Search

Friday, May 11, 2018

ওস্তাদ বামে স্যাটেলাইট!


আর্ক  শীহাব 

সরকারের যুক্তি ছিল বিদেশী কোম্পানিকে দেয়া প্রতি বছর ১৪ মিলিয়ন মার্কিন ডলার বাঁচাতেই এই বঙ্গবন্ধু স্যাটেলাইট। কিন্তু সরকার কি জানে একটা স্যাটেলাইটের গড় আয়ু কত? ১৫ বছর। ১৫ বছরে সরকারের হিসেবে তাহলে বাচবে ২১০ মিলিয়ন ডলার।  কিন্তু এই স্যাটেলাইটের পিছনে ১৫ বছরে খরচ হবে ৩৭৫ মিলিয়ন ডলার সাথে মেইন্টেনেস আর অরবিট ইন্স্যুরেন্স খরচ তো আছেই।  আর যে স্যাটেলাইট বানাতে খরচ হয় ৮০ মিলিয়ন ডলার সেখানে বাংলাদেশ খরচ করছে ২৪৯ মিলিয়ন ডলার, বাকি ডলারগুলো কি স্যাটেলাইটের সাথে বেড়াতে যাবে মহাশুন্যে? 

ওস্তাদ বামে স্যাটেলাইট! 



No comments:

Post a Comment