Search

Sunday, November 17, 2019

সংবাদ ঠিক করে দেয় গোয়েন্দা সংস্থা: শওকত মাহমুদ

সাক্ষাৎকার


শওকত মাহমুদ৷ সিনিয়র সাংবাদিক ও ইকোনিক টাইমস-এর সম্পাদক৷ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি৷ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের প্রধানও ছিলেন তিনি৷ একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা৷ ডয়চে ভেলের সাথে তিনি বাংলাদেশের সমসাময়িক সাংবাদিকতা ও সংবাদমাধ্যম নিয়ে কথা বলেছেন৷

ডয়চে ভেলে: বাংলাদেশের সাংবাদিকরা এবং সংবাদমাধ্যম এখন কতটা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারছে?


শওকত মাহমুদ: আমরা ১০-১১ বছর ধরে মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছি৷ কারণ এক এগারোর সময় মিডিয়ার যেভাবে টুঁটি চেপে ধরা হয়েছিল তারপর নির্বাচিত সরকার এসে আরো বেশি করে সংবাদমাধ্যম, সংবাদপত্রে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে৷ এর মধ্যে অনেক সাংবাদিক কারাগারে গেছেন৷ একইসঙ্গে আমরা কিছু কালো আইন দেখেছি৷ ডিজিটাল আইন, তার আগে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা সাংবাদিকদের বিরুদ্ধে যথেচ্ছভাবে প্রয়োগ করা হয়েছে৷ এসব কারণে এখন সাংবাদিকরা সেল্ফ সেন্সরশিপের মধ্যে রয়েছে৷ অনেক ভৌতিক বাধা আছে৷ বলবো না যে আগের মত তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেস অ্যাডভাইস আসে৷ এখন কতগুলো গোয়েন্দা সংস্থার মাধ্যমে ফোন আসে এটা দেয়া যাবে না, ওটা দেয়া যাবে না৷ সাংবাদিকেরা চাকরি হারিয়েছে৷ শাসক দল এমনকি সর্বোচ্চ পর্যায় থেকে সংবাদমাধ্যম, সাংবাদিকদের ব্যাপারে কটু মন্তব্য করা হয়৷ আমার মনে হয় সাংবাদিকেরা এখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছেন৷

ডয়চে ভেলে: এই পরিস্থিতির জন্য আপনি প্রধানত কাদের দায়ী করবেন?

শওকত মাহমুদ


শওকত মাহমুদ: এই পরিস্থিতির জন্য আমি মূলত শাসক দলকে দায়ী করব৷ একইসঙ্গে আমি আমলাতন্ত্রের কথাও বলব৷ বিচার বিভাগের ক্ষেত্রেও একধরণের আতঙ্ক আছে৷ আদালত অবমাননার জন্য দাঁড় করানো হয়েছে৷ প্রশাসনিক বাধাও আছে৷ সামাজিকভাবে সাংবাদিকরা আতঙ্কে আছেন৷ খবর সংগ্রহ করতে গেলেও তাদের ওপর হামলা হয়৷ আসলে সরকার যদি বাধা না দেয় তাহলে সাংবাদিকদের আর কোনো পক্ষই বাধা দেয়ার চিন্তা করতে পারেনা৷

ডয়চে ভেলে: অধিকার আদায়ে, মত প্রকাশের স্বাধীনতার জন্য অতীতের মত সাংবাদিকরা এখন কেন আন্দোলন গড়ে তুলতে পারছেনা?


শওকত মাহমুদ: এখন যারা বিরোধী দল সমর্থিত সাংবাদিক তারা আন্দোলন করছেন৷ আর যারা সরকার সমর্থক সাংবাদিক রয়েছেন তারা এই ধরনের আন্দোলনকে উৎসাহিত করেন না অংশও নেন না৷ আমরা সাগর-রুনি হত্যার বিচারের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলাম৷ পরে তারা আলাদা হয়ে গেল৷ সরকার কতগুলো ক্ষেত্রে ঘুসের মত দেয়৷ যেমন যেদিন পার্লামেন্টে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশ হয়, সেদিন সরকার সমর্থক দু'শতাধিক সাংবাদিককে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে নিয়ে ২০ কোটি টাকা অনুদানের ঘোষণা দেয়া হয়৷ আর ট্রেড ইউনিয়ন আইনের পরিবর্তনের কারণে এখন সাংবাদিকদের চেয়ে মালিকেরা শক্তিশালী ৷ যেসব সাংবাদিক সরকার বা বিরোধী কোনো পক্ষেই নেই তারাও পরিস্থিতির কারণে চুপ আছেন৷ মাঠে নামছেন না৷

ডয়চে ভেলে: তাহলে সাংবাদিকতার ভবিষ্যতকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশে?


শওকত মাহমুদ: বাংলাদেশে সাংবাদিকেরা এখন প্রান্তিক মানুষে পরিণত হয়েছেন৷ শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে নয়, এখন শত শত সাংবাদিক ছাটাই হচেছ, চাকরি হারাচ্ছে৷ এর কোনো প্রতিকার নেই৷ কোটি কোটি টাকা বিনিয়োগের কথা বলে সংবাদমাধ্যম শুরু করেন, কিন্তু বাস্তবে তারা কিছুদিন পরেই আর্থিক দুরবস্থা, বিজ্ঞাপন না থাকার অজুহাত দেখিয়ে সাংবাকিদের ছাটাই করেন৷ এসব দেখার কেউ নেই৷

ডয়চে ভেলে: সাংবাদিকেরা এখন নীতি নির্ধারণসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা কেন রাখতে পারছেন না?


শওকত মাহমুদ: যার নীতি নির্ধারক তাদের মধ্যে যদি লজ্জা বোধ না থাকে তাহলেতো তারা সংবাদমাধ্যমের প্রতিবেদনকে গুরুত্ব দেবেন না৷ তারা যদি মনে করেন কোনো অনিয়ম. দুর্নীতি প্রকাশ হলে কিছু এসে যায় না তাহলে তারা সংবাদমাধ্যমকে কেন গুরুত্ব দেবেন? এই সরকার সামাজিক মাধ্যমে তোলপাড় হওয়া কিছু বিষয় যা পরে সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে সে ব্যাপারে গুরুত্ব দিয়েছে৷ কিন্তু অধিকাংশ খবরকে আমলে নেয় না৷ বলে, সম্পাদক তার স্বার্থে এটা করেছেন৷

ডয়চে ভেলে: আপনি বলছিলেন সরকার সমর্থক সাংবাদিক, বিরোধী দল সমর্থক সাংবাদিক৷ সাংবাদিকদের এই দলীয় বিভাজন ঠিক কি না?


শওকত মাহমুদ: পৃথিবীর উন্নত দেশেও রাজনৈতিক কারণে সাংবাদিকদের বিভাজন নয়, পৃথক চিন্তা, স্বাতন্ত্র্য থাকে৷ সেখানেও নানা দলের সমর্থক সাংবাদিকরা আছেন৷ কিন্তু রাজনৈতিক কারণে সত্য প্রকাশ যাতে কোনোভাবে প্রভাবিত না হয় সেটা সবার চেষ্টা কর উচিত৷ বাংলাদেশে সংবাদমাধ্যমে বিরোধী দলের যত সমালোচনা করা হয়, সরকারের সমালোচনা তেমন হয় না৷ এখন সরকার সমর্থক সাংবাদিকেরা এখন বেশি চাকরিতে আছে৷ আর দক্ষতা আর যোগ্যতা থাকার পরও বিরোধী দল সমর্থক সাংবাদিকদের চাকরি দেয়া হয় না৷

ডয়চে ভেলে: সাংবাদিকদের এই সরকার সমর্থক বা বিরোধীদল সমর্থক হওয়ার পিছনে কি শুধু আদর্শিক কারণ না অন্য কোনো কারণ বা স্বার্থ আছে?


শওকত মাহমুদ: প্রথমত, সরকার সমর্থক হলে সাংবাদিকতার চাকরির ক্ষেত্রে সুবিধা হয়৷ দ্বিতীয়, সরকার সমর্থক হলে অনেক সামাজিক সুবিধা পাওয়া যায়৷ যেমন সাংবাদিকেরা জায়গা পেয়েছেন, জমি পেয়েছেন অনেক৷ বিদেশ ভ্রমণ সরকাারি টেলিভিশনের সদস্য হলে অনেক সহজ হয়ে যায়৷ আরো অনেক সুবিধা আছে৷

ডয়চে ভেলে: তারপরও ভবিষ্যতে কেমন সাংবাদিকতার স্বপ্ন দেখেন বাংলাদেশে?


শওকত মাহমুদ: দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে সাংবাদিকতা ফোর্থ স্টেট বা ওয়াচ ডগের কাজটি করতে পারবে৷ তবে এরজন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে৷ লক্ষ্য নির্ধারণ করতে হবে কেন সাংবাদিকতা করব৷ সেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজের জন্য না দলের জন্য?

  • কার্টসিঃ  ডয়চে ভেলে/ নভেম্বর ৮, ২০১৯ 

Thursday, November 14, 2019

দাবির মুখে টাকার অবমূল্যায়ন করা হবে একটা ভুল কাজ

আবু আহমেদ

আমাদের মুদ্রা টাকা মার্কিন ডলারের বিপরীতে মূল্য হারাচ্ছে, তবে ধীরে ধীরে। এই মূল্য হারানো আমাদের মতো দেশের কাছে শঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়। এ পর্যন্ত ঠিকই আছে। শঙ্কা হলো, সামনের দিনগুলোয় টাকা-ডলার বিনিময়ের ক্ষেত্রে আরো বিপক্ষে চলে যায় কিনা। গত তিন মাসে আমাদের রফতানির প্রবৃদ্ধি কমে গেছে।

এটা আমাদের ভাবিয়ে তুলছে। আগামী তিন মাস দেখার বিষয়। বিশ্বে এখনো কিন্তু অনেক অর্থনীতি আছে, যেগুলোর রফতানি বাণিজ্যে প্রবৃদ্ধি অব্যাহত আছে। এতদিন আমাদের অর্থনীতির মজবুত ভিত গড়তে অব্যাহত রফতানি প্রবৃদ্ধি সহায়কের ভূমিকা রেখেছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয়েক বছর ধরেই ৩২-৩৩ বিলিয়ন ডলারের মধ্যে আছে। এটাও সম্ভব হয়েছে আমাদের অব্যাহত বর্ধিত রফতানির কারণে। অন্য মুখ্য কারণ হলো, ৮০ লাখ বাংলাদেশী বিদেশে আছে, তাদের বর্ধিত রেমিট্যান্স প্রেরণ। না হলে আমাদের কে সাহায্য করবে? আন্তর্জাতিক ঋণ বিক্রেতারা আমাদের অতটা ঋণ কেনার জন্য অফার করত না, যদি আমাদের বৈদেশিক মুদ্রার স্থিতির অবস্থা নড়বড়ে থাকত। তারা এখন দেখছে বাংলাদেশ পরিশোধ করতে পারে। সুতরাং বাংলাদেশের কাছে ঋণ বিক্রয় করো। ঋণ কিনে কোনো অর্থনীতি উপরে উঠতে পারেনি। অর্থনীতি উপরে ওঠে নিজেদের আয়-রোজগারে। 
আবু আহমেদ

সবচেয়ে বড় কথা হলো, দেশের মানুষ যদি মনে করে তাদের দেশ উন্নতি করবে, তাহলে উন্নতি করবে। একটা আশাবাদী জনগোষ্ঠী নিজেদের সামনে নিতে প্রতিনিয়তই চেষ্টা করতে থাকে এবং তারা সফলও হয়। যাহোক, আজকের বিষয়টি অন্য ইস্যু। কথা হলো, আমরা আমাদের মুদ্রা টাকাকে ডলারের বিপরীতে আরো মূল্য হারাতে দেব কিনা। মূল্য হারানো বা মূল্য হারাতে দেয়াকে অনেকে টাকার অবমূল্যায়ন হিসেবে দেখেন। তবে সত্য হলো, এখন আমাদের স্তরে আছে এমন অর্থনীতিগুলোর কোনোটিই ঘটা করে বা ঘোষণা দিয়ে তাদের মুদ্রাকে অবমূল্যায়ন করে না। যা সত্য তা হলো, সংশ্লিষ্ট মুদ্রা যখন ক্রয়ক্ষমতা হারাতে থাকে, তখন এমনিতেই বিনিময়ের বাজারে ওই মুদ্রার মূল্য পড়তে থাকে। বাংলাদেশের মুদ্রা টাকার ক্ষেত্রে এমন অবস্থার উদ্ভব হয়েছে কি? তাহলে কেন দাবি তোলা হবে যে টাকাকে আরো পড়তে দেয়া হোক। যারা টাকাকে পড়তে দিতে বলছেন, তারা অতি ক্ষুদ্র বা ক্ষীণ দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টাকে দেখছেন। বাংলাদেশে অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতার অন্যতম বৈশিষ্ট্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। মূল্যস্ফীতি কম থাকা মানে টাকার ক্রয়ক্ষমতা অক্ষুণ্ন থাকা। টাকার ক্রয়ক্ষমতা অক্ষুণ্ন ছিল বলেই সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি ও করপোরেট পর্যায়ে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছিল। মূল্যস্ফীতির কারণে আমাদের টাকার মানের ওপর যদি আস্থা ঢিলেঢালা হয়ে যেত, তাহলে আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিও থমকে যেত। কমপক্ষে প্রকৃত হিসাবে তা-ই হতো। সে অবস্থায় আমরা অনেক কম বিদেশী বিনিয়োগ পেতাম। 

যারা টাকার অবমূল্যায়ন চাইছেন, তারা সামগ্রিকভাবে বিষয়গুলো বিবেচনায় আনছেন না। তাদের বড় যুক্তি হলো, টাকার অবমূল্যায়ন হলে রফতানি বেড়ে যাবে। অতীতে মুদ্রার অবমূল্যায়ন করে আমাদের মতো অর্থনীতিগুলো রফতানি বাড়াতে কমই সফল হয়েছে। রফতানি বাড়ে উৎপাদন ব্যয় কমিয়ে রাখার মাধ্যমে। আর আজকের রফতানি প্রবৃদ্ধির বড় অনুঘটক হলো, অর্থনীতিগুলো আমাদের রফতানি করতে কী সুবিধা দিচ্ছে। অন্যরা যদি আমাদের বিশেষ সুবিধা না দিয়ে জোটভুক্ত অন্য মিত্রদের বেশি সুবিধা দেয়, তাহলে মুদ্রার অবমূল্যায়ন করেও কি আমরা রফতানি বাড়াতে পারব?

আমরা কি ভিয়েতনামের রফতানি মূল্যের ধারেকাছেও যেতে পারব? পারব না এজন্য, ভিয়েতনাম এরই মধ্যে বড় অর্থনীতিগুলোয় রফতানির ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক বেশি সুবিধা ভোগ করছে। আর ওই সুবিধাটাই হলো অন্যতম কারণ কেন যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি চীন-আমেরিকার বাণিজ্য বিরোধের প্রেক্ষাপটে তাদের স্থাপনাগুলো ভিয়েতনামে সরিয়ে নিচ্ছে। সেজন্যই পণ্য রফতানি বাড়াতে গেলে বাংলাদেশকেও চেষ্টা করতে হবে অর্থনৈতিক জোটে শামিল হওয়ার। কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে ব্যর্থ। ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো জোটবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ নিজে চেষ্টা করে না। চেষ্টাটা যা করে তা হলো ভারতের মাধ্যমে। ফলে জোট গঠনে কথা হয় অনেক। কিন্তু কাজ হয় না। ভারত আমাদের কাছে ৮ বিলিয়ন ডলারের বেশি পণ্য বিক্রি করে। বাংলাদেশ অতি কষ্টে অনেক দিন অপেক্ষা করে মাত্র গত অর্থবছরে ১ বিলিয়ন ডলারের রফতানি পণ্য ভারতে পাঠাতে সক্ষম হয়েছে। তা নিয়েও ভারতের একটা মহল প্রতিবাদ শুরু করে দিয়েছে। তারা তাদের সরকারকে বলছে, বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ঠেকাও। 

যাহোক, ভারতকে নেতা মেনে বাংলাদেশ যদি মনে করে কোনো অর্থনীতি জোটকে এগিয়ে নিতে পারবে, তাহলে মনে হয় না ওই জোটটা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে কোনো বড় কার্যকর ভূমিকা পালন করবে। মুদ্রার অবমূল্যায়ন করে রফতানি বৃদ্ধিতে কিছুটা সফলতা আসতে পারে, যদি দেখা যায় যাদের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে তাদের চাহিদার স্থিতিস্থাপকতা আছে। বাংলাদেশ যে ধরনের পণ্য রফতানি করে, ওইসব পণ্যের জন্য ভোক্তা পর্যায়ে চাহিদা স্থিতিস্থাপকতা নেই বললেই চলে। তাহলে যারা টাকার অবমূল্যায়ন চাইছেন, তারা কেমন করে শুধু মূল্য কমিয়ে বেশি বিক্রি করবেন। মূল্য কমানোর ব্যাপারটা আসতে হবে দক্ষ ব্যবস্থাপনা থেকে। যে কৌশল ও যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেগুলোর দক্ষ ব্যবহারের মাধ্যমে। যারা টাকার অবমূল্যায়ন চাইছেন তাদের যুক্তি হলো, আমাদের রফতানি পণ্যকে বিদেশীদের জন্য সস্তা করে দিতে হবে। সেটা কীভাবে? সেটা হলো এভাবে: আগে তারা ১ ডলার দিয়ে ৮৪ টাকা পেত। এখন তাদের সেই একই ডলার দিয়ে ৮৭-৮৮ টাকা পেতে দাও, যাতে তারা বেশি একক পণ্য বাংলাদেশ থেকে কিনতে পারে। কিন্তু এ যুক্তি অতি দুর্বল এবং কার্যকর হলে তা দেশের অর্থনীতির জন্য ক্ষতি বয়ে আনবে।

বাংলাদেশের যে একটি মাত্র পণ্য মোট রফতানির ৮০ শতাংশ অধিকার করে আছে, সেই আরএমজির কাঁচামাল ও অন্য উপকরণ আসে বিদেশ থেকে। তৈরি পোশাক খাতে স্থানীয় উৎস থেকে ভ্যালু অ্যাডিশন কত? যদি ৭০-৭৫ শতাংশ ভ্যালু অ্যাডিশনের উৎস হয়ে থাকে বিদেশ থেকে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কাপড় ও অন্যান্য সরঞ্জাম আমদানির মাধ্যমে, তাহলে অবমূল্যায়নের মাধ্যমে বাংলাদেশী রফতানিকারকদের আদৌ উপকার হবে কি? অবমূল্যায়ন হলে তাদের তো সেই বেশি মূল্যেই ওইসব পণ্য কিনতে হবে। আসলে যেটা মনে হয় সেটা হলো ওই যে সামান্যটুকু নিট ভ্যালু অ্যাডিশন তারা এ দেশে করে, তার মূল্য বেশি পেতে চাইছে। এতে স্বল্পমেয়াদে তাদের হাতে কিছু বাড়তি অর্থ প্রবাহিত হলেও হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে তা হবে অর্থনীতির জন্য ক্ষতিকর। যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আমরা এতদিন দেখে আসছি তা নষ্ট হয়ে যেতে পারে। অর্থনীতিতে মূল্যস্ফীতি ফেরত আসতে পারে। উচ্চ মূল্যস্ফীতি থেকে বড় শাস্তি পাবেন দেশের নিম্ন আয়ের ভোক্তারা। আর টাকার অবমূল্যায়ন হলে আমাদের রফতানি বাড়বে তার গ্যারান্টিইবা কী? 

আমাদের রফতানিকারকদের গোষ্ঠীস্বার্থ না দেখে সামগ্রিকভাবে অর্থনীতির স্বার্থ দেখা উচিত। টাকার অবমূল্যায়নই যদি রফতানি বৃদ্ধির জন্য ভালো পথ হতো তাহলে অনেক দেশ অন্য কিছু না করে শুধু এ কাজটিই করত। আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে আরো কিছু সংস্কার করতে হবে। সংস্কারগুলোর মধ্যে থাকা উচিত করপোরেট ইনকাম ট্যাক্স কমানো। বিশ্বের অন্য অর্থনীতিগুলো ঠিক তা-ই করছে। আমরা বহু বছর ধরে এক জায়গায় করপোরেট কর ধরে রেখেছি। 

দ্বিতীয়ত, আমাদের অর্থনীতিতে বিশেষ করে সরকারি খাতে অনেক অলস সম্পদ আছে। আমাদের বিশ্বাস হয় না, ওইসব সম্পদ সরকারি ব্যবস্থাপনায় থেকে অর্থনীতিতে আয়ের জোগান দেবে। ওইসব সম্পদকে কোম্পানি করে শেয়ারবাজারের মাধ্যমে জনগণের কাছে বিক্রি করে দেয়া ভালো হবে। অন্য বিষয় হলো, সরকার যেসব বড় স্থাপনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করছে, ওগুলোকে অর্থনৈতিক ব্যবহারের আওতায় আনতে হবে। ওগুলো যারা ব্যবহার করবে তাদের বলা হোক ফি বা প্রাইস দিতে। আর সব নীতির উপরে হতে হবে অর্থনীতিতে সামষ্টিক স্থিতিশীলতা ধরে রাখা। মুদ্রার বিনিময় বাজারে টাকার মূল্য কোন দিকে যাচ্ছে, এটা লক্ষ করার বিষয়। মানুষকে এমন ধারণা দেয়া যাবে না যে আমাদের মুদ্রা মূল্য হারাবে। মূল্য যাতে না হারায় সেই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় ব্যাংককে পদক্ষেপ নিতে হবে। বাজারশক্তির তোড়ে যদি মূল্য পড়ে যায়, সেটা দেখা যাবে। কিন্তু কারো কথা ধরে বা কেউ চাইছেন বলে টাকার মূল্য কমাতে হবে, এটা যাতে না ঘটে।

  • আবু আহমেদ: অর্থনীতিবিদ/ অনারারি অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • কার্টসিঃ বণিক বার্তা/ নভেম্বর ১৪, ২০১৯

অস্থির ক্যাম্পাসের দায় কার?

আমিরুল আলম খান

বাংলাদেশে উচ্চশিক্ষা কেন্দ্রগুলো জরাগ্রস্ত। দুনিয়ায় তার স্বীকৃতি কতখানি, সে প্রশ্নও জোরদার হয়ে উঠছে। হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের জায়গা মেলে না। আত্মপ্রতারকেরা বলছেন, তথ্য আপডেট না করায় নাকি এ বিপত্তি। বেকুব কাকে বলে? তথ্য হালনাগাদ করে না কেন, তার জবাবদিহি নেই, শুধু শুধু লোক হাসানো।

দেশের পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাঝে ফারাক করা কঠিন। কোনোটিই ঠিকঠাক চলছে না। কার দায় বেশি, সে প্রশ্নও বড় হয়ে উঠছে ক্রমেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায় পুরোটাই সরকারের। সেখানে উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক, কর্মচারী নিয়োগে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সবকিছু ভন্ডুল করে দিচ্ছে।

আনুগত্য যদি যোগ্যতা ও সততা দিয়ে বিচার করা হতো, তাহলে এমন লেজেগোবরে অবস্থা হতো না। কিন্তু সরকার চায় নিঃশর্ত আনুগত্য। আইন সেখানে অবান্তর। আর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে কেবল দুর্বৃত্তরাই। পাপ যেমন আরও পাপ ডেকে আনে, দুর্বৃত্ত প্রশাসন তেমনি গোটা প্রশাসনযন্ত্রকেই দুর্বৃত্তায়নের ঘেরাটোপে বাঁধে। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন দীর্ঘ পাঁচ দশকে কোনো সুফল দেয়নি। ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অরডিন্যান্স দেশের চারটি সর্বজন (পাবলিক) বিশ্ববিদ্যালয়ের কোনোটিতেই উত্তম প্রশাসন উপহার দিতে পারেনি। গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তিকে পাশ কাটিয়ে তা সর্বনাশের শেষ কিনারে নিয়ে ফেলেছে।

বিশ্ববিদ্যালয়ের আসল কাজ গবেষণা। তার মধ্য দিয়ে নতুন জ্ঞান সৃষ্টি হয়। জ্ঞান সৃষ্টির প্রথম শর্ত উদার ও মুক্ত পরিবেশ। চিন্তা ও মতপ্রকাশের নিরঙ্কুশ স্বাধীনতা ছাড়া কখনোই তা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়সংক্রান্ত বোলনা ঘোষণা তা-ই বলে। কিন্তু পরাধীন যুগে এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় যেটুকু মুক্তচিন্তাচর্চার সুযোগ ছিল, এখন তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই।

শুধু গবেষণা ও শিক্ষাদান নয়, বিশ্ববিদ্যালয়ের আসল কাজ সুনাগরিক গড়ে তোলা। আগামী নেতৃত্ব সৃষ্টি করা। স্বাধীন ছাত্র সংসদ এর সেরা নিদান। তিন দশক ধরে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে তা অচিন্তনীয়। সরকারি দলের পেটুয়া ছাত্রসংগঠনের মাস্তানি সেখানে এত প্রবল যে, ভিন্নমতের কারও ক্যানটিনে ঢোকার অধিকারটুকুও নেই! রাজনৈতিক বক্তব্য দেওয়া তো হনুজ দূর অস্ত। এই ঠ্যাঙাড়ে বাহিনী সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বে-লাজ সমর্থনে বেড়ে ওঠে, দাপট দেখায়।

ঢাকা, জাহাঙ্গীরনগর, বেগম রোকেয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাহিনি কল্পনাকেও হার মানায়। বরিশাল বা গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাঠিয়াল হয়ে উঠেছিলেন অপরাজনীতির মদদেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যুবলীগের সভাপতি পদের জন্য লালায়িত। সে কথা টিভি টক শোতে লাইভে বলতে লজ্জা করেনি তাঁর। পরেও কোনো দুঃখবোধ করেছেন, এমন খবর নেই। বুয়েট তো গোটা দেশের কলজে ছিঁড়ে দিয়েছে। র‍্যাগিংয়ের নামে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় যে চিত্র বেরিয়ে এসেছে, তা গোটা শিক্ষাব্যবস্থাকেই উপহাস করছে। আবরার প্রাণ দিয়ে স্বাধীনতার জয়গান গেয়ে গেছেন। কিন্তু তাতে সত্যিই কোনো শিক্ষা নিয়েছে কেউ?

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবস্থাও ভালো নয়। সেখানেও মুক্তচিন্তা চর্চার সুযোগ নেই। রাজনৈতিক বিবেচনায় যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি মিলেছে, তার সঙ্গে যুক্ত অভাবনীয় শিক্ষাবাণিজ্য। উচ্চশিক্ষায় ভ্যাট আরোপ করতে গিয়ে এখানেও সরকার তার কুৎসিত চেহারা আলগা করেছে। বিপরীতে শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলন অন্তত এই আশাবাদের জন্ম দিয়েছে যে শত প্রতিকূলতার মধ্যেও যৌবধর্ম তাদের প্রতিবাদী করেছে।

সরকারি হোক, কিংবা বেসরকারি, বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারের বজ্রমুষ্টি শাসন বজায় রাখতে তাদের চেষ্টায় কোনো খামতি নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তিন শীর্ষ পদে রাষ্ট্রপতির মনোনীত উপাচার্য, সহ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের বিধান সে কথাই বলে। কিন্তু ক্ষমতা হাতে রাখলে যে তার দায়ভার নিতে হয়, সেটা তারা ভুলে যান। সম্প্রতি বেসরকারি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সমাবর্তন শেষ সময়ে বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তা করতে গিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বহীনতার চরম প্রকাশ ঘটিয়েছে। খোঁজখবর নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টি এক বছরের বেশি আগে থেকে সমাবর্তন অনুষ্ঠানের সম্মতি চেয়ে আচার্যকে চিঠি লিখেছিল। পুরো প্রক্রিয়াটি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পাদিত হয়। আবার জুলাই মাসে পূর্বতন উপাচার্যের কার্যমেয়াদ শেষ হবে বিধায় আহছানউল্লা বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য নিয়োগের জন্য ইউজিসির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিল। নতুন কোষাধ্যক্ষ নিয়োগের জন্যও তারা আবেদন করে। ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় যথাসময়ে তাদের দায়িত্ব পালন করে এই শীর্ষপদে নিয়োগ দিলে এমন সংকট সৃষ্টিই হতো না।

ইউজিসি ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ২০১৮ সালের জুলাই মাসে ইউজিসি এক গণবিজ্ঞপ্তি প্রচার করে। তাতে মাত্র ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনটি শীর্ষপদে রাষ্ট্রপতি নিযুক্ত উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োজিত ছিলেন। তাতে অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন বাধ্যতামূলক পদ শূন্য, তা বোঝা যায় না। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ-উপাচার্য নিয়োগে আগ্রহী নয়। শীর্ষ প্রশাসনে শাসন-দ্বৈততা ও অতিরিক্ত ব্যয় এড়াতে তারা এটা করে। ইউজিসি সহ-উপাচার্য নিয়োগে কড়াকড়ি আরোপ করেছে কি না, তা জানা যায় না। প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক বিশ্ববিদ্যালয় সহ-উপাচার্য পদটি খালি রেখে চলছে। কিন্তু একই সঙ্গে উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ শূন্য থাকার দায় ইউজিসি বা মন্ত্রণালয় এড়াবে কী করে? গত ২২ অক্টোবর ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়কে শীর্ষ তিন পদে জরুরি নিয়োগের আহ্বান জানায়। তাতে উল্লেখ করা হয়, আচার্য কর্তৃক নিয়োগ না পেলে কোনো ভারপ্রাপ্ত উপাচার্যের স্বাক্ষরিত সনদ বৈধ হবে না। ঠিক এই ইস্যুতেই উত্তাল হয়ে ওঠে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে যুক্ত হয় অন্যান্য ন্যায্য দাবি। সেসব দাবি আদায়ে শিক্ষার্থীরা সুশৃঙ্খল আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মাত্র চার দিনের ছাত্র বিক্ষোভের মুখে আহছানউল্লার ভারপ্রাপ্ত উপাচার্য পদত্যাগ করেছেন। কিন্তু কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কী এমন নজির আছে? বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন এত নাটক করতে দিল সরকার? জাহাঙ্গীরনগরের সমস্যা তো সরকারই জিইয়ে রেখেছে। সেখানকার অভিযোগ কিন্তু অনেক বেশি গুরুতর। ছাত্র-শিক্ষক এক কাতারে শামিল হয়ে মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ন্যায়সংগত দাবি আদায়ে, ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির জন্যই ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা। তিন দশক ধরে কোনো বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এ বছর আদালতের নির্দেশে যে নির্বাচন করল ২৭ বছর পর, তা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কলঙ্কতিলক হয়েই রইবে। ভাবতেও কষ্ট হয়, সে কলঙ্ক সৃষ্টি করেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের প্রত্যক্ষ মদদে নীতিহীন একদল শিক্ষকই।

এটা কল্পনা করা সত্যিই কঠিন, মুক্তচিন্তা চর্চা দূরে থাক, বিশ্ববিদ্যালয়ে এখন সংস্কৃতি চর্চা একেবারে তলানিতে। শিক্ষা, মুক্তচিন্তা, সংস্কৃতি চর্চার প্রকট অভাব যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ চিত্র, সেই দেশ দুনিয়ার সেরা ধনী, নাকি ফকির সে প্রশ্ন অবান্তর হয়ে যায়। মধ্যপ্রাচ্যের পেট্রোডলার কি আমাদের চোখে আঙুল দিয়ে তা দেখায়নি?

বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরিয়ে আনার চাবি কিন্তু সরকারের হাতে।

  • আমিরুল আলম খান: যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান
  • কার্টসিঃ প্রথম আলো/১৪ নভেম্বর ২০১৯ 

Thursday, November 7, 2019

৭ নভেম্বর : ইতিহাসের অমীমাংসিত জিজ্ঞাসা

সায়ন্থ সাখাওয়াৎ


বাংলাদেশ হলো রাজনৈতিক বিভাজনের এক উর্বর ক্ষেত্র। এখানে পক্ষপ্রতিপক্ষ, দলউপদল সব সময়ই প্রকট। ঘৃণার বীজ বপনের প্রতিযোগিতা চলে প্রতিনিয়ত। এই প্রতিযোগিতায় যখন যে পক্ষই জিতুক, নিশ্চিতভাবে সব সময়ই হারে দেশ। হেরে যায় দেশের রাজনীতি। একটা দেশে বিভাজন প্রকট হলে সেখানে দেশবিরোধী দালাল শ্রেণির উদ্ভব হয় অধিক হারে। ফলে বিদেশি শক্তি ও দেশবিরোধী শক্তির সখ্য গড়ে ওঠে সহজেই। এতে চূড়ান্ত ক্ষতিটা হয় দেশেরই।

বাংলাদেশে যে সব বিষয় নিয়ে বড় ধরনের বিভাজন বিদ্যমান, তার মধ্যে অন্যতম ৭ নভেম্বর। এই দিনটিকে ঘিরে দেশের প্রধান দুটি রাজনৈতিক বলয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান বরাবরই ভিন্ন মেরুতে।

বিএনপি ক্ষমতায় থাকতে ৭ নভেম্বর ছিল সরকারি ছুটির দিন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সে ছুটি বাতিল করায় এ দিনকে ঘিরে বিভাজন আরও পোক্ত হয়। এ দিনটি উদযাপনেও আছে ভিন্নতা। বিএনপি ও সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে থাকে। ইদানীং দেখা যাচ্ছে, আওয়ামী লীগ পালন করে সেনা হত্যা দিবস হিসেবে। আর জাসদ করে সিপাহি জনতার অভ্যুত্থান দিবস হিসেবে। এই তিন রকম দিবস হওয়ার পেছনেও কারণ আছে। অনেকেই মনে করেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকেই সেনাবাহিনীতে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল, তার একটি ধারাবাহিকতা হচ্ছে নভেম্বরের অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান। ফলে আওয়ামী লীগের তরফ থেকে ৭ নভেম্বরকে ইতিবাচকভাবে নেওয়ার কোনো কারণ নেই। এ দিনে বন্দিদশা থেকে মুক্ত হয়ে নতুন জীবন ফিরে পেয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সেনাবাহিনীর চেইন অব কমান্ড ফিরিয়ে এনে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছিলেন। পরে তিনি রাষ্ট্রপতি হন এবং বিএনপির প্রতিষ্ঠা করেন। সুতরাং বিএনপি ও বাংলাদেশি জাতীয়তাবাদী ঘরানার দলের জন্য ৭ নভেম্বর এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন না হওয়ার কোনো কারণ নেই। আর জাসদ কেন এ দুয়ের মাঝামাঝি অবস্থানে তার ধারণা পাওয়া যাবে ৭ নভেম্বর ১৯৭৫ এর একজন সাক্ষী তৎকালীন মেজর ও পরে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত)  সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীকের বয়ানে। তিনি লিখেছেন, ‘৭ নভেম্বর ১৯৭৫ তারিখে অনেক অফিসার নিহত হয়েছিলেন, তাদের হত্যাকারী কে? বেশিরভাগের হত্যাকারী জাসদপন্থি সৈনিক সংস্থা বা জাসদের গণবাহিনী? হত্যাকারীদের নির্দেশদাতা কে? উত্তর, এই কলামে আমি বিস্তারিত আলোচনা করতে না পারলেও পাঠক বুঝে নেবেন। ৭ নভেম্বর তারিখে ব্যর্থ হয়ে, পুনরায় সৈনিক বিপ্লব ঘটাতে চেয়েছিল কর্নেল তাহেরের নেতৃত্বাধীন জাসদ। পুনরায় সেনানিবাসের অভ্যন্তরে সৈনিকদের সংগঠিত করা শুরু করেছিল, জিয়াউর রহমানকে উৎখাত করার নিমিত্তে। সৈনিকদের মধ্যে রাজনীতি ঢুকিয়েছিল তৎকালীন জাসদ। ৭ নভেম্বরের আগে এবং ৭ নভেম্বরের পরে দুই কিস্তিতে সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে রাজনীতি ঢোকানোর কাজটি, রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ ছিল। ৭ নভেম্বরের পরের চেষ্টা, আগের চেষ্টা থেকে বেশি বিপজ্জনক বিবেচিত হয়েছিল’ (৭ নভেম্বর ১৯৭৫ : একজন সাক্ষীর স্মৃতিচারণ, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীরপ্রতীক, ৭ নভেম্বর, ২০১৭, দৈনিক ইনকিলাব)।

সুতরাং এই জাসদের পক্ষে যেমন আওয়ামী লীগের সুরে লাইন ধরে ৭ নভেম্বরের মূল্যায়ন সম্ভব নয়, আবার জিয়াউর রহমানের দল বিএনপির সুরে কথা বলাও সম্ভব নয়।

৭ নভেম্বরকে বুঝতে হলে কয়েকটি ডেটলাইন বোঝা জরুরি। একটু দেখে নেওয়া যাক ১৯৭৫ এর নভেম্বরের প্রথম সপ্তাহের সেই উত্তাল দিনগুলোতে কী ঘটেছিল!

০৩ নভেম্বর : সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দি করে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ কর্তৃক অভ্যুত্থান। তাজউদ্দীন আহমদ ও অপর তিন জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় নিহত।

সর্বশেষ সামরিক অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ-সিবিপি-ন্যাপ এর কর্মী-সমর্থকদের মিছিল।

০৪ নভেম্বর : অভ্যুত্থানকারীদের চাপে প্রেসিডেন্ট কর্তৃক ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে পদোন্নতি প্রদান ও সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ। কর্নেল আবু তাহেরের নেতৃত্বাধীন বিপ্লবী সৈনিক সংস্থার কর্মীদের দেশের বিভিন্ন সেনানিবাসে লিফলেট বিতরণ। লিফলেটে সৈনিকদের বিদ্রোহ করা এবং ‘ভারতের দালাল ও বিশ্বাসঘাতক খালেদ চক্র’কে উৎখাত করার আহ্বান।

৬ নভেম্বর : বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ।

জাতীয় সংসদ বাতিল ঘোষণা।

জিয়াউর রহমানের তরফ থেকে আবু তাহেরের কাছে সাহায্যের আবেদন।

ঢাকায় প্রকৌশলী আনোয়ার সিদ্দিকীর বাসভবনে জাসদ ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃবৃন্দের বৈঠক। আখলাকুর রহমানসহ অনেকের আপত্তি সত্ত্বেও  সামরিক অভ্যুত্থানের সিদ্ধান্ত গ্রহণ।

৭ নভেম্বর : সেনানিবাসগুলোতে কর্নেল আবু তাহেরের নেতৃত্বাধীন বিপ্লবী সৈনিক সংস্থার সৈনিকদের অভ্যুত্থান; বন্দি জিয়াউর রহমানকে উদ্ধার।

ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও তার দুই সামরিক সহযোগী অজ্ঞাতনামা বিদ্রোহী সৈনিকদের গুলিতে ঢাকার শেরে বাংলা নগরে নিহত।

রাষ্ট্রপতি সায়েম কর্তৃক সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ। তিন বাহিনীর প্রধানদের উপ-সামরিক আইন প্রশাসক নিযুক্ত।

রক্ষীবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার নুরুজ্জামানের ভারত পলায়ন। (সূত্র: মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনর্পাঠ, আলতাফ পারভেজ, পৃষ্ঠা ৪২৮-২৯)।

৩ নভেম্বর জিয়াউর রহমানকে বন্দি করে খালেদ মোশাররফের সেনাপ্রধানের পদ গ্রহণ করার বিষয়টি বেশিরভাগ অফিসার ও সাধারণ সৈনিকরা মেনে নিতে পারেনি। এতে সেনাবাহিনীতে অস্থিরতার সৃষ্টি হয়। একদিকে খালেদ মোশাররফের ভাই এবং মায়ের নেতৃত্বে ঢাকায় মিছিল, অন্যদিকে জাসদের লিফলেটের বক্তব্য অনেকের মনে একটা ভিত গেড়ে দিল যে, ৩ তারিখের সেনাঅভ্যুত্থান ভারতপন্থি এবং তা করা হয়েছে ভারতপন্থি আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় স্থাপনের জন্য। সেনাবাহিনীর অফিসার ও সৈনিকদের মধ্যে ছড়িয়ে পড়ল যে, খালেদ মোশাররফ ভারতপন্থি এবং ভারতের সমর্থনেই তিনি অভ্যুত্থান করেছেন।

পঁচাত্তরের ৭ নভেম্বরের আলোচনায় অবধারিতভাবে তিনটি নাম বারবার আসে। জিয়াউর রহমান, আবু তাহের ও  খালেদ মোশাররফের নামই সব সময় থাকে আলোচনার কেন্দ্রে। তখন মেজর জেনারেল জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর চিফ অব স্টাফ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং তাহের ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্নেল, যার রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল জাসদের সঙ্গে। কর্নেল তাহের সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন ১৯৭২ সালে। এরপর থেকে তিনি সরাসরি জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরই মধ্যে গঠিত হয় সেনাসদস্যদের নিয়ে সৈনিক সংস্থা এবং গণবাহিনী। এই তিনজনের মধ্যে সংগত কারণেই জিয়াউর রহমান থাকেন আলোচনার মধ্যমণি। ৩ থেকে ৭ নভেম্বরের ঘটনাবলি, জিয়াউর রহমানের বন্দিত্ব ও মুক্ত হয়ে  সেনাবাহিনীর চেইন অব কমান্ড ফিরিয়ে আনা, পরবর্তী সময়ে দেশের দায়িত্বভার গ্রহণ তাকে আলোচনার কেন্দ্রে এনে দেয়। স্বাধীনতার ঘোষণা ও সেক্টর কমান্ডার হিসেবে প্রথম সারির মুক্তিযোদ্ধা হওয়ার কারণে জিয়াউর রহমান আগে থেকেই ছিলেন পরিচিত ও জনপ্রিয়। তার আর্থিক দুর্নীতিমুক্ত পরিচিতিও তাকে এক ভিন্ন অবস্থান এনে দেয়। দেশের দুটি মহাক্রান্তিলগ্নে ইতিহাসের গতি-প্রকৃতি নির্ধারণের দায়িত্ব এসে ধরা দিয়েছিল তার হাতে।

লে. কর্নেল এম এ হামিদ (অব.), মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী (অব.), মেজর জেনারের আমীন আহম্মেদ চৌধুরী (অব.), ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)-সহ তৎকালীন বহু সেনা অফিসারের লেখায় যে সত্যতা বেরিয়ে আসে তাতে এটা স্পষ্ট যে, অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের পর ৭ নভেম্বর দেশ অনিশ্চয়তা কাটিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে চলতে শুরু করে জিয়াউর রহমানের হাত ধরেই। ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবকে যারা কর্নেল তাহের ও জাসদের একক কৃতিত্ব হিসেবে দেখিয়ে জিয়াউর রহমানকে ছোট করতে চান তারা হয়তো মাথায় রাখেন না যে একজন অফিসার তার বাহিনীর মধ্যে কতটা জনপ্রিয় হলে সৈনিকরা তাকে মুক্ত করে আনতে পারে। জিয়াউর রহমান তুমুল জনপ্রিয় ছিলেন বলেই কর্নেল তাহের  সেটাকে কাজে লাগিয়ে অভ্যুত্থান করে রাষ্ট্রক্ষমতায় যেতে তৎপর হয়েছিলেন। ৭ নভেম্বর নিয়ে যত বিভাজন, ভিন্নমত ও আলোচনা-সমালোচনাই থাকুক, যত প্রশ্নই অমীমাংসিত থাকুক, সেটা হয়তো ইতিহাসের নিয়মেই একদিন মীমাংসিত হবে। তবে একটা বিষয়ে অনেকেই একমত, এ দিনটিতে বাংলাদেশের ইতিহাসে একজন নায়কের উত্থান ঘটেছিল। তিনি সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

  • লেখক চিকিৎসক ও কলামিস্ট 
  • কার্টসি —  দেশ রূপান্তর / নভেম্বর ৭, ২০১৯

Tuesday, November 5, 2019

একাত্তরের সূর্যসন্তান

মনজুর আহমদ

অস্তাচলে হারিয়ে গেল মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর এক উজ্জ্বল সূর্য। একাত্তরের ঘোর বিভীষিকাময় দিনগুলোতে যিনি  আলোকবর্তিকা হাতে মুক্তি পথের দিশারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, সেই দুঃসাহসী মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা অবশেষে নিজেকে সমর্পণ করলেন মরণব্যাধি ক্যানসারের কাছে। নিউ ইয়র্কে এসেছিলেন চিকিৎসা করাতে। পাঁচটি বছর লড়াই করেছেন মৃত্যুর সঙ্গে। কিন্তু ‘জীবনেরে কে রুধিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে...’, সেই অসীম আকাশের হাতছানিতে সাড়া দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন তিনি।

সাদেক হোসেন খোকা, ঢাকাবাসীর প্রিয় খোকা ভাই, অনেক অভিধায় অভিহিত তিনি, অনেক পরিচয় রয়েছে তার।  কিন্তু সঠিক কোন পরিচয়ে তিনি শ্রদ্ধার আসন দখল করে রয়েছেন মানুষের মনে? অবিভক্ত ঢাকার শেষ মেয়র ছিলেন তিনি, ছিলেন একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী। রাজনীতিতে সক্রিয় থেকেছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা হিসেবে। ক্রীড়া সংগঠক হিসেবে ছিল তার ব্যাপক জনপ্রিয়তা, গোপীবাগকেন্দ্রিক ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা ছিলেন। তবে অবশ্যই বলা যায়, এসব কিছুর  ঊর্ধ্বে তার যে পরিচয়টি অম্লান হয়ে রয়েছে, তা তার মুক্তিযোদ্ধা পরিচয়।

তিনি ছিলেন ঢাকা কাঁপানো মুক্তিযোদ্ধা। ঢাকা যখন কেঁপেছে সারা বাংলাদেশ তখন উজ্জীবিত হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশ্ব তখন দু’চোখ মেলে বাংলাদেশের দিকে তাকিয়েছে। একাত্তরে ঢাকার বিভিন্ন অভিযানে অংশ নেয়া গেরিলাদের একজন ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি ছিলেন নেতৃস্থানীয়, একটি গ্রুপের কমান্ডার।

একাত্তরে এপ্রিলের মাঝামাঝি সময়ে সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে যোগদানের জন্য ছাত্র ইউনিয়নের আরো কয়েকজন সহকর্মীর সঙ্গে ঢাকা ছাড়েন। প্রথমে যান নরসিংদীর শিবপুর, সেখান থেকে আগরতলা।  সেখানে গিয়ে দুই নম্বর সেক্টরে যোগ দেন তারা। খালেদ মোশাররফ ছিলেন দুই নম্বর সেক্টরের কমান্ডার। তাদের প্রশিক্ষণ ক্যাম্পের নাম ছিল ‘মেলাঘর’। বসবাসের অনুপযুক্ত, পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই ক্যাম্পের বেশির ভাগ মুক্তিযোদ্ধাই ছিলেন ঢাকা শহরের ছেলে। তাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মেজর হায়দার। তার কাছে তিন সপ্তাহের গেরিলা প্রশিক্ষণ শেষে সম্মুখ যুদ্ধের প্রশিক্ষণের জন্য তাদের এক গভীর রাতে পাঠানো হয় ক্যাপ্টেন গাফফারের নেতৃত্বাধীন একটি সাব-সেক্টরে। সেখানে দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষ করে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তাদের সরাসরি সম্মুখযুদ্ধ। সাদেক হোসেন খোকা প্রথমবারের মতো সম্মুখযুদ্ধে অংশ নেন কসবা-মন্দাভাগ সীমান্তে। এখানে যুদ্ধ করেই মূলত তিনি অভিজ্ঞতা অর্জন করেন এসএমজি, এসএলআর, চাইনিজ রাইফেল ও অন্যান্য অস্ত্র পরিচালনার।

সব ধরনের প্রশিক্ষণের পর সাদেক হোসেন খোকার নেতৃত্বে ৪০ যোদ্ধার একটি গ্রুপ গঠন করে তাদের পাঠানো হয় ঢাকায় অপারেশনের জন্য। ঢাকায় আরো ২৫ জন যুক্ত হয় তাদের সঙ্গে। এর আগেও কয়েকটি গ্রুপ ঢাকায় অভিযান চালিয়েছে। তবে কিছু ভুল-ত্রুটির জন্য তাদের সবগুলো অভিযান সফল হতে পারেনি। কয়েকজন ধরাও পড়েছিল পাকিস্তানিদের হাতে। সেই সব অভিজ্ঞতাগুলো বিশ্লেষণ করে সাদেক হোসেন খোকার দল তাদের কর্মপন্থা নির্ধারণ করে। তারা টার্গেট নির্ধারণ করতেন প্রচারের গুরুত্ব বিবেচনা করে, যাতে অপারেশনের খবর মিডিয়ায় ব্যাপক প্রচার পায় এবং শত্রুও আতঙ্কগ্রস্ত হয়। তখন পাকিস্তানি শাসকেরা বাংলাদেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে দেশে-বিদেশে ব্যাপক প্রচারণা চালাচ্ছিল। খোকা এবং তার গ্রুপের সদস্যরা সিদ্ধান্ত নেন বড় ধরনের কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে তাদের প্রচারণার অসত্যতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার। এই লক্ষ্যেই তারা একের পর এক অপারেশন চালিয়ে গেছেন। তারা অপারেশন চালিয়েছেন পিলখানায় ইপিআর সদর দপ্তরে, উড়িয়ে দিয়েছেন শান্তিনগরে সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা দপ্তর, রাজারবাগে নির্বাচন কমিশন ভবন, শহীদুল্লাহ হলের দক্ষিণে অবস্থিত বিমান বাহিনীর রিক্রুটিং কেন্দ্র, বায়তুল মোকাররমের বিপরীতে গ্যানি’জ বিপণি বিতান প্রভৃতি। প্রতিটি অপারেশনেই তারা সাফল্য পেয়েছেন এবং এর মধ্যদিয়ে তারা সন্ত্রস্ত করে দিয়েছেন পাকিস্তানিদের। প্রতিটি অপারেশনের পরই তারা ঘটনাস্থল থেকে সরে পড়তেন এবং জনগণের মধ্যে মিশে গিয়ে আক্রমণের ফলাফল ও প্রতিক্রিয়া লক্ষ্য করতেন। সব অভিযানই যে তারা গোপনে সম্পন্ন করতে পেরেছেন তা নয়। কোথাও কোথাও তাদের শক্তি প্রয়োগ করতে হয়েছে। দারোয়ান বা পাহারাদের নিরস্ত্র করে তাদের চাপের মধ্যে রাখতে হয়েছে।

সাদেক হোসেন খোকা ও তার গ্রুপের দুঃসাহসিক তৎপরতা আজ এক কিংবদন্তি। বিস্ময়ে অভিভূত হতে হয় যখন শুনি, পিলখানায় ইপিআর সদর দপ্তরের অভ্যন্তরে নির্মাণ কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের শ্রমিকের ছদ্মবেশে সাদেক হোসেন খোকা সেই ভয়ঙ্কর শত্রুপুরীর ভেতরে ঢুকে গেছেন এবং পর পর কয়েকদিন রেকি করে এসেছেন, দেখে এসেছেন ভেতরের সব কিছুর অবস্থান।

এই অকুতোভয় মুক্তিযোদ্ধা আজ চিরনিদ্রায় শায়িত। নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে এক দফা জানাজা শেষে তার মরদেহ নেয়া হয়েছে ব্রুকলিনের একটি ফিউনারেল হোমে। পাসপোর্ট না থাকায় জটিলতা দেখা দিয়েছিল লাশ ঢাকায় নেয়া নিয়ে। মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় তার এবং তার স্ত্রীর পাসপোর্ট নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জমা দেয়া হয়েছিল নবায়নের জন্য। দীর্ঘ সময়েও সে পাসপোর্ট আর ফেরত পাননি তারা। তাদের পাসপোর্ট নবায়নের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে কিনা সে সম্পর্কে সরকারিভাবে কিছু বলাও হয়নি। তবে শেষ মুহূর্তে সৌজন্য দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাত্তরের সূর্য সন্তান খোকার লাশ দেশে আনার জন্য ব্যবস্থা নিতে বলেছেন তিনি। তার সবুজ সংকেতে লাশ এখন যাচ্ছে ঢাকায়। লক্ষণীয়, প্রধানমন্ত্রীর এই মনোভাবের পরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা শেষ মুহূর্তে খোকাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

ঢাকা কাঁপানো মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুকে একাত্তরে উদিত একটি সূর্যের অস্তাচলে যাওয়ার সঙ্গে তুলনা করা যায়। শঙ্কা লাগে এ ভাবে শেষ সূর্যটির অস্ত যাওয়ার পর মুক্তিযুদ্ধের গৌরবে উজ্জ্বল আমাদের একাত্তর কি গভীর অমানিশার কবলে নিমজ্জিত হবে!

  • কার্টসি— মানবজমিন/ ৫ নভেম্বর ২০১৯

মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎ পেলে মানুষ হতবিহ্বল হয়ে পড়ত — সাদেক হোসেন খোকা

মাহবুব মোর্শেদ 


১৯৭১ সালে সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র। ২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন। জড়িত ছিলেন বিভিন্ন সাহসী গেরিলা অপারেশনে। ১৬ ডিসেম্বর তিনি ও তার সহযোদ্ধারা মিলে টেলিভিশন ও রেডিওর নিয়ন্ত্রণভার গ্রহণ করেছিলেন। মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধের কলাকৌশল, যুদ্ধে সাধারণ মানুষের সমর্থন ও ডিসেম্বরের ঢাকা নিয়ে ঢাকার বর্তমান মেয়র এবং মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কথা বলেছেন। সাদেক হোসেন খোকার জন্ম ১ অক্টোবর ১৯৫১ সালে। ১৯৭১ সালে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে শেষ বর্ষের ছাত্র। যুক্ত ছিলেন ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের সঙ্গে।

মাহবুব মোর্শেদ : নভেম্বরে গেরিলারা ঢাকার চারদিকে একটা প্রতিরোধবলয় গড়ে তুলেছিল। সে সময় আপনাদের ক্যাম্প কোথায় ছিল?
সাদেক হোসেন খোকা : প্রকৃতপক্ষে নভেম্বরের শেষদিক থেকেই গেরিলারা ঢাকার চারদিকে অবস্থান গ্রহণ করে। বিশেষ করে ঢাকার পূর্বাঞ্চলের প্রতিটি গ্রামেই মুক্তিযোদ্ধারা খুব শক্ত অবস্থানে ছিল। তখন বেশিরভাগ সময়ই আমরা মুক্তাঞ্চলে অবস্থান করতাম এবং ঢাকায় এসে অপারেশন করে আবার সেখানে চলে যেতাম। আমাদের যুদ্ধ তো কনভেনশনাল ছিল না। গেরিলা যুদ্ধের নিয়মে এটিই ছিল আমাদের কৌশল। তখন ক্যাম্পগুলো অস্থায়ীভাবে তৈরি হতো। অপারেশন করে এবং পারিপার্শ্বিকতার কথা বিবেচনা করে আমরা ক্যাম্পগুলো এক গ্রাম থেকে আরেক গ্রামে সরিয়ে নিতাম। ক্যাম্পগুলো ছিল আমুলিয়া, মেন্দীপুর, মানিকদী- এসব জায়গায়।

মাহবুব মোর্শেদ : তখন কি দখলের উদ্দেশ্যে ঢাকার ভেতরে ঢোকার মতো পরিস্থিতি গেরিলাদের ছিল?
সাদেক হোসেন খোকা : সাধারণত দখলদার বাহিনীর শক্ত ঘাঁটি থাকে রাজধানী শহরে। কারণ, সামরিক-বেসামরিক সব প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার থাকে। তাই রাজধানী শহরকে তারা শক্তভাবে নিয়ন্ত্রণ করে। পাকিস্তানি দখলদাররাও তা-ই করেছিল। এছাড়া তাদের রেগুলার ফোর্সও ছিল অনেক বেশি। গেরিলা যুদ্ধের ধরনই হলো শত্রুর শক্ত ঘাঁটিতে চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানো। তাদের পরাস্ত করা। এমন ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে হবে, যাতে দেশীয় এবং আন্তর্জাতিক প্রচারমাধ্যমেও এটি গুরুত্বসহকারে প্রচার পায়। গেরিলা যুদ্ধের ক্ষেত্রে এ ধরনের প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য তখন ঢাকা শহরের বাইরে অবস্থান নিয়ে আমরা গেরিলা অপারেশনগুলো পরিচালনা করতাম। সে সময় ঢাকা শহরে আমরা কিছু গুরুত্বপূর্ণ অপারেশন করি, প্রচারের দিক থেকে যেগুলো খুবই গুরুত্ব পায়। তাতে সারাদেশের মানুষসহ গোটা বিশ্ববাসী জানতে পারে পাকবাহিনী ঢাকায় দারুণভাবে পর্যুদস্ত হচ্ছে। তখন হানাদার বাহিনীর লক্ষ্য ছিল, বিশ্ববাসীকে দেখানো যে, সবকিছু ঠিকঠাকমতো চলছে। আর আমাদের লক্ষ্য ছিল এখানে প্রশাসনসহ কোনো কিছুই সঠিকভাবে চলছে না সেটা দেখানো। তাই এ ধরনের প্রচারণা তখন ছিল খুবই গুরুত্বপূর্ণ।

মাহবুব মোর্শেদ : আপনাদের বড় অপারেশনগুলো কী কী?
সাদেক হোসেন খোকা : আমার মনে পড়ে ঢাকা হলের (বর্তমান শহীদুল্লাহ হল) কাছে এয়ার ফোর্সের যে রিক্রুটিং সেন্টার ছিল সেটি আমরা ধ্বংস করেছিলাম। এছাড়া শান্তিনগরের ডিএফপি ভবন, পিলখানাসহ ঢাকা শহরের আরও অনেক জায়গায় আমরা এ ধরনের গেরিলা অপারেশন করেছিলাম। ১৯৭০ সালের নির্বাচনের পর যখন তারা ক্ষমতা হস্তান্তর করল না তখন অনেক এমএনএ এবং এমপি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে মুক্তাঞ্চলে চলে যান। পাকিস্তান সরকার তখন সেই এমপিদের আসন শূন্য ঘোষণা করে। আসনগুলোতে উপ-নির্বাচনের ব্যবস্থা করে। প্রতিটি নির্বাচনী এলাকায় গিয়ে নির্বাচন ঠেকানো আমাদের একটি গ্রুপের পক্ষে সম্ভব ছিল না। তখন আমরা রাজারবাগ পুলিশ লাইনের উল্টো দিকে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের অফিস উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের অপারেশনের পর ভবনটা একেবারে ধসে পড়ে। তাতে নির্বাচন কমিশনের একজন কর্মচারীও মারা যায়। এমন সুরক্ষিত জায়গায় এ ধরনের একটি বড় অপারেশন পরিচালনা করে আমরা প্রমাণ করতে পেরেছিলাম, মুক্তিযোদ্ধারাও ঢাকায় শক্ত অবস্থানে আছে। প্রচারের দিক থেকেও এটি বেশ গুরুত্ব পেয়েছিল। মুক্তিযুদ্ধের পুরো সময়টাই বিভিন্ন গ্রুপ ঢাকায় এসে এ ধরনের অপারেশন করেছে। এ ধরনের অপারেশনের আরেকটি উদ্দেশ্য ছিল পাক হানাদার বাহিনীকে এখানেই ব্যস্ত রাখা। যাতে তারা বাইরের দিকে মনোযোগ কম দিতে পারে।

মাহবুব মোর্শেদ : কোন ক্যাম্প থেকে আপনি প্রশিক্ষণ গ্রহণ করেন?
সাদেক হোসেন খোকা : মেলাঘর ক্যাম্প থেকে। সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহে আমি মেলাঘরে যাই। আমি ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের সঙ্গে জড়িত ছিলাম। আমাদের গ্রুপ থেকে অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এপ্রিলের প্রথম দিকে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার নেতৃবৃন্দের দিকনির্দেশনা নেওয়া, তাদের সঙ্গে যোগাযোগ এবং গ্রুপিংয়েরও প্রয়োজন ছিল। এসব করতে করতে একটু দেরি হয়ে যায়। কমিউনিস্ট পার্টি তখন চীন এবং রাশিয়াপন্থি- এই দু'ভাগে বিভক্ত ছিল। আমাদের মধ্যেই অনেকগুলো দল ছিল। কেউ কেউ পাকিস্তানি বাহিনী এবং মুক্তিবাহিনী উভয়কেই প্রতিরোধ করতে শুরু করে। সিরাজ শিকদাররাও এক রকম লাইন নেয়। মতিন সাহেব, আলাউদ্দিন ভাই তারা এক রকম লাইন নেন। মেনন এবং জাফর ভাইরা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেন।

মাহবুব মোর্শেদ : প্রশিক্ষণ নেওয়ার পর?
সাদেক হোসেন খোকা : প্রশিক্ষণ গ্রহণের পর আমি কর্নেল গাফফারের নেতৃত্বে তিন সপ্তাহ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি। তারপর সেখান থেকে ভাগ করে আমাদের ঢাকায় পাঠানো হয়।

মাহবুব মোর্শেদ : ঢাকায় অন্য যে গেরিলা গ্রুপগুলো কাজ করত, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ বা পারস্পরিক সমন্বয় কীভাবে হতো?
সাদেক হোসেন খোকা : ২ নং সেক্টরে আমরা যারা প্রশিক্ষণ নিয়ে এসেছি তারা একে অপরকে জানতাম। কোন গ্রুপে কে কে আছে, কমান্ডার কে- এসব আমরা জানতাম। তাছাড়া আমাদের নিজেদের মধ্যেও পারস্পরিক যোগাযোগ তো ছিলই। পারস্পরিক যোগাযোগের ভিত্তিতেই একটা শক্তিশালী অবস্থান গড়ে উঠেছিল। শেষ দিকে পাকিস্তানি বাহিনী দু'একবার পূর্বাঞ্চলে ঢোকার চেষ্টা করেছে। তখন আমাদের গেরিলা গ্রুপগুলো তাদের সে চেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সম্মিলিত প্রয়াস চালায়।

মাহবুব মোর্শেদ : ঢাকায় আপনারা যাওয়া-আসা করতেন কীভাবে?
সাদেক হোসেন খোকা : যেহেতু এটা ছিল গেরিলা যুদ্ধ। তাই আমাদের আলাদা কোনো পোশাক বা ইউনিফর্ম ছিল না। সাধারণ মানুষের মতোই আমরা যাতায়াত করতাম।

মাহবুব মোর্শেদ : ঢাকার অধিবাসীরা আপনাদের কীভাবে সাহায্য করত?
সাদেক হোসেন খোকা : ঢাকার শতকরা ৯৯.৯৯ ভাগ মানুষ যুদ্ধের পক্ষে ছিল। ডিএফপি ভবনে যখন আমরা অপারেশন করি তখন সেখানকার এক কর্মচারী আমাদের সাহায্য করে। এমন সাহায্য প্রচুর পেয়েছি। নির্বাচন কমিশন অফিসে অপারেশন করার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। অপারেশন শেষ করে শান্তিবাগের দিকে গিয়ে আমরা একটি মেসে আশ্রয় নিই। তারাও সেখানে আমাদের সানন্দে বরণ করে। তখন আকাশবাণী কিংবা বিবিসিতে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা প্রচারিত হতো। মানুষ সেসব শুনে মুক্তিযোদ্ধাদের কল্পিত ছবি আঁকত মনে মনে। হঠাৎ মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎ পেলে মানুষ হতবিহ্বল হয়ে পড়ত। মুক্তিযোদ্ধাদের জন্য কী করবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ত। সেই অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করার মতো নয়। তাই গেরিলা যুদ্ধে আমাদের যে সফলতা এর ক্রেডিট যদি কাউকে দিতে হয় তা এ দেশের সাধারণ মানুষকেই দিতে হবে। তাদের সমর্থন না পেলে আমাদের এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। সাধারণ মানুষের সঙ্গে সদ্ভাব রাখার জন্য আমাদেরও নানা নির্দেশনা দেওয়া হতো। আমাদের ওপর কঠোর নির্দেশ ছিল, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। সাধারণ মানুষের সামান্যতম ক্ষতির কারণ যেন আমরা না হই।

মাহবুব মোর্শেদ : ডিসেম্বরে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার পর পরিস্থিতিতে কী পরিবর্তন এলো?
সাদেক হোসেন খোকা : যুদ্ধ তখন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। পাকিস্তানি বাহিনী একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিল। তারা কোনো অস্ত্র নিয়ে আসতে পারছিল না। বিমানও বন্ধ ছিল। গেরিলাদের আক্রমণে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কোনো ঐক্যবদ্ধ শক্তিকে যে সামরিক শক্তি দিয়ে দমানো যায় না তারই বড় প্রমাণ আমাদের মুক্তিযুদ্ধ। শুরু থেকেই সারাদেশে মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতার সঙ্গে যেভাবে যুদ্ধ করেছে, তাদের সাহসিকতার কাছে পাকবাহিনীর শতকরা ৮৫-৯০ ভাগ পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। আর ডিসেম্বরের শুরুতে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের সামরিক অস্ত্রের সাপোর্ট আমরা পাই এবং যুদ্ধ আনুষ্ঠানিক পরিসমাপ্তির দিকে এগোতে থাকে। যে কারণে মিত্রবাহিনীর পক্ষ থেকে তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানানোর সঙ্গে সঙ্গেই তারা সাড়া দেয়।

মাহবুব মোর্শেদ : ১৬ ডিসেম্বরের ঘটনা আপনার মনে আছে?
সাদেক হোসেন খোকা : আমার মনে পড়ে, আত্মসমর্পণের পর রেডিও-টেলিভিশন এগুলোর নিয়ন্ত্রণ আমরা গ্রহণ করি। শাহাদাত চৌধুরী, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, এখলাসউদ্দিন আহমদ প্রমুখের প্রচেষ্টায় টেলিভিশন অন এয়ারে আসে। পরে সেদিন রাতে মেজর হায়দার ঢাকা এবং নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। টেলিভিশন ভবনে আমি যখন প্রথম লোক পাঠাই তখন দু'একজন কর্মী সেখানে ছিল। তারা ভয়ে পালিয়ে যাচ্ছিল। তাদের একত্র করে অন্যদের সহযোগিতায় টিভি চালানো সম্ভব হয়।

মাহবুব মোর্শেদ : প্রথম কী অনুষ্ঠান প্রচার করা হয়?
সাদেক হোসেন খোকা : মেজর হায়দারের ভাষণ দিয়েই অনুষ্ঠান শুরু করা হয়। বারবার সে ভাষণ প্রচার করা হয়।

মাহবুব মোর্শেদ : রেডিওতেও আপনি গিয়েছিলেন?
সাদেক হোসেন খোকা : হ্যাঁ, রেডিওতেও আমরা যাই এবং সেখানকার নিয়ন্ত্রণভার গ্রহণ করি। সাভারের মেইন টাওয়ারের যন্ত্রপাতি তখন কে বা কারা খুলে নিয়ে গিয়েছিল। সেগুলো খুঁজে বের করে সেটিকে আমরা আবার চালু করার ব্যবস্থা করি।

মাহবুব মোর্শেদ : আত্মসমর্পণের খবর আপনি কখন শুনলেন?
সাদেক হোসেন খোকা : তখন মুক্তিযোদ্ধাদের নিজস্ব একটা নেটওয়ার্ক ছিল। সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা অবগত হই যে, ১৬ তারিখ পাকবাহিনী আত্মসমর্পণ করছে। আমি তখন মানিকনগরের দিক দিয়ে আসছি ঢাকার দিকে। সেখানে অনেক রাজাকার আত্মসমর্পণ করে। আমার যতদূর মনে পড়ে, ওইদিন সকাল থেকেই আমরা ঢাকায় ছিলাম।

মাহবুব মোর্শেদ : ভারতীয় সেনারা ততক্ষণে ঢাকায় এসে পৌঁছেছিল?
সাদেক হোসেন খোকা : হ্যাঁ, ভারতীয় সেনারা ততক্ষণে ঢাকায় এসে পৌঁছেছে।

মাহবুব মোর্শেদ : আত্মসমর্পণের সময় আপনি কি রেসকোর্স ময়দানে ছিলেন?
সাদেক হোসেন খোকা : না, তখনও আমি রেসকোর্স ময়দানে পৌঁছতে পারিনি।

মাহবুব মোর্শেদ : রেডিও-টেলিভিশনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আপনারা কখন থেকে অপারেশন শুরু করলেন?
সাদেক হোসেন খোকা : মেজর হায়দারের নির্দেশেই আমরা অপারেশনটা শুরু করি। তখন ঢাকার অভ্যন্তরে আমাদের বাহিনী ছিল সবচেয়ে বেশি সুসংগঠিত এবং বেশি জনবল সম্পন্ন। তিনি আমাদের রেডিও-টেলিভিশনের নিয়ন্ত্রণভার গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন। আমরা রেডিও-টেলিভিশনের নিয়ন্ত্রণ গ্রহণ করে মেজর হায়দারকে আহ্বান জানাই। তিনি এসে মুক্তিযোদ্ধাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। যাতে লুটপাট এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়।

মাহবুব মোর্শেদ : ওইদিন কি ঢাকা শহরে গোলাগুলি হয়েছিল?
সাদেক হোসেন খোকা : হ্যাঁ, বিভিন্ন দিকে বিচ্ছিন্নভাবে কিছু গোলাগুলি হয়েছিল। আনন্দ-উল্লাসে মেতে ওঠে অনেক বেসামরিক লোক কিছু গোলাগুলি করেছিল। আতঙ্কিত হয়ে পাকিস্তানি আর্মিও কিছু গুলি করেছিল। ১৬ তারিখ বিকেলেই আমরা জানতে পারি রায়েরবাজারে কিছু মানুষকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

মাহবুব মোর্শেদ : আপনি সেখানে গিয়েছিলেন?
সাদেক হোসেন খোকা : হ্যাঁ, সেখানে আমি গিয়েছিলাম। আমার তিন ঘনিষ্ঠ বন্ধু শাজাহান, বদিউজ্জামান এবং মনিরুজ্জামানের মৃতদেহ সেখান থেকে উদ্ধার করি। পরে আমরা তাদের বাড়িতে মৃতদেহ পেঁৗছে দিই।

মাহবুব মোর্শেদ : রায়েরবাজারে গিয়ে আপনি কী দেখলেন?
সাদেক হোসেন খোকা : সেখানে লাশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। তখন খবর সবেমাত্র ছড়িয়ে পড়েছে। মানুষ দেখার জন্য, তাদের হারানো স্বজনদের লাশ খোঁজার জন্য সেখানে ছুটে আসছে। পরে ১৭ তারিখ সবাই জেনে যায়।

 — সাক্ষাতকার গ্রহীতা সাংবাদিক, গল্পকার এবং ঔপন্যাসিক । 

যুদ্ধদিনের খোকা


সুমন মাহমুদ


অন্য বন্ধুদের মতো বাড়িতে না জানিয়েই একাত্তরে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন সাদেক হোসেন খোকা, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্য, একদল তরুণের ওই গেরিলা যুদ্ধ অনেকের কাছে ছিল বিস্ময়ের।
২০০১ সালে যখন মন্ত্রী, তখন এক আলাপে নিজের মুক্তিযুদ্ধের কিছু ঘটনার রোমন্থন করেছিলেন খোকা।
“আমি যুদ্ধে যাব- এটা মা-বাবা কাউকে জানাইনি। বলতে পার, একরম হঠাৎ করে বাসা থেকে চলে হয়ে গেলাম যুদ্ধের পথে।”
যুদ্ধে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছিলন, “পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করবে, নির্যাতন করবে, আমাদের সম্পদ লুট করে নিয়ে যাবে, এটা তো মনে নেওয়া যায় না। যুদ্ধ যাওয়ার প্রতীক্ষায় দিন গুণছিলাম, একদিন হঠাৎ করেই বন্ধু-বান্ধবসহ আমি মুক্তিযুদ্ধে যোগ দিলাম। হয়ে গেলাম গেরিলা, ক্র্যাক প্লাটুনের সদস্য।”
‘লম্বা ইতিহাস’র খানিকটা সেই আলাপে বলেছিলেন এই গেরিলা যোদ্ধা।
“মুক্তিযুদ্ধের মাঝামাঝি দিককার কথা। বায়তুল মোকাররমই ঢাকার তখন একমাত্র বড় মার্কেট ছিল। একদিন দেখি দুপুরে বেলায় বায়তুল মোকাররমের সামনে বড় বড় ক্যামেরা দিয়ে শুটিং হচ্ছে। আমার একটু কিউরিসিটি হল, এখানে কী হচ্ছে? রোজার ঈদের আগে বড় বড় দোকানে দেখানো হচ্ছে যে, ঈদের মার্কেটিং হচ্ছে, বেচা-কেনা হচ্ছে, মানে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিকভাবে চলছে। এটা দেখানোর জন্য পাকিস্তানিরা শুটিং করছে। শুনলাম ডিএফপি এই শুটিং করছে।
“তখন আমার মাথা ঢুকল, এই ডিএফপিকে তো তাহলে ধরতে হয়। কোথায় ডিএফপি? খোঁজ-খবর নিতে নিতে জানা গেল, শান্তিনগরে এসবি অফিসের পাশেই ডিএফপি (ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড পাবলিকেশন্স) অফিস। এই অফিস থেকেই এসব কাজ করা হয়। তখন আমরা পরিকল্পনা করলাম এই অফিসে অপারেশন চালাব।

“ক্র্যাক প্লাটুনের আমরা তিনজন ছুটির দিনে, মানে সেদিন হাফ অফিসের দিন ছিল, অপারেশনে বেরুলাম। দিনটি ছিল শুক্রবার। জুম্মার নামাজের পরে অপারেশন। আমরা একটা কালো ব্যাগের মধ্যে দুইটা স্টেনগান ও এক্সপ্লোসিভ নিয়ে যাই। ডিএফপির গেইটে গেলাম। যে দারোয়ান ডিউটিতে ছিল, তাকে অফিসের এক কর্মকর্তার নাম বলি যে, তার (ওই কর্মকর্তা) দেশের বাড়ি থেকে এক আত্মীয় উনার জন্য জিনিস পাঠিয়েছেন। এই কথায় দারোয়ান অফিসের গেইট খুলে ঢুকতে দেয়। ভেতরে ঢুকে আমরা ব্যাগ থেকে অস্ত্র বের করে তাকে নিয়ন্ত্রণে নিই, তাকে বোঝাই যে আমরা মুক্তিযোদ্ধা। এক পর্যায়ে দারোয়ান বলে যে, সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক। তার ছোট ভাই একজন মুক্তিযোদ্ধা। বিষয়টা আমাদের জন্য ইজি হয়ে গেল।”
“তারপর একটা পর্যায়ে আমরা সেই ২০ পাউন্ড ওজনের এক্সপ্লোসিভটা রুমের ভেতরে রাখি। এক্সপ্লোসিভের বৈশিষ্ট্য হল, যত চাপ দিয়ে রাখা যাবে, এটার ক্যাপাসিটি তত বাড়বে। তখন কয়েকটা স্টিলের আলমারি দিয়ে ওই এক্সপ্লোসিভ চাপা দিলাম, তারপর বিস্ফোরণ ঘটাই। সেই বিস্ফোরণের পর সারা বিশ্বে শিরোনাম হয়েছিল- পূর্ব পাকিস্তানে দামাল মুক্তিযোদ্ধারা অশান্ত করে তুলেছে ঢাকাকে। এরকম বিস্ফোরণ এযাবত পাকিস্তানে আর হয়নি। এটা পাকিস্তানের সৈন্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এভাবে দিনে-দুপুরে এরকম একটা বিস্ফোরণ ঘটিয়ে গেল মুক্তিযোদ্ধারা, এটা কী করে সম্ভব!”
ডিএফপি ছাড়া রাজারবাগের কাছে মোমিনবাগে পাকিস্তান নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, ঢাকা হলের পেছনে এয়ারফোর্সের রিক্রুটিং সেন্টারও খোকার নেতৃত্বে বিস্ফোরণ ঘটানো হয়েছিল মুক্তিযুদ্ধে।
খোকা বলেছিলেন, “আমাদের অপারেশনের স্পিরিট ছিল শত্রুকে ব্যতিব্যস্ত রাখা। ঢাকার মানুষকে জানান দেওয়া, মুক্তিযুদ্ধ ঢাকায়ও চলছে। আমাদের গ্রুপ বিশেষ করে ছোট-বড় অনেক অপারেশন আমরা করেছি ঢাকায়।”
মুক্তিযুদ্ধে যাওয়ার স্মৃতি তুলে ধরে খোকা বলেছিলেন, “মুক্তিযুদ্ধ শুরুর পরপরই বাংলাদেশ থেকে আমরা কয়েকজন সীমান্ত পাড়ি দিয়ে আগরতলা শহরে গিয়ে সিপিএম (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কসবাদী) অফিসে যাই। সেখানে আমাদের দেশের নেতৃবৃন্দকে পাই। সেখান থেকে আমাদের যাত্রা ২ নম্বর সেক্টরে। মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দারের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। সেখানে আমাদের শহীদুল্লাহ খান বাদল আমাদের বিভিন্ন গ্রুপে পাঠিয়ে দেন।
“ট্রেনিংয়ের পর মেজর হায়দারের নেতৃত্বে আমি কুমিল্লার সালদা নদীতে পাকিস্তানি সৈন্যদের সাথে প্রথম সম্মুখ যুদ্ধে অংশ নেই। সেই দিন রাতে সেই দুঃসাহসিক অপারেশনের কথা স্মরণ করলে শরীর শিহরিত হয়ে ওঠে। মাথার উপর দিয়ে রাতের অন্ধকারে টমি গান-ব্যারেল গানের আগুনের স্ফূলিঙ্গের মতো কী যেন ছুটে যাচ্ছে। যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। পাকিস্তানি সৈন্যদের আমরা সেই অপারেশনেই পিছু হটাতে বাধ্য করেছিলাম।”
খোকার ভাষায়, “মুক্তিযুদ্ধ ছিল সার্বজনীন। কোনো দল, কোনো গোষ্ঠি, কেনো ব্যক্তি, কোনো পরিবারের একক কারও অবদান ছিল না, এই অবদান বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের। এর সুফলও সার্বজনীন হওয়া উচিৎ।”

 — লেখক প্রধান রাজনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদেক হোসেন খোকাকে যতটা তটস্থ রেখেছি, তা কি এখন পারতাম?

সুলতানা রহমান
সাদেক হোসেন খোকার সঙ্গে সুলতানা রহমান











মাস খানেক আগে খোকা ভাইয়ের সঙ্গে সবশেষ দেখা। ক্যান্সারের কারণে মলিন হয়ে আসা তার চেহারায় সেদিন সতেজতা দেখে উচ্ছসিত হয়ে বলেছিলাম, ‘আপনার আর কোনো অসুখ বিসুখ নেই। দিব্যি সুস্থ হয়ে গেছেন খোকা ভাই।’ তিনিও স্বভাবসুলভ মুচকি হেসে নিজের মুখে হাত বুলিয়ে বলেছিলেন, সত্যি বলতেছো? ‘জ্বি খোকা ভাই, একদম ঠিক।

এর আগে নিউ ইয়র্কে যে কবার দেখেছি, আপনাকে দেখে মন খারাপ হয়ে যেতো, অচেনা লাগতো। এইবার একদম আগের মতো লাগছে-আগের মতোই জাঁদরেল। কিন্ত মাস খানেকের মধ্যেই তিনি চলে যাবেন সে ভাবনা আসেনি একবারের জন্যও।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বছর তিনেক আগে নিউইয়র্কে তাকে দেখে আমি চমকে গেছিলাম, প্রতাপশালী একজন মানুষ কতটা গুটিয়ে যেতে পারেন, সার্বক্ষণিক জনমানুষ পরিবেষ্ঠিত একজন কতটা নির্জনে থাকতে পারেন খোকা ভাই তার প্রমাণ। 
আমার সঙ্গে দেখা হলেই বলতেন, তোমার বিয়েতে গেছিলাম। আমি আরেক ধাপ এগিয়ে বলতাম- ‘শ্বশুর বাড়ির লোকদের মশার কামড় থেকে বাঁচাতে দু'একবার বাসার আশপাশে মশা মারার ওষুধও দিতে হয়েছে।’ খোকা ভাই হাসতেন! 

মাত্র ১০/১৫ বছর আগেও বাংলাদেশের রাজনীতি এতোটা অসহনশীল ছিলো না, এখন যতটা বোধ করি। ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাদারিত্ব দুটোই সমানে সমান চলতে পারতো। এক যাত্রাবাড়ি ফ্লাইওভারের অনিয়ম সংক্রান্ত যে পরিমাণ রিপোর্ট আমি করেছি কিংবা হাতির ঝিল প্রকল্পটিকে পরিবেশ বান্ধব রাখতে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে যতটা তটস্থ রেখেছি, তা কি এখন পারতাম? পারলেও ব্যক্তিগত সম্পর্কটি কি থাকতো? কিংবা এখন যত উন্নয়ন প্রকল্প হচ্ছে তাতে অনিয়মের খবর সাংবাদিকরা কতটা তুলে ধরতে পারছেন? খোকা ভাইর মৃত্যুর মধ্য দিয়ে প্রশ্নগুলো মাথায় ঘুরছে। 

জামায়াত ঘেষা বিএনপি’র রাজনীতির সঙ্গে খোকা ভাইয়ের রাজনৈতিক দর্শনে ভিন্নতা ছিলো। মান্নান ভূইয়া, সাদেক হোসেন খোকা যে ধারায় বিএনপি’র রাজনীতি পরিচালিত করতে চেয়েছিলেন, দলটির হাইকমান্ড সে ধারায় অগ্রসর না হওয়ায় তার মাসুল গুনছে বিএনপি। একজন বীর মুক্তিযাদ্ধা হয়েও খোকা ভাইকে থাকতে হয়েছে পরবাসে। সে শুধুই ভিন্ন মতের জন্য নয়, কিংবা মামলা হামলার ভয়ে নয়, নয় শারীরিক অসুস্থতা। সাদেক হোসেন খোকা সাহসী মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের সময় গুলিতে তার হাতের একটি আঙ্গুল উড়ে গিয়েছিলো, সেই অবস্থায়ও তিনি যুদ্ধ চালিয়ে গেছেন। দুর্ধর্ষ ক্রাকপ্লাটুনের সদস্য সাদেক হোসেন খোকা জেষ্ঠ রাজনীতিবিদ হিসেবেও সাহসিকতার পরিচয় দিয়েছেন বহুবার। কিন্ত অভিজ্ঞ নেতাদের যখন মতামতের কদর থাকেনা দলের ভেতর, তখন পরবাসই শ্রেয়। আর এখন সব মান অভিমান, নির্জনতা কিংবা পারাপারের সব আয়োজনের উর্ধে একজন সাদেক হোসেন খোকা, তিনি কেবল ইতিহাসের একটি অংশ। খোকা ভাইয়ের জন্য অনেক শ্রদ্ধা আর ভালবাসা।

  • (ফেসবুক থেকে সংগৃহীত)
  • কার্টসি — বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

খোকা — কিংবদন্তি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ


সাদেক হোসেন খোকা। বিএনপির কেন্দ্রীয় নেতা। সাবেক মন্ত্রী। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র।

কিন্তু সব পরিচয় ছাপিয়ে খোকা খ্যাতিমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে। মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের প্রতি তার ভালোবাসা ছিল জীবনের শেষ দিন পর্যন্ত। মেয়র থাকাকালে মুক্তিযোদ্ধাদের নামে ঢাকার বিভিন্ন সড়কের নামকরণ করেছিলেন তিনি। মুক্তিযোদ্ধারা কে কোন দল করে তা কখনও দেখেননি খোকা।

একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযোদ্ধা পরিচয়ই ছিল সবচেয়ে বড়।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছিলেন গেরিলা যোদ্ধা। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে একাধিক অপারেশন পরিচালনা করেন সাদেক হোসেন খোকা।

নিজের লেখা একটি প্রবন্ধে খোকা লিখেছেন, পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়েই গোপনে মুক্তিযুদ্ধে চলে যান তিনি।

‘‘পরে মেলাঘরের ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং শেষে ঢাকায় অপারেশনের ফাঁকে গোপনে একবার মায়ের সঙ্গে দেখা করতে যাই। কিন্তু তার মা বলে দিয়েছেন, ‘আর যুদ্ধে যেতে পারবে না। কারণ তোমার হাতে কোনো মানুষ খুন হোক তা আমি চাই না।’’

নিজের প্রবন্ধে খোকা লিখেন, ‘‘আমি বিনয়ের সঙ্গে বললাম, মা আমাকে যেতে হবে। আর আমরা তো যুদ্ধই করছি পাকিস্তানি দখলদারদের মেরে ভয় দেখিয়ে এদেশ থেকে বিতাড়িত করতে। তিনি যখন দেখলেন আমাকে ফেরানো যাবে না তখন বললেন, ‘আমাকে কথা দাও অন্যায়ভাবে ঠাণ্ডা মাথায় কাউকে হত্যা করতে পারবে না।’ মায়ের কথায় রাজি হয়ে আবার ফিরে যাই রণাঙ্গনে।’’

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তার দল বিএনপি সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তিনি সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫শে এপ্রিল অভিবক্ত ঢাকার মেয়র নির্বাচিত হন। বামপন্থি রাজনীতি ছেড়ে আশির দশকে বিএনপির রাজনীতি শুরু করেন খোকা। এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন খোকা। ১৯৯০ সালে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুরান ঢাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা হলেও তা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খোকা। এতে খোকা পুরান ঢাকাবাসীর আস্থা অর্জন করেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন (সূত্রাপুর-কোতোয়ালি) থেকে শেখ হাসিনাকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকার আটটি আসনের মধ্যে সাতটিতে বিএনপি প্রার্থী পরাজিত হলেও একমাত্র খোকাই নির্বাচিত হন। পরে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে প্রায় পাঁচ বছর একক নেতৃত্ব দিয়ে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। সেসময় ঢাকার রাজপথে রক্ত রঞ্জিত খোকার ছবি এখনও অনেকের চোখেই দৃশ্যমান। ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী হন। সাদেক হোসেন খোকা পুরান ঢাকার গোপীবাগে তার পৈতৃক বাড়িতে থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন। তিনি শুধু রাজনীতিতে নন, মুক্তিযুদ্ধ থেকে ফিরেই ১৯৭২ সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিয়ে ক্লাবকে তিন বছরের মধ্যে তৃতীয় থেকে প্রথম বিভাগে উন্নীত করেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা খোকা ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিংবডির চেয়ারম্যান ছিলেন। জনবান্ধব নেতা হিসেবে যথেষ্ট সুনাম ছিল খোকার। পুরান ঢাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খোকাকে তারা সুখে-দুঃখে, বিপদে-আপদে, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে পেতেন। যখনই ডাক পড়েছে, তখনই তিনি ছুটে গেছেন পুরান ঢাকাবাসীর কাছে। এজন্য তিনি পেয়েছেন ঢাকাবাসীর বিপুল সমর্থন।

সেই মাটিতে আমার কবর হবে না!

রেজাউল করিম লাবলু


প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছত্রছায়ায় গড়ে ওঠা জাগদল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে ডানপন্থিদের পাশাপাশি ছিলেন সক্রিয় বেশ কিছু বামপন্থি। মূলত ষাটের দশকে ভাগ হয়ে যাওয়া পিকিংপন্থিদের একটা অংশ যোগ দেন জিয়াউর রহমানের দলে। ডানপন্থিদের পাশাপাশি এই বামপন্থি অংশটিও বেশ প্রভাব রাখত দলটিতে। সর্বশেষ এই অংশের নেতা হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া ও সাদেক হোসেন খোকা। খোকার মৃত্যুর সঙ্গে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক শিবিরে প্রগতিশীল হিসেবে পরিচিত অংশটির অবসান ঘটল বলে বিশ্লেষকরা মনে করছেন।

পুরান ঢাকার নিজের এলাকা গোপীবাগসহ অন্যান্য এলাকায়ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় সাদেক হোসেন খোকা ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঢাকার গেরিলা যোদ্ধাদের অন্যতম।    

মুক্তিযুদ্ধে খোকা

নিজের লেখা একটি প্রবন্ধে খোকা লিখেছেন কীভাবে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন। প্রবন্ধে তিনি লিখেছেন, পরিবারের কাউকে কিছু না জানিয়ে গোপনে মুক্তিযুদ্ধে চলে যান তিনি। পরে মেলাঘরের ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং শেষে ঢাকায় অপারেশনের ফাঁকে গোপনে একবার মায়ের সঙ্গে দেখা করতে যান। কিন্তু তার মা বলে দিয়েছেন, ‘আর যুদ্ধে যেতে পারবে না। কারণ তোমার হাতে কোনো মানুষ খুন হোক তা আমি চাই না।’

নিজের প্রবন্ধে খোকা লিখেন, “আমি বিনয়ের সঙ্গে বললাম, মা আমাকে যেতে হবে। আর আমরা তো যুদ্ধই করছি পাকিস্তানি দখলদারদের মেরে ভয় দেখিয়ে এদেশ থেকে বিতাড়িত করতে। তিনি যখন দেখলেন আমাকে ফেরানো যাবে না তখন বললেন, ‘আমাকে কথা দাও অন্যায়ভাবে ঠা-া মাথায় কাউকে হত্যা করতে পারবে না।’ মায়ের কথায় রাজি হয়ে আবার ফিরে যাই রণাঙ্গনে।’’

১৯৭১-এর এপ্রিলের মাঝামাঝি সময় ছাত্র ইউনিয়নের তৎকালীন নেতা রুহুল আমীন এবং গোপীবাগের মাসুদসহ (বুড়া) বেশ কয়েকজন মিলে প্রথমে খোকারা যান নরসিংদীর শিবপুরে। সেখানে কয়েকদিন অবস্থানের পর যুদ্ধের ট্রেনিং নেওয়ার জন্য আগরতলায় পৌঁছলে তাদের রিসিভ করেন শহীদুল্লাহ খান বাদল (রাশেদ খান মেননের ছোট ভাই)।

খোকা তার বইয়ে লিখেন, ‘সেখান থেকে প্রথমে বটতলার সিপিএম অফিসে গিয়ে মেনন ভাইয়ের সঙ্গে দেখা করে চলে যাই দুই নম্বর সেক্টরে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ছিলেন সেই সেক্টরের সেক্টর কমান্ডার।’

মেজর হায়দারের (পরে কর্নেল হায়দার) নেতৃত্বে ঢাকার মুক্তিযোদ্ধাদের গেরিলা প্রশিক্ষণ গ্রহণ করেন। দুই নম্বর সেক্টরের প্রশিক্ষণ ক্যাম্পের নাম ছিল ‘মেলাঘর’। মেলাঘরের পারিপার্শ্বিক পরিবেশ বসবাসের জন্য একেবারেই উপযুক্ত ছিল না। পাহাড় আর ঘন জঙ্গলে পূর্ণ ছিল চারদিক।

তিনি লিখেছেন, ‘লাল মাটির উঁচু-নিচু পাহাড়ি পথ একটু বৃষ্টি হলেই বেশ পিচ্ছিল হয়ে পড়ত। শৌচকর্ম সারতে যেতে হতো বনের ভেতরে। এ ক্যাম্পে বেশিরভাগই ছিল ঢাকা শহরের ছেলে, এ রকম পরিবেশে থাকতে তারা অভ্যস্ত ছিল না। আমি ও আমার ঘনিষ্ঠ বন্ধু মরহুম মেসবাহ উদ্দিন সাবু এক সঙ্গে থাকতাম।

এ ক্যাম্পেই আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয় আবু সাইদ খান, শাহাদাত চৌধুরী, ফতেহ আলী চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সুলতান উদ্দিন রাজা, আতিকুল্লাহ খান মাসুদ, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, পল্টনের মানিক (পরে শহীদ), গাজী গোলাম দস্তগীর, মিজান উদ্দিন আহমেদ, শহীদুল্লাহ, শিল্পী শাহাবুদ্দিন, মাসুদ, কাজী ভাই, উলফাৎ ও বাকী (পরে শহীদ) অন্যতম।’

মেজর হায়দারের অধীনে তিন সপ্তাহ গেরিলা ট্রেনিং শেষে খোকারা সম্মুখযুদ্ধের ট্রেনিং গ্রহণ করেন ক্যাপ্টেন গাফফারের (পরে জাতীয় পার্টি নেতা ও মন্ত্রী) নেতৃত্বাধীন সাব সেক্টরে। ওখানে ট্রেনিং শেষ করার পর প্রথমদিকে কসবা-মন্দভাগ (মির্জাপুর) যুদ্ধের ৯ মাসই প্রতিদিন এক বা একাধিক অপারেশনে অংশ নিয়েছেন সাদেক হোসেন খোকা।

এ প্রসঙ্গে ‘মুক্তিযুদ্ধের স্বর্ণালী দিনগুলো’ প্রবন্ধে সাদেক হোসেন খোকা লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের কথা, মুক্তিযুদ্ধের স্বপ্নের কথা ভাবলেই নস্টালজিক মন ভারাক্রান্ত হয়ে ওঠে। মন শুধু রণাঙ্গনের সাহসী সহযোদ্ধাদের হারানোর কারণেই ভারাক্রান্ত হয় না, তার চেয়েও বেশি হয় মুক্তিযুদ্ধের স্বপ্ন-চেতনার দুর্দশা দেখে। মুক্তিযুদ্ধের চেতনা বা স্বপ্ন যাই বলি না কেন সেটা শুধু একটি ভূখ-ের স্বাধীনতা নয়, একটি সার্বিক মুক্তিই ছিল এ মহান যুদ্ধের মূল স্পিরিট। সে কারণেই এর নাম হয়েছিল ‘মুক্তিযুদ্ধ’।

মূলত ব্রিটিশ বেনিয়াদের রেখে যাওয়া সমাজ ও রাষ্ট্র কাঠামো ভেঙে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও মানবিক সমাজ গঠনই ছিল স্বপ্ন। আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল এ জাতির একটি সামষ্টিক মুক্তির লক্ষ্য থেকে। তবুও বলব, জাতীয় মুক্তি না এলেও একটি স্বাধীন দেশ তো আমরা পেয়েছি। যেখানে দাঁড়িয়ে আমরা দেশকে গড়ে তোলার কথা ভাবতে পারছি, স্বপ্ন দেখতে পারছি সুন্দর আগামীর।’

সাদেক হোসেন ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ছাত্র থাকাবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন খোকা। তৃণমূল থেকে রাজনীতি শুরু করে উঠে এসেছিলেন বিএনপির শীর্ষ পর্যায়ে। ঢাকা শহরে জন্ম, বেড়ে ওঠার পর সেই অবিভক্ত ঢাকারই মেয়র হয়েছিলেন খোকা। সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজপথ নিজের রক্তে রঞ্জিত করেছেন। ২০১৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছিলেন সাদেক হোসেন খোকা। তখন থেকেই নিউইয়র্কে একটি ক্যানসার হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

মনোকষ্টের মৃত্যু

জীবন বাজি রেখে মাটির জন্য লড়াই করলেও ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না পারার মনোকষ্ট ছিল তার। এ বিষয়ে খোকার বন্ধু ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তার ফেইসবুকে লিখেছেন, আমেরিকা থেকে তার মোবাইলে ফোন এসেছিল। ফোন করেছিলেন খোকা। ফোনে খবর এলো ডাক্তার জানিয়েছে বন্ধু আর মাত্র কয়েক দিনের পথিক। সারা রাত ঘুম হলো না। কত স্মৃতি...ষাটের দশকে রাজপথ কাঁপানো মিছিল। স্টেডিয়ামে খেলা দেখার পর গোপীবাগের মোড়ে সাবুর সঙ্গে লুচি-সবজি খাওয়া। তারপর মুক্তিযুদ্ধের কত কথা।

মৃত্যুপথযাত্রী বন্ধুর সঙ্গে কথা হলো। একটা কথা, যতদিন বাঁচব কানে ভাসবে ‘দোস্ত চলে যাচ্ছি, ডাক্তার জবাব দিয়েছে। কষ্ট একটা বুকে... মৃত্যু জয় করে যে দেশ স্বাধীন করলাম, আজ সেই দেশের মাটিতে আমার কবর হবে না?’ জবাব দিতে পারিনি, বুকের মাঝে রক্ত ঝরছে। এই আজকের বাংলাদেশ!

শেষ ইচ্ছা

খোকার ছেলে ইশরাক হোসেন বলেছেন, বাবা ইচ্ছা প্রকাশ করেছেন মৃত্যুর পর রাজধানীর জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে যেন তাকে দাফন করা হয়।

ছাত্ররাজনীত

সাদেক হোসেন খোকা ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৬৬ সালে তিনি পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের ঢাকা শাখার সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৬৬-৬৯ আইযুববিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সকল দলের স্টুডেন্ট অ্যাকশন কাউন্সিলের সেই সময়ের একজন অন্যতম নেতা হিসেবে ছাত্রদেরও আন্দোলনে সমবেত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

১৯৭০ সালে তিনি পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য হয়েছিলেন এবং ১৯৭১ সালে সক্রিয়ভাবে সেক্টর-২ এ স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের মাঝামাঝি পর্যায়ে তিনি বৃহত্তর ঢাকার গ্রুপ কমান্ডার ছিলেন এবং অনেক ছোট-বড় অপারেশনের দায়িত্ব পালন করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক (খেলাধুলা) সাদেক হোসেন খোকা ১৯৭২ সালে ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টস ক্লাবের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ১৯৭৭ সাল পর্যন্ত এর সাধারণ সম্পাদক ছিলেন। খেলাধুলার ক্ষেত্রে অবদান থাকার কারণে তার সুখ্যাতি ছিল। ১৯৭৮ সালে তিনি প্রথম বিভাগ ফুটবল লিগ কমিটির সম্পাদক এবং ঢাকা মেট্রোপলিটন ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক ছিলেন। ১৯৭৯-১৯৮৯ পর্যন্ত তিনি ঢাকা মেট্রোপলিটন ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৭৭ সালে সাদেক হোসেন খোকা ঢাকা পৌর কমিশনার নির্বাচিত হয়েছিলেন।

বিএনপিতে যোগদান ও খোকার উত্থান

বামপন্থি রাজনীতি ছেড়ে ১৯৮৪ সালে বিএনপির রাজনীতিতে যোগ দেন খোকা। সে সময় নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটে বিএনপির কার্যালয় থেকে এরশাদবিরোধী আন্দোলনের সূচনা করে সাতদলীয় জোটের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই অন্দোলনে ঢাকা মহানগর সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব খোকাকে দেওয়া হয়েছিল। তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। খোকা ১৯৯১ সালে ঢাকা-৭  থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন, একই বছর তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোনীত হয়েছিলেন। তিনি ১৯৯৬ সালের ৬ষ্ঠ এবং ৭ম উভয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন।

পরে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে প্রায় পাঁচ বছর একক নেতৃত্ব দিয়ে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন। ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী হন। ওই সময় পুরান ঢাকায় বিএনপির রাজনীতিতে নিজস্ব বলয় তৈরির পাশাপাশি প্রতিটি থানা ও ওয়ার্ডে দলকে শক্তিশালী করার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর আগে ১৯৯৪ সালে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের কাছে পরাজিত হন মির্জা আব্বাস। বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগসহ অন্যান্য বিরোধী দল কঠোর আন্দোলন শুরু করলে ঢাকায় বিএনপি কোণঠাসা হয়ে পড়ে। এ অবস্থায় খোকাকে ১৯৯৬ সালে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। পাশাপাশি খোকাকে সভাপতি ও আবদুস সালামকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। নতুন করে কমিটি গঠনের জন্য আবার ২০১১ সালে সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি করা হয়। এই কমিটির বিরুদ্ধেও খোকার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের অনুসারীরা নানা অভিযোগ তোলেন।

১৯৯০ সালে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে পুরান ঢাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা হলেও তা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ওয়ান-ইলেভেনে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৎকালীন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দলে যে সংস্কারের দাবি উঠেছিল, তার প্রতি সাদেক হোসেন খোকার সমর্থন ছিল বলে অভিযোগ রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্য সচিব করে মহানগর কমিটি গঠন করা হয়। এ কমিটি এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে।

ফোনালাপ ফাঁস

বিএনপির আন্দোলনের সময় মান্নার সঙ্গে খোকার টেলিকথন নিয়ে দেশে তোলপাড় সৃষ্টি হয়। এরপর তার বিরুদ্ধে দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহ মামলা। বর্তমানে তার বিরুদ্ধে অনেক হুলিয়া জারি আছে। বিভিন্ন সময় সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ৩৪টি মামলা করা হয়েছে। সর্বশেষ ৫ মে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর বিভিন্ন মার্কেটে ১৩৮টি দোকান বরাদ্দের অভিযোগে খোকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোর বিচার চলছে।

এরই মধ্যে ২০১৫ সালের ২০ অক্টোবর সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় নিম্ন আদালত। এ রায়কে প্রহসনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে ঢাকার সাবেক এই মেয়র বলেছিলেন, রাজনীতি থেকে তাকে বিদায় করতেই সরকারের চাপে আদালত এ রায় প্রদান করেছে। এই রায়কে তিনি বিচার বিভাগের ইতিহাসে প্রহসনের বিচার বলে অভিহিত করেন।

  • কার্টসি — দেশরূপান্তর / নভেম্বর ৫, ২০১৯