Search

Friday, March 8, 2019

একজন বিশ্বাসঘাতক সুলতান

আফতাব হোসেইন 

ডাকসু’র একজন সাবেক ঘাঘু নেতা ও দীর্ঘদিন ক্ষমতার খরায় ভোগা অনাহারী সুলতান অবশেষে বিশ্বাসঘাতকতা করলেন । `গণের’ উদ্ধার রাজনীতিতে আস্থা আর রাখতে পারলেন না সুলতান মোহাম্মদ মনসূর। এমন একটি সময় এ কাজটি করলেন তিনি যখন কথিত কাকাবাবু ও সর্বহারাদের মাংসভুকরা তওবা পড়ার পথে! কোথায় মেনন কোথায় ইনু, বিশ্বস্ততার সাথে বিশ্বাসঘাতকতার বিনিময়ে কি তোফা মিলেছিল এজিদের কাছ থেকে! এরকম লাখ নজির ছড়িয়ে আছে ইতিহাসের পাতায়। তবু শিক্ষালাভ হয়নি। তিনি শিক্ষা না নেওয়াদেরই একজন। তবে একটি কাজ তিনি করেছেন, মেসেজ পাঠিয়েছেন — পরীক্ষিত বিশ্বাসঘাতক চিরকালই বিশ্বাসঘাতক। বাঈজির ফোরামে শামিল হওয়া ছাড়া আর কোনো কাতার সুলতানের জন্য আর রইল না।



দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন তিনি। এ মূহুর্তে ডাকসু-তে যখন তারুণ্যের গণতন্ত্রকে দাফন করার সব আয়োজন চূড়ান্ত তখন আমরা ডাকসুর -র একজন ভবিষ্যৎহীন বুড়ো শকুনের গতি অবশেষে হওয়ার উপাদেয়তায় সেটাকে অভিনন্দন না জানিয়ে পারি কৈ?

  • লেখক   — রাজনৈতিক বিশ্লেষক।

No comments:

Post a Comment