Search

Saturday, January 6, 2018

‘সমাবেশ করতে না দেওয়া খুবই নিন্দনীয়’


মারুফ হাসান নাসিম 


৫ জানুয়ারি আমাদের দেশে একটা কালো অধ্যায়। পাকিস্তান আমল থেকে আমাদের দেশে বহু আন্দোলন সংগ্রাম করে যে ভোটের অধিকার অর্জন করেছিলাম, সে ভোটের অধিকারটাকে বিকৃত করা হয়েছে। সত্যিকার অর্থে ভোটের নামে একটা তামাশা করা হয়েছে ৫ জানুয়ারি নির্বাচনে। আমরা বিরোধিতা করছি। যারা প্রতিবাদ করার চেষ্টা করে তাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। জনগণ যে প্রতিনিধিদের দ্বারা বাংলাদেশের গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতা থেকে রক্ষা পাবে, তারাই আমাদের গণতান্ত্রিক অধিকার ধীরে ধীরে সংকুচিত করছে। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান এই সব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপিকে সমাবেশ করতে না দেয়া খুবই নিন্দনীয়। এই ভাবেই তো সংঘাত-সংঘর্ষকে আমন্ত্রণ জানায় সরকার। যখন সভা-সমাবেশ স্বাভাবিকভাবে করতে দিবে না, তখন অস্বাভাবিক পথে রাজনীতি চলে যাবে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদজনক। সরকারের পক্ষ থেকে এই ধরনের বিপদজনক পরিস্থিতি উস্কে দিচ্ছে। এর পরিণতি ভালো হবে না।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে সরকার বলছে, ২০১৪ সালের নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না বলে তারা আশা করে এবং সে জন্য তারা চেষ্টা করবে। এখন দেখা যাক সেটার কী হয়? আমরা আশা করব, সরকার একটা উদ্যোগ নিবে এবং একটা সমঝোতা করবে। সবাইকে নিয়ে একটা স্স্থু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।
  • সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন
  • সৌজন্যে - http://amaderorthoneeti.com 

No comments:

Post a Comment