Search

Tuesday, May 8, 2018

ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে মোবাইল ছিনতাই ছাত্রলীগের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থীর একটি মোবাইলও তারা ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের (ভিসি চত্বর) সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির আহমেদ রাসেলের অনুসারী হিসেবে পরিচিত।

আহত ওই শিক্ষার্থীর নাম যুবায়ের। তিনি সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং স্যার এফ রহমান হলের আবাসিক ছাত্র। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাতে যুবায়ের ও তার বন্ধুরা ভিসি চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের সাদিক, সিফাত, পারভেজসহ আট-দশ শিক্ষার্থী এসে যুবায়েরকে একা ডেকে কথা বলেন। তখন তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে কয়েকজন ছাত্রলীগকর্মী যুবায়েরকে রড ও লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত করে এবং তার মোবাইল ছিনতাই করে চলে যায়। পরে যুবায়েরের বন্ধুরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের ঢাবি শাখার সাবেক সহসম্পাদক রবিউল ইসলাম জানান, বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের ওই শিক্ষার্থীদের মধ্যে আগে থেকেই কোনো একটা ঝামেলা ছিল। সেটিকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে জানতে চাইলে ফকির আহমেদ রাসেল বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি তাদের চিনি না। খোঁজ নিয়ে দেখছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, আমি বিষয়টি দেখছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
  • Courtesy: Jugantar /May 08, 2018

No comments:

Post a Comment