বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব:) মো: আখতারুজ্জামান বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে ডিসেম্বরের পর থেকে মার্চের মধ্যে নির্বাচন দিলে আমরা অনেকে অংশগ্রহণ করব। আর ডিসেম্বরের আগে সংসদ বহাল রেখে যে নির্বাচন হবে সেখানে কিছু ছাগল-পাগল অংশগ্রহণ করবে। ছাগল-পাগল দিয়ে কি আর দেশ চলবে।
জিল্লুর রহমানের সঞ্চালনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান তৃতীয় মাত্রায় তিনি একথা বলেন। এছাড়া ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
মেজর (অব:) মো: আখতারুজ্জামান বলেন,ডিসেম্বরে নির্বাচন হলে সরকারের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে সংসদ সদস্যদের পদ বহাল রেখে নির্বাচন করা নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য হবে। যেখানে অনেক রাজনৈতিকদের গণতন্ত্রের প্রতি অনেকের অনীহা আছে সেখানে নির্বাচনের প্রতি অনীহা থাকতে পারে। ক্ষমতাসীনরা যেটা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে। পিছনে বন্দুক ধরে কিছু বললে যাই বলুক তাই ঠিক বলছে বলতে হবে।
কিন্তু বন্দুক না থাকলে কি হবে সেটাও কিন্তু গবেষণার বিষয় মো: আখতারুজ্জামান এই কথার প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, কেনো বন্দুক থাকবে না প্রশ্ন রাখেন?
মেজর (অব:) মো: আখতারুজ্জামান বলেন, কেনো বন্দতুক থাকবে না তা তো আমরা দেখেছি। শেষ মুহূতে বন্দুক থাকে না। আমরা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা প্রয়োগ নিয়ে নিয়ে হাসি টাট্টা করছি। কারণ চার বছর ক্ষতায় আছে তারপরে আর তাকে ভোট দিবে না তার দেশের জনগণ। সেজন্য তাদের তেমন এর্লাজি নাই। তবে আপনি ক্ষমতার মসনদে বসে সিন্দাবাদের দৈত্যের মত ঘাড়ে চেপে থাকবেন। আপনে কবে যাবেন ঠিক। নির্বাচন দেওয়ার কথা বলছেন সেখানে সংসদ বহাল থাকবে। একজন রানিং এমপি থাকতে আরেকটা এমপি নির্বাচন করতে যাবেন। সাধারণ মানুষের কি হবে তখন?তাই আমি একটা কথায় বলবো নির্বাচন হওয়ার পূর্ব শর্ত হল সংসদ ভেঙ্গে দেওয়া।
- Courtesy: AmaderShomoy.com/ May 14, 2018
No comments:
Post a Comment