Search

Monday, December 6, 2021

বিকারগ্রস্ত প্রতিমন্ত্রী, অনিরাপদ বাংলাদেশ

শামা ওবায়েদ


বাংলাদেশ কতদিক থেকে অনিরাপদ, অস্থিতিশীল, অমানবিক ও অপ্রীতিকর অবস্থায় রয়েছে, তা দুটো ঘটনা দিয়েই মানুষের সামনে স্পষ্ট। দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায় শায়িত, উন্নত চিকিৎসার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে— এই পরিস্থিতিতে যখন দেশ ও দেশের বাইরে কোটি-কোটি মানুষ— গণতন্ত্রপ্রেমীরা উদ্বিগ্ন, কোনও এক সুখবরের অন্বেষায় প্রতীক্ষারত, তখন আমরা দেখেছি বর্তমান অনির্বাচিত সরকারের বিনাভোটের এমপি-মন্ত্রীরা তাকে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য-বক্তব্য দিয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার অসুস্থতাজনিত প্রক্রিয়া নিয়ে সরকারদলীয়দের চলমান তামাশার মধ্যেই তাদের আসল রূপ ও চরিত্র বেরিয়ে এলো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বর্ণবাদী, ঘৃণ্য মন্তব্যে। দেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার নাতনি, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান দম্পতির সন্তান ব্যারিস্টার জাইমা রহমান নিয়ে এই প্রতিমন্ত্রীর মন্তব্য এতটাই নোংরা, এতটাই বিচলিতবোধ তৈরি করে, যে দেশের একটি জনপ্রিয় ইংরেজি দৈনিকের বাংলা ওয়েব ভার্সন তার বক্তব্যটিকে প্রকাশ অনুপযুক্ত বলে প্রতিবেদন করেছে। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়— দেশে নারী-পুরুষ কেউই এই সরকারের হাতে নিরাপদ নয় এবং গত ১২ বছর ধরে দেশের অবনতিগ্রস্ত সার্বিক পরিস্থিতি।

কী আছে তাতে? যা আছে তার একটা চিত্র যদি লক্ষ্য করা হয়, উঠে আসবে, স্বৈরশাসকদের প্রতিরূপ।  যখন শাসকদের সঙ্গে মানুষের কোনও সম্পর্ক থাকে না, মানুষের প্রতি তাদের ন্যুনতম শ্রদ্ধাবোধও থাকে না—এই কুলাঙ্গার তার সর্বশেষ উদাহরণ। একজন তরুণীকে নিয়ে সরকারের দায়িত্বশীল এবং সংসদ সদস্য হয়ে যেসব কটুক্তি তার মুখনিশ্রিত হয়েছে—তাতে আমরা বিশ্বাস করতে চাই, মূলত সরকারের অবস্থানই এই লোক তুলে ধরেছে।

দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের মানুষ যখন বেগম জিয়ার উন্নত চিকিৎসার স্বার্থে তাকে বিদেশে পাঠানোর দাবি করছে, তার সুচিকিৎসার বিষয়টি যখন দেশের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে, তখন এইসব বর্ণবাদীদের মাধ্যমে মনোবৈকল্যপনা সৃষ্টি করে পরিস্থিতিতে ভিন্নদিকে নিয়ে যাওয়ার চক্রান্ত অনির্বাচিত সরকার ও তাদের প্রেতাত্মাদের পুরনো খেলা। জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে অতীতের ষড়যন্ত্রের পথ ধরে এসব  কুরুচিকর বক্তব্যও সেই পদ্ধতিকে স্মরণ করিয়ে দেয়। 

দেশের মানুষ বিশ্বাস করে ভোটে হেরে, প্রত্যক্ষ গণতান্ত্রিক সংগ্রামে ভীত হয়ে ফ্যাসিস্ট সরকারের প্ররোচণাতেই এসব অসভ্য, কুরুচিকর মন্তব্য উঠে আসে। কে না জানে, এই অসভ্য, জিঘাংসাকাতর মুরাদেরও কন্যা সন্তান রয়েছে, সেও একজন কন্যার বাবা। আমরা মনে করি, এইসব মন্ত্রীদের মানসিক বিকৃতি ঘটেছে এবং অত্যন্ত বিক্ষুব্ধতার সঙ্গে বলছি, এদেরকে বর্ণবাদী, নারীবিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে দেশের নারী সমাজের কাছে, ক্ষমা চাইতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পাহারাদার জিয়া পরিবারের কাছে। অবিলম্বে তার মন্ত্রীত্ব প্রত্যাহার করে তাকে আইনের আওতায় আনার দাবি করছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে তার অশোভন, অমার্জিত বক্তব্য প্রত্যাহার করে অনতিবিলম্বে ক্ষমা না চাইলে দেশের মানুষের প্রতিবাদের দুর্বিপাকে পড়বে সরকার। স্বাধীনতার পঞ্চাশ বছরে এসেও যে দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত হয়নি, নারীবান্ধব সমাজ হয়নি, বিকারগ্রস্ত মুরাদ হচ্ছে এর সর্বনিকৃষ্ট কারণ।


Saturday, December 4, 2021

Begum Khaleda Zia: The Savior

— Israfil Khosru



Those of us who were born in the early eighties, like many who were born after our liberation war, share one thing in common. The first watershed moment in terms of political history that’s etched clearly in our mind is the fall of an autocratic regime in 1990. As an impressionable ten year old I remember the protests on the streets of Chittagong and an overall sense of impending positivity. It felt like we were about to witness a new dawn in our country’s political landscape. One of the things I did habitually then was to scan through the Bengali newspapers in order to improve my vocabulary and it is there where I was first introduced to Begum Khaleda Zia. The picture was of a woman clad in a simple white saree, her face portraying a steely resolve, speaking from a hand mike to the eager public. That is the image still engraved in my mind. Something about the picture told me she was not an ordinary woman. Upon asking the elders in my family I was told she is the widow of Shaheed President Ziaur Rahman and now the leader of the Bangladesh Nationalist Party-BNP that is at the forefront of this movement against the autocratic regime of Ershad. Two fundamental facts in this regard  intrigued me and had a deep impression on me as a child. The first irrevocable fact was that a woman was in the forefront of this movement and secondly she did not have prior political experience that would have prepared her to take such a monumental undertaking. In a male dominated society, armed with such disadvantages, here is a lady who could not be deterred from pursuing a cause which held the destiny of our country and how it will shape our future. She definitely was no ordinary woman, she was our savior. This is how I always saw her and still do.

As a young boy my interest in her led me to investigate further. I learned how she was left with  a political party  in its embryonic stage when her husband passed and turned it into a revolutionary force against a regime that eventually lasted nine long years throughout the eighties. Upon the fall of the autocratic Ershad government she went about organizing her party from the grass roots. Starting with the 1991 election, where she toured around the country to garner support and find suitable candidates. It will not be far-fetched to claim that her singular popularity led the BNP to win the general election in 1991 and establish it to be a major force in mainstream Bangladesh politics. She was going from strength to strength as an ‘uncompromising’ leader. If Shaheed President Ziaur Rahman was the ideological backbone of the BNP then Begum Khaleda Zia was without question the organizational mainstay of the party. I have vivid memories of seeing her for the first time when she came to Chittagong in 1991 at the Circuit House from a distance. Her face still unmistakably imbued that steely resolve. Resolve of a woman willing to reach her goals despite all odds. Few months down the line she became the first woman premier of  Bangladesh, and given the current trend of conveniently rewriting history that’s now rampant in our country, this achievement cannot be taken away from her. Incidentally, my father got involved with BNP politics in 1991 but that fact in no way  diminishes the importance of the impact Begum Zia had on me as a child.  She made me aware of the heights women in our society can reach with determination and hard work. It also made me revisit the role of women in our society and the opportunities that elude them by default. 

Now three decades down the line we are ironically faced with the same predicament as in 1990. We have a regime in place that is marginalizing its opposition, gagging free speech and ruthlessly influencing the judiciary to prolong their stint in power. However, unlike 1990 we have an ailing Khaleda Zia fighting for her life while the government tries to impede the best treatment she could get. But it is important to note that given the barrage of obstacles thrown at her in the last couple of years,  she still stands as a symbol of endurance and defiance against all odds. The fact that the BNP, as a political party, has survived the government juggernaut that has tried to obliterate them over the last decade is a testament to Begum Khaleda Zia’s leadership and essence of endurance. Thus, an incapacitated Begum Khaleda Zia still remains to be the key symbol of hope for the people of our country in terms of their aspirations to return to a democratic process. As for me, the child in me still believes she is our last savior and that she will return to us as a guiding light to achieve freedom. Her indomitable spirit is a lesson  for us and will remain a lesson for future generations. Get well Begum Khaleda Zia, your people awaits you and the fight is not over.

— The author is an entrepreneur.  


Saturday, November 20, 2021

তারেক রহমান : পরম্পরার নিশানটি যার হাতে


— প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, খান মো. মনোয়ারুল ইসলাম



১৯৭১ সালের মার্চে দেশমাতৃকার টানে নিজের চাকরি, পরিবার-সবার কথা বিস্মৃত হয়ে সর্বাগ্রে দেশকে স্থান দিয়ে সহকর্মীদের সাথে নিয়ে ঘোষণা দেন-“উই রিভোল্ট”! স্ব-উদ্যোগে যোগ দেন মুক্তিযুদ্ধে! মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান রেখে স্বাধীন দেশের সেনাবাহিনীতে চাকরি করতে করতে একসময় আবারো ডাক আসে দেশমাতৃকার মুক্তির! ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি-জনতা পরম মমতায় তাঁকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করে। দেশের ঐতিহাসিক প্রয়োজনে নিজের পরিবারের কথা চিন্তা না করে দেশমাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করেন। দেশের শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তি দিয়ে বহুদলীয় গণতন্ত্র উপহার দেন, শুরু করেন উৎপাদন ও উন্নয়নের রাজনীতির। নিজের জীবনের ঝুঁঁকি নিয়ে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফেরাতে বিরামহীন কর্মযজ্ঞ চালান। আধিপত্যবাদী কায়েমী স্বার্থবাদী মহল-এর প্ররোচনায় ১৯৮১তে শহীদ হন। আবারও গণতন্ত্র শৃঙ্খলিত হয়। ১৯৮২ সালের ১৬ই ডিসেম্বর শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্ত করতে গৃহবধূ বেগম খালেদা জিয়া রাজপথে নামেন। শুরু করেন স্বৈরাচার বিরোধী আপোসহীন সংগ্রাম। ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়। ১৯৯১ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতি পদ্ধতির সরকারের পরিবর্তে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু করে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা করেন বেগম খালেদা জিয়া। তিনবার রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দায়ত্বি পালন করেন খালেদা জিয়া। শহীদ জিয়ার অনুসৃত পন্থায় দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য অবদান রাখেন খালেদা জিয়া। দেশ এগিয়ে যায় স্বনির্ভরতার পথে। ঠিক এই সময় ২০০৭ সালে দেশী-বিদেশী কায়েমী স্বার্থবাদী মহলের প্ররোচনায় দেশের গণতন্ত্র আবারো শৃঙ্খলিত হয়।

জিয়াউর রহমান : সৈনিক থেকে রাষ্ট্রনায়ক

১৯৭১ সালের ২৭শে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে জাতির চরম সন্ধিক্ষণে সৈনিক জিয়া দেশের প্রতি অনুপম দায়িত্বশীলতার পরিচয় দেন। এরপর সেনাবাহিনীতে অফিসার হিসেবে পেশাগত অবদান রাখেন। ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষে মারা যায় কয়েক লক্ষ মানুষ। রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ক্ষমতাসীন দলের সীমাহীন ব্যর্থতার পটভূমিতে ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে বাকশাল গঠনের মাধ্যমে রাজনীতিতে ক্ষমতার পালাবদলের নিয়মতান্ত্রিক পথ রুদ্ধ হয়ে যায়। এরকম অনিবার্য পরিস্থিতিতে ১৯৭৫ সালের আগস্টের সামরিক অভ্যুত্থান হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের নভেম্বরে জিয়াউর রহমানকে সিপাহি-জনতা বন্দিদশা থেকে মুক্ত করে। এবারে তিনি জাতির সামনে এলেন সামরিক আইন প্রশাসক হিসেবে। ১৯৭৭ সালে সময়ের প্রয়োজনেই রাষ্ট্রপতি পদে আসীন হন। জাতির প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তি দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। নিজে নির্বাচিত হন রাষ্ট্রপতি। শুরু করেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। তাঁর প্রবর্তিত ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে দিনরাত ১৮-২০ ঘণ্টা নিরলস পরিশ্রম করেন। এর মাঝে বিশৃঙ্খল সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাঁকে মোকাবেলা করতে হয়েছিল ২০টি সামরিক অভ্যুত্থান। নির্মোহ নৈর্ব্যক্তিক রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গিতে সামরিক ও বেসামরিক প্রশাসন ঢেলে সাজান জিয়াউর রহমান। দেশ পুনর্গঠনে নিজে মাইলের পর মাইল পায়ে হেঁটেছেন। তাঁর স্বল্পকালীন রাজনৈতিক জীবনে ৫০০০ জনসভা, কর্মিসভা ও সমাজ গঠনমূলক সভা করেছিলেন- পরিণত হয়েছিলেন রাষ্ট্রনায়ক জিয়ায়। জনসাধারণের মাঝে সৃষ্টি করেছিলেন অভূতপূর্ব আশা উদ্দীপনা। তাঁর জীবনপণ প্রচেষ্টায় জাতীয় জীবনে যেমন আর্থ-সামাজিক উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছিল তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদাবান আসন লাভ করেছিল। স্বাধীন বাংলাদেশের এরূপ সম্মানজনক অবস্থান স্বার্থবাদী মহল, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির এদেশীয় এজেন্টরা সহ্য করতে পারলো না। তাদের সম্মিলিত চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে শহীদ হলেন জিয়া। তাঁর শাহাদাত বরণের মধ্য দিয়ে গণতন্ত্র আবারো শৃঙ্খলিত হল।

খালেদা জিয়া : গৃহবধূ থেকে দেশনেত্রী

বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির পত্নী হলেও তিনি বাংলাদেশের একজন সাধারণ গৃহবধূর মতই সন্তানদের লালন-পালন এবং সাংসারিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিলেন। রাজনীতির মাঠে কখনো বের হননি। এমনকি রাষ্ট্রপতির পত্নী হিসেবে খালেদা জিয়া কয়েকবার বিদেশ সফরের সুযোগ পেলেও তাঁর সন্তানরা বিদেশ ভ্রমণের সুযোগ পাননি। বিদেশে লেখাপড়া দূরে থাক, ঢাকা শহরে স্কুলে যেতেও গাড়ি় পাননি- রিকশায় যেতে হয়েছে! এটাই তাঁর পারিবারিক জীবন! একান্তভাবেই তিনি ছিলেন দেশপ্রেমিক সৈনিকের স্ত্রী, একনিষ্ঠ দেশসেবক রাষ্ট্রপতির সংসারকর্ম পরিচালনায় নিয়োজিত। জিয়ার শাহাদাতবরণের পর শৃঙ্খলিত গণতন্ত্রকে ফিরিয়ে আনার মানসে ১৯৮২ সালের ১৬ই ডিসেম্বর “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে” রাজনীতিতে যুক্ত হন গৃহবধূ খালেদা জিয়া।

শুরু হয় স্বৈরাচারবিরোধী আপোসহীন সংগ্রাম। ১৯৮৩ সালের ২৮শে নভেম্বর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সরাসরি প্রথম আঘাত হানেন। কয়েক লক্ষ কর্মী নিয়ে ঘেরাও করেন সচিবালয়। ঘোষণা করেন-“সামরিক আইন মানি না।”এই ঘেরাও কর্মসূচিতে টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ, এমনকি গুলিবর্ষণ পর্যন্ত হয়। খালেদা জিয়ার গতিবিধিতে কড়াকড়ি় আরোপ করা হয়। ১৯৮৪তে এরশাদ জাতীয় নির্বাচনের ঘোষণা দিলে, খালেদা জিয়া সেটি প্রত্যাখ্যান করেন।১৯৮৫ সালের নভেম্বরে সান্ধ্য আইনের আওতায় এরশাদ প্রথম নির্বাচন সম্পন্ন করলেও খালেদা জিয়া সরকারের পদত্যাগের দাবিতে অটল থেকে আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখেন। ফলে প্রবল গণরোষে লোক দেখানো ’৮৫-র রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত মিলিয়ে যায়।

স্বৈরাচার এরশাদ ’৮৬ সালের সংসদ নির্বাচনের ঘোষণা দিলে, খালেদা জিয়া “নির্বাচন নয়-আগে স্বৈরশাসকের পদত্যাগ” দাবি করেন। খালেদা জিয়া আরো ঘোষণা করেন-“অবৈধ সরকারের আয়োজিত নির্বাচন সুষ্ঠু হতে পারে না। স্বৈরাচারী সরকারকে উৎখাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে ।” শেখ হাসিনা বেগম খালেদা জিয়া প্রদর্শিত পথে না হেঁটে আপসকামী ‘জাতীয় বেইমান’ হিসেবে ১৯৮৬-এর নির্বাচনে গেলেন। ১৯৮৭-তেই সেই সংসদের পতন ঘটল। ১৯৮৮-তেও কতিপয় দালাল সৃষ্টি করে সংসদ নির্বাচন করেন স্বৈরাচার এরশাদ। অবশেষে ১৯৯০-এর ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার দীর্ঘ আট বছর স্বৈরাচার বিরোধী আপোসহীন নিরন্তর সংগ্রাম সফল হয়-পতন হয় স্বৈরাচার এরশাদের। গৃহবধূ বেগম খালেদা জিয়া পরিণত হন দেশনেত্রী বেগম খালেদা জিয়ায়।

স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯১ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংবিধান সংশোধন করে বাকশালের ভূত ‘রাষ্ট্রপতি শাসিত’ সরকারের পরিবর্তে ‘সংসদীয় ব্যবস্থা’য় রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করে বুনিয়াদি গণতান্ত্রিক বিধিব্যবস্থায়। জিয়াউর রহমান প্রদর্শিত উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে মূলমন্ত্র ধরে বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের অভ্যন্তরে শক্তিশালী জাতীয় প্রতিষ্ঠান যেমন গড়ে তোলেন, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেন। ২০০১-২০০৬ শাসনামলে ‘অর্থনৈতিক কূটনীতি’ এবং ‘লুক ইস্ট পলিসি’র মাধ্যমে বাংলাদেশের কূটনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার ক্যারিশমাটিক নেতৃত্বে দেশের উন্নয়ন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের এদেশীয় দোসরদের সহ্য হলো না। তাদের মিলিত ষড়যন্ত্রে ২০০৭ সালে সেনা সমর্থিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার এ দেশের গণতন্ত্রকে দীর্ঘমেয়াদে শৃঙ্খলিত করে।

তারেক রহমান : পিনো থেকে দেশনায়ক

১৯৭১ সালে দেশমাতৃকার মুক্তির জন্য মেজর জিয়া যখন মুক্তিযুদ্ধে যোগ দেন তখন পিনো মাত্র ৭ বছরের শিশু! ১৯৭৫ সালে নভেম্বরের টালমাটাল পরিস্থিতিতে তিনি মাত্র ১১ বছরের বালক! ১৯৮১তে যখন পিতা জিয়াউর রহমান শাহাদাতবরণ করেন তখন তিনি ১৭ বছরের কিশোর! ১৯৯১তে মা বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন তখন তিনি ২৭ বছরের যুবক! এই বয়সের মধ্যেই তিনি বাবার যুদ্ধে যাওয়া দেখেছেন! অভ্যুত্থানে বাবার বন্দী হওয়া যেমন দেখেছেন, আবার পাল্টা অভ্যুত্থানে ক্ষমতায় অধিষ্ঠিত হতেও দেখেছেন। মাত্র ১৭ বছরে পিতৃহারাও হয়েছেন! মাকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমন দেখেছেন আবার প্রধানমন্ত্রী হতেও দেখেছেন-এমন অভূতপূর্ব বিস্ময়কর পারিবারিক পরিমণ্ডলে থেকে বেড়ে উঠেছেন পিনো! পৃথিবীতে এমন সন্তান বিরল যার বাবা এবং মা দু’জনেই রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন! সারা পৃথিবী খুঁজলেও সম্ভবত এমন সন্তান পাওয়া যাবে না যিনি বিদেশে না গিয়ে আরাম-আয়েশে ভোগবিলাসে লিপ্ত না হয়ে দেশমাতৃকার সেবায় নিজেকে উৎসর্গ করেন!

বয়স যখন ৩৪ তখন গণমানুষের সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে পিতার স্বপ্ন বাস্তবায়নের সম্পূর্ণ ভিন্ন মিশনারি পন্থা অবলম্বন করেন। ঠিক জিয়ার মত দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র কৃষকদের সার, কীটনাশক, গবাদিপশু বিতরণ যেমন করেছেন, তেমনি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসা সেবাও পৌঁছে দিয়েছেন। শহীদ জিয়ার ১৯ দফার বাস্তবায়নে মৌলিক চাহিদাগুলো-খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সব সেক্টরে অবদান রাখতে আরম্ভ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

মা বেগম খালেদা জিয়া যখন তৃতীয়বার ২০০১ সালে ক্ষমতায় আসেন তখন তিনি ৩৭ বছরের যুবক। দল ক্ষমতায়, সরকারের অংশ না হয়ে, বেছে নেন সাংগঠনিক কর্মকাণ্ডকে! ঠিক কর্মবীর জিয়ার মত! ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করে তৃণমূল নেতাদের সাথে নিজের আত্মিক সম্পর্ক স্থাপন করেন। তাঁর চোখ ধাঁধানো ক্যারিশমায় সমগ্র দল হয় উজ্জীবিত! যেন নতুন জিয়ার পুনর্জন্ম হয়েছে! জিয়া প্রদর্শিত পন্থাগুলো নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব প্রাণের সঞ্চার করল!

জিয়া প্রদর্শিত পন্থাগুলো পুনর্পাঠ করে আমরা পিনোকে বোঝার চেষ্টা করি!

প্রথমত: জিয়াউর রহমান রাজনীতিতে প্রতিভাবানদের খুঁজতেন, সাহায্য করতেন এবং সহায়তা করতেন। গ্রামে ইউনিয়নের সফল চেয়ারম্যান থেকে সফল সমাজকর্মী সবাইকে তিনি উৎসাহ দিতেন। গ্রাম পর্যায় পর্যন্ত নেতৃত্ব সৃষ্টি করেছেন জিয়াউর রহমান। ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে পিনো তৃণমূলের সঙ্গে নাড়ি়র সম্পর্ক স্থাপন করে সর্বত্র সাংগঠনিক প্রাণসঞ্চার করেন।

দ্বিতীয়ত: জিয়াউর রহমান খাল খনন, গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলেন। পিনোও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামীণ কৃষক, শ্রমজীবী তৃণমূল নেতৃত্বের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলেন। জিয়ার মতই দেশের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়িয়েছেন।

তৃতীয়ত: জিয়াউর রহমান এবং খালেদা জিয়া দু’জনেই ভাষা প্রয়োগে মিতাচারী। রাজনৈতিক বিষোদগার থেকে দু’জনেই দূরত্ব বজায় রাখতেন। বিরোধীদলকে গালিগালাজ, অন্য নেতৃত্বকে অসম্মান করার দূরতম প্রচেষ্টাও লক্ষ্য করা যায়নি। বাবা এবং মায়ের মতোই পিনোও মিতাচারী। কথা বলেন ধিরে-যুক্তি দিয়ে। কথা বলার চেয়ে শোনার প্রবণতা বেশি।

চতুর্থত: জিয়াউর রহমান সামাজিক কর্মসূচির মাধ্যমে দেশকে পরিবর্তনের চিন্তা করেছিলেন। এ লক্ষ্যে প্রণীত হয় তাঁর ১৯ দফা কর্মসূচি। আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর গৃহীত কৃষি, খাল খনন ও গণশিক্ষা কার্যক্রম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ-আজও প্রাসঙ্গিক। পিনোও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সম্পৃক্তকরণের কৌশল অনুসরণ করেই জিয়াউর রহমান ফাউন্ডেশন তৈরি করেন।

পঞ্চমত: জিয়াউর রহমান বিভিন্ন কর্মসূচিতে ঘড়ি ধরে সময়মত উপস্থিত হতেন। রাজনৈতিক সহকর্মীদেরও সময়মতো বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হওয়ার নির্দেশনা দিতেন! যা এদেশে কোনো রাজনীতিবিদ বা রাষ্ট্রপ্রধান কেউই কখনো ফলো করেননি! পিনোও এক্ষেত্রে ঠিক জিয়ার মত! প্রত্যেকটি সামাজিক ও রাজনৈতিক প্রোগ্রামে ঘড়ি ধরে সময়মতো উপস্থিত হওয়াটাকে রেওয়াজে পরিণত করেছিলেন পিনো!

জিয়াউর রহমানের দেশ গঠনমূলক কর্মকান্ড যেমন সাম্রাজ্যবাদী দোসরদের উদ্বিগ্ন করেছিল, ঠিক তেমনি পিনোর কর্মকান্ডও তাদের উদ্বিগ্ন করেছিল! সাম্রাজ্যবাদী ও তার এদেশীয় দোসররা চরম উদ্বিগ্নতার সাথে প্রত্যক্ষ করে-যদি পিনোর উদ্যোগগুলো সফল হয়, তাহলে স্বনির্ভর মর্যাদাবান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থান রোধ করা সম্ভব হবে না! এই উত্থানকে নিয়মতান্ত্রিক পন্থায় মোকাবেলার উপায় জানা না থাকায়, তারা বেছে নেয় কূটকৌশল! এই কূটকৌশলে উদ্ভব হয় ওয়ান-ইলেভেন ২০০৭-এর! এর মধ্য দিয়ে দেশে আবারও শৃঙ্খলিত হয় গণতন্ত্র! সেই ২০০৭ সাল থেকে শৃঙ্খলিত গণতন্ত্রের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়ে তারেক রহমান আজ পিনো থেকে দেশনায়কে আসীন হয়েছেন!

স্বাধীন বাংলাদেশে শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন জিয়াউর রহমান। সৈনিক জিয়া থেকে রাষ্ট্রনায়ক জিয়ার উত্থান হয়। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর আবারও গণতন্ত্র শৃঙ্খলিত হলে তাকে মুক্তি দিয়েছিলেন আপোসহীন সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া। গৃহবধূ বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আপোসহীন সংগ্রামের মধ্য দিয়ে উত্থান হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। বিগত ১৪ বছর বাংলাদেশের গণতন্ত্র আবার শৃঙ্খলিত! বেগম খালেদা জিয়া আজ শারীরিকভাবে অসুস্থ। স্বৈরাচার হাসিনার অত্যাচারে গোটা দেশ আজ বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে। গণতন্ত্র আবারো শৃঙ্খলিত। এই পরিপেক্ষিতে শৃঙ্খলিত গণতন্ত্র মুক্তির পরম্পরার নিশানটি এখন তারেক রহমানের হাতে।

এদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের স্বপ্ন শহীদ জিয়া এবং খালেদা জিয়া শৃঙ্খলিত গণতন্ত্রকে যেমন মুক্তি দিতে সক্ষম হয়েছিলেন তেমনি তারেক রহমানও শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তি দিতে সক্ষম হবেন। এজন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া-কোটি কোটি মানুষ প্রহর গুনছেন-সেই মাহেন্দ্রক্ষণের, যখন তারেক রহমানের নেতৃত্বে আবার শৃঙ্খলিত গণতন্ত্র মুক্তি পাবে!

Friday, November 19, 2021

Tarique Rahman: Why is Inevitable for Bangladesh

—  Mohammad Zainal Abedin


Deshnayok Tarique Rahman

It is a billion-dollar question why ‘Tarique Rahman is Inevitable for Bangladesh.’ Every nation whenever faces an insurmountable crisis, it finds and chooses a salvager, whom the people trust will be able to salvage the country from the ditches of uncertainty and the reign of anarchy. Bangladesh now faces the same situation. Every Bangladeshi now feels their future is gloomy. Their country is under that paw of an obstinate aggressive hawk. They feel that they badly need a salvager who can take the country back to its proper channel rescuing it from the brink of destruction.

Though there is no scale to measure the exact popularity and acceptability of any leader, it is calculable, in most cases, if anyone can accurately study the prevailing situation and the sentiment of the common people of any country.

When the analysts opine that Tarique Rahman enjoys the highest level of popularity, they of course, observe the sentiment of the people. That sentiment is so high in favor of Tarique Rahman that indicates that he is the most popular among all other current party leaders of Bangladesh.

I personally contacted some Bangladeshis hailing from Dinajpur, Barisal, Chittagong, Sylhet and Khulna of Bangladesh to get their personal opinions regarding Tarique Rahman who possess identical opinions.

I came to learn Bangladeshis strongly believe that Tarique Rahman developed his intellectuality and became a people’s leader over the years, because he frequently participates at zoom meetings on different occasions and speaks on issues and explains them with accurate information and their solutions that brings him close to the people, which convinces them that he is the only leader who can lead the country.

They informed thousands of audiences assembled at any venue whenever any district level leader attends a meeting even in the remote village. One of them said, “We cannot accommodate room for the attendees even in any union level meeting. Most of the attendees are entirely non-political common people.”

Since Acting Chairman Tarique Rahman started zoom meetings with the district level leaders the volume of the attendees has increased by leaps and bounds. The district level leaders spread these timely messages to the grassroots level common people. Besides, many of them directly listen to the speeches of Tarique Rahman through YouTube, Facebook, cell phone, Explaining the reason for such huge gatherings he said, “Since BNP Tweeter, and even online print and electronic media.” These meetings proved very effective for the party and Tarique Rahman’s leadership, he added.

A leader naturally becomes indispensable if he is extraordinary in all counts. Tarique Rahman is really a unique leader on all counts. His parental credentials and their reputation as President and Prime Minister are exceptional in history. Their honesty, sincerity and devotion to people and patriotism for the country made them immortal in Bangladesh.

His parents taught him how and why to lead a pious, greedless and an honest life. He earned all the good qualities of his parents and possesses honesty, courage, vision, integrity, strategic planning capacity, creative and innovative power, above all, leader-like personality.

Tarique Rahman, during his grassroots level conference all over the country, forgetting his status, even security directly went to the doorstep of the people, entered inside their cottages, sat on their mats, ate what they gave to him. He distributed clothes among the marginalized villagers, presented them with calves, goats, sheep, cash money, to make them self-reliant. He provided stipends to the poor but meritorious students that helped them to build their future. He accurately thought if grassroots people are empowered and made self-reliant, the whole Bangladesh will become a developed and prosperous country.

On other hand, Tarique Rahman like father Shahid Ziaur Rahman also excavated and re-excavated canals, even rivers, to preserve water during the rainy season and use them for irrigation during the dry season, because India blockades the waters in the upstream of the international rivers. Tarique Rahman like a bard moved all over Bangladesh and exchanged views with even the fishermen, rickshaw pullers, day laborers, and listened to their untold stories of sorrows and sufferings and later tried to mitigate their problems, though he was none in the BNP government.

If anyone observes the character and activities of Tarique Rahman, he will find in Tarique Rahman’s character, as if, the combination of almost all the ideological virtues of his parents — Shahid Ziaur Rahman and Begum Khaleda Zia — which they possessed and practiced in their personal life and running the statecraft.  Tarique Rahman also nurses those virtues like honesty, patience, diligence, patriotism, and all other human qualities with utmost sincerity.

Like his parents, Tarique is also honest, soft spoken, mild, gentle, endurant, and benevolent. He was never rude to anyone but remained strict to his ideology. He is devoted to his religion and country and believes in the religious freedom and equal rights of those who belong to other faiths.

For all these reasons, despite his opponents’ hectic conspiracies against him, Tarique Rahman was repeatedly proved as honest.

Still, the horrendous inhuman torture on Tarique Rahman basing on falsified allegations orchestrated by Moin-Fakhar axis drew the sympathy of the common people that ultimately played a great role to popularize him.Sheikh Hasina-led government in 2009 also undertook a fallacious policy of lodging baseless lawsuits and launching round the clock media disinformation against Begum Khaleda Zia, Tarique Rahman and hundreds of thousands of BNP, including .

A front-ranking attorney of Bangladesh Supreme Court Bar Association informed, despite repeated inquiry the government failed to produce substantial evidence before the Court. The allegations of money-laundering, misappropriation of public money, extortion, smuggling of arms to India, grenade attack on Hasina’s rally, and all other defamatory allegations were totally fake and false. But Sheikh Hasina used the Court to award conviction to keep Tarique Rahman out of Bangladesh and its politics.

When asked about allegations against Hawa Bhaban, this Barrister said, “It was the political office of Begum Khalida Zia, which was also used as a research center.”  “But Sheikh Hasina is so vindictive that led her to brand an important research center as a haunt of crime.” When asked about the impact of the biased and baseless allegations against Tarique Rahman, and the subsequent imprisonment, he opined, “These emerged as counterproductive for Sheikh Hasina, as people now feel she became isolated. But as she is desperate to remain in power, she is sure it will not be possible if Tarique Rahman comes back to Bangladesh. So, she awarded imprisonment to Tarique. “But her trickery made Tarique more popular than ever before,” opined.

Political observers in Dhaka opined, Sheikh Hasina’s allegations against Tarique Rahman became a good certification of honesty for him. It is really a boomerang for Hasina. Tarique Rahman is now a clean leader that made him   more popular and more acceptable to the people.

Analyzing Tarique Rahman’s inner qualities, Vice Chancellor of Dhaka University M. Manirruzzaman Miah opined, “Tarique Rahman   is living up to our expectation, and adeptly following the legacy of his father. We enjoy the reflection of Shaheed Zia in Tarique Rahman’s constructive actions of growth and development. That is why we have seen how he took numerous progressive initiatives during the last BNP period, which in turn, changed the visage of Bangladesh. No sphere of national life was unmarked in his policy programs, and this gives us full faith that Tarique Rahman is the most appropriate person to lead the BNP and the nation.”


I also tune to the words of Vice Chancellor Manirruzzaman Miah, who acclaimed him suggesting “I believe that Tarique Rahman will go forward firmly in the way towards truth, justice and welfare with the strength of patriotism, upholding his father’s ideology and programs of action.”


Tarique Rahman’s own qualities and capabilities, above all, his popularity and acceptability, made him an asset for Bangladesh. He is the only leader who can take Bangladesh back to its desired track. Bangladeshis also feel for his leadership, as no other party, alliance or group has any acceptable leader who can protect Bangladesh and restore democracy, insure peace progress and prosperity of Bangladesh.


There prevails a strong belief among the political analysts and even the common people that Tarique Rahman being the son of Shahid Zaiur Rahman and Begum Khaleda Zia, will not surrender the basic and vital strategic interest and sovereignty of Bangladesh.


These are in brief, the core reasons what made and shaped Tarique Rahman the indispensable and inevitable natural helmsman of Bangladesh, whose service is badly required for years to come.*


  • The writer is a journalist and researcher.

বাংলাদেশি জাতীয়তাবাদের বরপুত্র তারেক রহমান

—  ড. মোর্শেদ হাসান খান 

দেশনায়ক তারেক রহমান


১৯৮৯ সালে বগুড়া জেলা বিএনপি’র প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে জনাব তারেক রহমানের রাজনৈতিক পথচলার শুরু। কালক্রমে তিনি এখন এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ দেশমাতা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি বিগত কয়েকবছর যাবত বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। সুদূর লন্ডনে থেকেও তিনি দিবানিশি অক্লান্ত পরিশ্রম করে বিএনপি’র কার্যক্রমকে সচল রাখছেন। ঐতিহাসিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ এবং সংগ্রামে জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি- এর রয়েছে গৌরবোজ্জল ভূমিকা। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশে যতবারই সংকট ঘনীভূত হয়েছে, ততবারই আমরা জিয়া পরিবারকে এগিয়ে আসতে দেখেছি। এদেশের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে এ পরিবার জাতির ঘোর সংকটকালে ত্রাতার ভূমিকায় আভির্ভূত হয়েছে। জনাব তারেক রহমান তার চেতনায় সেই উত্তরাধিকারই বহন করছেন।

জার্মান দার্শনিক কার্ল স্মিথ বলেছিলেন, Sovereign is a decision making power specially on exceptional moments, অর্থাৎ ক্রান্তিকালে ত্বরিৎ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাই স্বতন্ত্র ও সার্বভৌম মর্যাদা। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাক হানাদার বাহিনী যখন তৎকালীন পূর্ব বাংলার নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, জিয়া তখন ‘We Revolt’ বলে বিদ্রোহের সূচনা করেন। কেবল তাই নয়; তিনি ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা জাতির সামনে আলোকবর্তিকা হিসেবে আভির্ভূত হন। সাহসী জিয়া জাতির ক্রান্তিলগ্নে ত্বরিৎ সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের ভূখণ্ডের সার্বভৌম মর্যাদা রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। একাত্তরের মতই পঁচাত্তরের ৭ই নভেম্বর জাতীয় জীবনের আরেক দুঃসময়ে জিয়া কণ্ডারি হিসেবে আবির্ভূত হলেন। জাতীয় সংকটকালীন মূহুর্তে মানুষ যেমন সাহসী উচ্চারণ শুনতে চায়, জিয়া সেই প্রত্যাশা পূরণ করলেন। তিনি সেদিন জাতিকে সকল আধিপত্যবাদি শক্তি ও তাদের দোসরদের ষড়যন্ত্রের কবল থেকে বেরিয়ে আসার পথ বাতলে দিয়েছলেন। জিয়ার আহবানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের সঙ্গী হতে অনুপ্রেরণা পেয়েছিল। এভাবেই জিয়া এদেশের মানুষকে সাথে নিয়ে জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিলেন। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আন্দোলনকে থামিয়ে দেয়ার জন্য আঘাত হানা হয়। জিয়ার শাহাদাতবরণের মাধ্যমে জাতি হয়ে পড়ে অভিভাবকশুণ্য। নতুন করে সংকটের ঘূর্ণাবর্তে পতিত হয় বাংলাদেশ। কিন্তু জাতির সেই সংকটে আলোর দিশারি হয়ে আবির্ভূত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তিনি জিয়ার রেখে যাওয়া বাংলাদেশি জাতীয়তাবাদের ঝাণ্ডা হাতে তুলে নিলেন, জিয়ার বাতলে যাওয়া পথ ধরেই জাতিকে সঙ্গে নিয়ে এগিয়ে চললেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে। স্বৈরাচার পতন আন্দোলনে বেগম খালেদা জিয়ার সেই সংগ্রাম সাফল্যের মুখ দেখে ১৯৯০ সালে স্বৈরাচারি এরশাদের পতনের মধ্য দিয়ে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গৃহবধু বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রীতে পরিণত হলেন। এদেশের আপামর জনতা ভালবেসে তাকে ভূষিত করলো ‘আপসহীন নেত্রী’ উপাধিতে। কালক্রমে জাতীয়তাবাদী আন্দোলনের এই মহীরূহ এদেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হলেন। মানুষের মাঝে তিনি ‘দেশনেত্রী’, ‘দেশমাতা’, ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে খ্যাত হলেন। কিন্তু আধিপত্যবাদি শক্তির এদেশীয় দোসররা তাকে বারবারই আঘাত করেছে। আজ তিনি নব্য স্বৈরাচারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রহসনের শিকার হয়ে কারাপ্রকোষ্ঠে বন্দি। আর তার সাথে সাথে বন্দি হয়ে গিয়েছে এদেশের মানুষের সার্বভৌম মর্যাদাও।  জাতীয় জীবনে পুনর্বার নেমে এসেছে এক ঘোরতর সংকট। মানুষের সর্বপ্রকারের মৌলিক অধিকারসমূহ আজ ভূলুণ্ঠিত। ভোটের অধিকারকে পদদলিত করে, নির্বাচনী ব্যবস্থাকে গুম করে দিয়ে জবরদখল করে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে আধিপত্যবাদি শক্তির এদেশীয় দোসররা।

কিন্তু জাতীয় জীবনে নেমে আসা এমন ঘোরতর অন্ধকারের মাঝে আবারো কাণ্ডারি হয়ে আবির্ভূত হয়েছেন জিয়া পরিবারের গণতান্ত্রিক সংগ্রাম, দেশাত্ববোধ এবং দূর্বিনীত জাতীয়তাবাদী চেতনার উত্তরাধিকার বহনকারী জনাব তারেক রহমান। সুদূর লন্ডনে নির্বাসিত থেকেও তিনি দিবানিশি অক্লান্ত পরিশ্রম করে এদেশের জাতীয়তাবাদী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাধনায় রত রয়েছেন। জনাব তারেক রহমান ১৯৮৯ সালে বগুড়া জেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করেন। কালক্রমে তিনি এদেশের গণতন্ত্রমনা মানুষের নির্ভরতার প্রতীক এবং বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের ধারক ও বাহক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি-এর সিনিয়র যুগ্মমহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ অলংকৃত করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের বৃহত্তম জনসমর্থনপুষ্ট এ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

জনাব তারেক রহমান ‘তারুণ্য ও তৃণমূল’-কে উপজীব্য করে তার রাজনৈতিক পথচলার শুরু করেন। বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনাকে জানার উদ্দেশ্যে তিনি মাইলের পর মাইল হেঁটেছেন, প্রান্তিক মানুষের কথা শুনেছেন, সমস্যার স্বরূপ জেনেছেন, এবং সমাধানে করনীয় নির্ধারণ করে কাজ শুরু করে দিয়েছেন। শহিদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতেই তিনি  আত্মনিয়োগ করেছেন। তারেক রহমানের ভিশনারি রাজনীতির অন্যতম এক দৃষ্টান্ত হচ্ছে ‘তৃণমূল প্রতিনিধি সম্মেলন’। ২০০২ সালে তৃণমূল পর্যন্ত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ছড়িয়ে দিয়ে তরুণ প্রজন্মকে আগামী বাংলাদেশ বিনির্মাণের প্রাণশক্তিতে রূপান্তরের এক মহাযজ্ঞ নিয়ে তিনি বাংলাদেশের নানা প্রান্ত চষে বেড়ান। তিনি বিশ্বাস করেন, এদেশের তরুণ সমাজের কাছে দেশের সঠিক ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, বাংলাদেশবাদি রাজনীতির বার্তা পৌঁছে দেয়া সম্ভব হলে একদিন এদের মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের দরবারে এক রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। তার রাজনৈতিক ভাবনা ও কর্মসূচির মধ্যে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে যা ব্যাপকতর ভূমিকা রাখছে তা হলো জাতীয় ঐক্য ও সংহতি। চিন্তাশীল, দূরদৃষ্টিসম্পন্ন  জনাব তারেক রহমান মনেপ্রাণে বিশ্বাস করতেন, একটি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের অনল জ্বেলে দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা কিংবা উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সর্বপর্যায়ে ঐক্যবদ্ধ হওয়া। যারা যত বেশি ঐক্যবদ্ধ হতে পারবে, তারা তত দ্রুত সমৃদ্ধি অর্জন করতে পারবে। তাই সমবেত প্রচেষ্টার ধারণা থেকে তিনি আহবান জানালেন, ‘রাজনৈতিক মতপার্থক্য মঞ্চে থাকুক; মানুষের কল্যাণ ও উন্নয়নে নয়’।

তারেক রহমানের জন্ম একটি রাজনৈতিক পরিবারে। রাজনীতি তাই মিশে আছে তার রক্তের সাথে। তথাপি প্রকাশ্যে রাজনীতিতে আসার আগেই তিনি সামাজিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’ নামে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের আওতায় তিনি ‘কমল বীজ প্রকল্প’ ‘ছাগল পালন কর্মসূচি’, ‘অ্যাজমা কেয়ার এন্ড প্রিভেনশন সেন্টার’, ‘বৃত্তি প্রকল্প’, ‘বন্যা পুনর্বাসন কার্যক্রম’, ‘কমল পানি প্রকল্প’, ও ‘সামাজিক বনায়ন কর্মসূচি’সহ বেশ কিছু কর্মসূচি ও প্রকল্প শুরু করেন। এ ছাড়া জাতীয় ও দলীয় বিভিন্ন দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন স্বাস্থ্য ক্যাম্প ও প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন করে। ঐ হেলথ ক্যাম্পগুলোয় বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ বিতরণ করা হয়। বর্তমানে বিদেশে চিকিৎসারত অবস্থায় থেকেও জনাব তারেক রহমান দেশের মানুষের কল্যাণে তার কর্মযজ্ঞ অব্যহত রাখছেন। দলীয় নেতাকর্মীদের সাথে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে নিরন্তর উৎসাহ, অনুপ্রেরণা দিচ্ছেন। করোনা মহামারির সময়গুলোতে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’-এর উদ্যোগে ত্রাণ কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবাসামগ্রী, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণে পৃষ্ঠপোষকতা করেছেন। নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎসাহী করণার্থে ‘বিজ্ঞান মেলা’- এর মত প্রতিযোগীতামূলক অনুষ্ঠান আয়োজনে উপস্থিত থেকে ক্ষুদে বিজ্ঞানীদেরকে উৎসাহ যোগাচ্ছেন। এছাড়াও গণতন্ত্রের সংগ্রামে আহত, নিহত ও গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন। এভাবেই জনাব তারেক রহমান রাজনীতিকে সেবায় পরিণত করেন। তার এই সেবামূলক রাজনৈতিক ভাবনা ও কর্মসূচি তাকে দেশব্যপী যতটা না রাজনীতিক হিসেবে পরিচিত করেছে, তার চেয়ে বেশি পরিচিত করেছে সেবক হিসেবে।

কিন্তু তারেক রহমানের দেশপ্রেম, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, অন্যের সেবাদাসে পরিণত না হওয়ার মানসিকতা এবং কল্যাণমুখী রাজনীতি আধিপত্যবাদি শক্তি ও তাদের এদেশীয় দোসরদের সহ্য হয় নি। জিয়া পরিবারের বাংলাদেশবাদি রাজনীতি তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদের এই ধারাকে প্রতিহত করার জন্য তারা তাদের ষড়যন্ত্র অব্যহত রেখেছে। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণার প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যার পর তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি খড়গহস্ত হয়। তারা বারবার আঘাত করেছে দেশনেত্রীকে, মনোবলে চিড় ধরানোর চেষ্টা করেছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে আঘাত করতে সচেষ্ট হয়েছে। অবশেষে প্রহসনের মামলায় তাকে কারারুদ্ধ করতে সমর্থ হয়েছে। চক্রান্তকারীদের এবারের লক্ষ্য তারেক রহমান। তাকে লক্ষ্য করে তাই চলছে নানামুখী ষড়যন্ত্র। অবশ্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রের এ উপাখ্যান নতুন নয়। কায়েমি স্বার্থবাদি বিদেশি প্রভু ও তাদের এ দেশীয় দোসরদের আশীর্বাদপুষ্ট ১/১১- এর সেনাসমর্থিত, সাংবিধানিকভাবে অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের নৃশংস প্রতিহিংসার শিকার হন তারেক রহমান। কোন প্রকার মামলা ছাড়াই ২০০৭ এর ৭ মার্চ তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পর্যায়ক্রমে তারেক রহমানের নামে ১৩টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশনও দেয়া হয়। তাকে ৬ দফায় ১৩ দিনের রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও চালানো হয়। চাপ প্রয়োগ করা হয় দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, রাজনীতি ছেড়ে দেয়ার জন্য। কিন্তু তিনি দেশের কথা, দেশের জনগণের কথা ভেবে তাদের কোন প্রস্তাবেই রাজি হন নি। ক্রমাগত নির্যাতনে তার স্বাস্থ্যের আরো অবনতি হতে থাকলে তার নিঃশর্ত মুক্তি লাভ ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজপথে শুরু হয় উত্তাল আন্দোলন। টনক নড়ে ফ্যাসিবাদি সরকারের। তারা তারেক রহমানকে শর্ত সাপেক্ষে মুক্তি দিতে রাজি হয়। কিন্তু আত্মপ্রত্যয়ী ও নির্ভীক তারেক রহমান নিঃশর্ত মুক্তির দাবিতে অনড় থাকেন এবং এক পর্যায়ে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান উন্নত চিকিৎসার জন্য। বিদেশ যাওয়ার সুযোগ পান ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর।

এরপর থেকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জনাব তারেক রহমান লন্ডনে চিকিৎসারত রয়েছেন। তবে এ কারণে তার সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা আসেনি। তিনি দেশ থেকে অনেক দূরে থেকেও নিয়মিত দেশ ও দলের খোঁজখবর রাখছেন। গভীর রাত পর্যন্ত জেগে তিনি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ তৃণমূল নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সংযুক্ত থাকছেন। কর্মবীর তারেক রহমানের এই কর্মোদ্দীপনা ঠেকাতে প্রতিপক্ষ শক্তি নানারকম অপচেষ্টা চালিয়ে আসছে। তারা নানারূপ মিথ্যা মামলা, প্রোপাগাণ্ডার মাধ্যমে তার অগ্রযাত্রাকে ব্যহত করতে চায়; তারা তাকে এদেশের জনগণ ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু তার অফুরান প্রাণশক্তিকে রোধ করা যায় নি। সাম্প্রতিক করোনা মহামারীকালীন সময়ে তিনি ব্যক্তিগত ও দলীয়ভাবে বিপর্যস্ত মানুষের পাশে থাকছেন। এছাড়াও দেশের নানা সংকটে সুদূর লন্ডন থেকেও তিনি ত্রাণকর্তা হিসেবে হাজির হচ্ছেন। তারেক রহমান নিজে স্বপ্ন দেখেন এবং দেশবাসীকে স্বপ্ন দেখাচ্ছেন সকল জুলুমের অবসান ঘটিয়ে এক সোনার বাংলাদেশ বিনির্মাণের। গণতন্ত্র হরণকারি শক্তির হাত থেকে দেশকে মুক্ত করার এক দৃঢ় প্রত্যয় রয়েছে তার মাঝে। তাই তো তার কণ্ঠে আমরা দৃঢ় উচ্চারণ শুনি, ‘Take back Bangladesh’।

তারুণ্য আর তৃণমূলকে উপজীব্য করে যে রাজনীতির সূচনা করেছেন তারেক রহমান, সেটা ধ্বংস হবার নয়। কোন অর্বাচীন শক্তির নীল চোখ তাকে রুদ্ধ করতে পারে নি, কোন অপলাপ তার জনপ্রিয়তায় বাঁধ সাধতে পারে নি। তিনি আছেন, থাকবেন; উজ্জ্বল, দেদীপ্যমান, স্বমহিমায় ভাস্বর; লক্ষ-কোটি জাতীয়তাবাদী মনে সাহসের বাতিঘর হয়ে। বাংলাদেশি জাতীয়তাবাদের বরপুত্র তারেক রহমান আসবেন। সকল অনিশ্চয়তা, কণ্টকাকীর্ণ, বন্ধুর পথের গতিরোধক ভেঙে তিনি আবার মঞ্চে ফিরবেন; এই চিরসবুজ বাংলার প্রান্তরসমূহ আবারো তার পদধ্বনিতে মুখরিত হবেই! সব অন্ধকার, সব কলুষতা, সমস্ত মলীনতার অবসান হবেই।  

 

—  লেখক শিক্ষক, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 


তারেক রহমান হয়ে উঠেছেন জনগণের ঐক্যের প্রতীক

আসাদুল করিম শাহীন

দেশনায়ক তারেক রহমান 


তারেক রহমান বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ব্যক্তিত্বের নাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উন্নয়ন সমৃদ্ধি ও জাতীয়তাবাদী শক্তির ‘সোনালি ফিনিক্স’ তিনি। অনুকরণ ও অনুসরণীয় এক মহান নেতা। জনসাধারণের আশা আকাঙ্ক্ষার মূর্তপ্রতীক আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক। আমার এই প্রিয়নেতার শুভ জন্মদিনে তাঁর প্রতি জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা।

বাংলাদেশের রাজনীতির এক চরম সংকটময় সন্ধিক্ষণে প্রিয়নেতার জন্মদিন। তাঁর জন্মদিন আমাদের কাছে আন্দোলনের নতুন বার্তা নিয়ে এসেছে। চারিদিকে অস্থির রাজনৈতিক শুন্যতা বিরাজ করছে। কায়েমী স্বার্থবাদীগোষ্ঠী এবং আমাদের দেশের শত্রুরা তৎপর হয়ে উঠেছে। নবরূপী বাকশালী কুচক্রী মহল নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে গুম-হত্যা ও নিপীড়ন চালিয়ে সারাদেশের মানুষের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক আতঙ্ক। একটি অনিশ্চিত গন্তব্যের কালো অধ্যায় নিয়ে এ দেশের মানুষ অস্থির চিত্তে পরিবর্তনের অপেক্ষায়। গ্রাম গঞ্জে সর্বত্র জনমনে প্রশ্ন কবে হবে একটি জনপ্রত্যাশা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন। আধিপত্যবাদী বিদেশী আগ্রাসী শক্তির ছত্রছায়ায় অবৈধ পুতুল সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে কবে প্রতিষ্ঠিত হবে জনপ্রত্যাশিত সেই জাতীয়তাবাদী সরকার — যার নেতৃত্ব দেবেন জননেতা তারেক রহমান। সবার দৃষ্টি এখন ভয়ঙ্কর এই পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের দিকে। কী হবে তাঁর কর্মসূচি, দেশের ১৮ কোটি মানুষ গভীর আগ্রহ ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে তাঁর দিকে। দেশ ও জাতিকে অশুভ নির্যাতনকারী অবৈধ সরকারের হাত থেকে তিনি রক্ষা করবেন। জনগণের এমন অনিশ্চিত সময়ে রাজপথের সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী লুটেরা অপশক্তি পরাজিত হবে আর তার নেতৃত্ব দেবেন দেশের অভিজ্ঞ তারুন্যের আলোয় দীপ্ত তারেক রহমান।

জনাব তারেক রহমান-এর প্রতি জনপ্রত্যাশা আকাশচুম্বি। তাঁর নেতৃত্বের দৃঢ়তার কারণে বিএনপি’র কর্মী-সমর্থক ও সাধারণ মহলে তাঁর প্রতি আস্থা-বিশ্বাস হতবাক করার মতো। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অনুপস্থিতিতে জনাব তারেক রহমান দৃঢ় হাতে বিএনপি’র হাল ধরেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেন। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী বিশৃঙ্খলাকারীদের দল থেকে বহিষ্কারেও তিনি দ্বিধা করেন না। ইতোমধ্যে, আগামীদিনের দেশনায়ক তারেক রহমান হয়ে উঠেছেন জনগণের ঐক্যের প্রতীক। স্মর্তব্য দলের অতীতের সকল দুর্দিনে দলের ছাত্র-যুব তথা সবাইকে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অতীত নির্বাচনে ও সংগ্রামে তিনি ছিলেন রাজপথের সেনানায়ক।

জনআকাংক্ষা ধারণ ও বাস্তবায়নই হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের প্রধান কর্তব্য। রাজনীতি পরিবর্তনশীল। রাজনৈতিক নেতৃত্বকে বর্তমানের সঙ্গে মানিয়ে চলতে হয়। জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও অবস্থান পর্যালোচনা করলে প্রতীয়মান হবে যে, নৈতিকতা ও জনকল্যাণের চেতনাকে ধারণ করে বর্তমানের সঙ্গে তিনি নিপুণভাবে মানিয়ে নিয়েছেন। নিজেকে পর্যায়ক্রমে তৈরি ও বিকাশিত করেছেন। দল পরিচালনায় রেখেছেন পারঙ্গমতার সাক্ষর। নিঃসন্দেহে জনাব তারেক রহমান বর্তমান বাংলাদেশের পজেটিভ রাজনীতির প্রধান চরিত্র, বৈশিষ্ট্যপূর্ণ রূপকার এবং নিরলস কর্মী।

সমাজ জীবনের আশা-আকাংক্ষা এবং বাংলাদেশের গণমানুষের হৃদয়ে গণতন্ত্রের স্বপ্ন ছড়িয়ে, তারেক রহমান রাজনৈতিক পরিমন্ডলে মাথা উঁচু করে আছেন এক বিরাট বটবৃক্ষের মত। দেশের জন্য, দেশের মাটি ও মানুষের জন্যে যেমন তাঁর অকৃত্রিম ভালবাসা, দেশের জনগণের মনেও তেমনি তাঁর প্রতি অপরিসীম ভালবাসা ও শ্রদ্ধা। জনগণের আকাংক্ষা ধারণ করাই হলো রাজনৈতিক নেতৃত্বের প্রধান দায়িত্ব। জনগণের চাহিদা মতো কর্মসূচিই হলো রাজনৈতিক কর্মসূচি। জনগণের স্বাতন্ত্র্য সংরক্ষণ করে তাদের মধ্যে বলিষ্ঠ জীবনবোধের উন্মেষ সৃষ্টিই হলো রাজনীতির প্রধান লক্ষ্য। রাজনীতির বিস্তীর্ণ ক্ষেত্রে তারেক রহমানের পদক্ষেপ সঠিক এবং সঠিক বলেই তাঁর উচ্চারণ আজ জনগণের সুস্পষ্ট উচ্চারণ জনগণের আশা-আকাংক্ষা মূর্ত হয়ে উঠেছে তাঁর রাজনৈতিক কর্মসূচিতে।

কঠিন দুঃসময়ে তারেক রহমান রাজনীতিতে আগমন করেন, তাঁর সেই আগমন ছিল রাজনীতির বদ্ধঘরে খোলা জানালার মত, যে জানালা দিয়ে রাজনীতির বদ্ধঘরে ঢুকতে পেরেছিল একমুঠো মিষ্টি সুবাতাস। রাজনীতিতে তারেক রহমানের আগমনে তখনকার ছাত্র-যুবক-শ্রমিক তথা সকল তরুণ কর্মীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি করেছিল, জাতীয়তাবাদী আদর্শের  সৈনিকেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছিলেন তাঁর মধ্যে। কর্মে-কথায়-আচরণে তৃণমূলের নেতাকর্মী, সাধারণ মানুষের মনে আশা-ভালবাসার সঞ্চার করেছিলেন তিনি। যে ভালবাসা এখনও অটুট অম্লান রয়েছে। বিশিষ্ট বুদ্ধিজীবী খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর গোলাম আলী ফকির তাঁকে মূল্যায়ন করেছেন এই ভাবে—

“ঐক্যবদ্ধ অগ্রগতির অমোঘ দাবি উৎপাদনের রাজনীতি এবং জনগণের গণতন্ত্র। এই কর্মসূচি নিয়ে একদিন গ্রামের পর গ্রামে ছুটে গেছেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। তারই প্রদর্শিত পথে পা রাখলেন তারেক রহমান এবং গণমানুষের প্রাণের ছোঁয়া পেয়ে তিনিও উৎফুল্ল হয়ে উঠেছিলেন। সেই থেকে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করেন তারেক রহমান। সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শোনা এবং সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এক নতুন ইতিহাস গড়ে তুলতে তৎপর হন। তারেক রহমান নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করেন। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাঝে গড়ে তোলেন ভ্রাতৃত্বের বন্ধন। এক একটি সাধারণ হাত হয়ে ওঠে তখন কর্মীর হাতিয়ার।”

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে যোগ্য মেধাবী দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা তারেক রহমান। ১৯৮৮ সালে নিজ জেলা বগুড়ার গাবতলী থানা বিএনপি’র একজন সাধারণ সদস্য হিসাবে তাঁর আনুষ্ঠানিক রাজনীতি শুরু। যদিও জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী হিসাবে, কখনও বা পরামর্শদাতা হিসেবে মাঝে মাঝে তাঁকে দেখা যেত। তিনি আগে বিএনপি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। এছাড়া ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ অবদান রাখেন দেশবরেণ্য এই তরুণ নেতা। ১৯৮২ সনের ২৪ মার্চ স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচিত বিএনপি সরকারকে বন্দুকের নলে উৎখাত করে ক্ষমতার মসনদে বসেন, বিএনপি’র সেই চরম ক্রান্তিকালে আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি’র হাল ধরেন। বিএনপি’র অনেক নেতাই সেদিন বিএনপি ত্যাগ করে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে জেনারেল এরশাদের অবৈধ সরকারে যোগ দেয়। জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয়তাবাদী যুবদলকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অগ্নিঝরা দুঃসময়ে স্বৈরাচার বিরোধী শাসনের বিরুদ্ধে মহাসংগ্রামে নেতৃত্ব দেন। সেই কঠিন সময়ে সদ্য কৈশোরোত্তীর্ণ তারেক রহমান ছাত্রাবস্থায় তাঁর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে বিএনপি পুনর্নির্মাণে অনেক সহযোগিতা করেন, যা বিএনপি’র ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

জাতীয়তাবাদী শক্তিকে গতিশীল করার জন্য তাঁর রাজনীতিতে আবির্ভাব। তিনি উত্তরাধিকারসূত্রে বুকের গভীরে লালন করেন গণতান্ত্রিক মূল্যবোধ। আব্রাহাম লিঙ্কন এর প্রদর্শিত গণতন্ত্রই তাঁর প্রথম পছন্দ, “জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন, যা কখনো পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। তাঁর স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি শুরুতেই ছুটে গিয়েছেন সাধারণ মানুষের দোরগোড়ায়। পথে প্রান্তরে হেঁটে বেরিয়েছেন তিনি। এই আদর্শ অনুপ্রেরণা তিনি লাভ করেছেন তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম -এর কাছ থেকে। পিতার আদর্শ ও কর্মসূচি হৃদয়ে ধারণ করে দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে সত্য-ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে যাবার প্রত্যয় নিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। তিনি রাজনীতিতে আসার আগে ও পরে একাধিকবার উল্লেখ করেছেন, তাঁর পিতাই তাঁর শিক্ষক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎবরণের কিছু পরে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন ‘আমার শিক্ষক’ শিরোনামে, তাতে তাঁর পিতার সাথে কিছু স্মৃতির উল্লেখ করেছেন। এক জায়গায় তিনি লিখেছেন, “১৯৮১ সালের ৩০ মে বহুবার এসেছে জীবনে। যতদিন বেঁচে থাকব ঘুরে ঘুরে প্রতিবছর দিনটি আসবে। কিন্তু আমরা তো কখনও ১৯৮১ সালের ২৯ মে’তে ফিরে যেতে পারবো না। ৩০ মে’র পর যখন দেখলাম লাখ লাখ মানুষ চোখের পানি নিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটি কফিনের পেছনে দাঁড়িয়ে তাদের নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, তখন শুধু এইটুকুই মনে হয়েছিল, একটি মানুষ কিভাবে এত লাখো কোটি মানুষকে আপন করে নিতে পারেন, কেমন করে পারেন কোটি মানুষের হৃদয়ে ঠাঁই নিতে। সেই লাখো কোটি মানুষের প্রিয় জিয়াউর রহমানের সন্তান আমি, এটি মনে হলে বাবাকে হারানোর ব্যথা একটু হলেও লাঘব হয়। যখন মনে পড়ে, লাখ লাখ লোক জানাজায় এবং রেডিও-টিভির সামনে বসে কোটি কোটি মানুষ আল্লাহর দরবারে তাদের প্রিয় মানুষটির জন্য দোয়া করছে, তখন পিতার মৃত্যুর বেদনা অল্প হলেও প্রশমিত হয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, রাষ্ট্রবিজ্ঞানী, প্রফেসর এমাজউদ্দীন আহমদ স্মৃতিকথায় লিখেছেন— “আমি তারেককে ভালবাসি। তারেক রহমানকে আমি দেখি একজন শিক্ষকের দৃষ্টি দিয়ে। ভাল ছেলে। বিনয়ী, সদাশয়, মৃদুভাষী। নন্দিত জাতীয় নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। নেতা-নেত্রীর কাতারে বুদ্ধিদীপ্ত অগ্রগামী তারুণ্যের প্রতীক। দীর্ঘজীবী হোক এই কামনা প্রতি মুহূর্তের। তাঁকে চিনি দীর্ঘদিন ধরে। কোন আলোচনা সভা বা সেমিনার নয় বরং ঘরোয়া পরিবেশে। সুশীল তরুণ হিসাবে। তাঁর বক্তব্য ঋজু। চিন্তা-ভাবনা সুস্পষ্ট। কৃত্রিমতা এখনো তাকে স্পর্শ করেনি। স্পর্শ করেনি দুর্বুদ্ধিপ্রসূত কোন জটিলতা।”

বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির মানসপুত্র তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সকাল সৃষ্টির জন্য তাঁর আগমন। তারেক রহমান এবং দেশের সকল জাতীয়তাবাদী শক্তির চাওয়া নির্বাচন কেন্দ্রিক বহুদলীয় গণতন্ত্র। আজ বাংলাদেশে গণতন্ত্র অবরুদ্ধ। দেশে চলছে একদলীয় ফ্যাসিবাদী শাসন। এই ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমরা মুক্ত হতে চাই। তারুণ্যের প্রতীক বুদ্ধিদীপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান আমাদের মুক্ত করবেন, নতুন আলোর পথ দেখাবেন। বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ভগ্নস্তুপ থেকে ফিনিক্স পাখির মতো তাঁর উত্থান হোক জন্মদিনে এই প্রবল প্রত্যাশা বাংলাদেশের গণতন্ত্রকামী আপামর মানুষের।

জননেতা তারেক রহমানের মতে, একটি জাতি ও দেশের মূল স্রোতধারা হচ্ছে জাতীয়তাবাদী চেতনা সম্পন্ন জনসম্পষ্টি। তিনি মনে করেন  অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য যারা গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে জোরদার করার পক্ষে, পুঁজি ও প্রযুক্তির স্বাধীন বিকাশ ও অর্থনৈতিক মুক্তির পক্ষে, যারা নতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তে স্বাধীন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবেন, যারা ন্যায়বিচার ভিত্তিক শোষণমুক্ত সমাজ কায়েমের লক্ষ্যে লড়াই করবেন, মাটি ও মানুষকে নিয়ে যাদের রাজনীতি আমাদের চোখে তারাই জাতীয়তাবাদী শক্তি।

দেশের এই চরম ক্রান্তিলগ্নে সব দেশপ্রেমিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র ও চক্রান্তকে পরাস্ত করে জাতীয় স্বাধীনতা ও সর্বভৌমত্বের পক্ষে, জনগণের গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই জাতীয়তাবাদী শক্তির কর্তব্য। দেশ ও জাতির এই দুর্দিনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে তীব্র আন্দোলনের মাধ্যমে জাতিকে সব ষড়যন্ত্র ও চক্রান্তের নাগপাশ থেকে উদ্ধার করে মুক্তির সাধ দিতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও আর্থসামাজিক অবস্থার কারণে জাতীয়তাবাদী শক্তির দৃঢ় ঐক্য বিশেষভাবে প্রয়োজনীয় মনে করেন দেশনায়ক তারেক রহমান। তিনি অনুভব করেন, আমরা আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার স্বপক্ষের শক্তিই জাতীয়তাবাদী শক্তি। এই শক্তি ছড়িয়ে আছে আমাদের চেতনায় ও সকল প্রেরণায়।

জননেতা তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন “সকল ধর্মের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠিসহ সকল ধর্ম, বর্ণ, সকল মানুষের চিন্তা-চেতনা এবং আশা আকাংক্ষা ধারণ করে একটি অংশীদারিত্বমূলক সামাজিক ও অর্থনৈতিক, ন্যায়বিচার সম্পন্ন, জনকল্যাণমূলক, সহিষ্ণু, মানবিক, শান্তিকামী ও সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজ গঠন তাঁর দলের লক্ষ্য। তিনি বলেছেন, বিএনপি বিশ্বাস করে, জনগণ সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু এবং জনগণই সকল ক্ষমতার মালিক। বিএনপি জনগণের শ্রম, উদ্যোগ, উৎসাহ এবং আগ্রহের পথের সকল বাধা প্রতিবন্ধকতা দূর করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক এবং আত্মমর্যদাশীল জাতিতে পরিণত করার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, বহুধা বিভক্ত জাতীয় জনসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সকল মতাদর্শের ঐকতান রচনা করে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে জাতীয় পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক বোঝাপড়ার এক উর্বর ক্ষেত্র তৈরি করতে। তিনি এ-ও বলেন, বাংলাদেশ থেকে গণতন্ত্র এখন নাই হয়ে গেছে। বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল সে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে এখন আর নেই।

দেশনায়ক তারেক রহমান সভা সেমিনারে তাঁর ভবিষ্যৎ নানামুখি পরিকল্পনার বিষয় তুলে ধরেন। তাঁর লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, রাজনৈতিক স্থিতিশীলতা, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনীতির আমূল সংস্কার এবং স্বল্প সময়ের মধ্যে সকল মানুষকে শিক্ষিত করে তোলা। তাঁর মতে, শিক্ষাসহ সকল শিক্ষা হওয়া উচিত জীবনমুখি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ব্যাপক উন্নয়নে অধিক গুরুত্ব প্রদান করা। সাম্প্রতিক এক বক্তৃতায় তিনি বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, হারানো গণতন্ত্র উদ্ধারের জন্য আমি দেশপ্রেমিক সকল ব্যক্তি, গ্রুপ ও দল তথা জনসাধারণের প্রতি আহ্বান জানাই। আমাদের সকলের লৌহদৃঢ় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অবৈধ, তাঁবেদার সরকারকে হটিয়ে একটি নির্বাচিত জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে হবে।” জননেতা তারেক রহমানের শুভ জন্মদিনে আমাদের প্রত্যয় হোক— একটি কাঙ্খিত পরিবর্তনের জন্য, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, একটি নতুন স্বপ্ন বির্নিমানের জন্য। আমরা ফিরে পেতে চাই হারানো গণতন্ত্র, আমরা গণমানুষের নেতা আধুনিক গণতন্ত্রের প্রবক্তা জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ- জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।

লেখক সহপ্রচার সম্পাদক, বিএনপি। 


Thursday, November 11, 2021

গণতন্ত্র মুক্তি পাক

—  মোঃ মিজানুর রহমান

১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম স্বপদে ফিরে যান। ১৯৭২ সালে ১০ জানুয়ারি পাকিস্তানী পার্সপোট ব্যবহার করে লন্ডন ও ভারত হয়ে স্বাধীন বাংলাদেশে আসেন শেখ মুজিবুর রহমান এবং একদিন পর ১২ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি, লুটপাটের ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। এরই মাঝে দেখা যায় রাজনৈতিক অস্থিতিশীলতা। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশ গণপরিষদ (বর্তমান জাতীয় সংসদ)-এ এই সংবিধান গৃহীত হয় ও একই বছর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবিধান কার্যকর হয় এবং সংবিধান কার্যকরের দুই বছর একমাস দশদিনের মধ্যেই শেখ মুজিবুর রহমান এর শাসনামলেই সংবিধান চারবার সংশোধন করে, এক পর্যায়ে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলকে বিলুপ্ত করে একদলীয় ‘বাকশাল’ শাসন কায়েম করেন শেখ মুজিবুর রহমান-ই এবং আওয়ামী লীগ নেতারা হয়ে যান বাকশাল এর নেতা। সংবিধানের ৪র্থ সংশোধনী ছিল-‘সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতির  প্রবর্তন ও বাকশাল গঠন’। এটি ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংসদে উত্থাপিত হয়; ঐ একই দিন পাস হয় এবং ঐ দিনই রাষ্ট্রপতি অনুমোদন দেন। 

দুর্নীতি, লুটপাট, ক্ষুধা-দারিদ্র্র্য তথা দুর্ভিক্ষ আর সংবিধানের কাটা-ছেঁড়ায় একদলীয় বাকশাল শাসনের ফলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অস্থিরতা দেখা যায়। সেই সাথে এসব খবর যেনো প্রকাশ না পায় সেজন্য সরকার নিয়ন্ত্রিত চারটি পত্রিকা-দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, The Bangladesh Observer, The Bangladesh Times, বাদে দেশের সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয় ঐ একই বছর ১৬ জুন। স্বাধীন দেশে যেনো স্বাধীনভাবে রাজনীতি করা বন্ধ, সংবাদপত্রে লেখা বন্ধ। ফলে অস্থিতিশীলতা ও অস্থিরতাই শুধু নয় যেনো মাৎসনালয়ের রূপ ধারণ হয়েছিল। এমন অরাজকতার মাঝেই শেখ মুজিবুর রহমান পরিবার-(দুইমেয়ে ছাড়া) পরিজনসহ নিহত হন ঐ একই বছর ১৫ আগস্ট এবং ক্ষমতা নেন শেখ মুজিবুর রহমান’রই রাজনৈতিক ঘনিষ্ঠ সহচর খন্দকার মোশতাক; ক্ষমতা গ্রহণের পরপরই খন্দকার মোশতাক ঐ বছরই ২৬ সেপ্টেম্বর ‘ইনডেমনিটি’ অধ্যাদেশ জারি করেন। ক্ষমতার জন্য মাথাচড়া দিয়ে উঠেন খালেদ মোশাররফ এবং কর্নেল তাহেরও প্রভাব খাটাতে থাকেন। খালেদ মোশাররফ তেসরা নভেম্বর  মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-কে শহীদ মইনুল রোডের ৬ নং বাড়ীতে বন্দি করে কর্তৃত্ববাদি হয়ে উঠেন। সেনাসদস্যসহ দেশের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে অসন্তোষ বেড়ে যেতে লাগলো। এমন অবস্থায় দেশজনতা ও সিপাহী সেনারা ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়ে স্লোগানে স্লোগানে সঠিক নেতৃত্বের জন্য মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে মুক্ত করে আনেন ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এবং ক্ষমতার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন। ৭ই নভেম্বর হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।  




শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, কৃষি, শিল্প-কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, কারিগরি, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি, সংস্কৃতি, আর্ন্তজাতিক বিভিন্ন বিষয়ারলী ইত্যাদি অথাৎ স্বাধীন দেশ ও জাতিকে ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ থেকে আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করতে- এমন কোন খাত নেই যে অল্প সময়ের মধ্যেই সেখানে তিনি কাজ করেননি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর রেখে যাওয়া সে বাংলাদেশকে স্বৈরশাসন ও স্বৈরাশাসকের বিরুদ্ধে আপসহীন থেকে মুক্ত করেন তারই সহধর্মিনী বধূ থেকে রাজনীতিতে আসা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-যিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি জিয়াউর রহমান এর উন্নয়নের ধারা অব্যাহত রাখেন এবং নারীশিক্ষা, যুব উন্নয়ন, বিধবা ও বয়স্কভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আইন করে সারাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, সংসদীয় গণতন্ত্র পদ্ধতি চালু, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চালু, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কম্পিউটার শিক্ষা কোর্স চালু, সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে ৩০ বছরে উন্নীত করণ, ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচির প্রচলন, দেশে সর্বপ্রথম কার্ড ফোন চালু, সেলুলার ফোন-আইএসডি ফোন চালু, ‘দুস্থ মহিলাদের ঋণদান’ কর্মসূচি চালু, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের মৃত্যু হলে প্রথম বারের মতো তাদের স্ত্রী ও প্রতিবন্দী সন্তানদের জন্য আজীবন পেনশনের ব্যবস্থা করণ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন, মানুষের ভোটের অধিকার তথা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড প্রতিষ্ঠা করণ, মানুষের জান-মালের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠিত করেন। 

গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছাড়েন ২৮ অক্টোবর, ২০০৬ সালে। তারপর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ১/১১’র চক্রান্তমূলক সরকার নিয়ে আসেন-যা ছিল তাদেরই ফসল ও অসাংবিধানিক। ১/১১’র চক্রান্তমূলক সরকার সংবিধান লংঘন করে দুই বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ক্ষমতায় বসান। ক্ষমতায় বসেই সরকার প্রধানের সুপ্ত মনের গুপ্ত লালসা উন্মোচিত হলো তত্ত্বাবধায়ক সরকার [৩০ জুন, ২০১১] বাতিলের মাধ্যমে। তার আগে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথমে শহীদ মইনুল রোডের বহু স্মৃতিজড়িত বাড়ী থেকে উচ্ছেদ করেন ১৩ নভেম্বর, ২০১০।  ক্ষমতায় থেকেই ৫ই জানুয়ারী, ২০১৪ জবর-দখল নির্বাচন করে ক্ষমতায় থাকেন আওয়ামী লীগ। তারপর প্রহসনের রায়ে সাজা দিয়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্ধী করে রেখে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন করে ক্ষমতায় থাকেন। এসব কাজে প্রশাসনিক অনিয়মতান্ত্রিক সহযোগিতা পুরোটাই ভোগ করেন আওয়ামী লীগ। এসব ভোটের চিত্র এমনিই ছিল যে মোট ভোটের চেয়ে প্রাপ্ত ভোটের পরিমান বেশী। মৃত মানুষের ভোটও অবৈধভাবে দেয়া হয় ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার অভিলিপ্সায়। কেন্দ্রে কেন্দ্রে ক্ষমতাসীনরা ত্রাস সৃষ্টি করে যেনো বিরোধী দলের কেউ ভোট দিতে না পারে। বিরোধী দলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয় না; এমনকি তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখা হয়। জনগণ সকল ক্ষমতার উৎস হলেও জনগণ এই আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের ভোট নিজেরা দিতে পারেন না। ফলে গণতন্ত্রেরর নামে একক কর্তৃত্ববাদ স্বৈরাশাসন চলমান। এমন শাসনের ফলেই দিনে-দুপুরে প্রকাশ্যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে আওয়ামী সৈন্যরা। নারায়ণগঞ্জে সাত খুন করেন ক্ষমতাসীনদের লালিত-পালিত বাহিনী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হতে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। শেয়ার বাজারের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া, হলমার্কের টাকা, উন্নয়ন প্রকল্পের নামে বছরে বছরে বাজেট বাড়িয়ে টাকা ক্ষমতাসীনরা নিজেদের পকেটে ভরান। ক্যাসিনোর মহানায়ক লীগ নেতারা। শাহেদ-পাপিয়াদের হোতা তারা? কিছু দিন পর পর তেল-গ্যাস-বিদ্যুৎ এর দাম বাড়ানোয় টাকাগুলো যায় ক্ষমাসীনদের পকেটে। বালিশকাণ্ড-পর্দাকাণ্ড মাধ্যমে দুর্নীতির যেনো মহোৎসব চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরীক্ষার পূর্বে প্রশ্ন আউট যেনো রীতি; এমনকি ২য় শ্রেণীর পরীক্ষারও প্রশ্ন আউট হয়। আর এখন একদিকে এ্যাসাইনমেন্ট দেয়া হয় অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাথে সাথে উত্তর পাওয়া যায়। এই সরকারের সময় জেনারেশনটা মেধায় পিছনে রয়ে গেলো। বিশ্ব জ্ঞান সূচকে বায়লাদেশের অবস্থান ১৩৮ টি দেশের মধ্যে ১১২ তম। সংস্কৃতির ক্ষেত্রে তো আরো বিপর্যয়। ঘরে ঘরে টিভিতে ভারতীয় সিরিয়ালের তামাশা। সিনেমা হলের বেহাল দশা। দেশীয় হলে কলকাতার সিনেমা চালানো এখন তো একপ্রকার রীতি। আমাদের সংস্কৃতিকে ওরা কালো মেঘ হয়ে ঘিরে ধরেছে। ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকতে ও বিরোধীদল দমনে ব্যস্ত-ঐদিকে খেয়াল নেই না-কি শুভংকরের ফাঁকি। দেশের মানবাধিকার পরিস্থিতি মারাত্মক বিপর্যয়ে এবং ইউএনডিপি আর হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশর অবস্থান ১৩৫। চলতি বছরের অক্টোবরেই ধর্ষণের শিকার শিশুসহ ১০০ জন [সূত্রঃ ০৩ নভেম্বর, ২০২১ দিনকাল]। সেই সাথে লুটপাট, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি চলমান। করোনা মহামারীতে ঘরে ঘরে মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই লাজুক। তার উপর নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। জীবন যাপনে মানুষের নাভিশ্বাস উঠছে। লেখক, গবেষক, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল, জনগণ কেউ কিছু বলতে বা লেখতে পারেন না। কেননা, ক্ষমতাসীনরা তাদের তৈরী ডিজিটাল নিরাপত্তা আইনের কালা-কানুনতে নিপীড়ন, নির্যাতন, জেল-জুলুম করে দাবিয়ে রাখেন। 

এই যখন দেশের অবস্থা তখন জনগণের ভাবনায় গ্রোথিত যে  সংকটকালীন সময়ে দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ’৭১ এর ২৬ মার্চ, ’৭৫ এর ৭ নভেম্বর যে বীর দেশ ও জাতিকে রক্ষা করে সঠিক পরিচয় দিয়ে এবং সঠিক নির্দেশনায় স্বনির্ভর আর উন্নতির দরজা দেখিয়ে;  আত্মনির্ভরশীল করে দেশ-জাতিকে নিয়ে গেছেন এগিয়ে। তার এগিয়ে নেয়া দেশকে শিক্ষাক্ষেত্রে জাগরণ ঘটিয়ে সার্বিকভাবে ইমার্জিং টাইগারে পরিণত করেছেন তার সহধর্মিনী দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদেরই যোগ্যতম উত্তরসূরি তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান-ই পারবেন দেশের এই আর্থ-সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংকটকে বুদ্ধিদীপ্ত কৌশল দিয়ে মোকাবেলা করে একক কর্তৃত্ববাদের ফ্যাসিবাদ থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে এবং নিয়ন্ত্রিত চাপ উপেক্ষা করে সময়ান্তে সেই যোগ্য উত্তরসূরির পতাকার তলে জনগণ একাত্মতা হয়ে দুঃশাসনের বেড়াজাল ছিন্ন-বিছিন্ন করে দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে। তাই আজ ধ্বণিতেছে এক সুর- “৭ নভেম্বরের প্রেরণায়-জাগ্রত হোক জনতা,  সময়োপযুক্ত সঠিক দিক-নির্দেশনায় তারুণ্যের অহংকার জাতীয়তাবাদী নেতা। দুঃশাসন ছিন্ন করে হোক মানবাধিকার আর ভোটের নিশ্চয়তা এবং নিঃশর্ত মুক্তি পাক গণতন্ত্র।”

  • লেখক সাংবাদিক ও কলামিস্ট  


Sunday, November 7, 2021

৭ নভেম্বর: জাতি গঠনের মহান স্মারক

ড. মাহবুব উল্লাহ 



১৯৭৫’র ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দিন। এই দিনে সিপাহী জনতার সম্মিলিত অভ্যুত্থান বাংলাদেশকে ঘিরে আধিপত্যবাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়। এই দিবসটি এদেশের দেশপ্রেমিক জনগণ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে চিহ্নিত করেছে। প্রতি বছর এই দিবসটি আমাদের নতুন করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার মন্ত্রে উদ্দীপ্ত করে। দলীয় রাজনীতির সংকীর্ণতার ফলে কখনো কখনো এই দিবসটি রাষ্ট্রীয় মর্যাদালাভে ব্যর্থ হয়। আবার কখনো কখনো যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে।

জাতি গঠনের পথ আকাবাঁকা রেখার মতো এগিয়ে চলে। কোন জাতির ইতিহাসই সরল রেখার মতো একমুখী হয় না। জাতি গঠনের পরম লক্ষ্য হল সমগ্র জাতিসত্তার ঐক্য ও সংহতি অর্জন। এই ঐক্য ও সংহতি অর্জনের প্রক্রিয়ায় রয়েছে অনেক চড়াই-উৎরাই। পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা অতিক্রম করেই একটি জাতি গ্রানাইট পাথরের মতো মজবুত দৃঢ়তা অর্জন করে। মাঝখানের চড়াই-উৎরাইগুলো অনেক অশ্রু এবং রক্ত ঝরানো হলেও শেষ পর্যন্ত জাতীয় ঐক্য ও সংহতিকে অধিষ্ঠানের শিখরে প্রস্থাপিত করে। সমকালীন বিশ্বে মার্কিন জাতির জাতি হিসেবে গড়ে ওঠা এক চমকপ্রদ ঐতিহাসিক অভিজ্ঞতা। মার্কিন যুক্তরাষ্ট্র নানা বর্ণের নানা দেশের অভিবাসীদের নিয়ে গঠিত হয়েছে। ধর্মীয় বৈচিত্র্য মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণাঢ্যরূপে বিরাজমান। অন্যদিকে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গের মধ্যে  বর্ণবৈষম্য জাতিসত্তাকে খন্ডিত করে রেখেছিল। মার্কিন জাতির এই খন্ড বিখন্ড অবস্থা আজ আর  নেই বললেই চলে। এ কারণেই বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র হল melting pot of history। কিছু কিছু ক্ষুদ্র বিচ্যুতিকে পেছনে ফেলে রেখে মার্কিনীরা গর্ব করে বলে ‘গ্রেট আমেরিকান নেশন’। এরই অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইতিহাসের এই মহান অর্জনের পথ দুর্ভাগ্যক্রমে পিচ্ছিল হয়েছিল গৃহযুদ্ধের রক্তপাতে। কৃষ্ণাঙ্গ মানুষদের নাগরিক অধিকার অর্জনের জন্য মিছিলে, সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্র মুখর হয়েছিল গত শতাব্দীর ৬০’র দশকে। মহান কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র  ‘I have a dream’ বলে সাদা ও কালো মানুষের বিভেদ দূর করতে শেষ পর্যন্ত আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। মার্কিন জাতি গঠনে এগুলো ছিল বেদনাদায়ক অধ্যায়। আজ মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনীতি, সমরশক্তি এবং জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তিতে পৃথিবীর সেরা দেশ। বিশ্বের অন্যান্য দেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ অনেক সময় অগ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও নিজ দেশে মার্কিনীরা টেকসই প্রতিষ্ঠানের জন্ম দিয়ে এবং সেগুলোকে কার্যকর করে দেশের ভেতরে এক সহনশীল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণই আমাদের বলে দেয় ভাষা, বর্ণ, ধর্ম এবং জাতিসত্তার উত্তরাধিকারকে অতিক্রম করে একটি বিশাল জনগোষ্ঠীও শেষ পর্যন্ত জাতিতে পরিণত হতে পারে, যদি তারা সম্মিলিতভাবে অনুভব করে তাদের সত্তা এক ও অভিন্ন রূপ পেয়েছে।

১৯৭১-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব। বীরের রক্তের স্রোত এবং মায়ের অশ্রুধারার মধ্য দিয়ে যে জাতি এবং যে রাষ্ট্রের উত্থান, তার ফলে আমরা ধরে নিয়েছিলাম আমাদের জাতি গঠনের কাজটি সমাপ্ত হয়ে গেছে। কিন্তু রাষ্ট্র হিসাবে উদ্ভবের পর আমরা দেখেছি আমাদের বিপদের বন্ধু হিসেবে যারা হাত বাড়িয়েছিল তারা সে কাজটি নিছক পরার্থপরতার মন্ত্রে উজ্জীবিত হয়ে করেনি। সম্ভবত এই অভিজ্ঞতা পৃথিবীর অনেক জাতির ক্ষেত্রে প্রযোজ্য। গণতন্ত্র ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা। গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মুক্তিযুদ্ধের মহাসড়কে। কিন্তু সেই গণতন্ত্র স্বাধীনতার ৩ বছরের মাথায় মুখ থুবড়ে পড়লো। জাতির ওপর চেপে বসলো একদলীয় শাসনের জগদ্দল পাথর। সুবিচার ও ন্যায়পরায়নতার আদর্শও জলাঞ্জলি দেয়া হল। পাঠক যদি একটু কষ্ট স্বীকার করে সাংবাদিক মাসুদল হকের গবেষণা সমৃদ্ধ গ্রন্থ ‘মুক্তি যুদ্ধে ‘র ও সিআইএ’ পাঠ করেন এবং এই গ্রন্থের পরিশিষ্টে যুক্ত করা হুমায়ুন রশিদ চৌধুরীর সাক্ষাৎকারটিও পাঠ করেন তাহলে সহজেই বুঝতে পারবেন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কীভাবে শৃঙ্খলিত করার চেষ্টা করা হয়েছিল। এসব দৃষ্টান্ত নেতিবাচক হলেও এর ইতিবাচক দিকটি হল স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্বেষায় উদ্বেল হয়ে উঠেছিল। জাতি হিসেবে এদেশের ৯৯% মানুষ বাংলা ভাষা ও সংস্কৃতির নির্ঝরণীতে প্রতিদিন অবগাহন করলেও জাতিসত্তার দিক থেকে একাত্মতা অর্জন করতে তাকে অতিক্রম করতে হচ্ছে অমসৃণ ও পদতল বিদীর্ণকারী পথ। এমন পথ চলা হয়তো আরও অনেক বছর চলবে। এরই মধ্য দিয়ে বাংলাদেশে জাতি গঠন প্রক্রিয়া একটি পরিণত রূপ লাভ করবে।

১৯৭৫’র ৩ নভেম্বর তৎকালীন সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থান ঘটে এবং সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করা হয়। খালেদ মোশাররফ যে অজুহাতে অভ্যুত্থান ঘটিয়েছিলেন তা ছিল সেনাবাহিনীতে ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠা করা। কিন্তু এধরনের প্রয়াসের সঙ্গে তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানের কোন সম্পর্ক ছিল না অথচ তাকে সঙ্গে না পেলে চেইন অব কমান্ডের অজুহাতটি চুপসে যায়, তাই তাকে বন্দি করে পরবর্তী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা হিসেবে খালেদ মোশাররফ ক্যু করে বসেন। 

সেদিন যেসব সেনা কর্মকর্তা তার সঙ্গে ছিলেন এবং তার মধ্যে যারা বেঁচে আছেন তাদের কাছ থেকে জানা যায় সেনাবাহিনীতে জিয়া ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার কারণ ১৯৭১’র মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকা এবং সততার চরম পরাকাষ্ঠা প্রদর্শন। জিয়াকে বন্দি করার ফলে সৈনিকরা সন্দিগ্ধ হয়ে ওঠে। অন্যদিকে তখন জাসদ সহ কিছু বাম রাজনৈতিক দল সেনাবাহিনীতে রাজনৈতিক অনুপ্রবেশে জড়িত ছিল। এদের মধ্যে জাসদপন্থীরা আলোচ্য পরিস্থিতিকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের সুযোগ হিসেবে গ্রহণ করে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থান ঘটানোর পর মেজর জেনারেল পদে উন্নীত হন। কিন্তু সেই সময় বাংলাদেশ বেতার ও টেলিভিশন থেকে কোনরূপ রাষ্ট্রীয় ঘোষণা ও বক্তব্য প্রচারিত না হওয়ায় জনগণ চরম বিভ্রান্তিতে পড়ে যায়। বস্তুত ৩ থেকে ৬ নভেম্বর মধ্য রাত পর্যন্ত জনগণের বুঝে উঠতে পারা সম্ভব হয়নি আসলে রাষ্ট্র ক্ষমতা কার হাতে। জনগণের মধ্যে চরম শংকার সূত্রপাত হয়। তারা শংকিত বোধ করে, বুঝি আবার বাকশাল ফিরে আসছে, আবারও হয়তো দুর্ভিক্ষের দুর্দিন ফিরে আসছে। 

এমনই এক পরিস্থিতিতে সৈনিকরা ‘সিপাহী বিপ্লব জিন্দাবাদ’ স্লোগান দিয়ে রাজপথে নেমে আসে। জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। জনগণ হাজারে হাজারে ঢাকার রাজপথে নেমে বিপ্লবী সৈনিকদের অভিনন্দিত করে এবং তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্লোগান তোলে ‘সিপাহী বিপ্লব জিন্দাবাদ, জেনারেল জিয়া জিন্দাবাদ।’

জনগণ আবারো রেডিও টেলিভিশনে জিয়ার কণ্ঠস্বর শুনে আশ্বস্ত হয়। দেশ নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হয়। রাষ্ট্রীয় ক্ষমতার পাদপ্রদীপের নিচে এসে দাঁড়ান জিয়া। তিনি এই দায়িত্বভার সৈনিক ও জনগণের ব্যক্ত ইচ্ছার মধ্য দিয়ে গ্রহণ করেছিলেন। তিনি ক্ষমতার জবরদখলকারী ছিলেন না। রাষ্ট্রের এক ঐতিহাসিক সংকট মুহূর্তে দ্বিতীয়বারের মত তিনি জনগণের পাশে এসে দাঁড়ান। ৭ নভেম্বর ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের জাতীয় জীবনে এক অমোচনীয় পথচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক এবং জনগণের ঐক্যের স্মারক।


  • লেখক - বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক

Tuesday, November 2, 2021

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান

 প্রফেসর ড. নুরুল ইসলাম ও ফারহান আরিফ

 

জলবায়ু সমস্যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকট। সাম্প্রতিক সময়ে আমরা যে টেকসই অর্থনীতির কথা বলে থাকি, তা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। গত কয়েক দশক ধরে গ্রীণহাউজ ইফেক্টের পাশাপাশি জলবায়ু সংকটের নানাবিধ বহিঃপ্রকাশ আমাদের পৃথিবীকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে। বিশেষ করে, উচ্চ তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নদীভাঙ্গনসহ বিভিন্ন সমস্যা আমাদের বাস্তুসংস্থান পদ্ধতিকে অস্বাভাবিক করে তুলেছে। অন্যদিকে জনসংখ্যার ক্রমশঃ উচ্চহার ও সংকটকে ঘনীভূত করছে। জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন উদ্যোগের মধ্যে প্রধানতম হচ্ছে United Nations Framework Convention on Climate Change বা UNFCCC। পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে ১৯৯২ সালের ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রাজধানি রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রি সম্মেলনের মাধ্যমে UNFCCC প্রতিষ্ঠিত হয়। মূলতঃ এটি একটি চুক্তি, যার আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং টেকসই উন্নয়ন ও নিরাপদ পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যে বিভিন্ন সভা, পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাকালে এ চুক্তিপত্রে ১৫৪টি দেশ সাক্ষর করেছিল। বর্তমানে UNFCCC তে অংশগ্রহণকারি সদস্য দেশের সংখ্যা ১৯৭ টি। উল্লেখ্য যে, এই চুক্তির আওতাতেই সাধারণত প্রতিবছর Conference of the Parties বা COP Summit অনুষ্ঠিত হয়। এ বছরের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে এবারের Conference of the Parties বা COP- 26।

বৈশ্বিক জলবায়ু সংকট নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত  এ সম্মেলনের পূর্বে জলবায়ু ঝুঁকির সম্মুখীন রাষ্ট্রসমূহের অন্যতম বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে সাড়াদানের বিষয় নিয়ে আলোচনা করা আবশ্যক। বাংলাদেশ ১৯৯২ সালেই UNFCCC চুক্তিতে সাক্ষর করে এবং ১৯৯৪ সালে তা অনুসমর্থন করে। তাছাড়া ২০০১ সালের ২২ শে অক্টোবর বাংলাদেশ ১৯৯৫ সালে গৃহীত কিয়েটো প্রটোকল অনুসমর্থন করে। উল্লেখ্য যে, জলবায়ু সংকটে ঝুঁকিতে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বব্যপী গ্রীণহাউজ গ্যাস নির্গমনের প্রভাবে বাংলাদেশ এই মূহুর্তে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ক্রমশঃ ঝুঁকি বাড়ছে। সুপেয় পানির অভাব, অতিরিক্ত লবণাক্ততার প্রভাবে কৃষিজমির উর্বরতা হ্রাস এবং জীববৈচিত্র্যে মারাত্মক প্রভাবের ফলে বাংলাদেশ এই মূহুর্তে মানবিক সংকটের মুখোমুখি।


নব্বই দশক থেকে বৈশ্বিক জলবায়ু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। আগামী বিশ্বের নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে সাথে বাংলাদেশও সর্বোচ্চ ভূমিকা রাখতে শুরু করে। তৎকালীন বাংলাদেশে ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া পরিচালিত বিএনপি সরকার। জলবায়ু সংকটের ভয়াবহতা অনুধাবন করতে পেরে খালেদা জিয়ার সরকার এ বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। বিশেষ করে, উন্নত রাষ্ট্রসমূহের ঔদাসীন্যের ফলে সৃষ্ট এ সংকট মোকাবিলায় বাংলাদেশ প্রথম থেকেই উচ্চকিত থাকে। পরিস্থিতি অনুধাবন করতে পেরেই খালেদা জিয়ার সরকার বাংলাদেশের পক্ষে ১৯৯২ সালেই UNFCCC চুক্তিতে অনুসাক্ষর করে এবং পরবর্তীতে ১৯৯৪ সালে এর কার্যকারিতাকে সমর্থন করে। তৎকালীন বিএনপি সরকার বৈশ্বিক পরিমণ্ডলে জলবায়ু সংকট মোকাবিলায় ভূমিকা রাখার পাশাপাশি দেশের অভ্যন্তরেও পরিবেশ সংরক্ষণে জোর দেয়। ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার আন্তরিকতাতেই জাতীয় সংসদে পাস করা হয় বাংলাদেশের পরিবেশ নীতি- ১৯৯২। রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনের প্রেক্ষিতেই বাংলাদেশ তৎকালীন বাস্তবতা অনুযায়ি বাংলাদেশের আর্থ-সামাজিক বিবেচনায় এই নীতি গ্রহণ করে। বেগম খালেদা জিয়ার সরকার তখন থেকেই টেকসই উন্নয়ন নীতির উপর গুরুত্বারোপ করে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বাস্তুসংস্থান পদ্ধতি বজায় রেখে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ননীতিতে অগ্রাধিকার দেয়া হয়। কৃষিজমির অনুর্বরতা রোধ, সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিতকরণ, বায়ুদূষণ রোধ, বন সংরক্ষণ, বন্য জীবজন্তু ও মৎস্য সংরক্ষণ ও এদের প্রজনন সুরক্ষাসহ নিরাপদ বাস্তুসংস্থান নিশ্চিত করার উপর পরিবেশ নীতিতে গুরুত্বারোপ করা হয়। মোটকথা বিএনপি সরকারের গৃহীত পরিবেশ নীতির সারকথাই ছিল পরিবেশগত ভারসাম্য রক্ষা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নকল্পে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করা। ১৯৯২ সালে গৃহীত এই পরিবেশ নীতির উপর ভিত্তি করেই ১৯৯৫ সালে পাস করা হয় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫’। এছাড়াও ১৯৯৫ সালে গৃহীত হয় National Environment Management Action Plan (NEMAP)। পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ এ উক্ত কর্মপরিকল্পনারও প্রভাব ছিল। পরিবেশ সংরক্ষণ আইনে মূলতঃ তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়ঃ পরিবেশ সংরক্ষণ, পরিবেশ মানোন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধ ও হ্রাসকরণ। উক্ত আইনের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধন করার ক্ষেত্রে শাস্তি বিধানও করা হয়।

বিএনপি সরকারের পরিবেশ নীতির এই ধারাবাহিকতা পরবর্তী সময়েও চালু থাকে। বিশেষ করে, ২০০১ সালের অক্টোবরে তৃতীয়বারের মত ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়ার সরকার দেশের পরিবেশ সংরক্ষণে যুগান্তকারি নানা পদক্ষেপ গ্রহণ করে। ২০০৪ সালে বেগম জিয়ার সরকার ওজোনস্তর ক্ষয়কারি দ্রব্য (নিয়ন্ত্রণ) বিধিমালা প্রণয়ন করে। পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ এর ২০ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই বিধিমালা আরোপ করা হয়। এই বিধিমালাতে ওজোনস্তর ক্ষয়কারি দ্রব্যসামগ্রীকে পরিবেশের জন্য ক্ষতিকারক হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ধারা ৬ক- কে এই বিধিমালার মাধ্যমে প্রয়োগ করা হয়। এর ফলে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্যের উৎপাদন, আমদানি, রপ্তানী, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপিত হয়।

তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়া সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হচ্ছে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণ। ২০০২ সালে বাংলাদেশ সরকার সকল প্রকার পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে। জীবাণু বিনষ্টকরণ ক্ষমতার অভাব এবং অপচনশীল হবার ফলে এটি পরিবেশের জন্য ক্ষতিকারক হিসেবে দেখা দেয়। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে পলিথিন ব্যাগ পরিবেশের স্বাভাবিক বিকাশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে মারাত্মক বাঁধা হিসেবে প্রতীয়মান হয়। বেগম খালেদা জিয়ার সরকার পূর্বে তার গৃহীত পরিবেশ সংরক্ষণ আইনের প্রতিশ্রুতির আলোকে পলিথিন ব্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি কাগজ, পাট ও কটনের মাধ্যমে প্রস্তুতিকৃত ব্যাগ ব্যবহারে উৎসাহিত করে। পরিবেশ সংরক্ষণের এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে তৎকালীন সরকার ব্যাপক প্রচারণা চালায়। বেগম জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন চারদলীয় জোট সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে ডিজেল বা পেট্রোল চালিত থ্রি হুইলার নিষিদ্ধকরণ এবং সিএনজি চালু করা। বায়ুদূষণের জন্য দায়ী কালো ধোঁয়া নির্গমন রোধে ঢাকা নগরীতে ২০০৩ সালে টু-স্ট্রোক পেট্রোল বা ডিজেল চালিত থ্রি হুইলার বাহন নিষিদ্ধ করা হয়। এর বদলে ১৩,০০০ টি সিএনজি চালিত থ্রি হুইলার বাহন চালু করা হয়। খালেদা জিয়া সরকারের এই উদ্যোগের ফলে নগরীতে বায়ুদূষণ বহুগুণে হ্রাস করা সম্ভব হয়। তার সে উদ্যোগের সুফল এখন দেশব্যপি সকলেই ভোগ করছে।

বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার UNFCCC এর আওতাভুক্ত সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক আয়োজিত সপ্তম অধিবেশন তথা কপ-৭ কে গুরুত্ব সহকারে নেয়। এর প্রতি সাড়া দিয়ে ২০০৫ সালে বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় National Adaptation Programme of Action for Bangladesh (NAPA) –এর চূড়ান্ত প্রতিবেদন দেয়। এর আগে ২০০২ সালের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত National Adaptation Programme of Action (NAPA) প্রস্তুতকরণের লক্ষ্যে আয়োজিত এক ওয়ার্কশপে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ‘জলবায়ু পরিবর্তন কিছু দেশের মানুষের জন্য জীবনযাত্রার সংকট; আর কিছু দেশের মানুষের জন্য খোদ জীবনের জন্যেই সংকট বয়ে আনছে।’ তৎকালীন বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে। এ বিবেচনায় উন্নয়ন নীতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব যাচাই করা হয়। বৈশ্বিক জলবায়ু সংকটের ফলে বাংলাদেশের মত ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলোর জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনার উপর জোর দেয়া আবশ্যক হয়ে দাঁড়ায়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে উচ্চ পর্যায়ের পরিকল্পনা প্রণয়নে উদ্যোগ নেয়া হয়। এরই বহিঃপ্রকাশ ২০০৫ সালে প্রকাশিত National Adaptation Programme of Action (NAPA)। একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হিসেবে বাংলাদেশ এ পরিকল্পনার আলোকে বেশ কিছু আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পদ্ধতী গ্রহণ করে। মূলতঃ NAPA –ই হচ্ছে বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের পেছনকার দায়ী উপাদানসমূহ হ্রাসকরণের সূচনা। পরবর্তীতে এর উপর ভিত্তি করেই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের ভূমিকা রাখতে শুরু করে। এ পরিকল্পনা প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ United Nations Framework Convention on Climate Change (UNFCCC) এবং কিয়েটো প্রটোকলের প্রতি নিজেদের কৃত অঙ্গীকার বাস্তবায়নে উদ্যোগী হয়। বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বল্পোন্নত দেশসমুহের জন্য জলবায়ু সংকট মোকাবিলার্থে, বিশেষ করে NAPA –এর সফল প্রয়োগের জন্য প্রত্যাশিত বরাদ্দ পাওয়ার দাবী জানায়।

খালেদা জিয়া সরকার ২০০৬ সালে শব্দদূষণ রোধে আরেকটি নীতিমালা প্রণয়ন করে। এই নীতিমালা ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা- ২০০৬’ নামে পরিচিত। উক্ত নীতিমালার আলোকে শব্দের মানমাত্রা নির্ধারণ, যানবাহনের হর্ণ ব্যবহারের বিধিমালা, বিভিন্ন শব্দযন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে স্থানাবিশেষ নীতিমালা ইত্যাদি নির্ধারণ করা হয়।

পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে বেগম খালেদা জিয়ার আন্তরিকতা প্রণিধাণযোগ্য। তিনি সর্বপ্রথম সামাজিক বনায়ন কর্মসূচী গ্রহণ করেন। তার সরকারের আমলে ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করা হয়। স্কুল, কলেজসমূহের পাঠ্যসূচীতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাকে অন্তর্ভুক্ত করা হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় গাছের চারা উপহার দিতে সামাজিক সচেতনতা গড়ে তোলার উপর জোর দেয়া হয়। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ির আঙিনাসহ উপযুক্ত স্থানে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে গণমাধ্যমে সরকারিভাবে সচেতনতা বৃদ্ধিকল্পে ব্যাপকতর উদ্যোগ গ্রহণ করা হয়। বেগম খালেদা জিয়ার বৃক্ষরোপণের প্রতি আগ্রহ ও আন্তরিকতার প্রভাব এখনো জাগ্রুক রয়েছে। তার নেতৃত্বাধীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠনসমূহকে বিভিন্ন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিতে দেখা যায়। এছাড়াও জলবায়ু সংকট মোকাবিলায় খালেদা জিয়ার সরকার ক্লিন এনার্জি প্রকল্প (বিশেষ করে সোলার বিদ্যুৎ প্রকল্প) এবং বর্জ্য রিসাইক্লিং প্রকল্প গ্রহণ করে। যার সুফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে।

বুড়িগঙ্গার দূষণ রোধকল্পে ঢাকার হাজারিবাগ থেকে ট্যানারি অপসারণ তার শাসনামলেই শুরু হয়। যানজট এবং এর দ্বারা সৃষ্ট বায়ু ও শব্দদূষণ রোধের লক্ষ্যে তিনি ঢাকা শহরকে ঘিরে চারদিকে ওয়াটার সার্কুলার ওয়ে গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

ভৌগলিক অবস্থানের নিরিখে বাংলাদেশ একটি প্রাকৃতিক দূর্যোগ প্রবণ দেশ। মৌসুমি বায়ুর প্রভাবে এখানে প্রচুর ঘূর্ণিঝড় হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অতিরিক্ত গ্রীণহাউজ গ্যাস নির্গমনের ফলে এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের ব্যাপকতা আরো বৃদ্ধি পেয়েছে। বেগম খালেদা জিয়ার সরকার এ সকল প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ ও প্রতিকারে ব্যাপক ভূমিকা নেয়। বিশেষ করে উপকূলীয় অঞ্চলসমূহে সাইক্লোন রোধে এক কোটি নারকেলের চারা রোপন করা হয়। এছাড়াও উপকূলীয় অঞ্চলসমূহে কয়েক হাজার সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়। খালেদা জিয়া সরকারের একটি অভিনব উদ্যোগ হচ্ছে স্কুল ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মাণ। তার শাসনামলে উপকূলীয় এলাকাসমূহে প্রায় প্রতিটি স্কুলকেই সাইক্লোন শেল্টারে রূপান্তরিত করা হয়।

বেগম খালেদা জিয়া ও বিএনপি সরকারের পরিবেশবান্ধব এসব উদ্যোগ একেবারেই নতুন নয়। এর পথিকৃৎ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি তার শাসনামলে নদী ও খালখনন কর্মসূচী চালু করেছিলেন। বাংলাদেশের কৃষিবান্ধব অর্থনীতির সমৃদ্ধি অর্জনের পথে জিয়ার খালখনন কর্মসূচি এক বিরাট মাইলফলক। এছাড়াও তিনি তুরাগ নদীসহ অসংখ্য খালবিল দখলমুক্ত করেছিলেন। জিয়াউর রহমান বৃক্ষপ্রেমী ছিলেন। তিনি সড়ক ও রেলপথের দুই ধারে ফলের গাছ লাগান এবং এতে সকলকে উৎসাহিত করেন। শহীদ জিয়ার বৃক্ষপ্রেমের এক সুমহান স্মারক হয়ে আছে পবিত্র আরাফাতের ময়দান। প্রতিবছর হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমনকারি লাখো-কোটি হাজীদের আরাফাতের ময়দানে প্রখর রৌদ্রতাপে শীতল ছায়া দিয়ে যাচ্ছে জিয়ার নিজের হাতে রোপন করা কয়েক লক্ষ নিমগাছ। সৌদি আরবের আরাফাতের ময়দানে শীতল ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা সেসব নিমগাছ হাজীদের কাছে ‘জিয়া ট্রি’ নামে খ্যাত।

বস্তুতঃ পরিবেশ খাতে বাংলাদেশের বুনিয়াদি সকল পদক্ষেপই বেগম খালেদা জিয়া সরকার কর্তৃক গৃহীত। এদেশের পরিবেশ উন্নয়ন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় বেগম খালেদা জিয়ার গৃহীত উদ্যোগসমূহ রোল মডেল হয়ে আছে। এর উপর ভিত্তি করেই বর্তমান সময়ে দেশে প্রচলিত টেকসই উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। সাধারণতঃ জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের মত স্বল্পোন্নত এবং ঝুকিপূর্ণ রাষ্ট্রগুলোর তেমন বৃহৎ কিছু করার থাকে না। উন্নত দেশগুলোর ভূমিকা এখানে বড় নিয়ামক। তথাপিও বাংলাদেশের জন্য যা করা উচিত, সেটা হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা রোধে আন্তরিক হওয়া। বিশ্ব দরবারে জলবায়ু পরিবর্তনের ফলে নিজেদের ঝুঁকিসমূহকে যৌক্তিক ও দালিলিকভাবে তুলে ধরে ধনী রাষ্ট্রগুলোর কাছ থেকে নিজেদের প্রাপ্য বুঝে নিতে হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ-২৬ সম্মেলনে বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়ার তিনবারের শাসনামলে গৃহীত বিভিন্ন পরিকল্পনাসমূহ পথিকৃৎ হতে পারে। একইসাথে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উদ্যোগসমূহ যে কোন সরকারের জন্যই অনুসরণীয়।

 

লেখক পরিচিতি

  • ড. নুরুল ইসলাম, অধ্যপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
  • ফারহান আরিফ, সদস্য (আহবায়ক কমিটি), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।