Search

Monday, July 30, 2018

চবিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত এবং এএফ রহমান হলে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সহকারী প্রক্টর লিটন মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বিজয় গ্রুপ ও সিএফসির গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিজয় গ্রুপের ছাত্রলীগের কর্মীরা এএফ রহমান হলে ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নেন। পরে উভয় গ্রুপই একে অপরকে ইটপাটকেল ছুড়ে মারে। এসময় দুজন আহত হন। আহতদের চবি মেডিকেলে ভর্তি করা হয়েছে।

  • Courtesy: Kalerkantha/ Jul 30,2018

No comments:

Post a Comment