Search

Thursday, December 20, 2018

মহাজোট প্রার্থীর বাড়িতে ওসির বৈঠক

থানায় যোগদানের একদিন পরই  ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মহাজোট প্রার্থী মো. এবাদুল করিম বুলবুলের গ্রামের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ রায়। এ খবর পরদিন ছড়িয়ে পড়ে মুখেমুখে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও জানতে পারেন বিষয়টি। প্রত্যক্ষদর্শী সূত্র জানায় ১৬ই ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ ওসি রণজিৎ থানার আরেক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মহাজোট প্রার্থীর সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের বাড়িতে যান। সেখানে রাত ১টা পর্যন্ত দীর্ঘসময় ধরে বৈঠক করেন তারা। এ সময় নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন নসুসহ আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বশীল একটি সূত্র জানায় এ সময় ওসি রণজিৎ রায় শতভাগ ফেভারে থাকার নিশ্চয়তা দেন। তবে ওসি রণজিৎ রায় বলেন- এগুলোতো বলবেই।

পরে তিনি বলেন, আমরা যেদিকেই যাই সেখানে প্রার্থীর বাড়ি থাকলে যাই। তাদের সিকিউরিটির নিশ্চয়তা দিতে হচ্ছে। প্রার্থীকে নিয়ে একটা ঘটনা ঘটে গেলে এটাতো ডাকতে পারবো না। আজকে (বুধবার) আলমনগর যাবো। সেখানে জিকরুল সাহেবের বাড়িতে যাবো। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। সত্যতা যাচাই করে দেখছি। সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান সাংবাদিকদের বলেন, কি কারণে ওসি সেখানে গেছেন তা আমার জানা নেই। এ নিয়ে কোনো অভিযোগ পাইনি। তিনি বিষয়টি ইউএনও ও সহকারী রিটার্নি অফিসারকে জানাতে বলেন। রণজিৎ গত ১৪ই ডিসেম্বর নবীনগর থানায় যোগদান করেন। এর আগে ২৫শে অক্টোবর এ জেলায় যোগদান করেন তিনি। আর নবীনগর থানার ওসি হিসেবে যোগ দেন ১৪ই ডিসেম্বর।  এর আগেও ব্রাহ্মণবাড়িয়ায় যোগ দিয়ে কাঙ্ক্ষিত ওই থানায় পোস্টিং নেয়ার চেষ্টা করেন তিনি। সুবিধা না হওয়ায় চলে যান চাঁদপুরের হাইমচরে। জানা যায়- ২০১৬ সালের ১২ই ডিসেম্বর চাঁদপুর জেলায় যোগদান করেন প্রথম। এরপর আবার এখান থেকে চলে যান ২০১৭ সালের ২৫শে মে। নবীনগর উপজেলার শ্যামগ্রামে মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের পাশেই রণজিৎ রায়ের মামার বাড়ি। মামার নাম প্রবীর নাগ। তার মামার বাড়ি আর মহাজোট প্রার্থীর বাড়ি উপজেলার পশ্চিমাঞ্চলের পাশাপাশি এলাকায়। দূরত্ব ৫/৬ কিলোমিটার। 

  • Courtesy: Manabzamin /Dec 20, 2018

No comments:

Post a Comment