সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর সেতু ভবনে হয়রানির শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক তাওহীদুল ইসলাম। ‘ভবনে ঢোকার দায়ে’ তাকে দেড়ঘণ্টা ধরে আটকে রেখে জেরা করেন সেতু বিভাগের কয়েকজন কর্মকর্তা। এ সময় সেতু ভবনে কোনো সাংবাদিক ঢুকতে পারবে না বলে জানান তারা। গতকাল বনানীর সেতু ভবনে এ ঘটনা ঘটে। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার হস্তক্ষেপে ভবন থেকে বের হন তিনি।
সাংবাদিক তাওহীদুল ইসলাম বলেন, গতকাল সকালে সেতু ভবনে পেশাগত কাজে গিয়েছিলাম। কাজ শেষে বের হওয়ার পথে অভ্যর্থনা কক্ষে প্রথমে আমাকে আটকানো হয়। এরপর তিন তলায় সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক (প্রশাসন) মনিরুল আলমের কক্ষে নিয়ে যাওয়া যায়। তিনি জানতে চান, কীভাবে ভেতরে ঢুকেছেন? কার সঙ্গে এবং কি কাজে এসেছেন তার ব্যাখ্যা জানতে চান।
তিনি বলেন, পরে পরিচালক (প্রশাসন) এম কায়সারুল ইসলামের কাছে নিয়ে যাওয়া হয়। তিনিও মানসিকভাবে হয়রানি করতে শুরু করেন। ভেতরে আটকে রাখাসহ ঘটনার বিস্তারিত মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজকে জানানো হলে তার হস্তক্ষেপে ভবন থেকে বের হন তিনি।
এ সম্পর্কে সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কোনো ব্রিফিং ছাড়া সাংবাদিকের এখানে কোনো কাজ থাকতে পারে না।
Courtesy: Bonik Barta/Feb 7, 2018
No comments:
Post a Comment