Search

Thursday, October 7, 2021

শহিদ আবরার ফাহাদ আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে বাংলাদেশের মানুষের জাগরণের প্রতীক

 ফাইজ তাইয়েব আহমেদ


একচেটিয়া সীমান্ত হত্যা, অর্থনৈতিক গোলামী, বন্দর ও পানি আগ্রাসনকে নিয়ে কয়েকটি প্রশ্ন করায় আবরারকে ছাত্রলীগ নামের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আজ থেকে দু বছর আগে। একচেটিয়া সামরিক ও রাজনৈতিক গোলামী, নির্বাচনী দুর্বিত্তপনা, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের জানের নিরাপত্তা, বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান ও অবকাঠামো, বিদ্যুৎ বন্দর ও জলসীমার নিরাপত্তাসহ বাংলাদেশ রাষ্ট্রের সম্পদ ও স্বার্থ লুটের সকল আয়োজনের বিরুদ্ধে আবরারের মৃত্যু একাই এক অতন্দ্র প্রহরীর সমতুল্য। শোষণ ও আধিপত্যবাদের প্রশ্নে আবরার আমাদের অনুপ্রেরণা, আমাদের আগত ও অনাগত সংগ্রামের মশাল। আবরার আমাদের নব জাগরণের তাজ।



শহিদ আবরার ফাহাদ হত্যার বিচার চাই। সাথে সাথে চাই, উনি যে আধিপত্যবাদের আগ্রাসনের প্রতিবাদ করায় খুন হয়েছেন, সে আধিপত্যবাদের আগ্রাসনকে থামানো। চাই আধিপত্যবাদের চূড়ান্ত প্রতিরোধ। ছাত্রলীগের টর্চার সেলে আবরার ভারতীয় নদী ও বন্দর আগ্রাসনের বিরুদ্ধে লিখার জন্য ক্ষমা চেয়ে, ফেইসবুক পোস্ট ডিলিট করে পার পেতে পারতেন। রাজি হননি বলেই দ্বিতীয় দফায় তাঁকে আমৃত্যু পিটিয়ে হত্যা করা হয়েছে। মাফিয়া খুনীরা ক্ষমতা দখল করে আছে বলেই আজকে আবরার হত্যার বিচার প্রক্রিয়াটাকেই আটকে রাখা হয়েছে। আমরা এর নিন্দা জানাই।

আবরার বাংলাদেশের উপর একচেটিয়া ভারতীয় অর্থনৈতিক ও নদী-পানি-বন্দর-প্রাণ-পরিবেশ আগ্রাসনের বিরোধিতা করেছেন, উনার স্বপ্নের আগ্রাসন মুক্ত বাংলাদেশ গড়ার শপথই তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর বুলন্দ  শপথ হোক। আবরারের জন্য ফ্যাসিবাদের সম্মতি উৎপাদনকারী শিক্ষিত দালালদের কোন দরদ, কোন ম্রিয়মাণ মায়াকান্নার প্রয়োজন নেই। 

শহীদ আবরার,

চির উন্নত তব শির!

  • লেখক বিশিষ্ট গ্রন্থ প্রণেতা  


No comments:

Post a Comment