Search

Sunday, May 30, 2021

সঙ্কটকালে নেতৃত্বের করণীয় — শহিদ জিয়ার নেতৃত্ব থেকে শিক্ষা

-----------------------------------

—    ড এম আহমেদ 

-----------------------------------

রোববার ,মে, ৩০, ২০২১ জিয়াউর রহমান বীরউত্তম — স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, সবচেয়ে সফল প্রেসিডেন্ট, সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টের চল্লিশতম শাহাদৎবার্ষিকী I আল্লাহ আমাদের এই সৎ, দক্ষ, জনদরদী এবং ভিশনারি নেতার শাহাদৎ কবুল করে জান্নাত নসিব করুন।

জাতির এই ক্রান্তি লগ্নে, সঙ্কটকালে আমাদের উচিত জিয়াউর রহমানের নেতৃত্বের বিচার বিশ্লেষণ করে সঙ্কট থেকে মুক্তির পথ বের করা I দেশ ও জাতির প্রতিটি সঙ্কটকালে জিয়াউর রহমান বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং সঙ্কট থেকে মুক্তির পথ দেখিয়েছেন। ১৯৭১ এর ২৫শে মার্চের কাল রাতের গণহত্যার পর পুরা জাতি যখন দিশেহারা, তখন ‘আমি মেজর জিয়া বলছি’ বলে জাতিকে অন্ধকারে আলো দেখিয়েছেন, আশা জাগিয়েছেন, মনোবল যুগিয়েছেন।

 ইংরেজিতে একটা কথা আছে, ‘Leader must be seen and heard’ - বিশেষ করে সঙ্কটকালে। 

মার্চ ২৭, ১৯৭১, রেডিয়োতে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর শুনে জাতি যে উজ্জীবিত হয়েছিল, যার প্রমান অনেকের লেখায় পাওয়া যায়, তা থেকেই বুঝা যায় সঙ্কটকালে নেতার কথা বলা, যতদূর শুনিয়ে, যতজনকে শুনিয়ে, কথা বলা কতটুকু জরুরি। বিএনপির বর্তমান নেতৃত্বকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে সেই সাথে এটাও মাথায় রাখতে হবে, তারা যেন ধারভাষ্যকার না হয়ে যান - কে কেমন, কী করছে, কী ঘটছে, এসব বর্ণনায় সীমাবদ্ধ না থাকেন, প্যাসিভ ভাষায় কথা না বলেন, এই করতে হবে, সেই করতে হবে, এই করা উচিত, সেই করা উচিত, তাদের বা ওদের এগিয়ে আশা উচিত। একটিভ ভয়েসে কথা বলতে হবে, ‘করব’ এই শব্দটা থাকতে হবে মুখে। তাদের কথায় যেন দিক নির্দেশনা থাকে, সঙ্কট থেকে মুক্তির স্পষ্ট ছবি ফুটে উঠে, দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও মুক্তির একটা সময় সীমা যেন অনুসারীরা দেখতে পারেন সেই ভাষায় কথা বলতে হবে। 

১৯৭৫ এ আবার যখন এই জাতি সঙ্কটে পড়লো, ভোটাধিকার হারাল, বাক স্বাধীনতা হারাল, তলাবিহীন ঝুড়িতে পরিণত হল, হতাশাগ্রস্ত দেশে ভয়ানক হত্যাকাণ্ড সংগঠিত হল, তখোনো উদ্ধার করতে এগিয়ে এসেছেন জিয়াউর রহমান বীরউত্তম। দেশ যখন সর্বগ্রাসী সঙ্কটে - মানুষ খাদ্য সঙ্কটে, অর্থ সঙ্কটে, নিরাপত্তার সঙ্কটে, ‘আবার তোরা মানুষ হ’ নামের সিনেমা হওয়ার পটভূমি দেশে, তখন তিনি দেশের দায়িত্ব কাঁধে নিয়েছেন, মুক্তির পথ দেখিয়েছেন। 

সঙ্কট মুক্তির পথ গণতন্ত্র, সঙ্কটে মুক্তির পথ বাক স্বাধীনতা। তাই বন্ধ করে দেওয়া গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ খুলে দিয়েছেন দ্রুততম সময়ে, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, বাক স্বাধীনতাও ফিরিয়ে দিয়েছেন, প্রবাসে থাকা শেখ হাসিনাকেও দেশে ফিরতে দিয়েছেন। তাই তো জিয়াউর রহমান ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আওয়ামীলীগের পুনর্জন্ম দাতা এবং শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের সুযোগদাতা’।

সর্বব্যাপী সঙ্কটে দিশে হারা জাতিকে সঙ্কট থেকে মুক্তি দিতে জিয়াউর রহমান যে পদ্ধতিটি অনুসরণ করেছিলেন তা হচ্ছে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের পদায়ন করা এবং নীতি নির্ধারণের দায়িত্ব দেওয়া। জিয়াউর রহমানের মন্ত্রীসভা এবং তাঁর সময় নিয়োগকৃত বিভিন্ন বিভাগের পরিচালকদের এবং নীতি নির্ধারকদের তালিকার দিকে নজর দিলে তা স্পষ্ট হয়ে যায়। আজকের সঙ্কটাপন্ন অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে, ভোটাধিকার উদ্ধার করতে হলে, বাক স্বাধীনতা উদ্ধার করতে হলে, ফ্যাসিবাদ থেকে জাতিকে মুক্ত করতে হবে বিএনপিকে বিশেষজ্ঞদের দ্বারস্থ হতে হবে। একদিকে বিশেষজ্ঞদের চুলচেরা বিশ্লেষণে বিএনপির দুর্বলতা চিহ্নিত করে সেগুলি দূর করার পথ বাতলে নিতে হবে, অন্য দিকে কিভাবে ফ্যাসিবাদী চিন্তা চেতনা থেকে ফ্যাসিবাদীদের মুক্ত করে দেশকে ফ্যাসিবাদের ভয়াল থাবা থেকে মুক্ত করা যায় তার পথ বাতলে নিতে হবে। জাতির এই সঙ্কটকালে জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদৎবার্ষিকীতে জিয়াউর রহমানের জীবন থেকে সঙ্কট থেকে উত্তরণের এই শিক্ষা কাজে লাগিয়ে বিএনপি দ্রুততম সময় ভোটাধিকার পুনরুদ্ধার করবে, বাকস্বাধীনতা পুনরুদ্ধার করবে, দেশকে এবং দেশের মানুষকে ফ্যাসিবাদী ব্যক্তি, দল এবং চিন্তা চেতনা থেকে মুক্ত করবে এই প্রত্যাশা । 

  • লেখক যোগাযোগ বিশেষজ্ঞ। 


No comments:

Post a Comment