Search

Tuesday, May 22, 2018

ঢাকায় প্রাণঘাতী সুপারবাগ মহামারী আতংক!

রাজধানী ঢাকার ড্রেন ও জলায় কার্বাপেনেম, কলিস্টিন রেজিস্ট্যান্ট ই. কোলাই (সুপারবাগ) পাওয়া যাচ্ছে।

সুপারবাগ নিয়ে ভয় পাওয়ার কারণ হল - এগুলো দিয়ে ইনফেকশান হলে চিকিৎসা করা খুব কঠিন। হয়তো আপনার ফুসফুসে বা প্রস্রাবে এরকম ইনফেকশান হল। প্রচলিত কোন অ্যান্টিবায়োটিকে আর কাজ হবে না।
মেডিকেল জার্নাল ওয়েবসাইট পাবমেড এ তথ্য প্রকাশ করেছে।

সরকার ও সিটি কর্পোরেশনের দুর্নীতি ও অবহেলায়  রাজধানী ঢাকার ড্রেন ও জলাগুলো বিষাক্ত হয়ে পড়েছে।

  • তথ্যসূত্র —  jugantor.com/মে ২০, ২০১৮। 


No comments:

Post a Comment