Search

Wednesday, February 7, 2018

ক্ষমতার কোনো জবাবদিহিতা করতে হয় না - জোনায়েদ সাকি


এখন বর্তমান রাষ্ট্র ক্ষমতা এবং সরকারি ক্ষমতায় যারা আছেন, তারা একটি লুটপাটের একটি মহোৎসব চালাচ্ছে। তার প্রভাব তো সর্বত্র। ফলে ক্ষমতার অন্যান্য যে কেন্দ্র গুলো আছে, তার সব গুলোতে প্রভাব পড়বে। তারা যেভাবে পারছে, সেভাবে ধনসম্পদ আহরণ করছে। তারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং সরাসরি পুলিশও এর সাথে জড়িত আছে। কারণ, তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ে কোন জবাবদিহিতা করতে হয় না।

এর ফলে ধন-সম্পদ আহরণ করাটা সবার কাছে মুখ্য বিষয় হয়ে পড়েছে। কিন্তু এর নুন্যতম বিচার করছে না সরকার। এই মাদক ব্যবসায়িরা বলছেন, যেভাবে পারো মাদক ব্যবসা করে অর্থ উপার্জন কর। এই সরকার ক্ষমতায় থাকার কারণে এদের মত এই সব ব্যবসায়িদের কোন জবাবদিহি করতে হচ্ছে না। এবং তারা দেশে মাদক ব্যবসা করে এদেশের জনগনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

  • Courtesy: AmaderShomoy Feb 7, 2018

No comments:

Post a Comment