আইসিএবির সেমিনারে বক্তারা
উচ্চমাত্রায় দুর্নীতি ও অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বৃদ্ধির কারণে সমাজে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। পাশাপাশি মুদ্রাস্ফীতি, প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে অস্বাভাবিক ব্যবধান, জনগণের অর্থের সদ্ব্যবহার না করা, নিম্নমজুরি ও কৃষিপণ্যের ন্যায্য দাম না পাওয়ার মতো বিষয়গুলোও বৈষম্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
গতকাল দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ধরন বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি প্রেসিডেন্ট দেওয়ান নুুরুল ইসলাম এফসিএ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিল মেম্বার শাহাদাত হোসেন এফসিএ। সঞ্চালক হিসেবে ছিলেন কাউন্সিল মেম্বার আনোয়ারউদ্দিন চৌধুরী এফসিএ। সমাপনী বক্তব্য রাখেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু এফসিএ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আইসিএবির কাউন্সিল মেম্বার শাহাদাত হোসেন সরকারি তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, দারিদ্র্য দূরীকরণ, রাজস্ব আয় বৃদ্ধি ও আয়বৈষম্য কমানোর লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে সরকারের সুস্পষ্ট নীতিমালা প্রণয়নে গুরুত্বারোপ করেন। দেশের প্রায় ৫২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, যারা সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এজন্য নূ্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দে জোর দেয়া হয়।
স্বাগত বক্তব্যে দেওয়ান নুরুল ইসলাম এফসিএ বলেন, সম্প্রতি আমরা উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করেছি। গত কয়েক বছরের ধারাবাহিক প্রবৃদ্ধির কারণেই এটি অর্জন করা সম্ভব হয়েছে। এ অর্জন ধরে রাখতে হলে আমাদের পণ্যের বৈচিত্র্যতা আনার মাধ্যমে রফতানি প্রবৃদ্ধি বাড়াতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে দেশের বিপুলসংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে উদ্যোগ নেয়ার কারণে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করতে পেরেছে। ১৬ কোটি জনসংখ্যার বিশাল চাপ নিয়ে ঈর্ষণীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে পারাটা চ্যালেঞ্জিং।
প্রতি বছরই দেশে নতুন শ্রমশক্তি যোগ হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা কাজে লাগাতে হবে। এজন্য বেসরকারি খাতের সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সর্বোপরি আমাদের সুশাসন নিশ্চিত করতে হবে। কারণ সুশাসন ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব হবে না।
- Courtesy: BanikBarta/May 06, 2018
No comments:
Post a Comment