বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, উনি আমাদের আইটি বিশেষজ্ঞ। এমনই আইটি বিশেষজ্ঞ যে, আমার কোষাগার লুন্ঠন হয়ে গেছে, উনি একবারও আসার প্রয়োজন বোধ করেননি। কারণতার শরীরে রক্তের টানটি তো নাই। থাকেন বিদেশে। এদেশের সম্পদ নিয়ে বিদেশে বাড়িঘর করেন। অনেকেই হয়তো এভাবে বিদেশে থাকেন, কিন্তু তারা আর আমাদের বঙ্গবন্ধুর পরিবারতো ভিন্ন কথা।
বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাংবাদিক শফিক রেহমানের রিমান্ড বাতিল এবং তার মুক্তি দাবিতে এই অনুষ্ঠানের আয়োজনকরে ‘শফিক রেহমান মুক্তি মঞ্চ’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যেদিন ঢাকা মেডিকেল কলেজে জন্মগ্রহণ করেন সেদিন প্রথম শেখ হাসিনাকে লাল গোলাপ নিয়ে কে শুভেচ্ছা জানিয়েছিলেন? একথাএকটু স্মরণ করতে বলেন। সরকারের ভালোভাবে জানা উচিত দেশের কিছু মানুষকে বোকা বানানো যায় কিন্তু সব মানুষকে এক সাথে বোকা বানানো যায় না। মানুষ ফুসছে কিন্তু কথাবলতে পারছে না বলেও মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাফরুল্লাহ চৌধুরী তার বক্তৃতায় বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানেরও সমালোচনা করে বলেন, ইন্টারনেট, ওয়েবসাইট এসবের ওপরে সাড়ে ৮ ভাগ একটি চাঁদা উঠানো হয়। এর নামহলো এমডিএস (মার্কেট ডেভেলপমেন্ট সারচার্জ)। বাংলাদেশ দেখাশোনা করে আমাদের দরবেশ সালমান (সালমান এফ রহমান)। উনি বাংলাদেশ অংশের দেখাশোনা করেন, আমেরিকারঅংশে কে আছে আমি জানি না। শফিক রহমান যদি সেই খোঁজ নেওয়ার চেষ্টা করে থাকেন, তাহলে সে তো দেশপ্রেমিকের কাজ করেছে। যে কাজটি করতে আমি ভয় পাচ্ছি, সেই কাজটিইতো সে অনুসন্ধান করছে, যোগ করেন জাফরুল্লাহ।
সম্প্রতি সময়ে সুপ্রীম কোর্টর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানিক সাহেব বলেছেন, সুপ্রীম কোর্টের জজ সাহেবরা ঘুষ খেয়েছেন।কোথায় সিনহা বাবু? কেন চুপ করে আছেন? এখনো পর্যন্ত কনটেম্পট হয়নি কেন? একজন বিচারপতি আমাদের বিচারকদের এভাবে প“লিত করতে পারেন। যারা এভাবে পদলিত হয়,সেই বিচারকদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি?
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার অনেক চতুর সরকার। তারা ভালো করেই জানে তাদের পায়ের নিচের মাটিটি নড়াচড়া করছে। জনগণের কিছু অংশকে বোকা বানিয়েরাখা যায়, কিন্তু সব লোককে চিরদিন অন্ধকারে রাখা যায় না। মানুষ ফুঁসছে কিন্তু কেউ কিছু বলছে না। মানুষ বোকা নয়। কিন্তু সরকার নিজেদের অনেক চালাক মনে করে।’
জাফরুল্লাহ বলেন, আজকে তিস্তার পানি আসে না। কিন্তু আমার বুকের ওপর দিয়ে ট্রানজিট দিয়ে দিয়েছে। প্রতি মাসে ভারতের সাশ্রয় ২ হাজার কোটি কাটা। আমরা কি পাচ্ছি। মেগাপ্রজেক্ট নেওয়া হচ্ছে। কারণ মেগা প্রজেক্ট না নিলে তো মেগা দুর্নীতি হবে না।
No comments:
Post a Comment