Search

Wednesday, July 25, 2018

নোয়াখালীতে ডিসি এসপি ও বিআরটিএ অফিস ঘেরাও

সীমাহীন পরিবহন নৈরাজ্যের বিরুদ্ধে ডিসি-এসপি অফিস ঘেরাও করে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী-ঢাকা রুটে চলমান সীমাহীন পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে এবং ন্যায্য ভাড়া পুনঃনির্ধারণের দাবিতে সোমবার সকাল ১০টায় নোয়াখালী টাউন হল চত্বরে এক মানববন্ধন ও জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিআরটিএ নোয়াখালী জোনের পরিচালক অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে নোয়াখালীর নানা সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি সমন্বয়ক কমিটি। যার নেতৃত্ব দিচ্ছে অনলাইনভিত্তিক জনপ্রিয় সামাজিক সংগঠন “নোয়াখালী পেইজ”। নোয়াখালী-ঢাকা রুটে নিম্নমানের বাস সার্ভিস ও মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ে অসহায় হয়ে পড়েছেন এই রুটের হাজার হাজার যাত্রী। নোয়াখালীর সোনাপুর থেকে ঢাকার সায়েদাবাদ পর্যন্ত (ভায়া লাকসাম) দূরত্ব প্রায় ১৬২ কিলোমিটার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ভাড়া দূরপাল্লার বাসের জন্য প্রতি কিলোমিটারে ১.৪২ টাকা।

সেই হিসেবে এই রুটে বাস ভাড়া হওয়ার কথা ২৩০ টাকা। দুইটি সেতু ও ফ্লাইওভারের টোল বাবদ অতিরিক্ত ভাড়া আদায় হলেও তা কোনোভাবেই ২৫০ টাকার বেশি হওয়া যুক্তিযুক্ত না। অথচ দুঃখজনক হলেও সত্য, নোয়াখালীর পরিবহন কোম্পানিগুলো দীর্ঘদিন যাবৎ এইটুকু পথের ভাড়া আদায় করছিল ৩৫০ টাকা যা গত ঈদুল ফিতরে বাড়িয়ে ৬০০-৭০০ টাকা পর্যন্ত করা হয়েছিল। ঈদের পর থেকে দীর্ঘ দিন ৪০০ টাকা ভাড়া আদায় করার পর সমপ্রতি “নোয়াখালী জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে” ভাড়া ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে মর্মে উনারা দাবি করছেন। যদিও জেলা প্রশাসক অফিসের বিভিন্ন সূত্র এ তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছেন। 
  • কার্টসিঃ মানবজমিন/ জুলাই ২৫,২০১৮ 

No comments:

Post a Comment