদন-জামানতবিহীন এসব ঋণসুবিধা গ্রহণ করে প্রভাবশালীরা বিদেশে অর্থ পাচারের সর্বোচ্চ সীমা অতিক্রম করে। পানামা পেপার্স কেলেঙ্কারি, প্যারাডাইস পেপার্স কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়ে সরকারি মদদপুষ্ট প্রভাবশালীদের নাম। বেনামি কোম্পানিতে অর্থ লগ্নির নামে দেশ থেকে হাতিয়ে নেয়া জনগণের টাকায় বিদেশ-বিভুঁইয়ে অর্থবিত্তের পাহাড় গড়ে তোলে এসব দুর্বৃত্তরা।

ব্যাংকিং খাতে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় কেলেঙ্কারি ধরা পড়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির এ ঘটনা ঘটে। বিবিসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ঐ বছরের ৪ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে নিউ ইয়র্কস্থ ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে এক বিলিয়ন ইউএস ডলার চুরির ঘটনা ঘটে। চুরিকৃত অর্থের মধ্যে শ্রীলংকায় ২০ মিলিয়ন এবং ফিলিপাইনে ৮১ মিলিয়ন ইউএস ডলার পাচার করা হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের অদক্ষতার ফলে এ অর্থ পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয় নি। এখন পর্যন্ত কেবল ফিলিপাইনে পাচার হয়ে যাওয়া ৮১ মিলিয়নের মধ্যে মাত্র ১৮ মিলিয়ন ইউএস ডলার উদ্ধারে সমর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ কেলেঙ্কারির মতই বাংলাদেশ ব্যাংক আরেকবার সমালোচনার মুখে পড়ে ভল্টের স্বর্ণের শংকর ধাতুতে পরিণত হয়ে যাওয়ার ঘটনায়। ২০১৮ সালের ২৪ জুলাই দৈনিক প্রথম আলোতে বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা ৩০০ কেজি ওজনের সোনার চাকতি শংকর ধাতুতে পরিণত হবার ঘটনা প্রকাশ পায়। এছাড়াও সোনার গুণগত মানে পরিবর্তনের কথা প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভল্টে গচ্ছিত ২২ ক্যারেট মানের সোনা কোন এক দৈব গুণে ১৮ ক্যারেটে পরিণত হয়ে যায়। রিজার্ভ চুরির ঘটনার মতই এ কেলেঙ্কারিরও কোন কুলকিনারা হয় নি। এসব অপরাধের সাথে জড়িত ব্যক্তিবর্গ পর্দার আড়ালেই রয়ে যায়। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের টাকা লুটপাটের নির্লজ্জ দৃষ্টান্ত হয়ে আছে ডেসটিনি, ইউনিপে টুসহ কয়েকটি এমএলএম কোম্পানি। সম্প্রতি ইভ্যালি, ধামাকার মত অনলাইন ব্যবসায়িক গ্রুপগুলোর আর্থিক অব্যবস্থাপনার কবলে পড়ে কষ্টার্জিত অর্থ খুইয়েছেন ভোক্তা সাধারণ। কিন্তু এসবের বিপরীতে সরকার কার্যকর কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা দেখিয়েছে।

শেয়ারবাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটের মত আর্থিক অনিয়মের পাশাপাশি এ সরকারের হরিলুটের আরেকটি ক্ষেত্র হচ্ছে মেগাপ্রজেক্ট। চটকদার মেগাপ্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। টেকসই উন্নয়নকে উপেক্ষা করে অবকাঠামোগত উন্নয়নের আড়ালে জনগণের ট্যাক্সের টাকা লুট করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে প্রভাবশালীরা। ন্যয়সঙ্গত খরচ না করে, অতিরিক্ত খরচ দেখিয়ে কিংবা কাজের মেয়াদ প্রলম্বিত করে দফায় দফায় বাজেট বৃদ্ধির মাধ্যমে মহাসমারোহে চলছে লুটের উৎসব। এ সরকারের বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত পদ্মা সেতু প্রকল্পে চলছে দূর্নীতির মহোৎসব। ২০০৭ সালে এ সেতু নির্মাণ বাবদ ১০,১৬১ কোটি টাকা অনুমোদন করা হয়। ২০১৮ সালের ২৫শে নভেম্বর সেতু নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও ২০২১ সালের ডিসেম্বরে এসেও তা শেষ হয় নি। উপরন্তু বারবার মেয়াদ বাড়িয়ে বর্তমানে এর বাজেট ৩০,১৯৩ কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে। রেল সংযোগ প্রকল্পের ব্যয়কে এর সাথে যুক্ত করলে মোট প্রাক্কলিত বাজেট দাঁড়ায় ৬৯,৪৪৫ কোটি টাকা। কাজ সম্পাদনে দীর্ঘসূত্রিতার ফলেই ব্যয়ের পরিমাণ এতোটা বেড়েছে বলে মনে করা হয়। উল্লেখ্য যে, এ সেতু নির্মাণ সংক্রান্ত দরপত্র নিরূপণের দায়িত্ব প্রদানে সুস্পষ্ট দূর্নীতির অভিযোগ থাকায় বিশ্বব্যাংক প্রকল্পটিতে ঋণচুক্তি বাতিল করে দেয়।

অন্যান্য মেগাপ্রকল্পগুলোতেও একই রকম লুটপাটের উৎসব চলছে। মেট্টোরেল প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ২১,৯৮৫ কোটি টাকা থেকে বেড়ে বর্তমানে ১ লাখ ১৫ হাজার কোটিতে বৃদ্ধি পেয়েছে। আবার চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পে ১৩,০০০ কোটি টাকা ব্যয় ধরা হলেও কিছুদিনের মধ্যেই তা বাড়িয়ে ১৮,০৩৪ কোটি ৩৭ লাখ টাকা নির্ধারণ করা হয়। আবার ২০১০-১৩ মেয়াদে প্রকল্পটির কাজ শেষ করার প্রতিশ্রুতি দেয়া হলেও পরবর্তিতে তা ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। কর্ণফুলি টানেল নির্মাণ প্রকল্পেও একই রকম ঘটনা ঘটেছে। ৮৪৪৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে গৃহীত প্রকল্পটির কাজ ২০২০ সালে শেষ হবার কথা থাকলেও এখনো এর কাজ শেষ হয় নি। বরং ১০,৩৯১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত নতুন মেয়াদ ধার্য করা হয়েছে। এ সরকারের মেগাপ্রকল্প নির্মাণে অদূরদর্শিতার এক বিরাট দৃষ্টান্ত পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্প। ২০১৩ সালে উদ্বোধন হওয়া এ প্রকল্পটির কাজ শেষ হবার কথা ছিল ২০১৮ সালের জুনে। অথচ ২০২০ সালের এপ্রিল মাসে এসে অলাভজনক আখ্যা দিয়ে প্রকল্পটির কাজ বাতিল করা হয়েছে। কিন্তু এ সিদ্ধান্তের মাধ্যমে যে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা নষ্ট হল, সে লোকসান কে পুষিয়ে দিবে তার কোন সদুত্তর পাওয়া যায় না। আওয়ামী সরকারের দূর্নীতির আরেক মহাক্ষেত্র হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ২৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১১৩,০৯৬ কোটি টাকা, যার সুদ দিতে হবে ৬৯,০০০ কোটি টাকা। ২০২১ সালের মধ্যে এর প্রথম ইউনিটটির কাজ শেষ হবার কথা থাকলেও কাজের কোন অগ্রগতি নেই। এখন তারিখ পিছিয়ে ২০২৪ সাল নির্ধারণ করা হয়েছে। রূপপুর প্রকল্পে দূর্নীতির যে মহাসমারোহ, তা দেখা যায় বিভিন্ন পত্রপত্রিকাগুলোতে। প্রকল্পের প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে ৫৯৫৭ টাকা। আবার সেগুলোকে আবাসিক ভবনের খাটে উঠানোর মজুরি দেখানো হয়েছে বালিশ প্রতি ৭৬০ টাকা। প্রতিটি লেপ বা কম্বলের মূল্য দেখানো হয়েছে ১৬,৮০০ টাকা। অথচ এর বাজারমূল্য হচ্ছে সাড়ে চার হাজার টাকা মাত্র। একটি বিছানা চাদরের দাম দেখানো হয়েছে ৫,৯৩৬ টাকা। ১৬৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পে ২০ তলা ও ১৬ তলা দু’টি ভবন নির্মাণের বিভিন্ন জিনিস কেনাকাটায় এ দূর্নীতির চিত্র পাওয়া যায়। আবার এই প্রকল্পের জনবল প্রশিক্ষণ, চুল্লি নির্মাণ, রড সরবরাহ ইত্যাদি কাজে ২০১৭ সালে ভারতকে যুক্ত করা হয়; অথচ ভারতের নিজেদের পরমাণু বিদ্যুৎ প্রকল্পগুলো রাশিয়ার সহায়তায় নির্মিত। এ সরকারের আরেকটি মেগাপ্রকল্প রামপাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে সুন্দরবন ধ্বংসের পাশাপাশি প্রায় পাঁচ কোটি মানুষের ক্ষতিগ্রস্থ হবার কথা বলেছে ইউনেস্কো সহ অন্যান্য সংস্থার বিশেষজ্ঞগণ। তাছাড়া শেখ হাসিনা এ প্রকল্পে আল্ট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তি ব্যবহারের কথা বললেও ভারতের এনপিটিসির সাথে কৃত চুক্তিতে দেখা যায়, এখানে সুপার ক্রিটিকাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে প্রকল্পটির কাজ ২০১৯ সালে শেষ হবার কথা থাকলেও দুই বছর পেছানো হয়েছে। সাথে সাথে ব্যয় বৃদ্ধি পেয়েছে আরো এক হাজার কোটি টাকা।

বর্তমান সরকারের দূর্নীতির আরেক দৃষ্টান্ত হচ্ছে স্বাস্থ্য খাত। একজন নাগরিকের মৌলিক অধিকারসমূহের অন্যতম সুলভ স্বাস্থ্যসেবা পাবার অধিকার থেকে দেশবাসি যে কেবল বঞ্চিতই হচ্ছে তা নয়; বরং এ খাতে সরকারের ছত্রছায়ায় চলছে প্রভাবশালীদের দৌরাত্ম্য। সম্পূর্ণ স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রণ চলে গিয়েছে একটি নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে। তারা সংবেদনশীল এ বিষয়টিকে নিজেদের লুটপাটের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ২৫ এপ্রিল, ২০১৮ তারিখে প্রকাশিত এক রিপোর্টে টিআইবি’র বরাত দিয়ে উল্লেখ করা হয়, ‘বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে কমিশন ভিত্তিক বাণিজ্য গড়ে উঠেছে। যেখানে চিকিৎসা ব্যয়ের ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন সরকারি-বেসরকারি চিকিৎসক, সহকারী পরিবার পরিকল্পনা কর্মী, রিসিপশনিস্ট ও দালাল চক্র হাতিয়ে নিচ্ছে। রোগ নির্ণয় প্রতিষ্ঠানের সঙ্গে ডাক্তার ও দালালদের ১৫ থেকে ৫০ ভাগ কমিশন চুক্তি রয়েছে।’ কেবল তাই নয়, সরকারি স্বাস্থ্যসেবা খাতে মেডিক্যাল সরঞ্জামাদি ক্রয়ে এক অভূতপূর্ব দুর্নীতির নজির স্থাপিত হয়েছে। সাড়ে পাঁচ হাজার টাকার একটি বই স্বাস্থ্য অধিদপ্তর ক্রয় করেছে ৮৫,৫০০ টাকায় (বাংলা ট্রিবিউনঃ ৩০ আগস্ট, ২০১৯)। ঢাকা মেডিকেল কলেজে নাস্তার খরচে যে দুর্নীতির চিত্র দেখা গিয়েছে, তাতে সচেতন নাগরিক সমাজের চক্ষু চড়কগাছে উঠেছে। এসব দূর্নীতির মূলে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ছত্রছায়ায় বেড়ে উঠা বিভিন্ন সিন্ডিকেট। নকল ওষুধ সরবরাহ, হাসপাতালের বেড বাণিজ্য, চিকিৎসা সরঞ্জামাদি ক্রয় বাণিজ্য ইত্যাদি নানা রকমের দুর্নীতিতে জেরবার স্বাস্থ্যখাতের ভঙ্গুর দশা ভেসে উঠে সাম্প্রতিক করোনা মহামারিকালে। আইসিইউ না পেয়ে, অক্সিজেন সিলিন্ডারের অপ্রতুলতা, এম্বুলেন্সের অভাব ইত্যাদি কারণে এক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। করোনা ভ্যাকসিন প্রাপ্তিতেও রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব দেয়ার ফলে বাংলাদেশ সংকটে পড়েছে।

সরকারের অব্যবস্থাপনা শিক্ষাখাতেও ছড়িয়ে পড়েছে। গত ১৩ বছরে একাধিকবার শিক্ষাকাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট শিক্ষাক্রমে স্থির মনযোগ দিতে পারে নি। পাসের হারে ঊর্ধগতি দেখালেও সেটা যে নামমাত্র ছিল, তা প্রমাণিত হয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পরীক্ষায় ব্যাপক ভরাডুবি দেখে। অন্যদিকে প্রশ্ন ফাঁস, অবাধ নকলের উৎসবের ফলে কার্যকর শিক্ষা নিরুৎসাহিত হয়েছে। তাছাড়া রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে দলীয়করণের মতই পাঠ্যপুস্তকেও দলীয়করণের চূড়ান্ত করা হয়েছে। পাঠক্রম থেকে সঠিক ইতিহাস বাদ দিয়ে কেবল এক ব্যক্তির বন্দনা ও দলীয় স্বার্থানুকূল ইতিহাসকে প্রাধান্য দেয়া হয়েছে। দ্য বিজনেস স্টান্ডার্ড এর ২১ অক্টোবর, ২০২১ তারিখে প্রকাশিত এক রিপোর্টে দেখা যায়, Global Talent Competitiveness Index (GTCL) পরিচালিত ২০২১ সালের মেধা সূচকে বাংলাদেশ ১৩৪ টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে। উক্ত মেধা সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ এক যুগের শাসনামলে ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী মত দলনের ঘটনা ঘটেছে। অসহনশীল সরকার সামান্যতম বিরোধিতা করলেও সেটাকে নিষ্ঠুরভাবে দমন করতে সচেষ্ট রয়েছে। সরকারের এই রোষাণল থেকে কেবল বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দই নয়; সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ- কেউই নিস্তার পায় নি। বিরোধী মত দলনে বর্তমান সরকারের কর্মকাণ্ড যেন শেখ মুজিবের শাসনামলকে পুনর্বার স্মরণ করিয়ে দেয়; এমনকি এক্ষেত্রে বর্তমান আওয়ামী সরকারের ভূমিকা মুজিব শাসনামলকেও ছাড়িয়ে গিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলসমূহের সভা-সমাবেশ থেকে শুরু করে মিছিল, র‍্যালি, এমনকি সাধারণ সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহের উপরেও সরকারের দমননীতি আরোপিত আছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও মুক্ত রাজনৈতিক চর্চার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দেয়া হয়েছে। সরকার বিরোধী রাজনীতির অনুসারী হবার কারণে সারাদেশে প্রায় প্রতিটি কর্মীর মাথার উপর ঝুলছে মামলার খড়গ। ২০১৮ সালে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি’র প্রকাশিত এক প্রামাণ্য প্রতিবেদনে দাবী করা হয়, দলটির অনুসারী ৪৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে অন্ততঃ ৯৫ হাজার গায়েবি মামলা রয়েছে। কেবল মামলাই নয়; বরং রাষ্ট্রীয় মদদে প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুম, জেলখানায় নির্যাতন এবং ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। বিএনপি’র সাবেক সাংসদ ইলিয়াস আলী, চৌধুরি আলমসহ অসংখ্য নেতাকর্মীকে গত ১৩ বছরে গুম করা হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর হিসেব অনুযায়ী, গত ১৩ বছরে বাংলাদেশে ৬০৪ জন গুমের শিকার হয়েছেন। এর মধ্যে ৭৮ জনের লাশ উদ্ধার হয়েছে। ৮৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ৫৭ জন কোন না কোনভাবে ফিরে এসেছেন। অন্যরা কোথায় আছেন, কেমন আছেন পরিবারের কাছে তার কোন তথ্য নেই। আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য দিতে পারে নি। এদের পরিবার-পরিজন এখনো নিজেদের সন্তান, স্বামী কিংবা ভাইয়ের ফেরার অপেক্ষায় প্রহর গুণছে। সরকারি বাহিনী কর্তৃক গুম হওয়া এ তালিকায় কেবল বিরোধী রাজনৈতিক নেতাকর্মীই নন; অনেক মানবাধিকার কর্মী, সংবাদকর্মীরও নাম রয়েছে। সাদা পোশাকধারী পুলিশ কর্তৃক উঠিয়ে নিয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ বা মাসব্যপী নিখোঁজ থাকার পর অনেককে সীমান্তের ওপাড়ে পুশ করে দেয়া কিংবা গ্রেপ্তার দেখানোর মত ঘটনাও ঘটেছে। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মত আরো অনেকেই আছেন এ তালিকায়। অনেককে মুক্তি দিলেও ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান, প্রখ্যাত বুদ্ধিজীবী ফরহাদ মজহার, পরিবেশবাদী সংগঠন বেলা’র পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীর মত আরো অনেকে আছেন এ তালিকায়।

ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যার এক ভয়ঙ্কর ত্রাস চালু করেছে বর্তমান সরকার। রাষ্ট্রীয় বাহিনী র‍্যাবকে যথেচ্ছ ব্যবহার করে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। কক্সবাজারের একরামুল হত্যা, নারায়ণগঞ্জের সেভেন মার্ডার, ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি ও নুরুল ইসলামের মত এমন ভাগ্যাহতের তালিকাটা বেশ দীর্ঘ। কক্সবাজারে মেজর সিনহা হত্যাকাণ্ডের মাধ্যমে ধামাচাপা দেয়া অসংখ্য ক্রসফায়ারের ঘটনা সামনে আসে। এ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ওসি প্রদীপ সাহার বিরুদ্ধে অসংখ্য ক্রসফায়ার ঘটানোর অভিযোগ সামনে আসতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই যে কাউকে ধরে এনে মাদক উদ্ধার অভিযানের নামে ক্রসফায়ারে দেয়ার ঘটনাগুলো জাতিকে বিমূঢ় করে দেয়। কেবল তাই নয়, কথা মত না চলার অভিযোগে অনেক তরুনীকে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ করার অভিযোগও রয়েছে ওসি প্রদীপ ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওসি প্রদীপের এসব কাণ্ডকীর্তি রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা এমন অসংখ্য পুলিশ-র‍্যাব কর্মকর্তাদের একটি চিত্র আমাদের সামনে তুলে ধরে। এছাড়াও রিমান্ড ও জেলহাজতে নির্যাতনের মুখে মৃত্যুর অভিযোগও রয়েছে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। লেখক মুশতাক আহমেদকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমদ পিন্টুকে জেলহাজতে নির্যাতন ও যথাযথ চিকিৎসা প্রদান না করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে বলে বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ রয়েছে। সর্বোপরি আওয়ামী সরকার কর্তৃক রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরোধী মত দলন, জুলুম, নির্যাতনের এই ধারা জাতীয় পর্যায় ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও গোচরীভূত হয়েছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম, খুন ও মানবাধিকার হরণের এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার তাদের উদ্বেগ প্রকাশ করেছে। ২০১৯ সালে জেনেভায় অনুষ্ঠিত ‘কমিটি এগেইনস্ট টর্চার’-এর সভায় বাংলাদেশে সংঘটিত এসব ঘটনা প্রসঙ্গে প্রশ্ন উঠেছিল। উল্লেখ্য যে, ১৯৯৮ সালের পর থেকে বাংলাদেশ বিগত ২৩ বছরে এই কমিটিতে নিয়মিত প্রতিবেদন দাখিল করে নি। এছাড়াও এ সরকারের আমলে ২০১১ সালের ৪ঠা জানুয়ারি ও এর পর আরো একাধিকবার ইউএন ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে এসব বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার প্রতিবারই তা উপেক্ষা করে গিয়েছে। বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে এমন উপেক্ষা করার ফলাফল আমরা পেলাম স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে এসে। গত ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার হরণ, গুম, বিচার বহির্ভুত হত্যা ইত্যাদি অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্টেট ও ট্রেজারি ডিপার্টমেন্টের অবরোধ নিষেধাজ্ঞার কবলে পড়েছে বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি, র‍্যাবের ডিজিসহ সাত জন। প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবও এই অবরোধের আওতায় পড়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাপর মিত্র রাষ্ট্রসমূহ এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকেও অনুরূপ অবরোধের সম্ভাবনা থেকে যায়। কেবল তাই নয়, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক আয়োজিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায় নি। নির্বাচনি ব্যবস্থা বিনষ্টিকরণ, কর্তৃত্ববাদী শাসনতন্ত্র, দূর্নীতি-দুঃশাসন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় নি বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের গণতান্ত্রিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিশীল রাষ্ট্রসমূহের এই সম্মেলনে আমন্ত্রিত দেশসমূহের তালিকায় বাংলাদেশের না থাকা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর আরোপিত অবরোধ বিশ্বব্যপী বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সংকটে নিপতিত করবে বলেই প্রতীয়মান হয়।

বস্তুতঃ বাংলাদেশের এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া মোটামুটি অনুমিতই ছিল। কারণ মানবাধিকার হরণ, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসনকে উপেক্ষার যে সংস্কৃতি এই সরকারের আমলে বিদ্যমান রয়েছে, তাতে এই অবস্থা থেকে উত্তরণের কোন সুযোগ ছিল না। উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতাকে চূড়ান্তভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। গণমাধ্যমের উপর বর্তমান সরকারের কঠোর সেন্সরশীপের কথা প্রায়ই আলোচনায় আসে। ‘গুড নিউজ’ সেকশন নামক অলিখিত একটা প্রকাশনা নীতি চাপিয়ে দেয়ার মাধ্যমে সরকারেরকৃত দূর্নীতি ও অপকর্মসমূহকে জনগণ থেকে আড়াল করে রাখা হয়। তথাপিও কোন সাংবাদিক বা সংবাদ মাধ্যম সাহস নিয়ে এগিয়ে এলেই তাকে ও তদীয় প্রতিষ্ঠানের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। বর্তমান সরকারের আমলে সরকারের অপরাধচিত্র তুলে ধরার দায়ে একাধিক গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ দৈনিক আমার দেশের মত জনপ্রিয় সংবাদ মাধ্যমসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। অসংখ্য সাংবাদিক, সম্পাদককে জেল-জুলুম ভোগ করতে হয়েছে; দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। প্রথিতযশা সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, আবুল আসাদকে কারাবরণ করতে হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের নয় বছর কেটে গেলেও এর কোন সুরাহা হয় নি। বরং অন্ততঃ বারবার চার্জশীট দাখিলের তারিখ পেছানো হয়েছে।

গণমাধ্যমের উপর কঠোর নজরদারির মতই সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতাকেও পদপিষ্ট করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের উপর রয়েছে কঠোর নজরদারি। সরকারের বিরুদ্ধে কোন লেখালেখি করলেই তার উপর নেমে আসছে নির্যাতনের খড়গ। সরকারের এরূপ নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। ডিজিটাল সিকিউরিটি আইন নামক এক নিবর্তনমূলক আইনের মাধ্যমে জনগণের জান ও জবানকে রুদ্ধ করে রাখা হয়েছে। ফটোগ্রাফার শহীদুল আলম, অভিনেত্রী নওশাবা, লেখক মুশতাক, কার্টুনিস্ট কিশোরসহ বহুসংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ধর্মবেত্তা, শিক্ষক, ছাত্র এমনকি খেটে খাওয়া সাধারণ মানুষও এই নিবর্তনমূলক আইনি নির্যাতন থেকে রেহাই পায় নি। স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে মসজিদসহ বিভিন্ন উপাসনালয়েও নজরদারি করা হয়েছে। মসজিদে জুমার নামাজের খুতবা প্রদানে সরকারি নীতি চাপিয়ে দেয়া হয়েছে।

অবশ্য কেবল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেই যে আওয়ামী লীগ সরকার বিরোধী মত দলন করেছে তা নয়। বরং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের রয়েছে দানবীয় ভূমিকা। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নোমানি হত্যার মাধ্যমে ছাত্রলীগ তাদের হত্যাযজ্ঞ শুরু করে। এরপর গত ১৩ বছরে ছাত্রলীগের হাতে অপরাপর ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ ছাত্র, এমনকি নিজ দলীয় কর্মীরাও রেহাই পায় নি। পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজ সংগঠনের নেতা জুবায়ের হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র আবু বকর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগেরই সাবেক সাংগঠনিক সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরি ও প্রথম বর্ষের ছাত্র তাপস সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ নাসিম, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীবসহ আরো অনেকের রক্তে রঞ্জিত হয় ছাত্রলীগের হাত। এছাড়া ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় বারো বছরের শিশু রাব্বি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন হাফিজুর মোল্লা; চোখ হারান এহসান রফিক। সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতা বদরুলের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয় খাদিজাকে। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসেন খাদিজা। এমসি কলেজে ২০২০ সালের সেপ্টেম্বরে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা গণধর্ষণের শিকার হন এক নববধূ। আধিপত্যবাদ বিরোধী লেখালেখির অভিযোগে বুয়েটের ছাত্রাবাসে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। আওয়ামী লীগ সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হওয়া ছাত্রলীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, হত্যা, রাহাজানি যেন মুজিব শাসনামলের রক্ষী বাহিনীর কথা স্মরণ করিয়ে দেয়। কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের মত জনস্বার্থমূলক যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ তাদের সর্বস্ব দিয়ে সন্ত্রাসি হামলা চালিয়েছে। এসব আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদেরকে জেলে পুরা হয়েছে; শারীরিক নির্যাতন করা হয়েছে। কেবল ছাত্রলীগই নয়; বরং যুবলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীদেরও এসব অন্যায়, অপকর্মে লিপ্ত হতে দেখা যায়। ২০১৮ সালের তথাকথিত জাতীয় নির্বাচনে কেবলমাত্র ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অপরাধে নোয়াখালির সূবর্ণচরে স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ করে ঐ এলাকার আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন। বগুড়ায় মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে মা ও মেয়ে উভয়ের মাথা ন্যাড়া করে দেয় শ্রমিক লীগ নেতা তুফান সরকার। এসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তদের বিরুদ্ধে কোন কঠোর ব্যবস্থা নেয়া হয় নি। বিশ্বজিৎকে হত্যাকারিদের নিম্ন আদালত থেকে ফাঁসির আদেশ দেয়া হলেও পরবর্তীতে তারা উচ্চ আদালত থেকে খালাস পেয়ে এখন আরাম আয়েশে জীবনযাপন করছে। তাই সদ্য ঘোষিত আবরার হত্যাকারীদের ফাঁসির আদেশ আসলেও রাজনৈতিক বিবেচনায় যে এই রায় বদলে যাবে না, এ বিষয়ে সচেতন সমাজ নিশ্চিত হতে পারছে না। নারী নিপীড়ন এবং ধর্ষকামীতার এসব উদাহরণ যে কেবল এদের মাঝেই সীমিত তা নয়। বরং আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের মধ্যেও এসবের উদাহরণ মেলে। সম্প্রতি পদ হারানো আওয়ামী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের চিত্রনায়িকাকে ধর্ষণের হুমকি এবং সম্ভ্রান্ত নারীদের নিয়ে অশালীন মন্তব্য জনগণের কাছে ধিকৃত হয়েছে। উক্ত মন্ত্রীর ফাঁস হওয়া কথোপকথন থেকে প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে চিত্রনায়িকাকে হুমকি দেয়ার কথা শুনা যায়। এসব কাণ্ড যেন আমাদেরকে পুনর্বার মুজিবের বাকশাল আমলে ফিরিয়ে নিয়ে যায়। টঙ্গীর মোজাম্মেলের ধর্ষণের এক ঘটনা ঐ সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এভাবে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে এবং প্রশাসনকে নানাভাবে বাধ্য করে সরকারদলীয় এমপি, মন্ত্রী ও অন্যান্য নেতাকর্মীরা অপরাধবৃত্তি করে বেড়াচ্ছে।

আওয়ামী লীগ নেতাদের অনৈতিকতার আরেকটি বিরাট দৃষ্টান্ত হচ্ছে ক্যাসিনো কাণ্ড। ২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযানে বেরিয়ে আসে আওয়ামী লীগ, যুবলীগের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দের নাম। যুবলীগ নেতা সম্রাটসহ অনেক এমপি, মন্ত্রী এবং আওয়ামী প্রভাব বলয়ে থাকা ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিবর্গের নামে চাঞ্চল্যকর ঘটনাসমূহ প্রকাশ পেতে শুরু করে। একইভাবে মাদক ও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে অনেক সাংসদ ও আওয়ামী নেতাদের নাম। কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদির বিশাল ইয়াবা সাম্রাজ্য আবিষ্কৃত হয়। কিন্তু তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় নি। এছাড়াও পাপিয়া নামক এক নারী সরবরাহকারীর খদ্দের তালিকায় উঠে আসে অনেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও আমলা, ব্যবসায়ীদের নাম। এভাবেই এসব সমাজবিরোধী কীর্তিকলাপের মাধ্যমে বিগত দিনগুলোতে বাংলাদেশে রাজনীতিবিদদের ইমেজ ক্ষুণ্ণ করেছে বর্তমান সরকার; সুস্থ ধারার রাজনীতির বিকাশের পথকে রুদ্ধ করা হয়েছে। ২০২০ সালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রামাণ্য তথ্যচিত্রে শেখ হাসিনার শাসনামলে তার ছত্রছায়ায় প্রশাসন, চিহ্নিত সন্ত্রাসীদের যোগসাজশে কিভাবে একটি জনগণের রাষ্ট্র মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে তার প্রমাণ পাওয়া যায়।

অনৈতিকতা, লুটপাট, হত্যা, রাহাজানি ছাড়াও বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থ হয়েছে। মুখে অসাম্প্রদায়িকতার বুলি আওড়ালেও রাজনৈতিক কার্ড হিসেবে সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে সেখান থেকে সুফল ভোগ করছে তারা। আওয়ামী লীগ শাসনামলের সর্বশেষ ১৩ বছরে যশোরের অভয়নগর, কক্সবাজারের রামু, সুনামগঞ্জের শাল্লা, ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর এবং সর্বশেষ কুমিল্লায় মন্দিরে কুরআনের অবমাননাকে কেন্দ্র করে চট্টগ্রাম, ব্রাহ্মনবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালি, ফেনী, রংপুরসহ দেশের একাদিক স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতার পরিবর্তে নির্লিপ্ত থাকার কারণে জনমনে এর পেছনে সুবিধাভোগী কুশীলবের ধারণা শক্ত হয়। এমনকি এসব ঘটনার সাথে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণও পাওয়া যায়। তথাপিও এসব অপরাধীদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় নি। উপরন্তু এদের অনেককে দলীয়ভাবে পুরষ্কৃতও করা হয়। ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত থাকা তিনজনকে সম্প্রতি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়। সম্প্রতি কুমিল্লায় কুরআন অবমাননাকে কেন্দ্র করে চাঁদপুরে মন্দিরে হামলায় স্থানীয় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের হৃদয় নামক একজনকে জড়িত থাকার প্রমাণ মেলে। রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলায় কারমাইকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সৈকত মণ্ডলের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র প্রামাণিকের এক বক্তব্যে কুমিল্লার ঘটনার সাথে স্থানীয় সাংসদ আকম বাহারের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারি মদদে দলীয় লোকদের দ্বারা কিংবা প্রশাসনের মাধ্যমে সাম্প্রদায়িকতার ইস্যু তৈরি করে সহিংসতার সৃষ্টি করার অভিযোগ রয়েছে। শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে নিছক রাজনৈতিক ফায়দা উদ্ধারের বশে এভাবে সাম্প্রদায়িকতার কার্ড খেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা সাম্য প্রতিষ্ঠার আকঙ্ক্ষাকে কলুষিত করা হয়েছে।

আওয়ামী রাজনীতির আরেকটি কার্ড হচ্ছে ‘জঙ্গীবাদ’। প্রতিবারই নির্বাচন এলে জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ের জিগির তুলে ক্ষমতায় আসা আওয়ামী লীগ ও তার জোট বিগত তেরো বছরে জঙ্গীবাদ মোকাবিলায় ব্যর্থতার নজির স্থাপন করেছে। এ সরকারের আমলেই ২০১৬ সালের জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গী হামলায় ১৭ জন বিদেশি নাগরিক সহ মোট ২৯ জন নিহত হয়। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানেও জঙ্গী হামলার ঘটনা ঘটে। এছাড়াও ২০১৫ সালে দেশব্যপী সিরিজ ব্লগার হত্যার ঘটনা ঘটে। কিন্তু সরকার এসব হামলা নিরোধে পর্যাপ্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে চূড়ান্ত রকমের ব্যর্থতা দেখিয়েছে। উপরন্তু ক্রসফায়ারের নামে একাধিক অভিযানে সন্দেহভাজন জঙ্গীদের হত্যার মাধ্যমে হামলার ব্লু প্রিন্ট নিশ্চিহ্ন করে ফেলা হয়। অন্যদিকে প্রকৃত কুশীলবদের খুঁজে বের করার পরিবর্তে দেশের বিরোধী রাজনৈতিক দলসমূহ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এর শিক্ষক, ছাত্রদের উপর দোষ চাপানো হয়। এর মাধ্যমে এক ধরণের সামাজিক বিদ্বেষ ও সন্দেহপ্রবণতার সৃষ্টি হয়, যার ফলে সমাজে মানবিক মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ শাসনামলেও দেশে জঙ্গী হামলার ঘটনা ঘটে। যশোরে উদিচীর অনুষ্ঠানে হামলা, সিপিবি’র সমাবেশে হামলা এবং রমনার বটমূলে নববর্ষের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কিন্তু তৎকালীন সরকার এসব ঘটনার কোন সুষ্ঠু সুরাহা করতে ব্যর্থ হয়। পরবর্তী ধারাক্রমে চারদলীয় জোট সরকার আমলেও ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা, ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। কিন্তু তৎকালীন সরকার এসব হামলার মোটিভ উদ্ধারে কৃতকার্যতা প্রমাণ করে। দুর্ধর্ষ জঙ্গী শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ অন্যান্যদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা ঘটনার প্রধান অভিযুক্ত মুফতি হান্নানকেও তৎকালীন সরকার গ্রেফতার করে। কিন্তু বর্তমান সরকার মুফতি হান্নানকে অন্য মামলায় তরিঘড়ি ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করে ২১শে আগস্ট হামলা মামলার প্রকৃত দোষীদের আড়াল করতে সচেষ্ট হয়। অতঃপর এ মামলাকে একটি রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করে বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ  মামলায় অভিযুক্ত করে। এভাবেই আওয়ামী লীগ ও তার মিত্র রাজনৈতিক শক্তিসমূহ সংবেদনশীল ইস্যুসমূহ তথা মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদের মত ইস্যুসমূহের রাজনীতিকরণের মাধ্যমে দেশে ‘রুল এন্ড ডিভাইড’ পলিসি প্রতিষ্ঠা করে এর রাজনৈতিক সুফল ভোগ করে চলছে। অথচ প্রয়োজন ছিল এসব বিষয়ে জাতীয় ঐকমত্য গঠন করে নিরপেক্ষ পর্যালোচনা করার।

আওয়ামী লীগ সরকার যে কেবল দেশের অভ্যন্তরীণ ইস্যুসমূহেই নিজেদের ব্যর্থতা ও দুর্বৃত্তপনার স্বাক্ষর রেখেছে তা নয়; বরং আমরা দেখি, কূটনৈতিক অঙ্গনেও সে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। সীমান্ত হত্যা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ২০২১ সালের ১০ জানুয়ারি মানবাধিকার সংস্থা অধিকারের প্রকাশিত ‘Human Rights Violation by Indian Border Security Force (BSF) against Bangladeshi citizens’ শীর্ষক প্রতিবেদনের তথ্য মতে, আওয়ামী লীগ সরকারের বর্তমান শাসনামলে ২০০৯-২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে অন্ততঃ ৫০৬ জন বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ভারতীয় বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যার এক ঘৃণ্য দৃষ্টান্ত হয়ে আছে সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানির লাশ। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তের কাঁটাতারের সাথে ১৫ বছর বয়সী ফেলানির লাশ ঝুলে থাকতে দেখা যায়। কিন্তু বর্তমান সরকার ফেলানি সহ এসব সীমান্ত হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে ন্যুনতম প্রতিক্রিয়া ব্যক্ত করে নি। ক্ষমতা প্রলম্বিত করার মানসে বর্তমান সরকারের এই কূটনৈতিক নিষ্ক্রিয়তা বাংলাদেশের জনগণের সার্বভৌম মর্যাদাকে সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে। নয় মাসব্যপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আমাদের সে প্রত্যাশাকে ভূলুণ্ঠিত করেছে।

বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিগত দুর্বলতার আরেকটি উদাহরণ রোহিঙ্গা ইস্যুর সমাধানে ব্যর্থতা। ২০১৭ সালের ২৫শে আগস্ট তারিখে মায়ানমার থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা শরণার্থীদের স্মরণকালের সবচেয়ে বড় ঢল নামে। রাখাইন প্রদেশের এসব মুসলিম অধিবাসীরা মায়ানমারের সামরিক জান্তা কর্তৃক ভূমি থেকে উচ্ছেদ, চলাফেরার স্বাধীনতা হরণসহ খুন, ধর্ষণের মতো চরম সহিংসতার হয়। ফলে দুই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় গ্রহণ করে। তাৎক্ষণিক আশ্রয় প্রদানে সরকার গড়িমসি দেখালেও আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যহত চাপের মুখে শেষ পর্যন্ত তাদেরকে আশ্রয় দেয়া হয়। কিন্তু পরবর্তীতে সঠিক কূটনীতির অভাবে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এসব রোহিঙ্গাদেরকে তাদের স্বভূমে প্রত্যাবাসিত করার সাফল্য দেখাতে পারে নি বর্তমান সরকার। বরং নিজেদের বহিরাগত রাজনৈতিক ও অর্থনৈতিক মিত্রদের কাছে কোণঠাসা সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোন দৃঢ় পদক্ষেপ নিতে সাহস পর্যন্ত দেখাচ্ছে না। অথচ রোহিঙ্গাদের বাংলাদেশ অভিমুখে শরণার্থী হবার এ ঘটনা এটিই প্রথম নয়। বরং এর আগেও ১৯৭৮ সালে এবং ১৯৯১-৯২ সালে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামে। ১৯৭৮ সালে তৎকালীন জিয়াউর রহমান সরকারের সাহসী ও স্বাধীন কূটনৈতিক ভূমিকার মাধ্যমে সে সময় রোহিঙ্গাদের সফল প্রত্যাবাসনে বাংলাদেশ সফলতা দেখিয়েছিল। খালেদা জিয়া সরকারের সময়েও রোহিঙ্গা ইস্যুতে তৎকালীন সরকারের শক্তিশালী কূটনৈতিক তৎপরতার ফলে এ বিষয়ে আশাতীত সাফল্য এসেছে। অথচ বর্তমান সরকারের সামনে এসব সফল কূটনৈতিক দৃষ্টান্ত থাকা সাপেক্ষেও তারা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারছে না।

আজ দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের জোরপূর্বক চিরদিন ক্ষমতায় থাকা এবং একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার উদগ্র ও গণবিরোধী, স্বাধীনতা বিরোধী চক্রান্ত ও স্বৈরশাসনের কারণে মুক্তিযুদ্ধের মূল চেতনা ভূলুণ্ঠিত। যে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য এদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম করেছে সেই রাষ্ট্রব্যবস্থা এখন এক দলীয় শাসনের শৃঙ্খলে শৃঙ্খলিত। যে মহান নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন তিনি আজ কারারুদ্ধ। স্বাধীনতার সূবর্ণজয়ন্তিতে যখন প্রত্যাশা ছিল একটি ঐক্যবদ্ধ জাতি ও ঐক্যবদ্ধ উদযাপন, সেখানে চরম হতাশা নিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি বিভক্ত সমাজ নিয়ে। কেবল ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জীঘাংসামূলক বাসনা থেকে মুক্তিযুদ্ধের চেতনা তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যয়বিচারের অঙ্গীকারকে বিসর্জন দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্যিকিকরণের মাধ্যমে মানুষের মনন থেকে প্রকৃত দেশপ্রেমের চেতনাকে ফিকে করে দেয়ার অপচেষ্টা বর্তমান রয়েছে। মানুষে মানুষে বিভেদ, লুণ্ঠনের রাজনীতি, সেবাখাতসমূহে দৌরাত্ম্য বৃদ্ধি, রাজনৈতিক প্রতিহিংসা এসবই যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। মানবাধিকার হরণ, নির্বাচনি ব্যবস্থার অবলুপ্তি, গণতন্ত্রের টুঁটি চেপে ধরার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ হয়ে পড়ছে বন্ধুহীন। যদিও ক্ষমতাসীন সরকারের মন্ত্রী- আমলাদের মুখে উন্নয়নের প্রগলভতা শুনা যায়, কিন্তু বাস্তব অবস্থা তার বিপরীত। ধনী-দরিদ্রের বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পঞ্চম। চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারি মানুষের সংখ্যা দুই কোটি চল্লিশ লাখ। বৈশ্বিক ক্ষুধা সূচকে ১১৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৮ তম। অতএব মুখে যে উন্নয়নের মহাসড়কে চলার কথা বলা হয়, তা কেবলই ফাঁপা বুলি। বাস্তবে বাংলাদেশ চলছে উল্টো রথে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে এসে যখন ন্যয়ভিত্তিক সমাজ, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা হওয়ার কথা ছিল বাংলাদেশের প্রতিচ্ছবি; সেখানে বাংলাদেশ যেন ক্রমেই ফিরে যাচ্ছে পঁচাত্তর পূর্ববর্তি সেই দিনগুলোতে। তবুও বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত দেশপ্রেমিক সাধারণ মানুষ এখনো প্রত্যাশা করে, এদেশের জাতীয়তাবাদী শক্তির হাত ধরেই বাংলাদেশ পুনর্বার ফিরবে তার প্রকৃত লক্ষ্যের পথ্র। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী শক্তির আগামীদিনের ভরসাস্থল জনাব তারেক রহমানের হাত ধরেই এদেশে আবার এগিয়ে যাবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখিয়ে যাওয়া পথ ধরে।   

— 

ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

ফারহান আরিফ সাবেক শিক্ষার্থী, শান্তি ও সংঘর্ষ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সদস্য, আহবায়ক কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল