Search

Tuesday, February 6, 2018

ভিআইপিদের জন্য লেনের প্রস্তাবে ‘ধিক্কার’ জানালেন সুলতানা কামাল


ঢাকার সড়কে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) জন্য পৃথক লেনের প্রস্তাবের সমালোচনা করে প্রস্তাবকারীদের ধিক্কার জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

সোমবার রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘মত প্রকাশে বাধা, সাম্প্রতিক কালাকানুন: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আয়োজিত এক আলোচনা সভায় তিনি ধিক্কার জানান।

সুলতানা কামাল বলেন, ‘যেখান দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করবে সেখানেও ভিআইপিদের জন্য আলাদা জায়গা করে দিতে হবে। এই যদি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া বাংলাদেশের চিত্র তাঁদের মনে থেকে থাকে তাদের ধিক্কার জানাই।  এখন যারা ক্ষমতায় বসেছেন তাঁরা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে নিজেদের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন।কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের উত্তরাধিকার। সু অধিকারী কোনোদিন তাঁর উত্তরাধিকারকে বিক্রি করে না।

তিনি অভিযোগ করেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সরকার জনগণের সাথে প্রতারণা করছে।  মন্ত্রীরা ‘মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে’ নিজেদের সমস্ত সুযোগ-সুবিধা নিচ্ছেন। এখন ডিজিটাল নিরাপত্তা আইন পাস করে ‘জনগণের কণ্ঠরোধের উদ্যোগ’ নেওয়া হচ্ছে।’

সুলতানা কামাল বলেন, ‘ দেশে ন্যায়বিচার তো নাই, ন্যায়বিচারের প্রত্যাশাও মানুষের মন থেকে চলে যাচ্ছে। আজ বাংলাদেশ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে পিতা তার পুত্র হত্যার বিচার চায় না। ধর্ষণের শিকার নারী ধর্ষণের বিচার চান না। আমরা বেঁচে থাকতে বাংলাদেশকে দুর্বৃত্তের হাতে যেতে দেব না।”

এর আগে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানিয়েছিলেন তারা একটি প্রস্তাব মন্ত্রিসভায় জমা দিয়েছেন, যাতে ভিআইপিদের পৃথক লেনের নির্মাণের প্রস্তাব রয়েছে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মত জরুরি সেবার যানবাহন এবং ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর রাজপথে আলাদা লেইন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সেখানে বলা হয়েছে, ‘উন্নত বিশ্বের অনেক দেশে’ জনবহুল গুরুত্বপূর্ণ শহরে সেবাকাজে নিয়োজিত যানবাহনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের জন্য সড়কে পৃথক লেইন রয়েছে। ঢাকা মহানগরীর সড়কে অনুরূপ লেন তৈরি করা হলে সেবা খাতের যানবাহনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল সহজতর হবে।

  • Courtesy: AmaderShomoy.com/Feb 6, 2018

No comments:

Post a Comment