Search

Monday, May 14, 2018

রেন্ট সিকিং স্যাটেলাইট


—  ফাহাম আবদুস সালাম 



ছোটোবেলা থেকে একটা জিনিস আমি বুঝে উঠতে পারি নাই। যে জিনিস অর্জনে আমার বিন্দুমাত্র পার্টিসিপেশান নেই, সেই জিনিস অর্জিত হোলে যারা খুব গর্ব বোধ করেন - এরা কোন মাত্রার গর্দভ।
ইউটিউবের প্রথম চারজনের একজনের বাবা বাংলাদেশী ছিলেন (স্ত্রী সম্ভবত জার্মান) জাওয়েদ করিম সারা জীবনে সম্ভবত ৪ মাসও বাংলাদেশে কাটাননি কিন্তু বহু বাঙালির জাওয়েদ করিমের নাম শুনলেই গর্বে বুক ফুলে যায়।

সালমান খান একটা জিনিয়াস, কিন্তু তাতে আপনার কী?

স্যাটেলাইট বানালো এক দেশ, পাঠালো আরেক দেশ - আপনি করছেন শুধুমাত্র রেন্ট সিকিং। সেই ব্যবসাও আপনি করবেন শুধুমাত্র এই কারণে যে তিন মাসের মধ্যেই প্রত্যেক চ্যানেলের কাছে কেউ ফোন করে বলবে, আপনি যদি বেক্সিমকোর থেকে স্যাটেলাইট সার্ভিস না কেনেন তাহলে আপনাদের চ্যানেলের লাইসেন্স থাকবে না ( অথবা আপনাদের মালিক যুদ্ধাপরাধী হয়ে যাবে নেক্সট শুক্রবারে) আপনি প্লেইন এন্ড সিম্পল বাবার তৈরী করা এপার্টমেন্ট ভাড়া দেয়ার ব্যবসা করছেন। সেই ব্যবসাও করবেন মাফিয়া স্টাইলে। শুধু ব্যবসার লোগোটা লাল-সবুজ বলে যাদের বুক ফুলে চাল-কুমড়া হয়ে গেছে তারা অন্ধকারেই বাস করছেন।

উৎস  — Faham Abdus Salam 

No comments:

Post a Comment