Search

Thursday, March 15, 2018

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যায় ইমামদের!



জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ইমামদের সঙ্গে সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ বিরোধী এক মতবিমিয় সভায় ইমামরা জানিয়েছেন, মাদকের ব্যাপারে মসজিদে বেশি বক্তব্য রাখলে ইমামের চাকরি চলে যায়। তাই মসজিদে বা বাইরে মাদকের ব্যাপারে বেশি কথা বলা যায় না। এমনকি জীবনের ঝুঁকিও থাকে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদবিরোধী সভায় ইমামরা এ অভিযোগ করেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইমামদের সঙ্গে সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদবিরোধী এক মতবিনিময় সভায়  কক্সবাজার সদর উপজেলার মৌলানা আনোয়ার হোসেন আনচারী ও কুতুবদিয়ার মৌলানা আবদুল কুদ্দসসহ আরো অনেকে বলেন, অনেক মাদক ব্যবসায়ী বা তাদের গডফাদার মসজিদ কমিটির সভাপতি। আবার কোথাও এলাকার তাদের এত প্রভাব সভাপতিরাও তাদের কথায় উঠবস করে।

তাই মসজিদের খুতবায় যদি মাদকের কথা বেশি বলি তাহলে চাকরি হারানো বা জীবনের ঝুঁকি থাকে। তারা বলেন, পথেঘাটে সর্বত্র এখন মাদক ব্যবসায়ীদের জয়জয়কার। মাদক ব্যবসয়ীরাই এখন সমাজের সব কিছু। তারা অনেক সময় আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়ে তাদের ফায়দা হাসিল করে। জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলার কোথাও কোনো মাদক ব্যবসায়ীদের কারণে ইমামের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তাকে জানানোর আহ্বান জানান। 

তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে একটি দ্রত উন্নয়নশীল দেশ। বিশেষ করে কক্সবাজারে বর্তমান সরকার উন্নয়নের বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। যেগুলো বাস্তাবায়ন হলে কক্সবাজার হবে বিশ্বের অন্যতম একটি জেলা বা নগরী। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সব সমস্যা মোকাবিলা করতে হবে। আর উন্নয়নের প্রধান বাধা বা অন্তরায় হচ্ছে জঙ্গিবাদ, মাদক এবং সন্ত্রাস, এজন্য নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদকে মোকাবিলা করতে হবে। সমাজে যেন এর কোনোটিই থাকতে না পারে সে জন্য ইমামদের অগ্রণী ভূমিকার রাখতে হবে। 

ইমামরা সমাজের নেতা বা  উনারা মানুষকে যেটা দেখাবে সেটাই সাধারণ মানুষ দেখবে তাই ইমামদের সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ মোকাবিলায় বেশি শক্ত অবস্থান নিতে হবে। এসময় ইমামদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ, এনএসআই-এর উপপরিচালক মোহাম্মদ আবু নোমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি আশরাফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক খাজা আহাম্মদ মিয়াজী সহ প্রমুখ ইমামগণ উপস্থিত ছিলেন। 

  • মানবজমিন/১৫-৩-১৮


No comments:

Post a Comment