Search

Sunday, February 3, 2019

বেগম জিয়াকে মুক্ত করতে পারলেই গণতন্ত্রের মুক্তি মিলবে — খুলনায় বিএনপি নেতারা

‘জাতীয় নির্বাচন ২০১৮ : অভিজ্ঞতা পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় খুলনায়  বিএনপি নেতারা।


বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ভোট ছিল না, সম্পূর্ণ ভোট ডাকাতি হয়েছে। তার নির্বাচনী এলাকায় ধানের শীষে ভোট দেয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে। রাষ্ট্রযন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার গণতন্ত্রকে নিপীড়ন করেছে। নির্বাচনে তাদের বিজয় উল্লাস পাশবিক শক্তির উল্লাস। নির্বাচনী মাঠে তাদের সামান্যতম মানবিক মূল্যবোধ ছিল না। যারা জয় লাভ করেছে, তারা কেউ জনগণের প্রতিনিধি নয়। রাজনীতি যদি সত্য হয়- ভবিষ্যতে তারা মহা ভোট দখলের জন্য মহা বিপর্যয়ে পড়বে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপির হতাশ হওয়ার কোন কারণ নেই বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। কারণ এ নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছে সংসদীয় গণতন্ত্র, ধ্বংস হয়েছে নাগরিকদের ভোট দেয়ার অধিকার। নাগরিকরা হারিয়েছে রাষ্ট্রের মালিকানা। সমস্ত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে দেশের ও গণতন্ত্রের সর্বনাশ করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে গণনিপীড়ন করেছে। দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই সরকারকেই মহাবিপর্যয়ের সম্মুখীন হতে বলে বলে হুঁশিয়ার করেন তিনি। 

খুলনায় ‘জাতীয় নির্বাচন ২০১৮ : অভিজ্ঞতা পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান এ কথা বলেন। 

শনিবার, ফেব্রুয়ারি ০২, খুলনা প্রেসক্লাবের সাংবাদিক আলহাজ লিয়াকত আলী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা বিভাগের ব্যানারে এ আলোচনা অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একাদশ সংসদ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবার কারণে শাসক দলের রোষানলে পড়ে ক্ষতির শিকার তৃণমূলের নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের প্রতিটি বিভাগে সাংগঠনিক সফর ও সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। সাত বিভাগীয় সদরের জন্য পৃথক পৃথকভাবে গঠিত হয় সাতটি কমিটি। খুলনা বিভাগীয় সভার মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হলো। 

খুলনার এ সভায় জাতীয় নির্বাহী কমিটিতে খুলনা বিভাগের নেতৃবৃন্দ, বিভাগের ১০ জেলা ও এক মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভাগের ৩৬ টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীবৃন্দ বক্তব্য রাখেন। তবে শুরুতেই নির্বাচনের প্রাক্কালে সরকার দলীয় ক্যাডার ও পুলিশী নির্যাতনের শিকার বিএনপির দুই মহিলা ও এক পুরুষ কর্মী বক্তব্য রাখেন। তাদের ওপর চালানো নির্মমতার অশ্রুসজল বর্ণনা দিতে গিয়ে মিলনায়তনে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। 

বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান বলেন, এ দেশে যদি প্রথম কেউ সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে তবে সেই দলটি হলো আওয়ামী লীগ। এরা কখনোই জনগণের ওপর আস্থাশীল নয় বলেই যে কোন উপায়ে ক্ষমতা দখলে রাখতে চায়। ’৭৩ এর নির্বাচনের পর তারা একদলীয় শাসন কায়েম করেছিল। যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিলেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। নিপীড়িত নির্যাতিত তৃণমূলের কর্মীদের পাশে থেকে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। 

মোহাম্মদ শাহজাহান বলেন, অনেকেই মনে করেছিলেন ’১৪ সালের নির্বাচনে না যেয়ে বিএনপি ভুল করেছিল। কিন্তু এবারের ভোটের মধ্য দিয়ে সেই ভুল ভেঙেছে। প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল এবং তাদের অধীনে কোন অবাধ সুষ্ঠু ভোট হতে পারে না। 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন,  দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দলের জন্য তার ত্যাগের তুলনায় আমাদের ত্যাগ কিছুই নয়। তিনি মুক্তি পেলেই গণতন্ত্র মুক্তি পাবে, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে। 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যাপক সোহরাবউদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড, ওবায়দুল ইসলাম, যশোর-১ আসনের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, বাগেরহাট-১ আসনের প্রার্থী শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আহসান হাবিব লিংকন, এনপিপির চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের প্রার্থী ড. ফরিদউদ্দিন ফরহাদ, খুলনা জেলা বিএনপি সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, খুলনা-৩ আসনের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল, যশোর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মাগুরা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, ঝিনাইদহ-২ আসনের প্রার্থী এ্যাড. এম এ মজিদ, বাগেরহাট জেলা বিএনপি সভাপতি এম এ সালাম, সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতউল্লাহ পলাশ, মেহেরপুর-২ আসনের প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন, যশোর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সাবেরুল হক সাবু, মেহেরপুর-১ আসনের প্রার্থী মাসুদ অরুন, চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। হামলা ও নির্যাতনের শিকার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন বিশ্বাস, খুলনা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা এবং দৌলতপুর থানা বিএনপি নেত্রী সাথী বেগম তাদের ওপর চালানো নির্যাতনের মর্মন্তুদ বিবরণ দেন।  
  • দিনকাল/ ০৩ ফেব্রুয়ারি ২০১৯

No comments:

Post a Comment