Search

Wednesday, July 15, 2020

ক্রসফায়ার ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ হোক

মো: আসাদুজ্জামান




সাহেদ গ্রেফতার, ধন্যবাদ Rapid Action Battalion-RAB কে। তবে, অস্ত্র উদ্ধারের ঘটনাকে অনেকেই সন্দেহের চোখে দেখছে, আমিও । বিগত এক দশকে প্রায় তিন হাজার ক্রসফায়ারের গল্প, প্রায় সাতশ’র মত গুমের কাহিনি , অজস্র মিথ্যা মামলা জনমনে যৌক্তিক সন্দেহের উদ্রেক করেছে। Circumstantial পরিস্থিতি বলে না যে, বোরকা পরে কোন ভীরু-কাপুরুষ, অর্থ ও নারী লোভী দালাল  কোমরে পিস্তল নিয়ে এভাবে পালানোর চেষ্টা করবে । এইভাবে কোমরে অস্ত্র নিয়ে বলিভিয়া কিংবা কিউবা বা আর্জেন্টিনার বিস্তৃত প্রান্তরের মতো বিশ্বের দেশে দেশে আত্মগোপনে যেতে পারে একমাত্র আর্নেস্টো চে গুয়েভারা কিংবা তাঁর আদর্শের উত্তরসূরীরা, সাহেদদের মত বাটপাররা নয় । সাহেদের কাছ থেকে অস্ত্র উদ্ধার যদি অতিরঞ্জিত হয়, তবে সেটা কাম্য নয়। অনেকেই সাহেদ-সাবরিনা-আরিফ গংদের ক্রসফায়ার চেয়েছেন । রাজনৈতিক এবং মানবাধিকার কর্মী হিসাবে আমি কোন ব্যক্তির বিরুদ্ধেই অস্ত্র উদ্ধার কিংবা গুম/ক্রসফায়ারের নাটক চাই না । আমি চাই, সাহেদ-সাব্রিনা-আরিফ গং এবং তাদের গডফাদারদের প্রচলিত আইনে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক । মিথ্যা অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া শুভ নয় । 



বর্তমান সরকার যদি তাদেরকে বৈধ বলে দাবী করে, তাহলে সাহেদ গংদের অপরাধ কি দন্ডবিধির ১২৪এ ধারার অধীনে sedition বা রাষ্ট্রদ্রোহিতা নয়? কারন, করোনার মিথ্যা সার্টিফিকেট বিক্রি করাতো তাদের দ্বারা visible representation, or otherwise, brings or attempts to bring into hatred or contempt, or excites or attempts to excite disaffection towards, the Government established by law! এধরনের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে, অস্ত্র উদ্ধার করে অতি উৎসাহী হওয়ার প্রয়োজন নেই । বন্ধুদের জন্য দন্ডবিধির ১২৪এ ধারা তুলে দিলাম - 

      “ 124A. Whoever by words, either spoken or written, or by signs, or by visible representation, or otherwise, brings or attempts to bring into hatred or contempt, or excites or attempts to excite disaffection towards, the Government established by law shall be punished with imprisonment for life or any shorter term, to which fine may be added, or with imprisonment which may extend to three years, to which fine may be added, or with fine.

Explanation 1.-The expression "disaffection" includes disloyalty and all feelings of enmity.

Explanation 2.-Comments expressing disapprobation of the measures of the Government with a view to obtain their alteration by lawful means, without exciting or attempting to excite hatred, contempt or disaffection, do not constitute an offence under this section.

Explanation 3.-Comments expressing disapprobation of the administrative or other action of the Government without exciting or attempting to excite hatred, contempt or disaffection, do not constitute an offence under this section.”
   
এই ধারা কিন্ত রাজনৈতিক আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না । কারন, সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলন সংবিধানের তৃতীয় অনুচ্ছেদ দ্বারা protected !

  • লেখক আইনজীবি ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিএনপি। 


No comments:

Post a Comment