Search

Saturday, August 15, 2020

ফ্যাসিজম হচ্ছে সাপের মতো যে নিজের লেজ খাওয়া শুরু করেছে

— জিয়া হাসান 

জিয়া হাসান 
ইন্ডিপেনডেন্ট রিসার্চার 

ফ্যাসিজম হচ্ছে একটা সাপের মত যে এখন নিজের লেজ খাওয়া শুরু করেছে। সে সাপ নিজের লেজ খেতে খেতে যখন তার মুখের কাছে চলে আসবে তখন সে নিজেকে নিঃশেষ করবে। আজকে যারা জামাত, মুক্তিযুদ্ধের চেতনা, জ্বলন্ত কড়াই থেকে ফুটন্ত উনুন, ইত্যাদি তত্ত্বের বিনিময়ে এই স্বাধীনতার পরে তুলনাহীন লুটেরা, মিথ্যাচারী, লজ্জাহীন, ভোটডাকাত সরকারকে নৈতিক বৈধতা দিয়ে গেছেন, তাদের মধ্যে অনেকে এই রাষ্ট্রের পরিষ্কার একটা কমপ্লিট পতন দেখতে বেঁচে থাকবেন। কারণ ফ্যাসিজম হ্যাজ এ প্রাইস টু বি পেইড এবং সরি টু সে এই মূল্য এই দেশের জনগণকেই দিতে হবে এবং এলিট হিসেবে আপনি নিজেও পার পাবেন না।

অনেকে শুনে অবাক হবেন! আমি মনেকরি বিএনপি এবং ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে ডিজাসট্রাস হতো। আপনি মনে করতে পারেন আমি নিজেকে বা আপনাদেরকে ভুল বুঝচ্ছি, ‘আঙ্গুর ফল টক’ বলে। না। আমি এটা অনেক বন্ধুকে সামনা সামনি আলাপে বলেছি কিন্ত সোশ্যাল মিডিয়াতে অবভিয়াস কারণেই এতো দিন বলি নাই।

আমি মনেকরি বর্তমানে বাংলাদেশ সরকার একটা সিঙ্কিং শিপ। সিঙ্কিং শিপের ক্যাপ্টেন চেঞ্জ করতে হয় না।

এবং এই সরকার যখন ডুববে তখন যে ক্ষমতায় থাকবে, তাকে সেটার দায় নিতে হবে। একটা সুন্দর কম্পিটিটিভ, পরিশ্রমী, পিছিয়ে পড়া কিন্ত উন্নয়নশীল দেশকে অর্থনৈতিক ভাবে লণ্ডভণ্ড করে দিয়ে, সকল প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস করে, শুধুমাত্র এলিটদেরকে ক্ষমতার লেজিটিমেসি ধরে রাখার জন্যে রেন্ট দিয়ে ধ্বংস করার পুরা দায় আওয়ামী লীগের এবং এই ধ্বংসের পুরা সময়টা আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত।

এ-সরকারের যে সব কর্মচারী আমলা তাদের বেতন বৃদ্ধি এবং সুযোগ সুবিধা দেখে মনে করছেন, এই ফ্যাসিস্টদের সাপোর্ট দিয়ে গেলে আপনার সনই সনই উন্নতি হতে থাকবে, ইউ উইল লিভ টু সি দিস ডে যে সরকার আপনাদের বেতন দিতে পারছেনা।

এবং সেই ফিনান্সিয়াল ক্রাইসিসে যখন সরকারি কর্মচারীদের বেতন দেয়া যাবেনা, ব্যাঙ্কে জমিয়ে রাখা সঞ্চয়, পেনশনের টাকার ভ্যালু, সঞ্চয়পত্রের ভ্যালু যখন হুট করে ২০%-৩০% নেমে যাবে, এক লাখ টাকার সঞ্চয়ের দাম যখন ৭০ হাজার টাকা হয়ে যাবে, হুট করে তাতে যে ক্রাইসিস হবে সেই ক্রাইসিসটার পুরা দায় আওয়ামী লীগরে নিতে হবে। এবং ঐ দিন আওয়ামী লিগেরই ক্ষমতায় থাকা উচিৎ, অন্য কারো নয়।

আমি কখনোই দেশের কোন অবনতিতে খুশী হই না। কিন্ত আমি সত্যি মনেকরি বাংলাদেশের ওই ক্রাইসিসটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তার পূর্বে ধ্বংস তত কম হবে। কারণ, ক্রাইসিসটা না হলে এই জাতি উপলব্ধি করতে পারবেনা, যথেষ্ট উৎপাদন না করে বিলালে রাজার ধন ও শেষ হয়ে যায়।


স্বাধীনতার পরে এতো গুলো বছরে আমাদের আসম কিবরিয়া সাহেব, সাইফুর রহমান সাহেবের মত খুবই মিতব্যয়ী কিছু অর্থমন্ত্রীদের কারণে, আমাদের সকলের সম্মিলিত স্যাক্রিফাইসের কারণে  যে সভ্রেন ঋণের সক্ষমতা হয়েছে এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো বাংলাদেশির বাবা মা পরিবার থেকে দূরে থেকে মাথার ঘাম পায়ে ফেলে যে রিজার্ভ হয়েছে — সেই গুলাকে ফু দিয়ে দুই বছরে নাই করে দিয়ে এবং সভ্রেন ঋণের সক্ষমতায় প্রতি বছর ৭/৮ বিলিয়ন ডলার ঋণ নিয়ে সেই ঋণের টাকায় ঘি খেয়ে সরকারি কর্মচারীদের বেতন ১৪ হাজার কোটি টাকা থেকে ৬০ হাজার কোটি টাকায় নিয়ে, সবাইকে লাখ লাখ টাকার গাড়ি কিনার লোন, বাসা কিনার লোন দিয়ে, এক কোটি টাকার খরচ ১০০ কোটি টাকায় সরকারের ফিনান্সের যে বারোটা বাজানো হয়েছে, ক্রাইসিস নিজের দোরগোড়ায় না আসলে — সেটা এই সিস্টেমের সুবিধাভোগীরা উপলব্ধি  করতে পারবেনা।

তাদের নিজের চোখে যখন দেখবে, এই সরকার তার বেতন পেনশনের টাকা দিতে পারছেনা তখন সে বুঝবে — নিজের হাতে তৈরি করা ফ্যাসিবাদ কিভাবে তার গলায় ফাঁস হয়েছে।

এই ক্রাইসিস আওয়ামী লীগের তৈরি এবং আওয়ামী লীগের হাতেই সেই পতন হওয়া উচিত। সিঙ্কিং শিপের ক্যাপ্টেন চেঞ্জ করতে নাই।

তাই এই নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা পরিবর্তন কোন মতেই কাম্য ছিল না।

এখন এটা ঐক্যফ্রন্ট বা বিএনপির প্রতি কোন ভালোবাসা থেকে বলছিনা।

তাদের সাথে অল্প কিছু মেশার ফলে এবং তাদের ইশতেহার দেখে আমার মনে হয়েছে এই ক্রাইসিস সম্পর্কে যথেষ্ট সচেতনতা তাদের নাই এবং তাদের মধ্যেও এই সিস্টেমের বেনেফিসিয়ারিদের পেট মোটা করে যাওয়ার একটা মেন্টালিটি আছে।

এবং এই সিস্টেমের বেনেফিসিয়ারিরাও তাদের উপরে চাপ দিত — শেখ হাসিনা আমাদের খুশি রাখছে এতো দিন, তুমি পারতেছোনা তাই তুমি ব্যর্থ। আমার ধারণা ক্ষমতায় আসলে, তারা ক্রাইসিসটা মিস-ম্যানেজমেন্ট করে আরো তরান্বিত করতো। ক্ষমতা না পেয়ে তারা বেচে গেছে।

সেকেন্ড আরেকটা জিনিস হলো, ‘বর্তমান ক্ষমতা কাঠামো’। এলাকায় এলাকায় আওয়ামী মাস্তান। পুলিশের নীচের স্তরে পুরো ছাত্রলীগ যারা একেকটা থানায় কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে মানুষকে নির্যাতন করছে এবং অত্যাচার অনাচার করে দেশের আনাচে কানাচে মানুষের সম্পদ লুট করে নিচ্ছে এবং ক্ষমতার সকল লেয়ারে আওয়ামী লীগের খাই খাই লোক জন, মিডিয়াতে তাদের লোক জন এবং ফ্যাসিজমের নৈতিক বৈধতা দিতে কালচারাল এস্টাব্লিশমেন্ট এর সব কিছুকে ন্যাচারলি আপ-রুট করা যাবেনা। এই টাকে আপ-রুট করতে বড় কোন ক্রাইসিস লাগবে।

যারপরে সকলে উপলব্ধি করতে পারবেন, সিস্টেমের একটা হোলসেল সংস্কার লাগবে। সেই শকটা না খাইলে এই সিস্টেমের কোন সংস্কার করা যাবেনা।

ঐক্যফ্রন্ট বা বিএনপির নিজ থেকে লিডারশিপ দিয়ে ভিশন দেখিয়ে সেই সংস্কার করে সিস্টেমকে লাইনে আনার কোন ক্যাপাসিটি নাই। মরালিও নাই, ফাংশানালিও নাই, ইন্টেলেকচুয়ালিও নাই।

তো ক্ষমতায় না গিয়ে তারা রীতিমত বেচে গেছে। নইলে, এক দিনও শান্তিতে থাকতে দিবোনার নীতিতে, তাদের জীবন আওয়ামী লীগ, সলিমুল্লাহ খান, শাহরিয়ার কবির,  সুলতানা কামাল এবং তাদের অস্ত্রধারী পোষা পাণ্ডারা ফানা ফানা করে দিত।

সো ক্ষমতায় যেতে না পারাটা তাদের জন্যে বিশাল মঙ্গল হয়েছে।

কিন্ত যারা এই ফ্যাসিস্ট রেজিমের কাছ থেকে বিভিন্ন ধরনের রেন্ট নিয়ে তাকে টিকিয়ে রাখছেন,  ইউ উইল লিভ টু সি দিস ডে।

সেই সাপ তার লেজ খেতে খেতে মুখে এসে পৌঁছাবে।

রোহিঙ্গাদেরকে দেখেন। লিবিয়া দেখেন। আপনি সেই স্টেজে যাবেন না তার কোন প্রফেসর নাই।

রাদার - আপনি যেটা সৃষ্টি করবেন, সেটার দায় আপনাকে নিতে হবে। নেচারস ল। প্রকৃতির শাস্তি।

এটা আজকে বোঝা যাচ্ছেনা।

শেয়ার মার্কেটের আগেও আমি বহু বন্ধুকে যখন ওয়ার্নিং দিয়েছিলাম তারা বলছিল — তুমি তো অনেক কিছু বলছ কিন্ত আমি তো টাকা কামাচ্ছি।

সরি বন্ধু দুনিয়াতে টাকা কামানো অনেক কঠিন কাজ।

সোনার ডিম পাড়া হাঁসকে ধীরে ধীরে মেরে ফেললে একদিন সেই হাসের ডিম পাড়া বন্ধ হবে।

তখন আপনি মনে করে দেখবেন, কিভাবে লোভ করতে গিয়ে নিজের আম ছালা দুইটাই হারিয়েছেন।

আর ঐক্যফ্রন্ট আর বিএনপির লোক জন, শোকরানা নামাজ পড়েন আল্লাহ আপনাদের বাঁচিয়ে দিয়েছেন।

  • লেখক ইন্ডিপেনডেন্ট রিসার্চার 


এতিমের প্রকারভেদ এবং ভিভিআইপি এতিম

—  মিনার রশীদ

কিছুদিন  আগে একটি  পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনৈক ভিসির একটি কাহিনী  ভাইরাল হয়ে পড়েছিল । সেই ভিসি  সাহেব এসএসসি পাশ এক এতিম মেয়েকে  মাস্টার রুলে নিজের বিশ্ববিদ্যালয়ে চাকুরির ব্যবস্থা করে দেন।  দয়া এবং জ্ঞানের সাগর সেই ভিসি মহাশয়  নিজের  ব্যাচেলর বাংলোতে (অফিসিয়াল  স্ত্রী অন্য জায়গায়)   সেই অনাথ মেয়েটির  আশ্রয়েরও ব্যবস্থা করেন। কিছুদিন পর এতিম মেয়েটি গর্ভবতী হয়ে পড়েন এবং যথারীতি সাহসিকতার সাথে (এবরশনের চাপ থাকা সত্ত্বেও) একটি সন্তান প্রসব করেন।  এমতাবস্থায় নীতিনিষ্ঠ বিশেষ চেতনাধারী সেই ভিসি সাহেব মেয়েটিকে  কলঙ্কিনী আখ্যা  দিয়ে  সন্তানসহ বের করে দেন। তখন এতিম মেয়েটি স্থানীয় সাংবাদিকদের শরণাপন্ন হন। ঘটনার  চৌম্বক অংশ ছিল মেয়েটিকে বলা  ভিসি সাহেবের মন ছুয়ে যাওয়া   নিবেদনটি , ‘তুমি এতিম, আমিও এতিম ....’।  এই ভাবে দুই এতিম কাছাকাছি  আসায় তৃতীয় এতিমটির  জন্ম হয়। এই কিছিমে ভিআইপি এতিমগণ   পিতৃ পরিচয়হীন সাধারণ এতিমের জন্ম দেন। 

একটি উদাহরণে তিন কিছিমের তিনটি  এতিম রয়েছে বলে ঘটনাটি উল্লেখের লোভ সংবরণ করতে  পারলাম না । দেশে এই কিছিমের  প্রচুর ভিআইপি এতিম থাকলেও ভিভিআইপি এতিম রয়েছে মনে হয় মাত্র  দুজন। এতিমের প্রতি সমাজের এই সহজাত সহানুভূতি শুধু  অর্থ  কিংবা প্রেম ভিক্ষার কাজেই  লাগছে  না — রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ বা টিকে থাকার জন্যেও খুবই  কাজে  দিচ্ছে । 

প্রিয় পাঠক, কারো আবেগকে আহত করার জন্যে নয় — মনের একটা বেদনা থেকেই লেখাটি লিখছি। আমরা সবাই নিজ নিজ এতিমের কান্না নিয়েই ব্যস্ত। সকল এতিমের কান্না কখন আমাদের সকলকে স্পর্শ করবে, জানি না ।  শেখ হাসিনা এবং শেখ রেহানার কান্নার রঙ থেকে লক্ষ্মীপুরের ডাক্তার ফয়েজের  মেয়ের কান্না বা বেদনার  রঙ কি আসলেই আলাদা? কিংবা ইলিয়াস আলীর কন্যার কান্নার রঙ থেকে  কমিশনার একরামুলের  কন্যার সেই কান্না, আব্বু তুমি কান্না করতেছো  যে? 

সাধারণ এতিমের কান্না আমাদের কানে ঢুকানো হয় না। ভিভিআইপি এতিমের কান্না বা আহাজারি বার বার আমাদের কানে ঢুকানো হয়। তবে ‘ভিভিআইপি এতিম’ শব্দটি  কেন ব্যবহার করলাম, সেই জবাবের আগে গতকাল বাসস পরিবেশিত সংবাদটির উপর একটু চোখ বুলিয়ে নেন । 

’৭৫ এর ১৫ আগস্ট তাঁর পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের নিহত হওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা এতিমদের বেদনা খুব ভালোভাবে অনুভব করতে পারি। কারণ আমরা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এতিম হয়েছি। তোমরা একেবারে একা না। আমরা আছি তোমাদের পাশে। আমি এবং আমার ছোট বোন (শেখ রেহানা) সব সময় তোমাদের কথা চিন্তা করি, বলেন প্রধানমন্ত্রী।

কান্না জড়িত কন্ঠে তিনি যখন বলেন, ‘আমি আমার মা বাবা ভাই সব হারিয়েছি’, তখন মনে হয় পাথরের হৃদয়ও বিদীর্ণ হয়ে যায় । 

এতিমদের কথা যিনি এত  ভাবেন, তাদের বেদনা এতটুকু  উপলব্ধি করেন  সেই  তাঁর  সরকারী এবং বেসরকারী বাহিনীর হাতে কতগুলি হত্যা ও গুম হয়েছে তা দেখে  অঙ্ক মিলে না । গত দশ বছরে কয়েক হাজার বিচার বহির্ভূতহত্যা, গুম, হেফাজত কিলিং, সাঈদী ইস্যুতে জামায়াত কিলিং সব কিছু মিলিয়ে কমপক্ষে ৫ হাজার নিরীহ মানুষকে হত্যা বা গায়েব করা হয়েছে । এর মাধ্যমে কমপক্ষে পনের থেকে বিশ হাজার বনি আদমের সন্তানকে এতিমের স্বাদ আস্বাদন করিয়েছেন। নির্মম পরিহাসের বিষয় হলো,   এই ভিক্টিমদের  কারো সাথেই নিজের এতিম হওয়ার ন্যূনতম সম্পর্ক নেই। মজার ব্যাপার হলো, এতকিছুর পরেও উনার ‘মাদার অব হিউম্যানিটি’  হতে অসুবিধা হয় নাই। 



হায়রে সেলুকাস! কী আজব এই দেশ! এ এক আজব খেলা। সাপ হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। এই সব ঘটনার  মধ্যে দুয়েকটি  ভাইরাল হলে  ক্ষণেক  ভাগ্যবান সেই  এতিম বা স্বজন হারারা ‘মাদার অব হিউম্যানিটি’র  তাৎক্ষণিক উষ্ণ হাগ বা  সান্ত্বনা উপভোগ করেন।  এরকম হাগ বা সান্ত্বনার গ্যারান্টি থাকলেও বিচারের গ্যারান্টি নেই । এসব কেরামতি দেখে   এটিকে আর কোনো রাষ্ট্র ব্যবস্থা বলে মনে  হয় না — মনে  হয় ব্যান্ডিট কুইন বা ডাকু রাণীর  প্রভাবিত এলাকা।  

বিষয়টি বুঝানোর জন্যে আমি একটি প্লেইনের উদাহরণ টানি । মনে করুন, একজন পাইলট প্লেইন ক্র্যাশে  স্ত্রীপুত্রসহ  নিহত  হয়েছেন। দয়ার্দ্র  পাসেন্জারবর্গ সেই পাইলটের জীবিত কন্যাকেই আবার প্লেইন চালানোর দায়িত্ব অর্পণ করে নিজেরা সেই প্লেইনের যাত্রী হয়েছেন । এই গল্পটি শুনলে সেই প্লেইনের প্যাসেন্জারদেরকে দয়াবান বললেও চরম বেকুব হিসাবে আখ্যায়িত করবেন। বলবেন, এই কাজটি করার আগে ওদের উচিত ছিল সেই কন্যার সাইকোলজিকেল টেsT করা, তার মানসিক বিষয়টি বিবেচনায় নেয়া। কারণ এমন একটি পারিবারিক ট্রাজেডির পর সেই কন্যার পক্ষে  প্লেইন চালানো তো দূরের কথা, তার পক্ষে মানসিকভাবে স্বাভাবিক  থাকাটাই  অস্বাভাবিক ব্যাপার । মানুষ হিসাবে দয়া দেখানো যেতে পারে, সহানুভূতি দেখানো যেতে পারে কিন্তু কোনওভাবেই দেশরুপী প্লেইনটির চালকের আসনে বসিয়ে নিজ ও জাতির জীবনকে বিপন্ন করা সমুচিন হচ্ছে  না ।  

আমাদের উচ্চ আদালত  যখন  নির্ভয়ে সত্য কথা বলতে পারতো তখন এই কন্যাকে রং হেডেড ঘোষণা দিয়েছিল ।  কারণ সেই ধরণের সিম্পটম দেখিয়ে চলছেন । তা না হলে একজন স্বাভাবিক মানুষের পক্ষে একটি রাষ্ট্রের অত্যাবশ্যকীয় অঙ্গ যেমন নির্বাচন কমিশন, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রশাসন,  বিচার ব্যবস্থা, গণমাধ্যম,  শিক্ষা ব্যবস্থা এবং অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করা সম্ভব হতো  না । দেশের সর্বোচ্চ নির্বাহী হিসাবে একজন  প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশের সকল মানুষের 

(ভিন্ন মতাবলম্বীসহ) জান ও মালের নিরাপত্তা বিধান করা। সেখানে হাজার হাজার ভিন্ন মতাবলম্বী কিংবা বিরোধীদলের নেতাকর্মীকে খুন গুম করে তাদের মধ্যে দুয়েকজন ভাইরাল এতিম-বিধবা-সন্তানহারাকে ডেকে হাগ করা বা সান্ত্বনার নাটক প্রধানমন্ত্রীর কাজ নয় ।

জীবনটা হয়ে গেছে অনেকটা বাংলা সিনেমা কিংবা হুমায়ূন আহমেদের হাসির নাটকের  মত । এক পাগলী দাও হাতে নিয়ে গ্রামবাসীকে তাড়া করছে। জীবন বাঁচাতে সবাই ছুটছে। কেউ পেছনে ফেরে তাকাচ্ছে না।   পাগলীর হাত থেকে এই দা কেড়ে নেওয়া বা তাকে নিবৃত্ত করার জন্যে কেউ এগিয়ে আসছে না । 

যে গণমাধ্যমের নৈতিক দায়িত্ব ছিল এই সব বিষয় তুলে ধরা — তাদের কেউ কেউ এই কাজের জন্যে তৈল দিয়ে আকাশে তুলছে । মোজা বাবু, গোলাম সারওয়ারের মত কেউ  কেউ পাশে দাড়িয়ে দাড়িয়ে বাহ্বা দিচ্ছে । জিকে শামীম , শাহেদ , সাবরীনা , পাপলু , ওসি প্রদীপ নিজ নিজ মতলব হাসিল করছে । 

সত্যি মহা বিপদে ও আপদে পড়েছে এই জাতি ।


  • লেখক রাজনৈতিক বিশ্লেষক 


বেগম জিয়া — একদলীয় শাসনের পথে একমাত্র বাধা

— ড. জাহিদ দেওয়ান শামীম

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তথাকথিত দুই কোটি টাকার মিথ্যা দুর্নীতি মামলার সাজানো রায়ে দুই বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক  হিংসার কারণে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। করোনাভাইরাস মহামারির কারণে ২৫ মাসের বেশি সময় পর দুইটি শর্তে তাকে মুক্তি দেয়া হয়। সেগুলো হলো, এই সময়ে তাঁর ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। কিন্তু, বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই বিএনপি ও সমমনা জোট তার মুক্তির দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালনসহ আদালতে বিচারকি প্রক্রিয়ায় জামিনের চেষ্টা করেছে। জামিন যোগ্য মামলায় বারবার তার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে আদালতে। এমনকি সুচিকিৎসার জন্য মানবিক কারণেও তাকে মুক্তি দেওয়া হয় নাই।

 

বেগম খালেদা জিয়াকে, জিয়া পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ধ্বংস এবং রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্য সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে ২০০৭ সালের এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশে-বিদেশে জিয়া পরিবার ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে টার্গেট করে এগোতে থাকেন। দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন কল্পকাহিনী তৈরির মাধ্যমে বেগম জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন এবং চরিত্র হনন করেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তার ধারাবাহিকতায় বর্তমান ভোটারবিহীন মিডনাইট অবৈধ সরকার ও তার দোসরা জিয়া পরিবার ও বিএনপিকে জনগনের কাছে হেয়প্রতিপন্ন ও ধ্বংস করার জন্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষনা করেন। বর্তমান মিডনাইট অবৈধ সরকার বেগম জিয়া ও তারেক রহমান’র বিরুদ্ধে অর্থ পাচার, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির নামে এক পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করছে। এসবের সাথে সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্র, আওয়ামী লীগের নেতাকর্মি এবং বর্তমান দালাল মিডিয়ার কিছু অসৎ লোকজন জড়িত। ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত প্রায় ১১ বছর অনেক চেষ্টা তদবির করেও বর্তমান অবৈধ সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগও প্রমান করতে পারেনি। তারপরও অবৈধ সরকার, আওয়ামী লীগ ও দালাল মিডিয়ার অসৎ লোকজনের বেগম জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার থামেনি।

 

অক্টোবর ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর করে এসে একটি সংবাদ সম্মেলন করেন। বিদেশ সফরের বিষয়বস্তু নিয়ে এরকম সংবাদ সম্মেলন একটি চিরাচরিত বিষয়। কিন্তু তখনকার সংবাদ সম্মেলনে লক্ষণীয় বিষয ছিল বিদেশ সফরের বিষয়বস্তুর বাহিরে সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উম্মা প্রকাশ করে দেশের গণমাধ্যমের প্রতি গুরুতর অভিযোগ করেন। তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার সৌদি আরবসহ বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবং সেখানে মার্কেটসহ আরো অনেক কিছুতে বিনিয়োগ করেছেন। এসব সংবাদ বিদেশের গণমাধ্যমে প্রকাশের পরও দেশের তিনটি পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকা সেই সংবাদ প্রকাশ করেনি। এই অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকে শুধু অভিযুক্তই করেননি, রীতিমতো ভর্ৎসনা করেছেন। কিন্তু এই অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অসত্য কল্পকাহিনী। এই মিথ্যা কল্পকাহিনী ক্ষেত্র তৈরি করেছিলেন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে জিয়া পরিবারের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে। সেসময় জাতীয় সংসদে তিনি বলেন, জিয়া পরিবারের ১২টি দেশে ১২শ’কোটি টাকা পাচার সংক্রান্ত গ্লোবাল ইন্টিলিজেন্স নেটওয়ার্ক (জিআইএন) রিপোর্ট সরকারের হাতে এসেছে। এ নিয়ে তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে যারা দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে পাচারকৃত অর্থ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত আনা হবে। এত গুরুত্বপূর্ণ সংবাদ দেশের গণমাধ্যমে প্রধানমন্ত্রী বলার আগে কেনো প্রকাশিত হলো না। এজন্যেও তিনি গণমাধ্যমকে ভর্ৎসনা করেন। এই মিথ্যা ও ভিত্তিহীন অসত্য কল্পকাহিনী প্রচারের ক্ষেত্রে ব্যতিক্রমী ভূমিকা যে দু’তিনটি গণমাধ্যম পালন করেছে তার মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত দ্য ডেইলি অবজারভার। তারপর থেকে ডেইলি অবজারভার ও সরকারের আজ্ঞাবহ কিছু দালাল মিডিয়া জিয়া পরিবারের দুর্নীতির মাধ্যমে অর্থ পাচারের কল্পকাহিনীর বিষয়ে সংবাদ প্রকাশ করছে। জিয়া পরিবারের দুর্নীতির এসব মিথ্যা ও ভিত্তিহীন কল্পকাহিনীর সংবাদের উৎস বলা হয়েছে, আরবভিত্তিক একটি টিভি চ্যানেল জিআইএনকে (গ্লোবাল ইন্টিলিজেন্স নেটওয়ার্ক) উদ্ধৃত করে এবং কানাডার টিভি চ্যানেল দ্য ন্যাশনাল এই খবর দিয়েছে। রোহিঙ্গা ইসুতে বাংলাদেশের চেতনাধারী দালাল মিডিয়ার যে সাংবাদিক প্রধানমন্ত্রী হাসিনাকে শান্তিতে নবেল পাইয়ে দিচ্ছিলেন, সে সাংবাদিক জিয়া পরিবারের দুর্নীতির তথ্যসূত্র হিসেবে ‘আরব নিউজ’ পত্রিকার কথা বললেন। তিনি বললেন, ‘আরব নিউজসহ মধ্যপ্রাচ্যের আরও কিছু পত্রিকায় এই সংবাদ প্রকাশিত হয়েছে। আরব নিউজের সম্পাদক আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়েও জিয়া পরিবারের টাকা পাচারের কথা বলেছেন। গত সেপ্টেম্বরে দৈনিক জনকণ্ঠ লিখেছিল জিয়া পরিবারের দুর্নীতির প্রমাণ সরকারের হাতে এসেছে। প্রধানমন্ত্রী সংসদেও যা বলেছিলেন। প্রধানমন্ত্রীর অভিযোগের পর বিএনপির পক্ষ থেকে দুর্নীতির বিষয়টি কাল্পনিক ও অসত্য বলা হয়েছে। প্রধানমন্ত্রী ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর উত্তরে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, আল জাজিরা এবং গার্ডিয়ান জিয়া পরিবারের দুর্নীতির সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করেন। সেই সময় সাংবাদিক গোলাম মোর্তোজা জিয়া পরিবারের দুর্নীতি ও অর্থ পাচারের উপর বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী রিপোর্ট করেছেন। তিনি জিয়া পরিবারের দুর্নীতির খবরটির কোনো সত্যতা বা অস্তিত্ব খুজে পাননি। ইন্টারনেটে অনেক  খুঁজে জিয়া পরিবারের দুর্নীতির খবরতো দুরের কথা গ্লোবাল ইন্টিলিজেন্স নেটওয়ার্ক এবং দ্য ন্যাশনাল নামে কানাডার কোনো টিভি চ্যানেলের অস্তিত্ব পাওয়া যায়নি। আরব নিউজ, আল জাজিরা এবং গার্ডিয়ান বিভিন্ন পত্রিকার ওয়েবসাইটে ঢুকেও অবৈধ সরকারের প্রধানমন্ত্রী হাসিনার দাবিকৃত জিয়া পরিবারের দুর্নীতি বিষয়ক কোনো সংবাদের লিংক বা অস্তিত্বও খুঁজে পাওয়া যায় নাই।

 

পক্ষান্তরে, দেশিবিদেশি গনমাধ্যমে প্রতিনিয়ত দেশের দুর্নীতি, অর্থ লুটপাট ও বিদেশে অর্থ পাচারের খবর প্রকাশিত হয়। গত দশ বছরে শুধু বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে থেকে ৩০-৪০ হাজার কোটি টাকারও বেশি লুটপাট, চুরি বা আত্নসাৎ করা হয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বড় ও কুখ্যাত অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত রাষ্ট্রীয় সোনালী ব্যাংক। ২০১০ এবং ২০১২ সালে সোনালী ব্যাংকের ঢাকাস্থ এক শাখা অবৈধভাবে ৪৫৪ মিলিয়ন ডলার ঋন প্রদান করে। জনশ্রুতি আছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা ডা. মোদাসেরের তদবিরে ৩৪৪ মিলিয়ন ডলার ঋণ হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামকে দেওয়া হয়। এই ঋণ অবৈধভাবে কোম্পানি ক্রেডিটের কল্পিত, মিথ্যা, জাল ও প্রতারণামুলক চিঠির বিপরীতে ইসু করা হয়। শেয়ারবাজার থেকে ২০১০ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১৫,০০০ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেয়ারবাজার কেলেঙ্কারিতে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বস্বান্ত হয়েছে। ইনভেস্টিগেশনে মুল অভিযুক্তর তালিকায় সালমাল এফ রহমান, ফালু, লুৎফর রহমানের প্রতিষ্ঠানসহ আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে শেয়ারবাজার কেলেঙ্কারির সাথে জড়িত কারও নামে বা কোন প্রতিষ্ঠানের নামে সরকার মামলা করে নাই। ডেসটিনির মাধ্যমে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত সাধারণ মানুষের ৪,১১৯ কোটি টাকা আত্নসাৎ করা হয়েছে। এই অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত রফিকুল আমীন। ২০১২-২০১৩ সালে বেসিক ব্যাংক থেকে ৪, ৫০০ হাজার কোটি টাকা আত্নসাৎ বা লুটপাট করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত ও মুল অভিযুক্ত ব্যক্তি শেখ আব্দুল হাই বাচ্চু রাজনৈতিক ভাবে প্রভাবশালী এবং বর্তমান ক্ষমতাসীনদলের আশীর্বাদপুষ্ট। বিসমিল্লাহর মাধ্যমে ২০১১-২০১২ সালে দেশের সাধারণ মানুষর ১, ১০০ কোটি টাকা লুটপাট করা হয়েছে। খাঁজা সোলায়মান এবং নওরীন হাসিব এই অর্থ কেলেঙ্কারির মুল অভিযুক্ত। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেশী-বিদেশী প্রভাবশালী কর্মকর্তা, পর্দার আড়ালের রাঘববোয়াল ও একটি সংঘবদ্ধ চক্র এই অর্থ লুটপাট এবং চুরির সাথে জড়িত। এসবের জন্য বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৭৬ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারের সাথে জড়িত সরকারি ও বিরোধী দলের রাঘববোয়ালসহ প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম পানামা পেপারস এবং প্যারাডাইস পেপারসে আছে। সরকার ও রাষ্ট্রের দায়িত্ব সকল দুর্নীতি, অর্থ লুটপাট ও অর্থ পাচারের তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা। কিন্তু, বর্তমান সরকার দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির মূল নায়ক এবং অভিযুক্তদের বিচারের আওতায় না নিয়ে উল্টো রাজনৈতিকভাবে প্রভাবশালী এইসব লুটেরাদের ছাড় দিচ্ছে। বিপরীতে, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও তাদের দালাল মিডিয়া জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের কাল্পনিক ও অসত্য কাহিনী প্রচার করাচ্ছে। বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস এবং রাজনীতি ও নির্বাচন থেকে দুর রাখার জন্য সুপরিকল্পিত বেগম জিয়া ও তারেক রহমান বিরুদ্ধে এক পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করছে। এত কিছুর পরও ব্যর্থ হয়ে, ২০১৮ সালে ফেব্রুয়ারি ৮ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তথাকথিত মিথ্যা দুর্নীতি মামলার সাজানো রায়ে ৫ বছরের জেল এবং দুই কোটি টাকা জরিমানা করে কারাগারা বন্দি করে। গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও ১০ অক্টোবর ২০১৮ তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার মাধ্যমে পুনরায় প্রমাণিত করলো যে, এদেশে কোনো নাগরিকেরই আর সুবিচার পাওয়ার সুযোগ নেই। এছাড়াও, গত ১৩ বছরে বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় ২ লক্ষ, আর তাতে আসামী করা হয়েছে ১৮-২০ লক্ষ নেতাকর্মীকে। বিগত বছরগুলোতে বিএনপির ১২-১৪ হাজারের বেশি নেতা-কর্মী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার এবং ৩০০ - ৩৫০ নেতাকর্মী গুম হয়ে এখনো ফিরে আসে নাই। এসব জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে সম্প্রতি সময়ে দেশে চলমান বিদ্বেষপূর্ণ, ঘৃণ্য, প্রতিহিংসামূলক ও অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ। তাই, বিএনপি ছাড়াও দেশের সাধারণ জনগন, অরাজনৈতিক সুশীলসমাজ, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী রাষ্ট্র বেগম জিয়ার বিচারের বিশ্বাসযোগ্যতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বেগম জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে তা তারা বিশ্বাস করে। খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দুরে রাখার জন্য বর্তমান অবৈধ সরকার পরিকল্পিত ভাবে এসব করছে। সরকার মনে করেছিল দলের চেয়ারপার্সনকে কারাগারে নিলে তার মুক্তির জন্য বিএনপির নেতাকর্মিরা জ্বালাও, পোড়াও এবং ধ্বংসাত্মক আন্দোলন করবে এবং দলের ঐক্য বিনষ্ট হবে। বিএনপি চেয়ারপার্সনের নির্দেশ মত বিএনপি দলীয় নেতাকর্মিসহ বিভিন্ন পেশার মানুষকে নিয়ে ক্ষমতাসীনদের বৈরী আচারণ সত্ত্বেও ঐক্যবদ্ধ ভাবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করছে। বর্তমান অবৈধ সরকার ও সরকারি দল শত চেষ্টা করেও বিএনপিতে ভাঙ্গন ধরাতে পারেনি। এটা বিএনপির এক বিষ্ময়কর সাফল্য। বিএনপি এখন সারা দেশ অনেক বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাই অবৈধ সরকারের চক্রান্ত সফল হয় নাই। পক্ষান্তরে, কারাবন্দি পর বেগম জিয়া আগের চেয়ে এখন আরও বেশি জনপ্রিয় ও শক্তিশালী। ৮ই ফেব্রুয়ারি মিথ্যা মামলার সাজানো রায়ের পর বেগম জিয়া দেশনেত্রী থেকে দেশমাতাতে পরিণত হয়েছেন। তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী, মহান স্বাধীনতার ঘোষক ও রনাঙ্গনের যোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনি এবং দেশের জনগণ দৃঢ় ভাবে বিশ্বাস করেন তিনি জিয়ার আদর্শ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্রের প্রতীক। শত বাধা-বিপত্তি, জেল-জুলুম, নিপীড়ন ও নির্যাতনের মধ্যে থেকেও তিনি যেটা অন্যায় মনে করেন তার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে যাবেন। তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি এবং করবেনও না — এটা মানুষের বিশ্বাস। দেশের মানুষ মনেপ্রাণে এটাও বিশ্বাস ও কামনা করে যে, বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নিত রাখবে এবং মানষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জয়ী হবে।

 

  • লেখক সিনিয়র সায়েন্টিস্ট, নিউইয়র্ক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র 

ঢাকাবাসির কেন বিএনপির প্রতি কৃতজ্ঞ থাকা দরকার…

—  রেজাউল করিম রনি


একটা বিষয় খেয়াল করা দরকার। ঢাকার পরিবেশ করোনার সময়ে বরং  ভাল ছিল। এখন আবার আগের মতো হতে চলেছে। এই ঢাকার পরিবেশ এক সময় এমন ছিল, রাস্তায় বের হলে, চোখ জ্বলা শুরু হতো। প্রায় সবই ছিল, তেলে বা ডিজেলে চালিত যানবাহন। বিশেষ করে ছোট ছোট অটোতে ঢাকা ছেয়ে গিয়েছিল। ধোঁয়াতে শ্বাসকষ্ট ও হাঁপানির রোগীদের আতঙ্ক হয়ে উঠেছিল- ঢাকা। ঢাকা হয়ে উঠেছিল- কালো ধোঁয়ার একটা দ্বিপ।  


২০০৪ সালে ঢাকা শহরে ব্যাপকহারে
পরিবেশ বান্ধব যানবাহন চালু হয়

আমি অনেক আওয়ামী মানসিকতার সাংবাদিকদের কাছ থেকেই পারসোনাল  আলাপে বলতে শুনেছি, বিএনপির নেত্রী খালেদা জিয়াকে বিষয়টির ভয়াবহতা জানানো হলে তিনি, পরিবেশ বিষেশজ্ঞদের সাথে কথা বলে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। তারেক রহমান’র উদ্যোগে যোগাযোগ মন্ত্রনালয়কে দিয়ে ঢাকাতে ডিজেল চালিত যানের পরির্বতে সিএনজি চালিত পরিবহন ব্যবস্থা চালু করার ব্যবস্থা নেন এবং  তা বাস্তবায়ন করতে নানান রকম পদক্ষেপ নেয়া হয়। পরে বাসগুলোও কিছু কিছু সিএনজি চালিত হওয়া শুরু করে। খরচ কম হওয়াতে প্রাইভেট গাড়িগুলো গণহারে সিএনজি চালিত হতে শুরু করে। ২০০৪ সালের দিকে সিএনিজি চালিত যানবান চালুর জোয়ার শুরু হয়। 

ঢাকাতে যে পরিমান গাড়ি ও লোক বেড়েছে, এই উদ্যোগ না নিলে ঢাকা আরও আগেই হতো মৃত্যুপুরি। এখন, যেমন উন্নয়নের গজবে তলিয়ে যায়, তখন ধুকে ধুকে মরার মতো রোগির সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকতো। যদিও এখনও এই ঢাকা দুনিয়ার অন্যমত নিকৃষ্ট জায়গা। কিন্তু সেই উদ্যোগটা না নেয়া হলে, ঢাকা শশ্মানভূমি হয়ে থাকতো।  

তখন যারা সারাদিন রাস্তায় থাকতো হাচি-কাশির সাথে কালো ময়লা বের হতো। এখনও তেমন থাকলে - ঢাকার অবস্থা কি হতো কল্পনা করতেও ভয় লাগে। 

কিন্তু আজ এইসব কথা বলার কোন উপায় নাই। এই দেশকে যারা গোরস্থান বানাতে চায়। যারা ভয়ের সংষ্কৃতি দিয়ে সব অর্জন নিজেদের করে নিতে চায়। যারা মিথ্যাকেই একমাত্র সত্য হিসেবে চর্চার পথ পরিস্কার রেখেছে তাদের সব কুকর্মও আজ মহান ইতিহাস হিসেবে চর্চা করা হয়। অথচ পলিথিন নিষিদ্ধসহ এই বিরাট উপাকারটি যে দলটি করলো, যেই নেত্রীর হাতে এই বিষয়টি কার্যকর হলো তার প্রতি কোন মনোযোগ নাই। আর তারেক রহমানের নাম নিলে তো ওদের গায়ে মনে হয় ফোস্কা উঠে। বরং এই দরকারী উদ্যোগে তারেক রহমান যুক্ত থাকার বিষয়টি নিয়ে লীগ ও তাদের পোষ্য মিডিয়া রসগল্প রচনা করেছে। তার পরেও তিনি কোন কথা বলেন নাই। নিজের নাম জাহির করার জন্য মিডিয়াকে ব্যবহার করেন নাই। মিথ্যা রটনারও প্রতিবাদ করেন নাই।  উনার কাজ উনি করে গেছেন। 

অন্যদিকে যে, বামরা পরিবেশ রক্ষার নামে সক্রিয় থাকে আর লীগের স্বার্থ ছাড়া আর কিছু রক্ষা করার যোগ্যতা রাখে না, তারাই  বিএনপির নাম মুখে আনাকে একটা চেতনা ও প্রগতীবিরোধী ব্যপার মনে করে।

তাদের কারণেই দেশে এমন অবস্থা হয়েছে যে, লীগের নাম নিলে সেটা হয়, ইতিহাস চর্চা। আর বিএনপি নাম নিলে সেটা হয়, দেশবিরোধী বা অ-ইতিহাসসুলভ ব্যাপার। এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা মিডিয়াও ফলো করে এবং ইতিহাসের দখল যার, ক্ষমতাও তার। তাই এই ফ্যাসিবাদ এতোটা আহ্লাদ নিয়ে আরামে টিকে থাকতে পারে। এটার জন্য দায়ি আমাদের  ইতিহাসের আওয়মী করণ। যা আমাদের দেশের মূলধারার মিডিয়া ও বুদ্ধিজীবীরা জারি করেছে।    

কোন লোক স্বীকার না করলেও এই অবদান সদকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। এর উপকারিতা জনগন পাচ্ছে। মানুষ না বললেও এই অবদান থেকে যাবে বাংলাদেশের আকাশে-বাতাসে। 

জুলুমের কালে, খালেদা জিয়ার সুস্বাস্থ্যা ও দীর্ঘ জীবন কামনা করি।


Wednesday, August 12, 2020

তাঁদের মামা

—  ওয়াসিম ইফতেখার

ওয়াসিম ইফতেখার
ব্লগার 

হিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এর দশকে বলতে অস্বস্তি ই লাগে, তবুও বলি। এসব বলার মানুষ বেশী আর নেই। ইতিহাস বিকৃতি'র উৎসবে কিছু সত্য প্রকাশ মন্দ তো না।

...মামী এখনো বেঁচে আছেন। বেশ অসুস্থ। উনার জন্য দোয়া রাখবেন। যে ছবিটা দিলাম, চার জনের সামনে যিনি, এই মামী'র স্বামী। মানে মামা হন। হুম মামা বেঁটে ছিলেন, বেশ ভালোই খাঁটো। যে সময়ের কথা বলছি, মামা তখন ডাক্তার। মেজর ডাঃ নাইমুল ইসলাম, ডাক নাম বাচ্চু।  

কমলের ইচ্ছা ছিল মেডিকেলে পড়বে, বড় ডাক্তার হবে। কিন্তু বাচ্চু মামা'র পরামর্শে কমল শেষ অবধি আর্মিতে চলে আসে।

মার্চ মাসে ভাগ্নে কমল চট্টগ্রামে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করে বসে। সে এক হুলস্থুলকাণ্ড বৈকি।

ভাগ্নে যখন চট্টগ্রামে বিদ্রোহ করে যুদ্ধ শুরু করেছে তখন মামা বাচ্চু অর্ডিন্যান্স ফ্যাক্ট্রিতে বিদ্রোহ করে বাঙালী অফিসারদের ফ্যামিলি গুলো রেস্কিউ করে ঢাকা'র দিকে কোথাও নিয়ে আসছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

তার স্ত্রী'র ভাষ্য ৩ এপ্রিল সকালের দিকে উনি বললেন — 

‘একটা সুটকেসে তোমাদের কিছু কাপড় নিয়ে নাও।’ 

জানতে চাইলাম, ‘তোমার-টা নেবে না?’ 

বললেন, ‘দরকার নেই।’ 

কথাটা তখন ঠিক বুঝতে পারি নি, আজ উপলব্ধি করি। তিনি হয়তো সবকিছুই বুঝেছিলেন, সব জানতেন। যা হোক ঐদিন তিনি বললেন যে আমাদের ঢাকা শহরের ফার্মগেটে নামিয়ে দেবে।


উল্লেখ্য ২৫ মার্চের পর থেকে চেনাজানা কাছের মানুষরা সবাই জড়ো হয়েছিল ডাক্তার নাইমুলের বাড়িতে। 

একটা বাস ভর্তি হলো আর নাইমুলের একটা ফিয়েট গাড়ি। ফিয়েট টা নাইমুল নিজেই চালাচ্ছিল। 

আজ যেটা উত্তরা এই উত্তরা হয়ে নিকুঞ্জ পার হবার পথে ডাঃ নাইমুল ইসলাম বাচ্চু চালিত ফিয়েট ও অন্যান্য ফ্যামিলি গুলোকে বহন করা বাসকে ব্যারিকেড দিয়ে আঁটকে দেয় এক পাকিস্তানী কর্নেল। অন্যরা স্কেপ করতে পারলেও আঁটকে যান নাইমুল। তাঁকে ধরে নিয়ে আসা হয় সংসদ ভবন এলাকার আর্মি ক্যাম্পে। এরপর নাইমুলের আর কোন খোঁজ পাওয়া যায় নি, বহু যুগ। 



যে দিন যারা নাইমুলের বাড়িতে অবস্থান নিয়েছিলেন তাদের একজন মাহাবুবুর রহমান। দেশ স্বাধীন হবার পর ২৬ মার্চ উপলক্ষে 'হাতিয়ারে' নামে একটা স্মরণিকা প্রকাশ হয়। ৩ এপ্রিলের বাস ছাড়ার আগ মূহুর্ত পর্যন্ত সব কিছুর বিস্তারিত বর্ণনা মাহাবুবুর রহমান লিপিবদ্ধ করেছেন ঐ স্মরণিকাতে।

এতগুলো জীবন বাঁচাতে শহীদ হওয়া নাইমুল হয়তো এই দেশে মুক্তির ইতিহাসে গুরুত্বপূর্ণ কেউকেটা কেউ নন। 

শুধু ধরা পরা না, দেশের জন্য কিভাবে মরতে হয়, তার একটা ভালো উদাহরণ হয়ে থাকবেন নাইমুল। জানতে চান কিভাবে হত্যা করা হয় কমলের মামা ডাক্তার নাইমুল কে?

করাচী আর্মি হাসপাতালে বাঙ্গালী রুগী আসতো রক্ত শূন্যতা আর জখমজনিত ক্ষরণ নিয়ে। তখন, রক্ত প্রয়োজন হলে মেজর ডাঃ নাইমুল পাঞ্জাবী সৈন্যদের কাছে রক্ত চাইতেন রোগী বাঁচাতে। 

মামা তখন বুঝেন নি পাঞ্জাবীরা রক্তদানকে ভালো চোখে দেখছে না। যখন বুঝলেন তখন ৭১' সালের এপ্রিল মাস। 

গ্রুপ মিলে গেলেই মামার শরীরের রক্ত নিয়ে নিয়ে পাক সেনাদের শক্ত শূন্যতা পূরণ করা হতো! অনবরত নেয়া হতে শুরু হল রক্ত… বুঝতেই পারছেন।

এর বেশী কিছু বলতে চাই না। সত্য বলতে বলার ক্ষমতা আমার নেই। বিভৎসতার বর্ণনা নাই বা জানালাম! যতদূর জানা গিয়েছে, মামার প্রায় রক্তশূণ্য দেহটি সংসদ ভবনের পিছনে কোথাও পুঁতে দেয়া হয়। এখন যেটা লেক হয়েছে আর কি। এই ঘটনা জানতে অপেক্ষা করতে হয়েছে কয়েক যুগ। স্বাধীন দেশের অজস্র বেওয়ারিস লাশের মত হারিয়ে গিয়েছেন মামা।

বাংলাদেশের ডাকটিকিটে প্রথমবারের মতো আমরা শহীদ বুদ্ধিজীবীদের পাই ১৪ ডিসেম্বর ১৯৯১-এ প্রকাশিত তিনটি শিটলেটে, বেগম জিয়ার প্রধানমন্ত্রী হবার পর। সেই সুবাদে প্রথমবারের মত হ্যাঁ, ৯৩'এ ডাক্তার নাইমুলের ছবি সম্বলিত সম্মান সূচক ডাক টিকিট প্রকাশ করেছিল বেগম জিয়ার সরকার। শহীদ ডাক্তার হিসাবে মামা নাইমুলের নাম তখন স্মরণ হয়েছে PG ও CMH- এর শ্বেতপাথরে। 

অনেক চেষ্টার পর Bangladesh Ordnance Factory থেকে যে রাস্তা বামে সালনার দিকে বাঁক নিয়েছে, সেই রাস্তার নাম রাখা হয়েছে এই শহীদ ডাক্তারের নামে। তার আগে ঐ প্রধান সড়কের নাম শহীদ মুক্তিযোদ্ধা ডাক্তার নাইমুলের নামে করার দাবী উঠলে বাঁধা দেয় এলাকার লীগ নেতারা।

আর হ্যাঁ, ঐ মামী কিন্তু কমলের একার মামী না। পুতুলেরও মামী। না, স্বামী কমলের সূত্রে না। নিজ মায়ের সূত্রে।

অনুগ্রহ করে কোন প্রশ্ন করবেন না। স্রেফ জেনে রাখেন, এই দেশের জন্য এমন অনেক মানুষ ও পরিবার প্রাণ দিয়েছে, যাদের কথা জাতিকে জানতে দিতে প্রবল আপত্তি একটা গোষ্ঠীর।।


তথ্য সুত্র —  

  • ইত্তেফাক 
  • নবিউল করিম 
  • শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাকটিকিট
  • মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক তালিকা


গণতন্ত্রই জনগণের রক্ষাকবচ

  সুলতান মোহাম্মদ জাকারিয়া 

সুলতান মোহাম্মদ জাকারিয়া 
গবেষক 

গাড়ির মালিক-চালকদের স্বার্থহানি হলে মালিক-চালক-শ্রমিকদের সংগঠন সরকারের সাথে দরকষাকষি করে — সরকারকে দাবি মানতে বাধ্য করে।

আইনজীবিদের স্বার্থহানি হলে আইনজীবী সমিতি আদালত অচল করে দেয় — সরকারকে দাবি মানতে বাধ্য করে।

পুলিশের স্বার্থহানি হলে পুলিশ এসোসিয়েশন সরকারকে ধমক দেয়, পরের বার রাতে ভোট নিয়ে দিবে না বলে হুমকি দেয় — সরকার মেনে নিতে বাধ্য হয়।

সামরিক বাহিনীর স্বার্থহানি হলে সামরিক বাহিনী গদি নড়বড়ে করে দিবে বলে হুমকি দেয় — সরকার ভয়ে সব দাবি মেনে নেয়।

সরকারি কর্মকর্তাদের স্বার্থহানি হলে (যেমন — ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চলে গেলে) সরকারি কর্মকর্তাদের এসোসিয়েশন অবৈধ নির্বাচনে অবৈধ সুবিধা দিবে না বলে হুমকি দেয় — সরকার তাদের দাবি মেনে নিতে বাধ্য হয়।

এই যে সংগঠিত গোষ্ঠীগুলো, এর বাইরেও বিপুল সংখ্যক মানুষ রয়েছে যাদের কোন সংগঠন নেই, কোন ছায়া নেই, কোন দল নেই, বল নেই। এরা ‘সাধারণ’ মানুষ, ;আমজনতা’, ‘ম্যাংগো পিপল’। আপনি ও আমি। তো এই আমজনতার কোন স্বার্থহানি হলে তার প্রতিকার কী? তাদের পক্ষে কে দরকষাকষি করবে?


কিছুদিন আগে সরকার পরিবহন ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে। কেন জানেন? কারণ পরিবহন মালিকদের সংগঠন ও তাদের নেতা শাহাজাহান খান সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, তারা নাকি করোনাকালীন ক্ষতির সম্মুখীন হয়েছে সুতরাং ভাড়া বাড়িয়ে দিয়ে তাদের ক্ষতি পুষিয়ে দিতে হবে। খুবই যৌক্তিক কথা। তাদের ক্ষতি হয়েছে সুতরাং ক্ষতি পোষাতে হবে। কিন্তু কার কাছ থেকে পোষাবে? কার পকেট কেটে? কাটো জনগণের পকেটই কাটো! কোন প্রতিবাদ হবে না। যদিও করোনায় আমজনতা, যারা গণপরিবহণে চড়ে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো চাকুরি গেছে, কারো বেতন কমেছে। তো জোর করে তাদের পকেট কাটার বন্দোবস্ত করা হলো, তারা বাড়তি ভাড়া দিতে হবে — কিন্তু তাদের যে আয়-রোজগার কমলো, তাদের ক্ষতিপূরণ কে দিবে? তাদের ক্ষতি কে পোষাবে? আর আম-জনগণই যেহেতু ক্ষতিগ্রস্ত তারাই কেন অন্যের ক্ষতি পোষাতে নিজেদের পকেট থেকে ৬০ শতাংশ বেশি বাস ভাড়া দিবে? দেখুন, আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা সরকার এখানে জনগণের পক্ষ না নিয়ে পরিবহণ মালিক-শ্রমিকদের পক্ষ নিয়েছে। কেন? কারণ মালিকদের সংগঠন আছে। জনগণের কোন সংগঠন নেই। জনগণের পক্ষে কথা বলার কেউ নেই। সেজন্য জনগণের পকেট কাটা জায়েজ। জনগণের স্বার্থের বিপক্ষে রাজনীতি করা মুক্তিযুদ্ধের চেতনা?


আরেকটা উদাহরণ দেখুন, গত কয়েক মাস সরকার যাচ্ছেতাইভাবে জনগণের ঘাড়ে দ্বিগুণ, তিনগুণ বিদ্যুতের বিল চাপিয়ে দিয়েছে। কেন? কারণ তাদের পকেট কাটা সহজ। কোন আওয়াজ হবে না, প্রতিবাদ হবে না। প্রতিবাদ করলে মামলা, হামলা, গুম! জনগণের স্বার্থ দেখার কেউ নেই। কোথাও কেউ নেই জনগণের পক্ষে দাড়াবার। জনগণেরও করার কিছু নেই এই অন্যায় সিদ্ধান্ত মুখ বুঝে সহ্য করা ছাড়া।


...হ্যাঁ থাকতো, যদি পাঁচ বছর পরপর হলেও তাদের হাতে ভোট দেওয়ার ক্ষমতাটা থাকতো। প্রতি পাঁচ বছর পরপর ওই নাঙাভূখা, গরিব, মেহনতী, গণপরিবহনে চড়া মানুষগুলো হাতের টিপসই দিয়ে অত্যাচারি শাসককে শায়েস্তা করতে পারতো। ওই একদিন তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতাটা ফিরে যেতো। আর তাদের কাছে পাঁচ বছর পর হলেও ফিরে যেতে হবে এ চিন্তা থাকলে যত অত্যাচারি শাসকই হোক-না-কেন, তারা জনগণকে শাস্তি দেওয়ার আগে দু’বার চিন্তা করতো।

 

আমজনতার, ম্যাংগো পিপলের, স্বার্থহানি হলে তারা এই যে প্রতি পাঁচ বছর পরপর হলেও ভোট দিয়ে সরকারকে শায়েস্তা করতে পারে, রাষ্ট্রের মালিক বনে যায়, এর ফলেই অত্যাচারি শাসক বা সরকারও তাদের অন্যায় কার্যকলাপের, বেপরোয়াভাবে মানুষকে হয়রানি করার কিছু লাগাম টেনে ধরে। এটিই গণতন্ত্রের সর্বনিম্ন সুবিধা।


আর ভোট, গণতন্ত্র না থাকলে? জনগণের উপর অত্যাচার-নিপীড়ন বাড়বে, কমবে না। কারণ ১৬ কোটি জনগণের তো কোন এজেন্সি নেই, সংগঠন নেই। থাকা সম্ভবও না, থাকবেও না। তাদের একমাত্র সংগঠিত শক্তি তাদের ভোটাধিকার। সেই জনগণের ভোটকে ভয় পেয়ে সরকারগুলো কিছুটা সোজা থাকতো। কিন্তু জনগণের সেই অধিকার ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এই ডাকাত, দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ছিনিয়ে নিয়েছে। মানুষকে জোরজবরদস্তি করে শাসন করছে। তাহলে এখন জনগণের স্বার্থ রক্ষা হবে কিভাবে? হবে না যদিনা জনগণ অবৈধ শাসকদের গদি পুড়িয়ে দেয়। ততদিন পর্যন্ত ওসি প্রদীপরা প্রতিবছর শয়ে শয়ে সাধারণ মানুষ মারবে এবং পার পেয়ে যাবে। কারণ জনগণের, মানুষের স্বার্থ রক্ষা করার আর কোনো সংগঠন নেই, ব্যবস্থা নেই, তাদের পক্ষে কথা বলার কেউ নেই, তাদের রাগ-ক্ষোভ-ক্রোধ এসবের কোনো মূল্য নেই কারণ এগুলো প্রকাশের, উদ্গিরণের কোন ব্যবস্থা অবশিষ্ট নেই। প্রিয় জনগণ, এই গণতন্ত্রহীনতা মানে আপনাদের নিজেদেরই অধিকারহীনতা, দস্যু, দুর্বৃত্তদের হাতে আপনাদের জীবন-সম্পদ সবকিছু বন্দী থাকা।


যারা জনগণের সংগঠিত শক্তি প্রয়োগের অধিকার, অর্থাৎ ভোটাধিকার কেড়ে নিয়েছে তারা জনশত্রু। মুক্তিযুদ্ধ, চেতনা এসব বলে পার পাওয়া যাবে না। এসব জনশত্রুদের রুখে দাঁড়ান। আপনার অধিকার ছিনিয়ে নিন। ভোটের অধিকার সংরক্ষণ করুন। আপনার ভোটে যেই ক্ষমতায় আসুক — তারা ওসি প্রদীপদের রামরাজ্য কায়েমে কিছুটা হলেও লাগাম টেনে ধরবে। আপনার ভোটই পাঁচ বছর পরপর হলেও আপনার একমাত্র রক্ষাকবচ কারণ এটি ছাড়া সরকারের কর্মকাণ্ড প্রতিরোধ করার আপনার হাতে আর কোনো ক্ষমতা অবশিষ্ট নেই। এই সুরক্ষা না থাকলে আপনি ওসি প্রদীপ ও তার আশ্রয়-প্রশ্রয়দাতা শেখদের নিপীড়ন-নির্যাতনের শিকার হওয়াই আপনার গন্তব্য।


আওয়ামী লীগের পতন

—  আহাদ আহমেদ


আহাদ আহমেদ
রাজনৈতিক বিশ্লেষক 

আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল। ইহা সত্য তবে অতিপ্রাচীন হইবার কারণে ইহার শেকড় পচিয়া গিয়াছে। মুসলিম লীগের জমিতেই আওয়ামী লীগের জন্ম। ১৯৭১ পূর্ব বামপন্থীদের ভোট বর্জন-বিসর্জনের  রাজনীতির ফলে একটি তৈরি ভোটব্যাংক গড়িয়া উঠিয়াছিল আওয়ামী লীগের জন্য। পাকিস্তান অর্জনের সাথে সাথে যেমন মুসলিম লীগের মৃত্যু ঘটিয়াছে তেমনি বাংলাদেশ স্বাধীন হইবার সাথে সাথেই আওয়ামী লীগেরও মৃত্যু ঘটিয়াছে। তাই শেখ মুজিবুর রহমান সাহেব ইহাকে কবরস্থ করিয়া বাকশাল নামক এক কিম্ভুতকিমাকার দল সৃষ্টি  করিয়াছিলেন। কিন্তু স্বাধীনদেশে ইহাদের নিজস্ব কোন ভোটব্যাংক তৈরি  হইল না। তাই ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ ও ডাকসু নির্বাচনে তাহারা ব্যালটবাক্স ছিনতাই ও ‘সিলমারার’ সংস্কৃতি চালু করিলেন। বাকশালের এক  বছরের শাসন এমনই চরম হিংসাত্মক হইয়া উঠিল যে এই নামে দল করা তাহাদের জন্য কঠিন হইয়া উঠিল। শেখ হাসিনা দায়িত্ব লইয়া নতুন করিয়া বাকশালকে কবরস্থ করিয়া আওয়ামী লীগকে জিন্দা করিলেন। বাকশাল লইয়া দীর্ঘদিন আব্দুর রাজ্জাক সাহেব ভিন্নপথে হাটিয়া উপায়ন্তর না দেখিয়া আবারো আওয়ামী লীগে ফিরিয়া আসিলেন। ততদিনে আওয়ামী লীগ স্বৈরশাসক এরশাদের প্রচ্ছন্ন মদদ লইয়া একটি ‘অফিসিয়াল বিরোধীদলের’ মর্যাদা লইয়া আসন গাড়িয়াছে। স্বৈরশাসকের সাথে আপস না করার পুরস্কার হিসেবে এরশাদ পতনের পর বাংলাদেশের জনগণ স্বচ্ছ ভোটে বিএনপিকে ক্ষমতায় বসায়। আওয়ামী লীগের বুঝিতে বাকী রহিলনা যে ভোটের মাধ্যমে ক্ষমতায় ফেরা তাহাদের জন্য প্রায় অসম্ভব। ভারতের অন্যতম দীর্ঘ  সময়ের ক্রীড়নক এরশাদের পতনের পর বিএনপির ক্ষমতায়  আরোহন ভারতের জন্য অশনিসংকেত হিসেবে দেখাদিল। ঘাতক,দালাল ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াত নিয়ে তাহারা বেশ শোরগোল তুলিতে সমর্থ হইল। কিন্তু ১৯৯৪ সালের ২৬ জুন জাহানারা ইমামের মৃত্যুর পর আওয়ামী লীগ  জামায়াতের তত্ত্বাবধায়ক সরকারের দাবীর সাথে মিলে যুগপৎভাবে বিএনপি সরকার বিরোধী আন্দোলন গড়িয়া তুলিল। সংসদ বর্জন করিয়া বিএনপিকে একটি ‘একদলীয়’ সরকারে পরিণত করা হইল। সংসদীয় ধারাবাহিকতার নামে বিএনপিকে ১৯৯৬ সালে একটি বিরোধীদল ছাড়া নির্বাচন করতে বাধ্য করা হইল। কিন্তু সংসদে বেগম খালেদা জিয়া সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান এনে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক  সরকারের অধীনে নির্বাচন করেন। তিনি চরম বৈরি পরিবেশেও ১১৭ আসনে বিএনপিকে বিজয়ী করে সংসদীয় বিরোধী দলে অবস্থান নিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতি অব্যাহত রাখেন।

এখানে উল্লেখ্য যে আওয়ামী লীগই প্রথম  জোটবদ্ধভাবে নির্বাচনের  পরিসংখ্যান তত্ত্ব ( Psephocracy) চর্চা শুরু করেন। জামায়াতও সেই খেলায় আওয়ামী লীগের পক্ষে খেলে। কিন্তু এই সময়ে ক্রমান্বয়ে  আওয়ামী লীগের মধ্যে বাকশাল ফিরিতে শুরু করিয়াছে। তাহারা বেপরোয়া হইয়া উঠিতে শুরু করিল। সারাদেশে হাজারীদের অত্যাচার আহাজারীতে পরিণত হইতে শুরু করিল।

‘জাতির পিতার পরিবার নিরাপত্তা বিল’ ও ‘গণভবন বরাদ্দ’  বিল সংসদে উত্থাপিত হইল। জাতি আবার ধাক্কা খাইল। আওয়ামী লীগ অজনপ্রিয় দলে পরিণত হইয়া উঠিল। ১৯৯৬-২০০১ সালের জুন অবধি তাহাদের দুই তৃতীয়াংশ আসনহীনতার কারণে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করিতে সক্ষম হয় নাই। ২০০১ সালের অক্টোবরে বিএনপি দুই তৃতীয়াংশ আসন পাইলেও তাহারা তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে নাই। ইহার সুবিধা লইয়া আওয়ামী লীগের  নেতৃত্বাধীন মহাজোট  এক পাতানো ছকের নির্বাচন করিয়া লইল। এইবার এই জোটে খেলাফত মজলিশ  ‘আলেম ওলেমা’ নামধারীরাও আওয়ামী লীগের সাথে যুক্ত হইল। ইহারা ২০০৬ সালের ২২ ডিসেম্বর ৫ দফা চুক্তিবদ্ধ হয় খেলাফত মজলিসের সহিত।


ফখরুদ্দীন-মঈনুদ্দীনের সেনাসমর্থিত উদ্ভট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এক মহা তামাশার নির্বাচন হয়। মুলতঃ তালিবানপন্থীদের নিয়েই আওয়ামীলীগ ‘তালিবান’ বিরোধী  লড়াইয়ের ডাক দিয়ে ভারত-মার্কিন সমর্থন  আদায় করিয়া নেয়। যেহেতু আওয়ামী লীগ  জানে যে দেশে ইহাদের কোন ভোটব্যাংক তৈরি  হয় নাই তাই ভারতীয়দের পরামর্শ ও সমর্থন লইয়া দুই তৃতীয়াংশ আসনের জোরে তাহারা তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করিয়া দেয়। এমনকি এব্যাপারে একটি কমিটি গঠন করা হইয়াছিল যাহাদের মতকে উপেক্ষা করিয়া প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে তত্ত্বাবধায়ক বিধান বাতিল করিয়া রায় প্রদান করা হয়। সংসদে ব্যারিস্টার  শফিক আহমেদ ৩০জুন ২০১১ বিল উত্থাপন করেন এবং একই দিনে সংসদ অনুমোদন প্রদান করেন। রাষ্ট্রপতি ৩ জুলাই ২০১১ অনুমোদন দান করেন। সংবিধানে পঞ্চদশ সংশোধনী গৃহীত হইয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান বিলুপ্ত হয়। শুরু হয় ভারতীয়দের প্রত্যক্ষ মদদে ৫ জানুয়ারি ২০১৪ ও ৩০ ডিসেম্বর  ২০১৮ সালের মহা তামাশার নির্বাচন। এতসব করিয়াও আওয়ামীলীগ নামক প্রাচীন দলটি এখন প্রধান দুইটি ধারায় বিভক্ত হইয়া পড়িয়াছে।

 

এক.পরিবার ভিত্তিক লর্ড সভার ধারা।

দুই.পরিবারের বাহিরের কমন্সসভার ধারা।

এই দুই বিবাদমান ধারাই আওয়ামীলীগের পতনের অন্যতম কারণ হইয়া উঠিবে। এই কথা নিশ্চিতভাবে বলা যায়।

Tuesday, August 11, 2020

সিঙ্গারার (লীগের) ভেতরে আলু (শাহেদ) ঢুকলো কিভাবে?

—  মিনার রশীদ 

মিনার রশীদ 


অজ পাড়াগাঁওয়ের   জনৈক আব্দুল আলী শহর দেখতে এসেছে। শহরে পা ফেলে যা দেখে তাতেই অবাক  হয়। বাস থেকে নেমে কিছু  খাওয়ার জন্যে একটি  খাবারের হোটেলে ঢুকে। সেখানে প্রথমবারের মত আজব  পিঠার মত দেখতে একটি জিনিস খায়। জিনিসটির  নাম নাকি ‘সিঙ্গারা’!   অবাক করা ব্যাপার!  ঘুরিয়ে ফিরিয়ে আজব জিনিসটি দেখে। কোনওভাবেই   মাথায় ঢুকছে  না, এই পিঠার  (সিঙ্গারার) ভেতরে আলু  কিভাবে  ঢুকলো?  

এই আব্দুল আলীর মত কিছু আব্দুল আলী আমাদের বুদ্ধিবৃত্তিক ও রাজনীতি জগতেও অবস্থান করছেন। একই সরলতায় এরা প্রশ্ন করছে, আওয়ামী লীগের এত ভেতরে বা গহীনে   শাহেদ, সাবরিনা, পাপিয়া, জিকে শামীম এরা কীভাবে ঢুকলো? ৭১ টিভিসহ আরো কিছু টিভি চ্যানেল ও পত্রিকা নিজ নিজ জায়গা থেকে যথারীতি ড্যামেজ কন্ট্রোলের মিশনে নেমে পড়েছে। এব্যাপারে  কারো কারো পেরেশানি বা বুদ্ধিবৃত্তিক কসরত উপভোগ করার  মত। ইনিয়ে বিনিয়ে এরা সরল এই প্রশ্নটি রাখছেন। কিছুটা দোষ কিভাবে বিএনপি-জামায়াতের ঘাড়ে চাপানো যায়, সেই  চেষ্টাও জারি রেখেছেন। 

দেশবাসীর এখন দায় পড়েছে তাদের এই প্রশ্নটি খোলাসা করার।  এই আব্দুল আলীদের কাছে এখন ব্যাখ্যা করতে হবে, সিঙ্গারার ভেতরে এই আলুটি কিভাবে ঢুকলো? 

এদের সর্বোচ্চ গবেষণা এখন — এই  শাহেদরা  কিভাবে রাষ্ট্রের এত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের এত কাছাকাছি চলে গেলেন? তাদের দৃষ্টিতে আওয়ামী লীগ অতি পবিত্র দল!  এই দলের নেত্রীকে বিশ্বের দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী হিসাবে দেখানোর এই জোকারদের  হাস্যকর প্রচেষ্টাটি আরেকটু হাস্যকর হয়ে পড়ছে। এই অতি চালাকেরা দেশের মানুষকে সত্যি সত্যি ‘গরু-ছাগল’  ভেবেছে । এক মন্ত্রীতো এজন্যে দেশবাসীকে কচুরিপানা খাওয়ার পরামর্শও দিয়েছিলেন!


এদের দাবি, এই দলে কোনো খারাপ মানুষ থাকতে পারে না।  কাজেই  বিএনপি জামায়াতের ষড়যন্ত্র আবিস্কারের নিমিত্তে  আগে থেকে প্রস্তুত (well equipped)  ডুবুরির দল নেমে পড়ল। এই ডুবুরির দল ভক্তদের  নিরাশ করে নাই। শাহেদের সাথে হাওয়া ভবনের সম্পৃক্ততাও ইতোমধ্যে আবিস্কার করে ফেলেছে!  হাছান মাহমুদ  তার কাছ থেকে কাঙ্খিত  বোমাটি ঠিক সময়েই ফাটিয়েছেন। তিনি জানিয়েছেন,   তারেক রহমানের সাথে স্কাইপিতে যোগাযোগ করেছে শাহেদ।  এখন শাহেদের যেখানে, ‘ভাই আপনি আমার বাপ লাগেন’ বলে কোনো এক শামীম ওসমানের সঙ্গে যোগাযোগ করার  কথা, সেখানে নাকি  তিনি কথা বলেছেন বিএনপির টপ নেতার সঙ্গে!! 

মৃত্যুর পর এই ভদ্রলোকের মগজটি  সত্যিই জাদুঘরে সংরক্ষণ করে রাখা  দরকার। এই আজব চীজ শতাব্দিতে দুয়েকটির বেশি জন্ম নেয় না। 

এই ধরণের কোনো মন্তব্য বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো মন্ত্রী বা এই মাপের নেতা করলে এদেশের সাংবাদিকগণ  সত্যি সেই নেতা বা মন্ত্রীকে ফানা ফানা করে ফেলতেন। 

আজকের এই আব্দুল আলীরাই আমাদের মিডিয়া ও বুদ্ধিজগতের একেক দিকপাল সেজে বসেছেন। কেউ কেউ নিরপেক্ষ বুদ্ধিজীবীর তকমাও লাগিয়েছিলেন!  নিরপেক্ষভাবেই এই সুশীলদের এক বড় অংশ এখন চুপ মেরে রয়েছেন। সময় হলে ইনারা জাগবেন। 

২০০৪ থেকে ২০০৬ সালে এদের বিলাপে সারা দেশ ও বিশ্ববাসীর অন্তরাত্মা কেঁপে   ওঠেছিল । কেউ কেউ প্রায় প্রতিদিন নিজ নিজ   পত্রিকার প্রথম পাতায় গুরু গম্ভীর  ‘মন্তব্য কলাম’ প্রকাশ করতেন। তাদের  এক কথা —  রাষ্ট্রটি অকার্যকর বা নন ফাংশনিং হয়ে পড়ছে। ‘বাঘ আসছে’   বলে এরা  বিকট চিৎকার  করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলতেন। অথচ আজ সেই  জ্যান্ত   বাঘ চোখের সামনে  দেখেও ভাবজগতের এই আব্দুল আলীরা  মুখে কুঁলুপ এঁটে বসেছেন! 

এদের সর্বোচ্চ গবেষণা এখন —    রিজেন্ট হাসপাতালের এই  শাহেদরা  কিভাবে শাসক দলের এত  অন্দরে  ঢুকলো? 

দুর্নীতি বা স্বজনপ্রীতি এদেশে নতুন কিছু নয় । বলতে গেলে এটি আমাদের সম্মিলিত অপরাধ । 

কিন্তু  দুর্নীতিকে এভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়ার নমুনা এর আগে আর কখনোই দেখা যায় নি। সন্দেহ নাই  এরশাদ এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। আর তারই ঘোষিত বোনের সময় এটি বর্তমান চূড়ায় পৌছেছে  । 

গত বছর জুলাই মাসে দুদক চেয়ারম্যান বলেছিলেন, সরকারী কর্মকর্তারা সরল বিশ্বাসে দুর্নীতিতে জড়ালে তা অপরাধ হবে না। প্রাক্তন শিক্ষামন্ত্রী নাহিদ সরকারী কর্মকর্তাদের প্রতি উপদেশ রেখেছিলেন, ‘আপনারা ঘুষ খান, একটু রয়ে সয়ে’। রাবিশ নামে পরিচিত অর্থমন্ত্রী বলেছিলেন, ‘ক্ষমতায় থাকলে সম্পদ একটু আধটু বাড়বেই’। তিনি আরো স্বীকার করেছিলেন, ‘এখন শুধু পুকুর চুরি না, রীতিমত সাগর চুরি হচ্ছে’। হলমার্কের চার হাজার কোটি টাকার লুটপাটকে তিনি  বলেছিলেন  ‘পিনাট’।  নিশিথরাতের প্রধানমন্ত্রী বলেছেন, আমি ইন্ডিয়াকে যা দিয়েছি তা কোনোদিন ভুলতে পারবে না। 

এতকিছুর পরেও এক শ্রেণীর জ্ঞানপাপীরা বুঝতে পারছেন না, শাহেদ সাবরিনার মত বাটপার আওয়ামীলীগে  কিভাবে ঢুকলো ?

আশার কথা, নঈম নিজাম, পীর হাবিব, প্রমুখ সাংবাদিকদেরও বিবেক এখন জাগ্রত হচ্ছে। দুর্নীতির কান ধরে  ইনারাও ইদানিং টানাটানি করছেন তবে টানটি এমন রয়ে সয়ে  দিচ্ছেন যাতে আবার পুরো মাথাটি বের না হয়ে পড়ে। 

জেকেজির টেস্ট নিয়ে যখন সরকার বেকায়দায় পড়ে তখন সরকারকে উদ্ধার করতে এগিয়ে আসেন বুয়েটের প্রাক্তন  ছাত্রলীগ নেতা ও প্রথম আলোর আনিসুল হক । তিনি তার গদ্য কার্টুনে এক চমৎকার গল্প ফাঁদেন। তাতে মনে হবে সরকার ধোয়া তুলসী পাতা। চরিত্র খারাপ এই জাতির! 

এই আনিসুল হক গং দুরবিন দিয়ে আমেরিকা, ইউরোপ, চায়নাতে মানবতার বিপর্যয় দেখেন এবং কয়েকজন মিষ্টিমুখের তারকাদের নিয়ে কুম্ভীরাশ্রু বর্ষণ করেন। এমনকি নিকট প্রতিবেশী ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপর্যয়ও এই মানবতাবাদি দেখতে পেয়েছেন। শুধু দেখতে পান নি  ঘরের ভেতরে কী ঘটেছে বা এখনও ঘটছে তা!  

জানি না ডাক্তারি  পরিভাষায়  আনিসুল হক এবং পীর হাবিবদের এই বিশেষ রোগের কোনো বিশেষ নাম রয়েছে কি না। এজন্যেই যে কথাটি বার বার বলতে চেয়েছি তাহলো আমাদের পচন ধরেছে মগজে। সেই মগজের চিকিৎসা না করলে এই জাতির ব্যারাম দূর হবে না। আনিসুল হকদের যুক্তি মেনে নিলে সরকারের আর কোনো দায় থাকে না। সব দায় প্রতারক জাতির। সরকার সরল বিশ্বাসেই কোভিড টেস্টের দায়িত্ব জেকেজি নামক প্রতারক কোম্পানিকে দিয়েছে। দোষ সরকারের না। দোষ এই জাতির খাসলতের। 

এরা অনেক কিছু খুঁজে পেলেও ধরা পড়ার আগে শাহেদদের খুঁজে পান  না। চলুন, একটা সহজ হিসাব কষি। ধরুন,  এই শাহেদ  ৫০০ কোটি টাকার মালিক হয়েছেন। এই শাহেদকে যদি  এখন দুর্নীতি পরিমাপের একটা ইউনিট ধরি  তবে   দেশ থেকে গত এগারো বারো বছরে যে ৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে সেখানে কমপক্ষে (৭ লাখ কোটি ভাগ ৫০০ কোটি) ১৪০০ জন শাহেদের সাইজের  দানব সৃষ্টি হয়েছে। শেয়ার বাজার থেকে যে ১ লাখ কোটি টাকা লুট করা হয়েছে সেখানে ২০০ জন শাহেদের মত দানব রয়েছে। কুইক রেন্টাল থেকে যে ৫১ হাজার কোটি টাকা লুট করা হয়েছে সেখানেও ১০০ জনের   মত শাহেদ সাইজের দৈত্য    রয়েছে। এগুলো তো জানার মধ্যে। এই হিসাবের বাইরে রয়েছে আরো অসংখ্য দানব। এই অসংখ্য দানবদের  কখনোই ধরা যাবে না  বা ধরা হবে না। সোনালী ব্যাংক ভক্ষণ করেও এই দানবদের কেউ  টকশোর মূখ্য আলোচক থাকবেন  এবং  জাতিকে অবলীলায় এরিস্টটল, সক্রেটিসের জ্ঞান বিতরণ করবেন। শাহেদের সাথে এই সব জ্ঞানীগুণীদের পার্থক্য শুধুমাত্র এই জায়গায় যে  ভাগ্যের ফেরে  শাহেদ ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছিল। 

মিডিয়ার এই সব আব্দুল আলীরা ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বললেও পালের গোদাকে চিহ্নিত করবে না। কখনোই প্রশ্ন করবে না, এই  সব শত শত বা হাজার হাজার দানব তৈরির মূল দায়টি কার বা কাদের?  পৃথিবীর যে সব সভ্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সে সব দেশে কোনো অন্যায় বা দুর্নীতি সংঘটিত হলে সর্বোচ্চ মহলকে পাকড়াও করা হয় বা দায়ী করা হয় কিন্তু আমাদের এখানে যত নিচ দিয়ে কাজটি সারা যায় সেই চেষ্টা করা হয়। তাই অনেক ঢাকঢোল পিটিয়ে  শুদ্ধি অভিযান চালানো হয় কিন্তু জিকে শামীম বা শাহেদদের জন্ম কখনোই বন্ধ হয় না । 

প্রধানমন্ত্রী ঠিকই  বলেছেন, শাহেদদের বিএনপি ধরে নাই, তারাই ধরেছেন। কিন্তু প্রশ্ন হলো, কখন ধরেছেন? ধরেছেন তখনই যখন ইতোমধ্যে সাত মাসের ফোলা  পেটটি দৃষ্টিগোচর হয়ে গেছে। শাহেদ সাবরিনাদের ধরেছেন তখনই  যখন  পৃথিবীর না না দেশে ফেইক কোভিড-১৯ টেস্ট নিয়ে স্বদেশীরা  ধরা খেয়েছেন। ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে  মোড়লের মত বলেন, ‘নেমে পড়েছি । সামনেই কুটুমের বাড়ি’ 

জানি না , এই টেকনিক আর কতদিন কাজে দেবে ?


  • লেখক রাজনৈতিক বিশ্লেষক। 


Sunday, August 9, 2020

চীন-ভারত ও শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি

— সৈয়দ ইজাজ কবির 

সৈয়দ ইজাজ কবির 

১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম রাজনৈতিক দল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’ গঠনের ঘোষণা দেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীদেরকে এ দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে দলকে শক্তিশালী সংঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এর প্রায় চার সপ্তাহ আগে বিভিন্ন শ্রেণীর নাগরিকদের জন্য বঙ্গভবনে এক নৈশভোজে তিনি জাতীয় ঐক্য, গণতন্ত্র, উন্নয়ন ও দেশের রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে তাঁর ধ্যানধারণা তুলে ধরে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন। তারই ধারাবাহিকতায় বিএনপি গঠিত হয়। ভিন্ন মতাদর্শের হলেও, যারাই দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, তাদের কে নিয়ে দল গড়াই ছিল তাঁর মূল উদ্দেশ্য।

ফলে বাংলাদেশি জাতীয়তাবাদেও আদর্শিক ভিত্তি রচিত হয় ও বিস্তার লাভ করে এবং এ দেশের জনগন তা খুব সহজেই আপন করে নেয়। জনগন বুঝতে পারে, বাঙালী জাতীয়তাবাদ এ দেশের মানুষের খণ্ডিত পরিচয় তুলে ধরে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব পুরোপুরি রক্ষা করে না এবং সার্বিকভাবে বিশ্বের কাছে দেশ হিসেবে নিজের স্বকীয়তা উপস্থাপন করে না। সেই আদর্শকে সম্পূর্ন রূপ দিতেই রচিত হয় উন্নয়নের ম্যাগনাকার্টা ১৯ দফার। ১৯ দফার ১৬ নম্বর দফায় বলা আছে — “সকল বিদেশী রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা।” 

বাংলাদেশের সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী, “বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন।”

১৯৭৮ সালে শহীদ জিয়া স্বচ্ছতার স্বার্থে এই অনুচ্ছেদটি সংবিধানে যোগ করেন। আমাদের সংবিধানে আরো একটি শর্ত যোগ করা আছে, আর তা হলো “জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।” সারমর্ম এই দাঁড়ায় যে, যা হোক, যেভাবেই হোক, আন্তর্জাতিক চুক্তি সংসদে পেশ করতেই হবে। আর তা না হয়ে থাকলে বাংলাদেশের আইনের চোখে বলবৎ যোগ্য চুক্তি বলে গণ্য করা সম্ভব নয়। সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সাথে আন্তর্জাতিক অঙ্গন ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওতোপ্রতভাবে জড়িয়ে আছে। বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক চুক্তি ভূরাজনীতিতে সামগ্রিকভাবে গুরুত্ব রাখে। বিশেষ করে ভারত-বাংলাদেশের মধ্যকার চুক্তিগুলো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে।

বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্কের ধরণ ও গতিপ্রকৃতি, বিশেষ করে প্রতিবেশি বৃহৎ রাষ্ট্র ভারতের সাথে আমাদের অম্লমধুর সম্পর্কটা বুঝতে হলে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে।

শেখ মুজিবের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর বাংলাদেশ-সোভিয়েত সম্পর্কে তিক্ততা তৈরি হয়। সোভিয়েতরা বাংলাদেশে ব্যবহৃত তাদের সামরিক সরঞ্জামের সরবরাহ বন্ধ করে দেয়। জিয়ার সরকার সে দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে, আর সম্ভবত সে কারণেই মুজিব আমলে মস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আওয়ামী লীগ নেতা শামসুল হকের নিয়োগ বাতিল করেননি।

স্বাধীনতার পর বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি, জাতিসংঘ, জোটনিরপেক্ষ আন্দোলন, ইসলামি সহযোগিতা সংস্থা এবং কমনওয়েলথ-এর সদস্যপদ লাভের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে স্বাধীন ভূমিকা পালন করা সহজ হয়ে ওঠে।

পররাষ্ট্রনীতির বিষয়েও শহীদ জিয়ার নিজস্ব ধ্যান ধারণা ছিল। তা হলো বাংলাদেশ যেন নিজের পররাষ্ট্রনীতির ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সত্যিকারের দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন বলেই তার এমন আকাঙ্খা ছিল। জিয়া পররাষ্ট্রনীতিকে খুব সরলীকরণ করে দেখতে পারতেন। তাঁর কাছে পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় জিনিস ছিল জাতীয় সত্ত্বা অক্ষুন্ন রেখে জাতীয় স্বার্থরক্ষা ও তা হাসিল করতে পারা। 

জিয়ার পররাষ্ট্রনীতির তিনটি মূল লক্ষ্য ছিল — ১. স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত এবং নিরাপদকরণ ২. দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং ৩. আন্তর্জাতিকভাবে শান্তি, স্বাধীনতা এবং প্রগতিকে এগিয়ে নেওয়ার জন্য দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতাকে উন্নত করা। কোন এক রাষ্ট্রের সাথে বন্ধুত্ব রাখা জিয়ার নীতিতে ছিল না। জিয়ার শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা ও গতি যুক্ত হয় এবং তা সারা বিশ্বে ব্যাপক সমর্থন লাভ করে। চীন, পাকিস্তান ও সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠে। যার ফলে অন্যান্য দেশের সঙ্গে দরকষাকষি করা বাংলাদেশের জন্য অনেকটা সহজ হয়ে যায়। পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে উন্নত সম্পর্কের ফলে জনশক্তি রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জিয়া বিশ্বাস করতেন, পররাষ্ট্রনীতি সকল সময়ে একটি গতিশীল প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থের ওপর নির্ভরশীল। তিনি এক বিদেশি সাংবাদিককে একবার বলেছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বহুমুখী, যার অর্থ বন্ধুত্বের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি আরো বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে জাতীয় উন্নয়নের জন্য এ অঞ্চলে স্থিতিশীলতা খুবই জরুরি।

কোন ক্ষমতার ব্লকে যোগদান না করে এ অঞ্চলের সকল দেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার মাধ্যমেই এটা সম্ভব। এতে বুঝা যায় জিয়া বাংলাদেশের জন্য সকলের সঙ্গে সম্পর্কের পররাষ্ট্রনীতিতে (Inclusive foreign policy) বিশ্বাস করতেন। আর তাঁর প্রমাণ, জিয়ার উদ্যোগে পরবর্তীতে সার্ক (SAARC) প্রতিষ্ঠিত হওয়া। 

জিয়ার স্বাধীন অবস্থান ভারতকে বিচলিত করে রাখতো, সেই  প্রমাণ দেখা যায় জিয়ার দিল্লি সফরের সময়। ১৯৮০ সালের জানুয়ারি মাসে দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জিয়ার কাছে জানতে চান, কেন বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশ থেকে বস্ত্র শিল্পের যন্ত্রপাতি আমদানি করছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, দিল্লী সফর শেষে জিয়া ঢাকা ফেরার এক মাসের মধ্যেই এখানে ভারতীয় বস্ত্রশিল্পের যন্ত্রপাতির একটা প্রদর্শনী করা হয়। হাস্যকর হলেও সত্য যে এই ২০১৮ সালেও ভারত বস্ত্রশিল্পের যন্ত্রপাতি রপ্তানী করতে কতটুকু সফল রাষ্ট্র হিসেবে পরিচিত, তা এখনও নিশ্চিত নয়। অথচ ১৯৮০ সালে প্রেসিডেন্ট জিয়াকে ইন্দিরা গান্ধীর প্রশ্নের সম্মুখীন হতে হয় এই বস্ত্রশিল্প যন্ত্রপাতি অন্য দেশ থেকে আমদানি করার জন্য। জিয়া আন্তর্জাতিক মহলে কোন দেশের সাথে বৈরিতা চাননি যার ফলে ভারত সফরের এক মাসের মধ্যেই তিনি ভারতীয় বস্ত্রশিল্পের যন্ত্রপাতির একটি প্রদর্শনী করার বন্দোবস্ত করেন বাংলাদেশে। 

বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতা হিসেবে জিয়া তুরস্কের ইস্তাম্বুলে ১৯৭৬ সালে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম সম্মেলনে (আইসিএফএম) যোগ দিয়েছিলেন এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক সংহত করতে সফল হয়েছিলেন। তিনি ফারাক্কা বাঁধ প্রশ্নে মুসলিম দেশগুলোর সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এই সমর্থন আইসিএফএম-এর যৌথ ইশতেহারেও প্রতিফলিত হয়েছে। ৫ম জোটনিরপক্ষ আন্দোলন (ন্যাম)-এ ১২ সদস্যের এক প্রতিনিধি দলের প্রধান হিসেবে ১৯৭৬ সালে কলম্বো যান তিনি। সে সময় তিনি অনেক বিশ্বনেতাদের সঙ্গে একক বৈঠকে মিলিত হন। কিন্তু বহু কূটনৈতিক চেষ্টা সত্ত্বেও সেই সময় কলম্বোয় ইন্দিরা গান্ধীর সঙ্গে জিয়ার আনুষ্ঠানিক বৈঠক হয়নি। জিয়া যখন প্রথম ভারত সফরে যান তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজী দেশাই। কিন্তু ১৯৮০ সালের আগে ইন্দিরা গান্ধীর সঙ্গে জিয়ার কোন আনুষ্ঠানিক বৈঠক হয়নি।

ন্যাম শীর্ষ সম্মেলনে জিয়া পানি বণ্টনের বিষয়টি উত্থাপন করেন, যা ভারতের কাছে অগ্রহনযোগ্য ছিল। উল্লেখ্য, ১৯৭৫ সালে ভারত যে সিকিম দখল করে নেয়, সেটাও ন্যাম নেতারা আনুষ্ঠানিকভাবে সমর্থন করেননি।

জিয়ার শাসনামলে চীনের সাথে সম্পর্ক ছিল অতি উষ্ণ ও শক্তিশালী। জানুয়ারি ২, ১৯৭৭, জিয়া চীনের রাজধানী বেইজিং পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বন্ধুত্ব ও শ্রদ্ধার এক অসাধারণ প্রকাশ হিসেবে রাষ্ট্রাচারের আনুষ্ঠানিকতা উপেক্ষা করে জিয়াকে অভ্যর্থনা জানাতে চায়না কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান হুয়া গুয়ো ফেং বিমানবন্দরে উপস্থিত হন। যখনি বাংলাদেশে কোন সংকট উপস্থিত হয়েছে, বাংলাদেশ চীনের কাছ থেকে সমর্থন পেয়েছে। ভূরাজনৈতিক পরিস্থিতি জিয়া অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করতেন। বাংলাদেশের বৃহৎ প্রতিবেশি ভারত। আর চীনের সাথে রয়েছে ভারতের দীর্ঘ সীমান্ত। আর এ কারনেই জিয়ার বুঝতে দেরি হয়নি যে এই উপমহাদেশে চীনের ভূমিকা কতোটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও চীনের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। সময়ের সাথে জিয়া রাষ্ট্রপতি থাকাকালেই, দুদেশের সহযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিলো সংস্কৃতি, অর্থনীতি, প্রতিরক্ষা ও বিশ্ব রাজনীতি। সেই সময় গংগার পানি ভাগাভাগি ও সীমান্তের ওপার থেকে চালানো সশস্ত্র হামলার ইস্যু দুটি জিয়ার জন্য অতিশয় গুরত্বপূর্ণ ছিলো। বেইজিং বৈঠকগুলোতে তিনি সীমান্ত এলাকায় সশস্ত্র হামলার কথা উত্থাপন করেন এবং দুষ্কৃতকারীদেও দমনে চায়নার নেতারা তাঁকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ইরানের সাথেও বাংলাদেশের ছিল একটি শক্তিশালী সম্পর্ক। ১৯৭৭ সাল থেকে জিয়ার ধারাবাহিকভাবে চালানো বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে বাংলাদেশের সাথে পৃথিবীর প্রায় সব দেশের সাথেই গড়ে উঠে সুসম্পর্ক।

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেন জানি সব সময় টক, ঝাল আর মিষ্টি মিশ্রিত। জিয়া নিহত হওয়ার প্রায় তিন সপ্তাহ আগে ভারত কে নিয়ে এক কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। ৯ মে ১৯৮১ সালে ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে বাংলাদেশের দক্ষিণ তালপট্টিতে সেনা অবতরণ ঘটানো হয়। বাংলাদেশ এতে বিস্ময় প্রকাশ করে নয়া দিল্লিকে অনুরোধ জানায় যাতে তারা ঐ দ্বীপ থেকে অবিলম্বে পতাকাসহ সৈনিক ও মালামাল সরিয়ে নেয়। এই ঘটনায় সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে অকুন্ঠ সমর্থন পেলেও তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামীলীগ ঘটনাটির ব্যপারে অতি সতর্ক অবস্থান গ্রহণ করে। 

এই ঘটনার আগে, সেপ্টেম্বর ৩, ১৯৮০, সাউথ ব্লকে ইন্দিরা গান্ধীর সাথে জিয়ার আধাঘন্টারও বেশী সময় ধরে একান্ত আলাপ হয়। ইন্দিরা গান্ধীর সাথে আলোচ্যসূচিতে ছিল মূলত গঙ্গার পানি বন্টন, ভারত আর বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এবং বাংলাদেশে সফরে আসার জন্য ইন্দিরাকে আমন্ত্রণ জানানোর মতো দ্বিপাক্ষিক বিষয়াবলি এবং ছয় জাতি শীর্ষ সম্মেলনের জন্য জিয়ার প্রস্তাব। বৈঠকের আগে ভারতীয় পক্ষ জানিয়েছিল, ইন্দিরা গান্ধী দক্ষিণ তালপট্টি ইস্যু নিয়ে আলোচনা করতে আগ্রহী নন।


বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 

জানুয়ারি ২১, ১৯৮০, বেগম খালেদা জিয়াসহ প্রতিনিধিদল নিয়ে জিয়া ভারতে এক শীর্ষ সম্মেলনে যোগ দেন। জিয়া বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি বিভিন্ন ইস্যু ও সমস্যা নিয়ে বন্ধুত্বপুর্ণ পরিবেশে বৈঠক করেছেন। কিন্তু ড. আর এ গনির কথায় একটু ভিন্ন সুর পাওয়া যায়। তিনি বলেন, “দিল্লি থেকে ফেরার পর জিয়া মিসেস গান্ধীর সঙ্গে তাঁর আলোচনা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। জিয়া তাঁদের জানান যে মিসেস গান্ধী তাঁকে বলেছেন, ‘আমারা অখণ্ড ভারতের ধারণা বাদ দেইনি, কাজেই আপনারা ওভাবেই চলুন’। একথা মন্ত্রিসভার কার্যবিবরণীতে তোলা হয় নি। কিন্তু তাঁর মন্ত্রীরা এখনো একথা স্মরণ করতে পারবেন।

সার্বিকভাবে যদি জিয়ার রাজনীতি পর্যালোচনা করা যায় তাহলে সন্দেহাতীত ভাবে বলা যাবে, জিয়া ছিলেন একজন খাঁটি বাংলাদেশপন্থি। এরকম উস্কানিমূলক কথা বলার পরেও তিনি ভারত কে চটান নি। আবার তাদের কাছে নিজেকে বিকিয়েও দেননি।

জিয়া মনে করতেন, দেশের পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিশ্চিত করাই বিএনপি‘র পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। জিয়ার শাসনামলে বাংলাদেশ পঞ্চাশটিরও অধিক মুসলিম দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করেন। চীনের সাথে সুসম্পর্ক স্থাপিত হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়। ইউরোপও বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠে। বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জিয়া যে অবদান রেখে গেছেন সে ব্যাপারে হেনরি কিসিঞ্জরের সেই কথাটি প্রযোজ্য — ‘যে কোন দেশেই, যে সব পররাষ্ট্রনীতিকে ইতিহাস উচ্চ মর্যাদা দিয়েছে তাদের বেশির ভাগ এসেছে সেই সব নেতার কাছ থেকে, বিশেষজ্ঞরা যাঁদের বিরোধিতা করেছিলেন।” জিয়া আমদের দুই প্রতিবেশির সাথেই সুসম্পর্ক রাখার চেষ্টা করেছেন এবং সফল ও হয়েছেন। ভারতের বাঁকা কথাতেও জিয়া বৈরী সম্পর্ক হতে দেননি এবং ন্যায্য দাবী আদায়ও করেছেন।


আবার চীনের সাথেও শক্তিশালী বন্ধুত্বের সম্পর্ক গড়েছেন। সূত্র একটি, স্বাধীনভাবে চলা এবং সবাইকে বন্ধুসুলভ সম্মান দেওয়া। বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত না নিতে পারলে বাংলাদেশের সার্বভৌমত্ত্ব হুমকির মুখে পড়তে পারে। বর্তমান পরিস্থতিতে আমাদের আবার সময় এসেছে পররাষ্ট্রনীতি নিয়ে একটু ভেবে দেখবার। দেশ কোন দিকে যাচ্ছে, আর কোন দিকে

যাওয়া উচিৎ, এটা না হয় পাঠকেরাই ভেবে দেখবেন। এটাকেই বলা হচ্ছে, ‘পাবলিক ডিপ্লোম্যাসি’ যা পররাষ্ট্রনীতির বিষয়ে একটি নতুন ধ্যানধারণা।


  • লেখক  আইনজীবি ও রাজনৈতিক কর্মী 


জেনারেল জিয়া ও গণতন্ত্রের বন্ধ দুয়ার খোলার রাজনীতি

সুলতান মোহাম্মদ জাকারিয়া 

সুলতান মোহাম্মদ জাকারিয়া 

একটা বিষয় অনেকদিন ধরে ভাবাচ্ছিলো। সামরিক শাসকদের রাজনীতি তো তাদের মৃত্যুর পর টিকে থাকার কথা না। পৃথিবীর তাবৎ ইতিহাস তাই বলে। কিন্তু বাংলাদেশে জেনারেল জিয়াউর রহমানের রাজনীতি তার মৃত্যুর পরও এতদিন টিকলো কেন?! 

চলুন দেখা যাক —

১৯৭৪ সালে বঙ্গবন্ধু বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠা করেন। বাকশাল এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। চারটি সংবাদপত্র বাদে সবগুলো সংবাদ পত্রের সার্কুলেশন বাতিল করা হয়। অর্থাৎ গণতন্ত্রের বিচারে একটি চরম স্বৈরাচারি ব্যবস্থা! অবিশ্বাস্য সব গণবিরোধী সিদ্ধান্ত! ট্রাজেডি হচ্ছে সারাজীবন গণতন্ত্রের সংগ্রাম করা বঙ্গবন্ধু ১৯৭৩-এর নির্বাচনে নিজ দলের ভোট ডাকাতি বন্ধ করতে পারলেন না, উল্টো ১৯৭৪ সালে গণতন্ত্রেরই কবর রচনা করলেন! যুক্তি দেওয়া হতো যে সেগুলো ‘প্রয়োজনীয়’ ছিলো। হয়তো প্রয়োজনীয়ই ছিলো, কিন্তু গণতন্ত্র হত্যার অভিযোগ তো ঠিকই! মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগটি তো শতভাগ সত্য! বঙ্গবন্ধুর এই চরম হঠকারি সিদ্ধান্তগুলোর মাঝেই জেনারেল জিয়াউর রহমানের রাজনীতি টিকে থাকার মন্ত্র লুকিয়ে আছে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম 

জেনারেল জিয়াউর রহমান যে দেশ পেয়েছিলেন, যে রাজনৈতিক ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন সেটি সম্পূর্ণ গণতন্ত্রহীন, নিরঙ্কুশ স্বৈরাচারি এক ব্যবস্থা। জনগণের দমবন্ধ করা এক পরিবেশ। সেখানে উর্দি পরা জেনারেল জিয়ার হাত ধরে বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক রাজনীতি শুরু করতে হয়েছিলো! সংবাদপত্রগুলো পুনরায় মুক্তভাবে লিখার স্বাধীনতা পেলো। সত্যিকার স্বাধীনতা কতটুকু পেলো সে বিতর্ক করাই যাবে কিন্তু ‘স্বাধীনতা’ তো পেয়েছিলো! জিয়াউর রহমানের গণতন্ত্র কতটুকু নিয়ন্ত্রিত ছিলো সেটিও নিশ্চয়ই বিচার্য বিষয়। কিন্তু বঙ্গবন্ধুর নিরঙ্কুশ স্বৈরতন্ত্র বাকশাল থেকে নিয়ন্ত্রিত গণতন্ত্রও ছিলো মানুষের অধিকারের এক উল্লম্পন, একটুখানি অগ্রগতি। এটি কি অস্বীকার করা যাবে?! দুনিয়া জুড়ে জেনারেলরা ক্ষমতা দখল করে গণতন্ত্রের টুটি চেপে ধরে, রাজনীতি বন্ধ করে দেয়। কিন্তু বাংলাদেশে সামরিক জেনারেল জিয়াই কী বাংলাদেশে গণতন্ত্রের বন্ধ দুয়ার খুলে দেয়নি? হ্যাঁ গণতন্ত্রের ফাঁক গলে মুসলিম লীগ, জামায়াত রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়েছিলো, কিন্তু ভাসানী-সোহরাওয়ার্দীর যে আওয়ামী লীগ বাকশালে বিলুপ্ত হলো সে আওয়ামী লীগও আবার জিয়াউর রহমানের গণতন্ত্রে পুনরায় রাজনীতি করার সুযোগ পায়নি? নিয়তির নির্মম পরিহাস!

জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা কিংবা প্রশাসক হিসেবে অনেক যোগ্যতার কথা বলা হয়, কিন্তু আমার বিবেচনায় জিয়াউর রহমানের রাজনীতি টিকে যাওয়ার মূলমন্ত্র মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং শেখ হাসিনার রাজনীতির শেষটাও একই কারণে হবে: ‘মানুষের অধিকার কেড়ে নেওয়া’।

পুনশ্চ: যে পারিবারিক আবহে বড় হয়েছি তাতে জেনারেল জিয়াউর রহমানকে ভিলেন হিসেবে দেখা হতো। পারিবারিক আলোচনায় জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সকল অপকর্মের ‘হোতা’। ‍দুর্ভাগ্য যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও সে ‘চেতনার’ পক্ষপাত থেকে চিন্তাকে মুক্ত করতে পারেননি। অবশেষে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের বায়াসকে প্রশ্ন করা শিখতে হলো! মানুষের চিন্তার নৈর্বক্তিকতা ও নির্মোহ দৃষ্টিভঙ্গি অর্জনে যে কয়টা বিষয় আদিপাপ হিসেবে কাজ করে তার মধ্যে পরিবার একটা। বাকীগুলো সমাজ, বলয়, বন্ধুত্ব, ধর্ম, সংস্কৃতি উদ্ভূত। একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা মানুষের এসব পক্ষপাত (বায়াস) দূর করে তাঁকে একটি নির্মোহ, নৈর্বক্তিক মন গড়ে দেওয়ার কথা যেখানে সে সবকিছুকে প্রশ্ন করতে শিখবে। এভাবেই সে সত্য খুঁজে নিবে। প্রশ্ন করা না শিখলে সত্য মিলবে কী করে?!