Search

Monday, May 7, 2018

ব্যাংক লুট করতে লুটকারীদের সুযোগ করে দিয়েছে সরকার - তৈমুর


দেশে ব্যাংক লুট এবং জনগণের টাকা লুট করার জন্য এই সরকার যে সুযোগ করে দিছে, বিগত সময়ে এরকম সুযোগ আর কোনো সরকার করে দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এক টিভি সাক্ষাতকারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে ধনী দিন দিন ধনী হচ্ছে আর গরিব দিন দিন গরিব হচ্ছে। এদেশে গরিবের সংখ্যাই বাড়ছে। হয়তো এভারেজ দেখাতে পারেন গরিবের সংখ্যা কম, তবে কাগজে-কলমের সাথে বাস্তবের কোনো মিল নেই। তাছাড়া বেসিক ব্যাংকের টাকা লুট হলো এবং রাষ্ট্রীয় ব্যাংকের টাকাও চলে গেলো আধুনিক ডিজিটাল পদ্ধতিতে।

তৈমুর আলম বলেন, এরশাদ সাহেব বলেছেন, ঘরে থাকলে গুম আর বাইরে গেলে খুন। এই কথাটা কিন্তু অস্বীকার করা যায় না। তাই সকলের ভুলত্রুটিকে ফেলে আমাদের এমন একটি অবস্থান তৈরি করে যেতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধার চোখে দেখে।

তিনি আরও বলেন, এখন আওয়ামী লীগ বলে, আমরা যদি পুনরায় আবার ক্ষমতায় না যেতে পারি, তবে এ দেশ রোহিঙ্গা হয়ে যাবে। এটা পত্রিকার ভাষা। তাই এর অর্থ হলো যে কোনোভাবে হোক, যে পদ্ধতিতে হোক তাদের আবার ক্ষমতায় যেতে হবে। তাই সেখানে নির্বাচনটা একটা বাহানা। শুধু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগইতো এই দেশ না। সঞ্চালক মহোদয় একটা আইডিয়া দিয়েছিলেন, জাতীয় পার্টিতো সকাল-বিকাল কথাই বলেন এবং সকালে যে কথা বলেন বিকেলে সে কথা ঠিক থাকে কিনা। এটা পরিস্থিতি অনুযায়ী হয়তো তারা বলেন। কিন্তু জনগণকেতো তাদের একটা আস্থায় আনতে হবে। তবে সরকার চাইলে জনগণকে আস্থায় না জোর করে থাকতে পারে। কারণ পৃথিবীতে অনেক স্বৈরাচার অনেক সময় জোর করে ছিল। কিন্তু জনগণের আস্থা অর্জন করতে পারিনি।

  • সূত্র : চ্যানেল আই/ মে ৭,২০১৮ 

No comments:

Post a Comment